এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বি ই কলেজবেলা

    Mridha
    অন্যান্য | ০৩ সেপ্টেম্বর ২০১০ | ১৯৪৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Samik | 122.162.75.3 | ০৫ সেপ্টেম্বর ২০১০ ১৪:৫৬460740
  • আমি খড়গপুরও, তবে প্রপার খড়গপুর তো নই। তাই আলাদা ভোক্যাব সম্বন্ধে জানি না। তবে "নোংরামো' বলে একটা কথা চালু ছিল আমাদের সময়ে। আর কেউ জানে?

    গুচ্ছ, স্যাটি, একঘর, পানু, ল্যাদ, বীভৎস, এসব জলুতেও চালু ছিল। এখনও আছে। ল্যাদের পেটেন্ট আমাদের ছিল না, কিন্তু জলু আসলে ল্যাদের আদর্শ জায়গা। ধারাবাহিকে ক্রমশ প্রকাশ্য।

    অন্য কলেজ যাহাকে "সেন্টি' বলে, জলু তাহাকে "সেন্টু' বলত।
  • Suvajit | 59.177.201.109 | ০৫ সেপ্টেম্বর ২০১০ ১৯:২৭460751
  • বি ই কলেজের পেটেন্ট একটাই কথা 'মায়া'। ক্লাস মায়া, ল্যাব মায়া, পরীক্ষা মায়া, প্রোজেক্ট মায়া এমনকি প্রেমও মায়া করে দিতাম আমরা সময় সময়।
  • Lama | 117.194.230.237 | ০৫ সেপ্টেম্বর ২০১০ ২০:০০460762
  • ৬ই অগাস্ট ১৯৯১। মাকে প্রণাম এবং প্রাণের বন্ধু ভানুকে টাটা করে, হুতোকে মন দিয়ে পড়াশোনার চাট্টি উপদেশ ঝেড়ে (যেন নিজে সারাজীবন খুব মন দিয়ে পড়াশোনা করেছি) বাবার সঙ্গে রওনা দিলাম কলকাতা। উঠলাম গিয়ে আমার এক দাদু, বাবার সোনাকাকার বাড়ি বেলেঘাটা। এই দাদু এবং আমার খুড়তুতো কাকারা, মানে এই দাদুর ছেলেরা ইন্টারেস্টিং চরিত্র, এঁদের গল্প পরে বলব। যতদূর মনে পড়ে, কলেজে ভর্তি হবার কতগুলো নির্দিষ্ট দিনক্ষণ ছিল যেগুলো আমাদের আগে জানা ছিল না। খোঁজখবর নেওয়ার পর ভর্তির দিন ধার্য্য হল ১২ই আগস্ট। ৭ থেকে ১১ই আগস্ট কেটে গেল অনেক গল্প শুনেছি/ কখনো নাম শুনি নি এইরকম কাছের ও দূরের আত্মীয়দের সঙ্গে আলাপ্পরিচয় ও দেখাসাক্ষাৎ করে। এই পাঁচদিনের মধ্যে, কলেজ জীবনের সঙ্গে সম্পর্ক আছে এরকম উল্লেখযোগ্য ঘটনা বলতে, একসেট অত্যন্ত আরামদায়ক লেপ ও তোষক কেনা। এর মধ্যে লেপটা আমার হোস্টেল জীবনের তৃতীয় দিনে আমার কাছ থেকে ছিনতাই হয় আর পঞ্চদশ দিনে কিছু অশ্লীল ধরণের দাগ ও সিগারেটের পোড়া ফুটো সহ আমার কাছে ফিরে আসে। বাকি কলেজ জীবন সেই লেপ তোষক আমার কাছে ছিল, তোষকটা ব্যবহার করলেও অস্বস্তিবশত: লেপটা গুটিয়ে হোল্ডঅলে রেখে দিই এবং বাকি ছাত্রজীবন একটি বিকল্প কম্বল দিয়ে কাজ চালাই।

    যাই হোক, ১২ই আগস্ট,১৯৯১, সোমবার, বি ই কলেজের সঙ্গে প্রথম দেখা।

    কি করে বি ই কলেজ যেতে হয় আমার অথবা বাবার জানা নেই। জানা আছে বি ই কলেজ আছে শিবপুরে। শিবপুর আছে হাওড়ায়। চালাও মিনিবাস হাওড়া (ভর্তি হতে যাচ্ছি, হোস্টেলে থাকতে নয়, কাজেই সঙ্গে মালপত্র নেই, ট্যাক্সি ইত্যাদির দরকার নেই)। বেলেঘাটা থেকে মিনিবাসে হাওড়া এসেই দেখি অন্য একটা মিনির গায়ে লেখা "শিবপুর ট্রা:ডি:'। বিনা বাক্যব্যয়ে বাপ ব্যাটায় সেই বাসে উঠে পড়া এবং কিছুক্ষণ (অনন্তকাল) পর শিবপুর ট্রাম ডিপোর "ফরেন লিকার শপ" (পরবর্তী জীবনে এখানে কয়েকবার আসা হয়েছে, একবার আবার বগার জামাইবাবুর চোখে পড়ে গিয়ে কিঞ্চিৎ চরিত্রহনন হয়েছিল) এর সামনে নামা। জানা গেল সব শিবপুর শিবপুর নয়। বা শিবপুর হইলেই বি ই কলেজ হয় না। ট্রাম ডিপোতে কে যেন ফান্ডা দিল, বি ই কলেজ বেশি দূর নয় হেঁটেই যাওয়া যায়। সুতরাং লেফট রাইট লেফট রাইট...। লক্ষ্য করলাম "ট্রাম ডিপো ' নাম হলেও রাস্তায় কোনো ট্রামগাড়ি বা ট্রামলাইন নেই। আর কিছুক্ষণ পর যখন আবিষ্কার করলাম ট্রাম ডিপো থেকে শিবপুর ঠিক হাঁটাপথ নয়, ততক্ষণে ব্যাতাইতলায় পৌঁছে গেছি। ইতিমধ্যেই ক্লান্ত আমরা ব্যাতাইতলা থেকে একটা রিক্সা নিলাম। আর সেই রিক্সায় চড়ে পৌঁছলাম কলেজের সিংদরজায়।

    রিক্সার ভাড়া মিটিয়ে পায়ে হেঁটে কলেজের ভেতরে ঢুকলাম।

    আমি কলেজের ভেতরে ঢুকলাম। কলেজ আমার ভিতরে ঢুকল। আমি কলেজের ...। কলেজ আমার ... আমার ভেতর কলেজ ... কলেজের ভেতর আমি ...

    ওরে, কে আছিস? তামাক সাজ! আর বেশ করে বরপ দিয়ে বড় একটা
  • Netai | 121.241.98.225 | ০৬ সেপ্টেম্বর ২০১০ ১৫:১৪460768
  • খাসা
  • til | 220.253.188.98 | ০৬ সেপ্টেম্বর ২০১০ ১৬:১৮460769
  • একটা জিনিষ বোধহয় ১৫০ বছরেও বদলায়নি। কি কি আনতে হবে তার লিস্টি। আমায় খুব ভুগিয়েছিল- বাথ টাওয়েল, গামছার জায়গায়!
    এনিওয়ে, লামা-দা চালিয়ে যাও। বেশ লাগছে কিন্তু।
  • Jajabor | 88.105.224.35 | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১২:৪০460770
  • Lama, chaliye ja...
    Jodu bongsher oneke likheche dekhchi, "ladh" abishkaar er kotha...

    awsshikar kore labh nei oder abishkar er kotha... eto binoyi ar lajuk ora, je sob abiskaar er kotha bole na nijera... sob ei oder abiskaar, sunechi "Jedo-Jaali" term tao oder ei abishkaar... ar eto lajuk, je ki bolbo... ekebare Mallika Serawat er mawto, aAnchal khose pore gele lojjay tulte pare na...

    Aro ekta golpo Jodu bonsher ekjoner theke sunechilam... '80s e ekbaar Lalu Prasad Jadav esechilem Jyoti Babu r sathe moydan e meeting e... sekhane lecture dite ute Lalu bolechilen, "Jyoti babu hamara bahut acchha dost hai, param mitra hai, dekho na, hum JadavoN ke liye Jadavpur University Bana diya".

  • pepe | 165.91.215.12 | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২০:৩১460771
  • @Jajabor খুব বাজে লেভেলের মন্তব্য আপনার। যাই হোক লামা দার লেখা মন ছুয়ে যায়,কলেজ-হস্টেল দিন গুলোর কথা ভীষণ ভাবে মনে পড়ে।
  • Mridha | 208.85.244.2 | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২২:৪৬460772
  • জিও লামা চালিয়ে যাও। লেখাটা খুব ভালো হচ্ছে। তুমি আমার সুতো খোলাটা সার্থক করে দিলে।
    তোমার মতো এতো গুছিয়ে লিখতে পারবো না, তাই ছোটো ছোটো কিছু ঘটনা লেখার চেষ্টা করব।
    প্রথমটা র‌্যগিং পিরিওডের।
    বড়ালদা বড় বড় লাল কঠিন চোখের একটা ভাব করে আমার মাথা থেকে পা অবধি এক বার মেপে নিলো। তারপরে গম্ভীর গলায় বল্লো " একটা অভদ্রের মতো চেহারা নিয়ে এত বড় একটা engineering কলেজে চলে এসেছিস বা* '। প্রসঙ্গত বলে রাখি, আমি আগে কখনো shaving করিনি, গোঁফ দাড়ি একটু বড় হলে কাঁচি দিয়ে ছেঁটে নিতাম। তারপরে বলে, 2nd time তোর ঐ থোবরা দেখব তখন যেন ওগুলো না থাকে।
    তারপরে প্রথম দিনের কলেজের 1st half করে আসার পরেই প্রথম কাজ করেছিলাম, গোঁফ দাড়ি নামিয়েছিলাম, কোথায় জানেন ? 2nd gate এর সামনে যেই ইটালিয়ান সেলুন গুলো অছে, যেখানে Mess Stuff রা normally চুল দাড়ি কাটে তার একটাতে। আশাকরি ইট alian সেলুন ব্যপারটা বোঝাতে হবে না।
    ওখানে যাবার কারন টা এবার বলি, সরাক্ষন খোরাক আর মুর্গি হতে হতে মনে হচ্চিল কিছুক্ষন শান্তিতে থাকার জন্য ওটাই বেস্ট জায়গা, অন্য যে কোন সেলুনের থেকে।
    আইডিয়াটা কজে দিয়েছিলো।

  • Lama | 117.194.234.142 | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:১১460773
  • ধন্যযোগ সবাইকে!

    ইসে, মামু? কলেজ নিয়ে লেখা কই?
  • Lama | 117.194.233.244 | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:২৭460775
  • এখন রাত এগারোটা বারো। হোস্টেলের ডাইনিং রুমে খাওয়া দাওয়া শেষ। মেস স্টাফেরা বাসন মাজছে। হাতে চটের ব্যাগ ঝুলিয়ে বাড়ি ফিরছে বড়ঠাকুর, মেজো ঠাকুর।

    হোস্টেল থেকে বেরিয়ে সারারাতের বিড়ির স্টক কিনে রাখতে আখতারদার দোকানের দিকে চলেছে তিনটে ছেলে। লর্ডসএর মাঠের অযত্নে বেড়ে ওঠা ঘাসে গোল হয়ে বসে আছে কিছু সন্দেহজনক দেখতে ছায়ামূর্তি। চোদ্দ নম্বর হোস্টেলের চারতলার টিভি রুম থেকে ভেসে আসছে জনপ্রিয় হিন্দি গানের কলি।

    রিচার্ডসন হলে কে যেন বাঁশি বাজাচ্ছে। বিবেকানন্দের স্ট্যাচুর বেদী থেকে একটা লক্ষ্মীপ্যাঁচা উড়ে গেল- মিলিয়ে গেল বিদিশা ঝিলের দিকে অন্ধকারে।

    বেন্ডিং মোমেন্টের সামনের মোড়টা আলোয় ঝলমল করছে। রাস্তার আলোকে ঘিরে লাট খাচ্ছে একঝাঁক পোকা। রাতকে দিন ভেবে ভুল করে একটা পাখি কিচিরমিচির করে উঠল ক্লক টাওয়ারের পেছনের গাছে। কবরখানার গাছে বাদুড়ের গ্যাঞ্জাম।

    অনেক কিলোমিটার দূর থেকে, অনেক বছর দূর থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি।
  • Mridha | 208.85.244.2 | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০০:০৪460776
  • হ্যা লামা, আমি ববি, হোজো, ঘড়ার ক্লাসের। আনন্দউৎসব দেখতে গিয়েছিলাম, তাই সুতোটা follow করা হয়নি কয়েকদিন আর তোমার reply দেওয়া হয়নি।
  • Nina | 64.56.33.254 | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০১:১৬460778
  • তিল
    কি বলছ?! আর সেই নকশাল আমলের সব ক্ষান্ডোস! আমারটি তো কত্ত বকমবকম করে, কিন্তু লেখার মুরোদ লাই--তুমি লেখ, শুনি না সেই সব দিনের কথাও---ছেলেদের সকসকের পাশে বাবাদের ধকধক চলুক----অমিত ৭৩ এ পাশ করে , হে হে GKW তে ঢুকল --ঠিকই কইস! আরও বল প্লিজ।

    লামা, শত কাজের মাঝেও ঘুরে যাই এই টইতে---এবার কি বল্ল লামা--শুনতে
  • Nina | 64.56.33.254 | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০১:৩৯460780
  • হা হা হা লামা , চেনা বলে চেনা----বড্ড সাধতে হচ্ছে এই যা প্রবলেম ;-)

  • til | 220.253.188.98 | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০৩:৩৬460781
  • কোথায় দালাই লামা* আর কোথায় পাঞ্চেন লামা!

    * আদি অকৃত্রিম লামা, শুধুই লামা।
  • DB | 96.33.89.68 | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০৪:১২460782
  • লামাকে জানাই ,
    শ্রী সুহাস হলেন তিল ।
    নিনা আর তিল কেউ বলছেনা দেখে আমি এগিয়ে এলাম।
  • Nina | 68.36.163.248 | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০৮:২৯460783
  • DB আপনি এগিয়ে এলেন কই--আরে আপনি তো পিছিয়ে আছেন :-))
    লামার কথাডা শুনলেন " লেখক কি আমাদের চেনা" আর লামার ঐ মুচকি হাসিটা দেখলেননি? ;-)
    আমি তো দুজনের কলমে বি ই কলেজের আলাদা আলাদা দশকের গল্প শোনার জন্য হা পিত্যেশ করে বসে আছি---
  • Lama | 203.99.212.53 | ০৮ সেপ্টেম্বর ২০১০ ১৭:৪৭460784
  • আজকের ঝাঁ চকচকে বি ই কলেজের সঙ্গে দু দশক আগের বি ই কলেজের পার্থক্য অনেক। প্রথমেই একটা চওড়া গেট, কয়েকদিন পর জানতে পেরেছিলাম এই গেটের নাম ফার্স্ট গেট। দেশের অন্যতম প্রাচীন (রুরকি প্রাচীনতম) ইঞ্জিনিয়ারিং কলেজের প্রবেশদ্বারের পক্ষে একটু যেন মলিন। গেটের বাঁ পাশের লেখাতে কলেজের নামটা প্রথম দর্শনে খুঁজে পাওয়া যায় না, বরং প্রথমেই যেটা চোখে পড়ে তা হল- কলেজের শতবর্ষপূর্তি উপলক্ষ্যে ১৯৫৬ সালে এই গেট তৈরী হয়েছে। কলেজ জীবনের তৃতীয় বছরে গেটের ডানদিকে "বি ই কলেজ (ডিমড ইউনিভার্সিটি)' লেখা সাদা-নীল গ্লোসাইন হয়েছিল। আর এই ২০১০ সালে তো "বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি' লেখা ধাতব ফলক দূর থেকে দেখা যায়।

    গেট থেকে সোজা আ আ একটা রাস্তা চলে গেছে। গেট দিয়ে ঢুকেই সেই রাস্তার বাঁ দিকে একটা পুকুর- বড় কিন্তু শুকনো। ডানদিকে তিনতলা পান্ডিয়া হল (সম্ভবত: কোনো প্রাক্তন অধ্যক্ষের নামে, তাঁর আসল নাম বোধ করি পান্ড্য)- চারতলা সবে তৈরি হচ্ছে। তখনো এই পান্ডিয়া হল শুধু থার্ড আর ফোর্থ ইয়ারের মেয়েদের জন্য। আমাদের সেকেন্ড ইয়ারের মাঝামাঝি চারতলা তৈরির কাজ শেষ হয় আর "এল এইচ' বা লেডিস হোস্টেল থেকে ফার্স্ট আর সেকেন্ড ইয়ারের ছাত্রীরা তল্পিতল্পা নিয়ে পান্ডিয়ায় উঠে আসে। তখন এল এইচ বরাদ্দ হয় স্নাতকোত্তর ছাত্রদের জন্য আর তার নতুন নাম হয় "পি জি হোস্টেল'।

    গেট থেকে কলেজের ভেতর ঢুকে যাওয়া রাস্তাটার দু ধারে অনেক গাছ, তাদের ডালে ডালে গুচ্ছ পাখির কিচিরমিচির আর রাস্তাময় পাখির "অ্যা', যেন চুনকাম।

    সেটা বোধ হয় লাঞ্চের সময় ছিল। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বা আসছে যারা তাদের দেখলেই ছাত্রছাত্রী বলে চেনা যায়, অনেকের হাতে "বি ই কলেজ' ছাপ মারা কালো রঙের ফাইল কভার। ইতিপূর্বে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদের এত পাইকারি হারে প্রকাশ্যে বিড়ি সিগারেট খেতে দেখি নি।

    "কলেজ বিল্ডিংটা কোন দিকে?' বাবার এই প্রশ্নের উত্তরে একজন জ্বলন্ত সিগারেট নাড়িয়ে সোজা সামনের দিকে দেখিয়ে দিল।

    সোজা এগিয়ে চলেছি। একটু এগিয়ে একটা মোড়। মোড়ের মাথায় ডানদিকে একটা ছোটখাটো ছিমছাম বাড়ি- তখন যাকে আমরা বলতাম অ্যালামনি (মানে অ্যালামনি গেস্ট হাউস), এখন লোকজন বলে "গেস্ট হাউস'। মোড়ের দুদিকে তীরচিহ্ন দিয়ে পথনির্দেশিকা- কোন হোস্টেলে কোন দিক দিয়ে যেতে হবে। ডানদিকের তীরচিহ্নের গায়ে কে বা কারা ভাঙ্গা ইটের টুকরো দিয়ে লিখে রেখেছে "মুচিপাড়া অ্যাভেনিউ'। ডানদিকের তীরের গায়ে লেখা সাহেবপাড়া অ্যাভিনিউ, তবে ইট নয়, কাঠকয়লা দিয়ে।

    এই মোড়ের কাছাকাছি ওল্টানো ইংরেজি "ইউ" অক্ষরের মতো দেখতে লোহার তোরণ যার আরেক নাম "বেন্ডিং মোমেন্ট।

    রাস্তাটা যেখানে শেষ হয়েছে সেখানে ডানদিকে একটা অসাধারণ ফুলের বাগান (কেউ কেউ এটাকে বলে "সিলসিলা গার্ডেন)। এক বছর পর এই বাগানে স্বামী বিবেকানন্দের মূর্তি বসবে। আর রয়েছে অন্ধকারমতো ক্যান্টিন, জানাদার দোকান বা চিপ স্টোর (লোকজন বলে "চিট স্টোর'), পুরনো ধরণের কাঠের মেঝেওয়ালা আর টালির চালওয়ালা ইন্সটিটিউট হল যেখানে নানা অনুষ্ঠান হয় আর দেয়ালে কাঠের প্যানেলে প্রথম বছর থেকে শুরু করে কৃতী ছাত্রদের নাম লেখা রয়েছে সাদা রঙে।

    এইখানে রাস্তাটা বাঁ দিকে বাঁক নিয়েছে। বাঁকের কাছে কোমর সমান উঁচু পাঁচিল- কোনো বকুল গাছ না থাকা সঙ্কেÄও যার নাম বকুলতলা- অফ পিরিয়ডে আড্ডা মারার জায়গা।

    বকুলতলা পেরিয়েই কলেজ বিল্ডিং- হাল্কা হলুদ রঙের, দেড়শো বছরের পুরনো কলেজের পক্ষে একটু আধুনিক দেখতে।
  • Lama | 203.99.212.53 | ০৮ সেপ্টেম্বর ২০১০ ১৭:৫৫460786
  • *বাঁ দিকের তীরের গায়ে লেখা সাহেবপাড়া অ্যাভেনিউ, তবে ইট নয়, কাঠকয়লা দিয়ে

  • Mridha | 208.85.244.2 | ০৮ সেপ্টেম্বর ২০১০ ২২:২৪460787
  • আমি বাংলা লাইভে শ্রী সুহাস এর এই লেখাটা পরেছিলাম অনেক দিন আগে, বলা বাহুল্য খুব ভালো লেগেছিলো, আর শ্রী সুহাস যে তিলদা, যার সঙ্গে দু এক লাইন নেটালাপ হয়েছে, জানতে পেরে বেশ লাগছে। আর এই শ্রী সুহাস যদি বলেন, " আমি কেন ঐরকম লিখতে পারি না " , তার বিনম্রতাকে আমি শ্রদ্ধা করি।
    তবে একটা ব্যাপরে তিলদার সঙ্গে এক মত হতে পারছি না, ৭০ দশকের জ্বলন্ত দিন মাথায় রেখেও বলছি, আমরা রাজীব/পিত্রোদার তৈরি স্বপ্নময় ভবিষ্যত দেখতে দেখতে কলেজের দিন গুলো কাটিয়েছি, সেটা কিন্তু ঠিক না।
    On the contrary ৯০ এর দিনে আমাদের মতো গ্রাম/মফস্বল থেকে BEC/জলপাইগুড়ি তে এসে পড়া মধ্যবিত্ত বাঙালি ছেলেদের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে হতাশার অভাব ছিলো না। And that was not very unrealistic or maniac nightmares . কিন্তু সেই দিনগুলোর উপরে আলোচনা খুব বেশি দেখি না।
    এই ব্যাপরে লেখার ইচ্ছে আছে, কিন্তু আমার বাংলা typing speed খুব খারাপ, যদিও পেটে লাথি মারলে ইংরেজি বেরোয় না, তাও সময় পেলে প্রথমে ইংরেজিতে লিখে load করার ইচ্ছে আছে এই সুতোতে।
    আপাতত আমার দুই লাইন লেখা, যেখানে আমার চোখে pre BEC দিন গুলোকে ধরতে চেয়েছিলাম , তার একটা link দিচ্ছি,

    http://sites.google.com/site/psmridha/articles/study-or-job-dilemma
  • til | 220.253.188.98 | ০৯ সেপ্টেম্বর ২০১০ ০১:১৪460788
  • আহা, লামাদার লেখার সঙ্গে যদি ইলাস্ট্রেশন থাকতো- যথা হুইস্কির সাথে মাছের চপ!
    দীপ্তপ্রতিমের লেখাটা আমি মাঝেমাঝেই উলটে পালটে পড়ি। কেমন যেন শাক্যমুনির মত মনটা উদাস হয়ে যায়, এ জীবন অনিত্য ইত্যাদি ভাবনা স্থান কাল পাত্র ভুলিয়ে দেয়।
    কত কত স্মৃতি! আচ্ছা ওরকম পাঁচবছরের segment তো জীবনে আরও আছে,
    "তবু কেন মন উদাস হলো?"
    মৃধা, লিখে যান ভাই, দুদিন বাদে ডানদিকের রেডি রেকনার লাগবে না। তেমন হলে লামাদাকে পাঠান, উনি এডিট করে পোস্ট করে দেবেন। নতুবা নিনাকে, তাঁর তো এ বিষয়ে খুবই উৎসাহ!
  • Lama | 203.99.212.53 | ০৯ সেপ্টেম্বর ২০১০ ০৯:১০460789
  • ও স্যর, লামা আবার দাদা হল কবে থেকে? (আমার দাদু আমাকে "দাদুভাই' বলে ডাকতেন মনে পড়ে। কিন্তু আপনি আমার দাদা হলেও দাদু তো আর নন!)
  • til | 210.193.178.129 | ০৯ সেপ্টেম্বর ২০১০ ১১:২১460790
  • QEII র যখন অভিষেক হলো তখন তার মা, যিনি পঞ্চম জর্জের স্ত্রী হোনেকে নাতে কুইন ছিলেন। তার পর থেকেই সকলের সামনে Her Majesty বলতেন; কোথায় যেন পড়েছি।
    এই বিখ্যাত লামাকে কি শুধু লামা ডাকা জায়? নাকি Mr. লাগাবো?
  • de | 203.197.30.2 | ০৯ সেপ্টেম্বর ২০১০ ১১:২৮460791
  • এইসব লেখাগুলো পড়ে মনে ইচ্ছা জেগেছে, এইবার কলকাতায় গেলে একবার শিবপুর বিইসি দেখতে যাবো -- আমার কয়েকজন বন্ধু ওখানে পড়ায় এখন!
  • de | 203.197.30.2 | ০৯ সেপ্টেম্বর ২০১০ ১১:৪০460792
  • ছবিদুটো অসা! কি বিপুল দর্শন! :)) কোথায় তোলা?
  • lcm | 69.236.164.54 | ০৯ সেপ্টেম্বর ২০১০ ১১:৫১460793
  • না, না, মিস্টার লামা কেন?

    লামাশ্রী, লামাজি, শ্রীলামা, লামাকুমার, লামাবাবু, লামাডা, লামাগাড়ু (তেলুগু), লামাভাই, মাস্টারলামা, কুমারলামা, লামাশিরোমণি, লামাচুড়ামণি... ...
  • til | 210.193.178.129 | ০৯ সেপ্টেম্বর ২০১০ ১২:০৭460794
  • দে'দির জীবন ব্যর্থ, বিক্কলেজ দেখেন নাই; মাহিম ক্রীকে আত্মবিসর্জন করুন!
    নতুবা আমাদিগকে মুম্বাইতে ফলাহারে নিমন্ত্রণ করুন, পর্বত আপনার ফ্ল্যাটগোড়ায় পৌঁছাইবে।
    --
    লামাশ্রী মন্দ নয়!
  • Samik | 121.242.177.19 | ০৯ সেপ্টেম্বর ২০১০ ১২:১৯460795
  • ইয়ে ... আম্মো দেখি নাই।
  • Lama | 203.99.212.54 | ০৯ সেপ্টেম্বর ২০১০ ১২:২০460797
  • ইসে, মানে, বিপুল দর্শন ছবিগুলোর মধ্যে শুধু ঘড়িঘরটার ছবি বিক্কলেজে তোলা। আর বাকি পাহাড়, সমুদ্র, ক্যাকটাস - সবই ডাউনলোড করা ছবি + আমার কল্পনা + ফোটোশপ ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন