এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বি ই কলেজবেলা

    Mridha
    অন্যান্য | ০৩ সেপ্টেম্বর ২০১০ | ১৯৪৭১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kd | 59.93.200.98 | ২৩ জানুয়ারি ২০১১ ০২:৪৩460631
  • A, কেন ঠিক হচ্ছে না? একদম ঠিক হচ্ছে।
  • Souva | 122.177.152.185 | ২৩ জানুয়ারি ২০১১ ১১:৪৩460632
  • আমি BECMS + BEC !!! ফলে, দুটো-ই মিলে মিশে যাচ্ছে।
  • til | 220.253.65.196 | ২৩ জানুয়ারি ২০১১ ১৫:১০460633
  • হোয়াট ইজ BECMS?
  • kd | 59.93.247.66 | ২৩ জানুয়ারি ২০১১ ১৫:২০460634
  • মডেল ইস্কুল।
  • Lama | 203.132.214.11 | ১৫ মার্চ ২০১১ ১৮:০৮460635
  • মনে পড়ে গেল: "এখন আপনাদের সামনে আরো কুকুরের ডাক ডেকে শোনাচ্ছেন দ্বিতীয় বর্ষ ই টি সি-র সিইদ্ধার্থ ঘোষাল"
  • Lama | 117.194.229.12 | ০২ এপ্রিল ২০১১ ০০:২৫460636
  • রাত সাড়ে বারোটা প্রায় বাজে। আশপাশের সব শব্দ থেমে গেছে। অনেক বছর আগের একটা এইরকম রাত মনে পড়ে গেল:

    ফোর্থ ইয়ারের শেষ পরীক্ষা শেষ। রিচার্ডসন হলের কোনো একটা ঘরে অন্ধকারে ভূতের মতো বসে আমরা জনা সাতেক। আধঘন্টা নীরবতার পর কে যেন কথা বলল-

    "এই সাতজনের মধ্যে অন্তত: একজন আছে যার সঙ্গে আমার আর কোনোদিন দেখা হবে না- আমি ঠিক জানি।'

    কখনো মনে হচ্ছে অনেক আগের কথা, কখনো মনে হচ্ছে এই তো সেদিন।
  • Lama | 117.194.225.59 | ২৫ জুন ২০১১ ১৬:৪৮460637
  • ফার্স্ট ইয়ারে ফিজিক্স-কেমিস্ট্রি-অঙ্ক-ড্রয়িং-ওয়ার্কশপ এসব নিয়েই বছর কেটে যায়, নিজের ডিপার্টমেন্টের সঙ্গে খুব একটা পরিচয় হয়ে ওঠে না। শুধু ফ্রেশার্স ওয়েলকামে নিজের ডিপার্টমেন্টের সিনিয়ারদের সঙ্গে আলাপ হয়। আর সিনিয়াররা সারা বছর ধরে ক্রমাগত জুনিয়রদের ভয় দেখাতে থাকে- চাকরিবাকরির বাজার কিরকম খারাপ - এইসব বলে।

    তবে ফার্স্ট ইয়ারের প্রথম কয়েক মাসের মধ্যেই ডিপার্টমেন্টের সম্পর্কে কিছু কিছু জানা হয়ে যায় সিনিয়রদের মাধ্যমে। যেমন কোন প্রোফেসর কেমন লোক। বা, তিনতলার অমুক নম্বর ঘরে কিসের ল্যাব আছে।

    তো, ফার্স্ট ইয়ারে পড়তে পড়তেই জানতে পারলাম ডিপার্টমেন্টের পিছনদিকে বিদিশার ঝিলের পাড়ে একটা প্রাচীন সুড়ঙ্গ রয়েছে। পুরকি খেয়ে একদিন দেখতেও গেলাম। সত্যিই সুড়ঙ্গ। কিন্তু ঢোকার পথটা এত নিচু আর অন্ধকার যে ঢোকা গেল না। ওটা কিসের সুড়ঙ্গ এই নিয়ে অনেক জল্পনা কল্পনা হল। পুরনো মেস স্টাফদের জিজ্ঞাসা করে জানা গেল এই সুড়ঙ্গের অস্তিত্ব সবার জানা, কিন্তু কিসের সুড়ঙ্গ কেউ জানে না। আর প্রোফেসরদের জিজ্ঞেস করার সাহস কারো ছিল না। সেসব দিনে গুগলও ছিল না যে চাট্টি সার্চ করে বার করে ফেলব।

    কৌতূহলটা রয়েই গেল। মাঝেমাঝেই প্ল্যান করি ঐ সুড়ঙ্গে ঢুকে দেখব। কিন্তু অন্ধকার, নীচু ছাদ আর সাপের ভয়ের কাছে উৎসাহ বারবার হার মানে।

    এইরকম চলতে চলতে পূজোর ছুটির পর কি একটা কারনে হঠাৎ করে একদিন একটা ধর্মঘট না হরতাল না ঘেরাও কি যেন হল। ক্লাস না করে হোস্টেলে ফিরে এলাম। সেকালে এইধরনের হঠাৎ ছুটি পেলে লোকজন খুব খুশি হত। দল বেধে লঞ্চে করে বাবুঘাট চলে যেত, তারপর ধর্মতলা গিয়ে সিনেমাটিনেমা দেখত। আর কিছু ছেলেপুলে যেত ঝর্ণা, লিপি বা অলকা- এইসব স্থানীয় হলে। সুতরাং অল্প সময়ের মধ্যে হোস্টেলের বেশিরভাগ ছেলে বেরিয়ে গেল। আর আমরা চার রুমমেট ভাবতে লাগলাম কি করা যায়।

    আমাদের হাতে সেদিন সিনেমা দেখা বা অন্য কিছু ফূর্তি করার মত যথেষ্ট টাকা ছিল না। কিন্তু হঠাৎ পাওয়া ছুটির দিনটা একটা কিছু কাজের কাজ করে কাটাতে তো হবে!

    এইসব ভাবতে ভাবতে সুড়ঙ্গে নামার প্রস্তাবটা উঠল। আর আমাদের চারজনেরই সেটা তৎক্ষনাৎ পছন্দ হয়ে গেল।
  • Lama | 117.194.225.59 | ২৫ জুন ২০১১ ১৭:১৯460638
  • অত:পর প্রস্তুতি।

    প্রথমেই নিচু ছাদে মাথা ঠুকে গেলে মাথা বাঁচানোর ব্যবস্থা। চেয়েচিন্তে দুটো হেলমেট জোগাড় হল। তৃতীয়জন একটা বড় গামলা টুপির মত পড়ে থাকবে। আর চতুর্থজন (অনিন্দ্য নাগ ওরফে সাইরেন) বলল যে সে এত সাবধানী যে তার মাথা ঢাকাঢুকি দেওয়ার দরকারই হবে না।

    অত:পর চারজনের চারখানা টর্চ।

    সবশেষে সাপ তাড়ানোর জন্য তিনটে রড আর লাঠি। অনিন্দ্য নাগ বলল "লাঠিফাঠি লাগবে না। সাপ আমি খিস্তি মেরে ফুটিয়ে দেব।'

    জয় মা বলে সকাল সাড়ে দশটা নাগাদ সুড়ঙ্গের মুখে জমায়েৎ হওয়া গেল। প্রথমে সুড়ঙ্গের ভেতরে তিন চারটে ঢিল- উদ্দেশ্য, শেয়ালটেয়াল কিছু লুকিয়ে থাকলে ভয় দেখিয়ে বাইরে নিয়ে আসা।

    কোনো শেয়াল বেরোল না। টর্চ জ্বেলে এক এক করে নীচে নামলাম। সরু পথ। পাশাপাশি একজনের বেশী দাঁড়াতে পারে না। আট দশটা খুব খাড়াই ধাপওয়ালা সিঁড়ি নামার পর সামনে পথ চলে গেছে সোজা। কিন্তু ঘুরঘুট্টি অন্ধকার। টর্চের আলোয় সামনে তিনফুটের বেশি দেখা যায় না। চাদ খুব নীচু- প্রায় হামাগুড়ি দিয়ে চলতে হয়।

    নামার সঙ্গে সঙ্গে শয়ে শয়ে চামচিকের ওড়াউড়ি শুরু। মুখে গোটা দুয়েক ঝাপটা খেয়েই বুঝে গেলাম ওইটুকু প্রানীর গায়ের জোরটা- দশাসই কোনো পালোয়ানের হাতের থাপ্পড় খাবার মত অনুভূতি।

    পালাবো? না, চামচিকের ভয়ে পালালে লোকজন আওয়াজ দেবে। এগিয়ে যাওয়া যাক। তিন চার পা এগিয়ে আবার বিপত্তি- অনিন্দ্য নাগের খ্যানখ্যানে গলায় "উঁহু:' আওয়াজ। কি, না, আঢাকা মাথা ঠুকে গাছে ছাদের সঙ্গে।

    তারপর প্রায় মিনিট দশেকের হাঁটা, অন্ধকার আর চামচিকের মোকাবেলা করতে করতে। বলা বাহুল্য, হাঁটার বেগ স্বাভাবিক হাঁটার চারভাগের একভাগ।

    দশমিনিত হাঁটার পর একটা বন্ধ লোহার দরজা। ফ্রেমের সঙ্গে ওয়েল্ডিং করে পাকাপাকিভাবে বন্ধ করা। টানাটানিতে কাজ হল না। ফলে আর এগোনো গেল না। টর্চের আলোয় দেখা গেল একটা বিশাল সাইজের বোতল বা বোয়েমের মত জিনিস- কিন্তু কাঁচ নয়, পাথর জাতীয় কিছু দিয়ে তৈরি। স্থির হল, আমাদের অ্যাডভেঞ্চারের প্রমাণ হিসেবে ওটা নিয়ে যাওয়া হবে।

    অত:পর ঐ জগদ্দল পাথরের তৈরি বোতল টানতে টানতে ফেরা। ফিরতে ফিরতেই হঠাৎ মনে হল - পরিত্যক্ত সুড়ঙ্গে বিষাক্ত গ্যাস থাকে বলে শুনেছি। কিন্তু নামার আগে একদমই সেটা মনে পড়ে নি বা ভেবে দেখি নি। চারজনেই পটল তুলতে পারতাম। কেউ জানতেও পারত না।

    যাই হোক, পাথুরে বোতল নিয়ে তো ডাঙায় এসে উঠলাম। উঠে আবিষ্কার করলাম অনিন্দ্য নাগের হেলমেট বিহীন মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। বি ই কলেজের বিখ্যাত "ইঞ্জিনিয়ার ডাক্তার'কে দিয়ে প্রাথমিক চিকিৎসা করিয়ে আনলাম।

    পরে শুনেছিলাম ঐ সুড়ঙ্গ দিয়ে নাকি ইংরেজ আমলে গ্যাসের লাইন যেত। আর অনেক বছর আগে ল্যাবরেটরিতে কাঁচের বদলে ওইরকম পাথুরে বোতলে রাসায়নিকগুলো রাখা হত।

    যাই হোক, সেই সুড়ঙ্গ এখন আর নেই। ঐ জায়গটায় এখন কি একটা অডিটোরিয়াম তৈরি হয়েছে। তার ভিত খুঁড়তে গিয়ে সুড়ঙ্গ ধ্বংস করতে হয়েছে। কিন্তু এখন ভাবলে মনে হয় বড় বেশি বোকার মত সাহস দেখানো হয়ে গিয়েছিল সেবার।
  • kumudini | 122.160.159.184 | ২৫ জুন ২০১১ ১৭:৩০460639
  • সুড়ঙ্গে সাপ,বিছে,গ্যাস,বিষাক্ত পোকামাকড়-এইসব থাকার সম্ভাবনা ছিল।শুধু দু:সহ আঠারো বছরই ঐভাবে নামতে পারে।
  • Shibanshu | 117.195.156.28 | ২৫ জুন ২০১১ ১৮:৪৬460641
  • লামার পাতালপ্রবেশ বোধ হয় তখন থেকেই শুরু হয়েছে।
  • til | 124.169.20.209 | ২৬ জুন ২০১১ ০৩:৩২460642
  • বিদিশার ঝিল, নামও শুনিনি; নতুন নাম বোধ হয়। কোনটা?
    একটা সুড়ঙ্গের গল্প শুনেছি, যেটা নাকি ওপারে গেছে।
    এনিওয়ে, অ্যাদ্দিনে বিশ্বাস হলো।
    জয় বাবা লামানাথ!
  • lcm | 69.236.168.97 | ২৬ জুন ২০১১ ০৬:২৮460643
  • হেব্বি! কিন্তু, বোতলটা কি হল?
  • Lama | 117.194.232.3 | ২৬ জুন ২০১১ ১৭:৪৮460644
  • বিদিশার ঝিল হচ্ছে ক্লক টাওয়ারের পেছনের ঝিলটা। অনেক সময় কোন জলাশয়ে ডুবে কেউ মারা গেলে বা আত্মহত্যা করলে মৃত ব্যক্তির নামে জলাশয়ের নামকরণ হয়। সেরকম কিছু হয়ে থাকতে পারে। বিস্তারিত ইতিহাস অজানা।

    আর সেই বোতল ফাইনাল ইয়ার পর্যন্ত আমার ঘরে ছিল। কলেজ ছাড়ার সময় এক জুনিয়ারকে দিয়ে আসে। এখন কোথায় আছে জানি না।
  • SG | 203.90.78.86 | ১২ জুলাই ২০১১ ১৭:৩৮460645
  • আম্রা sem এর পোরে 1/ weekhostel এ থাক্তাম, ইবি্‌ব্‌হন্নো প্রোয়োগ check কোর্তে
  • Jhiki | 182.253.0.98 | ১৩ জুলাই ২০১১ ০৮:২৭460646
  • ঐ ঝিলটার আগে অন্য কিছু নাম ছিল, নিমঝিল বা ঐরকম কিছু। ১৯৮৯ এর জানুয়ারীর(?) এক সকালে, বিদিশা নামে এর ছাত্রীর মৃতদেহ ঐ ঝিলে ভাসতে দেখা যায়, যে হত্যার বোধহয় কোন কিনারাও হয় নি। তারপর থেকে ঐ ঝিলটা লোকমুখে বিদিশা ঝিল নাম পায়।
  • til | 165.12.252.211 | ১৩ জুলাই ২০১১ ০৯:৩৮460647
  • লামা ও ঝিকি, থ্যাঙ্কু।
    আমাদের সময়ে সুইমিং পুলে একজন ডুবে মারা যায়।
  • Jhiki | 182.253.0.98 | ১৩ জুলাই ২০১১ ১২:২৩460648
  • swimming pool?? সেটা কোথায় ছিল? আমাদের সময় একটা under construction swimming pool ছিল L-square এর পাশে। তাতেও একজন ডুবে মারা গেছিল।
  • Lama | 203.132.214.11 | ১৩ জুলাই ২০১১ ১৫:০৬460649
  • ঝিকি, ওটা আন্দার কন্‌স্‌ট্‌রাকশন ছিল না- ফার্স্ট ইয়ারের শুরুতে ওখানে সাঁতার কাটতে গিয়েছি (তখনই ওটা অনেক পুরনো)- একজন ট্রেনার ছিলেন, জিনি আই কার্ড দেখে, সাঁতারের একটা সহজ পরীক্ষা নিয়ে সাঁতার কাটার অনুমতি দিতেন। কয়েকটা দুর্ঘটনার পর ওটাকে বন্ধ করে রাখা হয়। তারপর থেকে কলেজের শেষ দিন পর্যন্ত শুনেছি যে ওটার রের্নোভেশন চলছে। সেই কর্মকান্ড কখনৈ শেষ হয় নি।
  • SG 2002 | 203.90.78.86 | ১৪ জুলাই ২০১১ ১৬:০৬460650
  • আমদের সোমৈ ঝিল তা nonfunctioned ছিলো
  • Lama | 203.132.214.11 | ১৪ জুলাই ২০১১ ১৬:২৮460652
  • ?
  • Netai | 121.241.98.225 | ১৪ জুলাই ২০১১ ১৭:১৩460653
  • সহজ তো------

    আমাদের সময় ঝিলটা nonfunctioned ছিল।

    :)
  • Lama | 117.194.226.68 | ১৬ অক্টোবর ২০১১ ১০:৫৯460654
  • কাল বানালাম এটা
  • kumu | 14.98.35.193 | ১৬ অক্টোবর ২০১১ ১১:১২460655
  • লামা,গানটা শোনা যাচ্ছে না কেন?
  • sayan | 115.184.84.17 | ১৬ অক্টোবর ২০১১ ১১:১৫460656
  • আরিব্বাস, দারুণ হয়েছে! কিন্তু কেমন যেন হঠাৎ করে শেষ হয়ে গেল। অবশ্য কলেজ লাইফ ওরকম হঠাৎ করেই শেষ হয়ে যায়।
  • pi | 71.191.42.195 | ১৬ অক্টোবর ২০১১ ১১:২২460657
  • আমরা সবাই মিলে বসে এটাই দেখছি এখন :)
  • Lama | 117.194.230.32 | ১৬ অক্টোবর ২০১১ ১১:৩৪460658
  • চারপাঁচদিনের চেষ্টায় এইটুকু বানানোর পর ল্যাদ খেয়ে গিয়ে ওখানেই শেষ করে দিলাম- ওই হঠাৎ করে :)

    কিন্তু গানটা তো শুনতে পাওয়ার কথা- একটু নিচু ভলিউম যদিও
  • bb | 117.195.175.143 | ১৬ অক্টোবর ২০১১ ১২:০৯460659
  • @ লামা, খুব ভালো হয়েছে। বোঝা যাচ্ছে আপনি ক্রিয়েটিভ মানুষ, সিভিল ইঞ্জি হয়ে পাথরের কাজ এত দিন ধরে কি করে করছিলেন সেটাই আশ্চর্যের।

  • PM | 86.96.228.84 | ১৬ অক্টোবর ২০১১ ১২:৩০460660
  • bb সিভিল ইনজি না কি ক্রিয়েটিভ হতে পারে না? আমার প্রিয় লেখক নারায়ন স্যান্নাল civil engg ছিলেন। শুনে ইস্তক ওদের ওপোর আমার পোচুর ভক্তি
  • siki | 122.177.184.103 | ১৬ অক্টোবর ২০১১ ১৩:৩৯460661
  • লামাকে থ্যাঙ্কু। অনেকদিন বাদে গানটাও শোনা হয়ে গেল। :)
  • bb | 117.195.176.160 | ১৬ অক্টোবর ২০১১ ১৬:০৮460663
  • @PM আমি তা বলতে চাইনি। লামার রাজস্থানের পাথর ফাটানোর যা গল্প আগে শুনিয়েছেন সেই কাজের পরিপ্রেক্ষিতে বলেছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন