এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আন্দোলনের ইতিবৃত্ত

    htar91
    অন্যান্য | ২৪ আগস্ট ২০১৫ | ২৩৬০৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • topon | 190.148.69.210 | ২৪ আগস্ট ২০১৫ ১১:২৩685488
  • পাই

    আপনাকে সত্যিই চিনি না। আর কাওকে না জেনে, না চিনে তার সাথে শুধু শুধু অন্তর্জালে ঝগড়া চালিয়ে যাওয়ার মানসিকতা আমার অন্তত নেই। যদি IP-এড্রেস ট্রাক করে আপনি খোচাটা মারা শুরু না করতেন তাহলে কথা এতদূর গড়াত না। যাই হোক, আবার পরিস্কার করে বলি, কারকে মারার বা মার খাওয়ানোর মানসিকতা বা সময় বা রিসোর্সে কোনটাই আমার নেই। কিন্তু একটা সাধারণ চাবকানোর স্টেটমেন্ট তুলে এত দূর একটা বেকার ঝগড়া টেনে নিয়ে যাওয়া অর্থহীন।

    ইউনিভার্সিটি তে যেকোনরকম বেকার ঘেরাও এর আমি বিরোধী। নিজে JU-তে engg- এ পরার সময় বহু অর্থহীন ঘেরাও দেখেছি তুচ্ছ থেকে তুচ্ছতর ইসু তে। জানিনা আপনি JU-engg-এর কিনা, তবে ব্যক্তিগত ভাবে জেনে কোনো লাভ-ও নেই। বহুবার দেখা যে সব ইস্সুএর সাথে যাদবপুর এর আদৌ কোনো যোগাযোগ নেই, সেই ইসু নিয়ে VC- কে ঘেরাও করে সব শুয়ে পড়ল, আর বলা হলো যে উনি যেতে চাইলে ছাত্রদেরকে মাড়িয়ে বেরোতে পারেন। যেটা কোনো সুস্থ লোক করবে না। আর মিডিয়াকে বলা হলো আমরা তো ওনাকে জোর করে আটকাইনি।আর প্রতিবার নিজের চোখে খুব ভালো করে দেখা অল্প কিছু লোক এসবে মদত দেয় , আর বাকি ছাত্ররা জাস্ট ক্লাস বাংক করবে বলে কেটে পড়ে। আর যারা প্রতিবাদ করে, তাদের কে কি ভাবে প্যাক দেওয়া হয় আর হারাস করা হয় , সেটাও দেখা। যখন নিজে পড়তাম, তখন দেশ বিদেশ দেখার সুযোগ হয়নি, আর বেশি প্যাক বা হুমকি হজম করার দম ও ছিলনা , আমাদের বেশির ভাগেরই ছিল না, তাহলে হয়ত আজকে অবস্থা এতটা খারাপ হত না। আজকে যখন বিদেশে বসে নিজের কলেজ কে নিয়ে হাসি ঠাট্টা শুনি, তখন জাস্ট কষ্ট হয় ।

    যাই হোক , একবার পাস করে বেরোনোর পরে আমার বা অন্য ওখানে সরাসরি নাক গলানোর কোনো অধিকার আছে বলে আমি মনে করি না। একবার বেরিয়ে গেলে আমার অধিকারের সীমা ওখানেই শেষ। কিন্তু সেটা যদি অন্য কেও করে, বেরিয়ে যাওয়ার পরেও ওখানকার ছাত্রদের অস্কায়, তাহলে তাকে বহিরাগত হিসেবেই দেখব। অন্য কেও অন্য ভাবে দেখতেই পারেন, যেটা যার স্বাধীনতা। কিন্তু একজনের স্বাধীনতা অন্য জনের ভবিষ্যত প্রভাবিত করতে পারলে তাদের আরো দায়িত্ববান হবার দরকার, শুধু প্রতিবাদী নয়।

    যাই হোক , আমার কোনো কথায় আপনি আঘাত পেলে আমি দুক্ষিত। এখানে আমি রেগুলার লিখি না , কিন্তু কিছু কিছু বিষয় নিয়ে মতামত দিতে ভালো লাগে বা ইচ্ছে করে , ব্যাস এটুকুই।
  • cm | 127.247.97.213 | ২৪ আগস্ট ২০১৫ ১১:২৩685477
  • দুর মোবাইলে লিখতে এত সময় লাগে।
  • cm | 127.247.97.213 | ২৪ আগস্ট ২০১৫ ১১:২৭685499
  • দুঃখিত লেখা কিন্তু দুক্ষিত লেখার চেয়ে সোজা।
  • topon | 190.148.69.210 | ২৪ আগস্ট ২০১৫ ১১:২৯685510
  • ওটা কি করে লিখব ? try করলাম , কিন্তু এলো না।
  • সে | 94.75.173.148 | ২৪ আগস্ট ২০১৫ ১১:৩২685521
  • du:xit এইভাবে লিখুন।
  • সে | 94.75.173.148 | ২৪ আগস্ট ২০১৫ ১১:৩৩685532
  • du:khit

    আগের পোস্টে ভুল লিখেছি।
  • topon | 190.148.69.210 | ২৪ আগস্ট ২০১৫ ১১:৪০685543
  • এবার হয়েছে। "দু:খিত" । সে-কে ধন্যবাদ।
  • cm | 127.247.97.213 | ২৪ আগস্ট ২০১৫ ১১:৫২685554
  • আমাকেও একটা ধন্যবাদ দেওয়া উচিত ছিল। আমি এই বাজারে সাহস করে বললাম বলেই তো সে লিখলেন। তবে বানানের কথা বলায় আপনি যে রাগ করেননি তার জন্য ধন্যবাদ।
  • সে | 94.75.173.148 | ২৪ আগস্ট ২০১৫ ১১:৫৪685565
  • | 213.132.214.155 | ২৪ আগস্ট ২০১৫ ১২:০৩685588
  • তপন বাবু , এত আর দুঃখিত হলেন। ভাবা যায় না!! ঃ))
  • topon | 190.148.69.210 | ২৪ আগস্ট ২০১৫ ১২:০৩685577
  • হা cm-দা, ওটা ভুল হয়ে গেছে। আপনাকেও অনেক ধন্যবাদ। আরে এখানেই একমাত্র বাংলা লেখার একটু সুযোগ পাই, আর সারাদিন তো ম্লেচ্ছ ভাষা নিয়ে থাকতে হয়। বাংলা বানানের মা-মাসি হয়ে গেছে একেবারে।

    সেই বাংলা লেখার ইন্টারেস্ট এ অনেক সময় কিছু আলপটকা কমেন্ট হয়ে যায় নাম-কা-বাস্তে, যেটা হয়ত মিন করিনি, জাস্ট কথার কথা , কিন্তু সেটা নিয়ে যে এতদূর জল গড়াতে পারে, সেটা জানা ছিল না। এরপর থেকে আরো সাবধান হতে হবে। একেবারে কমেন্ট বন্ধ করলেই সবথেকে ভালো, সময় বাঁচে অনেক। তবে যাদবপুর এ আমরা নিজের সময় মুখ বুজে থেকে আজকে কি হাড়ির হাল হয়েছে তো দেখি, তাই মুখ (মানে হাত) খুলে যায় মাঝে মাঝে।

    আর নিকে তো সবাই লেখে দেখি, ওটা কোনো দোষ বলে এখনো ভেবে উঠতে পারলাম না।
  • Prodosh Mitron | 152.4.213.25 | ২৪ আগস্ট ২০১৫ ১২:০৭685599
  • না, তার আগে তোর্ সিধু-জ্যাঠার কাছে একবার যেতে হবে তোপসে
  • kc | 198.71.200.228 | ২৪ আগস্ট ২০১৫ ১২:০৯685610
  • তপনের জদুপুর কোন ব্যাচ? এপাতায় যদুপুর একদম থিকথিক করে।
  • তাপস | 122.79.39.136 | ২৪ আগস্ট ২০১৫ ১২:১৬685632
  • আরে মিত্রোঁ, সুব্বুই তো সেই। কী যে বলিস না!
  • topon | 190.148.69.210 | ২৪ আগস্ট ২০১৫ ১২:১৬685621
  • 1999 । বহুদিনের পুরনো পাপী। তবে যোগাযোগ বেশ ভালই আছে এখনো।
  • kc | 198.71.200.228 | ২৪ আগস্ট ২০১৫ ১২:২২685643
  • ওহ, ৯৯? আমরা তাহলে বৃদ্ধ প্রপিতামহ।
  • | 213.99.211.18 | ২৪ আগস্ট ২০১৫ ১২:৩২685654
  • কেসি বৃদ্ধ পিতামহ হলে আমি তো প্র-প্র-প্র বৃদ্ধ পিতামহ। ঃ)
  • a | 212.52.36.50 | ২৪ আগস্ট ২০১৫ ১২:৫৫685665
  • পাইকে
    দয়া করে অন্য কোন বাবুর সাথে আমাকে গোলাবেন না। আমি এখানে একটি নিজেই লিখেছি শুরু থেকে এখন অবধি।

    আপ্নাকে ব্যক্তি আক্রমন করেই বা আমার লাভ কি বলুন তো? আপনাকে বা কাউকেই ট্রোল করিনি তাই আপ্নার অভিযোগগুলি মাঠে মারা গেল।
  • pi | 233.176.11.82 | ২৪ আগস্ট ২০১৫ ১৩:১২685676
  • তপনবাবু,
    হয়তো নতুন লিখছেন, অভ্যেস হয়ে যাবে। কোথায় কী লেখেন , সেটা মনে রেখে সেইমতো নিজের পরের পোস্টটা করলে একটু ভাল হয় আর কি।

    আপনি লিখেছেন, 'যদি IP-এড্রেস ট্রাক করে আপনি খোচাটা মারা শুরু না করতেন তাহলে কথা এতদূর গড়াত না।'''

    বিপদার টইতে বিপদার পোস্ট ছিল, যাদবপুরে কলরব হওয়ার কারণ আর্টস ফ্যাকল্টি । পেশাদারী সাবজেক্ট নিয়ে যাঁরা পড়েন, তাঁরা এসবে যান না। আমি তার উত্তরে লিখেছিলাম, 'যাদবপুরে ইঞ্জিনীয়ারিং এর লোকজন কলরবে ছিল না !
    লোকে না জেনে কত কনফিডেন্টলি কত বাজে বকে যেতে পারে !'

    এই পোস্টটা আপনাকে করার কোন কারণই নেই, কারণ আপনি লিখেছিলেন, প্রথম দু বছরের ইঙ্জিনীয়ারিং এর লোকজনকে কলরবে থাকতে দেখেছেন।
    অথচ আমার পোস্টের উত্তর আপনি আমাকে লিখলেন,

    'ন্যাকামি করছেন কেন ? ছিল না কে বলেছে ? নিজে খুব ভালো করে দেখেছি প্রথম আর দ্বিতীয় বছর এর ছাত্ররা খুবই থাকে, কারণ তখন পড়াশোনার চাপ কিছু থাকে না, কলরবের নাম করে একটু বাজার গরম করলে আর আর্টস এর মেয়েদের সাথে একটু ঘোরাঘুরির চানস পেলে ক্ষতি কি ? TV পর্দাতে মুখ-ও এসে যেতে পারে, আজকাল তো ২৪ ঘন্টার যুগ। কিছু ক্লাস টেস্ট পেছনো যায় , পরে প্রফেসর এর কাছে গিয়ে কাতর অনুরোধ করা "এক সাথে কি করে এত টেস্ট দেব স্যার, একটু সোজা করে দিন"। আর স কলড আন্দোলনের নাম করে কিছুদিন ক্লাস ব্যাঙ্ক হলে খারাপ কি ? এবার সেই ছাত্ররাই যখন তৃতীয় আর চতুর্থ বছর এ যায়, তখন দেপার্তমেন্তাল সাবজেক্ট থাকে অনেক বেশি, প্লাস ৪থ য়িয়ার এ কাম্পাসিং এর হাতছানি, তখন তাদের কজন যায় কলরব করতে ? একটু স্ট্যাটিসটিক্স দেবেন নাকি ? নিজেও খুব বেশিদিন আগে বেরোইনি ওখান থেকে , তাই আপনার স্ট্যাটিসটিক্স ভালিডেট করতে অসুবিধা হবে না।'
    -----
    অবশ্যই খুব ভদ্রভাবে বলেছেন, সন্দেহ নেই। অবশ্য এটা নতুন বাংলা লেখার ঝোঁকেও হয়ে যেতে পারে। যেমন নতুন বাংলা লেখা ঝোঁকে লিখলেন,
    --
    'এদেরকে জাস্ট চাবকানো দরকার, আর এদের পেছনে যে হেড়ে মাথাগুলো আছে, তাদের কেও।'
    'যারা এসব করছে, শুধু তাদের নয়, তাদের পেছনে পালের গোদা মাথাগুলোকে না চাবকালে এই নুইসেন্স বন্ধ হবে না। তবে মমতার বাকি যাই সমর্থন করি আর না করি, এদেরকে ডান্ডা মেরে ঠিক করতে গেলে মমতার মত লোকই পারবে।' ( যদিও পরে বলেছেন, 'আমি কারকে মারার কথা বলিনি....কারকে মারার বা মারানোর সময় বা ইচ্ছা কোনটাই আমার নেই, বরং মনে হয় মার খেতে আপনাদের নিজেদের ইচ্ছা সবার থেকে বেশি
    ---

    আপনি এসমস্ত ক্যাল ফ্যালের কথা বলার পরে তবেই আমি জানতে চাই আপনি এই হুমকিগুলো ভার্চুয়ালি দিচ্ছেন কিনা। স্বনামেও দেবেন কিনা।
    আপনি জানান,
    'অন্তত আমি নিজের নাম ব্যবহার করেছি, কোনো নিক নয়। '

    তো দেখলাম, এই আইপি থেকেই গুরুতে অন্য নামে পোস্ট হয়। তখনি আইপি র কথা তুলেছিলাম।
    আইপি র কথা তার আগে আসেইনি।

    এখন অবশ্য নিকে লেখার কথা বলেছেন, এও বলেছেন, 'নিকে তো সবাই লেখে দেখি, ওটা কোনো দোষ বলে এখনো ভেবে উঠতে পারলাম না। ঃ)

    হতে পারে, আগেরটাও নতুন বাংলা লেখার ঝোঁকে লিখে ফেলেছেন।

    আর হ্যাঁ, ওটাকে কেউই দোষ বলেনি। আমি তো বলিইনি। কী বলেছি, সেটা স্পষ্ট করেই লিখেছি, বারবার ঐ নিক নিয়ে কী দোষ হল, আমার pi ও তো কিন, এগুলো বলে ছায়াযুদ্ধ করার মানেই নেই। যেমন মানে নেই, আগেও বলেছি, আমি বিখ্যাত , তাই আপনার আমাকে চিনতে হবে, আমি এরকম দাবির উত্তরে আপনার পোস্টগুলোর। কারণ এরকম কোন দাবিই আমি করিনি। আমার কলরবের ঘণ্টায় ঘণ্টায় আপডেট দেখেছেন, অন্য নানাবিধ ব্যাগড়াবাদী পোস্ট দেখেছেন, কিন্তু আমার নাম দেখেননি, জানিয়েছেন আমি আসল নাম ধাম গোপন করি, এটা খুব অস্বাভাবিক লেগেছিল, তাই বলেছিলাম।

    ঠিক তেমনিই, 'অন্যদের নাম প্রকাশ করাতে এত আগ্রহ, প্রায় হুমকি দিয়ে বলেন অন্যদের নাম প্রকাশ করতে, ' , আপনর এই পোস্টটিও আমার মুখে কথা বসিয়ে ছায়াযুদ্ধই ছিল । কারণ আমি এরকম হুমকি কাউকেই দিইনি।
    আপনার পোস্টের পরে একজন এসে লিখে যান,
    গুরুর অনেক পাবলিকের উপরও প্রশাসনের নজরদারি ও প্রয়োজনে চাব্কানির দরকার আছে।'

    আমি তার উত্তরে লিখিঃ
    'আপনি নামধাম প্রকাশ করছেন না কেন ? কার নজরদারি বা চাবকানির ভয়ে ? ঃ)'

    আমি কোথায় কাকে নামপ্রকাশের হুমকি দিয়েছি, জানতে চাইলে দেখাতে পারবেন না, ঠিক যেমন পারেন নি, ট্রোলিং সম্বন্ধে অভিযোগ আমাকে কেন করেছিলেন, তার কারণ দর্শাতে বা আমার কোন ট্রোলিং পোস্ট দেখাতে।

    আমাকে কোনরকম না চিনে, না জেনে, আপনি জেনে গেছেন, মিডিয়ায় ছবি বের করার জন্য, যশোলোভে আমি গরীবদের পথে বসাই, তিলে তিলে মারি ইত্যাদি ইত্যাদি।

    যাই হোক, এরকম অনেক কিছুই আপনি জানেন। যাদবপুর থেকে বেশিদিন আগে না বেরোনোর সুবাদেও অনেক কিছু জানেন।
    এখন জানলাম, আপনার কিছুদিন আগে যাদবপুর থেকে বেরোনোটা বছর পনেরো আগের ব্যাপার। আপনিই বলেছিলেন, 'আর লোকের মুখে ঘাস খাওয়া নয়, নিজে যাদবপুর এ পড়ার সময় দেখা এ সব ' , সেখান থেকেই আপনার জানা, 'কলরবের নাম করে একটু বাজার গরম করলে আর আর্টস এর মেয়েদের সাথে একটু ঘোরাঘুরির চানস পেলে ক্ষতি কি ? ট পর্দাতে মুখ-ও এসে যেতে পারে, আজকাল তো ২৪ ঘন্টার যুগ। '

    এসবই জেনে যাওয়ার ক্ষমতা রয়েছে আপনার, হতেই পারে ঃ)

    এনিওয়ে, এখন যে টোনে যে কথাগুলো বলছেন, সেভাবে বললে তর্ক বা আলোচনাতে অসুবিধে হতনা, কিন্তু দুঃখের বিষয় সেটা আপনি করেন নি, এবং তার দায়টা যেহেতু আমার ঘাড়ে চাপিয়েছেন, তাই এই ক্ল্যারিফিকেশনের দায় না থাকলেও, দিয়ে দেওয়া ঠিক মনে করলাম।
    আর কোন বাদানুবাদ বা কোনোরকম ইন্ট্যার‌্যাকশনের ইচ্ছা নাই।

    ভাল থাকবেন।
  • PT | 213.110.246.23 | ২৪ আগস্ট ২০১৫ ১৩:৩২685688
  • "উপাচার্যের উপর মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হওয়া বা প্রশাসনিক অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে কোনও আইনি নিষেধাজ্ঞা নাই, কিন্তু আপন পদকে মর্যাদা দিলে প্রশাসন হইতে নিজেকে শতহস্ত দূরে রাখাই এই ধরনের পদাধিকারীদের স্বাভাবিক কর্তব্য।"

    যখন বিশ্ববিদ্যালয়ের মেন্টর দলের প্রধান সরকারী দলের MP তখন ধরে নেওয়া যেতে পারে যে সেই মেন্টর দলটি সরকারের বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সিদ্ধান্তর সঙ্গে খুব নিবিড় ভাবে জড়িত। সেইক্ষেত্রে সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কি করে সরকারী থাবা থেকে শতহস্ত দূরে থাকতে পারে?

    যারা অনিলায়ন নিয়ে গুচ্ছের ন্যাকাপনা করেছিল আর করেই চলেছে, তারা কোনদিনই বুঝতে চায় না যে এ দেশে traditionally উপাচার্য (এবং সমতুল্য) জাতীয় পদগুলো রাজনৈতিক। এমনকি স্বাধীনতার পরে পরেও এই জাতীয় পদের জন্য যাঁদের বাছা হয়েছিল তাঁরা প্রায় সকলেই সরকারী দলের কাছের মানুষ ছিলেন।
  • cm | 127.247.97.213 | ২৪ আগস্ট ২০১৫ ১৩:৪৮685699
  • মেন্টর বসু কি কদিন আগে লংডং সফরেও সঙ্গী হয়েছিলেন?
  • কল্লোল | 230.226.209.2 | ২৪ আগস্ট ২০১৫ ১৫:০৪685710
  • পিটি উবাচ - "যারা অনিলায়ন নিয়ে গুচ্ছের ন্যাকাপনা করেছিল আর করেই চলেছে, তারা কোনদিনই বুঝতে চায় না যে এ দেশে ত্রদিতিওনল্ল্য উপাচার্য (এবং সমতুল্য) জাতীয় পদগুলো রাজনৈতিক। এমনকি স্বাধীনতার পরে পরেও এই জাতীয় পদের জন্য যাঁদের বাছা হয়েছিল তাঁরা প্রায় সকলেই সরকারী দলের কাছের মানুষ ছিলেন।"

    তবে আর ক্ষমতায় না থাকলে "শিক্ষাকে রাজনীতি মুক্ত রাখতে হবে বলে "গুচ্ছ ন্যাকাপনা" করে কেন রাজনৈতিক দলেরা!! এখনও করছে।
  • a | 213.219.201.58 | ২৪ আগস্ট ২০১৫ ১৫:৪৭685721
  • আর হ্যা, পাই যেহেতু আমার কিছু মন্তব্য নিয়ে বক্তব্য রেখেছেন, তাই বলি

    -------------------
    আমি ভাটে লিখেছিলাম, দু'জন ছাত্র 'নাকি' হসপিটালাইজড হয়েছে , সেখান থেকে শুরু হল নানা জায়গায় আমাকে আক্রমণ ( ইন্টারেস্টিং লাগলো বলেই আইপি দেখতে গিয়ে দেখি, সবই প্রায় একই জায়গা থেকে, নানা নামে ঃ)) , তারপর আমি 'নাকি' বলেছি বলার পরেও বিশ্বাস করা গেলনা, পিছিয়ে পড়ে 'ভ্যালিডেট' ও করা গেলনা, অন্য একজন এসে সেই খবরটা কনফার্ম করে গেলেন, না তারপরেও আমাকে দেওয়া গাল, খিস্তি গুলো প্রত্যাহার হলনা।
    ----------------------

    হস্পিটালাইজড এর খবরের কথাটা আমি জিগেস করেছিলাম, নাকি/ভ্যালিডেটও আমারই। তার পরে, পাইকে, আমি অন্তত আর কিছু লিখিনি। খিস্তি তো দিই ই নি। যেটুকু যা দেখলাম, আমার আইপি কারুর সাথে মেলেও নি, মেলার কথাও নয়। আবার বলি, ব্যক্তি আক্রমণ করা খুব একটা স্বভাবে নেই, যদি না কেউ সিরিয়াসলি ডিমান্ড করে, যথা স্বর্নেন্দু, রিদ্ধি ইত্যাদিরা।

    সুতরাং অর্থহীন দায় চাপাবার আগে একটু ভেবে লিখবেন।

    আর এটাও একটু খেয়াল রাখবেন যে আপনি লিখেছিলেন "... যে কোন জায়গায় আমাকে দেখলেই হোক্কলরবের আপডেট জানতে চাইবার দরকার নেই..." এবং তারপর থেকে প্রেসির কথা জানতে চাইবার আগে পর্যন্ত ডাইরেক্ট বাক্যালাপ করার প্রয়োজন অনুভব করিনি।
  • PT | 213.110.246.23 | ২৪ আগস্ট ২০১৫ ১৬:৪১685732
  • কল্লোলদা, ঠিক, একেবারেই ঠিক।

    তবে এইসব পদের মানুষের সঙ্গে সরকারের নৈকট্য অস্বীকার করার কোন কারণ নেই। মহালনবীশ ইত্যাদিরা নেহেরুর খুব কাছের মানুষ ছিলেন। আর সেই সময়ে কংগ্রেস করাটাই দস্তুর ছিল। কাজেই কেউ কিছু মনে করত না। আর কংগ্রেস করার জন্যেও হতে পারে আবাপ এঁদের নিয়ে সম্পাদকীয় লিখত না। বিধান চন্দ্র রায় ১৯৪২-১৯৪৪ CU-র VC। চারুচন্দ্র বিশ্বাস CU-র VC ছিলেন ১৯৪৯-৫০-দাপিয়ে কংগ্রেস করেছেন। খুঁজলে তালিকা দীর্ঘতর হবে। সমস্যা শুরু হল এই পদের মানুষদের বাম দলের সঙ্গে নৈকট্য স্থাপিত হওয়ার পর থেকে।

    কিন্তু একই সঙ্গে লক্ষণ রেখা টানার একটা ব্যাপার আছে। প্রেসিডেন্সির মেন্টর দলের প্রধানের সরকারী দলের হয়ে MP হওয়ার কারণে সেই সম্ভাবনার একেবারেই জলাঞ্জলী হয়েছে।
  • h | 213.99.211.133 | ২৪ আগস্ট ২০১৫ ১৭:৫০685733
  • পিটি ঠিক ই বলেছেন। ত্রিগুণা সেনের চেনা না হলে যেমন যদুপুরে কলকে পাওয়া যেত না। কংগ্রেস সমর্থন না করলে, বা দিল্লী তে যোগাযোগ না থাকলে বিশ্বভারতীর ভিসি হওয়া সম্ভব হত না। তবে অম্লান দত্ত র গান্ধীবাদী হওয়া আর সুগত বসু র হওয়ার মধ্যে একটা পসন্দ হল, একটা হল না হতে পারে কি আর করা যাবে।

    বিশ্বভারতীর ক্ষেত্রে বলতে পারি, ডাউনহিল জার্নি শুরু অনেকে বলেন নিমাইসাধন বসুর সময় থেকে, আমার মতে সেই সময় থেকে যখন অনিল চন্দ এম পি, যখন নতুন স্বাধীন হওয়া দেশের কেন্দ্রীয় সরকার, কেন বিশ্বভারতীর দায়িত্ত্ব নেবে না সেটাই প্রশ্ন। সুধীরঞজন দাশ কংগ্রেসী ছিলেন কিনা জানি না, তবে কংগ্রেস সরকারের কাছের লোক ছিলেন, নিজের কাছের শান্তিনিকেতনের ছাত্রদের অধ্যাপনার কাজে ফিরিয়ে এনেছিলেন। মুশিরুল হাসান, সম্পূর্ণ কংগ্রেসের লোক, কিন্তু এক ই সংএ মুশিরুল হাসান, নুরুল হাসান বা মহম্মদ হাবিব ও তাই। তপন রায়চৌধুরী পড়লে বোঝা যায়, আগে পুরো ই এলিট নেপোটিজম দিয়ে লোক জন চান্স পেতো। হরিচরণ বন্দ্যো কে রবীন্দ্রনাথ নেপোটিজম করে চাকরি দিয়েছিলেন বলা যায়। কিন্তু কেস হল, সুগত বোস আর হরিচরণ কি এক? আর তাছাড়া এক হলেও এখন নির্দিষ্ট ফেসলেস বুরোক্রাসির মধ্যে দিয়েই মানুষ আসা জরুরী, নইলে দলিত মুসলমান মার্জিন রাজ্য মপস্বলের লোক রা কখনো ই চান্স পাবেন না। এবং এই আরেকটা কারণ, এই বিদেশ থেকে 'চেনা' কৃতি দের নিয়ে এসে কালেজ ধন্য করানোর স্কিমের আমি বিরোধী। পিটি দা ঠিক ই বলেছে।
  • h | 213.132.214.156 | ২৪ আগস্ট ২০১৫ ১৮:০২685734
  • এবং আরো গল্প আছে, মাকু বামপন্থী দের পরবর্তী কালে যখন পোমো পোকো রা ক্ষমতায় এসেছেন, ডন হয়েছেন, সোশাল সাইন্সে বিশেষত তাঁরা বিশেষ কাউকে ঘেঁষতে দেন নি, ঠিক আমেরিকার ক্রেডিট ক্রাইসিস এর পরে যেমন জানা গেল, ওয়ার্নিং এসেছিল তবে নামী ইকোনোমিক্স ডিপারটমেন্ট থেকে আসে নি। এটা দলীয় আনুগত্য ছাড়াই সম্ভব হয়েছে। কাজে কাজেই, ইন্টিগ্রিটি এবং লিবেরেলিস্মো অনেকাংশে ব্যক্তিগত ব্যাপার। আর আকাডেমিক অ্যাকসেপ্টেবিলিটি ও তাই। অশোক সেন কোনো দিন এম পি হবেন না, আর মেন্টর ও হবেন না, কি আর করা যাবে, জেনু সমস্যা হল, ভালো অ্যাকাডেমিক ছাড়া কালেজ চালানো যাবে না, তা না, কিন্তু গ্রহণযোগ্যতা করে দেবে কে? একটা ডিভিসন অফ লেবার করে , অ্যাডমিন চালানো যায়। জানিনা সঠিক পদ্ধতি কি? তবে সাষ্টাংগ প্রনাম টা সঠিক কিনা জানি না, কি চাপ।
  • cm | 127.247.96.19 | ২৪ আগস্ট ২০১৫ ১৮:১৩685735
  • কং, বাম এমনকি বিজেপি দল হলেও তৃণমূল একটু অন্য ধরনের। পিওর ধান্ধাবাজ বললে ভাল। একে বারে চেন্নাইএর পিওর ভেজিটারিয়ান হোটেলের মত।
  • h | 213.132.214.155 | ২৪ আগস্ট ২০১৫ ১৮:২৬685736
  • আমি সিএম এর এই মতটা সমর্থন করতে পারছি না। আমি টি এম সি করে অনেক ভালো ভালো ছেলে মেয়ে দেখেছি, কি উপকারী ভাবা যায় না। কোনো সিপিএম আমাকে অত ভালোবেসে কথা বলে নি কোনোদিন। নকুরা তো রোগা এবং রাগী এবং কবিতা ইত্যাদি। আমার প্রিয় বন্ধুরা অনেকেই টি এম সি। তবে একাধারে গুন্ডা এটা একটা বিরাট সমস্যা। সব সময়েই ঝগড়া হয়।

    এইবার একটা কেস আছে, একটা দল মূলতঃ জবলেস গ্রোথ এর আমলে উঠে এসেছে, কংগ্রেস যদি উকিল দের দল হয়, বাম পার্টি যদি অধ্যাপক আর কেরাণী আর পরে পাড়ার মোড়ল দের দল হয়, নকু রা যদি কবি আর সোশাল সায়েন্টিস্ট দের হয়, তাইলে বিজেপি মূলতঃ ট্রেডার আর কনজারভেটিভ হিন্দু দের, পার্টিশনে ঘরছাড়া দের আর টি এম সি, সিভিল কনট্রাকটর দের দল, বিশেষ করে যখন তারা ভূমি সংস্কারে ক্ষতি গ্রস্ত দের সঙ্গে যুক্ত হচ্ছে, এতে অসম্মানের কিছু নেই, একটা প্রফেসন আরেকটা প্রফেসনের থেকে বড় বা ছোটো কি করে হবে। এটা ভবিতব্য খানিকটা, পলিসি র ফলাফল বাকি টা। কাশ্মীরে প্লেবিসাইট হলে, হুরিয়াত তৈরী হত কিনা সন্দেহ।

    একেকটা একেকটা প্রফেসন/ট্রেড বিভিন্ন পলিসি আর সময়ের কারণে গুরুত্ত্বপূর্ণ হয়ে উঠছে। যদি ৯১-৯২ এর বাজেট না আসতো, আদানি তৈরী ই হত না। ইত্যাদি।
  • h | 213.132.214.156 | ২৪ আগস্ট ২০১৫ ১৮:৪৬685737
  • নেতৃত্ত্বের কথা বলছি। কংগ্রেস উকিল দের দল হয়েছে, কারণ দেশী নেতাদের ঐ একটাই সরকারী ভাবে গ্রহণযোগ্য ফোরাম ছিল, তার আগে ফার্সী আর্বী বুরোক্রাসি তো শেষ হয়ে গেছে, অবভিয়াসলি ল্যান্ডেড জেন্ট্রি পরে সেটা গ্রহণ করে। একটা দল বলেই সবাই খারাপ ভালো এরকম হয় না। মানে হওয়া খুব ই মুশকিল। ব্যাংকিং যদি সবার কাছে পৌঁছতো, এই সারদা কেস হত?
  • ranjan roy | 132.161.206.24 | ২৪ আগস্ট ২০১৫ ১৮:৪৯685739
  • হনুকে একটা বিরাট সাইজের ক'। ক্যা লিখ্যা ব্রাদার! দিল একদম গার্ডেন-গার্ডেন হো গয়া।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন