এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বি ই কলেজবেলা

    Mridha
    অন্যান্য | ০৩ সেপ্টেম্বর ২০১০ | ১৯৬৯২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Mridha | 208.85.244.2 | ০৩ সেপ্টেম্বর ২০১০ ০৬:১৯460506
  • আমার শমীক এর লেখা উত্তর বঙ্গ লেখাটা পড়তে খুব ভালো লাগছে। পড়তে পড়তে আমার B E College এর দিনগুলোর সাথে অনেক মিল পাই। তাই আমি গুরুর এই link টা আমাদের EE 94 group id তে forward করেছিলাম। সেখান থেকে এক বন্ধু, দীপ্তদার লেখা এই pdf টা পাঠালো, অমি pdf টা আমার websiteupload করে টইপ্পত্তর এর একটা BE college related link এ তুলেছিলাম, এখনে Til দার response পেয়ে খুব ভলো লাগলো, কিন্তু সুতোটা অনেক পুরনো থাকায় কয়েক দিন পরেই আর main page এ আসছে না। মনেহয় BEC অনেক visitor ই দেখে নি লেখাটা। আমি গুরুর site follow করি অনেক বছর হলো, কিন্তু কখোনো কোনো সুতো খুলি নি।

    BEC র হাজারো issue,problem আর বাওআলি ছাড়াও অনেক সুন্দর স্মৃতি জমা হয়ে আছে, সেটা যত বুড়ো হচ্ছি ততো আরো realize করছি।

    সেই সব দিনের ছোটো ছোটো স্মৃতি রোমন্থন এর জন্যই সুতোটা।

    দীপ্তদার লেখাটা এই link এ পাবেন

    http://sites.google.com/site/psmridha/articles
  • Lama | 203.99.212.53 | ০৩ সেপ্টেম্বর ২০১০ ০৯:২৪460617
  • baah!!! aamaarmanermatoTai
  • Lama | 203.99.212.54 | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১২:৩৮460728
  • ডাক
    **********

    সেটা নব্বই এর দশকের শুরুর দিক। এক বিকেলবেলায় যখন ট্রাঙ্ক আর হোল্ড অল সমেত হোস্টেলের দরজায় পা রাখলাম তখন কি আর জানতাম, যে এখান থেকে বেরিয়ে আসা এত কঠিন হবে?

    সেই কালে ঘরে ঘরে কম্পিউটার ছিল না, কেবল টিভি আসে নি, ইন্টারনেটের নাম তখনো পর্যন্ত শুনি নি। এমনকি এসপ্ল্যানেড গিয়ে সিনেমা দেখাও অজকের তুলনায় অনেক কঠিন ছিল, কারন দ্বিতীয় হুগলি সেতুও তখনো পুরো তৈরি হয় নি। বি গার্ডেন ঘাট থেকে লঞ্চে করে বাবুঘাট গিয়ে তারপর হেঁটে ধর্মতলা যেতাম আমরা। কিন্তু, "ছিল না'র তালিকা এত দীর্ঘ হওয়া সঙ্কেÄও সময় কাটানো নিয়ে কোনদিন কোন সমস্যা হয় নি। দিব্যি কোথা দিয়ে যেন হু হু করে সময় কেটে যেত।

    কেটে গেলও। চার বছর।

    বেশির ভাগ ইঞ্জিনিয়ারিং কলেজে জীবন যেরকম ভাবে কেটে যায় আমাদেরও সেরকমই কাটতে লাগল। আস্তে আস্তে ক্লাসরুমগুলো চিনলাম, ল্যাব চিনলাম, যেসব প্রোফেসরদের গৃহিনীদের দেখতে ভাল তাদের চিনলাম, ব্যাতাইতলা গার্ডেন বার (যেখানে বীয়ারের সঙ্গে ফ্রি চাট হিসেবে ভিজে ছোলা দেয়, আর দশ টাকা দিলে মাছভাজা) চিনে গেলাম। চিনতে বাকি রইল না ফার্স্ট গেটের ভাবীর পুরীর দোকান আর সেকেন্ড গেটের ভাবীর গাঁজার দোকান। যেসব সিনেমা হলে রাতের শোয়ে মাললম থেকে ডাব করা হিন্দী সিনেমা দেখায়, যেসব ঠেকে মাঝরাতেও দারু পাওয়া যায় সেসব নিষিদ্ধ বস্তু এবং স্থানের সঙ্গেও ভালই চেনাশোনা হয়ে গেল।

    ইঞ্জিনিয়ারিং কলেজের কিছু কিছু ব্যাপার প্রায় কুড়ি বছর আগে যে রকম ছিল আজও তেমনই আছে বলে আমার ধারনা- বছর বছর ফেল করা ফূর্তিবাজ সিনিয়র, অসহ্য রকমের তেলবাজ ফার্স্টবয়, হোলির দিনের ভা,ং প্রতি বছর দু এক জনের আত্মহত্যা, কলেজ ফেস্টের রাতে প্রথমবার মাল খেয়ে বমি করা, রুমমেটের প্রেমপত্র শুনে যাচ্ছেতাই রকমের বোর হওয়া: এগুলো তখনও ছিল, আজও নিশ্চয় আছে।

    গল্প তো অনেক! এত বছর পর লিখতে বসে কোনটা লিখব আর কোনটা লিখব না ভাবতে গিয়ে কেমন ঘেঁটে যাচ্ছি। তবে চার বছরের সব গল্পের মধ্যে আমার খারাপ হয়ে যাবার গল্পটা উল্লেখযোগ্য।

    হয়েছে কি, হোস্টেলে যখন এলাম তখন আমি পাট পাট করে চুল আঁচড়ানো, মোটা কালো ফ্রেমের চশমা চোখে, না কামানো কোঁকড়ানো দাড়ি গালে টিপিক্যাল জয়েন্টে ভালো রAFআঙ্ক করা গাঁট টাইপের ভালো ছেলে। সিনিয়াররা বলল "ওরে, জীবন বড় কঠিন। দু চারটে খিস্তিখাস্তা না শিখলে জীবনে কিস্যু হবে না।' শুনে মনে ভারী দু:খ হল। ঠিক করলাম অবিলম্বে খিস্তি শিখে জীবনকে একটু অর্থপূর্ণ করে তুলব। কিন্তু দিন যায়, মাস যায়, খিস্তি করার মত মনের জোর আর যোগাড় করে উঠতে পারি না- জিভের আড় আর ভাঙ্গে না। অবশেষে, এক পূর্ণিমার রাতে, সবাই যখন ঘুমিয়ে পড়েছে, তখন ঠিক করলাম, আজ একটা হেস্তনেস্ত হয়ে যাক। সিঁড়ি দিয়ে নেমে এলাম। সোজা চলে এলাম খেলার মাঠে। চাঁদের আলোয় ভেসে যাচ্ছে ক্যাম্পাস। ঘাসের ওপর চিত হয়ে শুয়ে পড়লাম।

    তারপর চাঁদের দিকে তাকিয়ে বিড়বিড় করে বললাম, "শালা, শালা।'

    যাই হোক, এইসব ঘটনা, অল্পস্বল্প পড়াশোনা, কিঞ্চিত ধানাইপানাই সহযোগে চার বছর কেটে গেল। ফোর্থ ইয়ারের ফাইনাল পরীক্ষা হয়ে গেল । এবার শুধু শেষ ভাইভা বাকি- গ্‌র্‌যান্ড ভাইভা।

    বেশীর ভাগ বন্ধুবান্ধব ততদিনে হোস্টেলের পাট চুকিয়ে বাড়ি চলে গেছে। নির্দিষ্ট দিনে বাড়ি থেকে এসে ভাইভায় বসবে। শুধু আমার মত যাদের দূরে বাড়ি তারা তখনো হোস্টেল ছাড়ে নি । তাই ক্যাম্পাস বেশ নির্জন। মেস বন্ধ হয়ে গেছে। তাই আমরা যারা হোস্টেলে রয়ে গেছি তারা ফার্স্ট গেটে অনুকূলদার দোকানে দু বেলা খেতে যাই।

    ফাইনাল ইয়ারের শেষের এই সময়টা জীবনের অন্য সময়গুলোর চাইতে আলাদা। গুমোট গরমের সন্ধ্যেগুলো হঠাত এক এক ঝলক হাওয়া দিয়ে যায় আর ফেলে আসা চারটে বছর ফ্ল্যাশব্যাকের মত চোখের সামনে ভিড় করে আসে। চার বছরের জন্য ঘরবাড়ি হয়ে যাওয়া হোস্টেলটার দিকে তাকিয়ে অদ্ভুত এক বিষণ্নতায় ভরে যায় মন।অচরপাশের সবকিছু যেন অদ্ভুত মায়াময়।

    এইরকম এক সন্ধ্যায়, একা একা হেঁটে এসে বসলাম সেই খেলার মাঠে, যেখানে চার বছর আগের এক পূর্ণিমার রাতে এসেছিলাম অফিশিয়ালি খারাপ হব বলে।

    একটু দূরে আমার হোস্টেল। তিনতলায় আমার ঘরে আলো জ্বলছে- আমি যেখানে বসে আছি সেখন থেকে দেখা যাচ্ছে। পরশু থেকে এই ঘর আর আমার থাকবে না। চার বছর আগে এই ঘরে যে থাকত আমি তাকে চিনি না, চার বছর পর এই ঘরে যে থাকবে সে আমাকে চিনবে না।অসাত পাঁচ ভাবতে ভাবতে কেমন ঘোর লেগে গেল।

    মাঠে কতক্ষন বসেছিলাম খেয়াল নেই। এক সময় চটকা ভাঙ্গল। মনে পড়ল রাতের খাওয়ার সময় হয়ে গেছে। বেড়া টপকে মাঠ থেকে বেরিয়ে অনুকূলদার হোটেলের পথ ধরেছি, দেখলাম হোস্টেলের দিক থেকে একটা ট্যাক্সি বেরিয়ে আসছে। ট্যাক্সিতে যে বসে আছে তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু ডিকি আধখানা খোলা, কিছু বাক্সপ্যাঁটরার আভাস দেখা যাচ্ছে। অর্থাত কেউ চিরকালের মত হোস্টেল ছেড়ে বাড়ি চলে যাচ্ছে।

    একটু পরে, আমি যখন প্রায় ফার্স্ট গেটের কাছাকাছি পৌঁছে গেছি, তখন সেই ট্যাক্সিটাই আমাকে ওভারটেক করল। ট্যাক্সির ভেতর থেকে একটা ব্যাকুল ডাক ভেসে এল "লামা ... '

    কে ডাকল বুঝতে পারার আগেই ট্যাক্সিটা হুস করে বেরিয়ে গেল। ভেতরে কে ছিল জানা হল না।

    সেই ডাকটা আজও তাড়া করে বেড়ায়। কে ডেকেছিল সেদিন? কোনোদিন কি জানতে পারব? তার সঙ্গে কি কোনদিন দেখা হবে? দেখা যদি হয়ও, তার কি সেদিনের কথা মনে থাকবে?

  • Lama | 203.99.212.54 | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১২:৩৯460774
  • পুরনো লেখা। কপি পেস্ট করে দিলাম
  • Samik | 121.242.177.19 | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১৩:০১460785
  • জিও: পাগলা!!
  • Lama | 203.99.212.54 | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১৬:৩৮460796
  • আরো লিখব। অনেকদিন ধরে ভাবছিলাম কলেজবেলা নিয়ে লিখব, কি করে শুরু করব ভেবে পাচ্ছিলাম না। টই যখন খুলেই গেছে, লেখা শুরু করি।

    এ ব্যাপারে শমীকের অনুসরণ (কখনো কখনো অনুকরণ) করব অনেক ক্ষেত্রে, কারণ কলেজের গল্প বলতে গিয়ে মাঝে মাঝেই ভাষা হারিয়ে ফেলি।

    সুতরাং শমীকের কাছে আগাম কৃতজ্ঞতা প্রকাশ করে শুরু করলাম।

    *****************************

    যখন ঠিক হল আমি বি ই কলেজেই পড়ব, তখন র‌্যাগিংএর ভয়, পাশ করে চাকরি পাবার অনিশ্চয়তা- সব কিছুর চেয়ে বড় হয়ে দাঁড়াল একটা চিন্তা- মেডিক্যাল টেস্টে উৎরে যাব তো?

    ছোটবেলা থেকেই ছিলাম বাড়াবাড়ি রকমের রোগা। উচ্চ মাধ্যমিকের ফল বেরনোর পর নিজের ওজন মেপে দেখলাম ৩২ কিলোগ্রাম। এদিকে প্রস্পেক্টাসে লেখা আছে ভর্তির জন্য ন্যূনতম যোগ্যতা ৩৫ কেজি (এখন লিখতে গিয়ে ওই ৩৫ কেজি টাকেও হাস্যকর রকমের কম মনে হচ্ছে দেখছি)। চিন্তায় নাওয়া খাওয়া ঘুচে গেল, মাথার তিনটে চুল পেকে গেল, আর আরো দু কিলো ওজন কমে গিয়ে তিরিশ হয়ে গেল।

    কম সময়ে ওজন বাড়ানোর উপায় জানতে চলে গেলাম বন্ধু দিব্যেন্দুর বাবার কাছে। উনি ডাক্তার। একটু আবছা মতো হেসে বললেন "তাড়াতাড়ি বাড়বে না। বাড়ানো যায় না। সময় লাগবে।' হতাশ হয়ে ফিরছি, দিব্যেন্দুর দাদা (ইনিও ডাক্তার, তবে দাঁতের) একটু সহানুভূতিপরায়ন হয়ে বলল "প্রচুর কলা খেলে ওজন বাড়ে'। সেইমতো কাজ করতে গিয়ে পেটের অসুখে ভুগে একাক্কার।

    এইসব চলতে চলতে এগোচ্ছিল অন্যান্য প্রস্তুতি- অমুক সার্টিফিকেটের ফটোকপি করানো, প্রস্পেক্টাস দেখে দেখে একটা সাদা একটা কালো হাফপ্যান্ট আর এক সেট সাদা জামাপ্যান্ট, একটা হোল্ডঅল কেনা ইত্যাদি ইত্যাদি।

    বন্ধুবান্ধবের কাছ থেকে ঘটা করে বিদায় নেয়া হল। মামাবাড়িতে একদিন নেমন্তন্ন হল। একদিন স্কুলে গিয়ে স্যর দিদিমনিদের একটা করে প্রণাম ঠুকে এলাম। র‌্যাগিং এর হাত থেকে বাঁচার বিভিন্ন টিপস পেলাম বিভিন্ন জনের কাছে। আমাদের শহরের কোন কোন ছেলে ওখানকার হোস্টেলে থাকে জেনে নিয়ে তাদের ঠিকানা নেওয়া হল।

    তারপর এসে গেল যাবার দিন।
  • Samik | 121.242.177.19 | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১৭:০৬460807
  • অ লামা,

    এইখেনে ফিরিতে না লিখে পাইদিদি বা আমারে লিখে দাও না ক্যান্‌? অনেকগুলো বুলবুলভাজা, আই মিন, ধারাবাহিক তৈরি হয়ে যাবে তা হলে।
  • Lama | 203.99.212.54 | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১৭:১৩460818
  • মাউস নিশপিশ করে যে ;)
  • byaang | 122.172.48.116 | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১৭:৫৪460829
  • না রে লামা, এইখানেই লেখ। শমীক আর পাই সারাক্ষণ ওৎ পেতে থাকে, বুবুভার জন্য। সারা সপ্তাহ ধরে অপেক্ষা করে থাকা পোষায় না। তাও যদি সোমবারের সকালের মধ্যে বুবুভা আপলোডাতে পারতো! দুপুর গড়িয়ে যায় নতুন বুবুভা আপলোড হতে!
  • byaang | 122.172.48.116 | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১৮:০১460507
  • যাগ্গে, যেটা বলতে এসেছিলাম, লামার লেখাটা খাসা হচ্ছে, আর মৃধার লিঙ্কের লেখাটাও ভালো। লামার লেখাটা চলুক, শেষ হলে পর আমিও লামার কলেজবেলার পরোপকারিতার একটা গল্প শোনাবো।
  • Sas | 196.13.231.43 | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১৮:০৬460529
  • Lama..Byapokhochhe..WeighterGalpotasuneREBECArMagazineercommentataMoneporegelo.

    GodcreatedBikrambecausehehadasenseofHumour.Hecreated 'Lama'(thiknicknametachilo) becausehehadasenseofEconomy.

    Dutoiextremedimension.

    Chaliyejao.
  • Samik | 121.242.177.19 | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১৮:০৬460518
  • গুচ যদি আমায় একটা হ্যান্ডসাম স্যালারি অফার করত, তা হলে কতো সকাল সকাল আপলোড করে দিতাম। ওয়ার্ক ফ্রম হোম কত্তাম। হা হতোস্মি ...
  • til | 220.253.188.98 | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১৮:১৮460540
  • লামা,
    এখানেই হোক।
    আর দীপ্তর লেখার তুলনা নাস্তি; আমি কত কত বন্ধুদেরকে যে ফরওয়ার্ড করলাম! দীপ্তর লেখাটা যতক্ষণ পড়ছিলাম, Time stood still! একটু হিংসেও হলো; আমি কেন ঐরকম লিখতে পারি না!
  • Nina | 64.56.33.254 | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১৮:৩৮460551
  • আরে টইএর দৌলতে আমাদের পারিবারিক শান্তি, প্রেম সব তুঙ্গে----সন্ধ্যেবেলা কম্পুতে বসে আছি দেখলেই "সে" (বি ই কলজে) তেল থেকে জলে আর জল থেকে তেলে---আবার ঐ চন্ডালিকা হয়েছ?! আর এখন বলছে টইটা আপডেট হলেই বলোতো!
    লামা দেখ আবার মুরুগনের মতন করোনি--

    আর তিল, প্লিজ তুমিও লেখ--

    জয় B E Collgeএর জয়!
  • Lama | 117.194.232.249 | ০৩ সেপ্টেম্বর ২০১০ ২২:৩৩460573
  • অতনুদা কি তরুনদার ঠেকের অতনুদা? মৃধা কি ববি (সমিত বোস), হোজো (অনুপম ব্যানার্জি/চ্যাটার্জি?), প্রদীপ ঘড়া এদের ব্যাচের? Sas কি আমাদের ব্যাচের?
  • byaang | 122.172.48.116 | ০৩ সেপ্টেম্বর ২০১০ ২২:৪৭460584
  • হ্যাঁ, তরুণদার ঠেকের অতনু। এর কাছে পোচ্চুর গপ্পো আছে, শুধু ঝুলি খোলার অপেক্ষা।
  • byaang | 122.172.48.116 | ০৩ সেপ্টেম্বর ২০১০ ২২:৪৮460595
  • লামা, তুই চালিয়ে যা প্লিজ তোর কলেজবেলা। আর কোনো এক ফাঁকে বালমুরুগনটাও আপডেট করিস।।
  • Ishan | 122.173.176.108 | ০৩ সেপ্টেম্বর ২০১০ ২৩:০১460606
  • বিই কলেজ নিয়ে আম্মো লিখব। লিখবই লিখব।
  • Lama | 117.194.232.249 | ০৩ সেপ্টেম্বর ২০১০ ২৩:০৯460618
  • কলেজটা দেড়শো বছরেরও বেশি পুরনো। আর আমার গল্প মাত্র কয়েক বছরের- যেন এক পুকুর জলের মাঝখানে একটি ফোঁটা জল।

    সময় গড়াবে। দেড়শো বছরটা বাড়তে বাড়তে দুশো, তিনশো বছর হবে। পুকুরটা হবে সমুদ্র। আমার গল্পটা তখন হয়ে যাবে এক সমুদ্র জলের মাঝখানে একফোঁটা জল।

    এরকম অনেক জলের ফোঁটার গল্প বলতে এখানে আসা। জল থেকে মেঘ হয়েছি ইদানিং। এবার বৃষ্টি হয়ে নামার পালা।

    এই টইতে এক একটা শব্দ লিখছি আর এক একটা বৃষ্টির ফোঁটা হয়ে ঝরে পড়ছি আমার চেনা সেই পুরনো পুকুরে, যেটা ইতিমধ্যেই একটা মাঝারি মাপের দিঘি হয়ে গেছে।

    একদিন সমুদ্র হবে।
  • Suvajit | 59.177.197.115 | ০৪ সেপ্টেম্বর ২০১০ ০২:২৪460629
  • লামা, সমুদ্রে জাহাজ ভাসিয়ে দে। জাহাজ চলতে থাকুক, আম্মো মাঝে মাঝে স্টিয়ারিং ঘোরাবো।
    বিইকলেজে পোত্থোমদিন বাবার সঙ্গে অ্যাডমিশন নিতে গেছি। কলেজের বারান্দায় জয়েন্টের চার্ট টাঙানো আছে তাই দেখছি। হলই বা হোলবোল র‌্যাঙ্ক, অন্তত জয়েন্ট তো পেয়েছি, প: বাংলার কত শতাংশের মধ্যে আমি একজন এসব ভেবে খুব উত্তেজিত হয়ে আছি। দেখি আমার নামের পাশে পেন দিয়ে কে লিখে রেখেছে - "তুই মঙ্গলগ্রহে গিয়ে আর্কিটেক্‌চার পড়'। বাবাও দেখলেন কিছু বললেন না। বি ই কলেজে থেকে পাওয়া সেই প্রথম মনখারাপ।
  • til | 220.253.188.98 | ০৪ সেপ্টেম্বর ২০১০ ০৩:২১460640
  • অতনুর ছবিগুলো দেখে ভালো লাগলো, একটু আধটু ক্যাপশন থাকলে আরও জমতো।
    নিনা, আমাদের বি ই কলেজে হাওড়া থেকে বি গার্ডেন ১৭ পয়সা ভাড়া,চারমিনার ২৫ পয়সা প্যাকেট, মেস বিল ৫৫ টাকা, অনিশ্চিত ভবিষ্যত, চুড়ান্ত recession; আমাদের সব দু:খের স্মৃতি, তাতে চটক নেই। Campus interview? সে নেভি বা বাপ দাদার জানাশুনো থাকলে GKW
    ধ্যুস, ছোটখাটো সুখ দু:খ সেই সময়কার বন্ধুবান্ধবদের মধ্যেই বলা যায়। আমরা ছিলাম চাচার পরিত্যক্ত ভাতিজা আর এরা হল রাজীব/পিত্রোদার ইয়ং ইন্ডিয়া।
  • Samik | 122.162.75.133 | ০৪ সেপ্টেম্বর ২০১০ ২১:২৬460651
  • বাহ্‌। আমি কতোজনের ইনস্পিরেশন!! ভাবলেও গেঞ্জির কলারটা নিজে নিজেই খাড়া হয়ে যাচ্ছে।
  • nyara | 122.167.250.7 | ০৪ সেপ্টেম্বর ২০১০ ২১:৩৩460662
  • যা বুঝলাম যদু, দুর্গা বা খড়গের লোকেরা হয় গুচতে বিশেষ আসে না, এলেও অসীম ল্যাদ কাটিয়ে কিছু লিখতে পারে না, আর লিখতে গেলে দেখে গল্পের ভাঁড়ার ফক্কা।

    জলপাইগুড়ি আর বিই এগিয়ে গেল। কই ভাই - খড়গপুর, দুর্গাপুর, যাদবপুর?
  • santanu | 95.141.130.90 | ০৪ সেপ্টেম্বর ২০১০ ২১:৫০460673
  • খড়গপুরের এক মক্কেল বই লিখছে, শংকরদার ব্যাচ, রুপা ছাপাবে, স্ট্রিক্ট বলে রেখেছে, যখন ই যা মনে পরবে, তাকে যেন লিখে দি - তাই এখানে কিছু দেওয়া যাবে না।
  • nyara | 122.167.250.7 | ০৪ সেপ্টেম্বর ২০১০ ২২:২৮460684
  • কমিশন আছে?
  • Arpan | 122.252.231.10 | ০৪ সেপ্টেম্বর ২০১০ ২২:৪৬460695
  • বিই কলেজের লোকেরা দাবি করে ল্যাদ শব্দটা তাদেরই আবিষ্কার। সে দাবি খণ্ডন করা মুশকিল। কারণ এই নিয়ে নাকি তাদের পেটেন্ট আছে।

    যদুপুরের পুরনো পাপীরা এইসব শুনে হাসে। কে না জানে, সেই পুরাকালে তারা গাছতলায় যখন ল্যাদ খাচ্ছিল তখন শিবপুরের পাব্লিক প্রচুর দৌড়োদৌড়ি করেছিল পেটেন্ট নেবার জন্য।

    এই হল সারমর্ম।
  • kc | 89.203.49.18 | ০৪ সেপ্টেম্বর ২০১০ ২৩:২৮460706
  • ল্যাদ কথাটা যদুপুরেরই। বিই কলেজের পাবলিক সব সময় অন্যের জিনিষ ঝেড়েই চালায়। লাগুক দেখি একটা ঘটি-বাঙাল টাইপের ঝগড়া!! আম্পায়র থাগবে শমীক আর আকা।
  • pi | 72.83.80.105 | ০৪ সেপ্টেম্বর ২০১০ ২৩:৫০460717
  • হয়ে যাক, সঙ্গে আছি।

  • stoic | 160.103.2.224 | ০৫ সেপ্টেম্বর ২০১০ ১৪:৩১460729
  • খড়গপুরের ভোক্যাব আলাদা। যারা পড়েছে তারা জানে। আমরা ওসব ল্যাদ ফ্যাদ বলতাম না। ;-)
    ল্যাদ, গুচ্ছ, একঘর, বীভৎস, এইসব আমার যাদবপুরের বন্ধুরা বলত। বিই র জনতারাও বলত বলে মনে পড়ছে।
    আর র‌্যাগিং ট্যাগিং ইত্যাদি শুনলে আমরা যারা খড়গপুরের প্যাটেল হলের জনতা, তারা একটু স্মিত হাসি। ব্যাস।
    :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন