এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বি ই কলেজবেলা

    Mridha
    অন্যান্য | ০৩ সেপ্টেম্বর ২০১০ | ১৯৪৮০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • debu | 82.130.151.116 | ১৬ মে ২০১২ ১১:০৭460697
  • লামা তোর জন্য oscar টা তোলা রইলো
    ওহ চাশনা ওটা?
    বোঙ্গো টাইপের কিছু চাস?
    দারা দিকি দিদির সঙ্গে কথা বলে দিকি
  • Lama | 127.194.228.130 | ১৭ মে ২০১২ ০১:৪৩460698
  • উরেবাবা, আমি কিচু চাইনাকো। শুধু ভ্যানিশ না হয়ে আর কবছর বাঁচতে চাই।
  • Toon Army | 131.241.218.132 | ১৭ মে ২০১২ ০৯:২১460699
  • টাওয়ার ক্লকের টিক্‌ টক্‌ গানটা পুরোটা কারো মনে আছে?

    টাওয়ার ক্লকের টিক্‌টক্‌ টিক্‌টক্‌
    বয়ে চলে গঙ্গার জল
    কোম্পানি বাগানের বুড়ো বটগাছ
    পাতাঝরা ছায়ার আঁচল
    সোনালি স্বপ্ন দেখা আমরা ক'জন
    আগামী দিনের কারিগর
    বিশপ্‌স কলেজ থেকে বিই কলেজ
    জুড়ে আছে সারা অন্তর।

    তারপর? রোদে পুড়ি, জলি ভিজি ইত্যাদি কয়েকটা লাইন ছিলো যে...
  • গান্ধী | 213.110.243.21 | ১৭ মে ২০১২ ০৯:৫৫460700
  • আমাদের সময় গানটা শুনিনি। কদিন আগে ফেবুতে বিই কলেজ গ্রুপে একজন লিখেছিল গানটা। দেখছি খুঁজে পেলে
  • Toon Army | 131.241.218.132 | ১৭ মে ২০১২ ১০:২২460701
  • গানটা পুরনো, রঞ্জনপ্রসাদের লেখা/সুর। আমাদের ফোর্থ ইয়ারের সময় (৯৪-৯৫) খুব চালু হয় - তার আগে শুনিনি। সম্ভবতঃ ডীম্‌ড ইউনি হওয়ার খুশিতে...
  • গান্ধী | 213.110.243.21 | ১৭ মে ২০১২ ১০:৪৩460702
  • এই গানটা পেলাম

  • yuba | 119.145.63.157 | ১১ জুন ২০১২ ০৩:৪৭460703
  • ইপ্সিতা দেখাল বলে সুতাটা দেখলাম। ওকে জিগালাম - তুই ল্যামিদাকে চিনলি কি করে? তার জের এ এই আলোচনা টা দেখাল।
    ১২ বছর হয়ে গেছে, তাও ৪ বছরের একটা একটা দিন মনে আছে।

    ল্যামিদা তখন ৩রড ইয়ারে। আমি মুর্গি ইয়ার। ডাক এসেছিল বেক্সু ওয়েলকামের পর ২ন্ড লবিতে। সেখানে ২-ডিমেনশনাল ল্যামিদা আমার মুর্গি-ইয়ার-মেটকে চিৎকার করে বলল - ধিক তোকে!!! এর পর আমাদের বলা হয় মাটির দিকে তাকিয়ে পা চালিয়ে জলদি হোস্টেলে ফিরে যেতে।

    যেতে যেতে সেই বন্ধু বলেছিল - অই ল্যামিদাটা বেশ ডেঞ্জার মাল তোহ।
  • Yuba | 119.145.63.157 | ১১ জুন ২০১২ ০৩:৪৯460704
  • অনেক বছর পর ল্যামিদার মুখেই শুনেছিলাম পূণের কাছে এক খনি তে ইউনিয়ন লীডার কে ল্যামি দা চা আনতে পাঠিয়েছিল।
  • Lama | 127.194.231.104 | ১৬ জুন ২০১২ ০৭:৫৩460705
  • ইউনিয়নের নেতা না, এমনি মস্তান ছিল। ইউনিয়ন হলে আমাকেই চা আনিয়ে ছাড়ত
  • a | 132.179.80.111 | ১৬ জুন ২০১২ ১৩:৪৩460707
  • এই মুর্গি ইয়ারের কনসেপ্টটা অতি বাজে লাগে, তখনো, এখনো
  • Lama | 127.194.236.182 | ১৬ জুন ২০১২ ১৭:২৮460708
  • মুর্গি ইয়ারটা কি জিনিস? ফার্স্ট ইয়ার?
  • Lama | 127.194.241.65 | ২২ জুন ২০১২ ০১:০৪460709
  • Lama | 127.194.241.65 | ২২ জুন ২০১২ ০১:২১460710
  • বিক্কলেজের কিছু ছবির কোলাজ
  • Lama | 127.194.224.166 | ২৯ জুলাই ২০১২ ১৯:২৫460712
  • অসময়ে হঠাৎ চলে গেল আমাদের বন্ধু সৌগত মুখার্জি (বি ই কলেজ, ১৯৯৭, ইলেকট্রনিক্স/ টেলিকম) ওরফে চিংড়ি। এখানে রইল অযোগ্য বন্ধুর অকিঞ্চিৎকর স্মৃতিতর্পণঃ

  • cb | 212.156.11.234 | ২৯ জুলাই ২০১২ ২১:০১460713
  • :(
  • nina | 78.34.167.250 | ৩০ জুলাই ২০১২ ০৪:২৯460714
  • যেতে নাহি দিব
    তবু যেতে দিতে হয়
    হায় !
  • pi | 82.83.82.13 | ২৫ আগস্ট ২০১২ ১০:৫২460715
  • name: Ishan mail: country:

    IP Address : 60.82.180.165 (*) Date:25 Aug 2012

    দুঃখ হলে মাঝে মাঝে কলেজের কথাও মনে পড়ে। দিনের কথা নয়, রাতের কথা। রাত বারোটায় ল্যামি আর বগা চারমাথার মোড়ে রাস্তার ঠিক মাঝখানটায় বসে আছে। কেন আছে ঈশ্বরই জানেন। আমরাও তার পাশে থেবড়ে বসলাম। রাত বারোটা দশ। এক দঙ্গল ছেলে ঠিক রাস্তার মাঝখানে। এক আধটা পথভোলা অ্যাম্বাসাডার রাস্তায় চলে এলে সাবধানে পাশ কাটিয়ে যাচ্ছে। কেউ একটা চিৎকার করে বলছে, এই এই হেডলাইটটা নিভিয়ে যা না। যেন হেড লাইট নিভিয়ে গাড়ি চালালে আমরা আস্ত থাকতাম।

    ভাবলেই হেবি হাসি পায়। :)

    আরও আছে।

    চিড়ে সন্ধ্যেবেলায় চান করে কাচা জামা আর হাফ প্যান্ট পরে ফিরে এল। একটা কাচের গ্লাসের উপরে গোল করে রাবার ব্যান্ড লাগাচ্ছে। ওটা পেগ মেজারার। রাবার ব্যান্ডের একটা দিক উঠে যাচ্ছে, আরেকটা নেমে। যেন বেড়ালের পিঠে ভাগ হচ্ছে। কিন্তু কোনো কথা বলা যাবেনা। চিড়ে প্রচন্ড সিরিয়াস। কেউ একটা শব্দ করলেও বলবে, আমি আর নেই। তোরা কর।

    রাবার ব্যান্ডের একটা দিক উঠছে। আরেকটা দিক নামছে। আর চার-পাঁচটি ছেলে রুদ্ধশ্বাসে সেদিকে তাকিয়ে আছে। জমাট নির্জনতা। কোথাও কোনো শব্দ নেই।

    ছবি। ছবি।

    রাত দেড়টা। গানবাজনা ঘর ছেড়ে বেরিয়ে এল উলফের দোতলার লবিতে। গ্লাস-টাস সমেত। এককোনে বসে সিনহা গাঁজা পাকাচ্ছে। জয়দীপ নতুন গান লিখেছেঃ
    ফিরে চলো বন্ধু
    আবার ঐ ঘরে
    যেথা ছিল শুধু গান।

    একটু কলাবতী টাচ আছে সুরে। সেই সন্ধ্যেতেই টিউনটা শেখা হয়েছে। তিন লাইনের বেশি মনে নেই কারোরই। গান চলছে। ফিসফিস করে বলা হচ্ছে, ফিরে চলো ফিরে চলো। জোরে জোরে জোরে বলা হচ্ছে, ফিরে চলো ফিরে চলো। বুক ফাটিয়ে বলা হচ্ছে, ফিরে চলো ফিরে আবার ওই ঘরে।

    একতলা -দোতলা থেকে এক এক করে ছেলেরা জড়ো হচ্ছে। ভিড় বাড়তে বাড়তে প্রায় জমায়েত হয়ে গেল। কিন্তু গানের ওই তিনটিই কলি। সবাই ঘন্টাখানেক ধরে তাইই শুনে যাচ্ছে, শুনেই যাচ্ছে। ফিরে চলো বন্ধু, আবার ওই ঘরে....

    রাত, নাকি ভোর চারটে। জয়দীপ রিচে ফিরবে। গান চলছে, আমি দোতলার বারান্দা দিয়ে দেখছি, হ্যালোজেন আলোয় ডেক দুলছে। জয়দীপের চুল উড়ছে। আর অবিকল নাবিকের মতো টলোমলো পায়ে হেঁটে যাচ্ছে জয়দীপ। যেন রাস্তা দুলছে। সেখানে তখন আর ল্যামিরা নেই।

    এইসব আরকি। গুছিয়ে লিখতে পারলে ভালো হত।
  • Lama | 127.194.245.230 | ২৬ আগস্ট ২০১২ ১৪:৩৩460716
  • বগা আর আমি মাঝেমাঝে ভূতের খোঁজে বার হতাম। মাইকেল মধুসূদনের প্রথমা স্ত্রী রেবেকা নাকি মাঝে মধ্যে দর্শন দিতেন। মেমসাহেবের সঙ্গে আলাপ করার বড় ইচ্ছে ছিল। সেইসব ব্যর্থ অভিযানের শেষে পথের ধারে বসে চাট্টি বিড়িটিড়ি ফুঁকে ঘরে ফিরতাম।

    কিন্তু এত জায়গা থাকতে চারমাথার মোড়েই কেন, সেটা অবশ্য ঈশ্বরই জানেন ।
    মামু তারই মধ্যে একটা দিনের কথা লিখেছে।

    মামুর তখন দাড়ি ছিল না।
  • | 24.99.52.189 | ২৬ আগস্ট ২০১২ ১৪:৪৮460718
  • মাইক্রোতে করতে গেলে বাটাটায় সব দিয়ে মাখো। তারপর মাইক্রো কর, যেমন করে ভাপা করে অমনি।
  • | 24.99.52.189 | ২৬ আগস্ট ২০১২ ১৪:৪৯460719
  • অ্যাল!
    ভুল টই।
  • san | 24.96.105.46 | ২৬ আগস্ট ২০১২ ১৪:৫৮460720
  • তবু ভালো। বিড়ি না দাড়ি নাকি মেমসাহেব কাকে মাইক্রো করা হবে একটু কনফিউশন হচ্ছিল।
  • san | 24.96.105.46 | ২৬ আগস্ট ২০১২ ১৫:১১460721
  • এখানে কি লিখব? লিখেই ফেলি। সৈকতদার এই লেখাগুলো পড়তে আমার বেটার লাগে। যেখানে তীক্ষ্ণতা কম, নির্জনতা বেশি।

    পাখি নিয়েও কোথায় কিসব ছিল। এরকমই।

    সরি।
  • Lama | 127.194.236.154 | ২৬ আগস্ট ২০১২ ১৫:২১460722
  • আমি ভাবলাম ভূতের ভাপা
  • Lama | 126.202.202.99 | ২৬ আগস্ট ২০১২ ২১:০০460723
  • ১৯৯১-৯২ নাগাদ দুপুরের দিকে ওভালের ধারে এক পাল শকুনকে ডানা মেলে বসে থাকতে দেখা যেত- কারো মনে আছে? শকুন প্রাণীটাই মনে হচ্ছে অবলুপ্ত হয়ে গেল- আজকাল আর দেখি না তো
  • | 24.99.82.52 | ২৬ আগস্ট ২০১২ ২১:৩৬460724
  • হ্যাঁ অবলুপ্তই। ঐজন্য টাওয়ার অব সাইলেন্সে মড়া থেকে যাচ্ছে --- পড় নি কাগজে? ঐ যে লোকজনের ধারণা -- শকুন হল অশুভ, সেদিন তো আবার দেখলাম শকুন নাকি শত্রুকে পেলে ছাড়েই না -- ছাড়েই না -- খুব হিংস্র --- এদিকে শকুন মড়া খায়। জ্যান্ত কিছু ধরে খেতে কোনওদিন দেখিনি। আর মড়া কি কারো শত্রু হয়? হওয়া উচিৎ? মানুষই মেরে মেরে শেষ করে দিয়েছে,
  • debu | 78.5.99.36 | ২৬ আগস্ট ২০১২ ২৩:৫৮460725
  • শকুন এরা সব রাইটর্স এ আছে
  • aranya | 78.38.243.161 | ২৭ আগস্ট ২০১২ ০১:০৬460726
  • শকুন-রা মারা গেছে বোধহয় পেস্টিসাইডের এফেক্টে - ফসলে পেস্টিসাইড, তা খেয়ে গরুদের কিছু হচ্ছে না, কিন্তু মরা গরু খেয়ে শকুন-রা কি যেন একটা রোগে লুপ্তপ্রায় - এইরম পড়েছিলাম, রোগের নাম ইঃ মনে নেই।
    অবশ্য শেষ বিচারে সেই মানুষের হাতেই মরছে, মানুষের তৈরি পেস্টিসাইড, মানুষই চাষের জমিতে ব্যবহার করছে ..

    ঈশানের স্মৃতিচারণা ভাল লাগল।
  • Lama | 127.194.227.173 | ২৭ আগস্ট ২০১২ ০১:৪৯460727
  • ঈশানের স্মৃতিচারণে নিজের উল্লেখ দেখে আরও ভাল লাগল ঃ)
  • a x | 118.207.195.138 | ২৭ আগস্ট ২০১২ ০৫:৫১460730
  • স্যানের সাথে মাঝে মাঝে ক্রস কানেকশন হয়। আগেও দেখেছি। ঈশানের লেখা নিয়েও হল। সৈকতের লেখা মানে আমার কাছে "জলতলে রোহিণী শুয়ে আছে"।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন