এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃ:প:বু:ভু:-৮

    Manish
    নাটক | ০৭ এপ্রিল ২০১০ | ৩৩১৯৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kallol | 115.184.71.69 | ১৫ এপ্রিল ২০১০ ১১:৩৪442000
  • অন্য দলগুলো মুখে মানবাধিকারের কথা বলে এবং সরকারে থেকে বা না থেকে মানবাধিকার লঙ্ঘন করেই চলে। কমিউনিষ্টরা মানবাধিকারের ধারনাকেই বুর্জোয়া চিন্তা ও শ্রেণীবিভক্ত সমাজে শ্রেণী সংগ্রামকে ভোঁতা করে দেবার দার্শনিক অস্ত্র বলে মনে করে।
    এটুকুই তফাৎ।
  • PT | 203.110.247.221 | ১৫ এপ্রিল ২০১০ ১১:৪৪442001
  • .... অর্থাৎ জঙ্গলমহলের পাতি খুন কে উদাহরণ হিসেবে দেখিয়ে চে-ফিদেলের লড়াই টাকেও নস্যাৎ করে দেওয়া যায়। আমেরিকার সরকার থেকে দিদির দল এইরকম বুদ্ধিজীবিদের খুবই পছন্দ করে।
  • a x | 99.53.142.154 | ১৫ এপ্রিল ২০১০ ১১:৪৫442002
  • তাই বলে কংগ্রেস কাম্য? দুবার পড়লাম, ঠিক পড়ছি কিনা দেখতে!
  • pinaki | 67.43.241.179 | ১৫ এপ্রিল ২০১০ ১১:৪৯442003
  • কংগ্রেসটা আমারও হজম হল না ঠিক। :-)
  • PT | 203.110.247.221 | ১৫ এপ্রিল ২০১০ ১১:৫৯442004
  • প্রস্তুত হোন -- এর পরে শ্রী শ্রী সিদ্ধার্থশঙ্কর রায় মহাশয়ের নামে ব্রত উদ্‌যাপন করতে বলবেন প্রাক্তন নকশালরা!!
  • lcm | 69.236.173.22 | ১৫ এপ্রিল ২০১০ ১২:০০442005
  • চে-ফিদেল এর লড়াই, মানে ফিদেল যখন চে কে ভাগিয়ে দিল কিউবা থেকে - কঙ্গো পাঠিয়ে দিল - সেটার কথা বলছ? .... লড়াইই বটে। জঙ্গি মনোভাবের চে কে দিয়ে খুন টুন করিয়ে নিয়ে (ব্যাতিস্তার সমর্থকদের নির্বিচারে মেরেছে চে), নিজের রাস্তা পুরো সাফ করে, কিউবা থেকে চে-কে সরিয়ে দেয় কাস্ত্রো। পঞ্চাশ বছরের বেশী সময় ক্ষমতার শীর্ষে থেকে, এখন অবশ্য রিটায়ার করে, ভাইকে গদিতে বসিয়েছে।
  • lcm | 69.236.173.22 | ১৫ এপ্রিল ২০১০ ১২:০৫442006
  • ধুর, এই তো সেদিন কাগজে ছবি বেরোলো, বিমানবাবু হাত হরে সিদ্ধার্থবাবুকে নিয়ে গেলেন নাড়িং হোমের ভেতরে অসুস্থ জ্যোঅতি বসু-কে দেখতে। কং-সিপিএম ব্যবধান কবে ঘুচে গেছে। সোনিয়া-র সাথে থেকে দেশকে নতুন শতাব্দীতে নিয়ে যাওয়া তো কবে শুরু হয়েছে।
  • lcm | 69.236.173.22 | ১৫ এপ্রিল ২০১০ ১২:০৬442007
  • *নার্সিং
    *জ্যোতি
  • kc | 194.126.37.5 | ১৫ এপ্রিল ২০১০ ১২:০৭442008
  • ল্যাদোশদা সার্কাসটিক হতে চান, ভালো কথা। তাই বলে এতটা?
  • lcm | 69.236.173.22 | ১৫ এপ্রিল ২০১০ ১২:১৩441405
  • হে হে। না, মানে, কংগেস/সিপিএম/তৃণমূল/বিজেপি.... - এদের মধ্যে কিসের তফাৎ বলো তো। বেসিক্যালি কোনো তফাৎ নেই। লোকগুলো তো সবই ঐ একই।
    সে এক সময় ছিল, আদর্শবাদী/গান্ধীবাদী কংগ্রেস নেতা, সৎ বলিষ্ঠ কমিউনিষ্ট নেতা -- সে সব কবে ইতিহাস হয়ে গেছে। এখন, সোনিয়া, মমতা, বুদ্ধদেব, নরেন্দ্র, চন্দ্রবাবু-দের জমানা। তবে চলছে সব মিলিয়ে। শুধু এত খেয়োখেয়ি কাম্য নয়, বিশেষ সবই যখন এক। সবই মায়া।
  • lcm | 69.236.173.22 | ১৫ এপ্রিল ২০১০ ১২:১৭441406
  • এদিক দিয়ে সাউথ-এর লোকজন বেটার। করুনা-জয়া র সমর্থকেরা ভাগাভাগি করে রাজ্য সরকার চালায়, বিয়ের কথাবার্তার সময় জানতে চায় অন্যপক্ষ কোন দলের, একসাথে চা/কফি/ধোসা খায়/ফিল্ম দেখে...
  • lcm | 69.236.173.22 | ১৫ এপ্রিল ২০১০ ১২:১৯441407
  • *জানতে চায় না
  • PT | 203.110.247.221 | ১৫ এপ্রিল ২০১০ ১২:৩৫441408
  • Fidel:
    At this moment I remember many things -- when I met you in Marfa Antonia's house, when you suggested my coming, all the tensions involved in the preparations.

    One day they asked who should be notified in case of death, and the real possibility of that fact affected us all. Later we knew that it was true, that in revolution one wins or dies (if it is a real one). Many comrades fell along the way to victory.

    Today everything is less dramatic, because we are more mature. But the fact is repeated. I feel that I have fulfilled the part of my duty that tied me to the Cuban Revolution in its territory, and I say good-bye to you, the comrades, your people, who are already mine.

    I formally renounce my positions in the national leadership of the party, my post as minister, my rank of major, and my Cuban citizenship. Nothing legal binds me to Cuba. The only ties are of another nature -- those which cannot be broken as appointments can.

    Recalling my past life, I believe I have worked with sufficient honor and dedication to consolidate the revolutionary triumph. My only serious failing was not having confided more in you from the first moments in the Sierra Maestra, and not having understood quickly enough your qualities as a leader and a revolutionary.

    I have lived magnificent days, and I felt at your side the pride of belonging to our people in the brilliant yet sad days of the Caribbean crisis.

    Seldom has a statesman been more brilliant than you in those days. I am also proud of having followed you without hesitation, identified with your way of thinkinghataashaa bibhinn rakamer hay
    .... সব চাইতে বেশী হতাশ মানুষেরা সাধারণত: নিজের পছন্দমত অন্যের ""ভুল"" বেছে নিয়ে তার আড়ালে আশ্রয় নেয়। এই দলের মধ্যে দলে ভারি প্রাক্তন নকশালেরা আর সেই সব মানুষেরা যারা একসময়ে WTI, IC জাতীয় ""অরাজনৈতিক"" ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।
  • PT | 203.110.247.221 | ১৫ এপ্রিল ২০১০ ১২:৪০441409
  • অবাধ্য টেকনোলজির ফাজলামি ....

    চের চিঠির শেষাংশটুকু:

    Seldom has a statesman been more brilliant than you in those days. I am also proud of having followed you without hesitation, identified with your way of thinking and of seeing and appraising dangers and principles. Other nations of the world call for my modest efforts. I can do that which is denied you because of your responsibility as the head of Cuba, and the time has come for us to part.

    I want it known that I do it with mixed feelings of joy and sorrow: I leave here the purest of my hopes as a builder, and the dearest of those I love. And I leave a people who received me as a son. That wounds me deeply. I carry to new battlefronts the faith that you taught me, the revolutionary spirit of my people, the feeling of fulfilling the most sacred of duties: to fight against imperialism wherever it may be. This comforts and heals the deepest wounds.

    I state once more that I free Cuba from any responsibility, except that which stems from its example. If my final hour finds me under other skies, my last thought will be of this people and especially of you. I am thank- ful for your teaching, your example, and I will try to be faithful to the final consequences of my acts.

    I have always been identified with the foreign policy of our revolution, and I will continue to be. Wherever I am, I will feel the responsibility ofbeing a Cuban revolutionary, and as such I shall behave. I am not sorry that I leave my children and my wife nothing material. I am happy it is that way. I ask nothing for them, as I know the state will provide enough for their expenses and education.

    I would like to say much to you and to our people, but I feel it is not necessary. Words cannot express what I would want them to, and I don't think it's worth while to banter phrases.

    Ever onward to victory! Our country or death!
    I embrace you with all my revolutionary fervor.

    Che

    http://www.che-lives.com/home/modules.php?name=Content&pa=showpage&pid=7

  • kc | 194.126.37.5 | ১৫ এপ্রিল ২০১০ ১২:৪৫441410
  • পিটি, যাঁদের জন্য কথাগুলো খুঁজে আনলেন, তাঁরাও কিন্তু এগুলো পড়েছেন। মন দিয়েই পড়েছেন। কিন্তু, আপাতত তাঁরা সার্কাসটিক হওয়ার দিকে মন দিয়েছেন। বাকিরা ঔদ্ধত্য নামক বালির মধ্যে মুখ ঢুকিয়ে রেখেছেন।
  • lcm | 69.236.173.22 | ১৫ এপ্রিল ২০১০ ১২:৪৭441411
  • পিটি,
    ফিদেল কাস্ত্রো-র বিখ্যাত ডায়ালগ লিখলে না -
    "Revolution first, elections later"
    এই করে প্রায় ৫০ বছর....
  • kallol | 115.242.246.161 | ১৫ এপ্রিল ২০১০ ১২:৫৯441412
  • সিদ্ধার্থ রায়ের হাত বিমান ধরার অনেক আগেই প্রকাশ-সিতারাম আর তাদের রজনৈতিক গুরু হরকিশন সিং সুরজিৎ ধরেছেন। যখন সোনিয়ার কংগ্রেসকে সমর্থন করে কেন্দ্রে সরকারের সাথে মাখোমাখো হলেন, তখন সিদ্ধার্থ রায় মনে পড়েছিলো কি? নাকি তখন মানু-গণা ভাইভাই হয়েছিলেন?
    আজ যখন বুদ্ধ বলেন - কংগ্রেস নাকি আদতে ভালো ছেলে শুধু বদমাইশ তৃণমূলটাই বখিয়ে দিলো। কিংবা কংগ্রেসের ""মেরুদন্ড"" খুজে পান - তখন সিদ্ধার্থ রায় মনে কি পড়ে প্রিয়!!!
  • lcm | 69.236.173.22 | ১৫ এপ্রিল ২০১০ ১৩:০৫441413
  • কম বয়েসের রোমান্টিকতা। মানুষ পরিবর্তনশীল (অধুনা প:ব:-এর ঢপের চপ "পরিবর্তন'-এর কথা বলছি না), পৃথিবী-ও তাই।
    পঞ্চাশের দশকের ফিদেল, চে-র মধ্যে পৃথিবী কি দেখেছিল, কি পেয়েছিল -- আর পরে কি হল। হয়, হয়, এমনই হয়।
    এই যেমন, ৭৭-এ বামফ্রন্ট বাংলায় এনেছিল আলো, আর ২০১০-এর বামফ্রন্ট বসে আছে কবে তৃণমূল-কংগ্রেসের মধ্যে সিট ভাগাভাগি নিয়ে ঝগড়া হবে সেই আশায়। এমনই হয়। হয়েই থাকে।
  • kc | 194.126.37.5 | ১৫ এপ্রিল ২০১০ ১৩:০৮441416
  • ''sometimes sarcasm is better than orgasm''
  • kallol | 115.242.246.161 | ১৫ এপ্রিল ২০১০ ১৩:০৮441414
  • মার্কস থেকে মাও-হোজা-হোচিমিন কেউ কস্মিনকালেও বহুদলীয় ব্যবস্থার সপক্ষে কথা বলেছেন বলে বদনাম কখনো কেউ দেয় নি। সিপিএম-সিপিআই-নকশাল-মাওবাদী সবার লক্ষই হলো - এক দলীয় শাসনে সমাজতান্ত্রিক সমাজ গড়ে তোলা - প্রলেতারীয় একনায়কতন্ত্র।
    এর মধ্যে খামোখা চে-ফিদেলের অমিতাভ-ধর্মেন্দ্র মার্কা পারষ্পরিক পিঠচুলকানো কেন এলো কে জানে।
  • lcm | 69.236.173.22 | ১৫ এপ্রিল ২০১০ ১৩:২০441417
  • কেসি,
    হে হে, এন্ড, বোথ আর বেটার দ্যান কম্যুনিজম (ইন মডার্ন ফর্ম) :-)

    যাই হোক, এই আলোচনা থেকে তাহলে কি খাড়াইল:
    যে, চে হইল গিয়া আমাগো অমিতাভ, আর ঐ বুড়া ফিদেল হইল ধর্মেন্দ্র।
  • PM | 113.21.67.31 | ১৫ এপ্রিল ২০১০ ১৩:২৯441418
  • এতোদিন টৈ follow করে মনে হয়েছিলো যে Kallol দা প্রাক্তন অতি-বামপন্থী।CPM এর ঔধ্যত্তে-র শাস্তি চান। এখন দেখছি উনি বাম আর দক্ষিন পন্থী দুজন কেই সমান অপরাধী মনে করেন। রং বদ্‌লাচ্ছে না আমর বোঝার ভুল? নাকি নতুন কোনো ism পেতে চলেছি আমরা ?
  • PT | 203.110.247.221 | ১৫ এপ্রিল ২০১০ ১৩:৩৬441419
  • বাইরে থেকে সিপিএম UPA-কে সমর্থন দিলে সেটা কেলোর কীর্তি -- অথবা সোনিয়া হরকিষেণ মাখামাখি -- কিংবা মানু গণা ভাই ভাই ইত্যাদি। কিন্তু সেই একই লাইন ধরে অন্যবামদল আর কংগ্রেসের জোট প্রাক্তন নাকশালদের কাছে ""কাম্য""। একই লাইন SUCI-ও নিয়েছে কিন্তু, শুধু একটু হাত ঘুরিয়ে (মানে দিদির আঁচলের মাধ্যমে) নাক (কংগ্রেসের হাত) ধরেছে।

    সরাসরি মেনে নিলেই তো হয় যে অন্য নামে সিপিএমএর প্রদর্শিত রাস্তা ধরা ছাড়া এই মুহূর্তে অন্য কোন রাজনৈতিক কৌশলের পথ খোলা নেই।
  • PT | 203.110.247.221 | ১৫ এপ্রিল ২০১০ ১৩:৩৭441420
  • *নকশাল
  • lcm | 69.236.173.22 | ১৫ এপ্রিল ২০১০ ১৩:৪৪441421
  • এই তো পিটি ধরে ফেলেছে, সিপিএম প্রদর্শিত রাস্তা, কংগ্রেসের সাথে ভাই ভাই - সেটাই সবাই ঘুরিয়ে ফিরিয়ে ফলো করছে।
    এরকম হতে হতে সিপিএম-তৃণমুল একবার মিশে গেলে, ব্যস। আর, ঝামেলা নেই। শান্তি। এই থ্রেডের সমাপ্তি হবে তখন। কিন্তু, তখন তা হলে কি নিয়ে জাবর কাটা হবে?
  • PT | 203.110.247.221 | ১৫ এপ্রিল ২০১০ ১৩:৫১441422
  • হতাশ মানুষদের কথা শুনলে আমার জীবনানন্দের লাশকাটা ঘরের কথা মনে পড়ে।
  • SB | 114.31.249.105 | ১৫ এপ্রিল ২০১০ ১৩:৫৩441423
  • কল্লোলদা, মার্ক্স সাহেব আবার কবে একদলীয় শাসের কথা বলেছিলেন? এটা হয়তো পড়েছেন, http://www.marxists.org/archive/marx/works/1842/free-press/ ফ্রী প্রেস নিয়ে ওনার মতামত!
  • SB | 114.31.249.105 | ১৫ এপ্রিল ২০১০ ১৩:৫৭441424
  • আচ্ছা কাল্লোলদা, কংগ্রেসের ঔদ্ধত্য নেই বলছেন?
  • lcm | 69.236.173.22 | ১৫ এপ্রিল ২০১০ ১৪:২০441425
  • আমি খুবই আশাবাদী মানুষ। একদিন সিপিএম-তৃণমূল-কংগ্রেস সব মিশে যাবে - মানুষ শান্তিতে বসবাস করবে। আমার বিশ্বাস সে দিন আসবে। বিশ্বাসে মিলায় প্রশান্তি, তর্কে বহুদুর ।
  • Sibu | 173.129.111.107 | ১৫ এপ্রিল ২০১০ ১৮:২৫441427
  • ল্যাদোষ ঐ যে কতাটা কোট করল, রিভোলিউশন ফার্স্ট, ইলেকশন সেকেন্ড। এরকম একটা কতা আমার আম্রিকান সুপ্রীম কোর্টের বুশ ভি গোর মামলার সময় মনে হয়ে ছিল। বুশ ফার্স্ট, ডেমোক্র্যাসি সেকেন্ড।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন