এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পরীক্ষা ভীতি দূর করার ঊপায়- মতামত জানান

    bb
    অন্যান্য | ২৭ জুলাই ২০১২ | ৯৪১৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rimi | 85.76.118.96 | ২৮ জুলাই ২০১২ ০২:০৮565781
  • আমার সবরকম ছিল। পরীক্ষা দেবার আগে দশদিন ধরে না খেয়ে না ঘুমিয়ে থাকা স্রেফ ভয়ের চোটে, আবার রেজাল্ট বেরোনোর দশদিন আগে থেকে সেই এক ব্যপার। আর রেজাল্ট ভালো হলেও কনফিডেন্স কিছুতে আসত না। একদম যা তা ব্যপার।

    আর এইটা কবে থেকে শুরু হয়েছিল তাও জানি। ক্লাস ফাইভের আগে আমার পরীক্ষা নিয়ে কোনৈ মাথাব্যথা ছিলো না। বাবা মারও না। কিন্তু ক্লাস ফাইভে যেই না মার স্কুলে ভর্তির পরীক্ষা দিলাম, আর সেই পরীক্ষার অংকে পঞ্চাশে পাঁচ পেলাম, ব্যাস!! সেই যে জীবনে চাপ শুরু হল.....
  • VB | 161.141.84.221 | ২৮ জুলাই ২০১২ ০২:১০565803
  • কোন্‌ জোকার? সেই ব্যাটম্যানে ছিলো যে?
  • rimi | 85.76.118.96 | ২৮ জুলাই ২০১২ ০২:১১565814
  • হ্যাঁ রে তিমি, আমি নিজেই নিজেকে একথাটা শোনাই সবসময়। যাতে ভুল করেও ছেলেটার উপর সেই এক চাপ দিয়ে না বসি।
  • VB | 161.141.84.221 | ২৮ জুলাই ২০১২ ০২:১৬565825
  • রিমির তার মানে রোগশান্তি হয়েছিলো প্রেমৌষধে!!!! সব টেনশন সত্যি ই দূর হয়েছিলো। হুর রে রে।
    ঃ-)
  • bb | 127.195.184.136 | ২৮ জুলাই ২০১২ ০২:১৭565836
  • আমার এই সিরিয়াসনেশটা নিয়েই ভয়। ও এত সিরিয়াস যে যখন বাড়ীর বাইরে যাবে এই সিরিয়াস হবার জন্য কোন এক্স্ট্রীম স্টেপ নিতে পারে বলে আমার ভয়। তাই আমি চাই যে ও যেন আমাদের সাথে থাকতে থাকতেই ফেলিওরকে ফেস করার মত মানসিক শক্তি অর্জন করতে পারে। একটা রাস্তা বন্ধ হলেই "জিন্দেগী শেস" নয় এটা বুঝতে পারে।
    গান শুনতে ভালবাসে, আইপডে শোনেও, কিন্তু পরীক্ষা এলে ভবি ভোলার নয় ঃ(।
    অথচ পরীক্ষা দিয়ে এলে আমরাও কি লিখেছে প্রশ্ন করি না, ঔ আর রিভিশন করে না- কারণ নইলে আবার টেনশন হবে। রেজাল্টের ৭দিন আগে থেকে টেনশন। ৯৭% এর মত মার্কস পায় যে মেয়ে- রেজাল্টের আগের দিন অবধি শিওর থাকে না পরীক্ষা কেমন হয়েছ- অযথা ভয় পায়!!!!
  • bb | 127.195.184.136 | ২৮ জুলাই ২০১২ ০২:১৯565847
  • রিমি - আপনার সঙ্গে সিম্পটম মিলছে। ওর এটা বেড়েছে গত ১ বছর। ভীতু ছিলই কিন্তু এ রকম নয়।
  • maximin | 69.93.244.108 | ২৮ জুলাই ২০১২ ০২:২০565865
  • ইয়ে আমি যেটা বলেছিলাম সিরিয়াসলিই বলেছিলাম।
  • Tim | 108.249.6.161 | ২৮ জুলাই ২০১২ ০২:২০565858
  • বিবি,
    বেসলাইনটাই এত উঁচুতে সেট করে ফেলেছে যে মুশকিল।

    আমার পরীক্ষা নিয়ে কোনদিন টেনশন হতোনা। জঘন্য সব পরীক্ষা দিয়েছি বিভিন্ন সময়ে। মন খারাপ হত খুব পরে, কিন্তু টেনশন না। আর আমার যাবতীয় ভালো পরীক্ষা দেওয়া আসলে একটা বাজে অঙ্ক পরীক্ষার ফলশ্রুতি।
  • হু , সেটাই | 24.96.119.120 | ২৮ জুলাই ২০১২ ০২:২২565866
  • আমারও শুরু টা ওরকম ই ছিল । অঙ্কে ক বিভাগ মানে আশি শতাংশের কম পেতেই টেনশন শুরু হলো ৬ এ । খ , গ এগুলো আবার কেও পায় নাকি ? পুরো এক্সিন্তেনস তাই গ্রেড বেসড হয়ে গ্যালো । অঙ্ক বুঝি , দিব্যি করি এদিকে পরীক্ষার খাতে পাতি যোগ-বিয়োগ এ ভুল করি । আসলে খাতা সম্নলে এলেই মা এর মুখ মনে আসতো আর তার পেছনে সব রিলেটিভ রা দাঁড়িয়ে আছে লাইন দিয়ে ।সব সালা ডাক্তার ইঞ্জিনিয়ার। তুমি সালা খ বিভাগ । কেমন একটা ফোবিয়া আর ব্যাড পারফর্মান্স এর সার্কল এ পড়ে গেলুম ।

    কেউ মারতো -বকত টা নয়। কিন্তু একটা চাপ । কি অসহ্য জিনিষ যাদের ওপর দিয়ে যায় সে জানে । তারপর অনেকদিন ভালো নম্বর এর মুখ দেখিনি । একটা টিপিকাল লাথখোর মাল হয়ে গেলুম । কুইজ এ ফার্স্ট - বিতর্কে ফার্স্ট ইতিহাস নিয়েই তর্ক কর্ছি কিন্তু ইতিহাস পরীক্ষার হলে বসলেই মনে হচ্ছে বাকিদের হাতের স্পীড বেশি ওরা কোশ্চেন এর উত্তর লিখে শেষ কর্বে আমি পারবনা। আল্টিমেটলি পারতুম ও না । কথা দিয়ে ভাবতে ভাবতেই সময় পেরিয়ে যেত ।

    অনেক বচ্ছর পড়ে , যখন সবাই ধরে নিয়েছে গন কেস , এক্সিসটেন্স বলতে যখন গাঁজা খাওয়া আর একা একা ঘুরে বেড়ানো তখন আবার অঙ্ক ধরেছি। স্কোরড ৯৮% । বাড়ির কেও জানেনা। জানাবার প্রয়োজন ও বোধ করিনি ।
  • কেও | 24.96.119.120 | ২৮ জুলাই ২০১২ ০২:২৪565868
  • পরীক্ষা নিয়ে টেনশন খাচ্ছে মানে নিজের এক্সিসটেন্স কে পরীক্ষার রেসাল্ট এর সঙ্গে এক করে ফেলেছে । সে যেভাবেই হোক। বাড়িতে বকুক না বকুক । যাই করুক। কোনভাবে একটা কানেক্ট হয়ে গেছে । ওই কানেকশন টা না কেটে দিলে যতই যাই করা হোক মুক্তি নাই ।
  • maximin | 69.93.244.108 | ২৮ জুলাই ২০১২ ০২:২৯565870
  • কেউ কেউ গুরু ধরাতে বলেছেন। এরকম উলটো চিন্তা কমই দেখেছি।
  • bb | 127.195.184.136 | ২৮ জুলাই ২০১২ ০২:২৯565869
  • মিনিদি ঐ পরীক্ষাটা- ওটা অনেকবার করেছি। শুনুন তাহলে মেয়ে অন্কে ১০০তে ১০০ বা৯৯এর নীচে পায় না (এখনো অব্দি), কিন্তু মাসে 4 হাজার দিয়ে টিচার রেখেছি এই কারণে। রোজ প্র্যাক্টিস করানোর সময় আমার বা মায়ের নেই, আর নতুন পদ্ধতি জানতে পারবে। আর আমরা দেখতাম যখন, অংক না বুঝতে পারলে অল্পতেই রেগে যেতাম।
    স্যর নিজে আমাকে বলেছেন যে ওর অন্কের টিচারের কোন দরকার নেই, যদি ও স্তেডি হয়।
  • bb | 127.195.184.136 | ২৮ জুলাই ২০১২ ০২:৩৩565872
  • কেও আপনি ঠিক।এটা আমরাই আমাদের ব্যবহর দিয়ে আরো re-inforce করছি। কিন্তু কোন কোন ব্যবহার দিয়ে সেটা ধরতে পারছিনা। নিজেদের ভুল ধরতে পারা মুশকিল।
  • VB | 161.141.84.221 | ২৮ জুলাই ২০১২ ০২:৩৩565871
  • এইখানে অনেকেই দেখা যাচ্ছে টিচারদের ছেলে মেয়ে!!!!
    গুরু খুবই বংশানুক্রমে অ্যাকাডেমিক লোকজনে ভর্তি, সেকথা মিথ্যা নয় তবে। বড় ভালো লাগলো।
  • bb | 127.195.184.136 | ২৮ জুলাই ২০১২ ০২:৩৬565873
  • Tim আপনি পড়াশুনায় এত ভাল তাও এই পরীক্ষা সম্বন্ধে ট্রিভিয়ালাইজেশন টা করতে পেরেছেন ও এখনো সেটা পারছেনা।
    আর ছেলেরা সাধারণতঃ একটু বিন্দাস হয় মেয়েদের তুলনায় এই পরীক্ষার ব্যাপারে।
  • bb | 127.195.184.136 | ২৮ জুলাই ২০১২ ০২:৪০565874
  • হু সেটাই- এই রকমই কোন ব্যাপার - ও চাপ খাচ্ছে - আর সেটা আমাদের প্রত্যাশা থেকেই হয়্ত। কিন্তু আমাদের পরিবারে ঐ রকম সান্ঘাতিক পড়ায় ভাল অনেক লোক নেই। তাই জানিনা চাপটা কোথা থেকে আসছে।
  • maximin | 69.93.244.108 | ২৮ জুলাই ২০১২ ০২:৪১565875
  • রোজ পরীক্ষা নিতে বলি নি। মাঝে মাঝে। টিচার দিয়ে হয়নি যখন, নিজেরা করলে ভালো হয়।

    প্রশ্নপত্র 'সেট' করতে হলে আপনাকেও ওর বই পড়তে হবে। আপনি ভালো প্রশ্নপত্র সেট করতে পারবেন না। ও মজা পাবে। এগুলোই হল এই সিস্টেমের অ্যাডভান্টেজ। ছেলে আমাকে দিয়ে করাত। অর্থাৎ খাটিয়ে নিত। সময়ের বহু আগে শেষ করে ভারি মজা পেত।
  • bb | 127.195.184.136 | ২৮ জুলাই ২০১২ ০২:৪৩565876
  • যাই হোক লিখতে থাকুন, কাল সকালে আবার দেখব। সবাইকে ধন্যবাদ এই মতামতগুলির জন্য, সব কটাই মুল্যবান- এর থেকেই হয়ত রসদ পেয়ে যাব।
  • bb | 127.195.184.136 | ২৮ জুলাই ২০১২ ০২:৪৭565877
  • মিনিদি ওটা আমি করি- ইন্টারনেটের যুগে এটা সোজা ব্যাপার। ওর মা কে বলে, আমাকে বলে শক্ত শক্ত অংক দাও, প্রশ্নপত্র বানিয়ে দাও। আমরা তাও এখানের ঐ নারায়ণা ইত্যাদি আই-আই-টি কোচিং এ দি নি কারণ ঐগুলো আমাদের পছন্দ নয়। ঐ factory model পছন্দ নয়।
  • maximin | 69.93.244.108 | ২৮ জুলাই ২০১২ ০২:৪৯565879
  • এই যে বললেন না, নতুন পদ্ধতি, তার মানে আপনি তাকে শেখাতে চাইছেন। অ্যাডভানটেজ আপনার। সেই অ্যাডভানটেজ ওকে কেড়ে নিতে দিন। অঙ্ক পরীক্ষা কেন? ক্লাস নাইনে ইতিহাস নেই?
  • VB | 161.141.84.221 | ২৮ জুলাই ২০১২ ০২:৫৫565880
  • আমারও মনে হচ্ছিলো ইতিহাস, ভূগোল, সাহিত্য, ব্যাকরণ---এইসব সাব্জেক্ট এর কথা।
  • ম্যাক্সিমিন | 69.93.244.108 | ২৮ জুলাই ২০১২ ০২:৫৬565881
  • ওর মা কে বলে, আমাকে বলে শক্ত শক্ত অংক দাও, প্রশ্নপত্র বানিয়ে দাও। তাহলে তো ঠিকই আছে। She wants to give her best. Let her!
  • Tim | 108.249.6.161 | ২৮ জুলাই ২০১২ ০২:৫৮565882
  • না আমার সুবিধে হলো আমি নন-অ্যাকাডেমিক বাড়ির লোক, যেখানে আমি বাদে কেউ শিক্ষকতা করেনি। তো, তাই নম্বর কেরিয়ার ইত্যাদি নিয়ে একটু রিল্যাক্সড সবাই। একটু আধটু চাপ খেতে যে হয়নি তা না, বিশেষত পাশের বাড়ির বন্ধু ফার্স্ট হলে এসব হবেই, কিন্তু অমানুষিক চাপ কিছু ছিলোনা। বাড়ির পরিবেশটা অন্যরকম হলে কি হতো বলা মুশকিল।
  • maximin | 69.93.244.108 | ২৮ জুলাই ২০১২ ০৩:০১565883
  • VB ক্লাস নাইনে ইতিহাস ভুগোল আছে কি? আমি ছেলের পরীক্ষা নিতাম ক্লাস সেভেন এইটে। মনে পড়ছে নাইনিতাল বেড়াতে গিয়েও এই কাজ করতে হয়েছিল। তখন সে সেভেনে পড়ে।
  • VB | 161.141.84.221 | ২৮ জুলাই ২০১২ ০৩:০৫565884
  • ক্লাস নাইনে ইতিহাস ভূগোল নেই? আমাদের সময়ে ছিলো। তখন ক্লাস নাইনে টেনের সবটা মিলিয়ে মাধ্যমিকের সিলেবাস। আমাদের ছিলো দুই পেপার বাংলা, এক পেপার ইংরেজী, এক পেপার অংক, এক পেপার প্রকৃতিবিজ্ঞান, এক পেপার জীববিবিজ্ঞান, এক পেপার ইতিহাস, এক পেপার ভূগোল। মেইন এই কটা, সঙ্গে সোসাল সার্ভিস ওয়ার্ক এডুকেশন এইসব মিলিয়ে আরেক পেপার। মোট নটা।
    তবে এ বাংলা মিডিয়ামের কেস, অন্য মিডিয়ামে হয়তো অন্যরকম ছিলো।
  • maximin | 69.93.244.108 | ২৮ জুলাই ২০১২ ০৩:১১565885
  • আমি আসলে ভুলে গেছি। আমিও তো ছোট-ই ছিলাম। :)
  • VB | 161.141.84.221 | ২৮ জুলাই ২০১২ ০৩:২৩565886
  • কেজি ওয়ানের কবিতার বইয়ে ছিলো-
    "আমি যখন ছোটো ছিলেম, ছিলেম তখন ছোটো
    আমার ছুটির সঙ্গী ছিলো ছবি আঁকার পোটো
    আমি যখন খেলতে যেতেম তেরাই নদীর পাড়ে
    নাগকন্যা আসতো ঘাটে শাঁখের নৌকো চড়ে।"
    ঃ-)
    লামা নিশ্চয় মনে করতে পারবেন।

    আরো ছিলো
    "একটি মাসি দুই মাসি তিনটি মাসি কইতো
    তাদের দেশের চীনাং নদী দুকূল ছেপে বইতো
    বইতো বলেই রইতো কি আর তাদের দেশের মধ্যে?
    থাকলে আমি বসিয়ে দিতাম রুলটানা এই পদ্যে।"
    ঃ-)
  • maximin | 69.93.247.219 | ২৮ জুলাই ২০১২ ০৩:৩৬565887
  • বিবি, ভেবে দেখলাম টিচার রেখে ভালোই করেছেন। ভিত্তিটা আরো সলিড হবে।
  • Abhyu | 109.172.116.143 | ২৮ জুলাই ২০১২ ০৩:৫১565888
  • এটা থেকে বেরোনো কঠিন। আমি নিজের কথা বলি। মাধ্যমিক পর্যন্ত সিরিয়াস ছিলাম না। বাবা এই নিয়ে দাদার কাছে দুঃখ করত। পরিষ্কার মনে আছে, মাধ্যমিক দিতে গিয়ে পাশের ছেলেকে গল্প বলেছিলাম - আগের দিন একটা ছেলে দেখি হনহন করে সাইকেল ঠেলতে ঠেলতে আসছে। বললাম কি রে কি হয়েছে? লেট হয়ে গেছে, খুব তাড়া, সাইকেলে ওঠার সময় পর্যন্ত নেই! বাবা বলছিল দাদা কতো সিরিয়াস ছিল, আর আমি মাধ্যমিকের পরীক্ষার হলে পর্যন্ত ইয়ার্কি মারি। সেই আমি নরেন্দ্রপুরে গিয়ে সিরিয়াস হয়ে গেলাম কেমিস্ট্রি নিয়ে। পুরো রিমিদির মতো কেস। কিছুতে সামলাতে পারি না (আর কপালজোরে খাতা দেখেন সন্তোষ মাজি,নরেন্দ্রপুরের অদ্ভুত নিয়ম, যে খুশি খাতা দেখবেন - কপালে থাকলে HKC, কিন্তু ঐ আমার কপাল)। সেই থেকে দেখি প্রচণ্ড চাপ। কেমিস্ট্রিতে ঝুলোলে ভালো অংক করেও তো কিছু হবে না। এই চাপটা থেকে বেরিয়ে আসতে অনেক সময় লেগেছিল (এবং তার সঙ্গে আমার কেমিস্ট্রির পারফর্মেন্সের কোনো সম্পর্ক ছিল না)। চাপটা কেটেছিল তখনই যখন আমি নিজে রিয়েলাইজ করেছিলাম যে আই আই টি পরীক্ষাই জীবনের সব নয়। এখন, সেটা আমাকে নিজেকে বুঝতে হয়েছিল। কেউ হেল্প করে নি। বিবির মেয়ের কপাল ভালো যে ওর বাবা মাও এটা নিয়ে ভাবছেন। আপনারাও বলুন যে মা, পরীক্ষায় ভালো করা নিশ্চয় জরুরী, কিন্তু তার থেকে জরুরী নিজে ভালো থাকা। একটা মাধ্যমিকের ফার্স্ট বয়ের নাম করো তো দেখি যে পরে মনে রাখার মতো কিছু করেছে? ওদিকে আমার পরিচিতদের মধ্যে অনেকের উদাহরণ দিতে পারি যাঁরা ছাত্রজীবনে বিশেষ ভালো ছিলেন না। যেমন আই এস আইয়ের জয়ন্ত ঘোষ। বি এস সি পর্যন্ত সেকেন্ড ক্লাস বোধ হয়। তারপর ধরুণ দীপেশ চক্রবর্তী - ফিজিক্স থেকে শুরু করে এম বি এ পর্যন্ত করেছেন নিজের লাইন খুঁজে পাওয়ার আগে। অতদূর যেতে হবে না, দমুদি তো নিজের স্কুলের গল্প লিখল ক দিন আগেই। তো, মেয়েকে উদাহরণ দিয়ে বলুন যে পরীক্ষাই সব নয়। পরিশ্রম করো, সিরিয়াস হও, কিন্তু আনন্দে থাকো, চাপ নিও না।
  • pi | 147.187.241.7 | ২৮ জুলাই ২০১২ ০৪:২২565890
  • নাঃ গুরু বলিনি। এমন কোনো নেটওয়ার্ক যেটাতে নিজের মত আরো অনেককে দেখবে। ইন্টার‌্যাক্ট করতে পারবে। দেখবে, জানবে, কতরকম কিছু করা যায়, লোকজন করে, ভালও করে। ঐ ডাক্তারি এঞ্জিনীয়ারিং ময় জগতের বাইরেও কিছু এক্সিস্ট করে। আর সেগুলো বেশ ইন্টারেস্টিং হয়। এমনিতে বন্ধুবান্ধবদের মধ্যে ইন্টারায়াকশন হলে সেই একি টেনশন ঘুরে ফিরে বেশি আসে বলে মনে হয়। বাস্তবের খুঁটিনাটি অ্যাচিভমেন্ট অনেক বেশি ম্যাটার করে যায় বলে মনে হয়।

    তবে আমাদের এক সিনিয়র দাদার কথা মনে পড়ে গেল।সেটা যদিও একটু বড় বেলার কথা। এক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে অভূতপূর্ব ভাবে যখন পড়া আর পরীক্ষার চাপ বেড়ে গেল আর সবার তাতে পুরো চাপা পড়া দশা, সেই সিনিয়র ( সে ড্রপ দিয়ে আমাদের সাথেই পড়ছিল, তুখোড় ছাত্র ছিল,, কিন্তু কুলকাল) বলেছিল, খারাপ করলে কী আর হবে, হাত পা তো আর কাটা যাচ্ছে না। মাথাও না। তাহলে আর চিন্তা কীসের। খুব ই অবভিয়াস আর সামান্য কথা। কিন্তু বল্লে আর ভাবলে হেব্বি কাজ হতো ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন