এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বি ই কলেজবেলা

    Mridha
    অন্যান্য | ০৩ সেপ্টেম্বর ২০১০ | ১৯৪৬৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Lama | 203.99.212.53 | ২১ সেপ্টেম্বর ২০১০ ১১:০৯460564
  • উরিত্তারা! আমার সিনিয়র জুনিয়র সব তো দেখি কেসির চেনা!!! সৌম্যব্রত কি সৌম্যব্রত মহাপাত্র? আর সায়ন্তন কি সায়ন্তন সর?
  • kc | 194.126.37.76 | ২১ সেপ্টেম্বর ২০১০ ১১:১৭460565
  • :))
    সায়ন্তন সরই বটে। সৌম্যব্রত চক্রবর্তী, খুব রোগা প্যাংলা ছিল। উচ্চমাধ্যমিকে জয়ন্তদার রেকর্ড ভেঙ্গেছিল। এখনতো সে একদম শাঁসেজলে একাকার ব্যাপার।
  • papiya | 108.1.193.70 | ২১ সেপ্টেম্বর ২০১০ ১১:৪৫460566
  • যাদবপুরে সবাই চোথা করে এটা ভীষণ ভাবে ভুল ধারনা, অনেকেই করে, তারা যখন কোটি কোটি নম্বর পেয়ে ক্লাসে র‌্যান্‌ক করত খুউব খারাপ লাগতো ঠিক ই কিন্তু নিজের সাহসে কখনো কুলোয়নি, উল্টে আমার ২ বেনচ সামনে একজন কে টুকতে দেখে নিজের লেখা ভয়ে বন্ধ হয়ে গেছিল :(, তবে ক্লাসটেষ্টে অনেক বার উত্তর মিলিয়েছি বটে :P
  • | 220.253.188.98 | ২১ সেপ্টেম্বর ২০১০ ১৭:১৬460567
  • কোন ছেলে বলবে যে সে মেয়ে দেখলে অন্য দিকে তাকিয়ে থাকে?
  • Mridha | 208.85.244.2 | ২২ সেপ্টেম্বর ২০১০ ২২:০০460568
  • আমাদের বি ই কলেজ দিনগুলোর সাথে, একটা দারুন অভিজ্ঞতা জরিয়ে আছে যেটা আমাদের আগের বা পরের নেই, সেটা হল আমরা আমাদের চোখের সামনে 2nd হাওড়া ব্রিজ একটু একটু করে জুড়তে দেখেছি। অনেক অনেক স্মৃতি আছে এইটা নিয়ে, কয়েকটা মনে করার চেষ্টা করব। 2nd হাওড়া ব্রিজের approach এর flyover গুলো ছিলো, আমাদের বিকেলে হাটতে হাটতে ঘোরার অরেকটা জায়গা, গরমকালে, ঐ ফাকা flyover এ দাড়িয়ে দারুণ হাওয়া খাওয়া যেত। ঐ রকম gigantic constructions, প্রায় জনমানব শূন্য, উপরে ঊঠে দুর দুর পর্যন্ত দেখা যায়, আমাদের প্রচুর উৎসাহ ছিলো ওখানে যাবার। জীবনে প্রথম বার 3 level flyover criss-cross করে চলে যাচ্ছে চর্মচক্ষে দেখলাম, অবাক হয়ে দেখতাম আর রাস্তার puzzle solve করার চেষ্টা করতাম।
    অনেক সময় আমরা হাটতে হাটতে যতদুর হেটে যাবার মত অবস্থায় ছিলো বা কেউ আটকাতো না, চলে যেতাম। একবার তো roommate এর এক বন্ধু এসেছিলো তাকে নিয়ে ঘুরতে ঘুরতে হাওড়া দীনবন্ধু কলেজের ওখান থেকে flyover এ উঠে, হাটতে হাটতে ব্রীজ এর এই বাহুর construction এর প্রায় end এ গিয়ে ছবি তুলে এসেছিলাম। সেইদিন বৃষ্টি বৃষ্টি ছিলো, কোনো কারনে কাজ হচ্ছিল না, মনে হয় কোনো strike বা কিছু ছিলো, গার্ডও চোখে পরেনি।
    আমাদের SM এর প্রফেসর ছিলো AB, আমার one of the favorite প্রফেসর in BEC । তার সব পাঠ ভুলে গেছি, একটা বাদে, একদিন স্যার ক্লাসে বলছিলেন, সবাই বলে আপনি ছাত্র মহলে exceptionally এত popular তো পিকসা হয়ে যান না। কিন্তু আমি চাই 'নিরাপদ দূরত্ব রেখে ভাল সম্পর্ক রাখতে'। আজও জীবনের পদে পদে এই শিক্ষাটা স্মরণ করি। দারুন মজা করে তার সাথে অসম্ভব যত্ন দিয়ে পড়াতেন উনি। যাইহোক স্যার মাঝে মাঝেই 2nd হাওড়া ব্রিজের reference দিতেন Strength of Materials পড়াতে পড়াতে।
    লেখাটা শেষ করব একটা unique অভিজ্ঞতা দিয়ে, আমাদের সময় বিকেলে BEC থেকে ধর্মতলা যাবার সবথেকে ভালো mode of transport ছিলো, লঞ্চে করে, গঙ্গার হওয়া খেতে খেতে যেতে দরুন লাগতো, একবার কয়েক বন্ধু মিলে এই রকম যাচ্ছি, তা ব্রিজ্‌টা তখনো জুড়ে যায়নি, ঠিক মাঝখানে এসে লঞ্চটা হঠাৎ বন্ধ হয়ে গেলো, বলে axel ভেঙ্গে গেছে। উপরে construction চালু ছিল, টুকটাক পাথর, জল কয়েকশ ফুট উপর থেকে পড়ছে, আর আমরা গঙ্গায় free float করছি। আমরা গলায় যত জোর আছে, সব এককরে চেচাচ্ছি, finally আরেকটা লঞ্চ এলে তার সাথে এটাকে দড়ি দিয়ে বেধে আমাদের উদ্ধার করা হয়।

  • Lama | 203.99.212.53 | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০৯:৩৮460569
  • মৃধাদার লেখা পড়ে দ্বিতীয় হুগলী সেতু সম্পর্কে আরেকটা কথা মনে পড়ল- ব্রিজ যখন তৈরি হচ্ছিল, কলকাতার দিক আর হাওড়ার দিক: দু' প্রান্ত থেকেই কাজ এগোচ্ছিল। আমার ঘরের জানালা দিয়ে দেখা যেত। ব্রিজের দুটো মাথা জোড়া লাগবে লাগবে করছে, এরকম সময় দেখা গেল অ্যালাইনমেন্টের কিছু একটা গন্ডগোল রয়েছে- একটা মাথা অন্যটার থেকে সামান্য উঁচু। তখন দু এক টুকরো খুলে ফেলে আবার নতুন করে জুড়ল।

    তার কয়েক মাস পর থেকে সাদা রঙের মাঝারি বাস চালু হল ব্রিজের ওপর, তারও পরে ট্রাম কোম্পানীর বাস। এর আগে আমর ধর্মতলা যেতাম লঞ্চে করে বাবুঘাট হয়ে, নয়তো বি গার্ডেন-বি বা দি বাগ মিনিতে। হাওড়া যাবার ৫৫ নম্বর বাস আর শেয়ালদার এল ১৬ তো ছিল কিংবদন্তী। এল ১৬ এখন আর নেই। কলেজ যখন ছড়লাম তখন অনেক বাস চালু হয়ে গেছে- নিক্কো পার্ক থেকে এম এস ৩৫, গড়িয়া থেকে জি এল ৬ ইত্যাদি। লঞ্চ সার্ভিস ততদিনে বন্ধ হয়ে গিয়েছিল, আবার চালু হয়েছে কিনা জানি না।

    আজকাল আমাদের বাড়ির কাছ দিয়ে "সোনারপুর-বি গার্ডেন' লেখা একটা বাস যায়। দেখলেই ইচ্ছে হয় চেপে বসতে। কিন্তু হয়ে ওঠে নি আজ পর্যন্ত।
  • til | 210.193.178.129 | ২৩ সেপ্টেম্বর ২০১০ ১০:৪৪460570
  • ৫৫ নম্বর, L১৬ সেসব তো বিগ ব্যাঙের* সময়কার মনে হয় আজকাল।
    (* এ অন্য bang)
  • til | 210.193.178.129 | ২৩ সেপ্টেম্বর ২০১০ ১০:৪৬460571
  • এই টইতে একটা lie detector লাগানো আশু প্রয়োজন।
    (চোতার কথা বলছি)
  • Lama | 203.99.212.54 | ০১ অক্টোবর ২০১০ ১০:৩৩460572
  • উড়ো টই গোবিন্দায় নম:
  • kd | 59.93.242.172 | ০২ অক্টোবর ২০১০ ০০:০১460574
  • কলেজের গপ্পো পড়ে হেব্বি লাগছে।

    ফার্স্ট ইয়ারে ব্র্যান্ড নিউ ১৩'তে ছিলুম (১২, ১৩ পুরো 1st yr-new - ডাউনিংএ 2nd yr-old। প্রতি রাতে খাওয়ার পর খিস্তির কম্পিটিশন হতো তিনটে হোস্টেলে - ডাউনিংএর দাদাদের কাছে ভালো শিক্ষা পেয়েছি। যাই হোক, যে জন্যে এটা বলা -

    কামদাবাবু তখন ডাউনিংএর সুপার - সদ্য বিয়ে করেছেন। সুতরাং তিনটে হোস্টেলের সমবেত চিৎকার - 'কামদা, ছেলে কর!!!'
  • Lama | 203.99.212.53 | ১৩ অক্টোবর ২০১০ ১১:২৭460575
  • পলাশ ওরফে "পাগলু' নামের সেই সহপাঠীর কথা মনে পড়ে- যার পাশের ঘরের ছেলেরা রাতদিন ক্যাসেটে গান বাজিয়ে পড়াশোনার বারোটা বাজাত। সহ্য করতে না পেরে একদিন পাগলু হোস্টেল সুপারের কাছে চিঠি লিখল- "মহাশয়, কতিপয় সহআবাসিক বিজাতীয় গীতবাদ্যদ্বারা পাঠাভ্যাসে বিঘ্ন ঘটাইতেছে। উপযুক্ত ব্যবস্থা প্রার্থনীয়।' সুপার এসে পাশের ঘরের ছেলেদের বকে দেওয়াতে ক্যাসেট বাজানো বন্ধ হয়ে চকলেট বোমা ফাটানো চালু হল। তখন পাগলু হোস্টেল ছেড়ে দিয়ে বাড়ি থেকে যাতায়াত শুরু করল।

    কয়েক বছর পর, এক কন্সট্রাকশন সাইটে তাকে দেখলাম। শুনলাম আমাদেরই মতো একটা কোম্পানীতে কাজ করে। (একটা বড় প্রোজেক্টে অনেকগুলো কোম্পানী কাজ করছিল, তার মধ্যে আমাদের কোম্পানী একটা। ওর কোম্পানীও তাই) এতদিন পর ওকে দেখে একটু অভিভূত হয়ে পড়েছিলাম। উত্তেজিত হয়ে "পাগলু' বলে ডাকতেই কটমট করে তাকাল। তার পর অন্য দিকে চলে গেল।

    পরদিন শুনলাম পাগলু সাইট ইন চার্জের কাছে দরখাস্ত করেছে- "মহাশয়, জনৈক প্রাক্তন সহপাঠী আমাকে উত্যক্ত করিয়াছে, উপযুক্ত ব্যবস্থা প্রার্থনীয়।'
  • Hukomukho | 198.184.0.252 | ১৩ অক্টোবর ২০১০ ১৮:১০460576
  • :)) অসা, পাগলু চুলকে দে । আরো হোক লামা ভাই।
  • de | 59.163.30.2 | ১৪ অক্টোবর ২০১০ ১১:৫২460577
  • লামা,:))))))
  • Arpan | 216.52.215.232 | ১৪ অক্টোবর ২০১০ ১২:৪৫460578
  • কাব্লিদার গল্পের প্রসঙ্গে: হস্টেল সুপারের নামটিই অমন, ছেলেছোকরাদের আর দোষ কী!
  • s | 69.236.170.220 | ১৫ অক্টোবর ২০১০ ০৬:২০460579
  • আমিও BEC -র চোথা না করা Engineer , কিন্তু আমার husband কিছু তো বোল্লো না।। LCM-এর মজা দেখাবো।।
  • kd | 59.93.204.117 | ১৫ অক্টোবর ২০১০ ১১:১০460580
  • না চুথিয়ে ইঞ্জিনিয়ারিংএর ডিগ্রি পাওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায় না। ওটা ইঞ্জিনিয়ার হওয়ার বেসিক ট্রেনিং। সারা লাইফ ঐ করেই তো খেতে হয়।
    বুঝল্যা! :))
  • til | 220.253.185.165 | ১৫ অক্টোবর ২০১০ ১২:৩৯460581
  • মিথ্যে কথা সবাই বলে
    আমি কিন্তু জীবনে একটিও মিথ্যে বলিনি!
    (ওপরের বাক্যটি কিন্তু মিথ্যা নয়)
  • Mridha | 76.103.236.176 | ১৫ অক্টোবর ২০১০ ১৫:৩৬460582
  • আমার বি ই কলেজের স্মৃতির সাথে ওতোপ্রোতো ভাবে জরিয়ে আছে বি গার্ডেন, কোনো রকম আঁতলামো না করেই বলছি, সেটা ঝারি মারার স্বর্গরাজ্য বলে যে আলাদা পাবলিসিটি আদায় করে নিয়েছিলো বি ই কলেজে তার জন্য নয়, কারণটা একদম ব্যক্তিগত। না না কোনোরকম nonveg কিছু expect করবেন না। আমার শৈশব-কৈশর কেটেছে একটা মফস্বল শহরে,আমাদের পড়ার লাগোয়া একটা বিশাল বাগান বড়ি ছিলো সেই সময়। আগেকার দিনের জমিদার বা বড়োলোকদের বাগান বড়িতে যেই রকম হতো, তারা শখ করে নানান রকম গাছ পালা বানাত, যা স্থানীয় নয়, সেইরকম অনেক গাছগাছালি নিয়ে রিতিমত একটা মিনি জঙ্গল ছিলো বাগানটা, এমনিতে চারিদিক দিয়ে ৭' ঊচু পাচিল দিয়ে ঘেরা ছিলো, কিন্তু আমাদের পড়ার দিকের একটা কোনে একটু ভাঙ্গা জায়গা ছিলো, সেখান দিয়ে আমরা বন্ধুরা ডুকতাম আমাদের জঙ্গল adventure এ, কিছুটা বাস্তব গাছপালা য সচরাচর দেখা যায় না আর কিছুটা কিশোর সাহিত্যে পড়া adventure এর সাথে মিলিয়ে কল্পনা করে দারুণ এক-একটা adventure করে ফিরতাম আমরা, Memory of those adventures still hunts me

    BEC তে আসার পরে, আমার ঐ 'অচেনার আনন্দ'র স্থান খুজে পেয়েছিলাম বি গার্ডেনে। ভেতরে ঢোকার পরেই তিন দিকে তিন টে কালো পিচের রাস্তা চলে গেছে, বাম দিকের রাস্তা বিশাল বিশাল গাছের ছায়ায় সারাদিনই অন্ধকার অন্ধকার, সন্ধেবেলায় হাজার হাজার পাখির ডাকে মুখর হয়ে থাকে। কিছু দুর এগিয়ে গেলেই বাম দিকে গঙ্গা আর ডান দিকে সুন্দর landscape করা খোলা বাগান মাঝে মাঝে কয়েকটা মাঝারি গাছ, কত রকম ফুলের গাছ। কত কত সন্ধেবেলা গঙ্গার ঐ সিমেন্ট দিয়ে বাধানো ঘাটে বন্ধুদের সাথে বসে কটিয়েছি, বা ঐ কখোনো না ব্যবহার করা জেটিতে দাড়িয়ে সূর্‌য়াস্ত দেখেছি। ঐ বট গছ, palm house ,lakes,green house , অনেক মাথাওয়ালা পাম গছ, রস্না ..সব এখনো চোখের সামনে দেখতে পাই, ১৯৯৪ এর পরে আর কখোনো যাই নি ওখনে, কিন্তু সব এখানো মনের মধ্যে সবুজ হয়ে আছে।

  • debu | 72.130.151.116 | ১৬ অক্টোবর ২০১০ ০২:০৭460583
  • কাবলিদা- সলিড খেলেছেন
  • Lama | 203.99.212.54 | ২৬ অক্টোবর ২০১০ ২১:৪৭460585
  • মৃধাদার বি-গার্ডেন বিষয়ক পোস্টের সঙ্গে একটু সংযোজন: কখনো না ব্যবহার হওয়া সেই জেটিতে একবারই একটা লঞ্চকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, আমার কুড়ি বছরের স্মৃতিতে সেই একবারই। লঞ্চের মাঝিমাল্লারা গঙ্গার পাড়ের কাদায় নেমে কবাডি জাতীয় কোনো খেলা খেলছিল। ডেকের ওপর উবু হয়ে বাসন মাজছিল দুজন। এখনো চোখে ভাসছে।
  • Atanu | 193.195.186.14 | ২৪ ডিসেম্বর ২০১০ ২৩:৩৩460586
  • onek din por ei site e Mridha / Lama r lekha pore bhalo laaglo - purono diner kotha mone porlo...

    apologies, ei khunje khunje banglay type kora ta besh kostokor..

    2nd bridge toiri hobar somoy amra college e, char diker rasta tawkhon bondho, 55 no bus tawkhon foreshore road diye ghure jeto, pray ghnta du ek laagto...

    B Garden er ghat theke ferry was best way to travel to Babu ghat... 25 poysa bhara chilo boat e, 50 poysa bhara 55 no bus e ar mini bus was too expensive 1 taka 60 poysa !!
    (kar ekta msg dekhlam opore, big bang er porer jomana ! true, takar value chilo ! gaNjar puriya chilo matro 1 taka 50 poysa ar bhori chilo 18 taka!)

    Tawkhon 3rd Gate bondho thakto, tai tar pasher panchiler pashe ekta gacher theke dori jholano chilo - tarzan swing kore para par korai chilo ekmatro short cut !

    B Garden was a grt place... gonjika sebon purbok garden bhromon ekta byapar chilo ! B Garden er ek ekta area te prithibi r ek ek pranter gachpala chilo - area gulor naam entrance e ekta map e chilo - amra sei hisabe aj Africa y bosbo, aj south America y bosbo bole B Garden e dhuktam... gongar ghate bose sunset dekha... those were some days !

    Sei suru B Garden ghat er boat er trip... aaj o bhaschi...

    Merry christmas and new year wishes to you all from the North Sea.


  • Moloy | 207.45.43.68 | ১৯ জানুয়ারি ২০১১ ০২:৪৪460587
  • তখন সব এ 2nd yr এ উঠেছি । ১৪ তে থাকতাম । সামনে Sen Hall । ৭ না ১১ কোত্থেকে কিছু সিনিয়র এসে পুরকি খাওয়ালো যে sen কে খেস্তাতে হবে । তা লেগে পরলাম । ৩ রুমমেট মিলে রাত ১২ টা থেকে মিনিট ১৫ TV room থেকে প্রচুর খিস্তিয়ে বীর দর্পে ঘুমাতে গেলুম। আরো ১৫ মিনিট পরে শুরু হল দরজায় লাথি। আমাদের floor এর সব দরজায় দমাদ্দম সমবেত লাথি। আস্তে আস্তে সব্বার দরজা থামল । শুধু আমাদের টা থামল না।
    দরজা খুলতেই হল। প্রায় ১০ জন বেশ আদর যত্ন করে নিয়ে গেল sen এ। আমাকে common room এ বসিয়ে কারা যেন ছেলেপুলে ডাকাডাকি শুরু করল।

    enough লোক জুটিয়ে তারপর শুরু হল questionare । কেউ বলে সাদা কাগজ এ লেখ কি কি খিস্তি দিয়েছিস । VC কে দেখানো হবে। কেউ বলে সাথে কে ছিল বল। কেউ বলে মেরে ফেলব । কেউ বলে কেটে ফেলব । সে এক মোচ্ছব। আমি তো প্রানটার আশা ছেড়েই দিয়েছি । শুধু কখন আর কিভাবে মারে সেটা নিয়েই একটু confused ছিলাম। এমন সময় দেখি ১৪ থেকে দল এ দল এ ছেলে sen এ ঢুকছে। কি দাবি? না সঙ্গী দের নাম বলে দাও । মিট মাট কিছু একটা হয়ে যাক। অতএব রুমমেট দের নাম বলতে হল।

    এতক্ষনে এরা আমাকে নিয়ে বোর হয়ে গেছিল বোধহয়। এবারে আমাকে ছেড়ে পড়ল দুই রুমমেট দের নিয়ে। আর এক প্রস্থ চলল ঘন্টা দুয়েক । ৪ টে নাগাদ ছাড়া পেলুম। ঘন্টা খানেক ঘুমিয়ে পরদিন সকালে drawing class । দিনটা অবশ্য ভালই কেটেছিল। sen এর বেশ কিছু সিনিয়র ক্যান্টিন এ নিয়ে গিয়ে খাইয়েছিল।
  • Souva | 122.248.183.1 | ১৯ জানুয়ারি ২০১১ ১৭:২৯460588
  • এখানে বি ই কলেজের প্রচুর সিনিয়ার ও অনেক প্রাত:স্মরণীয় ব্যক্তিরা স্মৃতিচারণ করছেন। সে তুলনায় আমি অর্বাচীনই। এই তো সেদিন, ২০০৬-এ পাশ করে বেরোলুম কলেজ থেকে, তার ওপর আমার বাড়িও কলেজ থেকে সাইকেলে মাত্রই ১০ মিনিট। ফলে স্মৃতিচারণ করার মতো দূরত্ব এখনো তৈরিই হয়নি।

    তবে একদিক থেকে আমার অভিজ্ঞতা অন্যদের থেকে আলাদা। কারণ, আমার ইশকুল আর কলেজ দুই-ই বি ই কলেজের হাতার মধ্যে। সেই দিক থেকে, বি ই কলেজের সঙ্গে, বা বলা ভালো বি ই কলেজ ক্যাম্পাসের সঙ্গে, আমার সম্পর্ক ঠিক আঠেরো বছরের। বি ই কলেজ মডেল ইশকুলে ভর্তি হয়েছিলাম কেজি-তে। সেখান থেকেই উচ্চমাধ্যমিক ও তারপর বি ই কলেজে ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ভর্তি। ফলে ঐ ক্যাম্পাসের সঙ্গে আমার শৈশব-কৈশোর, মায় যৌবনের বেশ কিছুটা একেবারে মাখামাখি হয়ে জড়িয়ে আছে। ফলে স্মৃতিচারণ করার চেষ্টাটাই বাতুলতা, কারণ সেটা একদিক থেকে নিজের জীবনী লিখে ফেলার মতো-ই।

    ঘড়িঘরের সামনের ঝিল নিয়ে ছোটোবেলা থেকেই কতো যে গপ্পো শুনেছি তার ইয়ত্তা নেই। শুনেছি ওর তলা দিয়ে ইলেক্ট্রিকের লাইন গ্যাছে, ফলে ঐ জলে পড়লেই কারেন্ট খেয়ে মৃত্যু অবধারিত। এও শুনেছি যে ওর তলা দিয়ে গোপন সুড়ঙ্গ রয়েছে। তারপর কবরখানা নিয়ে ফ্যান্টাসির তো কোনো সীমা-পরিসীমা ছিলো না। পরে অবিশ্যি কলকাতার ইতিহাস নিয়ে কিছু পড়াশোনা করার সুবাদে ঐ কবরখানার প্রতি নতুন উৎসাহ জাগে। ওখানেই রয়েছে রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের সমাধি। আর একটা মজার ব্যাপার এই যে, মডেল ইশকুলের কেজির ক্লাস হতো যেখানে সেটা আসলে একটা চার্চ (বা চ্যাপেলও হতে পারে, ঠিক বলতে পারবো না)। মস্তো মস্তো কাচের প্যানেলে সুন্দর কারুকাজ ছিলো সেখানে, কাচের ওপর যীশু, মাতা মেরির ছবি, মেঝে থেকে ছাদ অবধি, সেই গথিক কেতার গির্জের ভেতর। এই চার্চেই মধুসূদন দত্ত ব্যাপ্টাইজড হয়েছিলেন, এখন সেই বাবদে বাড়িটির নাম মধুসূদন ভবন, ফলক বসেছে সেখানে। সেই শিশুকালের আলো-আঁধারিতে এতো কিছু বুঝতুম না, কিন্তু এক ধরণের ভয়-মেশানো বিস্ময় কাজ করতো।
  • A | 99.183.185.250 | ১৯ জানুয়ারি ২০১১ ১৮:৫৮460589
  • বৎস্য souva- তুমি আমার ইস্কুল তুতো জেনে বড়ই আনন্দিত হলাম :)
  • u | 61.12.12.83 | ১৯ জানুয়ারি ২০১১ ১৯:২০460590
  • একবার ঠিক হয়েছিল বি ই মডেল ইস্কুলে ভর্তি হব। মোটমুটি ঠিকঠাক, এমন সময় কে যেন একটা ভেটো দিয়ে দিল, কোএড ইস্কুলে আর পড়া হল না :(((
  • u | 61.12.12.83 | ১৯ জানুয়ারি ২০১১ ১৯:২১460591
  • ইস্কুলের বন্ধুরা বলত ওই ইস্কুলের মামণিরা হেব্বি সেস্কি হয়।
  • til | 220.253.65.196 | ২০ জানুয়ারি ২০১১ ০১:৩৬460592
  • কবরখানাটা ঠিক কোথায়? একদম ভুলে মেরে দিয়েছি।
  • Lama | 117.194.225.96 | ২০ জানুয়ারি ২০১১ ০৭:৫০460593
  • শৌভ, সুড়ঙ্গটা তেমন কিছু গোপন ছিল না, আমাদের সময়কার অনেকেই দেখেছে- এখন অবশ্য ভেঙ্গে ফেলা হয়েছে। আমি নিজে ভেতরে ঢুকেছি- মিনিট দুয়েক হাঁটার পর লোহার পাত দিয়ে সিল করা।প্রচুর চামচিকে ছিল। তবে কারেন্ট খাই নি। অবশ্য ওটা ঝিলের পাশ দিয়ে যায়, তলা দিয়ে নয়।
  • Lama | 117.194.225.96 | ২০ জানুয়ারি ২০১১ ০৭:৫১460594
  • * সিল করা। প্রচুর চামচিকে
  • Souva | 122.177.155.99 | ২০ জানুয়ারি ২০১১ ১০:৫২460596
  • বাবা A, আপনিও আমার ইশকুল-তুতো জেনে বেজায় আনন্দ পেলুম। কোন ব্যাচ ইত্যাদি জানলে আরো আহ্লাদিত হই।

    U-এর কথা শুনে মনে হচ্ছে নিঘ্‌ঘাত প্রজ্ঞানানন্দের চ্যালা। :-D
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন