এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বি ই কলেজবেলা

    Mridha
    অন্যান্য | ০৩ সেপ্টেম্বর ২০১০ | ১৯৪৭৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Lama | 203.99.212.54 | ০৯ সেপ্টেম্বর ২০১০ ১২:২১460798
  • শমীক, কুম্ভমেলার ব্যাপারটা না ঘটলে তোমার শিবপুর আর আমার জলপাইগুড়ি দেখাটা এতদিনে হয়ে যেত ;)
  • Samik | 121.242.177.19 | ০৯ সেপ্টেম্বর ২০১০ ১২:৪৯460799
  • :-)))
  • de | 203.197.30.2 | ০৯ সেপ্টেম্বর ২০১০ ১৩:০৩460800
  • তিল,
    মাহিম ক্রিকে তো হাঁটুজলও হবে না! তায় কাদাগোলা জল --চারিদিকের স্লাম-এরিয়ার বর্জ্যে ভত্তি -- অ্যাতো অত্মত্যাগ সইবে না !
    তাচ্চেয়ে ফলাহার ভালো, কিন্তু শুধু ফলই কেনো -- আমাকে অভুক্ত রাখর এই চক্কান্ত কেন?

    লামাগাড়ুটা আমার বেশ পছন্দ হলো :))
    ঐ ঘড়িঘরের ফটোটা ব্যাপক হয়েছে! বিক্কলেজে তোলা শুনে অবাক হয়ে গেলাম, কি পোতিভা :))
  • de | 203.197.30.2 | ০৯ সেপ্টেম্বর ২০১০ ১৩:০৪460801
  • *আত্মত্যাগ
  • Arpan | 216.52.215.232 | ০৯ সেপ্টেম্বর ২০১০ ১৩:০৫460802
  • সেইজন্যই তো মাহিম ক্রিক বলেছে! থুথু ফেলে ডুবে মরুন কি দে শোনে নাই? এ তো তারই মোলায়েম ভার্সন। :-)
  • Lama | 203.99.212.54 | ০৯ সেপ্টেম্বর ২০১০ ১৩:১৩460803
  • ঘড়িঘরের আরো ছবি:

    http://www.becollege.org/gallery/
  • Suvajit | 168.244.164.244 | ০৯ সেপ্টেম্বর ২০১০ ১৫:৫১460804
  • মৃধা ববি নকি? :-) কি খবর চাঁদু? ১৫ নম্বরের চারতলা মনে আছে? চিদুদা, বল্ডিদা, অর্ঘ্যদা, দেবাঞ্জনদা?
  • til | 220.253.188.98 | ০৯ সেপ্টেম্বর ২০১০ ১৬:৩১460805
  • থ্যাঙ্কু রাজদীপ দত্ত।
    ১৫ মিনিটের জন্যে সময় আমার থেমে ছিল- ছবিগুলো দেখলাম। কিছুই তেমন বদলায়নি, দেখছি।
  • Lama | 203.99.212.54 | ০৯ সেপ্টেম্বর ২০১০ ১৬:৪৪460806
  • চাচু, মৃধা ববি নয় তো! বলতে চেয়েছে ববি, হোজো ঘড়া- এদের ব্যাচ।

    ভালো কথা বল্ডিদার সঙ্গে আমার এখনো একটু আধটু যোগাযোগ রয়েছে।
  • arun | 59.93.213.70 | ০৯ সেপ্টেম্বর ২০১০ ১৯:০৪460808
  • অনাদি বাড়ী আছো--আদিম যুগ,মানে ষাঠ এর দশকে যারা পাস করেছে এমন কারুকে পাকড়াতে পারলে এখানে আসতে ? রিচার্ডসন সাহেবের ভুত পরীক্ষার আগে যে তাঁর হষ্টেল এর ছেলেদের আশীর্বাদ করতে আসতেন--সেটা এখনকার ছেলেদের বলেছ ? কি বল্লে যুগ পাল্টেছে--অনেক দিন হল সাহেবরা চলে গেছেন--তাই রিচার্ডসন সাহেবের ও আর পোষাচ্ছে না ?
  • Mridha | 208.85.244.2 | ০৯ সেপ্টেম্বর ২০১০ ২২:২৬460809
  • আমাদের সময় Surgical precision এর দক্ষ্যতার ব্যাপারে B E C কলকাতার সব মেডিকাল কলেজকে হরিয়ে দিতে পারতো, সেটা যে কোনো হস্টেল মেসের কাটা মাছের size দেখেই বলে দেওয়া যেত। BEC র সব হস্টেলেই সারা বছরই কিছু জন্ডিস রুগি থাকত, তাই ৫-১০ টা জন্ডিস প্লেট রোজই রাখা থাকত।আমরা মাঝে মাঝে খাবারের quality ভাল করার ব্যর্থ চেষ্টায় বট ঠাকুরের কাছে গিয়ে বাওয়াল দিতাম।
    তাই একবার হস্টেল ৮ এর বটকে ধরেছিলাম মুর্গির মাংসে এত তেল কেন ভাসে, তাই নিয়ে হুল্লাট বাওয়াল। তা সব শুনে ঠুনে জনতা একটু ঠান্ডা হলে, বট বল্লো, তেল অমি কমই দেই, কিন্তু যে মাংস supply হয় ততে এত চর্বি থাকে যে রন্নার পরে তেল ভেসে ওঠে। জনতা হুব্বা........
    আরেকটা বাওয়াল এর কথা মোনে আছে, Mac এ, রান্না continuous খারাপ হচ্ছে, এই বাহানাতে বটর কাছে গিয়ে বাওয়াল। Mac এর বট ঠিক হস্টেল ৮ এর মত ছিল না, তার ছিল offense is the best defense । তা জনতাও চেচঁআয় আর বট দ্বিগুন চেচঁআয় । বইরে থেকে হঠাৎ শুনলে মনে হবে থানা পুলিস করার মত কিছু চলছে। finally বট তার trump card মারে, আজকের রাতের রান্না ঠিক মত হবে, ওতে আছে ladies finger.....

  • swastikgupta | 203.90.78.86 | ১০ সেপ্টেম্বর ২০১০ ১২:৪২460810
  • আমি ১৯৯৮ সলের । ওল্লেগে এ র হোস্তেল এ গেলম , পুচেছি সোন্ধের দিকে, জেহেতু শিব্‌পুর অমর বরি থকে খুব দুরে নৈ বরির লোক্র ছর্তে জয়র গোল্পোত কতিএ দিলো, একই গেলম।

    ইএই সোবে্‌ছ অগে ছোতো অইনই দরি-গোন সোব কতে এল্লম (সেই থকে অমি লেঅন শএদ)। ই সোমৈ দদর রগিঙ্গ তো কোর্তৈ, অমদের বোত্থকুর্‌রউ ছর্তো ন, তর অমদের কন্‌চ মুর্গি ও খইএছি, প্রোথোম ৩ মস হোওম কোর্লম, তের্পোর অমদের বতে্‌চর ১স্ত বগয়ত হোস্তেল ১৫ এর বোত্থকুর এ উদ্দম বয়ল কন্‌চ মনে্‌গ্‌সা র জোন্নো
  • swastikgupta | 203.90.78.86 | ১০ সেপ্টেম্বর ২০১০ ১২:৪৯460811
  • লেখা তা কামোন ছরিয়ে গেলো, আস্তে আস্তে থিক হোবে
  • Mridha | 208.85.244.2 | ১০ সেপ্টেম্বর ২০১০ ২২:১৪460812
  • না শুভজিত, আমি ববি নই। আমি আর ববি ৯৪ EE batch । আমি limelight এ আসা character নই, তাই আমাকে হয়ত চিনবে না, BEC তেও আমাকে মৃধা বলেই ডাকা হত। আমার কাছে ববির e-mail Id আছে, তুমি যোগাযোগ করতে চাইলে আমাকে একটা e-mail করে দিও, পাঠিয়ে দিচ্ছি। এখানে পাবলিক siteupload করতে একটু hesitate করছি তাই। আমার e-mail Id : [email protected]

  • Lama | 117.194.226.148 | ১২ সেপ্টেম্বর ২০১০ ২৩:০৯460813
  • অরুনদা,একই গল্প আমি আবার শুনেছি ম্যাকডোনাল্ড সাহেবের ভূতের নামে :)
  • Neati | 122.163.147.134 | ১২ সেপ্টেম্বর ২০১০ ২৩:৫৪460814
  • ভুতুড়ে ব্যাপার স্যাপার।
    এই ছিল রিচার্ডসন এই হয়ে গেলো ম্যাকডোনাল্ড
  • Suvajit | 59.177.196.42 | ১৩ সেপ্টেম্বর ২০১০ ০০:৫৭460815
  • মৃধা - একদম সরাসরি 'তুই'তে নেমে আয়। তোকে একটা মেল পাঠিয়েছি। দেখিস।
    পুরোনো বন্ধুদের দেখলে একটা অদ্ভুত আনন্দ হয় :-)
  • Lama | 203.99.212.53 | ১৩ সেপ্টেম্বর ২০১০ ০৯:৩২460816
  • শুভজিৎ, মৃধা,

    তোমাদের সঙ্গে দেখা হয় নি ষোল বছরের ওপর হয়ে গেল। তবু এই পাতার দৌলতে দেশ কালের দেয়াল টপকে তোমাদের লেখা পড়তে পারছি এটাও কম কথা নয়।

    বল্ডিদাকে এই টইটা পড়ালাম সেদিন। 09 Sep 2010 -- 07:04 PM এর পোস্ট যাঁর, সেই অরুণদা ৬৮ সালের পাস আউট। ৯৮ ব্যাচের স্বস্তিককেও দেখতে পারছি। তাছাড়াও এই পাতায় রয়েছেন আরো অনেক শৈব গুরুভাই। যথা- তিল, মামু, অরিজিৎ, কাবলিদা এবং আরও অনেকে।

    সবাই নিজের মতো করে কিছু কিছু স্মৃতিচারণ করলে বেশ লাগবে।

    শৈবদের এই ভাটপাড়ায় সকল যাদব, দৌর্গেয়, খড়্‌গপুরী এবং জল্পাইয়া- এনাদের জন্যও রইল সাদর আমন্ত্রণ। আমাদের সবার গল্পই কমবেশি একরকম কিনা!
  • Lama | 203.99.212.53 | ১৩ সেপ্টেম্বর ২০১০ ১০:০২460817
  • ম্যাকডোনাল্ড সাহেবের ভূত সম্পর্কে আমি যে গল্প শুনেছি তা এমত প্রকার:

    নিজেরই নামাঙ্কিত ম্যাকডোনাল্ড হলের সম্মুখবর্তী আমগাছে ঈশ্বর ম্যাকডোনাল্ড সাহেব বসবাস করতেন। যেসব ছেলে লিপি বা ঝর্ণা হল থেকে সিনেমা দেখে বেশি রাত করে হোস্টেলে ফিরত, তাদের মধ্যে কাউকে একা পেলে সড়সড় করে গাছ থেকে নেমে আসতেন। তারপর ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের শক্ত শক্ত অঙ্ক কষতে দিতেন। কেউ সঠিক উত্তর দিতে পারলে ভালো কথা। না পারলে বেজায় রেগে গিয়ে নিজের মুন্ডুখানা খুলে অপোগন্ড ছাত্রের হাতে ধরিয়ে দিয়ে গাছে উঠে যেতেন।

    পরদিন সকালবেলা সেই ছেলেকে হলের সামনে অজ্ঞান অবস্থায় পাওয়া যেত।
  • Netai | 121.241.98.225 | ১৩ সেপ্টেম্বর ২০১০ ১০:৫১460819
  • আঁক কষার জন্যে খাতা পেন কি দিতেন? নাকি মুখে মুখে কষতে হত?
  • Lama | 203.99.212.53 | ১৩ সেপ্টেম্বর ২০১০ ১০:৫৪460820
  • মুখে মুখে :)
  • pi | 72.83.80.105 | ১৩ সেপ্টেম্বর ২০১০ ১১:০৩460821
  • মুণ্ডুটাও ছেলেটার হাতে পাওয়া যেত ? তাহলে উনি রোজ রোজ নতুন নতুন মুণ্ডু কোত্থেকে পেতেন ?
    আর,যার অঙ্ক পারতো, তারা ঐ কনভার্সেশনের পর অজ্ঞান হত না ?
  • Lama | 203.99.212.53 | ১৩ সেপ্টেম্বর ২০১০ ১১:১৬460822
  • ভুললে চলবে না, এ মুন্ডু রক্তমাংসের নয় আমাদের মতো। অশরীরী মুন্ডু দিনের আলোতে উবে যায়- অনেকটা কর্পূরের মতো। তাই ছেলেটার হাতে মুন্ডুটা পাওয়া যেত না। তাছাড়া ভৌতিক মুন্ডু রিসাইক্লেবল- আমগাছের মগডালে ওঠার পর আবার গজাতে কতক্ষণ? এব্যাপারে টিকটিকির লেজের সঙ্গে ভূতের মুড়োর সাদৃশ্য রয়েছে।

    আর আমি হলাম গিয়ে চিরকাল যারা অঙ্কে অপারগ তাদেরই প্রতিভূ, তাদেরই সুখদু:খ হাসিকান্নার গাথা ফুটিয়ে তুলি আমার কলমে। যারা অঙ্ক কষতে পারে তাদের জ্ঞান-অজ্ঞান-জন্ডিস-ম্যালেরিয়ার খবর আমি রাখি না- তাদের গজদন্তমিনারে আমার আনাগোনা নেই।

    কেমন দিলুম:) ?
  • Arpan | 216.52.215.232 | ১৩ সেপ্টেম্বর ২০১০ ১১:১৯460823
  • এর সমুচিত উত্তর অভ্যুদয় এসে দেবে। :-)
  • pi | 72.83.80.105 | ১৩ সেপ্টেম্বর ২০১০ ১১:২৫460824
  • :)
    ভালো ই :)
  • Samik | 121.242.177.19 | ১৩ সেপ্টেম্বর ২০১০ ১২:১৯460825
  • তার্মানে কি লামাও একবার মুন্ডু পেয়েছিল?
  • Lama | 203.99.212.53 | ১৩ সেপ্টেম্বর ২০১০ ১৩:০৯460826
  • উঁহু। অঙ্ক না পারার জন্য সাপ্লি পেয়েছি, কিন্তু মুন্ডু পাই নি।

    আসলে বি ই কলেজ আমাকে সব দিয়েছে- অঙ্কে সাপ্লি, সার্ভেতে রিসাপ্লি, হোলিতে ভাং, ভাঙেতে ধুমকি, ধুমকিতে লাট খাওয়া -
    সঅঅব!

    দেয়নি শুধু ক্যাম্পাস ইন্টারভিউতে চাকরি আর ভূতের মুন্ডু।
  • Samik | 121.242.177.19 | ১৩ সেপ্টেম্বর ২০১০ ১৩:২২460827
  • বোঝাই যাচ্ছে কুম্ভমেলা আমাদের ভাগ্যকে আলাদা করতে পারে নি। :-))

    ভাঙ-ধুমকি-লাটটা বাদ দিয়ে অবশ্য ...
  • Netai | 121.241.98.225 | ১৩ সেপ্টেম্বর ২০১০ ১৩:২৬460828
  • জলুতেও বহুত ভুতের গল্প চালু ছিল। ২ নং হোস্টেলের যতিনদার মুখ থেকে শোনা- নিঝুম রাতে মেসে ভীতর থেকে ভেসে আসতো ছন্‌ছন ছন্‌ছন (কল্পনা করুন নুপুর পায়ে নারীভুত নাচছে)। তাপ্পর হটাৎ ছন্‌ছন ছন্‌ছন থেমে গিয়ে কলকল কলকল আর ঘসঘস ঘসঘস আওআজ (নারীভুত ট্যাপ খুলে বাসন মাজছে)। গা ছমছম গা ছমছম।

    শমিকদা কিছু ছাড়েন----- নাকি সব ই উত্তরবঙ্গে?
  • Samik | 121.242.177.19 | ১৩ সেপ্টেম্বর ২০১০ ১৩:৩০460830
  • যতীন্দার কথা বাদ দে তো ... টোটাল জালি মাল ছিল, গাঁজা খেয়ে খেয়ে গাঁজা খেয়ে খেয়ে ওর মস্তিষ্ক বলে আর কিছু বাকি ছিল না। আমরা তো মালটাকে ঘড়ি বলতাম, চোখাচোখি হলেই বেজে উঠত। একগাল হেসে ... "এই বাzআরটা কইরা আসলাম,' নয় তো "গরুটারে zআবনা দিয়া আসলাম' ... যেন আমরা সদাসর্বদাই ওর কাছ থেকে কৈফিয়ৎ চাইছি কোত্থেকে এল!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন