এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • বসন্তের গান

    ranjan roy
    গান | ১৫ জানুয়ারি ২০১০ | ২৯৪৪১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arup | 79.51.155.207 | ০৮ সেপ্টেম্বর ২০১০ ১৭:৪৭436767
  • দিতেই হোতো! নি:শব্দে হলেও।
  • Kartuj | 125.20.3.146 | ০৮ সেপ্টেম্বর ২০১০ ১৮:০৫436768
  • এখানে সশব্দে ধন্যযোগ দিতে হয়, ধন্য 'বাদ' দেয়া ঠিক না। ;-)

  • Arup | 79.51.155.207 | ০৮ সেপ্টেম্বর ২০১০ ১৮:৩৪436769
  • ধন্যযোগ ব্যাপরটা ভালো লাগলো! সহমত।
  • kahiptaashaa | 117.194.231.231 | ১১ সেপ্টেম্বর ২০১০ ১৮:৩৪436770
  • শালুকছোপানো পাড়া তছনছ করে স্বাধীনতা ইত্যাদি এসেছিল মহাসমারোহে
    নিবিড় নীলিমা ঘিরে গিয়েছিলো রাঙা ভাঙা ধীর রেলগাড়ি
    আমাদের পাড়া থেকে আমরা পালিয়ে দুরদেশে, উচ্ছিষ্ট একটু জীবন,
    জীবিত, জীবন্মৃত, মৃতপ্রায়,লাশ, নাড়াঘাঁটা হয়ে
    দেখেছি বিপুল সমারোহ।

    পতাকা দোলানো ভোরবেলা, অপয়া আমার পায়ে পায়ে
    ঝাঁটপাট দেওয়া রাজধানী অপটু কালিমা হলো খুব
    আকাশ মাথায় ভেঙে পড়া পাড়াগেঁয়ে লোক এলো কত
    রেলগাড়ি চেপে, শুধু আসে নাই প্রেম কোনদিনও
  • Tim | 173.163.204.9 | ১২ সেপ্টেম্বর ২০১০ ২৩:৪৫436771
  • আচ্ছা, তবে সেই কথাটাই
    চিবিয়ে বলা শব্দ যেন
    বৃষ্টি পড়ে, বৃষ্টি ওড়ে
    চাঁদমালা রাত, জানলা জুড়ে।

    আচ্ছা, তবু কথার পিঠে
    টাকনা দিয়ে কথার ঠেকা
    ভিন্ন পথে হাঁটার সময়
    রাস্তা হারায়, তূর্কীনাচন।

    যাহোক, যেমন কথার সাহস
    পিলসুজে বুক, অন্ধ আলো
    মাকড়শাজাল ছন্দে নাচে
    ধন্দে কাঁপে, আবছায়াগাছ।
  • kahiptaashaa | 203.99.212.53 | ১৯ অক্টোবর ২০১০ ১১:৪২436772
  • বাইরে নিকষ, মেঘ, আলো টুকিটাকি এদেশ ওদেশ
    জলাভুমি রেলের আবাস, বনদস্যু বাঘের খোঁয়াড়
    এলেবেলে নদনদী আবছা বা চোখেই পড়েনা,
    ফেরার সময়, তাই জানলা খুঁজিনা আর এমনিতে
    নবমীর নিশিওতো ফুরালো বটেই, চিরদিনও,
    সমান নাহি যায়। তবে রাধিকার দোরের গোড়ায়
    শেফালিকা খুব লুটোপুটি আর রাধিকার পুকুরের ঘাটে
    ঘাই মারে অলীক কাছিম, শিশিরে শিশিরে ভিজে
    ডাহুকের মায়েরা খোঁজে চুনোপুঁটি, গড়ায় দুপুরে।
    রাধিকার দোরের গোড়ায় চিরদিন, ফেরার সময় দেখি
    দুপুর বা ভোরের মতন চুপ, নির্জন রঙীন নিশান
    আর শহর নগর গুলি তীরবেগে ছুটে চলে যায়
    জানালার বাইরে সতত।
  • kahiptaashaa | 203.99.212.54 | ২১ অক্টোবর ২০১০ ১২:৩৮436773
  • সাদাকালো শব্দছাপ অহেতুক কলহ, বাসনা
    দিনকাল ভালো নয়, সামলিয়ে নীড় ছানাপোনা
    রাধিকার নাই অবকাশ

    কবে থেকে পড়ে ছিল ব্যক্তিগত হলিডে সিজন
    কবে থেকে পড়ে ছিল শারদীয়া বিষাদ বিলাস
  • Nina | 64.56.33.254 | ২২ অক্টোবর ২০১০ ১৯:৩০436774
  • ভাবিতে উচিৎ ছিল প্রতিজ্ঞা যখন ;-)))

  • de | 134.105.152.77 | ২৪ অক্টোবর ২০১০ ১৫:৪৩436775
  • এই সিরিজটা পুরোটা একসাথে কবে ছেপে বেরোবে, ক্লিকিয়ে পড়তে রেশ কেটে যায়, ছাপা অক্ষরে একসাথে বসে পড়তে চাই!!
  • ranjan roy | 122.168.236.50 | ২৪ অক্টোবর ২০১০ ২৩:২৩436777
  • শ্বেতশুভ্র গাড়ি থেকে অহংকারী রাধা নামে
    বেজে ওঠে পায়ের নূপুর;
    রোদচশমার ফাঁকে দেখে নেয় অংকুরিত
    মাল্টিপ্লেক্স- মলের দুপুর।
    এইখানে ছিল এক বাঁশঝাড়, ভুট্টাক্ষেত
    পায়ে চলা পথ,
    মনখারাপের দিনে কিশোরী রাধার জন্যে
    ছিল এক সবুজ পুকুর।
    বাদামে সাফারী স্যুটে হর্সপাপি জুতো পায়ে
    দৃপ্ত পায়ে হাঁটছে আয়ান,
    পিছিয়ে পড়েছে রাধা কালো চশমার ফাঁকে লুকোয় সে ফেলে আসা গান।
  • kahiptaashaa | 203.99.212.53 | ০৬ ডিসেম্বর ২০১০ ১২:৪৫436778
  • আজকে শীত আজকে মেঘে ঢাকা
    অট্টালিকা আতপ জলঝাঁঝি
    বায়না করা রয়েছে পদাবলী
    বিষাদ খুঁটে বানানো রূপকথা
    বিষাদ খুঁটে চলেছে রেলগাড়ি
    কুয়াশা ছিঁড়ে শহর গ্রাম ছিঁড়ে
    শীতের মত যমুনা নদীতীর
    কথকতায় আবিল জলযান
    কথকতায় আবিল উষ্ণতা
    ছুঁয়েছে তার চক্ষু করতল
    রাধিকা ভীরু দুরের পথে একা
    শহর জুড়ে শীতের কথকতা
    শহর জুড়ে শীতের নীরবতা
    যাচ্ঞা করে করোটি ভাঙা রোদ
    রাধিকা হাঁটে ধুলো বালির পথ
    একলা তার যমুনা নদীতীর
  • hu | 71.201.25.54 | ০৬ ডিসেম্বর ২০১০ ১৭:৫৫436779
  • যে কমেন্টই করব ভাবি সবই কেমন বেমানান লাগে!
  • I | 14.96.154.78 | ০৬ ডিসেম্বর ২০১০ ২৩:৫৭436780
  • হুঁ, ডিটো।
  • Tim | 173.163.204.9 | ০৭ ডিসেম্বর ২০১০ ১০:৫৪436781
  • রাধিকার পরবাসে মন
    এলোমেলো হাওয়া দেয়
    যেথায় যখন, ফুল ওড়ে।

    রাধিকার আঙরাখা দামী
    ছাপ দেখে কেনে ছবি,
    সন্তান-স্বামী, মুখরতা।

    রাধিকার সাজানো বাগানে
    ঘৃণা নেই, পীড়া নেই, অসুখেরা
    নেই কোনখানে, মৃত সব।

  • Tim | 173.163.204.9 | ০৭ ডিসেম্বর ২০১০ ১১:১৫436782
  • আনকোরা লোকজন এসে বসে রাধিকার পাশে
    এরকম হয় কেন, এরকম হওয়ার কথাই
    ছিলো কিনা ভেবে ভেবে হতবাক, নিথর রাধিকা
    ঝিঁঝিঁডাকা রাত নামে, সেই অবসরে তার পায়।

    বালি আর কাদাজল, কদাচিৎ ভুষোলণ্ঠন
    কালো ছোপ ছোপ রাত, তার হাত করাল কঠিন
    বিবমিষা বুকে চেপে হাসিমুখে তাকায় রাধিকা
    এখনি সন্ধ্যাতারা নিভে যাবে সেই দৃষ্টিতে।

    রাধিকার ভালোনাম নেই, অমোঘ সে নাম
    শিশিরের মত ছিলো, মাটি ছুঁতে না পারার
    ক্ষোভে। তাই আজ জিভে তার আকাল, পিপাসা-
    অভ্যাসে ঠোঁট চাটে রাধার নূপুর।
  • kahiptaashaa | 203.99.212.53 | ৩০ ডিসেম্বর ২০১০ ১৪:০৮436783
  • আপাতত দু:খ নেই কিছু
    নিঁখুত রৌদ্র ওঠে রোজ
    দু:খ নেই, দুপুরের দাগ
    থাকেনা সূর্য ডুবে গেলে
    নেই কোন বিষাদের ছল
    রাধিকা অশ্রু ঢাকে হেসে
  • hu | 71.201.25.54 | ৩০ ডিসেম্বর ২০১০ ১৮:০৫436784
  • বাহ! কতদিন পর!
  • ranjan roy | 122.168.201.161 | ৩০ ডিসেম্বর ২০১০ ১৮:১২436785
  • রাধিকা, এবার বলো, কিছু বলো, আর চুপ করে থাকা নয়,
    অপেক্ষায় দাঁড়িয়ে সময়।
    রাধিকা, নিশ্চিত জেনো তুমি ঠোঁট নাড়ালেই
    জেগে উঠবে শীতের সকাল।
    গাঁয়ের সীমায় এসে থমকে যাবে ওলাউঠো,
    বন্যা আর খরা ও আকাল।
    তুমি কথা বললেই, মাকালীর কিরে বলছি,
    লজ্জা পাবে আমাদের ভয়,
    রাধিকা মুচকি হেসে ঠোঁট উল্টিয়ে বলে
    -- যা:, এর কোন মানে হয়!

    রাধিকা, হুকুম করো, আমরা পিছমোড়া করে
    বেঁধে আনবো চতুর কানাই,
    পুঁতে দেব কলাগাছ, সাজাবো মঙ্গলঘট,
    সন্ধ্যারাগে বাজবে সানাই।
    রাধিকা, আমরা জানি তুমি মুখ খুললেই
    ছাড়া পাবে বিনায়ক সেন,
    রাধিকার চোখে জল, আঙুলে জড়ায় খুঁট,
    --যা:, কিসব যা তা বলছেন!
  • Tim | 173.163.204.9 | ৩১ ডিসেম্বর ২০১০ ১৪:০৬436786
  • খোলা জানলায়, দেওয়ালেও
    সয়ে যাওয়া রোদ। অবাক ছবিতে
    আঁকে হলদেটে, ফ্যাকাশে অতীত
    রাধিকার মন ক্যানভাসে।

    চৌকোনো আলোছায়া, রাধিকার
    বাহারি পেয়ালা ভরে দিতো।
    শীতল, উদাস চোখ, বিবর্ণ ঠোঁটে
    রাধিকাও আবছায়া, আবেগতাড়িত।

  • kahiptaashaa | 203.99.212.54 | ৩১ ডিসেম্বর ২০১০ ১৭:০৯436788
  • আহা সেসব বয়েস তো আমাদের গেছে চলে কবে
    যখন পথেই ছিল বাসা আর লাল সাইকেলে ছিল দিন
    মেঘের অছিলা নিয়ে ছুটে গেছি নিষেধের পাড়া
    তীব্র চাহনি ছিল যেকোন নতুন শুরু শেষে

    আহা সেসব শীতের ঋতু সেইসব ঘামে ভেজা দিন
    তখন ভরসা ছিল কাছের লোকেরা সব কাছে
    থেকে যাবে, পৃথিবীও এরকমই ঘুরপাকে স্থির
    দোলে দুর্গোৎসবে হবে নিরিবিলি আমাদের গান

    চালশে যতই বলো, আসলে ঘাসেরা করে ষড়
    আজকাল ততটা সবুজ নয়, আকাশেও মিশেছে ভেজাল
    মানছি বয়েসকালে এরকমই হয়
    তবে পৃথিবীও ততখানি ভিজে বেড়ালটি তো নয়

    আহা সেসব বয়েসে ছিল টেকসই প্রেম
    মদ খেত শুধু খল অমরিষ পুরী।
    আজ চলো বছরের শেষে
    রাধিকা তোমার কাছে বসি, একাকী বিকালে।
  • kahiptaashaa | 203.99.212.54 | ০৬ জানুয়ারি ২০১১ ২০:০৯436789
  • মেল দেখো, রাধিকা তোমার কাছে
    ভুলক্রমে চিঠি যদি আসে
    চিঠি তার, যে গিয়েছে দূরের পাড়িতে
    চিঠি তার, যে মাঠে খেলেছে ভোরবেলা
    যে নদীর তীরে ছিল আমাদের চকখড়ি মেলা ক্লাসঘর
    হামেহাল চিঠি লেখে যারা গেছে দূরের পাড়িতে।
    রাধিকা তোমার কাছে মেল আসে বুঝি?
    চিঠি লেখে রাধিকার বালিকা বয়স,
    শীতের ছুটির রাতে নেতাজীস্কুলের মাঠ,
    রাধিকার কাছে।

  • kahiptaashaa | 203.99.212.54 | ১৮ জানুয়ারি ২০১১ ১৬:০৩436790
  • চলো হে কানাই আজি এই দেশে বড়ই খরার জ্বালাতন
    চলো হে একাকী যাই যেইদিকে নিপাট শাঁসালো ধানজমি
    যেদিকে কূপের পাশে ফুটে থাকে গন্ধপুষ্প, জনহীন
    যে দেশ আসলে নাই, যে দেশে শিশুর ম্লান চোখ
    দেখেনি শীতল দেওয়াল, শীতার্ত লোক নেই, সীমা নেই
    কাঁটাতারে কিশোরীর লাশ নেই, যে দেশে লোকের চোখ
    জ্বলে না খামোখা- মরেনা অহর্নিশ প্রহরা ক্রীড়ায়
    যে দেশে, কানাই, নাই আমাদের দেখাশোনা অবরে সবরে
    চলো হে কানাই যাই, সেই দেশে যা আসলে নেই
    চলো হে কানাই যাই সেই দেশ, বাতাসের ঘ্রাণ।
  • kumudini | 59.178.136.226 | ১৮ জানুয়ারি ২০১১ ১৬:৪৮436791
  • অসাধারণ,মন ভরে গেল।
    আরো,আরো,কহিপ্তাসা,আরো,আরো।
  • d | 14.99.20.180 | ১৮ জানুয়ারি ২০১১ ১৮:৪৫436792
  • ফেসবুকে শেয়ার দিয়েছিলাম,
    কহিপ্তাশা'র জন্য রইল
    http://www.sachalayatan.com/himu/37121
  • Nina | 64.56.33.254 | ১৮ জানুয়ারি ২০১১ ২২:২১436793
  • আহা! কাহিপ্তাশা মনের মতন সুতোয়, গাঁথো আরও কথার মালা--
  • Tim | 198.82.25.124 | ১৯ জানুয়ারি ২০১১ ০৩:০৫436794
  • মরা আলো রাধিকার চোখে
    চৌকাঠে কাদা। পায়ে পায়ে
    তছনছ হয়েছিলো যেন
    রোদ ঠিকরানো বেলাভূমি।
    রাধিকার হাতের রেখায়
    অপাপবিদ্ধ লাশ, প্রাণহীন।
    সূর্য্য ডুবলে সেই স্বর্ণাভ ত্বকে
    ঢেউ খ্যালে।
    তবু সেই কাঁটাগাছ জল নেয়
    তৃষ্ণার ছলে
    প্রতি শ্বাসে চেয়ে নেয়, আকঞ্‌ঠ প্রাণ
    বেঁচে ওঠে রক্তের স্বাদে।
  • Tim | 173.163.204.9 | ১৯ জানুয়ারি ২০১১ ০৭:০০436795
  • বলা কথা, না দেয়া জবাবে
    বিরতিচিহ্ন কিছু, কিছু কানাগলি
    মীমাংসা ফেলে আসা, চকমকি গালে
    আবছায়া চমকায়, সাবধানে চলি।

    এইখানে তোমার সীমানা, এইখানে
    হেলাফেলা, অবজ্ঞাভরে
    তুলে রাখা ধুলোমাখা পুরোনো চিঠিতে
    অভিমান, একা খেলা করে।

    এখনও গোধূলি আলো, নি:সংশয়ে
    চরে ফেরে। উদাসীন, ভিক্ষার মত
    এখনও সৌর রেশ, কিছু প্রতারণা
    রাধিকার দিন সুখা, রাত শাশ্বত।

  • Tim | 173.163.204.9 | ১৯ জানুয়ারি ২০১১ ০৭:৫৬436796
  • Date:18 Jan 2011 -- 04:03 PM থেকে

    চলো হে কানাই খেতের সবুজ প্রতিদিন পাল্টায়
    জমি আলপথ, আইনি সড়ক, বিচিত্র, দ্বিধাহীন
    নিবিড় বনানী, অন্তরীক্ষ, লালমাটি অকৃপণ
    চলো হে কানাই যাই সেই দেশ, সময় বড়োই সুখা
    সে দেশে মাটিও নরম, শিশুর হাসিটিও অমলিন
    চাবুকের হাত শিথিল সেখানে, বিচারক নিশ্চল
    চলো হে কানাই খুঁজি সেই ছায়া, সে দেশ তোমার ঘর
    সে দেশ তো নাই, বুকের মধ্যে সে দেশের তহবিল
    লাশের ঠিকানা পকেটেই রেখো, সমাধি অকৃত্রিম
    জীবনের প্যাঁচ খুলেই ফেলো হে, চলো হে কানাই আজ
    খুঁজি সেই দেশ, যে দেশ আসলে নেই বলে বিশ্বাস।

  • kahiptaashaa | 203.99.212.53 | ১৯ জানুয়ারি ২০১১ ১১:৫৭436797
  • দময়ন্তীদি, পড়লাম...
  • omi | 151.141.84.194 | ২০ জানুয়ারি ২০১১ ০২:১৩436799
  • কহিপ্তাশা, মাত্র গতকাল প্রথম দেখলাম এই সুতো। খুব ভালো লাগলো। অভিনন্দন, কবি। রাধিকা-কাব্য বই হয়ে প্রকাশিত হোক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন