এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • স্বাতী রায় | ১৫ আগস্ট ২০২৪ ২০:২৩536434
  • সত্যি কিভাবে যে গুজব ছড়াচ্ছে! 
  • | ১৫ আগস্ট ২০২৪ ২০:৩৫536436
  • হুইসল ব্লোয়ারের নিরাপত্তা কেইবা নিশ্চিত করে! লোকে তাই আরো গুজব বিশ্বাস করে।
  • girija sankar kundu | ১৫ আগস্ট ২০২৪ ২০:৫১536438
  • ফেক নিউজ, বলা ভালো পরিকল্পিত মিথ্যার জালে মানুষকে জড়িয়ে পড়তে দেখেও সেটা এতো মোলায়েম কন্ঠে না বললেই ভালো হত। মিথ্যা অডিও বা ভিডিও এখন সোস্যাল মিডিয়ার সাথে জড়াজড়ি করে চলছে বিগত কয়েক বছর ধরে- সম্ভবত সারা পৃথিবী জুড়েই। এ আই এর যত রমরমা বাড়বে সত্যি মিথ্যার তফাত করা ততই মুশকিল হয়ে পড়বে। মিথ্যার বিরুদ্ধে বলতে হলে সোচ্চারেই বলতে হবে, না হলে স্রোতে গা ভাসানই ভালো।
  • PRABIRJIT SARKAR | ১৫ আগস্ট ২০২৪ ২০:৫৬536439
  • গুজবের মধ্যে আজগুবি আর বিশ্বাস যোগ্য দুরকম আছে। মানুষ এর মধ্যে সত্য খুঁজে নেয়।
  • যদুবাবু | ১৫ আগস্ট ২০২৪ ২১:০৭536440
  • একেবারেই ঠিক। 

    গিরিজাবাবুর উত্তরে বলি মোলায়েম করে বলার ইচ্ছে ছিল না, কিন্তু পরিস্থিতির বিচারে লিখলাম। আগে কাউকে কিছু ভেরিফাই না করে পোস্ট করতে দেখলেই গিয়ে বকাবকি করতাম। এখন এতো লোকেই আনক্রিটিক্যালি যা পান ছড়িয়ে বেড়ান যে মনে হচ্ছে বকাঝকায় তো লাভ হচ্ছে না, লোকে আরও তেরিয়া হয়ে যাচ্ছে, যেন ফেক নিউজ় ছড়াতে বারণ করা মানে প্রতিবাদ করতে বারণ করা। এই যা লিখেছি, ভয়ে-ভয়েই লিখেছি। 

    কিন্তু ভয়গুলো বাস্তব। এ-আই এসে আরও কঠিন করে দিয়েছে। 

    (আর দুঃখের কথা কী বলি, কালকে একজন খুব-ই উচ্চশিক্ষিত যুক্তিবাদী সিনিয়র দাদাকে বললাম এই অডিও ক্লিপটা তো আনভেরিফায়েড, কেন ছড়াচ্ছেন? তিনি আমাকে উলটো বকে জিজ্ঞেস করলেন, 'যা রটে তার কতোটা বটে?") 
  • যদুবাবু | ১৫ আগস্ট ২০২৪ ২১:১০536441
  • "একেবারেই ঠিক"-টা স্বাতীদি আর দ-দিকে বলা। 
     
    প্রবীরজিত-বাবু, দ্বিমত হলাম। "মানুষ" গুজব বেছে সত্য খুঁজে নিতে পারে এরকম আস্থা আমার সাধারণ মানুষের উপর নেই। 
  • kk | 172.58.244.82 | ১৫ আগস্ট ২০২৪ ২১:১৯536442
  • যদুবাবুর লেখা খুব যুক্তিযুক্ত লাগলো।
    মানুষ কখনোই "সত্য" খুঁজে নেয়না। মানুষ নিজে যেটা বিশ্বাস করতে ভালোবাসে, সেটাই কনফার্ম করে নেয়।
  • সুশান্ত | 117.194.212.121 | ১৫ আগস্ট ২০২৪ ২১:৩০536443
  • লাল্লনটপের একটি প্রতিবেদন দেখেছিলাম! 
    এরা কাল ছিল ওখানে। তা দেখে যা আমার মনে হয়েছে। 
  • r2h | 192.139.20.199 | ১৫ আগস্ট ২০২৪ ২১:৩১536444
  • ভয়াবহ লেভেলের গুজব চারদিকে। অন্য টইয়ে রূপা পাল, ঐ একই লাইনে ভয়েস মেসেজ, খুব নিপুন ভাবে তৈরি করা কন্টেন্ট - সেসব পুরো দাবানলের মত চারদিকে। ওদিকে আরজিকর (সহ পবর সব মেডিকেল কলেজ) বিষয়ে দেহব্যবসা নেক্রোফিলিয়া ড্রাগ পাচার ইত্যাদি যা অভিযোগ চারদিকে তাতে তো গত দশ বছরে পব থেকে যারা ডাক্তার হয়েছে সবার জেল হয়ে যাওয়া উচিত - যদি এমন ভয়াবহ বিভৎস জিনিসপত্র খোলাখুলি হতে দেখেও সবাই চুপ করে থাকে।
    মৃতের কোন হাড় ভাঙা, ভিসেরায় কী পাওয়া গেছে, গাড়ি ভাংচুর, সেমিনার রুম পুড়িয়ে দেওয়া - সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রভাবশালীরা একের পর এক তত্থ্য দিচ্ছেন আবার সেই তত্থ্য সংশোধন করছেন, এডেন্ডাম দিচ্ছেন - এরকম স্পর্শকাতর বিষয়ে যাঁচাই না করে মন্তব্য করা উচিত না - সেই বোধটাই পুরোপুরি চলে গেছে।

    যা হয়েছে, তা এমনিতেই ভয়াবহ ও বীভৎস। তার মধ্যে কল্পিত বীভৎসতা জুড়ে ওজন বাড়ানোর তো দরকার ছিল না, একজন কর্তব্যরত মানুষের নিজের কর্মক্ষেত্রে ন্যূনতম নিরাপত্তা নেই - এটাই তো অসহনীয় ভারী।

    চতুর্দিকে ভয়াবহ পারস্পরিক অবিশ্বাস, মিডিয়াগুলি ধান্দাবাজ। ডাক্তাররা অসহায় রোগীদের জীবনের মূল্য দিচ্ছেন না, সরকারী চিকিৎসাব্যবস্থার উপভোক্তারা ডাক্তার দেখলেই পিটিয়ে দিচ্ছেন, এ এক ভয়াবহ অবস্থা।
  • . | ১৫ আগস্ট ২০২৪ ২১:৩৬536445
  • "সরকারী চিকিৎসাব্যবস্থার উপভোক্তারা ডাক্তার দেখলেই পিটিয়ে দিচ্ছেন,"
     
    এর তথ্যসূত্র কী?
  • Ranjan Roy | ১৫ আগস্ট ২০২৪ ২২:৫১536447
  • কী আর বলব!
    আমার  অভিজ্ঞতাটাই বলিঃ
     
    একটি গ্রুপে একজন আমার চেয়ে বয়স্ক ভদ্রলোক, একজন খেলোয়াড়ের পিতা, একটি পোস্ট ভাইরাল করলেন। 
    তার সারমর্ম--মোতিলাল নেহরু থেকে জওহরলাল, তস্য কন্যা ইন্দিরা, তস্যা স্বামী এবং পুত্র --ফিরোজ, সঞ্জয় রাজীব-- সবাই আসলে মুসলমান। সবার মুসলিম নামের ফিরিস্তি অমুক অমুক ---। ইন্দিরার মুসলিম নাম প্রথম শুনলাম।  শেখ আবদুল্লা  ও নেহরু ফার্স্ট কাজিন।
    তারপর হুংকার-- এই পরিবারটি এক শতাব্দী ধরে গোটা দেশকে  নাম পরিচয় ভাঁড়িয়ে বোকা বানিয়েছে। এখন সবার জানা উচিত। কাজেই সবাই ফরওয়ার্ড করুন।
     
     তার নীচে গর্বের সঙ্গে দেয়া তথ্যসূত্রঃ  নেহেরুর ব্যক্তিগত সচিব মাথাই বিরচিত বই যা ইন্দিরা ব্যান করেছিলেন। 
    আমি বিনয়ের সঙ্গে বললাম-- দাদা,  এই পোস্টটি ফেক। দেশের ইতিহাস নিয়ে এত বড় দাবি করার আগে একটু ভেরিফাই করবেন না? মাথাইয়ের বইয়ে অমন কিস্যু নেই। 
     
    দাদাটি সদর্পে বলিলেন--ওই বইয়ে আছে, উনি পড়েছেন।
    আমি তখন জানালাম যে দুটো বই লিখেছিলেন মাথাই ১৯৭৭ এবং ৭৮ সালে। আমি তার ইন্টারনেট লাাইব্রেরি  থেকে পিডিএফ দিলাম।  আপনি এবং আপনারা নিজে পড়ে দেখুন। আমার কথা বিশ্বাস করতে হবেনা। 
    বই পড়তে যদি ইচ্ছে না হয়, সূচীপত্র চেক করুন। ভূমিকা পড়ুন। মাথাই নিজের সমসাময়িক অভিজ্ঞতা  লিখেছেন --কোন ইতিহাস বা বংশাবলী নয়। এবং দেশভাগের সময় তাঁর সেকুলার ভূমিকার কথা স্পষ্ট লিখেছেন। 
    তখন বললেন-- জন মাথাইয়ের কোন বইয়ে পড়েছেন, এরকম কথা আছে। 
    বললাম--জন মাথাই সচিব নয়, রেলমন্ত্রী ছিলেন। তাঁর কোন বই নিষিদ্ধ হয়নি। 
    সচিবের নাম এম ও মাথাই। 
    তখন বললেন --ফ্রীডম অ্যাট মিডনাইটে আছে। 
    এবার একজন অ্যাডমিন এবং আমি জানালাম যে বইটির লেখক কোন মাথাই নয়, ইউরোপিয় সাংবাদিক দ্বয়। 
    তখন বললেন --এ নিয়ে কথা বাড়াতে চান না। তবে সবাই জানে ফিরোজ গান্ধী আসলে ফিরোজ খান।
    আমি সে নিয়ে দস্তাবেজ দিলে বিজেপি সমর্থক অ্যাডমিন বললেন--ছাড়ুন এবার। আমার ঘরেও একটা বই আছে , তাতে পড়েছি। 
     
    একজন রবীন্দ্রনাথের পুরো প্রবন্ধ তুলে দিলে  জনৈক শান্তিনিকেতনী কট্টর বিজেপি বললেন -- আমি মানি না। মুসলিম ধর্ম মেয়েদের ভোগ্য মনে করে, হিন্দু ধর্ম করে কি?
    মনুসংহিতা থেকে ৩২টি নারী বিরোধী শ্লোক তুলে দিলাম।
    অ্যাডমিন বলল --আমি বামেদের মত হিন্দু বিরোধী। খালি নেগেটিভ কতা। আর ওসব শ্লোক প্রক্ষিপ্ত। বদনাম করার জন্যে, মুসলমান আসার পর ঢোকানো।
     
    এবার খচে গেলাম।
    পুরো ৩২টা শ্লোকই প্রক্ষিপ্ত? অসুবিধে হলেই ? কে ঠিক করেছে? একদিকে মনুকে মাথায় তুলব অন্য দিকে তার শ্লোক বাতিল করব? 
  • অশোক রায় | 2409:4088:8692:cd8b::2b21:f0b1 | ১৫ আগস্ট ২০২৪ ২২:৫১536448
  • যুক্তিপূর্ণ আলোচনা। 
  • r2h | 192.139.20.199 | ১৫ আগস্ট ২০২৪ ২৩:১৫536450
    • . | ১৫ আগস্ট ২০২৪ ২১:৩৬
    • "সরকারী চিকিৎসাব্যবস্থার উপভোক্তারা ডাক্তার দেখলেই পিটিয়ে দিচ্ছেন,"
       
      এর তথ্যসূত্র কী? 
     
    কোন তথ্যসূত্র নেই।

    ভিক্টিমের নাকে পঁচিশ সিসি রক্ত পাওয়া গেছে, চোয়ালের তিন নম্বর দাঁত ভাঙা, পাঁজরের চতুর্থ হাড়ে চিড় ধরেছে, অপরাধের সময় তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটির ইন্ডিকেটর ভেঙে দেওয়া হয়েছে ও তাঁর বৈঠকখানার জানলার কাচ ঢিল ছুঁড়ে ভেঙে দেওয়া হয়েছে - এইরকম বক্তব্যগুলিকে তথ্য বলে ধরা যেতে পারে, সেসবের সূত্র হয়।

    রাজনীতির প্রতি মানুষের বিশ্বাস উঠে গেছে, বিজ্ঞান মানুষের আবেগ কেড়ে নিয়েছে, সাধারন জনতা পকেটমার দেখলেই ল্যাম্পপোস্টে বেঁধে পেটায়, সরকারী কর্মচারীদের অনেকেই ফাঁকিবাজ - এগুলি র‌্যাদার মতামত, ঠিক তথ্যের পর্যায়ে পড়ে না। যে বলছে সে চারদিক দেখেশুনে একটা ধারনা করে বলে।

    আমার এরকম ধারনার সূত্র হল গত বেশ অনেক বছর ধরে ডাক্তারদের ওপর রোগীপক্ষের চড়াও হওয়ার খবর, ২০১৯-এ এনারএসে জুনিয়ার ডাক্তারদের আন্দোলন ও রোগীদের সঙ্গে খন্ডযুদ্ধ, ইত্যাদি।

    আরেকটু মেপে লেখা উচিত ছিল - দেখলেই পিটিয়ে দিচ্ছে - এটা রেটরিকের স্বাধীনতার বাইরে অতিরঞ্জন হয়ে গেছে হয়তো, তার জন্য দুঃখিত।
  • . | ১৫ আগস্ট ২০২৪ ২৩:৩৮536452
  • হ্যাঁ। ভুয়ো খবর না ছড়ানোই মঙ্গল।
  • r2h | 208.127.183.209 | ১৬ আগস্ট ২০২৪ ০০:১১536453
  • হ্যাঁ, একদমই।
    বিশেষ করে পবতে যাই হয় আজকাল দেখি দেশে বিদেশে ঝড়ের গতিতে গুজব ছড়িয়ে পড়ে।
  • &/ | 151.141.85.8 | ১৬ আগস্ট ২০২৪ ০১:৩৩536458
  • সেই হলদি নদীর কুমীরের কথা মনে আছে তো?
  • r2h | 208.127.183.209 | ১৬ আগস্ট ২০২৪ ০১:৪৫536460
  • হ্যাঁ, খুব ভালোভাবেই মনে আছে। তা নিয়ে গুরুচণ্ডা৯ সম্পাদকীয়, কর্তৃপক্ষ ইত্যাদিদের একাধিক বক্তব্যও মনে আছে।

    তবে সেসবে কোন যুক্তিপূর্ণ কাউন্টারের কথা মনে নেই, অন্য প্রসঙ্গে চোরাগোপ্তা খোঁচা অবশ্য মনে আছেঃ)
  • cm | 45.139.122.176 | ১৬ আগস্ট ২০২৪ ০৯:৪৪536470
  • শেখ শাজাহানের ব্যাপারেও পরে এরকম আনঅথেন্টিকেটেড আনভেরিফায়েড 'স্টিং অপারেশনের' ভিডিও ছড়িয়েছিল। অনেকে টুপিটা খেলেও সন্দেশখালি বিধানসভায় লিড পাওয়া যায়নি কারণ স্থানীয়রা জানতেন কি পরিস্থিতি।
  • Prativa Sarker | ১৯ আগস্ট ২০২৪ ১৯:০৩536637
  • যদুবাবুর মতো এত ব্যালান্সড মাথা তো আমার নয়। তবু আমি ওই অডিওটা যে অথেন্টিক তা কী করে বুঝলেন বলায় একজন আমাকে খুব গরমগরম কথা শোনালেন। তারপর কিছুক্ষণ বাদেই দেখি তিনি মেসেঞ্জারের সমস্ত বাক্যালাপ মুছে দিয়েছেন। অর্থাৎ তার নিজেরও সন্দেহ ছিল। 
     যদুবাবুর সহানুভূতিশীল যুক্তিগ্রাহ্য কথাগুলি প্রত্যেকটা ঠিক। এ ছাড়া আছে আমাদের গুজবের প্রতি অপ্রতিরোধ্য আকর্ষণ, অতিরঞ্জনের ঝোঁক আর নতুন কথা বলে নাম কামাবার ঝোঁক। 
     
    ওই অডিওটা মারাত্মক।  সত্যতা প্রমাণ হলে জাস্টিস আনার পথে খুব বড় সহায়ক হবে।
  • অডিও | 2600:1002:b0c9:8ea4:848f:45b3:a846:712d | ১৯ আগস্ট ২০২৪ ২০:০৯536643
  • আর যদি সামান্য কিছু সত্য আর সেনসেসনাল পার্টগুলো ভুয়ো হয়, তবে, যেন প্রত্যক্ষদর্শী - সেরকম ভান করে চালান - অডিওর বক্তা সম্পর্কে কি বলা যাবে?
  • Sharmistha Chakraborty | ১৯ আগস্ট ২০২৪ ২২:২৪536661
  • তথ্যে বা সত্যে কারো ইন্টারেস্ট নেই। ব্যক্তিগত অভিজ্ঞতাই সব। পেইড রিভিউ, অ্যাড আর ফেক নিউজ একই ত্রিভুজের তিন কোনা। বাজার ধরা, উস্কানিমূলক, ভাইরাল পিয়াসী, পোস্টট্রুথ জমানা।
  • Suvasri Roy | ২০ আগস্ট ২০২৪ ০৬:১৪536672
  • সোশাল মিডিয়ায় গুজব ছড়ানো অনুচিত তবু বহু বহু লোক এটা করে থাকে। তাছাড়া সোশাল মিডিয়া যখন ছিল না তখনো তো গুজব রটত। বরাবর গুজব রটে। মনে রাখতে হ'বে - যে মাধ্যমেই রটুক না কেন, কিছু কথা রটে সত্যি, কিছু কথা রটে মিথ্যে আর কিছু কথা রটে সত্যি-মিথ্যা মেশানো। খোঁজখবর করে গুজব থেকে সত্যি / মিথ্যা বার করার সময় ক'জনের থাকে? তবে বেশিরভাগ লোকই গুজব, gossip, এটা ওটা হাওয়ায় ওড়া খবর শুনে মজা পায় এবং চাটমশলা লাগিয়ে সেটাকে ফের ছড়ায়৷ 
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:3c5:816b:a2d1:4405 | ২০ আগস্ট ২০২৪ ১০:০৬536681
  • সরকারেরই সত্যে ইন্টারেস্ট নেই। সত্য চাপা দিতে উঠে পড়ে লেগে গেছে। এরকম সময়ে লোকে গুজবেই ভরসা করে।
     
    বিকাশবাবুর (নির্য্যাতিতার উকিল) নাম করে কেউ একটা তার বাবা মাকে দিয়ে ওকালতনামায় সই করানোর চেষ্টা করেছিল। সম্ভবতঃ আদালতে নিজেদের পছন্দের  কোন উকিলকে নির্য্যাতিতার পরিবারের হয়ে দাঁড় করানোর জন্য। বিকাশবাবু নিজেই জানিয়েছেন। এসব দুনম্বরী চালিয়ে যাচ্ছে যে দল ও সরকার তাদের বিশ্বাস করতে লোকের বয়ে গেছে।
  • যদুবাবু | ২১ আগস্ট ২০২৪ ০৬:৪৫536710
  • সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যাওয়া একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার। 

    তবে, গুজবের ফল কী সাংঘাতিক তার একটা উদাহরণ এই আর্শিয়ান আলমের ঘটনা। অল্ট-নিউজ়ের প্রতিবেদন দিলাম নিচে পড়ে দেখতে পারেন।

    https://www.altnews.in/arshean-alam-social-media-trial-alt-news-probe-finds-he-was-at-home-at-the-time-of-the-r-g-kar-rape-murder/

    এবার এই অল্ট-নিউজ়ের দৌড় আর কতদূর? এখনো তো দেখছি বিভিন্ন ফেসবুক প্রোফাইল, হোয়া চ্যানেল, টুইটারে ঘুরে বেড়াচ্ছে এইসব বিশ্রী জিনিষ। 
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:e081:61d6:c36a:1ea | ২১ আগস্ট ২০২৪ ০৭:১২536711
  • সংবাদপত্রের বিশ্বাসযোগ্যতা দেখা যাচ্ছে সরকারের বিশ্বাসযোগ্যতার চেয়ে বেশী। কার দোষ? 
     
    সরকার মানুষের এমপ্লয়ী। নিজেদের বিশ্বাসযোগ্যতা বজায় না রাখলে সেই এমপ্লয়ীর দাম কি?
  • যদুবাবু | ২১ আগস্ট ২০২৪ ০৭:৩০536712
  • আমি লেখা শুরুই করেছি এই বলে যে পাবলিক ইন্সটিটিউশনগুলো নষ্ট করে দেওয়ার দোষ অথরেটারিয়ান রেজিমের। আবার, সংবাদমাধ্যম দায়শূন্য এমনও না। তারাও নিজেদের বিকিয়েছে। না বিকোতে চাইলে আদানি বা অন্য কেউ এসে কিনে নিয়েছে। নিরপেক্ষ কোটিকে গুটিক। নেই বললেই চলে। 

    ডিঃ আমি কোনো সরকারের-ই সেলসম্যান নই, সংবাদমাধ্যমেও কাজ করি না। আমি প্রতারিত আমজনতা। আমার সত্যি বলতে সবথেকে বেশি রাগ এই জন্য হয় যে কেন্দ্র-রাজ্য সবাই মিলে সরকারি শিক্ষার কোমর ভেঙ্গে দিয়েছে ও দিচ্ছে। 
  • Sharmistha Chakraborty | ২১ আগস্ট ২০২৪ ১৫:৪৪536720
  • @পলিটিশিয়ান, হ্যাঁ ঠিকই বলেছেন। গুজবের ঠেলায় পড়ে ভালো কিছুও তো হল! সরকার তো ধড়িবাজ, ক্যালাস এবং শয়তান বটেই। মানুষ যে নড়েচড়ে বসল তা তার অন্তরাত্মা কেঁপে উঠেছে বলেই। আর গুজবও তাতে যথাযথ ঘি ঢেলেছে নিশ্চিত। 
     
    আমি শুধু বলতে চেয়েছিলাম এতরকমে বহু মানুষ শকে চলে গিয়েছেন/অসুস্থ হয়ে পড়েছেন, স্রেফ ঘন্টায় ঘন্টায় নতুন নতুন ঘোড়ার মুখের বীভৎস খবর/ব্যক্তিগত অভিজ্ঞতা/আন্দাজ ইত্যাদি পড়তে ও পড়াতে গিয়ে। সেই দিকটাও। গুজবের খারাপ দিকটা হল এই।
     
    আলোচনাই তো হচ্ছে! আলোচনা স্রেফ ভালো ও মন্দ, সাদা ও কালো এভাবে কি হয়? বহুমতের একটা স্পেকট্রাম থাকলে ক্ষতি কি? 
     
    গুজবেরও ভালো মন্দ আছে বইকী! 
  • . | ২১ আগস্ট ২০২৪ ১৬:২৪536721
  • সিপাহী বিদ্রোহের শুরুটাও গুজব থেকেই হয়েছিল। শুধু গুজব নয়, সঙ্গে ছিল মঙ্গল পাণ্ডের ছোঁয়াছুঁয়ি জাতপাতের কুসংস্কার পর্যন্ত। কোন জিনিস যে কখন কীভাবে ঘিয়ে আগুন ধরায় আগে থেকে প্রেডিক্ট করা সম্ভব নয়।
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:4693:aeba:5b9:ccb3 | ২১ আগস্ট ২০২৪ ১৯:৫৯536723
  • যদুবাবু, আপনাকে সেলসম্যান বলা আমার উদ্দেশ্য নয়। দ্বিমত হওয়া মানেই আমি আপনাকে দালাল বলছি এমন না।
     
    সংবাদপত্র আর সরকারের মধ্যে অনেক তফাৎ। সংবাদপত্র একাধিক আছে। সরকার বা আর কেউ যদি কনভিন্স করতে পারে যে একটা সংবাদপত্র বাজে কথা বলছে তাহলে মানুষ অন্য কোন কাগজে সুইচ করতে পারে। সরকারের বেলায় একক মানুষের পছন্দের সরকার বেছে নেবার কোন সুযোগ নেই।
     
    তার চেয়েও বড় কথা, সরকার চলে আমার আপনার ট্যাক্সের টাকায় যেটা দেওয়া বাধ্যতামূলক। কাজেই সরকারের অবশ্যকর্তব্য আমাকে আপনাকে কনভিন্স করা তারা সত্যি বলছে। খবরের কাগজ আর একটা ব্যবসা। তারা সত্যি না বললে আমি রাগ করে অন্য কাগজ পড়ব, কিন্তু তাদের ওপর আমার অন্য কোন দাবী দাওয়া নেই। 
     
    একই যুক্তিতে সরকার আমাদের কর্মচারী। অসৎ কর্মচারী থেকে কি লাভ? সংবাদপত্র আমাদের কর্মচারী নয়।
  • PRABIRJIT SARKAR | ২১ আগস্ট ২০২৪ ২০:২৬536725
  • @যদুবাবু সত্য যখন জানা নেই যে যেটাকে সত্য মানে সেটাই তার কাছে সত্য।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:

RGKar
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন