এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জ্যোতিষ কে কেন আমার বুজরুকি বলে মনে হয়

    aka
    অন্যান্য | ১৯ ডিসেম্বর ২০১১ | ১৫৬১১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 72.83.83.28 | ২৫ ডিসেম্বর ২০১১ ১২:২০507030
  • আকাদা, জাস্ট পুরো ভুলভাল বকে যাচ্ছো। আজ কাটাও :)
    কাল পড়ে দেখো।
  • aka | 75.76.118.96 | ২৫ ডিসেম্বর ২০১১ ১২:২০507031
  • হ্যাঁ ৯৯% আর ১% কনফিডেন্স ইন্টারভ্যালের মধ্যে যা পার্থক্য।
  • pi | 72.83.83.28 | ২৫ ডিসেম্বর ২০১১ ১২:২১507032
  • পিনাকীদা, আমি তো চাইবো এই সতর্কীকরণ টা সবেতে চালু করা হোক।
    আমি এই লাইনে দাবী দাওয়া পেশ করতে পছন্দ করবো। আইন্ন করে বন্ধ করা নয় :)
  • aka | 75.76.118.96 | ২৫ ডিসেম্বর ২০১১ ১২:২৫507033
  • পাই আংশিক কপি স্বাস্থ্যের পক্ষে খারাপ। সে আজই হোক বা কাল।:)

    আর সতর্কীকরণ হল - সতীদাহ স্বাস্থ্যের পক্ষে খারাপ উহাতে চুল পুড়িয়া রাখ হইয়া যায়। প্লে রেসপনসবলি। :)
  • dukhe | 117.194.240.192 | ২৫ ডিসেম্বর ২০১১ ১২:২৭507034
  • না:, বড়দিনে আকাকে আর রাগাবো না ।
  • aka | 75.76.118.96 | ২৫ ডিসেম্বর ২০১১ ১২:২৯507037
  • মেরি ক্রিসমাস দুখে। রাগ আমাকে দেখলে ভয় পায়।:)
  • PM | 86.96.228.84 | ২৫ ডিসেম্বর ২০১১ ১২:২৯507036
  • হ্‌ম্‌ম, আকাবাবু আবার রেগে গেলে সত্যি-ই রেগে যায় :)
  • pi | 72.83.83.28 | ২৫ ডিসেম্বর ২০১১ ১২:২৯507035
  • আরেকবার তাও চেষ্টা করে দেখি।

    লিভ ৫২ দেওয়া টা যে ধরণের প্লাসিবোর সমতুল্য, সেটা হল লোকে জানছে না তারা সত্যি কার্যকর ওষুধ খাচ্ছে না। ওষুধ খাচ্ছে এই ভুল ধারণা জনিত মানসিক শান্তি। এতে যে এফেক্ট হয় তা নিয়ে বহু বছর ধরে বহু বহু কাজ হয়ে গেছে। বিশাল বিশাল স্যাম্‌প্‌লম নিয়ে। র‌্যান্ডমাইজড ক্লিনিক্যাল ট্রায়াল ( যেটা এখন অব্দি প্রায় শেষ কথা ধরা হয়) অব্দি হয়েছে। ঐ লেখার গোড়াতে সেটার কথা বলা হয়েচে।

    পরের স্টাডিটা তে বলছে, এমনকি লোকে যদি জানে, তারা ওষুধ খাচ্ছে না, একটা ফেক পিল খাচ্ছে, তাহলেও কাজ হচ্ছে ! এটা খুব অদ্ভুর রেজাল্ট। এটা ছোট স্টাডিতে হয়েছে। বড় স্টাডিতে ভুল প্রমাণিত হলে সকলে হাফ ছেড়ে বাঁচবে।
    তাতে প্লাসিবো এফেক্টের যে ব্যাখ্যা চালু আছে, সেটাই থাকবে।
    নইলে এই স্টাডি ঠিক হলে প্লাসিবো এফেক্ট নিয়ে আবার নতুন রহস্যের মুখে পড়তে হয়।

    এবার বোঝা গেল ? :)
  • pi | 72.83.83.28 | ২৫ ডিসেম্বর ২০১১ ১২:৩১507038
  • আকাদা , এখন যত লিখবে, তত ছড়াবে।:) কাল এই পোস্ট গুলো দেখলে নিজেরই হয়ত দু:খ হবে, সেটা কি ভালো হবে ? :)

    ওটা কপি করলে আমার বক্তব্য আরো স্ট্রেনে্‌গ্‌থনেড হত তো !!
    ওটা কনভেনশনাল প্লাসিবো এফেক্ট নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে। আর আমার বক্তব্য কনভেনশনাল প্লাসিবো এফেক্ট নিয়েই ছিল :)
  • PM | 86.96.228.84 | ২৫ ডিসেম্বর ২০১১ ১২:৩৩507041
  • ইদানিং রাগ ছাড়াও আরো অনেকেই ভয় পাচ্চে:) তবে কে না জানে রাগ আর অনুরাগ-এর মধ্যে পর্থক্য "অনু" মাত্র :)

    মেরী ক্রিস্মাস ... সক্কলকে
  • pi | 72.83.83.28 | ২৫ ডিসেম্বর ২০১১ ১২:৩৩507040
  • মদ্যপান + রাগ একসাথে খুব খারাপ :(
    বিধিসম্মত সতর্কীকরণে এটাও ঢুকিয়ে দেওয়া উচিত :P
  • aka | 75.76.118.96 | ২৫ ডিসেম্বর ২০১১ ১২:৩৫507042
  • পাই, দিব্যি, এবারে বোঝা গেল, চাপ দিলে সুন্দর বোঝাও। :) কারণ ঐ স্টাডিটির উদ্দেশ্য নতুন স্টাডি সেটা আগের পোস্ট পড়ে বোঝার উপায় ছিল না। এটাই বিজ্ঞান বাই দা ওয়ে। ;)
  • pi | 72.83.83.28 | ২৫ ডিসেম্বর ২০১১ ১২:৩৬507043
  • স্টাডিটির উদ্দেশ্য নতুন স্টাডি ! :((

    যাগ্গে, যা বুঝেছ , বুঝেছ :) এবার শান্তিতে ঘুমাও খন :)
  • aka | 75.76.118.96 | ২৫ ডিসেম্বর ২০১১ ১২:৩৯507044
  • পিএম, ভেবে দেখলাম অনুরাগ আমাকে দেখলে ভয় পায় - ভাবতে কেমন জানি একটা লাগল। :)
  • aka | 75.76.118.96 | ২৫ ডিসেম্বর ২০১১ ১২:৪০507045
  • পাই ৮০ জন স্যাম্পেল সাইজ নিয়ে আর কিছু করলে লোকে বুজরুক বলবে যে?:((
  • pi | 72.83.83.28 | ২৫ ডিসেম্বর ২০১১ ১২:৪৯507046
  • ৮০ জনের স্যাম্‌প্‌লএর স্টাডিটা আমার বলা প্লাসিবো এফেক্ট নয় :(((

  • Ishan | 117.194.35.75 | ২৫ ডিসেম্বর ২০১১ ১২:৫২507047
  • পিনাকিকে।

    জালিয়াতি করে লোক ঠকানো হলে তার বিরুদ্ধে আইন থাকা উচিত তো। আছেও মনে হয়। কিন্তু সবকিছু তো জালিয়াতি নয়।

    সিগারেটের উদাহরণ দিয়েই বলি। সিগারেট "ক্ষতিকারক' জানার পরেও বহু লোক খাচ্ছে। "ক্ষতিকারক' বলে সিগারেট ব্যান করা হয়নি। শুধু লেবেল মেরে লোকের "সুবুদ্ধি'র উপর ছেড়ে দেওয়া হয়েছে। এবার কোনো সিগারেট বিক্রেতা যদি তাঁর সিগারেটে হাঁপানি সারে বলে সিগারেট বেচেন, সেটা জালিয়াতি। আর যদি যথাযথ ওয়ার্নিং দিয়ে বেচেন, তাহলে ঠিকই আছে। সেটা জালিয়াতি নয়।

    জ্যোতিষের ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য। গুল দিয়ে মাল বেচলে সেটা একশবার জালিয়াতি। আর "কাজ করবে এরকম কোনো গ্যারান্টি নেই, নিজ দায়িত্বে কিনবেন' বা এরকম কোনো ওয়ার্নিং সহযোগে বেচলে ঠিকই আছে। শুধু জ্যোতিষই নয়, যেকোনো সার্ভিস বা প্রোডাক্টের ক্ষেত্রেই এই বিধি চালু হওয়া উচিত। কনজিউমারিজমের এই একটা ভালো দিক।

    ফলত: পিনাকির শেষ পোস্টের সঙ্গে আমি মোটামুটি একমত। শুধু ক বলে দিলেই হত, কিন্তু অভ্যেসের কারণে খানিক লিখলাম। :)
  • kd | 59.93.255.30 | ২৫ ডিসেম্বর ২০১১ ১২:৫৩507049
  • পিনাকী, তোমার সঙ্গে হাফ ক, হাফ ঙ। লোক ঠকানোর বিরুদ্ধে আইন, সে তো আছে সাহেবদের জমানা থেকেই, চারশো বিশ। জ্যোতিষীদের জন্যে আলাদা আইন কেন করতে হবে?

    আমি নিজে জ্যোতিষীদের (আসলে সব ভবিষ্যৎদ্রষ্টাদের) ক্ষমতাকে বিশ্বাস করি না। তবে কেউ যদি চেপে ধরে জিগায় ""কেন?'', ঠিকঠাক উত্তর দিতে পারবো কি? মানে এমন উত্তর, যা দিয়ে আমি নিজে খুশি হবো? যদিও অ্যাদ্দিনে একটা পেয়েছি তবে এদের সলিউশন (এই আংটি ইত্যাদি) পদ্ধতির বিরুদ্ধে। পরে লিখবো'খন।

    তোমার সঙ্গে দ্বিমত এর বিরুদ্ধে কি করা উচিৎ তা নিয়ে। আমার মতে আইনী পথই ঠিক। শিক্ষা আর প্রচার শুনতে ভালো, কিন্তু একেই চলতি ভাষায় বলে প্রোপাগান্ডা, যেটা শুনতে কেমন যেন। এই একই রাস্তা ধরে কিন্তু হিটলারও এগিয়েছিলো, হিটলারও নিশ্চয়ই আম জনতার ভালো চেয়েই করেছিলো। সতীদাহ, বাল্যবিবাহ, মানে যে সব তোমার অপছন্দের (মাইল্ডলি সেয়িং)ম সেগুলো কিন্তু এই প্রচারের মাধ্যমেই শুরু, বন্ধ হয়েছে আইনি পথেই।
  • aka | 75.76.118.96 | ২৫ ডিসেম্বর ২০১১ ১২:৫৩507048
  • বোঝো!!! ঐ যে ঘটা করে কপি পেস্ট করলে?? আমি তো সেই কপি পেস্ট নিয়েই বক্তব্য রাখছি। বক্তব্য না হলে কপি পেস্ট করলেই বা কেন?
  • pi | 72.83.83.28 | ২৫ ডিসেম্বর ২০১১ ১২:৫৭507052
  • আকাদার একট টেম্পোরারি নাম দিলুম, গুরু বচ্চন ( আকাদার দেওয়া দিদি বচ্চন স্টাইলে, ওটা হেব্বি দিয়েছিলে। খুব পছন্দ হয়েছিল :))
  • pi | 72.83.83.28 | ২৫ ডিসেম্বর ২০১১ ১২:৫৯507054
  • কেন কী করেচি, বুঝিয়ে লিখেহি্‌চ। লিখেছ, বুঝেছ। :)
    এখনো না বুঝলে কাল সকালে আবার ট্রাই করতে শুরু কোরো।
    কেমন ? :)
  • Ishan | 117.194.35.75 | ২৫ ডিসেম্বর ২০১১ ১২:৫৯507053
  • এইবার জলপড়া।

    সত্য কথা বলতে কি জলপড়া কি জিনিস আমি ঠিক জানিনা। ওটা চালপড়া বা নখদর্পন লেখা উচিত ছিল। এই দুটো কেস জানি। এই দুটো নিয়েই লিখি। এইগুলো হচ্ছে মূলত: চোর ধরার পদ্ধতি। সেই প্রাক ব্রিটিশ আমল থেকে চলে আসছে।

    এগুলো অনেকটা হাতুড়ে গণ আদালতের মতো। অনেক লোক এক জায়গায় জড়ো হয়। তারপর পাবলিক যাকে চোর বলে সন্দেহ করে তাকেই চোর সাব্যস্ত করা হয়। এবং এরপর অপমান, চড়-থাপ্পড়, বেঁধে পেটানো, সবই হয়, যতক্ষণ না সে স্বীকার করে। পুরো পদ্ধতিটাই ভয়াবহ ভায়োলেন্ট।

    মজার কথা হল, এতে বেশিরভাগ সময় চোর সত্যিই ধরা পড়ে। পাবলিক যাকে সন্দেহ করে অধিকাংশ সময়ই সে চোর হয়। সত্যি সত্যিই।
  • aka | 75.76.118.96 | ২৫ ডিসেম্বর ২০১১ ১৩:০২507055
  • হ্যাঁ সত্যি সত্যি??? ঈশান জানল কেমনে?
  • pi | 72.83.83.28 | ২৫ ডিসেম্বর ২০১১ ১৩:০৫507057
  • আর পিনাকীদা, এবার আশা করি বলবে না, অযথা কূট প্রশ্ন তুলছি :)
    যা যা উদা: দিয়েছি, সব কটাই এই ক্যাটেগরিতে পড়তে পারে। নানাবিধ নন জ্যোতিষ প্রোডাক্টের অ্যাড ও । সবেতেই এই ডিসক্লেইমার জাতীয় কিচু বাধ্যতামূলক করা উচিত। আইনটা এখানে আসা উচিত বলে আমার মনে হয়। কী স্টাডি হয়েছে, কী দেখা গেছে, ইত্যাদি।

    আর ভারতীয় জ্যোতিষ নিয়ে এরকম কত কী স্টাডি হয়েছে , জানতে ইচ্ছুক। আকাদার থেকে। কারণ আকাদা বল্লো অনেক স্টাডি হয়েছে। আমি খুঁজেছিলাম। ওয়েস্টার্ণ অ্যাস্ট্রোলজি নিয়ে পেয়েছি। যেটা এখানে দিয়েছিলামও। ভারতীয় জ্যোতিষ নিয়ে পাইনি। তুমি দেখে থাকলে একটু দেবে এখানে ?

    ইন ফ্যাক্ট ঘনাদা জ্যোতিষে ঢুকলে অনেক প্রশ্ন জমে আছে :)
  • Ishan | 117.194.35.75 | ২৫ ডিসেম্বর ২০১১ ১৩:০৫507056
  • চোরাই মাল পাওয়া যায় বলে।

    তবে আমার হাতে কোনো স্টাডি নাই। কেউ যদি স্টাডি করে বলেন ১০% ক্ষেত্রে চোর ধরা পড়ে, তো মেনে নেব। :)
  • aka | 75.76.118.96 | ২৫ ডিসেম্বর ২০১১ ১৩:০৭507058
  • ঈশান কেমন হল?:(((
  • aka | 75.76.118.96 | ২৫ ডিসেম্বর ২০১১ ১৩:০৯507059
  • পাই এবারে প্রমাণ করবে ভারতীয় জ্যোতিষ বেটার দ্যান ওয়েস্টার্ণ জ্যোতিষ। পাই তক্কে জেতার জন্য কি কি না করতে পারে। ভাবা যায় না। :)
  • pi | 72.83.83.28 | ২৫ ডিসেম্বর ২০১১ ১৩:১৩507060
  • আকাদা , তোমার সাথে কাস্ট তর্কে যাওয়াই উচিত নয় :)

    ভারতীয় জ্যোতিষ নিয়ে স্টাডি হয়নি, সেটা কি ভালো কথা ?
    বা স্টাডি হয়ে থাকলে সেটা জানতে চাওয়া ? :)
    আর তার মানে কি ভারতীয় জ্যোতিষ অন্যটার থেকে ভালো, এইটা বলা !! :o

    অবশ্য তুমি আমার পোস্টে না লেখা নানা কিছু দেখতে পাও। সেই যেমন ১১:২৩ এর পোস্টে পেয়েছিলে, যার একটা শব্দও কিনা লেখা ছিল না। অর্থের দিক দিয়েও পুরো অন্য ছিল :)

    তোমার সাথে তর্কে ইতি টানলুম। :)
  • pi | 72.83.83.28 | ২৫ ডিসেম্বর ২০১১ ১৩:১৩507061
  • *জাস্ট
  • aka | 75.76.118.96 | ২৫ ডিসেম্বর ২০১১ ১৩:১৬507063
  • সে ভালো কথা। আমিও টেনে দিয়েছি এক্সেপ্ট ইনকমপ্লিট কপি অ্যাণ্ড পেস্ট। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন