এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃ:প:বু:ভু:-৮

    Manish
    নাটক | ০৭ এপ্রিল ২০১০ | ৩২৭৬৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | 143.111.22.23 | ২১ এপ্রিল ২০১০ ২২:২২441528
  • রঞ্জনদা,

    এটা প্রণব বর্ধন ও দিলীপ মুখার্জির একটা রিসেন্ট পেপার, এখানে অপরেশন বর্গার পেছনে লেফট ফ্রন্টের মোটিভেশন কি ছিল - অর্থাৎ আইডিওলজিকাল, না ভোট ব্যাংক, না অন্য কিছু তা নিয়ে বিস্তারিত আলোচনা আছে। ভেলি ইন্টেরেস্টিং :-)

    http://people.bu.edu/dilipm/publications/wbpelrefaerrevfinalsubrev.pdf
  • nyara | 122.172.160.30 | ২১ এপ্রিল ২০১০ ২২:৩৩441529
  • 'জপেনদা জপেন যা' অত্যন্ত ঝাঁটের লেখা।

    শ্রেণী, পলিসি, ঔদ্ধত্য, বিপ্লব, প্রতিবিপ্লবের বাতেলায় চতুর্দিক অন্ধকার। বেসিক গভর্নেন্স আর অ্যাডমিনিস্ট্রেশন দিতে পারে এরকম কোন পার্টি থাকলে বলবেন।
  • PT | 203.110.246.230 | ২২ এপ্রিল ২০১০ ০০:০৬441530
  • আচ্ছা ব্যাপারটা যদি এতই সহজ হত যে (১) রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষ কোন পার্থক্য নেই তাহলে কংগ্রেস কেন সারা দেশে ভূমিসংস্কার করে ফেলল না আর (২) ভুমিসংস্কার করেই যদি ব্যাপক জনপ্রিয়তা পেয়ে ভোটে জেতা যায় (বা ভোটে জেতার জন্যেই ভূমিসংস্কার করা) তাহলে কংগ্রেস (মমতা সহ) পশ্চিমবঙ্গে কেন অপারেশন বর্গার বিরোধীতা করেছিল?
  • pinaki | 98.172.60.23 | ২২ এপ্রিল ২০১০ ০৫:৩৭441531
  • পাট্টা পাওয়া খেতমজুরের জমি কেউ বেআইনিভাবে গায়ের জোরে বা পার্টির জোরে সাময়িকভাবে জবরদখল করলেই সেটা জমিদার জোতদারের পুনরুত্থান হয়ে যায় না। তাহলে প্রোমোটারদেরও জোতদার বলতে হবে এরপর থেকে। জমিদার জোতদার একটা সিস্টেমকে ইন্ডিকেট করে। সেটা হল ফিউডালিজম। পুঁজিবাদের বিকাশটা ডিসটর্টেড হতে পারে, কিন্তু এই অবস্থা থেকে সামন্ত ব্যবস্থায় সমাজকে যতি যেতে হয়, তাহলে হিস্টরিক্যাল মেটিরিয়ালিজমের উল্টো দিকেই যেতে হবে। যেটা আর সম্ভব নয়। তৃণমূল ভয়ংকর খারাপ দল হলেও সম্ভব নয়।
  • kallol | 115.242.132.145 | ২২ এপ্রিল ২০১০ ০৯:০০441532
  • এসবি - কিভাবে মিসকোট করলাম?

    তুমি লিখেছো - ""তাছাড়াও শ্রেণীদৃষ্টিভঙ্গী কমিউনিষ্ট পার্টিগুলোর সবসময় ঠিক আছে এরকম দাবী বোধহয় আমি করিওনি, তবে অবশ্যই তৃণমূলের সাথে তুলনা করলে বলব ১০০ গুণ ভলো।""

    তুলনা করেছো তৃণমূলের সাথে কমিউনিষ্ট পার্টিগুলোর। কি বিষয়ে ? শ্রেণীদৃষ্টিভঙ্গী বিষয়ে। তোমার সিদ্ধান্ত বা মত কমিউনিষ্ট পার্টিগুলো সে বাবদে তৃণমূলের চেয়ে ১০০ গুণ ভালো।

    আমি সিপিএমএর নাম করেছি। তুমি কোথাও তা করনি।
    তা, তৃণমূলের সাথে নিশ্চই CPSU বা CPC বা CPGBর শ্রেণীদৃষ্টিভঙ্গীর তুলনা করনি। তুলনা করেছো ভারতের কমিউনিষ্ট পার্টি গুলোরই। তার মুখ্য তো সিপিএমই।

    কিভাবে মিসকোট করলাম ভাই!
  • kallol | 115.242.132.145 | ২২ এপ্রিল ২০১০ ০৯:১৪441533
  • অপারেশন বর্গা একটা আইনের ভিত্তিতে হয়েছে। খুব গোদা ভাবে দেখলে - যারা বর্গাদার হিসাবে নাম নথিভুক্ত করিয়েছেন তাদের কিছু অধিকার দেওয়া হয়েছে - সোজাসুজি নয়, ঘুরিয়ে। জমির মালিক থেকেই যাচ্ছেন, কিন্তু তিনি জমি থেকে বর্গাদারকে ইচ্ছেমত উচ্ছেদ করতে পরবেন না।
    একসময়ে কলকাতায় ""ভাড়াটিয়া"" আইনও এরকম ছিলো। ভাড়াটে তুলতে গেলে বাড়িওয়ালার নাভিশ্বাস উঠে যেতো। ভালো কথা ঐ আইনটা কারা (কোন সরকার) চালু করেছিলো? কেউ জানে কি?
    পরে তা সংশোধন হয় (বামফ্রন্টের আমলে)। যিনি ভাড়া নিয়েছেন তিনি মারা গেলে পর তার স্ত্রী থাকতে পারবেন। কিন্তু সেই স্ত্রীও মারা গেলে, বাড়িওয়ালা আইনত ভাড়াটেদের (যিনি ভাড়া নিয়েছিলেন, তার ছেলে-মেয়েদের) উঠে যেতে বলতে পারেন।
    তৃণমূল এলে এরকম সংশোধন হতেই পারে। যে যুক্তিতে ভাড়াটিয়া আইনের সংশোধন হয়েছে, সেই একই যুক্তিতে।

    তবে আমার বারবার মনে হচ্ছে সিপিএম আর তৃণমূল কে বাইরে রেখে একটা জোট হলে কৌতুহলদ্দীপক হয়।

  • PT | 203.110.246.230 | ২২ এপ্রিল ২০১০ ১২:২৪441534
  • প্রচুর ফ্ল্যাট তৈরি হওয়ার জন্য বাসস্থানের সমস্যা ৬০ বা ৭০-এর দশকের থেকে এখন অনেক কম। জমির ক্ষেত্রে ঘটনাটা ঠিক উল্টো। জনসংখ্যা বাড়ার জন্য মাথাপিছু জমির পরিমাণ ৬০ বা ৭০-এর দশকের থেকে অনেক কম। কাজেই দুটো ঘটনা তুলনীয় নয় এবং সেই কারণেই এই দুই বিষয় সংক্রান্ত আইনও ভিন্ন হতে বাধ্য।
  • Arijit | 61.95.144.122 | ২২ এপ্রিল ২০১০ ১২:৩০441535
  • মোটামুটি সবাই দেখি "ওয়ান সাইজ ফিট্‌স অল'-এ বিশ্বাসী। ল্যারি এলিসনের আর দোষ কি;-)
  • SB | 114.31.249.105 | ২২ এপ্রিল ২০১০ ১৪:০০441536
  • কল্লোলদা, মিসকোট বলতে মিসইন্টার্প্রেট বলতে চেয়েছিলাম, দু:খিত।

    কিন্তু তাও উত্তরটা দেননি, আসলে বুঝতে চাইছি, তর্ক করাটা উদ্দেশ্যই নয়, জানতে চাইছি। আরেকটা কথা, আমি যখন বৃহত্তর বাম ঐক্যের কথা বলেছিলাম, তখন আপনি বাকি বামদের উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু এখন ভাবছেন তৃণমূল আর সিপিএম কে বাইরে রেখে জোটের কথা, আপনার কি মনে হয় এটা হওয়া সত্যই সম্ভব?

    হলে তার অ্যাজেন্ডা কী হবে?

    অর্পণ, তোমার একই যুক্তিতে বলা যায় বাকি দলগুলো, এমনকি কংগ্রেসও কি বোকা, সব যায়গাতেই কেন ভূমিসংস্কার করে ফেলছেনা তারা। তোমার কী মনে হয় কেন করছে না?

    আর তাছারাও এই আইনটা তো তাদেরই তৈরী করা, এটা বামফ্রন্ট সরকার একটু অ্যামেন্ড করেছিল, আর ইমপ্লিমেন্ট করেছিল, এমনকিছু র‌্যাডিকাল কাজ করেনি। কি মনে হয় তোমার তারা নিজেদের তৈরী করা আইনে নিজেরাই কেন ইমপ্লিমেন্ট করছে না?

    পিনাকি, তাহলে যা হচ্ছে তাকে পুনরুত্থান না বলে কী নামে অবিহিত করা উচিত? সোভিয়েত রাশিয়া ভেঙ্গে যাওয়ার পরে পুঁজিপতি সামন্তপ্রভুরা আবার, একেও কি পুনরুত্থান বলা যাবে না? তাহলে কী বলা উচিত হবে?
  • SB | 114.31.249.105 | ২২ এপ্রিল ২০১০ ১৪:০২441538
  • *পুঁজিপতি সামন্তপ্রভুরা আবার ক্ষমতায় (back to power)
  • Arpan | 204.138.240.254 | ২২ এপ্রিল ২০১০ ১৪:৫৮441539
  • এ: শৈবাল শেষে আমার মত কাঁচা ছাত্রের পরীক্ষা নিচ্ছেন? :-(

    কেন করছে না বলা তো খুব সোজা। যেহেতু সেই দলটির পরিচালক যারা তারা বৃহৎ শিল্পগোষ্ঠী অথবা সমৃদ্ধ কৃষকবর্গ ছাড়া অন্য কারো প্রতিনিধিত্ব করে না। ঐসব রাজ্যের প্রধান বিরোধী কোন দলও করে না। না হলে কংগ্রেসের উপর ভূমি সংস্কার করার চাপ থাকত।

    প: বঙ্গে যেহেতু ভূমিসংস্কার হয়েছে সেইহেতু একটা স্তর অব্দি অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের বিকেন্দ্রীকরণ হয়ে গেছে। সেই প্রেক্ষাপটে অন্য রাজ্যের সঙ্গে, যেখানে আদৌ ভূমি সংস্কার হয়নি, তুলনা করা ব্যথা আছে। দ্বিতীয়ত, সেই ক্ষমতার হাতবদল একবার হয়ে গেলে তাকে পুরোপুরি উল্টোপথে চালিত করা সম্ভব নয়। হলেও সেই পথ হবে "রক্তাক্ত' (বিমানবাবুর কাছ থেকে ধার নিলাম :-))। তৃতীয়ত, মমতা কংগ্রেস থেকে বেরিয়ে এলেও এইটুকু তিনি বোঝেন যে প:বঙ্গের এই কাঠামোর মধ্যে থেকেই তাঁকে খেলতে হবে। বেশ কয়েকবার সেমি-ফাইনাল ফাইনালে গোহারান হেরে তাঁর বোধগম্যি হয়েছে শহরাঞ্চলভিত্তিক প্রতিষ্ঠান হয়ে থাকলে (মূল কংগ্রেসের মত) শেষপর্যন্ত তাঁকে আঙ্গুল চুষেই যেতে হবে। অর্থাৎ তার দায় থেকেই তাঁকে প্রোজেক্ট করে যেতে হবে বামফ্রন্টের উন্নততর ভার্সন বামফ্রন্ট নয়, তিনিই।

    আরেকটা কথা আমার মনে হয়েছে, পিনাকী যেটা অলরেডি বলেছে, যাকে সামন্তশ্রেণীর প্রতিনিধিত্ব বলছ, সে তো ওই ফর্ম্যাটে ফিরবে না। জোতদার নয়, ফিরবে প্রোমোটারের বেশে। জমি মাফিয়ার বেশে। বাজারের ধর্ম মেনেই। এখন প্রোমোটারদের স্বার্থ দেখার দায় খারাপ শ্রেণীদৃষ্টিভঙ্গীওলা দুষ্টু বিরোধী দলেরই একা, শাসক দল সেই ব্যপারে ধোয়া তুলসীপাতা, তা শুনেও ঘুড়াতেও বোধহয় হাসতে ক্লান্তিবোধ করবে।

    ব্যস, আর কিছু সিলেবাসে ছিল না। :)
  • SB | 114.31.249.105 | ২২ এপ্রিল ২০১০ ১৫:১১441540
  • তৃণমূল কার / কাদের প্রতিনিধিত্ব করে?

    কংগ্রেসের থেকেই তো ভেঙ্গে বেরিয়ে তৃণমূল তৈরী হয়েছে।
  • Arpan | 204.138.240.254 | ২২ এপ্রিল ২০১০ ১৫:৩০441541
  • কী মুশকিল, আমি তৃণমূলের প্রতিনিধি নাকি? :-)

    তবু যেহেতু জিগাইলা, পার্টিকœÑ£ ছাড়া আর কারো প্রতিনিধিত্ব করে না। ;-)
  • kallol | 124.124.93.202 | ২২ এপ্রিল ২০১০ ১৭:৪৯441542
  • এসবি - বৃহত্তর বামজোট ব্যাপারটা সার ভারতের প্রেক্ষিতে এসেছিলো। ঐ প্রেক্ষিতে অন্য বাম সবকটাই ফুস। সিপিএমও এমন তালেবর নয়। তবু ঐ সিপিএমই যা।
    প:ব:র প্রেক্ষিতে তা নয়। তাই ওটা চাইছি।
    তোমার আপত্তি কংগ্রেস নিয়ে। কারন শ্রেণীদৃষ্টিভঙ্গী থেকে তা করা যায় না, বলে তোমার মনে হয়।
    সর্বভারতীয় খেলায় কংগ্রেস-বিজেপির বিরুদ্ধে যদি মায়াবতী, জয়ললিতা/করুনানিধি, লালু, মুলায়ম, চন্দ্রবাবু নিয়ে জোট হতে পারে, তবে প:ব:তে সিপিএম-তৃণমূলের বিরুদ্ধে অন্যদের জোটে ক্ষতি কি?
    তাছাড়া আমি তো মার্কসবাদী নই। আমার শ্রেণীদৃষ্টিভঙ্গী নাই।
  • aka | 168.26.215.13 | ২২ এপ্রিল ২০১০ ১৮:৩৪441543
  • এইবারে বুঝেছি। সমস্ত কিছুরই উৎস ক্লাস স্ট্রাগল - রাস্তায় হর্ণ বাজানো থেকে চুরি অবধি। এইটা হল শ্রেণী দৃষ্টিভঙ্গী। এতো আইদার অর। মানে ক্লাস স্ট্রাগলে বিশ্বাসী অথবা নয়। ১-১০০ র মাপে সিপিএম ৭৪ কিন্তু তৃণমূল ৩৩ এ বোধহয় এতে করা যায় না। (ডি: ঠিক বুঝলাম কিনা তাও জানি না)
  • PT | 203.110.247.221 | ২২ এপ্রিল ২০১০ ১৮:৫০441544
  • আচ্ছা, শ্রেণীদৃষ্টিভঙ্গী থাকতে গেলে কি মার্ক্সবাদী হতেই হয়? অর্থাৎ যে অ-শিক্ষিত মানুষটি দাস কাপিটাল পড়েনি তার কি কোন শ্রেণীদৃষ্টিভঙ্গী নেই?
  • Abhyu | 128.192.7.51 | ২২ এপ্রিল ২০১০ ২০:৫১441545
  • এই যেমন আমি। দাস বা মালিক কোনো ক্যাপিটালই পড়ি নি।
  • SB | 115.117.205.226 | ২৩ এপ্রিল ২০১০ ১০:৩৫441546
  • লাল-সবুজ ~ বিমোচন
    অনেক গবেষনার পর
    প্রকৃতিবিজ্ঞানীরা এখন বলছেন যে
    পশ্চিমবঙ্গে
    আগামী বছরেই গোলাপের রং
    আর লাল নাও থাকতে পারে ,
    গোলাপের রং,
    হয়ে যেতে পারে সবুজ।

    তবে সেইসঙ্গে তারা এই
    আশংকাও প্রকাশ করেছেন যে
    ঘাসের রং,
    লাল হয়ে যেতে পারে।

  • pinaki | 67.43.241.179 | ২৩ এপ্রিল ২০১০ ১১:০৮441547
  • রাশিয়ায় সামন্তপ্রভুরা ক্ষমতায়!!!!!!!

    আমি যেটা বলতে চাইছি সেটা অর্পণ পারফেক্টলি বলেছে। আজকের দিনে কেউ যদি বড় জমি দখল করেও রাখে নন্দীগ্রামের দিকে, সেটা দিয়ে সামন্তপ্রথায় ফিরে গিয়ে দারুণ কিছুই লাভ করতে পারবে না। অন্তত: পশ্চিমবঙ্গে। আর বর্গা আইন ইত্যাদিকে পুরো উল্টিয়ে দেওয়া কোনো রাজনৈতিক দলের পক্ষেই আজ সম্ভব নয়। কারণ সেটা তখনই হতে পারে - যদি সারা দেশে বা অন্তত: রাজ্যে সামন্ত প্রথায় উৎপাদন একটা লাভজনক অল্টার্নেটিভ হিসেবে ক্ষমতাশালী শ্রেণীর কাছে হাজির থাকে। কিন্তু সারা দেশেই দেখা যাচ্ছে ল্যন্ডলর্ডদের ভূমিকা ক্রমশ: কমছে। বিশেষত: পলিসি মেকিং এ। ইন ফ্যাক্ট, এই শৈবালদাই যখন মাওবাদীদের গাল দেবে তখন এই বলেই গাল দেবে - যে এরা কৃষিতে পুঁজিবাদের বিকাশের অভিমুখকে ভুল বিশ্লেষণ করছে। অর্থাৎ সারা দেশে যেটা ট্রেন্ড নয়, সেখানে তার একেবারে উল্টোদিকে গিয়ে পশ্চিমবঙ্গে কেন হঠাৎ সামন্ততন্ত্র রিভাইভ করতে যাবে, বিশেষত: ভূমিসংস্কারের এত দিন পরে - তার কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা আমার কাছে নেই। কেউ জোর করে জমি দখল করে রাখলে তাকে জমি মাফিয়া বল, ঠিক অছে। জোতদার, জমিদার - এসব বলতে লাগলে সেটা কি একটা কনফিউশন ক্রিয়েট করবে না?
  • Blank | 170.153.65.102 | ২৩ এপ্রিল ২০১০ ১২:৩৯441549
  • 'জমিদার এবং জোতদার' লিখে দুটো কে একই ব্র্যাকেটে ফেলে দেওয়াটা সরলীকরন ছারা কিছুই না। জোতদার ব্যপারটা একেবারেই বিলুপ্ত ক্যাটেগরী তে পরে না, আর সারা ভারতের প্রেক্ষিতে বিলুপ্ত ক্যাটেগরী তে পরারও তেমন কোনো আশা নেই।
  • Rajdeep | 202.79.203.59 | ২৩ এপ্রিল ২০১০ ১৩:২০441550
  • জোতদার এবং তেনাদের প্রভাব এবং নতুন করে গজিয়ে ওঠা আধিপত্য জানতে চান ?

    এক কাজ করেন একটু দ চ প বা পু মেদিনীপুর বা হুগলীর বেশ কিছু এলাকায় যান এবং স্বচক্ষে দেখে আসুন কি অবস্থা - চাইলে নাম-ধাম দিয়েও সাহায্য করতে পারি ,ও হ্যাঁ যদি ইন্টারেষ্ট থাকে তবেই ..... আর ১১র পর সব ভাল হয়ে যাবে এই আফিমে যদি বুঁদ হয়ে থাকেন তাহলে মাপ করবেন

    NB - আমার নিজের গ্রামের বাড়ীর কাছে একটি তৃনমুলী পঞ্চায়েত এলাকায় বর্গাদারদের চাষ করতে দেওয়া হচ্ছে না গত একবছর ধরে , তবে হ্যাঁ দোষ যে শুধু তৃনমুলী হুমকির তা নয় এই ভীরু-গয়ংগচ্ছ প্রশাসনেরও যারা ঐ বর্গাদারদের চাষের অধিকার প্রতিষ্ঠা করতে পারছে না
  • Arijit | 121.242.15.238 | ২৩ এপ্রিল ২০১০ ১৩:২৮441551
  • প্রশাসনের ইন্যাক্টিভিটিটা হঠাৎ করে বেশি চোখে পড়ছে। শুধু চোখে পড়ছে নাকি ইন্যাক্টিভিটি বেড়ে গেছে জানি না। এটাও কোনো ইন্ডিকেশন কিনা কে জানে।
  • SB | 114.31.249.105 | ২৩ এপ্রিল ২০১০ ১৫:০৩441552
  • স্বাভাবিক, আজকের প্রশাসন মানে তো ভবিষ্যতের পকাবু ;-)
  • ranjan roy | 122.168.248.221 | ২৩ এপ্রিল ২০১০ ২৩:৪৬441553
  • SB এবং Du,
    আরে আপনিটা লেখার ফ্লোতে এসে গেছে। রাগ-টাগ করিনি, খতিয়ে দেখতে চাইছি।
    এখানে ৪৪ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে রোজ সক্কাল সাতটায় বাড়ি থেকে বেরিয়ে ট্রেন ধরে ৯টায় অফিসে পৌঁছে যাই। সন্ধ্যে সাতটায় ট্রেন ধরে ৯টা নাগাদ ঘরে ঢুকি। তখন খালি ঘুম পায়। আবার নতুন কোর ব্যাংকিং এর ফলে হালে পানি পাচ্ছিনে। টিসি এস এর টিম খুব বাজে। করাপ্ট কল ওভার ফাইল্‌স খুলতে পারছি না। দশদিনেও ঠিক করে দিল না। মুম্বাই- রায়পুর সব তোপচাঁদের মত কথা বলে। কোথায় একটু ছুটি নিয়ে দিল্লি-কোলকাতা করবো ভাবছিলাম, তা না, রিটয়ারের আগে যত উটকো ঝামেলা, চার্জশীট না খাই!
    সরি অর্পণ! তুমি যদি টি সি এস এর হও তাহলে ইগনোর কর। প্রোগ্রামটা খুব ইউজার ফ্রেন্ডলি নয়। আজকাল রাত দশটা-এগারটায় বাড়ি ফিরছি।
    এসবি,
    তোমাদের বক্তব্যের বেসিক প্রেমিস হচ্ছে সিপিএম শ্রেণী দৃষ্টিভঙ্গীর প্রশ্নে পুঁজির বিরুদ্ধে শ্রমের পক্ষে দাঁড়িয়ে।
    আমার মনে হচ্ছে তা নয়। সিপিএম শ্রেণী দৃষ্টিভঙ্গীর প্রশ্নে সোশ্যাল ডেমোক্র্যাট হয়ে গেছে। তোমার যেন তেন ভাবে পুঁজিবন্দনা প্রায় সেইরকম শোনাচ্ছে। আর রাষ্ট্রীয় পুঁজি, মুৎসুদ্দি পুঁজি, বিদেশি পুঁজি এদের নিয়ে কমিউনিষ্টরা জাতবিচার করবে না?
    এ যেন উৎপল দত্তের বিখ্যাত ""ভক্তপ্রসাদের"" ভূমিকায় ডায়লগ-- ""আহা! মেয়েদের কি আর জাতবিচার করতে আছে""!
    সিপিএম এর শ্রেণীদৃষ্টিভঙ্গী নিয়ে আমার মনে হয়-- সেই যে সন্ন্যাসী বনে গিয়ে তপস্যা করতে গিয়ে ইঁদুরের ঠেলায় বেড়াল পুষে গরু পুষে তপস্যার টাইম পেলেন না! তেমনি। ৬৭ অবদি বলা হত -- এই ব্যবস্থায় জনগণের অবস্থার কোন মৌলিক পরিবর্তন আনা সম্ভব নয়। আমরা সরকার গড়েছি শুধু জনগণের চেতনা বাড়াতে, রাষ্ট্রযন্ত্রের দমন কম করতে।
    আস্তে আস্তে মনে হল সরকারে থাকলে যদি জনগণকে একটু রিলিফ দেয়া যায়? ক্ষতি কী?
    তারপর দাঁড়াল সরকারে থাকতে হলে ব্যাপক ফ্রন্ট করতে হবে,--- ব্যাপক শ্রেণীর নয়, ব্যাপক পার্টিগুলোর। তাই আজ জয়ললিতা, কাল করুণানিধি, পরশু মুসলিম লীগ, তরশু চন্দ্রবাউ, লালুপ্রসাদ, শেষমেষ মায়াবতী। এই দলগুলো কোন শ্রেণীকে রিপ্রেজেন্ট করে কমরেড? শেষে দাঁড়াল বাইরে থেকে কংগ্রেসের সরকারকে সমর্থন।
    কোন শ্রেণীদৃষ্টিভঙ্গী থেকে?
    ধীরে ধীরে হাল হয়েছে সেই সন্ন্যাসীর মত। ক্ষমতায় থাকাটা বড় কথা। শ্রেণী দৃষ্টিভঙ্গী নয়। সমস্ত নাম-কে -ওয়াস্তে আন্দোলনের কেন্দ্রীয় এজেন্ডা হল ক্ষমতায় টিঁকে থাকা।
    যদি সত্যিই শ্রেণীদৃষ্টিভঙ্গী থাকে তাহলে এরি ব্যবস্থায় কমিউনিস্ট পার্টি ক্ষমতায় থাকলো বা না থাকলো তাতে কি যায় আসে?

    শ্রেণী দৃষ্টিভঙ্গী থেকে কেন্দ্রীয় সরকারের শ্রমবিরোধী নীতির বিরুদ্ধে জন বা গণ বা শ্রেণী আন্দোলন কোথায়? গত বছরে কটা হয়েছে? বলুন তো কমরেড?
    মায়াবতীর বহুজন আর সিপিএম এর মধ্যে বেশ মিল আছে।
    ১৯৮৫ নাগাদ কাঁসিরাম আমাদের জাজগীর সংসদীয় কেন্দ্র থেকে দাঁড়ালেন।
    শ্লোগান-- ব্রাহ্মণ-ঠাকুর-বানিয়া ছোড়,
    বাকি সবই ডি এস ফোর।
    মনে দলিত-শোষিত- নিপীড়িত। বল্লেন-আমরাই বহুজন। আগামী দিন আমাদের। ঐ তিন বর্গকে সরিয়ে বহুজনের রাজত্ব আসবে। বল্লেন-- মনুবাদী দলগুলোর সঙ্গে কোন আপস নয়। এরাই আমাদের এতদিন দমিত করে রেখেছে।
    তারপর মায়াবতী ক্ষমতার স্বাদ পেলেন। ক্ষমতা ধরে রাখতে সবচেয়ে বেশি মনুবাদী বিজেপির সঙ্গে ভাগাভাগির সরকার গড়লেন-- দু-সুবার।
    এখন ক্ষমতাকে চিরস্থায়ী বন্দোবস্ত করতে সুর পাল্টে বলছেন বহুজন মানে ব্রাহ্মণ শুদ্ধু সবাইকে নিয়ে চলা, তবেই সমাজের উন্নতি!:))
    তাই শ্রমিক শ্রেণীর পার্টি সিপিএম আজ কোলকাতার বিজলী গোয়েন্‌কার থেকে নেয়। হলদিয়ার কথা নাই বল্লাম।
    আর হাওড়ায় অ্যামিজমেন্ট পার্ক বানাতে ইন্দোনেশিয়ার সালিম! কোন শ্রেণীর কাজে লাগবে? সিপিএম এর পার্টি অফিসের অ্যাম্বিয়েন্স আদৌ আজ শ্রমিকশ্রেণীর উপযুক্ত কি? কোলকাতার কিছু নেতার ইলেকশনের সময় অ্যাসেট ঘোষণা গুলো দেখবেন! বেশি বলছিনা । আমার এক আত্মীয় একজন প্রখ্যাত নেতার পরিবারের লোকজনের নামে পেট্রোল পাম্প আর বেনমী কোম্পানীর ফ্রন্ট যে!
    তাই জিটিভির " প্লে-উইন" জুয়োর বিরুদ্ধে ডি ওয়াই এফ এর আন্দোলন শ্রেণীদৃষ্টি ভঙ্গী থেকে ফেরৎ নিতে হয়!
  • a x | 143.111.22.23 | ২৪ এপ্রিল ২০১০ ০০:০২441554
  • আহ্‌ ওহ!্‌ শ্রেণী দৃষ্টিভঙ্গী নিয়ে আবার এ বুড়া কিসব বলতে লেগেছেন!

    "There is apparently a lack of understanding among the CPI(M) leadership in the state about this aspect of the ground reality. A certain naiveté marks their appeal to the Right to come and rescue them from the clutches of the ultra-Left. It betrays a frightening lack of analysis of class relations.
    ...
    In contrast, the CPI(M) leaders in West Bengal seem to have forgotten their class line. One of them has gone on record after the Dantewada massacre that it was time to sink all differences and fight unitedly against the common enemy, the ultra Left. Really? Does he mean that the Left would henceforth fight the Maoists unreservedly in the company of the Right (which, in Chhattisgarh for instance, is a joint front of the Congress and the Bharatiya Janata Party)?

    http://www.telegraphindia.com/1100423/jsp/opinion/story_12359778.jsp

    TRIANGULAR PHENOMENON
    - With one difference, history is repeating itself after forty years
    CUTTING CORNERS - ASHOK MITRA

  • Arpan | 122.252.231.12 | ২৪ এপ্রিল ২০১০ ০০:২০441555
  • না না, রঞ্জনদা, আমি টিসিএসের নই। টাটার নুন এখনো খাইনি। টাটা সল্ট বাদ দিলে। :)
  • SB | 219.64.74.220 | ২৪ এপ্রিল ২০১০ ১০:৩০441556
  • রঞ্জনদা, সিপিএমের শ্রেণী দৃষ্টিভঙ্গী নিয়ে তো কথা বলছিলাম না। বলছিলাম এই যে আপনারা বলছেন মাঝে মাঝে উল্টে পাল্টে দিলে ভালো হয়, একটা তাৎক্ষনিক সমাধান পাওয়া যায়, বলছিলাম এই স্ট্যান্ডটাকে শ্রেণীদৃষ্টিভঙ্গী দিয়ে কি করে জাস্টিফাই করবেন? কারণ এতে তো প্রাক্তন জোতদার জমিদার শ্রেণীর হাতেই ক্ষমতা চলে যায়, কোন ভাবেই কি এটা জাস্টিফাই করা যায় শ্রেণীদৃষ্টিভঙ্গী দিয়ে?

    তবে আপনার বা কল্লোলদার কথা শুনে আমারও ভয় করতে শুরু করেছে, হয়তো কিছুদিন পরে আমিও আপনাদের মতই বলবো, মার্ক্সবাদ, শ্রেণীসচেতনতা, শ্রেণীদৃষ্টিভঙ্গী ইত্যাদি ও প্রভৃতি নেই। একটা ঘটনাও মনে পরে, ছোটবেলাতে আমাদের পাড়াতে একজন পার্টিকর্মী থাকতেন। তার ছেলে আমার বন্ধু। তাদের কোয়ার্টারের বাইরের ঘরে চারিপাশের তিন দেওয়ালেই বইয়ের আলমারি, একদিকে কবিতা, আর বাকি দুদিকে গদ্য - রেফারেন্স ও নাটক নভেল, বাংলা ও বিদেশী। নিচে ফরাশ পাতা, চেয়ার টেবিল নেই। প্রায়ই যেতাম আর প্রচুর বই পড়তাম। ওই ঘরের একটা দেওয়াল জুরে শুধু একটা বেলজিয়াল গ্লাসের আয়না, দেখলেই বোঝা যায় প্রচুর দামি।

    সেই কাকুকে একদিন জিগালাম ব্যপারটা কী, কারণ ওই বাড়ির সাথে অত দামি আয়নাটা একদমই বেমানান।

    উনি বল্লেন, 'ভেবেছিলাম বিপ্লব হয়ে যাবে, কমিউনে থাকবো, তাই সম্পত্তি নিয়ে কী হবে। তা বিপ্লব তো আর হোল না। যখন সম্পত্তির ভাগাভাগি হোল, তখন এক ভাই এসে এটা দিয়ে গেল, বলে গেল যে তুই তো কিছুই নিলি না, এটা কেউ নিলনা, তুই রেখে দে। সেই থেকে রয়ে গেছে।'

    ভদ্রলোক পরে সল্লেকে বাড়ি করেন, নিচের তলা বিক্রি করেন, ও পার্টির সাথে যোগাযোগ কমিয়ে আনেন। পার্টির ভাষায় বিচ্যুতি আসে।

    এরকম নিশ্চই অনেকই দেখেছেন আপনারাও, তাই আজকে এই উপলব্ধি :-)

    যদিও আশা রাখি দিন পাল্টাবে, কিন্তু ভরসাটা দিন দিন কমে আসছে!
  • PT | 203.110.246.230 | ২৪ এপ্রিল ২০১০ ১২:৪৪441557
  • টেলিগ্রাফ সম্পাদকের স্নেহধন্য, পকাবুদের প্রিয়পাত্র, নি:সন্দেহে অতিব বিদ্বান এই মানুষটি শেষ কবে কোন মিছিলে হেঁটেছেন জানতে ইচ্ছে করে।
  • nyara | 122.166.160.137 | ২৪ এপ্রিল ২০১০ ১৭:১৭441558
  • 'সরকারের খাস জমিতে গত অন্তত: কুড়িবছর ধরে যারা বাস করছেন, সে জমি রাজ্য সরকার তাদের ১ টাকার বিনিময়ে ৯৯ বছরের লীজ দেবার সিদ্ধান্ত নিয়েছ" - জানালেন অশোক ভট্টাচার্য। পাব্লিক ল্যান্ড এই ভাবে নবাবীচালে বিলি করতে গেলে, তাও আবার বেদখলী আইনভঙ্গকারীদের কাছে, কোন পাবলিক ডিবেট-টিবেট হয় না বিধানসভায়? এর আগে দু টাকায় চাল বিলি হয়েছে। হকারদের কাছে রাস্তা বিলি করার নবাবী কানুনও তো শুনছি আসছে।

    এই স্বদেশে দেখছি সবই মানায়। পুকুরচুরি চলছে, স্থিকাবুরা মার্ক্স আওড়াচ্ছেন আর দিদির দোষ ধরছেন, পকাবুরা ঠোঁট চাটছেন।
  • aka | 24.42.203.194 | ২৪ এপ্রিল ২০১০ ১৮:১৬441560
  • ক্যাপিটাল ভল্যুম থ্রির ১৫ নং চ্যাপ্টারের ২৩ নং লাইনটা কি ন্যাড়াদার পড়া আছে? ভালো করেই জানি নেই। সেখানে এইসব শ্রেণী দৃষ্টিভঙ্গীর কথা বলা আছে। মনে রাখবেন মার্ক্সবাদ বিজ্ঞান। জয় হো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন