এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • বসন্তের গান

    ranjan roy
    গান | ১৫ জানুয়ারি ২০১০ | ২৯৪৪৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Nina | 64.56.33.254 | ০৯ জুন ২০১০ ২১:৫৪436700
  • সত্যিই তো দাদাহুতো অর লিখছে না কেন?!
  • dd | 122.166.130.234 | ১২ জুন ২০১০ ০০:০০436701
  • ও: হো:।
    ল্লামা, এগুলান ল্লামা লিখেছেন বুঝি? এতো গুলান ভিন্ন ভিন্ন নাম থাগলে গুইলে যায়।

    অবশ্যি, একটু তেরচা ভাবে, মানে খুঁটিয়ে দেখলে বুঝবেন হুতো একটি জেনেরিক টার্ম। মানে? কটমটিয়ে দেখুন, "হুতো" একটি অ্যাডজেক্টিভ বা (মেরেকেটে) অ্যাডভার্ব, নাউন, ইসে ,প্রপার নাউন মোট্টেই নয়।

    যেমতি : যগুদা উবাচ : ভো গার্গী, অতিপ্রশ্ন করিও না। অ্যামনটা হুতোমি কল্লে তবো মুন্ডু ঢং করে খসিয়া পরিবে।

    আর হুতো/হুতোমি/হুতোস্বতা/হুতোয় পাওয়া/হুতোলামি এগুলি যে সর্বসম এটা কইতে সুকুমার সেনরে ডাকতে হবে না। সবাই জানে।

    কোরাসে : আমরা সবাই হুতো, আমরা সবাই হুতো আমাদের এই হুতোর রাজত্বে....... ইত্যাদি।
  • kahiptaashaa | 117.194.231.22 | ১২ জুন ২০১০ ০৯:২৪436702
  • কর্ণকীট বিচলিত হয়ে গেল।
    যেন হুতোলামা ছাড়া আর সাহিত্যসাধক নাই।

    আমার নাম জয়কৃষ্ণ পাখিরা।
    আসল, খাঁটি, নিয্যস।
  • Lama | 117.194.229.155 | ১২ জুন ২০১০ ১৩:৪৪436703
  • আমি লিখিনিকো। আমার সেই ক্ষ্যামতা লাইগো বাবু
  • tkn | 122.173.184.189 | ১২ জুন ২০১০ ২০:১৭436704
  • রাধিকার এলোচুলে বর্ষা ফোঁপানো জলমেঘ
    রাধিকার তর্জনী বিরহঝিলিক চিনে চুপ
    কানুর টেবিলে জমা স্তুপাকার পাঠিকার চিঠি
    রাধিকার বাতায়ানে শিশিরের পদধ্বনি, টুপ

    রাধিকার সখীদল হিমসুখ বিপণীর পথে
    রাধিকা যাবেনা, তার প্রয়োজন নিবিড় নিভৃতি
    এলোমেলো পড়াশুনো, অগোছালো দুখসুখে হাত
    কানু বিনে গীত নাই, এমতি রাধিকাপ্রকৃতি

    "আজ সেই পাঠিকার সাথে দেখা হবে মনে হয়,
    কফিহাউসের গেটে.. তোর কথা বলে দেব তাকে"
    হলদে পাখীর ডানা অথবা নিছক পোস্টকার্ড!
    রাধিকার ভীরু বুকে অহেতুকী নিশিডাক ডাকে

    এখন নিশুতি বেলা, অতএব সারা হল অ্যাপো
    হয়ত বা রাত জেগে লিখবে সে সাদামাটা চিঠি
    রাধিকা একেলা ঘরে, কিছুবা আবেগতাড়িত
    কানুর গোপন প্রেম চোরাহাসি হাসে মিঠিমিঠি

    আরো কত পদাবলী লেখা আছে বাকি, ভাবে কানু
    দিনগত প্রেমক্ষয় তাই আজও বাড়ন্ত নয়
    শুকতারাপথ চিনে ঘরের প্রেমিক ফেরে ঘরে
    রাধিকা সুদূরে একা, বিরহ করেছে তাকে জয়
  • ranjan roy | 122.168.25.108 | ১৩ জুন ২০১০ ১৬:২০436705
  • টিকনের কবিতা কি অক্ষরবৃত্ত? স্যান, বলো ঠিক বুঝেছি কি না!
  • kahiptaashaa | 203.99.212.53 | ১৪ জুন ২০১০ ১৬:৫১436706
  • ঘনঘোর সংসার, সকালের চায়ে আর খবর কাগজে
    বাটা মাছ, আপেলের দর আর তৌজি মৌজা খতিয়ান
    ঠুকে যায় পেয়ালা পিরিচে আর বিষম সমর
    রাধিকা কলহে মাতে, শিখিপাখা ধুলায় শয়ান।
    স্কুলবেলা আপাতত ঘুপচি লফটে মুখ ভার
    এক আঁটি শাকও থাকে বোঝার ওপরে পরিপাটি
    আর যেই মেঘডাকে কালোপানা আকাশের পারে
    ফাঁকতালে বেজে ওঠে রাতজাগা বৃষ্টির গান
  • Arpan | 216.52.215.232 | ১৪ জুন ২০১০ ১৮:০৬436707
  • রঞ্জনদা, মাত্রাবৃত্ত।
  • Arpan | 216.52.215.232 | ১৪ জুন ২০১০ ১৮:১৪436708
  • একটা প্রশ্ন আছে। এই টইতেই লিখছি। যদিও সোমনাথ খচে যেতে পারে আসল টইতে লিখিনি বলে।

    "পদধ্বনি' মাত্রাবৃত্তে ৪ না ৫ মাত্রা? (যদিও যুক্তাক্ষর আছে কিন্তু ধ্বনির উচ্চারণ ধোনি, কাজেই ৫ না হয়ে ৪-ও হতে পারে)

    তেমনি নিভৃতি ক' মাত্রার? ৩ না ৪?
  • Samik | 121.242.177.19 | ১৪ জুন ২০১০ ১৯:৩৪436710
  • অর্পণ,




  • Arpan | 216.52.215.232 | ১৪ জুন ২০১০ ১৯:৩৫436711
  • কেন?
  • Samik | 121.242.177.19 | ১৪ জুন ২০১০ ১৯:৩৬436712
  • এটাকে মাত্রা না বলে সিলেব্‌ল বলা ভালো।
  • Samik | 121.242.177.19 | ১৪ জুন ২০১০ ১৯:৩৭436713
  • কর গুণে দ্যাখো। পদধ্বনি ৫ আর নিভৃতি ৪ হলে ছন্দে পড়ছে না।
  • Arpan | 216.52.215.232 | ১৪ জুন ২০১০ ১৯:৪৪436714
  • সেইটা তো দেখেছি। কিন্তু ধন্ধ অন্য জায়গায়। নীরেনবাবুর বইটা খুলে দেখব আগে একবার।
  • Somnath | 188.135.2.112 | ১৪ জুন ২০১০ ২০:২৮436715
  • প-দোধ্‌-ধো-নি উচ্চারণ করলে ৫ মাত্রা, প-দো-ধ্ব-নি করলে ৪।
    নি-ভ্‌-ভৃ-তি করলে ৪,। নি- ভৃ-তি ৩।
    রা-ত্‌-ত্রি ৩, রা-ত্রি ২
    এরকম, উচ্চারণ বেসড।

  • Somnath | 188.135.2.112 | ১৪ জুন ২০১০ ২০:২৯436716
  • এখানে আর না।
  • Nina | 68.45.144.238 | ১৫ জুন ২০১০ ০৯:৫২436717
  • অনেকদিন পর তোর লেখা পড়লাম রে tkn আরও লিখিস।
  • nyara | 122.172.205.157 | ১৫ জুন ২০১০ ২১:৪১436718
  • নি-ভ্‌-ভৃ-তি? এ উচ্চারণ কবিতার ক্লাসে শেখান হয়েছে?
  • Samik | 122.162.75.192 | ১৬ জুন ২০১০ ০৯:২৯436719
  • ইন ফ্যাক্ট এটা আমাকেও খোঁচাচ্ছিল। নিভ্‌ভৃতি উচ্চারণ আমি কখনও শুনি নি, খাঁটি গদ্যেও না। নিভৃতি যদি নিভ্‌ভৃতি হয়, তা হলে তো একই লজিকে প্রভৃতি-ও প্রভ্‌ভৃতি হবে!
  • sumeru | 117.194.96.39 | ১৬ জুন ২০১০ ১০:৫৭436721
  • ইন্টারেস্টিং শোনাচ্ছে। খাঁটি গদ্যটা কী?
  • Somnath | 85.154.255.42 | ১৬ জুন ২০১০ ১১:১৮436722
  • কবিতার ক্লাসে উচ্চারণ শেখানো হয় নাই। তবে বলা আছে বেশ কিছু জায়গায় কিভাবে কথ্য উচ্চারণের জন্যে অ্যাকচুয়াল বানান ভিত্তিক মাত্রাবিভাজন ওভাররুলড হতে পারে। তাই ছন্দ ধ্বনিনির্ভর। যেভাবে পড়া হবে সেভাবেই গোনা হবে।

    আমি বলেছি, যেভাবে উচ্চারন করবে সেভাবে মাত্রা গুনতে হবে। আমি আমার উচ্চারণে নির্ভর করে লিখে ছন্দ মেলালে তোমার উচ্চারণ আলাদা হলে কেটে গেছে মনে হতে পারে। আমি নিভ্‌রিতি উচ্চারণ করে লিখলে তুমি নিভৃতি পড়লে কাটবে। এইরকম।

    তবে এপাতার আলোচ্য কবিতায় নিভৃতি তার যথার্থ উচ্চারণ কৌলিন্যে ৩ মাত্রা ই নিয়েছে। পদধ্বনি চার। প্রকৃতি চার। শুধু "কিছুটা বা" - না হয়ে "কিছুবা " হওয়াতে একটু কাটছে।

    আচ্ছা, ভালো ভালো কবিতার থ্রেডগুলোকে এই ব্যকরণ চর্চার হাত থেকে রেহাই দেওয়া যায় না? এর জন্যে তো ডেডিকেটেড জায়গা রয়েইছে। :-(
  • kahiptaashaa | 203.99.212.54 | ১৬ জুন ২০১০ ১৪:৫৪436723
  • গল্পগুলি পুরনো আর ঘষা
    কাঁচের মত, একটু দেখা যায়
    আর বাকিটা কি'রম কারিকুরি
    সময় গেছে কষ্টনদীর ঢেউয়ে

    পাড়ার মোড়ে জোনাক জ্বলে নেবে
    পাড়ার মোড় আলোয় আলোময়
    গল্পগুলি হলুদ আলো মোড়া
    নিওনবাতি নেহাৎ অপচয়

    উঠোন জুড়ে জোছনা ঢলোঢলো
    লেবুর ফুলে আদর অভিমান
    জোছনা ঢলে শহরে আর গাঁয়ে
    স্মৃতির ঘরে ধূলার পরিমান

    চিকন শ্যাম নারিকেলের পাতা
    হাওয়ায় দোলে ঝাঁকিয়ে দিয়ে সুখ
    হাওয়ার ঝোঁকে পালক মায়াঘেরা
    পড়ার ঘর, আয়না ঘেরা মুখ

    তক্তপোশে মাদুর, স্বরলিপি
    দরজা ঘিরে অল্প আয়োজন
    জীবন কাটে বিকাল গুলি গুণে
    রাধার মনে কষ্টনদী, ঢেউ
  • de | 59.163.30.2 | ১৬ জুন ২০১০ ১৭:১৮436724
  • হুতোই হোক আর লামাই হোক কিম্বা কহিপ্তাশা
    পদ্যগুলি বেরোক ছেপে, এইটুকুনিই আশা :))

    ছন্দ খুঁজবেন না কেউ -- এই বলে রাখলুম!
  • kahiptaashaa | 203.99.212.54 | ১৭ জুন ২০১০ ১৬:৩৯436725
  • বিবাদে বিসংবাদে, মাঝেসাঝে খবর কাগজে
    চোখ যায়, অন্যথা কবোষ্ণ দিন
    সমাজে বা সিনেমা টিভিতে
    তা বেশ, স্বপ্ন গুলি কোমল রঙীন।
    কখনো বৃষ্টি পড়ে, কখনো শুধুই আড়মোড়া
    ভাঙে মেঘ আর চড়া রোদ, পরমাদ, শান্ত জীবন।
    জনপদে মলিন মানুষ, ভীড়ে আনমনে, দরকষে,
    পদছাপ রাখে। খুব একটা বাছাবাছি নেই,
    ল্যাংড়া কি দাশেরি না চোষা।

    আসলে তাদের বাড়ি, অলীক পাড়ার ধার ঘেঁষে
    যেখানে জোছনা দেবে আজ রাতে, টিভিতে আশিকী হবে
    রাধিকা বসবে পরিপাটি
    শুকোবে চুল, কথা হবে,
    কেনাকাটা, বাজারের দর দীঘার সমুদ্রতীর- এইসব নিয়ে।

  • kahiptaashaa | 203.99.212.53 | ২২ জুন ২০১০ ১৯:৫৫436726
  • জ্বরের ঘোরে বিষাদ মাখা ঘুমে
    স্মৃতির বিষে বিষম অবসর
    পলক গুলি সিক্ত বেসামাল
    বিসম্বাদে স্তব্ধ সারা ঘর

    স্পর্শজাদু কৃপণ অগোছালো
    অসুখমাখা দুপুর চরাচর
    ওষধিগুণ সহসা, আনমনা
    ক্লিষ্ট ঠোঁট, উষ্ণ বরাবর

    সঙ্গপ্রিয় সোনার নীরবতা
    হস্তে ধৃত কানাকড়ির থলি
    অসুখমাখা সান্ধ্য আলোচনা
    আঙিনা জুড়ে উথাল বালুচর

    জ্বর যেমন শ্যামের মত প্রিয়
    স্মৃতি যেমন মৃত্যু মুখরিত
    রাধা যেমন উষ্ণ জাদুকরী
    ঠিক তেমনই আজকে অবসর
  • de | 59.163.30.3 | ২৩ জুন ২০১০ ১৬:৪২436727
  • বা:!!
  • Nina | 64.56.33.254 | ২৩ জুন ২০১০ ২০:৩৭436728
  • ভারি সুন্দর।
  • Kartuj | 59.93.211.208 | ২৪ জুন ২০১০ ২২:৪০436729
  • আসব ভেবে এলাম চলে কারণ জানি না যে
    দিনের শেষে পাবার কিছু রয়েছে বুঝি বাকি,
    আসতে যেতে আমায় ডাকে নিথর মনোমাঝে
    দূরের বঁধু তরুর তলে, কোথায় তারে রাখি?

    একটি বেলা পার হল যে স্রোতের টানে ভেসে
    বৃথাই ঘুরে ছায়ার খোঁজে শ্রান্ত পথপাশে,
    দাঁড়িয়ে আছে হঠাৎ দেখি হিমগোধূলিশেষে
    শূন্য বাটে ধূসর ঘাটে ঝরা পাতার মাসে -

    ঐ ডালিতে এনেছে ওকি সুখজড়ানো ঘুম
    আমার আছে স্বপ্নে ঘেরা চিলতে আলো আশা
    ফুরালো এই ব্যর্থ দিন, কাঁদে নিশি নিঝুম
    দামিনী হয়ে নামবে বুকে অঝোর ভালোবাসা
  • aka | 168.26.215.13 | ২৪ জুন ২০১০ ২৩:২১436730
  • বেশ তো। তবে কার্তুজের তো জোয়ান বয়স, এমন আমার মতন বুড়োদের ভাষায় লেখে ক্যান? একটু জোয়ান ভাষায় লিখলে আরও ভালো লাগবে। কবিতা আমি খুঁটিয়ে বুঝতে পারি না, বোঝাতেও পারি না, শুধু পড়ে ফিডব্যাক দিলাম, কার্তুজ লেভেলের ছেলে বুইবে নিশ্চয়ই।
  • d | 219.64.145.76 | ২৫ জুন ২০১০ ০৯:২৭436732
  • দে'র সাথে গলা মিলিয়ে বলি কহিপ্তাশার একখানি পাতলামত বই হাতের কাছে পেলে বড় খুশী হব। বড্ড বড্ড খুশী হব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন