এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃ:প:বু:ভু:-৮

    Manish
    নাটক | ০৭ এপ্রিল ২০১০ | ৩৩২৪৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SB | 114.31.249.105 | ০৮ এপ্রিল ২০১০ ১২:৩২441648
  • রিজওয়ানুরের ভাই রুকবানুর ও রেলে চাগরী করছেন, লাল বাতির গাড়ি নিয়ে ঘুরছেন :)
  • Manish | 117.241.229.34 | ০৮ এপ্রিল ২০১০ ১৩:০৯441659
  • বা: বেশ ভালো খবর, মমতা এইবার নিশ্চয় বলতে শুরু করবে দেখুন আমি Minority community র জন্য কত কী করেছি।

    সমরেশ মজুমদারের একটা লেখা পড়লাম রবিবার ম্যাগাজিনে (স: প্রতিদিনের সাথে দেয়)।পকাবুদের ঝেড়ে কাপড় পড়িয়েছে।
  • PM | 113.21.79.118 | ০৮ এপ্রিল ২০১০ ১৫:০৪441681
  • কল্লোল দার ০৬:২১ এর পোষ্ট এর সম্পর্কে-
    satement টা অনেকটা এরকম " There will definitely be no problem at all when there will exist no problem, " :)

    প্রান্তিক মানুষ দের অনুন্নোয়ন -এর সমস্যা সর্বত্র দেখেছি - USA, Mexico, Rasia, Australia, Thailand মায় Chaina পরযন্ত। কোন ISM-ই তার সমধান করতে পারে নি। সামনের ১০০ বছর-এর মধ্যে সর্বিক সমাধানের কোনো সম্ভাবনাও দেখছি না।

    তাহলে next ১০০ বছর আমরা মানুষ কে পোকা মাকর-এর মতো মরতেই দেখবো?

    কল্লোল-দা same post এ বলেছেন ( প্রায় ) যে মাওবাদী-রা আদিবাসী দের অনুন্নয়ন-এর ফায়দা ওঠাচ্ছে ( আর টাকা কামাচ্ছে)। তাহলে এটা আইন শৃংখলার প্রশ্ন-ও বটে।

    তাই জঙ্গল মহলের উন্নয়ন-এর জন্য long term প্লান চাই....... মানে চাই-ই। পুরোপুরি একমত কল্লোল-দার সাথে। But,immediate সমস্যা টা আইন শৃংখলার। সেটাকে সেইভাবে মোকাবিলা না করলে আরো অজস্রো প্রান্‌হানি ঠেকানো জাবে না।

    মানবাধিকার কর্মী-দের আপত্তি থাকলে প্রতিটি মৃত্যুর দায়িত্ত তাদের ওপর-ই বর্তানো উচিত।

  • PT | 203.110.246.230 | ০৮ এপ্রিল ২০১০ ১৮:০২441692
  • SB-উত্তরের জন্য ধন্যবাদ। আমি অবিশ্যি মডেল ইত্যাদির কথা বলতে চাইনি। উহা বড়ই জটিল। আমি জানতে চাইছি যে রাজস্থান, বিহার বা উ: প্রদেশের প্রত্যন্ত গ্রাম থেকে যদি অসংখ্য গরীব মানুষ কলকাতায় এসে নতুন জীবিকা আশ্রয় করে বেঁচে থাকতে পারে তাহলে জঙ্গল্মহলে যারা অপরিসীম দারিদ্রর সঙ্গে লড়াই করছে তারা কেন বড় শহরে দলে দলে পাড়ি জমাচ্ছে না? হাওড়া স্টেশনে মোট বওয়ার জন্য প্রায় শুধুই হিন্দীভাষী মানুষ দেখি - আদিবাসী দেখিনা কেন?
  • kallol | 124.124.93.202 | ০৮ এপ্রিল ২০১০ ১৯:৫১441703
  • মানবাধিকার কর্মীদের ওপর সমস্ত মৃত্যুর দায়িত্ব চাপিয়ে দিলেও কিই বা হবে। তাতে কি মৃত্যু ঠেকানো যাবে?
    বরং যতো এই অপারেশন লাল নীল হলুদ সবুজ বাড়বে তত উভয় পক্ষেই মৃত্যু বাড়বে।
    আজও চেচনিয়ার মানুষ এসে মস্কোয় মানব বোমা হয়ে যায়। আর পুতিন বলেন চেচনিয়ার সমস্যা উৎখাত করে ফেলা গেছে। http://www.anandabazar.com/8edit3.htm
    চিদুবাবু বলবেন মাওবাদী কবজায় এলো বলে। তারপর রাজনৈতিক ফায়দা তুলতে বুদ্ধবাবুকে চিমটি কাটবেন। আবার ৬০ জন সিআরপি ছত্তিসগড়ে মারা গেলেই বিমানবাবু হুংকার ছাড়বেন।
    এই সব চ্যাংড়ামো ছেড়ে এরা যে কবে সাবালকের মতো আচরন করবেন কে জানে।
    গতকাল NDটিভিতে শুনলাম কে এক পুলিশকর্তা বলছেন - মানুষের ক্ষোভ থাকলে ভোটে তার প্রতিবাদ করুক। গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করুক। কিন্তু সংবিধানকে অস্বীকার করে বন্দুকবাজী করলে কোন কথা হবে না। আগে ওদের নিকেশ করা হবে, তারপর উন্নয়ন।
    কেউ ওনাকে প্রশ্ন করলো না, স্বাধীনতার ৩০ বছর ধরে তো ঐ মানুষেরা ওনার পন্থাতেই চলেছে। তাতে যে কিছুই হয় নি তাতো উনিও মানেন। ঐ যে কিছু না হওয়ার দায়িত্ব যাদের ওপর বর্তায়, তারাই তো ওনাদের আদেশ দেন আজও।
    সেকথা তুললেই প্রায় সবাই বলেন - ওসব পুরোনো কথা ছাড়ো।
    এরপর মানবাধিকার কর্মীদের ওপর দায়িত্ব চাপিয়ে দেওয়া যেতেই পারে। কিন্তু তাতে কিই বা হবে।
    আদিবাসী মানেই মাওবাদী এমনটাও তো নয়। তবু মাওবাদী মারতে নিরীহ আদিবাসীই মরে, শরীর/পেট/মন সবেতেই মরে।
    সামান্য কিছু রাজনীতি করেছি একসময়। তাতে বেশ কিছু আদিবাসী বন্ধু পেয়েছিলাম। ওদের সাথে ভারতের মূল জনস্রোতের গরীবদের মেলাতে যাওয়ার মানে হয় না। ওরা মানসিকভাবেই আলাদা। তাই ওদের সমস্যাও আলাদা। সেটা নিয়ে ভাবার সময়/ইচ্ছে কারুরই নেই। একদিন এরা মাওরী, বুশম্যান, ইনকাদের মতন উবে যাবে, আর আমরা ডারউইন মারাবো।
  • Rajdeep | 202.79.203.59 | ০৯ এপ্রিল ২০১০ ০৯:৫৪441714
  • আজ দৈনিক জা:বা:র পেরথম পাতায় এক সাপ্তাহিক সত্তরহাজারি মনসবদার কসুকে অধ:পতিত বলেছে :-)
    http://www.epratidin.in
  • Sibu | 72.62.30.241 | ০৯ এপ্রিল ২০১০ ১০:৪০441725
  • নাবালকের মত আচরণ কোরো না। এখনো সিপিএমের ঐদ্ধত্যের উচিৎ শাস্তি হয় নি।
  • PT | 203.110.246.230 | ০৯ এপ্রিল ২০১০ ১১:৫২441737
  • ""মাওবাদী কি জানেনই না মহাশ্বেতা""!!
    http://www.anandabazar.com/9cal9.htm
    তিনি আরও জানিয়েছেন: ""সিপিএম করতে গিয়ে কেউ মারা গিয়েছেন বলে রিপোর্ট পাইনি""!!!!!!!!

    কাল ২৪ঘন্টাতে দীর্ঘ দুঘন্টা আলোচনার শেষে সুজাত ভদ্র, নির্বেদ রায়ের এক প্রশ্নের উত্তরে জানালেন যে মাওবাদীদের হাতে কতজন সিভিলিয়ান খুন হয়েছেন সে সংখ্যাটি তাঁর জানা নেই। ইনি নাকি মানবাধিকার কর্মী! -- হি -- হি-- হি--
  • bb | 61.246.57.3 | ০৯ এপ্রিল ২০১০ ১৩:০৬441748
  • @PT সুজাত ভদ্র এখন তৃনমূলের এজেন্টের বেশি কিছু নয়। এঁদের মানবিধাকার কর্মী বলা উচিত নয়।
  • abcd | 121.241.218.132 | ০৯ এপ্রিল ২০১০ ১৪:২৪441759
  • ভারতের মূলস্রোতের গরীব দের সাথে (যারা জনসংখ্যার ৫০% এর বেশী) আদিবাসীদের(যারা জনসংখ্যার ৮%) বিরোধ হলে কি করবেন মানবতাবাদীরা? সেই স্ট্রাগল ফর ফর এক্সিস্টেন্স ক্রমে আসিতেছে।
  • PT | 203.110.247.221 | ০৯ এপ্রিল ২০১০ ১৪:৫৩441770
  • এইরকম একটি বিষয় আবুল বাশার একটি আলোচনাচক্রে তুলে এনেছিলেন। সাচার কমিটির রিপোর্টে নাকি বলা আছে যে সংখ্যালঘুদের সার্বিক আর্থিক অবস্থা আদিবাসীদের থেকেও খারাপ। অনুন্নয়ন অস্ত্র তুলে নেওআর কারণ হলে সংখ্যালঘু মানুষেরা কেন মাওবাদীদের সাহায্যে অস্ত্র তুলে নিছেন না -- প্রশ্ন ছিল বাসারের।
  • Manish | 117.241.229.28 | ০৯ এপ্রিল ২০১০ ১৫:০৬441781
  • আমি মহাশ্বেতা দেবীকে প্রচন্ড শ্রদ্ধা করি কিন্তু এই ধরনের বক্তব্য পড়লে শ্রদ্ধাটা কেমন ঘেটে যায়।
  • dukhe | 117.194.236.177 | ০৯ এপ্রিল ২০১০ ২৩:১৪441792
  • বাশারকে লাল/সবুজ সেলাম । সত্যিই তো - পরীক্ষায় কম নম্বর পেলে কেউ কেউ আত্মহত্যা করে শুনিচি । জানেই না যে সবচেয়ে কম যে পাবে, ব্যাপারটা তাকে দিয়ে শুরু হতে হবে । এই নিয়মটা এক্ষুণি চালু করা উচিত । ধরুন আপনি স্পোকেন ইংলিশে ভর্তি হবেন ভাবছেন । প্রথমে খবর নিন আপনার চেয়ে খারাপ ইঞ্জিরি বলে এমন কেউ দেশে আছে কি না । থাকলে সে ব্যাটা ভর্তি হয়েছে কি না । না হলে আপনি আটকে গেলেন । জলের মত পরিষ্কার ঐকিক নিয়মের হিসেব । যাদব চক্কোত্তি থেকে কে সি নাগ সবাই শিখিয়েছেন । মহিলা বিল ফিল নিয়ে সময় নষ্ট না করে সরকারের উচিত এসব আইন পাশ করা । অনেক সমস্যার সমাধান হবে । ফাউ হিসেবে পাচ্ছি গাণিতিক চেতনা তথা বিজ্ঞানমনস্কতা । দে গোরুর গা ধুইয়ে ।
  • Du | 65.124.26.7 | ০৯ এপ্রিল ২০১০ ২৩:৫৯441803
  • মাওবাদী নাম দিয়ে দেশের খনিজসমৃদ্ধ অঞ্চল থেকে আদিবাসীদের তাড়ানোর জন্য অপারেশন গ্রীনহান্ট করছে ভারত সরকার - লেখার তলায় এমন সব নাম - যাদের নামেই চিঠির বক্তব্য বিশ্বাসযোগ্যতা পেতে বাধ্য।
    এখন কিন্তু - সদ্য ঘটে গেছে মাওবাদী প্রত্যাঘাতে এতজন সৈন্যের মৃত্যু - তাদের আধুনিক অস্ত্র, তাদের শক্তি নিয়ে চলছে চর্চা - এর মধ্যেই সেই চিঠির কথাটাই যদি তাঁদের মুখে আবার শোনা যায় ( মহাশ্বেতা দেবী - মাওবাদী বলে কিছু আছে কিনা আমি জানিনা) - তাহলে বক্তব্য তো পরে - ঐ স্বাক্ষরগুলোরই আর কোন বিশ্বাসযোগ্যতা থাকে না।
  • aka | 168.26.215.13 | ১০ এপ্রিল ২০১০ ০০:০৩441814
  • লেখাটা পড়ে মনে হল, মহাশ্বেতা দেবী বলতে চেয়েছেন ওনার সাথে কোন সম্পর্ক নেই। আউট অফ কনটেক্সট কোট করা ঠিক নয়।
  • Du | 65.124.26.7 | ১০ এপ্রিল ২০১০ ০০:১৩441825
  • পড়ে দেখেছ? তাদের সাথে মাওবাদী সম্পর্ক নেই - এটাই একমাত্র বক্তব্য? আমি যে পড়লাম - 'অপারেশন গ্রীনহান্টের নামে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারগুলি নিরীহ আদিবাসীদের হত্যা করে জমিজঙ্গল সাফ করা শুরু করেছে - উদ্দেশ্য: সংস্লিশ্‌ট এলাকাগুলির খনিজ এবং বনজ সম্পদ বিদেশী বহুজাতিকের হাতে তুলে দেওয়া । এর প্রতিবাদ করলেই মাওবাদী তকমা সেটে দেওয়া হচ্ছে।' - এর মানে কি?
  • a x | 143.111.22.23 | ১০ এপ্রিল ২০১০ ০০:৩৮441836
  • এর মানে আমি যদি অপারেশন গ্রীনহান্টে আদিবাসী মানুষ মরছে এই বলে এর প্রতিবাদ করি, আমাকে মাওবাদী বলা হবে। অন্য কিছু বোঝার ছিল? এত স্টঞ্চ অ্যান্টি মাও - আদিত্য নিগম থেকে গান্ধিবাদী হিমাংশুও বলছে।

    আর সত্যিই তো সেই দা, খুন্তি, বল্লম, তীর-ধনুক এইসব দিয়ে কোথায় সর্বহারাদের যুদ্ধ চলবে হেলিকপ্টার স্যাটেলাইট এসবের সাথে পাল্লা দিয়ে, তা না এই মাওগুলো পুরো বুর্জোয়া। আধুনিক অস্ত্র শস্ত্রও আবার ব্যবহার করে! ছ্যা: বিপ্লবের জাত রাখলনা! এদের শ্রেণীটা বড় মন্দ!
  • aka | 168.26.215.13 | ১০ এপ্রিল ২০১০ ০০:৪২441848
  • পড়লাম তো। ওনাদের বক্তব্য গ্রীনহান্টের প্রতিবাদ মানেই মাওবাদী তানয়। ওনাদের একটা ন্যায্য দাবী আছে। মানে আইদার উইথ আস অর উইথ মাওবাদী এই জাতীয় যুক্তি দেওয়ায় ওনারা বলছেন যে তা ঠিক নয় ব্যপারটা। এই যুক্তি তো ঠিকই। এবারে বাকিটা যা বলেছেন তার ঠিক ভুল বিচার করার জায়গায় নেই। আমার নিজের মনে হয় ওটা যাস্ট একটা বাজে অবস্থান। মাল্টি ন্যাশনাল দের জন্য গ্রীন হান্ট হচ্ছে বাজে যুক্তি।
  • a x | 143.111.22.23 | ১০ এপ্রিল ২০১০ ০০:৪৪441859
  • কজন সিভিলিয়ান মারা গেছে সেই সংখ্যার হিসেব রাখার দায় মানবাধিকার কর্মীর!! সরকারের না?! হাসব কি মশাই, তাজ্জব বনে যাই কথা শুনে।
  • Du | 65.124.26.7 | ১০ এপ্রিল ২০১০ ০০:৪৯441870
  • 'অপারেশন গ্রীনহান্টের লোক মরছে - এর প্রতিবাদ করলেই মাওবাদী তকমা সেটে দেওয়া হচ্ছে' - কথাটা এইটুকু হলে আমি টাইপ করার কষ্ট করতাম না। প্রথম পোস্টটাই করতাম না।

    যাগ্গে।
  • pinaki | 131.151.102.250 | ১০ এপ্রিল ২০১০ ০০:৫৩441881
  • সিপিএম মনে হয় বলছে মাওবাদীদের রাবার বুলেট বা জলকামান ব্যবহার করা উচিৎ ছিল। ;-)
  • aka | 168.26.215.13 | ১০ এপ্রিল ২০১০ ০০:৫৪441892
  • হাজার হাজার লোকে যুদ্ধ হচ্ছে, গুলি গোলা চলছে, শয়ে শয়ে লোক (মাওবাদী + পুলিশ) মারা যাচ্ছে অথচ সাধারণ লোক নীরাপদে রয়েছে এটা মানতে অসুবিধা হয়। কিন্তু সে খবর পেতে হলে ঐখানে গিয়ে পুলিশদের সাথে ঘুরতে হয়। সরকার এইসব খবর ছাপতে দেবে না বলাই বাহুল্য।
  • aka | 168.26.215.13 | ১০ এপ্রিল ২০১০ ০০:৫৫441903
  • *নিরাপদে (বড্ড চোখে লাগছে )
  • a x | 143.111.22.23 | ১০ এপ্রিল ২০১০ ০১:০৭441914
  • দলিত/আদিবাসীদের থেকে মুসলিমদের বা সংখ্যালঘুদের অবস্থা আরো খারাপ এটা সাচার কমিটি রিপোর্টে কোথায় আছে কেউ পেলে একটু জানাবেন তো। এবং দলিত ও মুসলিমদের সেপারেট ক্যাটেগরি আলাদা করা আছে কিনা সেটাও। বাশার বাবু নিশ্চয়ই পড়েই বলেছেন।

    হিন্দু ওবিসি ও মুসলিম ওবিসি আছে জানি।

    তবে সিপিএম তো সাচার কমিটি রিপোর্টকেই পাত্তা দেয় না। এখন কি নির্যাসটুকু তুলে এনেছে?
  • Du | 65.124.26.7 | ১০ এপ্রিল ২০১০ ০১:১০441925
  • পিনাকী সিপিএম তেমন কিছু বলেনি :) । স্বাক্ষরকারীরা লোক মরা না মরা নির্বিশেষে গ্রীনহান্টের একটা উদ্দেশ্য বলে যাচ্ছেন - যেটা চিঠিতে ছিল - যে চিঠির কথা নিয়ে আমার বক্তব্য ছিল - ।

    যখন দেখতে পাচ্ছি যুদ্ধ একটা হচ্ছে - এবং ভালই টু সাইডেড যুদ্ধ সেটা - তখন বয়ানটা একটু বদলালে হত না ? একই কথা বলে যেতে হবে? কেন?

    খনিজ আর বনজ সম্পদের জন্য গ্রীনহান্ট - আর সেটা বাঁচাবার জন্য লড়াই - এই থিয়োরি ( থিয়োরীর চেয়ে বেশি প্রোপাগান্ডাই মনে হচ্ছে) আমি অন্তত: বিশ্বাস করে উঠতে পারবো না। বিজেপি হলেও পারতাম না বিশ্বাস করতে। তিনো হলে ২০১০ পর্য্যন্ত বিশ্বাসের ভাব দেখাতে পারি :)
  • pinaki | 131.151.102.250 | ১০ এপ্রিল ২০১০ ০১:৩০441936
  • গ্রীন হান্টের একমাত্র উদ্দেশ্য খনিজ সম্পদ কর্পোরেটের হাতে তুলে দেওয়া - এটা না বলে যদি বলা হয় অন্যতম উদ্দেশ্য - তবে কি দুদি একমত হবে?

    CRPF হত্যাকে যদি সমালোচনা করতে হয় তাহলে সেটা এই অ্যাঙ্গেলে করা যেতে পারে যে রাষ্ট্র যে যুদ্ধটা চাইছে, যেভাবে খেললে রাষ্ট্রের পক্ষে খেলা সুবিধা, নিজেদের দমনপীড়নকে মানুষের কাছে জাস্টিফাই করা সুবিধা, মাওবাদীরা নিজেদের সামরিক শক্তিকে ওভার এস্টিমেট করে সেই খেলায় ঢুকে পড়ছে। কিন্তু আদারওয়াইজ একদল বন্দুকধারী সেনা যদি আমাকে দেখলেই মারবে - এরকম অর্ডার সহ আমার এলাকায় মোতায়েন হয়, তাদের মারার মধ্যে নিন্দাযোগ্য কি আছে সেটা আমার কাছে ক্লিয়ার নয়। তারা তো মাওবাদীদের মারতেই গিয়েছিল। তা মারতে গেলে তো মরতে হতে পারে। নাকি? একই কথা তো খাটে সেই আটজন মাওবাদী সম্পর্কেও - যারা এই ঘটনার সময় CRPF এর গুলিতে মারা গেছে।
  • aka | 168.26.215.13 | ১০ এপ্রিল ২০১০ ০১:৩৬441947
  • মুশকিল হচ্ছে ফাণ্ডামেন্টাল রাজনীতির দর্শনে। মাওবাদী রাজনীতি তো আণ্ডারগ্রাউন্ডে থেকে গেরিলা শ্রেণী সংগ্রামের মাধ্যমে উন্নততর গণতন্ত্র আনার লড়াইতে বিশ্বাসী।
  • dd | 122.167.6.66 | ১০ এপ্রিল ২০১০ ০১:৩৭441959
  • মিত্তিরদা, স্যার
    বড্ডো মনের কথা লিখসেন। হুবহু।
    যদ্যপি ইহা মাউস বিকলন, অপিচ, এট্টু গুছিয়ে ল্যাখেন্না। বড়ো করে।

    মনে তক্কাতক্কি করে নয়, রাগারাগি তো নট অ্যাটল।

    গুছিয়ে।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন