এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃ-প-বু-ভু ৪

    Blank
    অন্যান্য | ০৫ জানুয়ারি ২০১০ | ২৯৩৩০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | 170.153.65.102 | ০৫ জানুয়ারি ২০১০ ১৯:০০438780
  • কিন্তু সৈকত দা, তক্কটা তো ছিলো গোর্কির ক্রেডিবিলিটি নিয়ে !!

  • Arijit | 61.95.144.122 | ০৫ জানুয়ারি ২০১০ ১৯:০৪439002
  • কেসটা কি হল? এদিকে বলছে লিমিট ছাড়িয়ে গেছে, লেখার কলের লিংক নেই, অথচ নতুন পোস্ট পড়ছে। মামু এ কি ধরণের ডিসক্রিমিনেশন করলো?
  • SB | 114.31.249.105 | ০৫ জানুয়ারি ২০১০ ১৯:০৪438891
  • কল্লোলদা, অনেক পুরোন কথা বল্লেন, যুগ অনেকদিন হোল পাল্টে গেছে।

    আম্মো অনেক উদাহরণ দিতে পারি যেখানে অতি বাম রা এসএফাআই / ডিওয়াইএফঅআই এর সাথে আসে নি।

    সে যাক, গত লোকসভাতেই তো সিপিএমের সাথে মালে'র জোট হয়েছিল: http://www.indianexpress.com/news/cpm-cpiml-join-hands-in-bihar/411229/

    বৃহত্তর বাম ঐক্যতে অসুবিধা কী? কংগ্রেসে বা তিনোমূলের সাথে জোট করার থেকে তো ভাল অ্যাটলিস্ট?
  • Blank | 170.153.65.102 | ০৫ জানুয়ারি ২০১০ ১৯:০৫439224
  • সিপিয়েম দের মুখ বন্ধ করার চক্কান্ত এটা
  • saikat | 202.54.74.119 | ০৫ জানুয়ারি ২০১০ ১৯:০৫439113
  • এটা গোর্কির ক্রেডিবিলিটির প্রশ্ন নয়। বলতে চেয়েছিলাম যে , যে লেখক 'মাদার' লিখেছে, তাকেই এই সব ঘটনা চেপে যেতে হয়েছে(হয়ত আরো অন্যদের মত)। ।
  • saikat | 202.54.74.119 | ০৫ জানুয়ারি ২০১০ ১৯:০৬439361
  • আমারও
  • Blank | 170.153.65.102 | ০৫ জানুয়ারি ২০১০ ১৯:০৬439350
  • সেটাই তো। 'চেপে' যেতে হয়েছে এই সিদ্ধান্ত টা টানার আগে 'অতএব' বসাচ্ছি আমি।
  • SB | 114.31.249.105 | ০৫ জানুয়ারি ২০১০ ১৯:০৬439335
  • অরিজিতের মতো আমারও একই প্রশ্ন!!
  • saikat | 202.54.74.119 | ০৫ জানুয়ারি ২০১০ ১৯:০৮439372
  • বুঝলাম না। পুরো বাক্যটা বল।
  • PT | 203.110.243.21 | ০৫ জানুয়ারি ২০১০ ১৯:০৯438781
  • @ Kallol

    গুজরাটীরা লিচ্চয় মোদীর নরমেধ উৎসবের পরে মোদীর দম্ভকে ভালবেসে ভোট দিয়ে জয়যুক্ত করেছে?
  • Blank | 170.153.65.102 | ০৫ জানুয়ারি ২০১০ ১৯:১০438792
  • অর্থাৎ তুমি বলছো যে গোর্কি চেপে গেছেন। সে ব্রেন ওয়াশ হোক, ওপর মহলের চাপ হোক, যাই হোক না কেনো।
    সেখানে আমি বলছি যারা এই দোষারোপ টা করছেন তাদের ক্রেডিবিলিটি নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। তাই ঘটনাটা প্রশ্নাতীত না।

  • Arpan | 204.138.240.254 | ০৫ জানুয়ারি ২০১০ ১৯:১১438803
  • ৩-এ পোস্ট করে এলাম। সায়েন্টিফিক রিগিং। ;-)
  • PT | 203.110.243.21 | ০৫ জানুয়ারি ২০১০ ১৯:১৫438814
  • @ Saikat

    রিপিট কোচ্চেন:
    ভিয়েতনামে আমেরিকার দীর্ঘস্থায়ী নরমেধ উৎসব সম্পর্কে Solzhenitsyn এর কিছু বক্তব্য যদি শোনান.......
  • Ri | 121.241.218.132 | ০৫ জানুয়ারি ২০১০ ১৯:১৭438825
  • কল্লোল দা অনেক দূরে চলে গেলেন। ইন্দিরার পরে রাজীব কে হঠাতে বোফর্স ইস্যুতেও ৮৯ তে সিপিএম আর বিজেপি এক ই মঞ্চে ভোট চেয়েছিলো - সেই যে জ্যোতিদাদু আর আদবানি ভিপির দুদিকে দাঁড়িয়ে অবিস্মরণীয় পোজ । দিদিও বিজেপির হাত ধরেছে,ভোট চেয়েছে। বরং কং বিজেপি একমঞ্চে এসে ভোট চেয়েছে মনে করতে পারিনা (খুচরো পঞ্চায়েত ভোট ছাড়ুন,সে তো সিপিএম কং এও বোর্ড হয়) ;-)
    স্মৃতি খুব জলদি ফ্যাকাশে হয়।আমার আপনার ভালো লাগুক না লাগুক জনতা চাইলে বিজেপি ভোট পেয়ে ক্ষমতায় আসবে।গভর্নমেন্ট শব্দটাতেই গভর্নেন্স জড়িয়ে যে ।
  • saikat | 202.54.74.119 | ০৫ জানুয়ারি ২০১০ ১৯:২১438836
  • @PT

    এ সম্পর্কে আমার কিছু জানা নেই, কারণ Solzhenitsyn এ ব্যপারে কিছু লিখেছিলেন বলে মনে হয় না। নিশ্চয়ই ইচ্ছে করেই লেখেননি। তবে হ্যা, যদি ভিয়েতনামে আমেরিকার কাজকর্ম নিয়ে জানতে চান তাহলে google নিশ্চয়ই উত্তর দিতে পারবে।
  • saikat | 202.54.74.119 | ০৫ জানুয়ারি ২০১০ ১৯:২২438847
  • @Blank

    এইভাবে পুরো ব্যাপারটাই নিশ্চয়ই ক্রেডিবিলিটির প্রশ্নের দিকে এগোবে না?:-)
  • PT | 203.110.243.21 | ০৫ জানুয়ারি ২০১০ ১৯:২৩438858
  • @ Ri

    বিজেপি-র সাইট থেকে এইরকম তথ্য পাচ্ছি: In the 1989 elections the Janata Dal effected adjustments of seats with the BJP and proceeded to form the Government with outside support from the BJP and the Communists. এটার সঙ্গে আপনি যা লিখছেন তার সঙ্গে কোথায় যেন একটা ফারাক আছে বলে আমার ক্ষুদ্র বুদ্ধিতে মনে হচ্ছে।
  • PT | 203.110.243.21 | ০৫ জানুয়ারি ২০১০ ১৯:২৯438869
  • @ Saikat

    প্রশ্ন করার কারণটি অন্য। আমি জানতে চাইছিলাম যে Solzhenitsyn কি
    (১) শুধু গুলাগ জাতীয় হত্যার বিরুদ্ধে ছিলেন, নাকি
    (২) সব রকমের রাজনৈতিক হত্যার বিরুদ্ধে ছিলেন না
    (৩) চুপ করে থেকে কোন কোন হত্যার সমর্থক ছিলেন?
    তাহলে ঐ গোর্কি সংক্রান্ত আলোচনাটা বুঝতে সুবিধে হয়।
  • Sayantan | 125.22.97.34 | ০৫ জানুয়ারি ২০১০ ১৯:৩০438892
  • ৩-এ আমিও "সায়েন্টিফিক রিগিং' করে এলাম। :-)
  • kallol | 124.124.93.202 | ০৫ জানুয়ারি ২০১০ ১৯:৩০438880
  • পিটি - মোদীর ব্যাপারে হাত তুলে দেবো। এটা আমার কাছেও বিস্ময়। আমি গুজরাটের ডেমোগ্রাফি ভালো জানি না। মোদী কি সত্যিই ভয়ানক রকমের উন্নয়ন ঘটিয়েছে সাধারন মানুষকে ঝামেলায় না ফেলে? যাতে সাধারন বুদ্ধির মানুষও ওটাকে ভোট দেয়!!

    অর্পন - এসিউসি যদি তৃণমূলের হাত ধরতে পারে তো কং কি দোষ করলো। এবার ওরা কংএর বিরুদ্ধে প্রার্থী দিয়েছে ঠিকই। আরএসপি বা ফব তৃণমূলের সাথে যাবে না। প:ব:তে ভোটে সিপিএম বিরোধী অবস্থানে যেতে গেলে, হয় তৃণ নয় কং এর হাত ধরতে হবে। শুধু ওদের(আরএসপি-ফব) দ্বারা হবে না। সেক্ষেত্রে কং ই ওদের কাছে সুবিধার। গতবার তো লোকসভায় সমর্থনই করেছিলো - অনেক তানানানা করার পর।

    এসবি - বৃহত্তর বাম কারা কারা, সেটা তো বলবে ভাই!!! আমার কি অসুবিধা বৃহত্তর বামে। বড়ো পাট্টিকেই তো উদ্যোগ নিতে হবে। তারা করুক। বাম মানে নিশ্চই জয়ললিতা বা মায়াবতী বা লালু বা চন্দ্রবাবু বা নবীন বোঝাচ্ছো না। সে করলে কি হয় তা হাড়ে হাড়ে বুঝেছো আশা করি।

  • saikat | 202.54.74.119 | ০৫ জানুয়ারি ২০১০ ১৯:৩৩438903
  • @PT

    এই প্রশ্নগুলোর উত্তরও আমি জানি না। শুধু এটুকু জানি যে একজন লোক যে বিশেষ অবস্থার ভুক্তভোগী, তাই নিয়ে লিখেছিলেন, যে অবস্থাটার মধ্যে দিয়ে অন্য আরো অনেকেই গেছিল। উদ্দেশ্য যদি কিছু থেকে তাকে (আমার অনুমান) তাহল এটাই দেখান যে বিপ্লব পরবর্তী রাশিয়া মোটেই kingdom on earth নয়।
  • saikat | 202.54.74.119 | ০৫ জানুয়ারি ২০১০ ১৯:৩৯438914
  • *heaven on earth
  • kallol | 124.124.93.202 | ০৫ জানুয়ারি ২০১০ ১৯:৪৫438925
  • কেউ আমায় উ:প:, উড়িষ্যায় সিপিএম এর ""শিল্প বিরোধী"" ভূমিকা নিয়ে একটা কথাও বল্লো না।
    অস্বস্তিকর প্রসঙ্গ চেপে যাওয়াই ভালো তাই না? তখন হাসি-যুক্তি-অযুক্তি সব কোথায় যেন চলে যায়।

  • saikat | 202.54.74.119 | ০৫ জানুয়ারি ২০১০ ১৯:৫২438936
  • লিংকটা আবার দিলাম, পুরো লেখাটাই (৫ পাতা) পড়ে রাখা ভাল। মোদি-হিটলার-ভিয়েতনামে আমেরিকা নরমেধের সাথে পাশাপাশি রেখে।

    http://www.newyorker.com/archive/2003/04/14/030414crbo_books
  • SB | 114.31.249.105 | ০৫ জানুয়ারি ২০১০ ১৯:৫৬438947
  • উদ্যোগ তো নিচ্ছেই। না হলে মালে'র সাথে জোট হয় কি করে। বামফ্রন্টের বাকি দলগুলোর সাথে এতবছরের জোট হয় কি করে? কাকা'র দলও তো কিছুদিন বামফ্রন্টের সাথে ছিল। যারা সরে গেছে তারা নিজেদের অ্যালার্জীর কারনে সরে গেছে, নিজেদের বারতি ক্ষমতার জন্যে সরে গেছে।

    কিন্তু, সেতো নয় হবে, আমি তো আপনার মতামত চাইছিলাম, বৃহত্তর বামের পক্ষে সওয়াল করুন না, মন্দ কি, অনেককেই সাথে পাবেন।

    পরিবর্তনের হাওয়া তুলে মমতার হাতে বা প্রনববাবুর হাতে ক্ষমতা তুলে দেওয়ার আগে তো এই নিয়েই সওয়াল করাই বেশী জরুরী। ভুল বললে শুধরে দেবেন আশা করি।

    আর উরিষ্যাতে সিপিএমের ভুমিকা তো খারাপ কিছু দেখলাম না, পস্কো ইত্যাদির ক্ষেত্রে। এটাই তো কাম্য।
  • PT | 203.110.243.21 | ০৫ জানুয়ারি ২০১০ ২০:০৬438958
  • @ kallol

    এই নিয়ে লিখেছিলাম (ভুলে গিয়েছি কোন টইতে) আপনার দৃষ্টিগোচোর হয়নি। লিখেছিলাম যে, যে রাজ্যে কিছুটা ভুমিসংস্কার হয়েছে আর যে রাজ্যে আদৌ হয়নি সেখানে একই রাজনৈতিক দলের আন্দোলনের দুরকম পদ্ধতি হওয়াই তো যুক্তিযুক্ত।
  • Blank | 59.93.163.216 | ০৫ জানুয়ারি ২০১০ ২১:৫২438969
  • সৈকত দা
    যাদের বিরুদ্ধে বিপ্লব, তাদের জন্য তো কখনোই হেভেন হবেনা বিপ্লব পরবর্তী যুগ। এতো জগতের সব জায়গায়, সব ক্ষেত্রে, সব বিপ্লবের জন্য সত্যি।
  • Du | 65.124.26.7 | ০৫ জানুয়ারি ২০১০ ২২:০৫438980
  • চার বিদ্বান বন্ধু বিদ্যাশিক্ষা করে ফিরছিল - একজন শিখেছে হাড়ে জুড়ে দেবার বিদ্যা - একজন জানে মাংস রক্ত চামড়া গজাবার - আর তৃতীয়জন প্রাণ দেবার বিদ্যা। চতুর্থজন অবশ্য কিছু শেখে নি -
    পথে তারা কিছু হাড়গোড় পড়ে থাকতে দেখলো - হাড় জোড়া হল - মাংস চামড়া জুড়ে তার রূপও ফুটে উঠলো - চতুর্থজন বললো প্রাণ দিও না -----
    কেউ শুনলো না তার কথা।
    অত:পর পরিবর্তন এলো -
  • Ishan | 12.163.39.254 | ০৫ জানুয়ারি ২০১০ ২২:১৬438991
  • গোয়েবলস বেচারি যুদ্ধে হেরে গিয়েছিল তাই এত দুর্নাম। :)

    ১৯৪৩ সালে যুদ্ধের বাজারে কাতিন নামক এক বিজন প্রান্তরে হাজার বিশেক পোলিশ যুদ্ধবন্দীকে স্তালিনের রাশিয়া এক এক করে মেরে পুঁতে দিয়েছিল। পরবর্তীকালে জার্মানি রাশিয়া আক্রমন করলে জায়গাটা জার্মানির হাতে আসে এবং জিনিসটা জানাজানি হয়। এরপর জার্মানি যুদ্ধে হারে কাতিন রাশিয়ানরা পুনরুদ্ধার করে। তাদের প্রচারের ঠেলায় আশি বা নব্বইয়ের দশক পর্যন্ত গোটা দুনিয়া জানত কাতিনের অপকীর্তিটা আসলে নাৎসিদের।

    মজা হচ্ছে কাতিন হাতবদল হবার সময় গোয়েবলস নাকি লিখেছিলেন, যে, রাশিয়ানরা এবার নির্ঘাত কাতিন আমাদের কাজ বলে চালাবে। বলতে নেই, ঠিকই লিখেছিলেন। :)

    একদিকে আউশউইৎস, অন্যদিকে কাতিন। এ হল সেয়ানে সেয়ানে কোলাকুলি। ফ্যাসিস্ট বুর্জোয়া মিডিয়া আর জনযুদ্ধের প্রোপাগান্ডায় যেখানে কোনো তফাত নেই।
  • kallol | 115.184.101.107 | ০৫ জানুয়ারি ২০১০ ২২:২০439003
  • এক এক করে আসি।
    পিটি - যে রাজ্যে ভূমিসংস্কার হয়েছে যেমন প:ব: - অর্থাৎ গরীব লোকের হাতে জমি আছে, সেখানে তাদের জমি সরকারী আইনবলে দখল করে শিল্প বানানো ঠিক।
    আর
    যে রাজ্যে ভূমিসংস্কার হয়নি যেমন উড়িষ্যা, উ:প্র: - অর্থাৎ যেখানে জমি জোতদার জমিদারদের হাতে সেখানে সেখানে তাদের জমি সরকারী আইনবলে দখল করে শিল্প বানানো বেঠিক।
    একটু খোলসা করবেন। এড়িয়ে যাবেন না।

    এসবি - যদি পস্কো, কলিঙ্গনগরে সিপিএমএর ভুমিকা ভালো হয়, তাহলে সিঙ্গুর, নন্দীগ্রামে সিপিএমএর ভূমিকা কি?

    আপনি এখনো বললেন না বৃহত্তর বাম কারা কারা।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন