এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • বসন্তের গান

    ranjan roy
    গান | ১৫ জানুয়ারি ২০১০ | ২৯৪৫৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • nina | 78.37.233.36 | ০৮ মার্চ ২০১৪ ২৩:২৮436933
  • আহা এই ছেলেদুটো যখন হাত মেলায়----মন যায় ভরে!
  • সায়ন | 59.249.62.138 | ০৯ মার্চ ২০১৪ ০১:৩৫436934
  • বড়ো দীর্ঘ এই শিকড়, জরার মত স্তব্ধ যা কিছু
    স্রোতহীন নিশিদিন অন্ধকার কূহক
    এই সব নিস্তর ভ্রমর
    যতদূর যায় চোখ দৃষ্টির অগোচর
    সেইখানে ঠাঁই নাই, সেই নশ্বর ঘূর্ণিপাক
    না হয় গোপন থাক, যদি নিতান্তই খুঁজে পাই হারানো ঈশ্বর

    কথা হয়েছিল, অগ্নিস্পর্শে রূপান্তরিত হবে শিলা
    কোলাহলময় বাগাড়ম্বরে যুগান্তর স্থাপন করবো একদিন অবহেলায়
    কথা হয়েছিল
    কথামালা ম্লান হলে বৃষ্টি নামিয়েছিলি পাথরপ্রতিমায়
    দিক্‌দিগন্ত উড়ে চলা বর্ষার সূচীমুখ ফলা
    জোয়ার ভাটা, শুরু এবং শেষ
    অস্থির শব্দাবলী বাক্য হানে পরিযায়ী পাখীটির ঠোঁটে
    রাত্রি গ্রাস করতে থাকে শব্দমুখর আর একটি দিন
    দিনের কঙ্কাল, অন্তীমসংস্কার
    জলস্পর্শে বাঁচিয়ে তুলবো হাঁটু মুড়ে বসা ভেঙে যাওয়া ঈশ্বর

    কোথায় ছিলে এত দীর্ঘ স্থাপনকার্যে, অবসাদগৃহে
    ছুটে এসে কুড়িয়ে নিয়েছিলে রৌদ্রতপ্ত অপাপবিদ্ধ ভুল
    ঝরোখায় অনন্যা নারী
    কুটীরের শান্ত গায়ে আল্পনা আঁকা
    তোমাদের ওই পৃথক বর্ণমালার মত এলোচুল
    হয়ত বনানীর বেখেয়াল বৃক্ষরোপণ
    ঢাল হয়ে নামে যতেক লুপ্ত জাতি হারিয়ে
    ফসিলের অবক্ষয়ে
    সেই পাললিক শিলার আড়ালে বসে অশ্রুমোচন করেন ঈশ্বর
  • kahiptaashaa | 172.136.192.1 | ১৬ এপ্রিল ২০১৪ ০২:০৭436935
  • রাধিকার পরিজন দূরদেশে থাকে।
    কূল তার ছেড়ে গেছে শ্যাম তার
    গৃহেই পালিত। নতুন বছরে তার
    পরমান্ন সুবাসিত পোলাউয়ের ঘ্রাণ
    খুকীটি নতুন জামা পরে, সুখী সংসার
    আপাতত, বসন্তে ফুলে ফুলে দখিনা বাতাস।
    রাধিকার পরিজন দূরদেশে থাকে
    একূল ওকূল নিয়ে নানাবিধ চাপান উতোর,
    শুক সারী দূর থেকে শোনে তার
    ঘর থেকে সুর ভেসে আসে, তার য্ন্ত্রগণক
    বলে দেয় নদীতীরে সন্ধ্যা নেমেছে।
    রাধিকার পরিজন দূরদেশ থেকে শোনে
    উছল জীবন, তার বাগানের ফুল
    তার শ্যামের কেমন হল গোষ্ঠে নতুন
    গাভী, ক্ষেত্রে শ্যামল শোভা শষ্যের ঢেউ
    তার অন্য কূলের কত ঝিলিমিলি
    নতুন উপাধি, শোনে দূরদেশ থেকে।
    রাধিকার কূল শুধু অন্যতর।
    পিতা মাতা বহুদূর, দূরদেশে থাকে।
  • achintyarup | 103.186.23.83 | ১৬ এপ্রিল ২০১৪ ০২:০৮436936
  • হুঁ
  • nina | 78.37.233.36 | ১৬ এপ্রিল ২০১৪ ০৩:৪০436937
  • কি সুন্দর---
  • kahiptaashaa | 172.136.192.1 | ২৯ এপ্রিল ২০১৪ ০১:৪৩436938
  • ঘুরতে যাওয়াই ভালো এমন হাওয়ায়, এমন গ্রীষ্মপ্রধান দেশে
    যখন বেশ খুশিয়াল রোদ উঠেছে সকাল সকাল
    স্বভাবগত কাতর এবং স্কুলের ছুটি দরজা ঠেলে বাইরে দাঁড়ায়
    এমন ভাবে লিখতে থাকে আঁকতে থাকে ডানদিকে মোড়, ব্রীজ পেরোলে
    কুটীর গুলি, উপদ্রবহীন চাষীর বাড়ি শ্যালো পাম্পের
    অষ্টপ্রহর ভাঙছে দিন আর খুচরো মতন খেয়ালখুশি রোদের তাতে
    পিঠ ঘেমে যায় এবং কটা লাল পিঁপড়ে ছুট লাগাল ঘরে দিকে
    এমন যখন বিকেলবেলা গ্রীষ্মপ্রধান মফস্বলে হাতের পাতায়
    গন্ধটাকেই ছুঁয়ে থাকছে অষ্টপ্রহর, লোডশেডিংএর পরেও যেমন।
    এমন করে দৃশ্য বোঝাই, কেউ তো তেম গল্প করে বোঝায়নি আর
    কেমন ভাষা কেমন হবে সহজ সরল রুপকথা বা প্রেমের ছবি
    একটু বড়, হিন্দী কিংবা বাংলাই হোক, কেমন ভাষা কেমন রেখায়
    জানতো না সে। দৃশ্য গুলোই শিকড় মেলে অনুপ্রবেশ।
    ঘুরতে যাওয়াই এমন দিনে লাগবে ভালো যখন আমরা জানতামই না
    কেমন করে প্রস্তাবনা কেমন করে বলতে হবে শরীর শরীর মনের কথা
    কেমন করে ঝাউয়ের বনে কেমন করে মুখ লুকিয়ে এক ছুটে সেই পুকুর ধারে
    শান বাঁধানো ঘাটের কালো জল। খেলতে থাকে তিনচোখো মাছ
    তখন সে সব জানতামও না এরাও আছে কাব্যে এবং কেমন লেখে বসন্তকাল
    কেমন করে মফস্বলের গ্রীষ্মকালীন বিকেল গুলি লিরিক হয়ে শহরপনা।
    কেমন করে শব্দ বানায় কেমন করে সদ্য জেগে শরীর শরীর স্রোতের মত
    গল্প বলে এবং আড়াল ছায়ার থেকে ছুটির পরে গল্প বলে
    একটা ছিল সুতির জামা, এবং রোদের ঘুলঘুলিটা, রোদের রঙে
    তাল কেটে যায় সামনে তখন বৃষ্টি এবং পিঠের দিকে রৌদ্র ছিল,
    সদ্য তখন শরীর ছিল, আমরা তো সব জানতামই না, কেমন ভাষা
    ভাষ্য কেমন, কেমন করে গল্প লেখে, কেমন করে গল্প বলে
    কল্প শহর কেমন করে তৈরী হচ্ছে শরীর জুড়ে
    ক্লান্ত শরীর, সুতির জামা, চুলের কাঁটা
    রাই কিশোরী, স্কুলের ছুটি, গ্রীষ্মপ্রধান শহরতলী
    দৃশ্য, ছবি, গদ্যে তাহার নীরব এবং অভিজ্ঞতার বড্ড অভাব
    জাগছে শুধু, সদ্য এবং বিকেল গুলি বহির্মুখি।
    সত্যি এসব শেষ হয়না চলতে থাকে বাঁকের মুখে হাত বদলায়
    বিকেলবেলা। আমরা সেসব জানতামই না, সেই বালিকা অজ্ঞ এবং
    ভাবতো বুঝি বিকেল বেলা এমনি করে, ঘুরতে যাবো, ডানদিকে মোড়, ব্রীজ পেরিয়ে।
  • kahiptaashaa | 172.136.192.1 | ২৯ এপ্রিল ২০১৪ ২৩:৫৩436939
  • শরৎ টরৎ তো ডুবে গেল
    পুজোর ছুটি শেষ শীতেরও তথৈবচ
    বসন্তকাল ক্ষণস্থায়ী
    তাছাড়া এতো আর বাল্যশিক্ষা না যে ঋতুরঙ্গের খতিয়ান খুব প্রয়োজন।
    তবে গীতিময় হোক এই দাবী
    শব্দ বাক্য ছন্দ এদের কাছে কল্প ঝর্ণায় জল ধারা প্রাচীন জঙ্গলের আবছায়া সুঁড়িপথ জমি জিরেত খামারবাড়ী মোটাসোটা গাইগরু হাম্বা করে ডাকে
    এরকম ছবিতোলা আধুনিক ঝোড়ো প্রান্তরে। ছবিতে ঢেকেছে মুখ
    মুখ দেখা যায়না তাদের

    কাল বেলা সময় সুযোগ সব
    একধারে চলে গেল ঘড়ির লক্ষ ডানা ধরে
    দোল খায় নোটখাতা ছাতিমের ফুল
    কিংবা ঘিঞ্জি মেছো সাগরের পথে
    ডিঙ্গা ভাসিয়ে দিল, ভিক্ষা এমন।
    কল্প ঝর্ণা বয়ে শব্দ পাথরে পড়ে
    শান্ত ছবিতে, বসন্ত ক্ষণকাল
    তারপর ধারাপাত, কি চমৎকার গণিতের নাম।
    সাপের আঁশের মত, কাঁচপোকা নিথর ঘড়ির ডানাতে, রোদে কেরকম ঝিকিমিকি
    তারপর ঝড় এসে পড়ে।

    নিজগুণে মার্জনা কোরো
    এরকম আবছা ছবি এরকম দুপুরপিপাসা
    এরকম বিনিময়, হাতে হাতে অভাবীর জমি
    ধান, খামারের খাঁখাঁ শূণ্যতা, গবাদি পশুর ডাক, ছবি লেখা মার্জনা হোক। শুধু ক্ষণকাল
    ঋতুরঙ্গ, বিজ্ঞাপনের মত এলোমেলো
    ঝোড়ো হাওয়া, ঝর্ণার জলে দেখা মুখ।

    বাকী সব মার্জনা হোক, শুধু দুপুরের ছবি আর রাধিকার মিজরাপ
    এলোমেলো সনাতন শূণ্য, নাস্তি, রাতদিন, রাতদিন।
  • kahiptaashaa | 172.136.192.1 | ২০ মে ২০১৪ ২২:১২436940
  • খুঁটে বাঁধা আলোচাল, মনোরমা ঘৃত ছোট সাইজ। লাল গামছা রঙীন ছাতা সাইকেলে বাঁধা। ধুতি শাড়ি বাসন কোসন, দানের জিনিস, পুরোহিত বিদায় না কি যেন, ভারী জিনিস সাইকেলের ক্যারিয়ারে বাঁধা। দক্ষিণার টাকাগুলি দিতে হবে সাইকেল সারাইয়ের দোকানে, আর নতুন খাতায় সারাতে হবে পেছনের চাকার চোরা লিক, আর ব্রেকটা। সিটটা চলে যাবে আগামী শীত পর্যন্ত। শয্যাশায়ী স্ত্রী, নিজেই ওষুধ দেন সাধ্যমত, বিশ্বাসটাই আসল, এক্গাদা টাকা খরচ করলেই কি আর রোগ সারে? মেয়েটি আগুনু পুড়েছে, এসব প্রারব্ধ, নাতি দুটিকে মানুষ করতে পারলে পরকাল রক্ষা হয়, ছেলেরা তো পর, কলিকাতা হাতছানি দিল। ফেলাছড়া কাঠের ঘোড়া আর লাটিম লাটাই নিয়ে খেলে আহা মা মরা শিশুদুটি, উকিলে পয়সা গুলি নিল, জামাতা বাবাজীবন, কি পরিতাপ, খোলা ঘোরে, হুমকি শাসানি দিয়ে যায়, সোনার পুত্তলি ছিল কন্যাটি আহা, কি মতিভ্রমে পাষন্ডের সাথে ঘর ছেড়ে ফিরে এলি পোড়া লাশ, ডোমেদের হাতেপায়ে ধরে বামুনের ছেলে তারা টাকা চায় মদ খাবে বলে, পুলিশ, পড়শী, আদালত, নাতি গুলি কুকথা শিখেছে, পরিবেশ। দানের জিনিস বাঁধাছাঁদা, যজমান লোক ভালো, খোলা হাত, শোকাকূলা নতুন বিধবা, পরিজন। ব্রাহ্মণ ভোজনে যাতনা হয়, নাতিগুলি বনে বাদাড়ে খুঁটে খায় অকালের পেয়ারা বড়ই কামরাঙা। অবোধ শিশুরা চরে খাক, উড়ে যাক শহরের দিকে একদিন। পরিবার শয্যাশায়ী, পক্ষাঘাতে, মাথাটিও গেছে, একা একা বলে যায়, অ রাধা তর পড়াশুনা নাই, ঘর মোছ, বাতি দে, এই তিনসন্ধ্যায় কি এত গাছের নীচে যাস, কি এত টেপ চলে সারাদিন, হিন্দি গানের এত ধুম? সাইকেলে প্যাডেল পড়ে, সেই কত উপরে আকাশ থেকে চিল খোঁজে কুটো, মাছ, মানুষের মত।
  • | ২০ মে ২০১৪ ২২:৩৯436943
  • :-(
  • de | 24.97.78.193 | ২০ মে ২০১৪ ২৩:১৯436944
  • রাধা চোখে জল আনলো--
  • যাইহোক কিছুএকটা | 24.99.206.11 | ২১ মে ২০১৪ ০০:০৮436945
  • এঃ বসন্ত নিয়ে কোনোদিন কিছু লিখিনা

    ---------------------------------------

    লিখে লিখে ,লিখে এবং লিখে
    আস্ত একটা ঋতু
    বানিয়েছিল অলস যত কবি
    এবং যত ক্যাবলা পাবলিকে !
    লিখে লিখে ,লিখে এবং লিখে ।

    নাম দিয়েছে বসন্ত গালভরা
    আসলে খুব ভীতু ! শীত গিয়েছে গ্রীষ্ম এলো দোরে
    সুযোগ বুঝে একটু প্রেমে পরা -

    কিন্তু এমন চলতে পারে নাতো , দিনের পরে দিন !
    ফুল তুলে কী পেট ভরেছে কারো
    শোধ হয়েছে ক্রেডিট কার্ডে ঋণ ?

    সকলে তাই বল্লে ডেকে ওহো : পাল্টে ফ্যালো সীন
    অনেক হলো পলাশ ছোঁড়া ছুঁড়ি
    করবো এবার এমন জারিজুরি
    দুচোখ খুলে জুটবে বিরিয়ানি - রাত্রি হবে দিন ! পাল্টে ফ্যালো সীন !

    এখন সব কবিতাবাজি শেষ -

    যদিও এখন হোরিখেলা হবে
    একদিন নয় বছরে সব সাঁঝ
    রক্তভেজা আলোয় উত্সবে

    ভীষণ নরম হবে ফোমের গদি
    ঐটুকু যা শিশিবোতল শক্ত ।

    আমরাতো সব কবির দেশের লোক
    আমরা তো সেই বসন্তেরই ভক্ত !

    লিখে লিখে লিখে শুধুই লিখে
    মরলো কবি , হাড় জুড়োলো পাড়া ।
  • aranya | 78.38.243.218 | ২১ মে ২০১৪ ১০:৪২436946
  • পুরোহিত দর্পণ-টি বড় ভাল
  • san | 52.104.25.241 | ২১ মে ২০১৪ ১১:০৪436947
  • কহিপ্তাশার শেষটি বড়ো ভাল।
  • kahiptaashaa | 172.136.192.1 | ৩০ মে ২০১৪ ০২:৩৫436948
  • শেষ বসন্তের ঝুমঝুমিসাপ, দৌড়ে যায় পশু, ওড়াউড়ি করে পোকা, ভাপ ওঠে মাটি থেকে, পাথরে, পাতায় ঢাকা ট্রেল, জলের আওয়াজ শোনা যায় পাশে।
    পাথরের খাঁজে ঝুমঝুমি সাপ, হরিনের বিষ্ঠা ঘিরে কি চমৎকার প্রজাপতি, আলো ছায়া খেলে যায় একটু গভীর দিকে, পায়ে চলা পথ যেন আছে প্রায়, কিনারে গভীর খাত, রোদ চড়ে, হাওয়া দেয়।

    দূরে আছে বাড়িঘর সিগন্যাল, কাগজ রেডিও টিভি, এখানে অন্যকিছু, পায়ে চলা পথ, ঝুমঝুমিসাপ, পড়ে যাওয়া অভিযাত্রীর নদীখাতে মৃতদেহ, কাঁচপোকা, রঙচঙে প্রজাপতি এরাই তো লিখে দেয় সব, নীলিমা ও শিকারের সন্ধানে পাখি, সন্ত্রস্ত দিন রাত, বসন্তে কেমন শান্ত ঝলমলে, নদীজল, ঝুমঝুমি সাপ, অদৃশ্য হরিণের ছুট। অভিযাত্রী চিৎ হয়ে শুয়ে আছে, এই বসন্ত, প্রকৃতি বনাঞ্চল পশুপাখি খেয়ে নেবে তাকে, লিখে দেবে এমন শান্ত সবুজ নীল দিন।
  • san | 113.245.14.209 | ১৮ জুলাই ২০১৪ ১১:৪৭436949
  • ...
  • ranjan roy | 69.161.67.75 | ১৮ জুলাই ২০১৪ ১৩:২২436950
  • অহো! বহুদিন পরে চমৎকার সব পদাবলী!!
  • এপি | 24.139.222.45 | ০৮ আগস্ট ২০১৪ ১৫:৪৩436951
  • কর্কটক্রান্তি রেখা রাধিকার ঘর
    রোদ্দুর একপায়ে খাড়া চরাচর
    ভেসে যায়, বেলফুল, জুঁইফুল বেলা
    ছুঁয়ে ছুঁয়ে এইমাত্র পৌঁছে গেল নীল কালো ভেলা
    চেপে কদমের মৃদু শ্বাস
    কর্কটক্রান্তির দেশে রাধিকার বাস ।।

    এইসব বৃষ্টিদিনে ঘরগুলো তাঁবু হয়ে যায়
    উঠোনে আটকা এক নদী
    আমরাও হাঁস হয়ে টুকটুকে লাল পায়ে
    একে একে পালতোলা নৌকো হয়ে যাই
    ইস্কুলে ছুটি হলে কিছু আগে পরে
    হাঁটুজল বয়ে চলে চেনা রাস্তা ধরে
    পায়ে পায়ে খলবল খলবল মাছেদের মত
    সেইসব বৃষ্টিদিনে ঘরগুলো তাঁবু হয়ে যেত।।

    এখানে বর্ষা নেই, ঘন ঘন বৃষ্টি পড়ে বটে
    রাধিকার ব্যালকনি একা একা গন্ধরাজ ফোটে
    একাকী উড়ান দিতে দিতে
    এই মেঘ পারতো কি কোনদিন মেঘদূত হতে !
    সূর্যোদয়ের দেশে সাড়ে তিন ঘন্টা আগে পরে
    সাড়ে তিন দশকের পুরাতন বাইশে শ্রাবণ
    রাধিকার অ্যালবাম জুড়ে।।
  • kahiptaashaa | 172.136.192.1 | ২৬ আগস্ট ২০১৪ ০৯:০৪436952
  • ইউক্যালিপটাস
    ---------------
    এখন আমার মাথায় টোকা অন্ধকারে মুখ ঢেকেছি
    সাপের চোখে এদিক ওদিক ছায়ার নীচে অন্ধগলি
    হাত পকেটে জামার ঘোমটা মাথায় টানা যদিও তেমন
    জাড় পড়েনি উষ্ণ বাতাস আড়াল করা গোপন শ্বাসে
    এখন আমার বাজার ফেরৎ চায়ের দোকান আড্ডাখানা
    এখন আমার স্কুল কলেজের পাঁচটা বেজে মফস্বলী
    এখন আমার তবিলদারী শিয়ালদহের সাউথ শাখায়
    ইত্যাকারের চপল স্বভাব এখন আমার চক্ষে আগুন।
    চক্ষে আগুন, আগুন কিসের ঠিকরে পরে চাঁদের আলো
    এই তো আবার বৃক্ষশাখায় ল্যাজ ঝোলালো পদ্য দেবী
    চক্ষে এখন গুমোট মত গ্রীষ্মকালীন কলকাতা আর
    চক্ষে এখন পান্ডুলিপি, তিন টাকাতে কিলোর দরে।
    এখন যেমন শুখার সিজন এখন যেমন বানভাসিপথ
    এখন যেমন ইচ্ছেমতন দুজন হেঁটে কামডহরি
    এখন যেমন বৃক্ষ তাদের প্রকৃতিস্থ মাথায় নিয়ে
    পার করে দেয় বিশ্রামাগার, রেলের স্টেশন রিক্সাভাড়া।
    থাক সেকথা, এখন এমন অন্ধকারে আবছা মুখোশ,
    এই ঋতুতে একটা নিছক পদ্য লেখো, বল্কলে তার।
    আর কি হবে দিন তো গেল পার করে দাও লেভেল ক্রসিং
    একটা নিছক একলা বাড়ি, রেলস্টেশনের এপার ওপার।
  • dd | 111.63.148.213 | ২৬ আগস্ট ২০১৪ ০৯:১৫436954
  • আ হা।
  • kahiptaashaa | 172.136.192.1 | ০২ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৩৭436955
  • কেমন যেন বাড়িটি ছিল দোতলা আর গলির মধ্যে
    বাসরাস্তা ডাইনে রেখে রিক্সা করে মিনিট দশেক
    বৃষ্টি হত কলকাতাতে সেখান থেকে পৌনে ঘন্টা
    ততক্ষণে গলির মোড়ে শুকনো শুধু জুতোর মধ্যে পুকুর খানেক
    জলের নৌকো বিড়ম্বনা; ধার করো ফের ঝুল পাজামা
    জানলা দিয়ে রোদ পড়তো হারমোনিয়ম মেঝের রং কি
    লালই ছিল নাকি সেসব বানিয়ে নেওয়া যেমন তখন
    হয়েই থাকে মেট্রো রেলে যেমন হঠাৎ এক ঝাঁকুনি
    এ ওর ঘাড়ে; জানলা জোড়া তারের জালি কিংবা গ্রিলের
    এবং তখন সেই বালিকার ভুল হতো খুব বইয়ের লিস্টি
    লেখার কলম বিদেশ থেকে এসব কিন্তু একটু বেশী
    কিংবা যেমন সঙ্গী সাথী; থাক সে কথা- বাড়ির পদ্যে।
    কেমন ছিল সিঁড়ির ধাঁচটি কেমন ছিল পাড়ার মোড়ে
    ছেলের জটলা; ক্লাবের ছেলে ঈর্ষাপ্রবন, তাই তো হবে।
    কেমন ছিল রিক্সা ভাড়া, বৃষ্টি হলে কোলকাতাতে
    কতক্ষণে পোঁছত বাস জমাট ট্রাফিক আপিস পাড়া
    বৃষ্টি ভিজে উফ কি বিপদ, ঠায় দাঁড়িয়ে লোহার বড়
    গেটের বাইরে কারন তখন এক দুখানি ছায়াচ্ছন্ন
    বাড়ির মায়া। এবং তখন ভুল হতো তার। ছায়াচ্ছন্ন
    বাড়ি এবং দোতলাতে কেমন যেন মেঝের রংটি তখন ছিল;
    ভুল হতো খুব।
  • dd | 111.63.150.110 | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৫৫436957
  • আ হা হা।
  • dd | 111.63.150.110 | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৫৫436956
  • আ হা হা।
  • Pi | 192.66.62.255 | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১৫:০৮436959
  • বাহ
  • Pi | 192.66.62.255 | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১৫:০৮436958
  • বাহ
  • dc | 52.104.61.25 | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১৫:১২436961
  • বেশ
  • dc | 52.104.61.25 | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১৫:১২436960
  • বেশ
  • kahiptaashaa | 172.136.192.1 | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১৯:৫৯436962
  • সবাই দেখছি দুবার করে প্রশংসা করেছেন। বুঝতে পারছি খুবই মুগ্ধ হয়েছেন, তবে প্রশংসাবাক্যের পরে X ২ এইরকম লিখে দিলেও হবে। ধরুন ভবিষ্যতে এর থেকেও ৫০গুণ ভালো পদ্য লিখলাম, তখন যদি একশোখানা পোস্ট করেন তাহলে তো প্রশংসার চোটেই টই ভচকে যাবে। এর থেকে প্রশংসা X ১০০, এইরকম লিখবেন।
    মানে কিছুই তো বলা যায় না।
  • Tim | 102.46.98.218 | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ২০:০২436963
  • দারুন X ১০০
  • Atoz | 161.141.84.164 | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ২১:৫১436965
  • সুন্দরX৫০০
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন