এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃ:প:বু:ভু:-৮

    Manish
    নাটক | ০৭ এপ্রিল ২০১০ | ৩২৭৫৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SB | 115.117.207.40 | ২৪ এপ্রিল ২০১০ ১৮:২৪441561
  • আহা! এরকম জমিদারসুলভ ক্ষোভ কেন। সরকার তো জনগনেরই। আর জমি তো কারোর বাপের সম্পত্তি নয়, জনগনেরই। তা সেই জমি কিছু গরীব জনগনের মধ্যেই আবার ফিরে গেলে এত দু:খ বা ইর্ষার কারণ বুঝি না :))
  • aka | 24.42.203.194 | ২৪ এপ্রিল ২০১০ ১৯:১০441562
  • ঠিক ন্যাড়াদার শ্রেণীদৃষ্টিভঙ্গীটা এক্কেরে ঘেঁটে গেছে।

    ন্যাড়াদা এটাও বোঝে না যে ভোটের আগেই জনদরদী মার্ক্সবাদী সরকারের শ্রেণীদৃষ্টিভঙ্গীটা ফেরত আসে। অথচ পরের বছর যারা হকার হবে তাদের কপালে ফুটো কড়ি। আবার চার বছর পরে ভোটের আগে যারা হকার হবে তাদের কোন এক জমি। এরকম ভাবেই শ্রেণীদৃষ্টিভঙ্গী আসে যায়। এটাকে যেন মার্ক্স কি বলেছিলেন?
  • ranjan roy | 122.168.248.221 | ২৪ এপ্রিল ২০১০ ২৩:৩৬441563
  • SB,
    তৃণমূল ক্ষমতায় আসলে জমিদার-জোতদাররা ক্ষমতা ফিরে পাবে?
    তার মানে ওরা আজকাল ক্ষমতায় নেই?
    তার মানে ক্ষমতায় অন্য কোন শ্রেণী আছে?
    তারা কারা? শ্রমিক-কৃষক-মধ্যবিত্ত?
    তার মানে জনগণতান্ত্রিক বিপ্লব ভোটের মাধ্যমে এই স্ট্রাকচারের মধ্যেও করা সম্ভব?
    তবে এই যে শুনছিলাম রাজ্যে সরকারে বসলেই রাষ্ট্রক্ষমতা দখল হয় না, কাজেই সিপিএম মৌলিক কিছু পরিবর্তন আনতে পারে না। শিল্পনীতি-কৃষিনীতি-বিত্তনীতি সবই দিল্লী ঠিক করে?
    তাহা হইলে উপরোক্ত শ্রেণীদের ক্ষমতাচ্যুত করিবার ফরমান/অধিকার কোন দিল্লী সরকার কবে জারি করিলো?
    একটু বুঝাইয়া কন?
    আর যদি অন্য হাইপোথিসিসটা মানেন, যেটা আমি মানি, অর্থাৎ এই সিস্টেমের মধ্যে কোন শ্রেণী অবস্থানের বা পাওয়ার স্ট্রাকচারের পরিবর্তন সম্ভব নয়, তাহলে LCM এর পজিশন নিতে হয়, অর্থাৎ, রেটোরিকে যাই তফাৎ থাক, সোশিও-ইকনমিক ডেভলপমেন্ট মডেলে প্রধান দলগুলোর মধ্যে কোন মৌলিক তফাৎ নেই--- সেই হাই ক্যাপিটাল ইনভেস্টমেন্ট আর ট্রিকল ডাউন এফেক্ট।
    কাজেই সেই শ্রেণী অবস্থানের থেকেই পরিবর্তন বা রুটি পাল্টানোর বা কেরালা মডেলের বিকল্প আসে।
  • SB | 115.117.201.78 | ২৫ এপ্রিল ২০১০ ০০:১৮441564
  • ঠিক! বিকল্প সোসিও-ইকনমিক মডেল হয়না! কিন্তু রিলিফও হয়না বলছেন??!!!!
  • SB | 115.117.201.78 | ২৫ এপ্রিল ২০১০ ০০:২০441565
  • আকা, ঠিক কথাই, কিন্তু যখন ভাল কাজ করছে যারই চাপে হোকনা কেন, তখন তাকে খিস্তি মারব কেন? এনকারেজ করবো তো :-)
  • aka | 24.42.203.194 | ২৫ এপ্রিল ২০১০ ১০:১৭441566
  • এসবি একেবারেই ভালো কাজ নয়। একে কুলোকে ভোট কেনা বলে। আর একবারের এই সুবিধা দেওয়া আদৌ ভালো কাজ নয়। চোখে ধুলো দেওয়া, কারণ হকারির মূল কারণ হল বেকার সমস্যা। তা দূর না করলে আজকের হকাররা যে জায়গায় বসছে কালকের হকাররা সেই জায়গায় বসবে। শ্রেণীদৃষ্টিভঙ্গী সে কথা বলে না। এটাকে ভোট কেনা বলে। পাইয়ে দেওয়ার রাজনীতি, এতে বহু রকম অসুবিধা।
  • bb | 115.117.252.78 | ২৫ এপ্রিল ২০১০ ১১:০২441567
  • ভোটের আগে সরকারের এই সিধান্ত কিন্তু সমর্থন যোগ্য নয়। সদিচ্ছা থাকলে আগে করা যেত এই কাজ গুলি।
  • ranjan roy | 122.168.248.221 | ২৫ এপ্রিল ২০১০ ১১:৪০441568
  • বিবি, হক কথা!
    এস বি,
    রিলিফ কেন দেয়া যায় না! কিন্তু রিলিফ পাইয়ে দেয়ার রাজনীতি তো শ্রেণীদৃষ্টিভঙ্গীসম্পন্ন পার্টির মুখ্য এজেন্ডা হয় না। সে তো ক্যাপিটালিস্ট ওয়েলফেয়ার স্টেটের কাজ, ওরা ওদের মতন করে করছেও। সোশ্যাল ডেমোক্র্যাসির রাজনীতিও তাই। লেনিন বোধহয় এই ইকনমিজম দর্শনের বিরোধিতা করেছিলেন।
    আর একটা কথা। কোন শ্রেণীকে রিলিফ?
    ৩২বছর ক্ষমতায় থাকার পর রাঢ় বাংলাথেকে একটা বেল্ট ধরে আজও দেড় কোটির মত প্রান্তীয় মানুষ একবেলা খেয়ে বেঁচে থাকে। ( অমর্ত্য সেনের প্রতীচীর স্টাডি ও বামসরকারের একটি ডিপার্টমেন্টের স্টাডি),।
    এখনও সীমান্ত এলাকায় উদ্বাস্তু শিবিরে প্রায় ৬০০ মানুষ, অধিকাংশ একাকী মহিলা মাসিক ৪০০/- ডোল নিয়ে সাব হিউম্যান লেভেলে বেঁচে আছে।
    রিলিফ? কেন্দ্রীয় সরকারের থ্যেকে আসা গরীবি উন্মূলনের বিভিন্ন প্রোগ্রামের ফান্ড খরচই হয় না! ১০০দিন কাজের প্রোগ্রাম (আইডিয়াটা বামদলেরই ছিল), বা SGSY,--সব একই অবস্থা।
    হ্যাঁ, কাস্টডিয়াল ডেথ এ বাম সরকারের স্থান এখন দেশের মধ্যে তৃতীয়। আগের দুজন যথাক্রমে মায়াবতী ও নরেন্দ্র মোদী!( এশিয়ান মানবাধিকার ওয়াচের এর এপ্রিল বুলেটিন)।
    তাই শ্রেণীদৃষ্টি ভঙ্গী থেকেই অন্য দলগুলোর সঙ্গে তফাৎ ওই ""টুইডল্‌ ডম"" নয়তো " টুইডল্‌ ডি"।
  • bb | 115.117.252.78 | ২৫ এপ্রিল ২০১০ ১৩:৫২441569
  • বাম সরকারের বাইরে বেরিয়ে এসে একটু সারা ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন না।
    এই আমাদের হায়েদ্রবাদে কোটি টাকার ফ্ল্যাট এমন ভাবে বিক্রি হচ্ছে যে মনে হয় আগামি কাল আর পাওয়া যাবেনা।
    ৩২ হাজার টাকা দিয়ে টিকিট কিনে লোকে খেলা দেখছে!! অনেকের হাতে একাধিক মোবাইল, আর অন্যদিকে আমলাশোল, হরিয়াণায় জাতের নামে বজ্জাতি, কত হাজার মানুষ খেতে পারছে না ......
    এ কোন সকাল যা রাতের চেয়েও অন্ধকার????
  • ranjan roy | 122.168.164.20 | ২৫ এপ্রিল ২০১০ ২১:৩৯441571
  • bbর সাথে ক।
  • dukhe | 117.194.225.205 | ২৫ এপ্রিল ২০১০ ২২:৩৬441572
  • বাম সরকার থেকে বেরিয়ে ভারতের দিকে তাকান । বামেরাও সরকার থেকে বেরিয়ে যেদিকে দুচোখ যায় তাকান । তাতে করে মানবশৃঙ্খল ছাড়া আমাগো হারানোর কিছুই নাই ।
  • SB | 114.31.249.105 | ২৬ এপ্রিল ২০১০ ১০:০৭441573
  • রঞ্জনদা, স্ট্যাটস দিতে হলে আম্মো এরকম একপাতা দিয়ে দিতে পারি রিলিফের ক্ষতিয়ান হিসেবে। এবং সেসব তথ্য আপনিও যানেন, কিন্তু যেহেতু আপনার স্ট্যান্ড কে সেসব জাস্টিফাই করে না তাই বলেন না। পশ্চিমবঙ্গের হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টা একবার পারলে সময় পেলে ইচ্ছে হলে দেখবেন: http://hdr.undp.org/en/reports/nationalreports/asiathepacific/india/name,3275,en.html

    বিবি, বাম সরকারের দিকে তো তাকিয়ে নেই, সারা ভারতের দিকেই তাকিয়ে আছি, রঞ্জনদা বা কল্লোলদাই বারবার পশ্চিমবঙ্গের দিকে ফিরে ফিরে আসছেন :)

    আসলে আমলাশোল এর অ্যাবারেশনটা ওনাদের স্ট্যান্ড কে জাস্টিফাই করতে পারে বলে আমলাশোল বারবার ফিরে আসে, বিধর্ভ'র ফেনমেননটা আসে না।

    পশ্চিমবঙ্গে অপারেশন বর্গা না হলে আরেকটা বিদর্ভ হোত এখানেই, খাদ্য আন্দোলন ও তার পরিপ্রেক্ষিত তো আর ভোলা যায় না। এটা কি রিলিফ নয়???!!!!!!!!!
  • SB | 114.31.249.105 | ২৬ এপ্রিল ২০১০ ১০:১০441574
  • আকা, বড় করে ক। কিন্তু বেকার সমস্যার সমাধান একটা রাজ্য সরকার করতে পারে? কী ভাবে?
  • kallol | 124.124.93.202 | ২৬ এপ্রিল ২০১০ ১০:২৩441575
  • হরিয়ানা, অন্ধ্র, বিহার, উ:প্র:, গুজরাত এরা সব ""সকাল"" এমন কথা যারা বলে তাদের অন্য উদ্দেশ্য আছে। প্রত্যেকটা ""সচ্ছল"" রাজ্যে প্রচুর জাত-পাত, গরীবী, সাম্প্রদায়িকতার পুতিগন্ধময় নরক। প:ব: সেই তুলনায় কিছুটা ভালো। যদিও এখানে জাতপাত, গরীবী, সাম্প্রদায়িকাতা নেই এমন নয়।
    কিন্তু তাতে রঞ্জন যে প্রশ্নগুলো করেছে তা কি করে বাতিল হয়ে যায়?
    পুলিশ লাক-আপে মৃত্যুর খতিয়ানে মায়াবতী আর নরেন্দ্র মোদীর পরেই প:ব:। এই নিয়ে গর্ব কারা যায় কি?
    সীমান্ত এলাকায় বিশেষ করে দিনাজপুর, মুশির্দাবাদ আর নদীয়ায় বিএসএফ আর স্থানীয় পুলিশ মিলে যে বিভিষিকার রাজত্ব চালায় - তার কিছু কিছু গুরুতেও লেখা হয়েছে। এগুলো কি গর্বের? বিভিন্ন প্রকল্পের টাকা ফিরে যায় - খরচই হয় না। বিপিএল নিয়ে তো রাজ্য সরকার স্বীকার করছে যে অনিয়ম আছে। এগুলো কি গর্বের? রেশন ব্যবস্থা যে কি অবস্থায় তা জানতে অমর্ত্য সেন হতে হয় না। শুধু এই কারনে প্রশ্নগুলো বাতিল করা যায় কি, যে অন্য আরও পাঁচ রাজ্যে অবস্থা এর চেয়েও খারাপ!!!

  • kallol | 124.124.93.202 | ২৬ এপ্রিল ২০১০ ১০:২৬441576
  • পেটে ভাত দিলেই পিঠে কিল মারার অধিকার জন্মায় কি?
  • SB | 114.31.249.105 | ২৬ এপ্রিল ২০১০ ১০:৩৩441577
  • কল্লোলদা, কেউ দাবি করিনি যে সব ঠিক আছে, অথবা বলিনি সমালোচনা করাটা ভূল। আমি তো নিজেও সমালোচনা করি।

    আবার একইসাথে এই যে রিলিফ, সেটা একদম ফালতু কথা, এটাও হজম হয় না।

    কোন বেসিক প্রবলেম বামফ্রন্ট সরকার সমাধান করে দেবে এরকম দাবি কোনদিন করেনি, করেছে কি?

    প্রশ্নটা হোল, যখন চার / পাঁচ বছর পর পার পাল্টে দেওয়ার কথা বলেন, তখন আপনি ধরেই নেন যে সিস্টেমটা একই থাকবে পালটাবে না, এইভাবেই যতটা চাপে রাখা যায় আর কি। আমার মনে হয়, চোখ বুজে পাল্টানোটা রিস্কি, কারণ পাল্টাতে গিয়ে শোষকের প্রতিনিধির (পড়ুন মমতা / কংগ্রেস) হাতকেই শক্ত করে ফেললে চাপ আছে। আর তাছড়াও যেহেতু এই উল্টে পাল্টে দেওয়ার স্ট্যান্ডে বেসিক প্রবলেমগুলোর (খাদ্য, বস্ত্র, বাসস্থান, জীবিকা ইত্যাদি) সমাধান নেই, তাই এটা এক ধরনের আত্মসমর্পণ নয় কি?
  • a x | 143.111.22.23 | ২৬ এপ্রিল ২০১০ ২২:১৬441578
  • আমলাশোল অ্যাবারেশন?

    বেশ রেটোরিক ছেড়ে খুব সোজা দুটো প্রশ্নের জবাব পেলে ভালো লাগবে।

    ১) আমলাশোল হবার পর, প: ব: সরকার আমালোশোল, সহ ৮০০০ টি গ্রামের একটা লিস্ট বানিয়েছিল - পিছিয়ে পড়া অঞ্চল হিসেবে। এই ৮০০০ গ্রামের উন্নয়নের জন্য কোটি কোটি টাকা সেই খাতে ঢালা হয়েছিল।

    এই ৮০০০ টি গ্রামে NREGA ইমপ্লিমেন্টেশনের সংখ্যাগুলো জানা যাবে? যদি না জানা যায় আমলাশোলেরটাই খালি জানা যাবে?

    ২) আমলাশোলের ৫ জন আদিবাসীর মৃত্যু যিনি সর্বসমক্ষে উপস্থাপন করেন, তিনি কৈলাশ মুন্ডা। নিশ্চয়ই চেনা নাম শৈবাল বাবুর? সিপিএমের কর্মী যখন। সরি, এক্স-কর্মী। এনাকে বহিষ্কার করা হয় এই ঘটনার পরেই। কেন জানা যাবে?
  • aka | 168.26.215.13 | ২৬ এপ্রিল ২০১০ ২২:৪৩441579
  • প্রশ্নটা দেখি নি। রাজ্যের লোকের চাকরি তৈরি করাটাও রাজ্য সরকারের হাতে নয়? তা সরকারের কাজটা কি? ""রিলিফ"" দিয়ে ভোট কেনা? তা বেশ। তবে সেটা ""শ্রেণীদৃষ্টিভঙ্গী"" থাকা দলের অ্যাজেন্ডা হতে পারে না।

    এনিওয়ে এইখানে স্টেট লিস্টটা দেখবেন।

    http://www.commonlii.org/in/legis/const/2004/34.html
  • Arpan | 122.252.231.10 | ২৬ এপ্রিল ২০১০ ২৩:৪৪441580
  • এর সাথে একশো দিনের কর্মসংস্থান প্রকল্পে রাজ্যের ব্যর্থতা কেন্দ্রের কোন নীতির জন্য সেইটা জানার ইচ্ছে রইল।
  • Du | 71.123.206.213 | ২৭ এপ্রিল ২০১০ ০৩:০৬441582
  • শ্রমবিরোধী নীতির বিরুদ্ধে দু দশক ধরে আন্দোলন হয়নি, বা সেই আন্দোলনে সিপিএম ছিলোনা বলছেন?

    পুঁজির বিচার করবে নিশ্চয়ই - কিন্তু রাষ্ট্রীয় পুঁজি না থাকলে বিচার করার জন্য কতগুলো অপশন পড়ে থাকে ?
    এই সালিম গ্রুপের বিশেষত্ব ছিল - একটা বাঙালী ছেলে বিদেশে এই কোম্পানীটাতেই নিজের জায়গা বানিয়েছে - আর অত্যাশ্চর্য্য যে সেই কোম্পানীকে সে তার নিজের রাজ্যে ডেকেও এনেছে। এমন নয় যে শয়ে শয়ে বাঙালী বিদেশ থেকে তার নিজের রাজ্যে ইনভেস্টমেন্ট টানার চেষ্টা করেছে আর সরকার তার থেকে বেছে সালিমকে তুলেছে। যেটা গুজরাট, তামিলনাডু ইত্যাদিগুলোতে হয়। এটা পশ্চিমবঙ্গের সমস্যা - বামফ্রন্ট সরকারের সমস্যা নয়।
  • ranjan roy | 122.168.164.20 | ২৭ এপ্রিল ২০১০ ২২:৩৩441583
  • বিবি এবং এসবি,
    অবশ্যই স্ট্যাটিসটিকস্‌ এক দুধারী তলোয়ার।
    কোনটা ব্যবহার করবো তা নিশ্চয়ই বক্তব্যের প্রাসংগিকতার ওপর নির্ভর করে। কথা হচ্ছে শ্রেণীদৃষ্টিভঙ্গী নিয়ে।
    আমি যে প্যারামিটার গুলোর কথা তুলছি সেইগুলো এইজন্যে যে এসব দেখলে আদৌ মনে হয় না যে কথিত শোষক শ্রেণী বামরাজ্যে ক্ষমতায় নেই বা দুর্বল অবস্থায় আছে। আর সম্ভবত: আমিই সবচেয়ে বেশি মমতা-বুদ্ধ'র বাইরে সিপিএম বা বামদের সর্বভারতীয় পরিপ্রেক্ষিতে লাইন নিয়ে আলোচনাটা টানতে বারবার চেষ্টা করে যাচ্ছি।
    পিএম এবং বিবি,
    কোন একটা মাপদন্ড ধরে আলোচনা হোক।
    যদি মার্ক্সীয় শ্রেণীদৃষ্টিভঙ্গী থেকে আলোচনা করতে হয়( আমি এই দর্শনকে মানি বা না মানি) তাহলে প্রশ্ন হবে সি পিএম এর নীতির ফলে শ্রেণীসংঘর্ষ তীব্রতর হচ্ছে কি না, ভারতের শোষকশ্রেণীরা বেকায়দায় পড়ছে কি না?
    না কি সি পিএম তথাকথিত উন্নয়নের বাঁশির সুরে সাপুড়ের ঝাঁপিতে ঢোকা পোষমানা সাপের মত আচরণ করছে।
    এ' ব্যাপারে সিপিএম কেন্দ্রের অধীন রাজ্যসরকারে থালো কি থাকলো না সে প্রশ্ন অবান্তর হবে।
    আর যদি রিলিফ দেয়া , গরীব বা মধ্যবিত্তের জন্যে কিছু করার বা সুশাসনের বা উন্নয়নের বা রোজগার বাড়ানোর মাপকাঠিতে কথা হয়, তখন দেখতে হবে অবাম রাজ্যগুলোয় মানব উন্নয়নের বিভিন্ন মাপকাঠিতে বামরাজ্যগুলোর তুলনায় কি অবস্থা।

    তা' সামনে ইলেকশন। বহুজনের রুচি হিসেবে মার্ক্সীয় বিতর্ক অন্য সূতোয় পাঠানো হোক।
    দ্বিতীয় মাপকাঠিতে তুলনামূলক আলোচনা হোক।
    আর বিবি,
    কোলকাতা ধরে ফেলবে। অল্প সময়েই। গত বছর আমার নিউইয়র্ক প্রবাসী নাট্যপ্রেমী বন্ধুর স্ত্রী এসে গড়িয়ায় অম্বুজা প্রকল্পের একটি ডুপ্লেকস ফ্ল্যাট এককোটি টাকায় বুক্‌ করে গেছেন।
  • a x | 143.111.22.23 | ২৭ এপ্রিল ২০১০ ২২:৫৬441584
  • A ‘Salwa Judum’ in Bengal, helped by CPM & police

    http://www.indianexpress.com/news/a-salwa-judum-in-bengal-helped-by-cpm-&-police/611036/0

    Heavily armed CPM “fighters” living in nearly a dozen camps have been taking on Maoist activists and killed at least 60, say police sources.

    ...

    To avoid drawing attention to such killings, both sides try to keep the numbers down — the Maoists by taking away bodies and the resistance cadres by camouflaging them as Maoist killings.
    An impression is created by the CPM fighters that the victim belonged to the party and had been murdered by the Maoists. In some cases, even posters of Maoists taking credit for the killing are left behind.

  • SB | 114.31.249.105 | ২৮ এপ্রিল ২০১০ ১৫:২৮441585
  • রঞ্জনদা এটা হেব্বি বলেছেন, তথাকথিত উন্নয়ানের বাঁশির সুরে সাপুরের ঝাঁপিতে ঢোকা পোষমানা সাপের মত আচরণ করছে। যদিও প্রভার পট্টনায়েকের মতে পোষ মানানো হয়েছে চাপে ফেলে। সে যাগ্গে, বিতর্কের উত্তাপে সুক্ষ রসিকতা মরূদ্যানের মত!
  • kallol | 115.184.26.185 | ২৯ এপ্রিল ২০১০ ০৬:১৩441586
  • http://www.anandabazar.com/archive/1100330/30edit3.htm এর পরে
    এবং
    http://www.anandabazar.com/29edit4.htm
    এর পরেও
    শুনতে হবে শ্রেণীদৃষ্টিভঙ্গী নিয়ে আলোচনা।
    আর মাওবাদীরা এর সুযোগ নিলে, শুনতে হবে অবিচারের শিকার হয়ে আদিবাসীরা কেন বন্দুক তুলে নেয়? শান্তিপূর্ণ আন্দোলন করতে পারে না?

  • PT | 203.110.246.230 | ২৯ এপ্রিল ২০১০ ১০:২৮441587
  • সেই ফাটা রেকর্ড..... মানবতাবাদীদের হিংসার পক্ষে তোল্লাই দেওয়া। আদিবাসীদের গরিবী অন্যদের গরিবীর থেকে পৃথক করে দেখানোর চেষ্টা। অর্থাৎ বিহারের প্রত্যন্ত গ্রামের যে মানুষটি তার সাত পুরুষের আশ্রয়স্থল থেকে ছিন্নমূল হয়ে কলকাতাতে মুটেগিরি করছে তার জন্য না আবাপ, না স্বঘোষিত মানবাধিকার কর্মীদের (জয়া মিত্র সহ) কোন সময় আছে। কিন্তু বিহারের এই মানুষটির হাতে মাওবাদীরা কেন অস্ত্র তুলে দিতে পারছে না সেটা নিয়ে জয়া মিত্র সহ কোন মাওব্যথীরাই কোন সদুত্তর দিতে পারছেন না। অবিশ্যি আবাপর পছন্দকরা ছাপানো খবরের ভিত্তিতে শ্রেণীদৃষ্টিভঙ্গীর প্রসঙ্গ তোলা বিপথগামী বামপন্থীদের পক্ষেই সম্ভব!! তারানন্দের তারার মালিক রুপার্ট মারডকের ছেলে আইপিএল থেকে কত টাকা লুটে নিয়েছে সেটা নিয়ে জয়া মিত্র বা অন্য মাওব্যথীরা একটি নিবন্ধ লিখে আবাপতে ছাপানোর চেষ্টা করে দেখতে পারেন।

    আসলে ঘটনা তো পুরুলিয়াতে বা বীরভূমে -- অর্থাৎ প: বঙ্গে -- অর্থাৎ কিনা শুধু এই বিষয়ে বারংবার ফাটা রেকর্ডটি বাজালে পুর্বনির্ধারিত রাজনৈতিক অবস্থান -- বামফ্রন্ট খেদাও -- বিষয়টিতে দৃষ্টি সীমাবদ্ধ রাখা যায়।
  • dukhe | 202.54.73.130 | ২৯ এপ্রিল ২০১০ ১১:২৪441588
  • সত্যি মাইরি - অ্যাদ্দিন ভিয়েতনাম আর কিউবায় বেশ ফোকাস ছিল - গুজরাট কি গালফ ওয়ার নিয়ে চেল্লাত - বেশ ছিল । সেসব বাদ দিয়ে কিনা বাঙ্গালীরা শেষে পশ্চিমবঙ্গ নিয়ে পড়ল । আরে ছ্যা ছ্যা । আন্তর্জাতিক চেতনা ছেড়ে কিনা বিমানবাবুর পাকা ধানে মই ! সাধে কি মহাপুরুষেরা এ জাতকে আত্মঘাতী বলেছেন !
  • PT | 203.110.246.230 | ২৯ এপ্রিল ২০১০ ১১:৪৫441589
  • সমস্যাটা বাঙ্গালীদের নিয়ে নয়, তাঁরা সরকারের বিরুদ্ধে তাদের বক্তব্য রাখতেই পারেন। সমস্যা হচ্ছে স্বঘোষিত মানবাধিকার কর্মীদের দ্বিচারিতা কিবা অহিংসায় বিশ্বাসীদের বিশেষ কোন মানবগোষ্ঠীর বন্দুকের রাজনীতিকে তোল্লাই দেওয়া নিয়ে।
  • kallol | 124.124.93.204 | ৩০ এপ্রিল ২০১০ ১১:১৬441591
  • সেতো মাও, চে এরাও ডাকাত দলের সর্দার ছিলেন। তখনকার মিডিয়াতে এভাবেই এদের চিহ্নিত করা হতো। স্বদেশী ডাকাত শোনো নি? ক্ষুদিরাম থেকে সূর্য্য সেন ""টেররিস্ট"" বই তো নয়!
    ক্ষমতা চিরকালই তার প্রকৃত বিরোধীদের ঐ নামেই ডেকে এসেছে। সেদিনও তো ভারতে অ-রুশপন্থী কমিউনিষ্টরা চিনের দালাল ছিলো। তো? আজকে অবশ্য আর নেই।

    ঐ লিংক দুটো পাথর খাদান এলাকায় (বীরভূমে) আদিবাসীদের অবস্থার কথা। কিভাবে প্রশাসন পাথর খাদান মালিকদের বেআইনী কাজকে মদত দেয়। আদিবাসীদের ন্যায্য অভিযোগ কোন গুরুত্বই পায় না। উল্টে পাথর খাদান মালিকেরা গুন্ডা দিয়ে তাদের পেটায়। এরকম নানান অভিযোগ।
    এরপরও শ্রেনীদৃষ্টিভঙ্গী শুনতে হয়। এরপরও মাওবাদীরা ঐ অবস্থার সুযোগ নিলে, আদিবাসীদেরই ভুগতে হয়। আর আঙ্গুল ওঠে মানবাধিকার কর্মীদের দিকে - তারা নাকি মাওবাদীদের প্রশ্রয় দিচ্ছে।
    এই আর কি।
  • kallol | 124.124.93.204 | ৩০ এপ্রিল ২০১০ ১১:২১441593
  • টাটকা খবরে উত্তরবঙ্গের জঙ্গলে থাকা মানুষদের কথা, তাদের আবেদন ছপা হলো। পড়েছো হয়তো। কোথায় শ্রেণীদৃষ্টিভঙ্গী?
    এরাও এরকম চলতে থাকলে মাওবাদীদের সঙ্গে যাবে। দোষারোপ চলবে। কিন্তু কেউ ভুলেও সরকার (কেন্দ্র-রাজ্য) আর সরকারে থাকা দলগুলোর দোষ দেখবে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন