এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বি ই কলেজবেলা

    Mridha
    অন্যান্য | ০৩ সেপ্টেম্বর ২০১০ | ১৯৪৭০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Samik | 121.242.177.19 | ১৩ সেপ্টেম্বর ২০১০ ১৩:৩২460831
  • তবে দোতলা ব্যাকের ৪৫ নম্বর রুমে যেখানে আমি থাকতাম, সেখানে একটা সুইসাইডের কেস ছিল।

    কেবল শুনেইছি, ডিটেল জানি না।
  • Netai | 121.241.98.225 | ১৩ সেপ্টেম্বর ২০১০ ১৩:৪৯460832
  • যতীনদা বাদ গেলো তবে।
    আরোও তো গল্প ছিলো অনেক। দোতালা ব্যাক এর সামনে একটা কুল গাছ। কুল গাছের তলায় কুল কুড়িয়ে ঘুরছে একটা বাচ্চা মেয়ে। এতো রাত্তিরে কুল কুড়িয়ে বেড়ায় এ কোন মেয়ে। সিগারেটে টান দিতে দিতে ভাবছে বুলবুলদা।
    -"ঐইইইইইইই। ক্যা র‌্যাআআআআআ?"
    বুলবুলদার হাঁক শুনে মেয়েটা পড়িমরি করে পালাবে কোথায়, তড়িঘড়ি করে গাছে উঠে গেলো (গল্পে গরু যেমন ওঠে)।

    বুলবুলদা লোকলস্কর নিয়ে গাছ কিংবা তার আশেপাসে খুঁজে কোথাও পেলনা কাউকেই। কোথায় গেলো মেয়েটা?
  • Samik | 121.242.177.19 | ১৩ সেপ্টেম্বর ২০১০ ১৩:৫৭460833
  • নাহ্‌। ভূত টূত ছিল না আমাদের ক্যাম্পাসে। খালি টেকপোকা ছিল।
  • r.h | 203.99.212.54 | ১৩ সেপ্টেম্বর ২০১০ ১৩:৫৯460834
  • হেলেক্যাংলা ছিলনা?
  • Netai | 121.241.98.225 | ১৩ সেপ্টেম্বর ২০১০ ১৪:০২460835
  • ভুত ছিল কিনা জানিনা। তবে ভুতের গল্প ছিল। আছে।
  • de | 59.163.30.2 | ১৩ সেপ্টেম্বর ২০১০ ১৪:০৩460836
  • জলুর ভূতের গপ্পে এতো নারীভূতের প্রাধান্য কেন? :))
  • Netai | 121.241.98.225 | ১৩ সেপ্টেম্বর ২০১০ ১৪:২৬460837
  • হেইডা তো বোঝন যায় না।

    আরো দুটো গল্প শুনেছি। সাদা শাড়ী পরা লম্বা শাক্‌চুন্নির গল্প (খোনা সুরে কথাও বলতো। আর একটা কাটা মুন্ডু ঘুরে বেড়াতে দেখা গেছিল একবার। ওটাও নারীমুন্ড।
    under construction জিমখানায় একটা বুড়ো র মুন্ডু কার্নিসে কার্নিসে বেয়ে বেড়িয়েছিল। ওটাই ছিল একমাত্র পুরুষ ভুত।
  • Lama | 203.99.212.53 | ১৩ সেপ্টেম্বর ২০১০ ১৪:৪৫460838
  • নারীভূত বিক্কলেজেও ছেল।

    পেত্নীদের মধ্যে প্রাত:স্মরনীয় ছিলেন রেবেকা মেমসাহেব (মাইকেল মধূসূদনের প্রথমা পত্নী, নীলকর সাহেবের কন্যা)। যাঁরা বি ই কলেজ কখনো যান নি তাঁদের জানিয়ে রাখি, বি ই কলেজের বর্তমান ক্যাম্পাস হচ্ছে ভূতপূর্ব বিশপস কলেজ যেখানে মাইকেল ধর্মান্তরিত হবার পর পড়তে এসেছিলেন। আর ক্যাম্পাসের মধ্যেই রয়েছে এক জলজ্যান্ত কবরখানা যেখানে রেবেকা সমাধিস্থ হয়েছিলেন বলে কথিত।

    উনি গভীর রাতে সাদা আলখাল্লা পরে ক্যাম্পাসে ঘুরে বেড়ান বলে খবর ছিল। কিন্তু আমি সবান্ধবে বা একা একা রাত্রিবেলা অনেক হাঁটাহাঁটি করেও তাঁকে দেখতে পাই নি।

    কিন্তু একদিন রেবেকার ভূতকে দেখতে গিয়ে অন্য কিছু দেখে ফেললাম- বেশ রোমাঞ্চকর।
  • til | 220.253.188.98 | ১৩ সেপ্টেম্বর ২০১০ ১৫:০৫460839
  • আচ্ছা লামাদা,
    Slater না ডাউনিং কোনটা বিশপস কলেজ ছিল? গুলিয়ে যাচ্ছে। কবরখানা, সেটা কোথায়, সবই ভুলে যাচ্ছি। তবে হ্যাঁ, ১০ নম্বর ডাউনিং আমার ঠিকানা ছিল এক বছরের জন্যে; আর ১৩ র সামনের ঝিলের পাড়ে কলাগাছ থেকে এক কাঁদি কলা চুরি করি আমরা, এখনও মনে আছে ৭২ টা কলা হয়েছিল। সংখ্যা তেমন মনে থাকে না তবে ফার্ষ্ট ইয়ারে দুটি মাত্র she আমাদের সেকশনে পড়তো, একজনের রোল নম্বর ৭১ অন্যজনের ৮২; স্যারেরা ৭০ এর পর ৭২ ডাকতেন!
    তারা যদি এই পোষ্ট পড়েন তো জানবেন, চান্স কম!
  • Lama | 203.99.212.54 | ১৩ সেপ্টেম্বর ২০১০ ১৫:৩১460508
  • আমাদের ক্লাসে একজনও ছিল না।

    কেন? মাইনিঙে মেয়েদের ভর্তি করা হয় না বলে।
  • kb | 203.110.243.22 | ১৩ সেপ্টেম্বর ২০১০ ২২:৫৮460509
  • জলুতে ভুতের কথা শুনিনি, তবে ভুতের ভয় দেখানোর একটা গল্পো বলতে পারি। 3rd year এর শেষ, অনেকে তিননম্বর হোস্টেলে গেছে অনেকে তখোনো যায় নি। এ অবস্তায় একটি ছেলেকে ভুতের ভয় দেখনোর ব্যবস্তা হোলো। মোম্বাতি medium সব জোগার হোলো- প্লানচেট হোলো। তাতে ভুত সশরিরে এলো সাদা ধুতি পরে (অমার ধুতি)। কিন্তু ভুত নেমেচিলো ৩ ও ৪ এর মঝের মাঠে । ভুত নানা কসরত করতে লগলো। তাই দেখে ভুতকে কুকুর তাড়া করলো। ভুত ও কুকুর এর রেস সুরু হোলে মুস্কিল তাই ভুতকে কুকুর মুক্তো করতে লোক গেলো-তারা ঢিল ছুরলো - তাতে ভুতের একটু চোট লেগেছিলো।
    যাথোক যাকে ভয় দেখানো হছিলো সে অজ্ঞান হোয়েছিলো।
  • pi | 128.231.22.87 | ১৩ সেপ্টেম্বর ২০১০ ২৩:০৬460510
  • আমাদের ইন্সটিটিউটের হোমি ভাবার ভূত থেকে শুরু করে আরব্যসাগরবাসিনী পেত্নী, এনাদের গপ্পোকথা তো আমি সেই কবেই লিখে দিয়েছি।
  • byaang | 122.172.55.175 | ১৩ সেপ্টেম্বর ২০১০ ২৩:১১460511
  • সেই একটা ভূতের গপ্পোর থ্রেড ছিল না! জম্পেশ সব ভূতের গপ্পো ছিল সেখানে। বিইকলেজের ভূতের গপ্পো ও বেশ লাগলো,
  • Mridha | 208.85.244.2 | ১৪ সেপ্টেম্বর ২০১০ ০০:৪৬460513
  • বি ই কলেজের ভুতের গল্প আমার কাছে কয়েকটা আছে, তার একটা বলি। তখন কোন একটা study leave চলছিলো,সাধারণত দূরের ছেলেরই শুধু study leave এ কলেজে থেকে যায়। হস্টেল গুলো একদম ফঁআকা, বি ই কলেজের সবাই জানেন, বড় ছুটির সময় এমনিতেই হস্টেল গুলো কিরকম ভুতুড়ে লাগে। আমাদের ব্যাচের পাড়িয়াল ছিলো জলপাইগুড়ির ছেলে, হস্টেল ৭ এ তিন তলাতে থাকত, সেই দিন পুরো ফ্লোরে একা পাড়িয়াল ই ছিলো। সারাদিন ধরেই প্রচন্ড বৃষ্টি হয়েছে, সন্ধের পরেও একই রকম ভাবে বৃষ্টি পড়ে চলেছে, পাড়িয়াল আর বেশি চাপ না নিয়ে বিছানায় শুয়ে পড়লো। হঠাৎ কোনো একটা আওয়াজে ওর ঘুমটা ভেঙে গেলো,তখন রাত প্রায় মধ্য রাত্রি, ঘুমের ভাবটা কেটে গিয়ে একটু হুশ এলে মনে হলো, কেউ জেনো সিড়ি দিয়ে নিচের তলা থেকে উপরে উঠে আসছে। তার পরে স্থান, কাল, পাত্র সম্বন্ধে একটু সজাগ হলে, একটু ঘাবড়েই গেলো, এতো রাতে কে উঠে আসবে উপরে ? চুপচাপ বিছানায় মটকা মেরে, কান খাড়া করে পড়ে থাকল, মনে হল তিন তলার floor এ উঠে আওয়াজটা ওর রুম এর উল্টো দিকের wing এর দিকে যেতে থাকলো, চলার শব্দটা কোনো চপ্‌প্‌ল বা বুটের চলার আওয়াজ নয়, সিমেন্টের floor এর উপর দিয়ে ক্র্যচ ধরনের শক্ত কিছু চলার শব্দ। পাড়িয়াল escape রুট ভাবতে থাকলো, এতো রাতে জানালা দিয়ে চেচালে,বৃষ্টির আওয়াজের মধ্যে করো কানে যাবার chance খুব কম, তাই বাইরে থেকে কোনো help পাবার chance নেই। আর বেরোতে হলে, সামনের বারান্দা দিয়েই বেরোতে হবে। তাই যে বা যা আছে তার মুখোমুখি হতেই হবে। একটু পরে আওয়াজটা বন্ধ হয়ে গেলো। তখন Pariyal মোটমুটি দম বন্ধ করে শুয়ে আছে।
    কিছুক্ষন পরেই আবার আওয়াজটা হতে লাগলো, এবার এই wing এর দিকে এগিয়ে আসতে লগলো শব্দটা। পাড়িয়াল অন্য কোনো উপায় না দেখে, বিছান ছেড়ে উঠে ঘরের কোনা থেকে একট bed rod নিয়ে দরজার পাশে দাড়ালো।
    আওয়াজটা যখন দরজার একদম সামনে চলে এসেছে, তখন চোখে পড়লো, বৃষ্টিতে সপসপে ভেজা একটা নেড়ি কুকুর, মনে হয় একটু শুকনো জায়গা খুজছিলো শোবার জন্য, ওটার পায়ের নখের থেকেই হচ্ছিল শব্দটা।
    এই গল্পের স্থান কাল পাত্র সবই বাস্তব থেকে নেওয়া .....

  • Lama | 117.194.228.145 | ১৪ সেপ্টেম্বর ২০১০ ০৬:২৮460514
  • মৃধা দা কি ৭ এ থাকতে? পাড়িয়ালের রুমমেট ছিল শান্তনু ঘোষ (জাম্বো) আর মাইনিঙের সুরজিৎ দাস (সুরা)- এখনো মনে আছে। আমি অবশ্য ১৫ তে থাকতাম। শুভজিৎও তাই।

    আরো ভূতের গল্প ক্রমশ: আসছে।
  • Shn | 219.64.182.40 | ১৪ সেপ্টেম্বর ২০১০ ১৫:১২460515
  • পাই, কোথায় আর পুরোটা লিখলে? চারতলা থেকে নেমে আসা গোল্ডেন লিফটের গপ্পো, তারপরে মাঝরাতে ল্যাবে কি শুনেছিলে সে সব তো কিছু লিখলেই না... খালি ঝুলিয়ে রেখে দিলে হবে? শিগ্গির লেখো।
  • til | 220.253.188.98 | ১৪ সেপ্টেম্বর ২০১০ ১৭:০৮460516
  • ডাউনিং এর ছাদে রাত্তির বেলা যাওয়া সেই ঘোরানো সিঁড়ি বেয়ে, মনে পড়ে। একজন বাজী ধরে উঠেছিল- প্রমাণ স্বরূপ ওপর থেকে জুতোজোড়া ছুড়তে হবে। জিতেছিল সে।
    সেই পার্টির অন্য একটা বাজীর কথা না বললে গল্প পুরো হবে না। আমারই রুমমেট ছিল সে। কি করে যেন পাঁচজন থাকতাম এক ঘরে। তো বাজী হলো- দ্রৌপদীর বস্ত্রহরণ টাইপের, যেমন বলা তেমনি কাজ। এমন সময়- তখন সন্ধ্যেবেলা; সুপার কামদাবাবু এসেছেন, দরজার মুখে। তাঁকে দেখেই সে খাটের নীচে তার নিম্নাঙ্গ। "আরে আরে তুমি ওখানে কি করছো, anything wrong"। না, স্যার, হেঁ, হেঁ, ঠিক আছে স্যার। কামদাবাবুও নাছোড়বান্দা, student in distress!
    শেষ অবধি বুঝে গেলেন এবং "বড় দুষ্টু ছেলেরা" বলে চলে গেলেন!
  • stoic | 160.103.2.224 | ১৪ সেপ্টেম্বর ২০১০ ১৭:৪২460517
  • হোমি ভাবা তো মঁ ব্লঁয়ের আশেপাশে থাকেন। স্বচক্ষে দেখেচি। শ্বেতশুভ্র আলখাল্লা পরে এসেছিলেন আমাদের ট্রেকার্স হাটে। বল্লেন 'এখানেই রয়ে গেলাম বুঝলে। বম্বের ঐ ভ্যাপসা গরম আর সহ্য হয় না।' মানে মরাঠীতে বল্লেন, আমি তার ভাবার্থ করলাম।
    বেশ অমায়িক ভদ্রলোক। কারুর সাতেপাঁচে থাকেন না। আপন মনে নিজের রিসার্চ করেন।
    ;-)
  • Mridha | 208.85.244.2 | ১৪ সেপ্টেম্বর ২০১০ ২৩:০৬460519
  • না লামা, আমি ৮ আর Mac এ থেকেছি। পাড়িয়াল আর অমি একই class এর - 94 EE। পাড়িয়ালের সাথে যোগাযোগ আছে এখনও। আমি আমার class এর একজনের সাথে যোগাযোগ করতে খুব interested। কিন্তু কোনো radar এ পাছি না, Manmayjyoti Sau । কারো সাথে contact থাকলে জানাবেন।
  • Mridha | 208.85.244.2 | ১৪ সেপ্টেম্বর ২০১০ ২৩:৫০460522
  • কি জানি, Profile এ ছবি বা detail কিছু নেই, invitation দিলাম পাঠিয়ে। ধন্যবাদ শমীক। তুমি তো ব্যন্ডেলের ছেলে, আমি ভদ্রেশ্বরের। দারুণ হচ্ছে তোমার উত্তরবঙ্গ লেখাটা।
  • Lama | 117.194.233.155 | ১৫ সেপ্টেম্বর ২০১০ ০০:২৪460523
  • নেতাজী ভবন থেকে অ্যালামনি গেস্ট হাউসের সামনে দিয়ে কবরখানা হয়ে উলফেনডেন হলের গা ঘেঁষে যে রাস্তাটা মুচিপাড়ায় ঢুকে গেছে, তার ধারে, উলফের কাছাকাছি ছিল এক পোড়ো বাড়ি। হানাবাড়ি নামে পরিচিত হবার সব ধরনের যোগ্যতা সেই বাড়ির ছিল- পলেস্তারা খসা দেয়াল, শ্যাওলা ধরা সিঁড়ি, ভাঙা জানালা, কার্নিশে অশ্বত্থগাছ ইত্যাদি। একবার রাত দেড়টা নাগাদ রেবেকার ভূত দেখব বলে আমরা তিন রুমমেট কবরখানার সামনে কিছুক্ষণ ঘোরাফেরা করে বিফলমনোরথ হয়ে মুচিপাড়ার দিকে যাচ্ছিলাম। উদ্দেশ্য- মুচিপাড়ার হোস্টেলে কোনো বন্ধু জেগে থাকলে একটু আড্ডা মেরে নিজের হোস্টেলে ফিরে যাওয়া। পোড়োবাড়ির সামনে এসে শুনি দোতলার ঘর থেকে হারমোনিয়ামের আওয়াজ আসছে। ভেতরে টিমটিম করে আলোও জ্বলছে। প্রাথমিক ভ্যাবাচ্যাকা ভাবটা কাটিয়ে ঘোরানো লোহার সিঁড়ি বেয়ে ভেতরে ঢুকে দেখি কয়েকটা চেনামুখ,ছাত্র বা শিক্ষক না হলেও যাদের মাঝে মাঝেই ক্যাম্পাসের আশপাশে দেখতে পাওয়া যায়। ওঁরাও আমাদের দেখে অবাক হলেন। জানতে পারলাম, ওঁরা নাট্যকর্মী, জায়গার অভাবের জন্য রিহার্সালের ঘর হিসেবে ঐ পোড়ো বাড়িটা বেছে নিয়েছেন। পরে দিনের বেলা লক্ষ্য করেছিলাম হুকিং করে ভেতরে ইলেকট্রিকের লাইন নিয়ে যাওয়া হয়েছে।
  • Nina | 64.56.33.254 | ১৫ সেপ্টেম্বর ২০১০ ০১:৩২460524
  • তিল, আর কামদাবাবুর মেয়ের কোনও গল্প নেই তোমাদের ব্যাচে? কামদাবাবু নাকি অতিষ্ঠ হয়ে বলেছিলেন --তোমরা এখন মন দিয়ে পড়াশোনা কর, তোমাদের মধ্যে থেকেই কাউকে জামাই করব কিন্তু সবাই মিলে আমার মেয়ের পেছনে লেগনা :-))
    আর মণিদীপাদির কথা কিছু বল, শুনি--

  • pi | 72.83.80.105 | ১৫ সেপ্টেম্বর ২০১০ ০৯:৪২460525
  • স্টৈকদা,নেক্সট বার মোলাকাত হলে ভাবা স্যারকে বলে দেবেন, ওনার ও দে দির মত ডিমেনশিয়া হয়েচে। নৈলে খোদ নিজের হাতে বানানো অমনি হাওয়া মহল থাকতে বলেন কিনা বম্বেতে ভ্যাপসা গরম! উফ, কী হাওয়া, কী হাওয়াই না দিত ওখানে। বিশেষ করে এই বর্ষার দিনগুলোতে। আরবসাগর থেকে ছুটে আসা হাওয়া হঠাৎ করে ঐ কলোনেডে ঢুকে চোঙা থেকে বেরোনো শব্দের মত , কয়েক গুণ হয়ে যেত ! জীবনে একবার ই কাউকে হাওয়ায় উড়ে যেতে দেখেছিলাম, সে ওখেনেই। নেহাত আমার ক্যামেরা তখনো ছিল না, তাই সচিত্র প্রমাণপত্র দাখিল করতে পারলাম না।

    কিন্তু উনি ওনার ঐ চারতলার ঘরে বসে বসে সাবান ও মাখছেন আবার মঁ ব্লা তে স্কি ও করছেন, ব্যাপারটা কী ! ভূতেরা কি এক ই সময়ে একাধিক স্থানে অবস্থান করতে পারেন নাকি ?

    আর,shn, ঐ লিফটে করে ভাবার যাতায়াতের গল্প কি আমার ল্যাবের করিডোরের আইস মেশিন থেকে স্বর্গীয় ড: লোবোর আইস ভরার গল্প এই রাতবিরেতে আমি মোটেও করবো না। :-|
  • pi | 72.83.80.105 | ১৫ সেপ্টেম্বর ২০১০ ০৯:৪৭460526
  • কিন্তু বি ই কালেজের ভূতেরা তো দেখি সব ফেক! কেউ আরশোলা বেরোয় তো কেউ নাট্যকর্মী ! মামুর বেলাপেত্নীও কি বি ই কালেজের আমলের ই ? তাহলে দেখা যাবে সেও হয়তো এই ইঁদুর বা সাপ ব্যাঙ কিছু একটা।
    যাই হোক, এই বাবদ বি ই কালেজের কিছু দুয়ো প্রাপ্য হইল।
  • Shn | 123.201.130.118 | ১৫ সেপ্টেম্বর ২০১০ ১০:২৬460527
  • দেখো pi, প্রত্যেকবার এই রকম টুসকি দিয়ে পালিয়ে যাওয়া মোটেও ভালো কথা নয়। নাহয় দিনের বেলাতেই লেখো, কিন্তু লেখো তো রে বাপু।
  • de | 203.199.33.2 | ১৫ সেপ্টেম্বর ২০১০ ১১:১২460528
  • এ মা পাই জানেনা -- ভূতেদের ক্ষেত্রে আন্সার্টেন্টি প্রিন্সিপল খাটে তো -- পোজিশান কখনোই ওয়েল-ডিফাইন্ড নয়, ভূত হলো ওয়েভের মতো :)) --

    এনিওয়ে, এখেনে পাহাড়ের চূড়ায় একটা রেলিং ঘেরা লোহার পাত বসানো সিমেন্টের বেদী আছে, সেটার নাম ভাবা পয়েন্ট, ভাবাবাবু ওখেনে বসে এই ইন্সটিট্যুটের ল্যান্ডস্কেপ প্ল্যান কত্তেন -- সেখানে এখনো রাত্তিরবেলা বুটের খট-খট আর ফোঁস-ফোঁস শোনা যায়!
  • shrabani | 124.124.86.102 | ১৫ সেপ্টেম্বর ২০১০ ১১:৪৩460530
  • রুরকীতে অনেক বিই কলেজী ছিল (আমাদের বাড়িতেও)। কোনো ঘরোয়া গ্যাদারিংয়ে এদের কলেজ নিয়ে নানান আলোচনা ও সরস গল্প শুনতে খুব মজা লাগত, অন্যরা পাত্তা না দিলেও আমি হাঁ করে শুনতাম। এদের মুখে একটা গান শুনে আমার এখনও মনে আছে, - "কলেজ নয় ভাই চিড়িয়াখানা, ঘোড়া বিষ্টু অপেরা হাতীর ছানা, আর আছে নষ্টশীল মোটা বরোদা, সব কিছুর মূলে আছে মোটা কামদা" - কামদা নামটা শুনে মনে পড়ে গেল। এছাড়া এরকম অনেক গান শুনতাম নানা চরিত্রকে নিয়ে।
    একজনকে দেখেছি, নিরীহ ভালোমানুষ রোগাভোগা গোছের। তার গল্পগুলো ছিল প্রায় পাগলা দাশুর মত, হস্টেলের ছাদে ধান চাষ থেকে শুরু করে নানা আবিস্কারের গল্প!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন