এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃ-প-বু-ভু ৪

    Blank
    অন্যান্য | ০৫ জানুয়ারি ২০১০ | ২৯৩২১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 12.163.39.254 | ০৫ জানুয়ারি ২০১০ ২৩:১৮439014
  • বঙ্গীয় প্রোপাগান্ডা।

    আমাদের ছোটোবেলা থেকে দেখে আসছি দেয়ালে দেয়ালে ছড়ানো এক দৈববাণী। ৭২-৭৭ এ সিপিএমের ১১০০ কর্মী খুন হবার প্রচার।

    প্রচার কেন বলছি? সত্তরে খুন কি হয়নি? হয়েছিল। কিন্তু সেসব খুন কোথায় কবে হয়েছিল, কেন তার তদন্ত হলনা, সেসবের কোনো জবাব নেই। ৭৭ সালে বাম সরকার ক্ষমতায় এসে সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তি দেবে বলে ঘোষণা করেছিল। সব্বাইকে মুক্তি দেওয়া হয়নি, কিন্তু যেটুকু হয়েছিল, সেটা যথেষ্ট প্রশংসনীয়। একই সঙ্গে বামফ্রন্ট সরকার ৭০ এর দশকের সমস্ত (ফৌজদারি) অপকীর্তির তদন্ত হবে এবং দোষীদের শাস্তি দেওয়া হবে বলেও ঘোষণা করেছিল। সেটাও খুব প্রশংসনীয়।

    কিন্তু ঐ ঘোষণাই সার। অন্য দলের কথা থাক, সিপিএমের ঐ ১১০০ কর্মী "খুন' যারা করেছিল, তাদের একজনকেও চিহ্নিত করা হয়নি। এই মর্মে মানে-মানে তিনটি কমিশন তৈরি করে সরকার। তারা রিপোর্ট-টিপোর্টও দেয় নির্ঘাত, কিন্তু তার একটিও দিনের আলো দেখেনি। "দোশী' পুলিশ অফিসারদের কারো পদোন্নতি আটকেছে বলেও শোনা যায়নি।

    ৩০ বা ৩২ বছর সময় ছিল, সন্ত্রাসের বিচার করার। বহু দাবীর পরেও করা হয়নি। শুধু ভোটের প্রচারে বলা হয়েছে ১১০০ কর্মী খুনের গল্প বারবার। তাহলে কি ওটা ঢপ? নাকি আন্ডার দা টেবল আন্ডারস্ট্যান্ডিং? উত্তর নেই। শুধু প্রোপাগ্‌ন্‌ডার ঢাক বেজে চলেছে ৩০ বছর।
  • Ishan | 12.163.39.254 | ০৫ জানুয়ারি ২০১০ ২৩:৩২439036
  • মাওবাদীদের সন্ত্রাস। আরেকটি প্রচার।

    মাওবাদীরা আজ ধরে ধরে সিপিএম কর্মীদের মারছে। গরীব মানুষ কেবলমাত্র সিপিএম সমর্থক হবার জন্যই খুন হয়ে যাচ্ছেন। এগুলো নিন্দনীয়। কোনো গণতান্ত্রিক সমাজে বিরুদ্ধ মত পোষণ করতে হলে খুন হতে হবে, বাবা মারা যাবার পর মেয়ে পোস্টার লিখবে, এটা আদপেই অ্যাক্সেপ্টেবল না। সিপিএম এগুলোর বিরুদ্ধে বলছে। ঠিকই করছে। আম্মো বলছি। এখানে কোনো প্রচার নেই।

    কিন্তু যেগুলো প্রচারে ঢাকা পড়ে যাচ্ছে, তা হল, ওখানে শুধু সিপিএমই মরছেনা। মাওবাদীরাও মরছে। তারা যুদ্ধ করতেই নেমেছে, তাদের কথা ছেড়েই দিলাম। কিন্তু কিচ্ছু না করা লোকও আরবিট মরে যাচ্ছে। জ্বলে যাচ্ছে গ্রাম। মার খাচ্ছেন ছাত্র শিশু নারী যুবকরা। সিপিএম বাহিনী এবং যৌথ বাহিনীর হাতে। দুটিই ঐ এলাকায় রাষ্ট্রের স্বীকৃত প্রতিনিধি হিসেবে চিহ্নিত। এটা কোথাও বলা হচ্ছেনা।

    আরও একটা কথা বলা হচ্ছেনা, যে, ঐ এলাকায় এই রাজনীতির পুরো দায়িত্ব সিপিএম এবং তৃণমূলের। কেশপুরে দিদি একপিস "বিপ্লব' ঘটিয়েছিলেন। সেই এলাকা দখলের চোট সামলাতে তাৎক্ষণিক ভাবে তৎকালীন জনযুদ্ধের সাহায্য নেয় সিপিএম। ঠিকই করে। নিজের শক্তিতে না পোষালে অন্যের সাহায্য নিতেই পারে। কিন্তু তারপর নিজেদের শক্তি সংহত করে জনযুদ্ধকে ঐ এলাকা থেকে ফিজিকালি সরিয়ে দেয়। জনযুদ্ধ কর্মীদের খুন করে ছোটো আঙরিয়ায়। সেই থেকে ঐ এলাকায় অন্য রাজনীতি নিষিদ্ধ হয়।

    আপনারা নিশ্চয়ই ভুলে যাননি, যে, তখন, যখন সিপিএম মারছিল, সেটাকে খুব গৌরবান্বিত করেই দেখানো হয়েছিল। (আজকে তৃণমূলের শুভেন্দু অধিকারির মতো)সুশান্ত ঘোষকে সিপিএমের সভায় সভায় প্রোজেক্ট করা হতেই হিরো হিসেবে। উনি গরম বক্তৃতা দিলে হাততালির ঝড় বইতো।

    আজকে সন্ত্রাস-পাল্টা সন্ত্রাসের চোরাগলিতে জঙ্গলমহলের জঘন্য অবস্থা। কিন্তু এই বদলা এবং এলাকা দখলের রাজনীতির জনককে ভুলে যাবার কোনো কারণ নেই। যতই প্রচার হোক না কেন।
  • PT | 203.110.243.21 | ০৫ জানুয়ারি ২০১০ ২৩:৩২439025
  • @ Ishan

    ফ্যাসিস্টদের বা জনযুদ্ধের প্রোপাগন্ডার মাঝেও রকমারি প্রোপাগন্ডা হয় তথাকথিত স্বাধীন মিডিয়ার দেশে। গণতান্ত্রিক সেইসব হত্যাকান্ডকেও থামান যাচ্ছে বলে মনে হচ্ছেনা। যেমন ধরুন ভিয়েতনামের নরমেধ উৎসব-আমেরিকার যতদিন দম ছিল ততদিন লোক মেরেছে-কোন স্বাধীন সংবাদ মাধ্যম তাদের থামাতে পারেনি। সেই একই দেশ, এবং ইংল্যান্ড গোটা বিশ্বের সংবাদ মাধ্যমকে পকেটে পুরে সম্পুর্ণ মিথ্যে অজুহাতে ইরাকে ঢুকে লোক খুন করে চলেছে। গত সপ্তাহেই ব্লেয়ার বলেছে-""বেশ করেছি।"" আর আমাদের মোদি? গণহত্যার পরেও জনগণের ভোটে জিতে দিব্যি রাজত্ব চালাচ্ছে!!
  • kc | 89.203.49.18 | ০৫ জানুয়ারি ২০১০ ২৩:৩৫439047
  • ঈশান, গত দুই বছরে যত জন সিপিএম এর সমর্থক বা কর্মী খুন হয়েছেন সেই সংখ্যাটাকে ৭২-৭৭ টাইম ফ্রেমে, ঐকিক নিয়ম লাগালে ওরকম সংখ্যাটাই আসে। সেগুলোর কেন বিচার হয়নি তা আমিও জানিনা, তুমিও নও। সুতরাং ওটা কে প্রোপাগান্ডা বলা কি ঠিক?
  • PT | 203.110.243.21 | ০৫ জানুয়ারি ২০১০ ২৩:৩৬439058
  • মানে মাওবাদিরা সন্ত্রাস করছে না?
  • Du | 65.124.26.7 | ০৫ জানুয়ারি ২০১০ ২৩:৩৯439069
  • কার প্রচারে ঢাকা পড়ে যাচ্ছে?
  • Ishan | 12.163.39.254 | ০৫ জানুয়ারি ২০১০ ২৩:৪১439080
  • পিটি। হ্যাঁ, মাওবাদীরা সন্ত্রাসের রাজনীতিই করছে।

    কেসি। ব্যক্তিগতভাবে আমার ধারণা বহু সিপিএম কর্মীই সেসময়ে খুন হন। কিন্তু সেটার স্বপক্ষে কোনো নথি নেই। কোনো কমিশনের রিপোর্ট নেই, সাক্ষ্য নেই। নামের তালিকা নেই।

    ডেফিনিটলি কিছু একটা চেপে যাওয়া হয়েছে। কি সেটা জানিনা।
  • Ishan | 12.163.39.254 | ০৫ জানুয়ারি ২০১০ ২৩:৪৪439102
  • রাষ্টের প্রচারে। চিদাম্বরম, আবাপ, বুদ্ধবাবু, আজকাল, গণশক্তি, এই ব্যাপারে একই সুরে কথা বলছেন। তার মানে এই নয় এঁদের কোনো আঁতাত আছে। জাস্ট ইস্যুভিত্তিক ঐকমত্য।

    কিছুটা বেসুরে আছেন মমতা এবং শিবু সোরেন।
  • PT | 203.110.243.21 | ০৫ জানুয়ারি ২০১০ ২৩:৪৪439091
  • মাওবাদীরা যদি সন্ত্রাস করে তাহলে সেটা সম্পর্কে বললে কি মিথ্যা প্রচার করা হল?
  • Ishan | 12.163.39.254 | ০৫ জানুয়ারি ২০১০ ২৩:৪৬439114
  • পিটি। পরিষ্কার করেই লিখলাম তো। এই খুনোখুনিটা সাইক্লিক। জাস্ট এক তরফা নয়। এইটা চেপে যাওয়া হচ্ছে।
  • PT | 203.110.243.21 | ০৫ জানুয়ারি ২০১০ ২৩:৪৯439125
  • তাহলে একটা সংখ্যা দরকার। গত বত্রিশ বছরে কতজন মাওবাদি নিহত হয়েছেন প:বঙ্গে?
  • kc | 89.203.49.18 | ০৫ জানুয়ারি ২০১০ ২৩:৫৩439136
  • নিহত মাওবাদীদের কোনো লিস্টই তো নেই। সবাই সব দিক থেকে চেপে দিয়েছে। ছোট আঙারিয়া বাদে।
    কিন্তু বর্তমান সময়ে মাওবাদীদের থেকে অনেক বেশী সংখ্যাতে কিন্তু সিপিএমের লোক খুন হচ্ছেন।
  • a x | 143.111.22.23 | ০৬ জানুয়ারি ২০১০ ০০:১৬439147
  • কল্লোলদা, শুধু মোদি কেন, শিখ নিধনের পর তো '৮৫ তে কংগ্রেস সুইপ করেছিল। বুশ ইরাক যুদ্ধের জন্য ৬০% ম্যান্ডেট পায়। গণতন্ত্র ভারী মজার জিনিস।

    আচ্ছা গুজরাটের দাঙ্গার সময় কোয়ালিশনে বিজেপির অ্যালাইরা কে কে ছিল?
  • a x | 143.111.22.23 | ০৬ জানুয়ারি ২০১০ ০০:২০439158
  • প্রশ্নটা করলাম এই জন্য যে একজন শরিকও ঐ ঘটনার পর উইথড্র করেনি। প্রতিটি পার্টি শকুনের মত সিটের দিকে তাকিয়ে থাকে আর কিছুই না।
  • Ishan | 12.163.39.254 | ০৬ জানুয়ারি ২০১০ ০৩:৪০439169
  • হ্যাঁ। এখন মাওবাদীরা বেশি আক্রমনাত্মক। সঙ্গে অনেক লোক থাকলে যা হয়।
    কিন্তু খুন করে একটা খুনি ব্যবস্থাই তৈরি হয়। কোনো বিকল্প কল্যাণমূলক ব্যবস্থা আদৌ বানানো যায় কি?
  • Ishan | 12.163.39.254 | ০৬ জানুয়ারি ২০১০ ০৩:৪২439180
  • উরেত্তারা, লিখতে না লিখতেই এরাও লিখে দিয়েছে:

    http://epratidin.in/Details.aspx?id=5340&boxid=22374876

    এরা ১১০০ কর্মী খুন হবার ব্যাপারটা পুরোটাই গুল বলছে। নিন কি উত্তর দেবেন দিন। উত্তর দেবার মতো কিছু তো রাখেননি হাতে।
  • Mmu | 78.236.153.102 | ০৬ জানুয়ারি ২০১০ ০৪:১৯439191
  • Ishan এভাবে link দেবেন না সবাই রেগে যাবে। আমি এরকম link কালকেও দিয়েছিলাম। কোন উত্তর নেই। উত্তর চাইলেই শুধু ভারী ভারী কথা বার্তা।যে গুলোতে সাধারন মানুষ অংশ নিতে পারবে না ,যে গুলো সাধারন মানুষ কেউই উত্তর দিতে পারবে না। যদি প্রশ্ন করা হয় আপনাকে অসাধারন হতে কে বারন করছে? কেউ না। কিন্তু ভোট ওনাদের মত আমারও একটাই (যদি দিতে পারি)। তত্ব ফত্ব ছেরে সোজা সাপটা প্রশ্ন / উত্তর করুন।
    লজ্জা! মুখ্যসচিবের সামনেই সেই আঁধার
    আবার একটা link দিলাম http://www.sangbadpratidin.in/kolkata.php
  • a x | 143.111.22.23 | ০৬ জানুয়ারি ২০১০ ০৪:৩৬439202
  • "সিপিএমের হাতের পুতুল জঙ্গলমহলের জনসাধারণের কমিটি"

    ...

    "জঙ্গলে মানুষ খুন করে সিপিএমকে বাড়তি সুবিধে পাইয়ে দিচ্ছে ছত্রধররা"

    :-o

    :-0

    :-O
  • kallol | 115.184.10.250 | ০৬ জানুয়ারি ২০১০ ০৭:৫৩439213
  • পিটি এবং এসবি - আমার Date:05 Jan 2010 -- 10:20 PM পোস্টে প্রশ্নগুলোর উত্তর পেলাম না।

  • pi | 128.231.22.89 | ০৬ জানুয়ারি ২০১০ ০৮:০৩439225
  • ম্মু র লজ্জা সংক্রান্ত রিপোর্টটা পড়ে ঠিক বুঝলাম না। বা, বলা ভাল, যা বুঝেছি, তাতে রিপোর্টিংএর ধরণটা মোটে ভাল লাগলো না।
    মুখ্যসচিবের সামনে হয়েছে বলে হয়েছে বলেই যত লজ্জা ? বিদেশী কূটনীতিকদের সামনে আট মিনিটের লোডশেডিং হল বলে কলকাতার মুখ একেবারে পুড়ে গেল ? আহা রে !

    আমি বলছিনা, এধরণের ঘটনা অভিপ্রেত বা লজ্জাজনক নয়, কিন্তু সামহাউ লেখাটার টোন যত লজ্জা সব ঐ হাই ফাই ভি আইপি দের সামলে কাছা খুল্লো বলে !

    ঐ পাতাতেই প্রথম রিপোর্ট টাও কিরকম একপেশে ভাবে লিখে যাওয়া। সুমনের গান নিয়ে সমস্যা হল। সেই নিয়ে প্রতিবেদনে সুমনের কোনো স্টেটমেন্ট নাই ! খালি মমতা কি বল্লেন আর কি ভাবলেন।
    (মামু, জঙ্গলমহলের জনসাধারণের কমিটি সংক্রান্ত এই স্টেটমেন্টের পড়ার পর ও কি বলবে, রাষ্ট্রের প্রচার নিয়ে চিদাম্বরম-বুদ্ধ-আজকাল-আবাপ-গণশক্তির থেকে মমতা এখনো বেসুরে বাজছেন ?
    অন্যসুর মানে তো ঐ মাওবাদী-সিপিএম আঁতাত খোঁজার হাস্যকর প্রচেষ্টা।
    তা, সেরকম অন্য সুর তো সিপিএম এর গলাতেও। মাওবাদী- মমতা সমীকরণ সমাধানের চেষ্টা। রাষ্ট্রের প্রোপাগান্ডায় তো সব শেয়াল ই এক ই ভাবে রা কেটে গলা মেলাচ্ছে, নয় কি ? )

    বরং এ নিয়ে এই রিপোর্টিং অনেক ভাল, অন্তত কিছুটা সামঞ্জস্য পূর্ণ লেখা বলা যায়।
    http://www.anandabazar.com/6raj1.htm
  • pi | 128.231.22.89 | ০৬ জানুয়ারি ২০১০ ০৮:১০439236
  • লোকটা পেগলে গেছে। যা পেরেছে, বলে গেছে, গেয়ে গেছে! তবে, পোড় খাওয়া রাজনীতিকের বদলে এরকম আরো কিছু পাগল ছাগল এলে বোধহয় ভালো হত।



    দুমদাম বলে দিচ্ছে, কাজ না করলে টিএমসিও এই সিপিএম এর মত ই লাথ খাবে। দরকার পড়লে তৃণমূলকেও এভাবেই উপড়ে দেবেন, জনতাকে বলছে ... মমতা আর চটবে না ! :)
  • Samik | 122.162.75.197 | ০৬ জানুয়ারি ২০১০ ০৮:৩০439247
  • :-)
  • Du | 173.57.17.217 | ০৬ জানুয়ারি ২০১০ ০৮:৫৮439258
  • অক্ষ, শুধু পার্টিদের দোষ দিয়ে লাভ কি? গুজরাট গনহত্যার প্রতিবাদ করে কেউ সরকারে সমর্থন তুলে নিয়ে নির্বাচনে গিয়ে যদি হেরে ফিরে আসে তখন তাদের প্রতিবাদটার কি অর্থ থাকে কোন? জনসাধারণের কাছে প্রতিবাদের কি ইস্যুটা ইম্পর্ট্যান্ট হলে তবেই পার্টিরা প্রতিবাদ করা অর্থ রাখে।
  • pi | 128.231.22.89 | ০৬ জানুয়ারি ২০১০ ০৯:০৫439269
  • তাইলে বলছো, পরমাণু চুক্তি নিয়েও .... :)
  • a x | 76.254.114.82 | ০৬ জানুয়ারি ২০১০ ০৯:০৭439280
  • অফকোর্স অর্থ থাকে। শুধু নির্বাচনে জেতাই রাজনীতির উদ্দেশ্য হতে পারেনা। বামপন্থীরা তাই মনে করে বলেই জানতাম। তবে সবই পাল্টায়।
  • kallol | 124.124.93.202 | ০৬ জানুয়ারি ২০১০ ০৯:১১439302
  • *শরিক
  • kallol | 124.124.93.202 | ০৬ জানুয়ারি ২০১০ ০৯:১১439291
  • দু - প্রতিবাদের এই দর্শনটা ঠিক বোঝা গেলো না।
    প্রতিবাদ করে যদি ফায়দা না হয় তবে প্রতিবাদ নয়!!!!
    ধরা যাক - মোদীর সরকারে আমি ছিলাম শ্রিক হিসাবে বা এমনকি বিজেপির বিধায়ক হয়ে। দাঙ্গা (আমার মতে গণহত্যা) হলো। আমার বিবেক বলছে অন্যায় হলো। আমি কি করবো। প্রতিবাদ করলে - দল বার করে দেবে। বিধায়ক পদ চলে যেতে পারে। পরের ভোটে হেরে যেতে পারি। আমায় ""না"" করে দেওয়া হতে পারে। আমি কি করব? চুপ করে বসে থাকবো? না প্রতিবাদ করবো - ঐ সম্ভাবনাগুলো জেনেও।
    কি বলছেন - ভেবে বলুন। মার্ক্স সারা জীবন ঐ রকমই প্রতিবাদ করে গেলেন। না পেরেছেন সাফল্যের সাথে বিপ্লব করতে, না কোন রাষ্ট্রপ্রধান হতে পেরেছেন। সারা জীবন অর্থকষ্টে কাটিয়েছেন। কোন মানে নেই তার? যত মানে আছে লেনিনের, মাওয়ের , ফিদেলের প্রতিবাদের!!! চে কোন বিষয়ই নন!!!
  • pi | 128.231.22.89 | ০৬ জানুয়ারি ২০১০ ০৯:২০439313
  • বিধায়ক, সাংসদ হয়ে এমন প্রতিবাদ তো কেবল পাগলা-ছ্যাবলা-ক্যাবলারা করে। :)

  • Arijit | 61.95.144.122 | ০৬ জানুয়ারি ২০১০ ০৯:৫৩439336
  • .সু. কে নিয়ে খুব গোলমালে পড়েছি। একই লোক কি করে এভাবে নিজেকে বার বার কনট্রাডিক্ট করে চলে...কি ভেবে জয় মমতা গাইতে গেছিলো সেটা জানার ইচ্ছে রইলো।
  • Arpan | 204.138.240.254 | ০৬ জানুয়ারি ২০১০ ০৯:৫৩439324
  • মামু ও প্রতিদিনের ইস্যুভিত্তিক ঐকমত্য। তার মানে এই নয় এঁদের কোন আঁতাত আছে। :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন