এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃ:প:বু:ভু:-৮

    Manish
    নাটক | ০৭ এপ্রিল ২০১০ | ৩২৭৬২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Manish | 117.241.229.32 | ২০ এপ্রিল ২০১০ ১৬:০১441494
  • @ Dukhe

    এডমিলসন তো চীরাগের ,ঈষ্টবেঙ্গলের নয়।
  • dukhe | 202.54.73.130 | ২০ এপ্রিল ২০১০ ১৭:৪২441495
  • ঐ হল । এডমিলসনেরই আরেক নাম অ্যালভিটো । :)
  • Sibu | 99.203.165.153 | ২০ এপ্রিল ২০১০ ১৮:৫৩441496
  • এলিমেন্টারি ওয়াটসন, আম্‌ম্‌, মনীশ।
  • ranjan roy | 122.168.248.221 | ২০ এপ্রিল ২০১০ ২২:৩৫441497
  • SB,
    ভাই তোমার পারসেপশন হল সিপিএম শ্রেণী দৃষ্টিভঙ্গী দিয়ে নিজেদের প্রোগ্রাম, পলিসি এগুলো নির্ধারণ করে।
    আমার পারসেপ্‌শন হল এগুলো বামপন্থী দলগুলোর রেটোরিক। ওই যেমন হিন্দিবলয়ে বলে-- হাতি কা দাঁত দিখানে কে লিয়ে অলগ, খানে কে লিয়ে অলগ।
    বাস্তবে কি করছে, কোন শ্রেণীভঙ্গীর পরিচয় দিচ্ছে?
    রাজীবের সময় থেকে আমরা কেন্দ্রীয় সরকারের নতুন অর্থনীতি, বিদেশি পুঁজিনিবেশ ( বিশেষ করে প্রাইভেট ক্যাপিটাল) নিয়ে বিরোধিতা করে আসছি।
    কিন্তু বঙ্গে দেশি-বিদেশি প্রাইভেট পুঁজিকে ঢালাও আমন্ত্রণ জানাচ্ছি, তাদের মধ্যে এমনও আছে যাদের ইন্টারন্যাশনাল ট্র্যাক রেকর্ড বাজে।
    কোন শ্রেণীদৃষ্টিভঙ্গী থেকে ইন্দোনেশিয়ার সালিম গ্রুপকে অ্যামিউজমেন্ট পার্ক বানাতে ডাকা হয়? যারা কমিউনিস্টদের কচুকাটা করা সুহার্তো-নাসুশিয়েন চক্রের পেছনে ইকনমিক পিলার ছিল?
    কদিন আগে এখানেই রাজদীপ জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী বাইপাসে ফরেন রিটেল শপের পাশে এলিট হাসপাতালের উদ্বোধন করছেন অথচ কালিকাপুরের কাছে বহু আগে শিলান্যাস করা সরকারি হাসপাতাল একচুলও আগে বাড়ে নি!
    শ্রেণীদৃষ্টিভঙ্গী? কোন শ্রেণীর?
    শিবু,
    মার্ক্স কোথায় বলেছেন যে প্রোলেতারিয়েতের বেসিক ইন্টারেস্ট সমসঙ্কÄ নয়?:))))) সেই ভূত নিয়ে মার্ক্সকে প্ল্যানচেটে ডাকা?
    আমার বক্তব্য খুব স্পষ্ট:
    এক, দুনিয়ার মজদুর এক হও রণধ্বনির বেসিসই হল শ্রেণী হিসেবে ওদের স্বার্থের হোমোজিনিটি। ওদের মঙ্গল এক হওয়াতেই। ম্যানিফেস্টোর মূল সুর তাই। সেই জন্যেই লেনিন ধর্ম-ভাষা বা জাতিসত্তার প্রশ্নে প্রোলেতারিয়েতকে ভাগ-বাঁটোয়ারা করার সম্ভাবনা আটকাতে অতি ব্যগ্র।
    দুই, পুঁজিপতিদের অস্তিত্বের আধার হল গলাকাটা প্রতিযোগিতার মাধ্যমে অন্যদের সরিয়ে পুঁজির কেন্দ্রীকরণ।
    অস্যার্থ, পুঁজিপতিদের মধ্যে স্বার্থের দ্বন্দ্ব মুখ্য, সমঝোতা গৌণ। আবার প্রোলেতারিয়েতের মধ্যে সমান স্বার্থের ঐক্যের দিকটা মুখ্য, বিভিন্ন ইস্যুতে মতভেদ-দলাদলির দিকটা গৌণ।
  • ranjan roy | 122.168.248.221 | ২০ এপ্রিল ২০১০ ২২:৪৪441498
  • Du,
    জনগণ চাইলে পাঁচবছর কেন গণ আন্দোলনের মাধ্যমে আগেও পাল্টাতে পারে।
    আবার বলছি কে আসবে সেটা আমার কাছে গৌণ। পাল্টানোটাই মুখ্য।
    রুটি বানানো? তা বৈকি? কেরালায় কি বানানো হচ্ছে? কোন মার-মার কাট-কাট হচ্ছে? সমস্ত ডেভেলপমেন্ট ইন্ডেক্সে যে অনেক এগিয়ে আছে।
    আর বত্রিশ বছর একচ্ছত্র ক্ষমতায় থেকে বঙ্গে কোন ভাতরান্নাটা হচ্ছে শুনি না? আগে শুনতাম কেন্দ্র পয়সা দিচ্ছে না। এখন দেখছি গরীবি উন্নয়ন প্রকল্প বা বামদলেরই ব্রেনচাইল্ড "নরেগা'' প্রকল্পে সরকারের দেয়া টাকাই খরচ হচ্ছে না। স্বাস্থ্য-রাস্তাঘাট-- বিজলী-পানীয় জল এমনকি ডেমোক্র্যাটিক রাইট টু ইনফর্মেশন অ্যাক্ট--- সব ব্যাপারেই বঙ্গের থেকে অন্য অনেক প্রদেশ এগিয়ে। এমনকি কোথাও কোথাও বিজেপি ও।
    আচ্ছা, বিজেপি সরকার আমার চোখের সামনে কিছু কিছু মন্দির সরিয়ে অন্য জায়গায় করে রাস্তা চওড়া করেছে। কোলকাতায় হয়েছে বলে জানি না। জানাবেন তো!
  • Sibu | 66.102.14.1 | ২১ এপ্রিল ২০১০ ০০:০৬441499
  • রঞ্জনদা,

    এক হতে বলা মানেই কি হোমোজেনিটি অ্যাসিউম করা?
  • Arpan | 122.252.231.12 | ২১ এপ্রিল ২০১০ ০০:৩৩441500
  • ভাতরান্নায় হোমোজেনিটিই আসে। অ্যাজিউম করার দরকার নেই। ;-)
  • Du | 65.124.26.7 | ২১ এপ্রিল ২০১০ ০০:৪৩441501
  • রঞ্জনদাও রেগে গিয়ে 'আপনি' :)? তাও আমি আবার একটু লিখবো। আশা করি ধৃষ্টতা হবে না।
    কেরালার কথা তো জানি - রুটির কথা উঠলেই কেরালার কথা ওঠে । দিল্লীর কথা নয়, গুজরাটেরও নয়, ত্রিপুরারও নয়। তবে আমার প্রশ্নটা ছিল বাংলাদেশ নিয়ে।

    সে যাই হোক, আমার থিয়োরী হল - এই যে পাল্টে নিতে হবে, কম্পিটিশন থাকা উচিত, ৩৩% যোগ্য মেয়ে প্রতিনিধি পাওয়া যাবে না - এই সমস্ত ভাবনাটাই আসে একটা বাজারের ঠিক করে দেওয়া সচেতনতা থেকে - আর তলিয়ে দেখলে - প্রাইভেটাইজেশনের যুক্তি - ছোট সরকার - এই সমস্ত খাপে খাপে ফিট করে যায়। আমেরিকাতে এটা খুব চালু - ৪ নয় বড়জোর আট। বুশকেও চারে হটায় নি যুদ্ধের মাঝখানে বলেই।

    গণতন্ত্রকে এইরকম একটা টুল হিসেবে হয়তো খুব ভালো ব্যবহার করা যায় -'সুশাসন'এর জন্য - তার সাথে আমার বিচার মেলে না। তাই ৩২ বছরের প্রমাণ দিতেও বসবো না। কারন আমার বিশ্বাসের জায়গাটাই অন্য। তাই বলে সরকার না পাল্টাক সেটা আমার বক্তব্য নয় - তাহলে তো মাওবাদীদেরই ডাকতাম। কিন্তু আমি সরকারকে - শুধু অপারেশন নয় - একটা নীতি নির্ধারনের জায়গায় দেখি - যেখানে ড্রামাটিক পরিবর্তন সবসময় হয়তো কাম্য নয়। যদি বলেন কাম্য জিনিসটা বিচারসপেক্ষ - আমি নাচার।

    নির্বাচন একটা পরীক্ষা, একটা এক্সপেরিমেন্ট - তাই সেটা হওয়া উচিত অবাধ, আছে বলেই বা বহুদিন আছে বলেই পাল্টাতে হবে - এরকম একটা মত নির্বাচনকেই গুরুত্বহীন করে দেয়। সরকারের বিপক্ষে বলা যায় - কিন্তু সেটা বিপক্ষে গিয়েই বলা উচিত - নিরপেক্ষভাবে পাল্টানো উচিত - নামক একটা অলিখিত নীতির কথা বলে নয়। গণতন্ত্রের ভেতর থেকেই।খুব ছোট একটা রুল অফ থাম্ব আমার পছন্দের - আমি যে সরকারকে আনতে চাইবো - তার নীতিতে আমার সায় আছে আছে - তাকে আমি চাই বলে বলতে পারবো - তার দায় নিয়েই চাইবো - বাই দা পিপল -এর পিপল হয়েই।
  • SB | 115.117.230.101 | ২১ এপ্রিল ২০১০ ০৯:১৬441502
  • রঞ্জনদা, কেন যেন মনে হচ্ছে আপনি পড়ছেনই না আমি কী লিখেছি। তাই রিপিট করে দিই।

    শ্রেণীদৃষ্টিভঙ্গী দিয়ে দেখলে ওই উল্টে দিন পাল্টে দিন ধরনের থিওরি দাঁড়ায় না, ধোপে টেকে না, untenable. আপনি এতে সহমত পোষন করলেন কিনা বুঝলাম না।

    তাছাড়াও শ্রেণীদৃষ্টিভঙ্গী কমিউনিস্ট পার্টিগুলোর সবসময়ে ঠিক আছে এরকম দাবী বোধয় আমি করিওনি, তবে অবশ্যই তৃণমূলের সাথে তুলনা করলে বলব ১০০ গুন ভাল। এই মুহুর্তে রেলকে কী ভাবে বেচে দিচ্ছে আপনি হয়ত খেয়াল করছেন। আপনি হয়ত শুনেছেন যেখানে যেখানেই তৃণমূল জেলা পঞ্চায়েতের ক্ষমতায়, সেখানেই দূর্নীতি, চুরি, স্বজনপোষন, এবং সব থেকে বড় কথা জমিদার জোতদারদের পুন:প্রতিষ্ঠা। আপনার থিওরি প্রকারান্তরে এই বামফ্রন্টের সময়ে উৎখাত হওয়া জমিদার জোতদার শ্রেণীকে পুন:প্রতিষ্ঠা করবে, করছে, সেই দায় তো আপনি এড়িয়ে যেতে পারেননা দাদা, শ্রেণীদৃষ্টিভঙ্গী থেকে দেখলে।

    আরেকটা কথা, কার পুঁজিকে ডাকা হবে তা নিয়ে এত বিতর্কের কী আছে, কিছু নব্য নকু, হাফ সুশীল এইসব নিয়ে গলা কাঁপিয়ে বক্তব্য রাখবে ঠিকই, কিন্তু বলুন তো পুঁজির আবার ভাল মন্দ কী? পুঁজির ডেফিনেশনই তো বলছে পুঁজি হোল শোষনের, শ্রমিকের রক্তের, ঘামের জমাট বাঁধা একটা অবস্থা, তার আবার ভাল মন্দ বিচার হয় নাকি?

    আরো একটা কথা বলেছিলাম, দেশের বেসিক পলিসি কেন্দ্রেই তৈরী হয়, সহমত হলে তো এসব প্রশ্ন করতেননা, সহমত না হলে বলুন, এই নিয়েও কথা হতে পারে। বিটিডাব্লিউ, দেশের পলিসির কথা যখন উঠলই, তখন এই খবরটা থাকুক, http://epaper.telegraphindia.com/TT/TT/2010/04/21/ArticleHtmls/21_04_2010_006_021.shtml?Mode=1 সিঙ্গুরের জমি জনস্বার্থেই।
  • kallol | 124.124.93.202 | ২১ এপ্রিল ২০১০ ১৭:২৪441504
  • তৃণমূলের চেয়ে সিপিএমএর শ্রেণী দৃষ্টিভঙ্গী ১০০ গুণ ভলো। এই তুলনাতেও যেতে হলো!!! যাকগে।
    শ্রেণী দৃষ্টিভঙ্গীর কথাই যখন উঠলো, তখন প্রশ্ন আসে সেটা দিয়ে কি করবো? একটা অঙ্গরাজ্য শাসনের জন্য শ্রেণী দৃষ্টিভঙ্গী কোন কাজে লাগে? নীতি তো সব কেন্দ্রই ঠিক করে, সে তো তাদের শ্রেণী দৃষ্টিভঙ্গী থেকে। সেটাকে মানার বাধ্যতাও থাকে রাজ্য সরকারের। তা, কংগ্রেস/বিজেপির শ্রেণী দৃষ্টিভঙ্গী থেকে নেওয়া নীতি মেনে চলার মধ্যে সিপিএমএর শ্রেণী দৃষ্টিভঙ্গীর ভূমিকা কোথায়?
    শ্রেণী দৃষ্টিভঙ্গীর কথা বুঝতে পারতাম যদি পুঁজি ডাকার বদলে অন্য কোন উন্নয়নের রাস্তায় (সমবায়?) হাঁটতো সিপিএম। সেটা করা যেতো এই রাজ্য সরকারে থেকেই।
    কিংবা যদি খোলাবাজারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতো, যাতে কেন্দ্রকে নড়ে চড়ে বসতে হতো।
    তবু শ্রেণী দৃষ্টিভঙ্গী............
  • aka | 168.26.215.13 | ২১ এপ্রিল ২০১০ ১৭:৩৬441505
  • শ্রেণী দৃষ্টিভঙ্গী টা কি?
  • . | 125.18.104.1 | ২১ এপ্রিল ২০১০ ১৭:৫৫441506
  • ক্লাসে বসে ঝারি মারা।
  • aka | 168.26.215.13 | ২১ এপ্রিল ২০১০ ১৭:৫৯441507
  • তোমারে না কোশ্চেন করলাম? উত্তর দিলা না। মার্ক্সিজমের টইতে।
  • pinaki | 98.172.60.23 | ২১ এপ্রিল ২০১০ ১৮:৪৬441508
  • তৃণমূল খুব খারাপ। সবাই জানে। কিন্তু তাই বলে জমিদার জোতদারের পুন:প্রতিষ্ঠাটা বাড়াবাড়ি। ওটা হলে হিস্টরিক্যাল মেটিরিয়ালিজম ভুল প্রমাণিত হবে। তৃণমূলকে গাল পাড়তে গিয়ে আবেগের বশে সেইটা প্রমাণ করে দিলে আবার একটা কচি কেলো হওয়ার সম্ভবনা। ;-)
  • Sibu | 70.7.219.200 | ২১ এপ্রিল ২০১০ ১৮:৫৪441509
  • 'জমিদার জোতদারের পুন:প্রতিষ্ঠা হলে হিস্টোরিক্যাল মেটিরিয়ালিজম ভুল প্রমানিত হবে'!!! এ কথাটা বুঝলাম না।
  • Sibu | 70.7.219.200 | ২১ এপ্রিল ২০১০ ১৮:৫৫441510
  • সরি, কোট নাই।
  • SB | 115.117.234.210 | ২১ এপ্রিল ২০১০ ২০:০৯441511
  • কল্লোলদা, কথা হচ্ছে আপনার বা রঞ্জনদার উল্টে দিন পাল্টে দিন থিওরি নিয়ে, চার - পাঁচ বছর পর পর সরকার পাল্টানোর পলিসি নিয়ে, আমই লিখেছি কেন আপনাদের এই থিওরিটা শ্রেণীদৃষ্টিভঙ্গি থেকে untenable, তাও আপনারা সেই থিওরি আঁকড়ে আছেন কেন সেই উত্তর পেলাম না আপনার পোস্টে, উত্তরের জন্যে এখনো অপেক্ষা করছি।

    শিবুদা, পিনাকি পন্ডিত মানুষ, ও যখন লিখেছে তখন নিশ্চই ঠিকই লিখেছে, আমার সামান্য জ্ঞানে বুঝিনি

    আপনি জিগিয়ে ভাল করেছেন, আম্মো একই প্রশ্ন নিয়ে বসে আছি .....
  • aka | 168.26.215.13 | ২১ এপ্রিল ২০১০ ২০:১৩441512
  • আরে কেউ বলে না শ্রেণী দৃষ্টিভঙ্গীটা কি? (নাকি কী)
  • Arpan | 216.52.215.232 | ২১ এপ্রিল ২০১০ ২০:১৭441513
  • জমিদার জোতদারের পুন:প্রতিষ্ঠা হচ্ছে এইটা মাঝেমধ্যেই পড়ি। কীভাবে হচ্ছে কেউ বুঝিয়ে দেবে? লিং দিলেও চলবে। (সিরিয়াস)
  • PT | 203.110.247.221 | ২১ এপ্রিল ২০১০ ২০:২৭441516
  • কবীর সুমন আর পুর্নেন্দু বসু সমবায় পদ্ধতিতে কোন একটা চটকল চালাতে গিয়েছিলেন -- সেটার সমাপ্তি কি করে হয়েছিল কেউ জানেন?
  • aka | 168.26.215.13 | ২১ এপ্রিল ২০১০ ২০:৩২441517
  • এদিকে পুঁজি দেখতে গেলে শ্রেণী দৃষ্টিভঙ্গী ঘেঁটে যায় ওদিকে সমবায় চলে না। অবস্থা খুব খারাপ। যাই খাই, কিছু করে দেখাই।

    এই বাজারে জমিদার হতে পারলে মন্দ হয় না। আমার অনেকদিনের ইচ্ছে।
  • SB | 115.117.234.210 | ২১ এপ্রিল ২০১০ ২১:১০441518
  • আকা, সমবায় কেন চলবে না, তবে শুধুই আবেগে চলে না বোধয়।

    যাইহোক শ্রেণী দৃষ্টিভঙ্গী নিয়ে উৎপল দত্তের সুন্দর লেখা আছে, dialetics in theatre, বাংলাতেও একই লেখা আছে - থিয়েটারের ডায়লেকটিকস, এমনকি ওনার জপেনদা জপেনযা বইটা পড়লেও বেশ ভালো লাগবে, সত্যি করে বুঝতে চাইলে পড়ে ফেলা ভাল।

    অর্পণ, নন্দীগ্রাম ঘুরে আসো। হাতে গরম উদাহরণ পেয়ে যাবে লিং লাগবে না।
  • Arpan | 122.252.231.12 | ২১ এপ্রিল ২০১০ ২১:২১441519
  • নন্দীগ্রাম-ফলতা-রাণাঘাট-তিব্বত এখন কোথাও যেতে পারবো না। অতএব এইখানে লিখেই জবাব দাও। জমিদার জোতদার শ্রেণীর প্রতিভূরা রাজনৈতিক ক্ষমতার শীর্ষে আসছে বিরোধীশক্তির মাধ্যমে? নাকি রিভার্স ভূমি সংস্কার হচ্ছে? কোনটা?
  • aka | 168.26.215.13 | ২১ এপ্রিল ২০১০ ২১:২৪441520
  • আরে একটা টার্ম বুঝতে গোটা দুয়েক বই পড়তে হলে খুব মুশকিল। ম্যাঙ্গো লোকে বোঝে এমন টার্ম ব্যবহার করলেই ভালো হয়। এই আর কি। নইলে বুইতে পারি না। আর উৎপল দত্ত ভালো অভিনেতা, নাট্যকার ছিলেন।
  • SB | 115.117.234.210 | ২১ এপ্রিল ২০১০ ২১:২৭441521
  • ভূমি সংস্কারের মাধ্যমে জমির পাট্টা পাওয়া ক্ষেতমজুররা আবার নতুন করে তাদের জমি হারাচ্ছে, জবরদখল হয়ে যাচ্ছে তৃণমূলের নেতৃত্বে।
  • SB | 115.117.234.210 | ২১ এপ্রিল ২০১০ ২১:৩০441522
  • আরে পড়েই দেখুননা সুযোগ পেলে, ভাল লাগবে গ্রান্টি :) ওনার মত করে বলতে পারবো না বলেই তো রেফার করলাম।

    আর পুরো ব্যপার নিয়ে বোঝাতে হলে ফুটকি বেস্ট, চেপে ধরুন!
  • aka | 168.26.215.13 | ২১ এপ্রিল ২০১০ ২১:৩৬441523
  • আম্রিগা তে কলেজ স্ট্রীট নাই।

    আচ্ছা তাহলে সিপিএমের থেকে তৃণমূলের শ্রেণী দৃষ্টিভঙ্গী ১০০ গুন খারাপ সেইটা বোঝা গেল কিকরে?
  • SB | 115.117.234.210 | ২১ এপ্রিল ২০১০ ২১:৪১441524
  • আরে এটা তো কল্লোলদা আমাকে মিসকোট করেছেন।

    আর, আগে শ্রেণীদৃষ্টিভঙ্গী বুঝে ফেলুন :)
  • aka | 168.26.215.13 | ২১ এপ্রিল ২০১০ ২১:৪৬441525
  • কি মুশকিল তৃণমূল খারাপ কারণ ওদের শ্রেণী দৃষ্টিভঙ্গী খারাপ। সেটা বুঝতে গেলে শ্রেণী দৃষ্টিভঙ্গী বুঝতে হবে। সেটা বুঝতে উৎপল দত্তর নাটক বুঝতে হবে তাও আবার একটা নয় দুটো। না এতে আমার নিজের দৃষ্টি খারাপ হবার প্রভূত সম্ভাবনা। লিং হইতে লিং তা হইতে পুনরায় লিং, যতক্ষণ না ড্যাঙ্গলিং হয়ে পড়ে গেলেন ততদিন লিং। :))
  • Arpan | 122.252.231.12 | ২১ এপ্রিল ২০১০ ২২:০৩441527
  • ওকে। জমি জবরদখল হচ্ছে। করছে কারা? পূর্বতন জমিদার জোতদাররা যারা জমি হারিয়েছিল। মদত দিচ্ছে কারা? না, ঐসব অঞ্চলে খারাপ শ্রেণী দৃষ্টিভঙ্গীওলা বিরোধী শক্তি ক্ষমতায় এসেছে, তারা। কারা জমি হারাচ্ছে? না, পাট্টা পাওয়া ক্ষেতমজুররা।

    একটা জিনিস বুইলাম না। এতে ভোটবাক্সের অঙ্কে কী বিরোধী শক্তির লাভ হচ্ছে? সংখ্যার বিচারে যত মানুষকে তোমার ছত্রছায়ায় আনবে তত তোমার শক্তি। ভূমি সংস্কারের মাধ্যমে তো বামফ্রন্টের দুর্জয় ঘাঁটি তো সেইভাবে গড়ে উঠেছিল। মমতা, যিনি সর্বক্ষেত্রে সিপিয়েমের কপি-পেস্ট করে আসছেন, খারাপ দৃষ্টিভঙ্গী সঙ্কেÄও, তিনি এই সোজা ব্যপারটা বোঝেন না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন