এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃ:প:বু:ভু:-৮

    Manish
    নাটক | ০৭ এপ্রিল ২০১০ | ৩৩২৪৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bibek | 121.242.15.238 | ০৭ এপ্রিল ২০১০ ১২:২১441403
  • শুন শুন সর্বজন
    শুন দিয়া মন
    বিচিত্র রাজকাহিনী এক
    করি বর্ণন...

    কন্টিনিউ প্লিজ। বিবেক সময়ে সময়ে এসে গান শুনিয়ে যাবে;-)
  • Manish | 117.241.229.60 | ০৭ এপ্রিল ২০১০ ১২:২৯441514
  • সত্যি নাটক আর এই নাটকের প্রধান চরিত্রে 'পাল্টি সুমন'।

    আর নাটকের কিছু সংলাপ।

    "ভয় নেই ভয় নেই
    আমি থাকতে আপনাদের কোনো ভারসাও নেই,
    আমি পয়সার বিনিময়ে
    বিনি পয়সায় দিয়ে যাবো
    প্রয়োজনে ভিক্ষে করে খাবো
    তবুও পরের কাছে হাত পাতবো না।"
  • PT | 203.110.246.230 | ০৭ এপ্রিল ২০১০ ১৩:১৯441625
  • ইনি হেমন্ত বা মান্না নন, সলিল চৌধুরী হওয়ারও সম্ভাবনা নেই। হিংমাশু দত্তের মত অসামান্য সুরসৃষ্টিকারীও নন। সুদীপের ""দুটো চিঠি পেলে বেঁচে যাই""-এর মত মন্ত্যবের পরে শেষ যেটুকু ছিল আত্মসম্মান, সেটাও প্রায় যেতে বসেছে -- শুধু ""মায়ের মত মহাশ্বেতার আজ্ঞা"" লজ্জা নিবারণের একমাত্র উপায়। ইনিই কি সেই ""নন্দলাল"" যিনি বলতেন, ""আমি মরিলে দেশের হইবে কি""?

    http://www.anandabazar.com/7raj3.htm
    http://www.telegraphindia.com/1100407/jsp/bengal/story_12311731.jsp
  • nyara | 202.47.143.2 | ০৭ এপ্রিল ২০১০ ১৪:০৯441736
  • সাবধান-বিশ্রামবাবু বরং বৃহত্তর বামপন্থী আন্দোলন ও দিল্লির বিপ্লবের পরিপ্রেক্ষিতে সুমনের গানের একটা আলোচনা দাঁড় করিয়ে দিন। জমে যাবে।

    "ইনি হেমন্ত বা মান্না নন, সলিল চৌধুরী হওয়ারও সম্ভাবনা নেই। হিমাংশু দত্তের মত অসামান্য সুরসৃষ্টিকারীও নন। তবে কি ইনি হেমাঙ্গ বিশ্বাসের মতন বামপন্থায় বিশ্বাস রেখে গানের শ্লোগান রচনা করতে পারবেন? তাও নয়। অজিত পান্ডের মতন হুংকারে গান? নাহ। তবে ইনি কিছুই নয়। সুমন বরং সুর দিয়ে গান করুন -

    নই ঘোড়া, নই হাতি, নই সাপ বিচ্ছু,
    মৌমাছি প্রজাপতি নই আমি কিচ্ছু।
    মাছ ব্যাং গাছপাতা জলমাটি ঢেউ নই,
    নই জুতা, নই ছাতা, আমি তবে কেউ নই।"
  • kallol | 124.124.93.202 | ০৭ এপ্রিল ২০১০ ১৪:৪২441847
  • এই মাত্র খবর পেলাম, মানবাধিকার সুরক্ষা মঞ্চের কিরীটি রায়কে গ্রেফতার করা হয়েছে।
    বিশদ
    Dear Friends,
    I would like to inform you that Mr.Kirity Roy, Secretary of Banglar Manabadhikar Suraksha Mancha (Masum) has been arrested today on 07/04/2010 from his residence at Serampore, Hooghly in connection with Taltala PS case No.134 of 2008 dated 09/06/2008 and GR 1487/08 u/s 120B/170/229 IPC by Anti Terrorist Cell, Kolkata Police.

    The quashing for the above FIR is scheduled to be heard by Hon’ble High Court Calcutta on 08/04/2010. The said case was initiated for holding People’s Tribunal on Torture, a project under National Project on Preventing Torture in India on 09/06/2008 and 10/06/2008 at Kolkata.

    Today, a huge police contingent was present at his residence to arrest him. It is reported that he is going to be produced before the Chief Metropolitan Magistrate at Kolkata at 2 pm.

    We need your solidarity.
    Thanks & Regards
    Sabitabrata Ghosh
    MASUM


  • PM | 58.8.239.78 | ০৭ এপ্রিল ২০১০ ১৭:২৮441958
  • দু-একদিনের মধ্যেই জানা যাবে কিরিটি রায় "মানবাধিকার" কর্মী না "মাওবাদী অধিকার " কর্মী। তার পর না হয় আলোচনা করা যাবে।
  • kallol | 124.124.93.202 | ০৭ এপ্রিল ২০১০ ১৭:৪৫441976
  • পিএমবাবু - অপেক্ষায় থাকলাম।
  • PM | 58.8.239.78 | ০৭ এপ্রিল ২০১০ ১৭:৫৩441987
  • কল্লোল দার সুবিধার জন্য দুটো assumption এই টৈ এর শুরুতেই দিয়ে দেওয় যাক। কল্লোল দার post বহুদিন follow করে এই দুটো সত্যে দৃঢ় প্রত্যয় হয়েছে-

    1CPM-এর ঔধ্যত্যে-এর শাস্তি হওয়া দরকার। যে কোনো মুল্যে।

    2 মাওবাদী অর রাষ্ট্রের মধ্যে যুদ্ধ চলছে। মাওবাদী-রা মানুষ ( আর CPM) মারলে কোনো দোষ নেই। Everything is fare in war ( and love :)) । কিন্তু রাষ্ট্র মাওবাদী মারলে তা definitely মানাবাধিকার বিরোধী। তখন যুদ্ধ বোললে চলবেনি ।

    No টৈ- তে এগুলো আর কষ্ট করে repeat করতে হবে না কল্লোল দাকে । এ দুটো সত:সিদ্ধ আমরা already বুঝে গেছি।

    আলোচোনা চলুক।
  • kallol | 124.124.93.202 | ০৭ এপ্রিল ২০১০ ১৮:২১441998
  • আমার পোস্টগুলো পড়ে থাকলে এটাও জেনে গেছেন বলে মনে হয়, যে মাওবাদী পন্থাকে আমি সমর্থন করি না। হিংসা কোন সমস্যার সমাধান নয়। সে হিংসা রাষ্ট্রের তরফ থেকেই হোক বা কোন সংগঠনের তরফ থেকেই হোক।
    ৭০ জন সিআরপি মারা গেলে সেটা যেমন নক্কারজনক, ৭০ জন মাওবাদী মারা গেলে সেটাও সমান নক্কারজনক।
    সরকার আজ মাওবাদী মাওবাদী করে নাচছে। ২০ বছর আগে এসব কোথায় ছিলো? স্বাধীনতার পর ভারত রাষ্ট্র গরীব মানুষের জন্য বিশেষ করে আদিবাসীদের জন্য কি করেছে? ভারতের মোট জনসংখ্যার ৮% আদিবাসী। আর মোট আদিবাসী জনসমষ্টির ৪০% নানান ""উন্নয়ন"" এর ঠেলায় (বড় বাঁধ, খনি ইত্যাদি) জীবন-জীবিকাচ্যুত। যদি রাষ্টের বিন্দুমাত্র মানবিকতা থাকতো তাহলে ওঁদের আজ এই অবস্থা হতো না। গুরুচন্ডালীতেই ছত্তিশগড় থেকে ফিরে সেখানকার অভিজ্ঞতা লিখেছিলেন সিদ্ধার্থ মিত্র। পড়েছেন নিশ্চই।
    ওঁদের জীবনের মান সামান্য উন্নত হলেই এসব মাও-টাও হাওয়া হয়ে যাবে।
    মাওবাদীদের আদিবাসী স্বার্থ নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যাথা নেই। আর পাঁচটা রাজনৈতিক দলের মতো-ই তারা আদিবাসীদের প্রতি রাষ্ট্রের অন্যায়ের ফায়দা ওঠাচ্ছে মাত্র।
    কাজেই ওসব পুলিশ মিলিটারী না পাঠিয়ে আদিবাসীদের জন্য রোটি-কাপড়া-মকানের চেষ্টা করুর সরকার। তাহলে আর এই অনর্থক মৃত্যু মিছিল দেখতে হয় না।
  • PM | 58.8.239.78 | ০৭ এপ্রিল ২০১০ ১৮:৩১441404
  • কল্লোল দা , কথা বলার ইচ্ছা ছিলো, কিন্তু এইমাত্র শুন্‌লাম Bankok emergency declare হয়েছে। আমাকে আজ রাতের flight-এ Sydney যেতে হবে। একটু চাপ-এ আছি। পৌছে কথা বলবো। Thailand এর politics নিয়েও পরে লেখার ইচ্ছা রইলো। ভীষন মিল WB- এর সাথে
  • kallol | 124.124.93.202 | ০৭ এপ্রিল ২০১০ ১৮:৩৫441415
  • হ্যাঁ। আমার ভুল হয়েছে। ওটা ১৮ মদন বড়াল লেনই হবে।
    আমি তো লিখেইছি। ৭৭ সাল থেকে পাকাপাকিভাবে ঐ বাড়িতে এপিডিআরের অফিস। না কোন ভাড়া নয়। কপিল ভট্টাচার্য্য যিনি ঐ বাড়ির ভাড়াটে, আমাদের একতলার একটা ঘর ব্যবহার করতে দিয়েছিলেন।
    কপিলবাবু মারা যাওয়ার পর, ওনার সহধর্মিনী তিলোত্তমাদির সময়েও একই ব্যাপার ছিলো। ওনাদের দুই মেয়ে, দুজনেই কলকাতার বাইরে থাকেন। চাবি এপিডিআরের যখন যে অফিসের দায়িত্বে থাকে তার কাছেই থাকে। বাড়িওয়ালা এপিডিআরকে উঠে যেতে বলতেই পারেন। এপিডিআর নাই মানতে পারে। তাহলে আদালতে যেতে হবে।
    এর মধ্যে ব্যক্তি সুজাত কোথা থেকে আসে কে জানে।

    হ্যাঁ সুজাত সিপিএমের পিছনে লেগেছে। তার জন্য যদি এই চরিত্র হননের খেলা খেলে থাকে সিপিএম (যেমন এসবি লিখেছে), তাতে কার কি? এ তো চলেই থাকে। এর পাল্টা প্রতিদিন বা বর্তমানে সিপিএমএর পার্টি অফিস্‌গুলো নিয়ে লেখা শুরু হলে আশ্চর্য হবো না। কিন্তু তাতে কি?
  • kallol | 124.124.93.202 | ০৭ এপ্রিল ২০১০ ১৮:৩৭441426
  • পিএম - আশা করি কোন ঝামেলায় পড়তে হবে না আপনাকে। ভালো মতো সিডনি পোঁছে যান। তারপর কথা হবে।
  • Sibu | 173.138.59.133 | ০৭ এপ্রিল ২০১০ ১৮:৫৮441448
  • কাগজ পড়া প্রায় বন্ধ হয়ে গেছে। কিন্তু ক'দিন আগে একটা রিপোর্ট যেন দেখলাম মমতা মাওবাদীদের বিরুদ্ধে পুলিশ/মিলিটারী পাঠানোকে খুব জোশের সঙ্গে সমর্থন করেছে। কেউ লিংটা দিতি পারেন?
  • Sibu | 173.138.59.133 | ০৭ এপ্রিল ২০১০ ১৯:০৭441459
  • কল্লোলবাবুর ৬:২১ পিএম-এর পোস্ট। ৭০ জন মাওবাদী খুন হলে আর ৭০ জন পুলিস খুন হলে - দুটোই খুব খারাপ। তবে দুটোরই দোষ সিপিএমের, কেন না রাষ্ট্র আদিবাসী অঞ্চলে উন্ন্যন কিছু করে নি।
  • SB | 114.31.249.105 | ০৭ এপ্রিল ২০১০ ১৯:২৩441470
  • অরিজিতের জন্যে, It is very easy to show one’s "revolutionary" temper merely by hurling abuse at parliamentary opportunism, or merely by repudiating participation in parliaments; its very ease, however, cannot turn this into a solution of a difficult, a very difficult, problem

    সোর্স : http://www.marxists.org/archive/lenin/works/1920/lwc/ch07.htm অরিজিৎ নিশ্চই আগে লেখাটা বহুবার পড়েছে :)

    মাওবাদিদের নিয়ে লেখাগুলোতে এ ই কথাগুলো বলার প্রয়োজন আছে, কিন্তু অরিজিতের কোটেড লেখাতেও সেটা দেখলাম না।

    মাওবাদিরা কি এসব জানে না?
  • PT | 203.110.246.230 | ০৭ এপ্রিল ২০১০ ২০:৪২441481
  • অনেকদিন ধরে একটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি। ধরুন রাষ্ট্র আদিবাসীদের যথাস্থানে রেখে তাদের কেন্দুপাতা কুড়িয়ে বেঁচে থাকার অধিকার মেনে নিল। বড় বাঁধ, খনি যেহেতু উন্নয়ন নয়, উন্নয়নের ঠেলা মাত্র, তাহলে আদিবাসীদের ""উন্নয়ন"" কি করে করা যাবে? অনন্ত কালের জন্য লঙ্গরখানা খুলে? নাকি রাষ্ট্র স্কুল কলেজ খুলে তিন চার জেনারেশন পর্যন্ত অপেক্ষা করবে যতদিন না সকল আদিবাসীরা চাকরী নিয়ে শহরে চলে আসে? তারপরে নাহয় মাটি খুঁড়ে আকরিক বের করলেই চলবে!

    অন্যদিক থেকে দেখলে কলকাতার মেট্রো রেলকে কখনই নিউ গড়িয়া পর্যন্ত প্রসারিত করা উচিৎ নয় কেননা অনেক মানুষের "traditional" জীবন যাত্রার ক্ষতিসাধন হচ্ছে। টালির নালার নাব্যতা নিয়ে কেউ কেউ চোখের জলও ফেলেছেন। টেকিরা ব্যাঙ্গালোরে গিয়ে গুচ্ছের গাড়ী চালিয়ে ওখানকার আবহাওয়া ইত্যাদি নষ্ট করে দিচ্ছেন। ব্যাপক সংখ্যাতে বাড়ি বানিয়ে, অটো চালিয়ে পথের পাঁচালীতে প্রদর্শিত বোড়াল গ্রামটিকে প্রায় মেরে ফেলা হয়েছে। আমার পরিবারের দুই পুরুষ আগের মানুষেরা নদীয়া জেলার একটি অখ্যাত গ্রাম থেকে তাঁদের ""traditional"" জীবন যাত্রা ছেড়ে শহরে চলে এসে অমানুষিক পরিশ্রম করে নতুন জীবন পদ্ধতিতে অভ্যস্ত হয়েছেন। তাহলে সল্টলেক বা ব্যাঙ্গালোরে বাস করে, যাবতীয় সুযোগ সুবিধে উপভোগ করে আমরা কেন আদিবাসীদের, তাদের traditional-জীবন যাপনের জন্য জঙ্গল মহলে পড়ে থাকতে বলব? মাওবাদীদের এবং মাওব্যথীদের তো রাষ্ট্রকে জঙ্গলমহলে সম্পদ আহরণের এবং ব্যবহারের জন্য শর্ত-সাপেক্ষে আহ্বান জানানো উচিৎ!
  • bb | 117.195.175.250 | ০৭ এপ্রিল ২০১০ ২০:৫১441492
  • কল্লোল কিরীট রায়ের গ্রেপ্তারের খবরটা হঠাৎ দিলেন কেন? অনেকেই তো রোজ গ্রেপ্তার হন। সেই খবরে আপনার কোন পোস্ট চোখে পড়েনি।
    নাকি এক্ষেত্রেও সবাই সমান কিন্তু কেউ কেউ বেশী বেশী সমান?
  • SB | 114.31.249.105 | ০৭ এপ্রিল ২০১০ ২০:৫৪441503
  • পিটি, উন্নয়নের মডেল নিয়ে তক্কটা হেব্বি কঠিন। বিকল্প মডেল এই ব্যবস্থার মধ্যে কেউই সেভাবে বলে দিতে পারেননি, এমনকি অমিত ভাদুরি ও নন।

    তবে কিনা কিছু পার্থক্য তো আছে।

    দুর্গাপুরে শিল্প হয়েছে, শিল্প শহরই বলা যায়। তো দুর্গাপুর স্টীল প্ল্যান্টে একটা সময় ৩৩,০০০ মানুষ কাজ করতেন, তাদের সবার জন্যে বিনা পয়সায় ১২ ক্লাস পর্যন্ত শিক্ষা আর বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা ছিল। বর্ধমান এবং চারিপাশের জেলাগুলো থেকে প্রচুর মানুষ এখানে কাজ পেয়েছিলেন।

    আবার দেখুন এই মুহূর্তেও দুর্গাপুরে শিল্পায়ন হচ্ছে, উন্নয়ন হচ্ছে, একটু খোঁজ নিলেই দেখবেন কিধরনের সে উন্নয়ন, কি ধরনের সে শিল্পায়ন, একই জায়গায়, কয়েক দশকের ফারাক।

    জানেন কিনা জানিনা, দুর্গাপুরের নতুন শিল্পগুলোতে ট্রাকে ভর্তি করে র ম্যাটেরিয়াল নয়, মানুষ আসেন। তারা ওই কারখানার মধ্যেই থেকে যান, মাসের পর মাস, প্রডাকশন হয়, ছ মাস পরে, এই মানুষগুলোর রিপ্লেসমেন্ট হয়, এবং মাইনেকরি বিরাট কিছু নয় এই শ্রমিকদের, কারোরই স্থায়ি চাকরী নয়, বাকি সুযোগ সুবিধার কথা তো ছেড়েই দিলাম।

    তাই প্রগতি, উন্নয়ন, শিল্পায়ন এগুলো এখন পলিটিকাল কথা, তক্কে না গিয়েও বলা যায়, রাষ্ট্র এইসব জায়গা থেকে হাত গুটিয়ে নিয়ে ফেলাতে চাপ ক্রমশ বাড়ছে। প্রেসার কুকারের ভাল্ব হিসেবে তাই রাষ্ট্র NREGS, RTE ইত্যাদি নামিয়ে বাজার গরম করছে!
  • a x | 143.111.22.23 | ০৭ এপ্রিল ২০১০ ২১:৩০441515
  • Arrest of prominent human rights activist,
    Kirity Roy, condemned
    - UN Human Rights Chief and NHRC urged to intervene -

    New Delhi: Asian Centre for Human Rights (ACHR) today condemned the arrest of Mr Kirity Roy, Secretary of Banglar Manabadhikar Suraksha Mancha (MASUM) by the Anti Terrorist Cell of Kolkata Police this morning as a desperate act to silence dissent in West Bengal and demanded his immediate and unconditional release.

    Mr Roy was arrested from his residence at Serampore, Hooghly in Kolkata at around 9 AM today in connection with Taltala Police Station case no. 134/2008 dated 9 June 2008 under Section 170 (Personating a public officer), Section 179 (refusing to answer public servant authorized to question), Section 229 (Personation of a juror or assessor) and Section 120B (Criminal Conspiracy) of the Indian Penal Code against Mr. Kirity Roy and others of MASUM. This case was registered for organizing a People’s Tribunal on Torture on 9-10 June 2008 at Kolkata.

    Mr Kirity Roy was only one of the organizers of the People’s Tribunal on Torture. The panelists included Ms. Pamela Philipose, Executive Director, Women Feature Service, Mr. Ashok Chakravarti, former Senior Director, NHRC, Justice Malay Sengupta, Ex- Chief Justice Sikkim High Court, Dr. Mohini Giri, former Chairperson, National Commission for Women, Mr. Ashutosh Mukherjee, ex-District & Sessions Judge, Dr. Tapas Bhattacharjya, Dr. Satyajit Ash, M.D., Psychiatrist, MON Foundation, Dr. Sreemantee Chaudhuri, Psychiatrist, Dr. A. K. Gupta, Head of Forensic Medicine, Calcutta Medical College, among others.

    Mr Roy challenged the validity of FIR No. 134/2008 before the Calcutta High Court (Kirity Roy versus State of West Bengal & others vide WP No. 25022(W) of 2008) but on 26 August 2009 Justice Sanjib Banerjee of the Calcutta High Court dismissed the writ petition on the ground that police investigation is necessary to find out whether the petitioner organized a parallel judiciary. Mr Roy filed an appeal (MAT 1219/2009) along with a Stay Application (C.A.N. 10511/2009) in the Division Bench of Chief Justice Mohit Ranjan Shah and Justice Pinaki Chandra Ghosh. The Division Bench of Calcutta High Court is scheduled to hear the case tomorrow i.e. 8 April 2010.

    “The arrest of Mr Kirity Roy just one day ahead of the hearing on the validity of the FIR by the Calcutta High Court is a clear attempt to subvert justice and persecute the human rights defenders in this country. This is nothing but a desperate act to silence any form of dissent in West Bengal.” - stated Mr Suhas Chakma, Director of Asian Centre for Human Rights.

    ACHR has urged the UN High Commissioner for Human Rights, Ms Navi Pillay and National Human Rights Commission of India to intervene for the unconditional and immediate release of Mr Kirity Roy.

  • Samik | 219.64.11.35 | ০৭ এপ্রিল ২০১০ ২১:৩৪441526
  • বাকি রাখা খাজনা
    মোটে ভালো কাজ না
    ভরপেট না-ও খাই
    রাজকর দেওয়া চাই
    ধন্য কৃষকের দান
    হীরকের রাজা ভগবান ...
  • kallol | 115.184.54.188 | ০৮ এপ্রিল ২০১০ ০৮:০৭441537
  • শিবু - স্বপ্ন দেখা ভালো। তবে উদ্ভট স্বপ্ন দেখলে খোরাক হবার সুযোগ থাকে। আমি জানতাম না, স্বাধীনতার পর থেকেই সিপিএম রাষ্ট্র ক্ষমতায় আছে। শুধু প:ব:তে নয়, কেন্দ্রেও। কেউ জানতেন কি? তাই আদিবাসীদের উন্নয়ন না হবার দায় নাকি শুধুই সিপিএমের বলে শিবু তির্যক হবার বালখিল্য চেষ্টা করেছেন। ছত্তিসগড়ে, উড়িষ্যায়, অন্ধ্রে, ঝাড়খন্ডে যে আদিবাসিরা প্রতিনিয়ত বঞ্চনা, অবিচার, অত্যাচারের মধ্যেই দিন কাটাচ্ছেন স্বাধীনতার পরেও, আমি নাকি তার জন্য দায়ী করেছি সিপিএমকে।
    না শিবু, আমি এতো বড়ো ""বুদ্ধু"" নই যে তা বলবো। কারন সিপিএমের জন্ম তো ১৯৬৪ সালে। ক্ষমতায় যাওয়া, ১৯৬৭(কেরালা, প:ব:),তারপর ১৯৭৭(কেরালা, প:ব:, ত্রিপুরা)। ছত্তিসগড়ে, উড়িষ্যায়, অন্ধ্রে, ঝাড়খন্ডে এখনো সিপিএম খুজতে গেলে হাবল টেলিস্কোপ লাগে।
    হ্যাঁ, প:ব:তে শেষ ৩২ বছরের দায়িত্ব নিশ্চই সিপিএম এর। কিন্তু তার আগে ২৮/২৯ বছর কিন্তু সিপিএম ক্ষমতায় ছিলো না।
    আপনি সিপিএম সমর্থক হতে পারেন, সে তো হতেই পারেন। তাবলে এটাও মানতে হবে স্বাধীনতার পর থেকে রাষ্ট্র বলতে সিপিএমই বোঝায়?
    আহা, কারাতবাবু, সীতারামবাবু, বিমানবাবু, বুদ্ধবাবু গুরু পড়েন না। কি অপচয়!! নইলে আপুনার পলিটবুড়োয় যাওয়া ক্যাডায় আটকাইতো!!!
  • kallol | 115.184.54.188 | ০৮ এপ্রিল ২০১০ ০৮:১৫441548
  • বিবি - কিরীটি আমার বন্ধু। আমরা একই সংগঠনে। সেটা একটা কারন। আরও বড় কারনটা অক্ষর পোস্টে আছে। পড়েছেন নিশ্চই।
    এরপর আজকের আজকাল, আবাপ, দৈনিক স্টেটসম্যান পড়ে নেবেন। সবেতেই দেখবেন, এই সাংঘাতিক লোকটা, নকল আদালত, নকল সমন এসব ভয়ানক ৮৪০ টাইপের কাজ করেছিলো। ক্যাবাৎ, ক্যাবাৎ।
  • Sibu | 173.138.37.19 | ০৮ এপ্রিল ২০১০ ০৮:২৭441559
  • খোরাক চাইলে সুমন/মমতা/মহাশ্বেতা/কাকবাবুর নাটক ছেড়ে এদিকে কেন দাদা?
  • kallol | 115.184.54.188 | ০৮ এপ্রিল ২০১০ ০৮:৩১441581
  • কারন আপ্নে নিzএই নিzএরে খোরাক বানাইয়া ফ্যালছেন - তাই।
  • Sibu | 173.138.37.19 | ০৮ এপ্রিল ২০১০ ০৮:৩৩441592
  • অ: তাই কন। আর আপনে কি আপনারে অখাইদ্য বানাইছেন?
  • PT | 203.110.246.230 | ০৮ এপ্রিল ২০১০ ০৮:৫৩441603
  • আবাপ (৭ পাতায়) লিখছে যে ""বিভিন্ন সরকারি কর্মি-সহ বিচারকদের পরিচয় ও সই নকল করার অভিযোগে"" কিরীটি রায়কে গ্রেফতার করা হয়েছে। e-আবাপতে খবরটা খুঁজে পেলাম না।
  • kallol | 124.124.93.202 | ০৮ এপ্রিল ২০১০ ১২:২০441614
  • মাইনষে কি মাইষের খাদ্য হয়? মানুষ তো চিরকালই মানুষের অখাদ্য।
  • kallol | 124.124.93.202 | ০৮ এপ্রিল ২০১০ ১২:২২441626
  • *মাইনষে কি মাইনষের খাইদ্য হয়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন