এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃ:প:বু:ভু:-৮

    Manish
    নাটক | ০৭ এপ্রিল ২০১০ | ৩৩২৩৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pinaki | 131.151.102.250 | ১০ এপ্রিল ২০১০ ০১:৪৩441967
  • আরে না না ডিডিদা, রাগারাগির তো কোনো প্রশ্নই নেই। :-)

    দেখি, পরে সময় পেলে লিখব'খন।
  • aka | 168.26.215.13 | ১০ এপ্রিল ২০১০ ০১:৪৭441968
  • মারতে গেলে মরতে হবেই এইকথাটা যতটা মাওবাদীদের ক্ষেত্রে খাটে ততটা পুলিশদের ক্ষেত্রে খাটে না। পুলিশদের যুদ্ধ করতে যেতে হয়েছে মাওবাদীদের এই সহিংস আন্দোলনের রাজনীতির জন্যই। দুটো এক জায়গায় কখনোই দাঁড়ায় না। যারা বলছেন গ্রীন হান্ট চাই না তাদের কাছে অলটারনেটিভ কি? দিনের পর দিন দেখে যাওয়া জনগণের আদালতে শাস্তি? গ্রীন হান্টের জন্য মাওবাদী রাজনীতিই সবথেকে বড় দায়ী। যারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস রাখেন তাদের সুরক্ষা রাষ্ট্র তো দেবেই। বরং উল্টোদিকে গেরিলা যুদ্ধ করতে নেমে গ্রীন হান্ট বন্ধ রাখার দাবীটা আমার হাস্যকর মনে হয়েছে।
  • Sibu | 70.7.173.39 | ১০ এপ্রিল ২০১০ ০২:৩৬441969
  • মমতা অপারেশন গ্রীন হান্টের সমর্থক না? তাহলে মহাশ্বেতা মমতার সমর্থক আবার অপারেশন গ্রীন হান্টের বিরোধী। এট্টুসখানি গুলিয়ে গেল।
  • a x | 143.111.22.23 | ১০ এপ্রিল ২০১০ ০২:৫৭441970
  • ক্ষী: ক্ষেলো! তাইলে তো কংগ্রেসের রুরাল মিনিস্ট্রী রিপোর্টও মাওবাদীদের মুখপত্র!

    পড়ে নিন -

    Once upon a time “the temples of modern India reduced millions of tribal people to ecological refugees”; now “the minerals seen as the building blocks of modern India” are putting them “at risk of losing their land through acquisition and further disruption of their societies and economies”. No, that’s no dire warning from some rights activist but, significantly, a part of a government report, ‘State Agrarian Relations and Unfinished Task of Land Reforms’, by a 15-member committee of the Union rural development ministry in January 2008. Headed by minister C.P. Joshi himself, it includes the secretary, land resources, four other civil servants (two of whom are retired), three economists and six representatives from the NGO sector. Curiously, the chief author of the report is B.K. Sinha, a retired IAS officer who now heads the National Institute of Rural Development in Hyderabad.
    ...

    Indeed, while the report focuses on the entire country (including a section on the Northeast), the part relating to the tribals and Dalits has special resonance today, as government forces engage in a bloody war with the Maoists in central India. The report is devastatingly frank about the collusion between government and big business, even accusing the two of funding and fuelling the Salwa Judum in Chhattisgarh. “This open, declared war will go down as the biggest land grab ever.... Tata Steel and Essar Steel...wanted seven villages or thereabouts...to mine the richest lode of iron ore available in India. (After) initial resistance from the tribals...the state withdrew its plans. A new approach was necessary.... (It) came about with the Salwa Judum...headed by the Murias, some of them erstwhile (Maoist) cadres. Behind them are traders, contractors and miners.... The first financiers of the Salwa Judum were Tata and Essar...640 villages...were laid bare, burnt to the ground and emptied with the force of the gun and the blessings of the state. (Some) 3,50,000 tribals, half the total population of Dantewada district, are displaced, their womenfolk raped, their daughters killed and their youth maimed. Those who could not escape into the jungle were herded together into refugee camps run and managed by the Salwa Judum...640 villages are empty. Villages sitting on tons of iron ore are effectively de-peopled and available for the highest bidder. The latest information being circulated is that both Essar Steel and Tata Steel are willing to take over the empty landscape and manage the mines.”

    http://www.outlookindia.com/printarticle.aspx?262704

  • PT | 203.110.246.230 | ১০ এপ্রিল ২০১০ ০৯:৫৬441971
  • এইবারে একটু ব্যক্তিগত প্রশ্ন করতেই হয়। মুল্যবান খনিজ পদার্থের লোভে আদিবাসীদের সরিয়ে দেওয়ার জন্য গ্রীন হান্ট ইত্যাদি তত্বের প্রবক্তাদের কাছে জানতে চাইছি যে তাঁদের ব্যক্তিগত গাড়ি বা যে বাড়িতে থাকেন সেটা তৈরি করতে যে লোহা লেগেছে সেই খনিজ পাদার্থগুলো কোথা থেকে এসেছে? নাকি আমার প্রয়োজন মেটার পর থেকেই বিপ্লবের শুরু?

    আরও একটি কথা। আবুল বাশারের বিবৃতির সময়ে ঐ আলোচনাচক্রে বোলান গঙ্গো: আর জয়া মিত্রও (অনুন্নয়নই মাওবাদের জন্ম দেয় তত্বের প্রবক্তাদের অন্যতম) উপস্থিত ছিলেন। তাঁরা কেউই বাশারের বক্তব্য ভুল বলেননি এবং তাঁর প্রশ্নের উত্তরও দিতে পারেননি।
  • PT | 203.110.246.230 | ১০ এপ্রিল ২০১০ ০৯:৫৭441972
  • *পদার্থ
  • PT | 203.110.246.230 | ১০ এপ্রিল ২০১০ ১২:২২441973
  • ''.... এত গাড়ি আসবে কোথা থেকে যদি আমি এক্ষুনি লোহা ও অ্যালুমিনিয়ামের খনি না কিনি....... সেই গাড়ি চড়বে কে?- আমরা যাদের মাইনে বাড়ল...আমরা এই গোটা তালেগোলে হরিবোলের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত।""
    http://www.aajkaal.net/cat.php?hidd_cat_id=6
  • pinaki | 67.43.241.179 | ১০ এপ্রিল ২০১০ ১৩:১২441974
  • PT র কি ধারণা ভারতে খনিজ কম পড়ছে মানুষের প্রয়োজনের তুলনায়? মানে ডিমান্ডের তুলনায় সাপ্লাই কম? সেই জন্যে এই তাড়াহুড়ো?

    আর যাদের উচ্ছেদ করা হবে ঐ খনিজ সম্পদের জন্য তাদের বিকল্প জীবিকার কি ব্যবস্থা সরকার করেছে আপনার কাছে খবর আছে কিছু?

  • PT | 203.110.246.230 | ১০ এপ্রিল ২০১০ ১৩:৩৩441975
  • প্রথম প্রশ্নের উত্তর জানা নেই -- তবে যারা মুনাফা করতে চায় তারা তাদের জীবতকালের মধেই মুনাফা করবে -- কাজেই লোভ বোধহয় মনের চেয়েও দ্রুতগামী।

    দ্বিতীয় প্রশ্নের উত্তরে জানাই যে বর্তমান রাষ্ট্র ব্যবস্থা প্রায় কারো জন্যেই বিকল্প জীবিকার ব্যবস্থা করেনা, যেমন ধরুন বন্ধ চটকলের শ্রমিকদের জন্যেও না বা অসংখ্য আত্মহত্যাকারী চাষীর পরিবারের জন্যেও না। আমরা সবাই সেটা জানি -- সমর্থন না করলেও। তাহলে আমরা হঠাৎ কেন শুধু আদিবাসীদের জন্যে এই রাষ্ট্র ব্যবস্থা র কাছ থেকে বিকল্প জীবিকার ব্যবস্থার আশা করছি?

    আমার দুটো প্রশ্নের উত্তর পাইনি।
    ১) আমার বাড়িতে ব্যবহৃত বা শুভাপ্রসন্নের বারান্দার রেলিং-এ বর্ণমালা শোভিত গ্রীলের লোহা কোথা থেকে এল তা নিয়ে আমরা আদৌ চিন্তিত কিনা? ২) হাওড়া স্টেশনে অসংখ্য হিন্দিভাষী মানুষেরা মোট বওয়ার কাজ করেন। সেখানে আদিবাসীদের দেখিনা কেন?
  • dukhe | 117.194.230.202 | ১০ এপ্রিল ২০১০ ১৯:১৫441977
  • ইন ফ্যাক্ট আই টি সেক্টরেও বিশেষ আদিবাসী দেখি নাই । ক্যান কে কবে ?
  • SB | 219.64.77.58 | ১১ এপ্রিল ২০১০ ১৩:২৮441979
  • ছেলে খুব একরোখা বিপ্লবী কট্টর।
    কার কথা বলছো গো? শ্রী সুমন চট্টোর?
    "চট্টো" না, বেমালুম সেজেছে "কবীর" সে।
    গল্পের গরু চড়ে বৃক্ষের শীর্ষে!
    M.P.LAD-এর টাকা ভাগ-বাঁটোয়ারাতে
    গোলমাল করেছে সে, তাই তাকে তাড়াতে ...
    এতদিনে তার গায়ে মাওবাদী গন্ধ
    খুঁজে পেল ক্যাপ্টেন শ্রী সুদীপ বন্দ্যো!

    আসলে যে কি ঘটেছে পারছে না বলতে।
    "স্বজন"এর ঝাঁকে শিবরাত্রির সলতে,
    শ্রী সুমন খেটেখুটে বানালেন জমিটি।
    অন্যে বাগিয়ে নিল যত রেল কমিটি!
    মা মাটি ও মানুষের বিন্দাস ভাষ্য ...
    মেয়াদী লাভের লোভে করেছিল দাস্য।

    আহা, ইদানিং ব্যথা পেয়েছে সে কত না!
    নিকারাগুয়ায় গেলে এরকম হতনা।
    ভাগটা নিখুঁত চাই, প্রতি পাই পয়সার।
    ঐ তৃণমূলে আর নয় জল ... নয় সার!

    মা মাটি মানুষ ফাঁকি ... রোজগারই মোক্ষ ...
    দিদিই প্রমান তার অতি প্রত্যক্ষ।
    সকলেই জানে তিনি খুশি নন অল্পে ...
    কোটি টাকা লেনদেন ... প্রতিটি প্রকল্পে ...

    পার্থরা দরজার খুলে দিয়ে পাল্লা,
    দু'হাতে মারছে ঢিল, তবু ইনসাল্লা,
    চামচারা যত তাকে দশ নখে খামচায়
    কবীর সুমন আজ দাস্যের দাম চায়!

    এমপি খেতাব গেছে কোনওমতে ছোঁয়া রে।
    শুয়োরটি থেকে যাবে শুয়োরেরই খোঁয়াড়ে!

    Anamika
  • SB | 219.64.77.58 | ১১ এপ্রিল ২০১০ ১৩:৪৮441980
  • ছড়াটির নাম - বিন্দাস ভাষ্য

    ছড়াকার - অনামিকা মিত্র
  • SB | 114.31.249.105 | ১৩ এপ্রিল ২০১০ ১৫:০১441981
  • কল্লোলদা, যেহেতু আপনি গণশক্তি পড়েন না, তাই এই লেখাটা পড়ার অনুরোধ জানালাম।

    পশ্চিমবঙ্গ মহিলা সমিতির রিপোর্ট, বাঁকুড়া জেলা থেকে। তৃণমূলী পরিবর্তন আসলে কী, পাত্রসায়েরের অভিঞ্জতা।

    http://bangla.ganashakti.co.in/shownews.php?w=1270&h=606&year=2010&month=4&date=13&page=4&dpn=236906

    আপনার সাথে কথা বলে মনে হয় এইসব আপনার কাম্য নয়। কী ভাবছেন, জানাবেন।
  • SB | 115.117.197.173 | ১৪ এপ্রিল ২০১০ ১০:১১441983
  • প্রাক্তন নকু পূর্ণেন্দু বসুর লেখা: http://www.allindiatrinamulcongress.org/jagobangla.php?date=2010-04-09&page=5 জাগো বাংলা, অসম্ভব এন্টারটেইনিং ওনর এই মরিয়া চেষ্টার জন্যে

    ইনি দিদির কাছ থেকে উত্তরপাড়াতে একটা ফ্ল্যাট পেয়েছেন, তারপরই দল থেকে বহিষ্কৃত হন, এখন বোধয় তিণোমূলের সদস্যপদ ও পেয়ে গেছেন :)
  • Manish | 117.241.229.124 | ১৪ এপ্রিল ২০১০ ১১:০৬441984
  • জাগো বাংলা লেখা লাল কালিতে?? ষ্টেশনের রং পরিবর্ত্তন হচ্ছে লালের থেকে সবুজে আর মুখপাত্র এখনও লালে।
  • abcd | 121.241.218.132 | ১৪ এপ্রিল ২০১০ ১৪:২৬441985
  • PT র দেওয়া লিংক টা নিয়ে মাওয়িস্ট সিম্প্যাথাইসার 'মানবতাবাদীরা' চুপ কেন?
  • Manish | 117.241.229.124 | ১৪ এপ্রিল ২০১০ ১৬:৪৫441989
  • ক:সু: উপর নচির কবিতার লিঙ্কটা কেউ দিতে পারবেন। ওটা মিস করে গেছি।
  • bb | 117.195.173.152 | ১৪ এপ্রিল ২০১০ ১৬:৫০441990
  • @PT আপনার কি কোন ঢাকুরিয়া আর uppsala Univ এর সংযোগ আছে? ব্যক্তিগত কৌতুহল থেকে প্রশ্ন করলাম, ইচ্ছে না হলে উত্তর দেবেন না।
  • Manish | 117.241.229.124 | ১৪ এপ্রিল ২০১০ ১৮:৫৫441992
  • SB:ধন্যবাদ
  • PT | 203.110.246.230 | ১৪ এপ্রিল ২০১০ ২২:০৬441993
  • @bb মজা পেলাম আপনার প্রশ্নে। জানতে পারি কি কেন জানতে চাইছেন? কি করেই বা পৃথিবীর দুই প্রান্তের দুটি জায়গার সঙ্গে আমাকে সংযুক্ত করার কথা ভাবলেন?
  • bb | 117.195.180.151 | ১৪ এপ্রিল ২০১০ ২২:৩১441994
  • @PT আমি একজনকে চিনি যার সঙ্গে আপনার মিল পাই এবং তিনি ঐ দুইটি জায়গা দিয়ে চিহ্নিত :)
  • PT | 203.110.246.230 | ১৪ এপ্রিল ২০১০ ২৩:০৮441995
  • @bb
    অনুমান করতে পারি যে আপনি নিশ্চয়ই সেই ঢাকুরিয়া আর উপসালা নিবাসী মানুষটি সম্বন্ধে আরও অনেক কিছু জানেন। আপনি একটু কষ্ট করে তাঁর e.mail-এ একটা মেল পাঠান। সেই মেল যদি আমার কাছে পৌঁছয় তাহলে অতি অবশ্যই উত্তর পাবেন।
  • kallol | 115.184.87.226 | ১৫ এপ্রিল ২০১০ ০৯:১৪441996
  • এসবি - তৃণমূলের এই আচরন আর নতুন কি। তবে কি, আর বছর তিনেক আগে একদম এই রিপোর্টটাই তৃণমূলের জায়গায় সিপিএম, আর সিপিএমএর জায়গায় তৃণমূল/কংগ্রেস - এরকম খবর হিসাবে ছাপা হয়েছে, নানান মিডিয়ায়। দায়টা নিতে হবে প্রধান সরকারী ও বিরোধী দলগুলোকেই।
    আমি জানি না তুমি আমায় এই খবরটা দিয়ে কি বোঝাতে চাইছো। তৃণমূল নিয়ে আমার কোন মোহ ছিলো না নেইও। যেমন মাওবাদীদের নিয়েও নেই।
    তুমি বৃহৎ বামের কথা বলেছো। আমি নিশ্চিত নই। আজকের ভারতবর্ষে এমন কোন বাম দল নেই যে বা যারা সাথে এলে সিপিএমএর দাদাগিরিকে লাগাম পড়াতে পাড়বে। সেটা না হলে সিপিএম আজকের সিপিএম-এ থেকে গেলে কোন লাভই হবে না। আমি তো এখনও আশা রাখি। সিপিএমকে আর তৃণমূলকে বাদ দিয়ে অন্য বামদল আর কংগ্রেস মিলে জোট হতেই পারে। সেটা অনেক বেশী কাম্য - এই দুই প্রধান দলের দম্ভ ও ঔদ্ধত্যের বিপরীতে।
    মাওবাদীরা যে মানবাধিকারের ধার ধারে না সেটা বহুবার প্রমানিত। সে ভাবে দেখলে কমিউনিষ্ট দর্শনই মানবতাবাদের বিরোধীতার ওপর দাঁড়িয়ে। শ্রেণীশত্রুকে , শ্রেণীঘৃণায় প্রাণীত হয়ে সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে, সমূলে উচ্ছেদ করাটাই যে দর্শনের উদ্দেশ্য, তাদের কাছে মানবাধিকার, একটা বুর্জোয়া চিন্তা, একটা গালাগালি মাত্র।
    কিন্তু অপরাধীর অপরাধ, তার/তাদের বিরুদ্ধে ঐ একই অপরাধ সংগঠিত করাকে মান্যতা/বৈধতা দেয় না।

  • PT | 203.110.246.230 | ১৫ এপ্রিল ২০১০ ১১:১৮441997
  • যারা ""মানবাধিকার তত্বের ভিত্তি""-তে অকম্যুনিষ্ট বা কম্যুনিষ্ট-বিরোধী রাজনৈতিক দর্শনে বিশ্বাস রেখে দেশ চালাচ্ছে তারা বোধহয় সারা বিশ্বজুড়ে কম্যুনিষ্টদের থেকে অনেক বেশী নরসংহার করেছে। বৃটেন, জার্মানী, ফ্রান্স, আমেরিকা কেউ বাদ নেই। আর আমাদের ঘরের গান্ধীবাদী দলটি? সারা ভারতে তাদের রাজনৈতিক হত্যার তালিকাটিও নিতান্ত ছোট নয়। এইসব প্রেক্ষাপট বাদ দিয়ে আলোচনা করলে অবশ্যই কম্যুনিষ্টদের গাল দিতে সুবিধে হয়।
  • kallol | 115.184.71.69 | ১৫ এপ্রিল ২০১০ ১১:২২441999
  • http://www.anandabazar.com/15raj3.htm
    এই যে মাওবাদীদের মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকারবোধের আর একটি নমুনা।
    এটা অবশ্য কমিউনিষ্টদের কাছে স্বাভাবিক আচরন। কমিউনিষ্ট পার্টি পরিচালিত সমাজতান্ত্রিক দেশে একটাই পার্টি থাকেবে, সেটাই মার্কস-লেনিন-স্তালিন-মাও ঠাকুরের ফতোয়া। কজেই মাওবাদী এলাকায় কেউ অন্য পার্টি করলেই সে শ্রেণীশত্রু।
    আর এর উল্টোটা হলো, মাওবাদী সন্দেহে যাকে তাকে ধরাদ্ধর দানা খাইয়ে দাও।
    দুটো-ই নিন্দনীয়। সমান নিন্দনীয়।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন