এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জ্যোতিষ কে কেন আমার বুজরুকি বলে মনে হয়

    aka
    অন্যান্য | ১৯ ডিসেম্বর ২০১১ | ১৫৬১৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 69.126.116.183 | ২৬ ডিসেম্বর ২০১১ ০১:৩৪507097
  • রু-বাবু, আপনাকে সনির্বন্ধ অনুরোধ করছি, নীচে নামার কথা ভুলেও ভাববেন না। it's just not worth it। পরে আপনারই দু:খ হবে।
    আপনি তিরিশ বছর (ঠিক সংখ্যাটা মনে নেই) ধরে পঙ্গু স্ত্রীর দেখভাল করছেন। এখানে যুক্তিবাদী লোকেরা যারা একটা ঘটনায় কাউকে সন্দেহ করার জন্য আপনার সমালোচনা করে চলেছেন (এই সমালোচনাটা এতই সিলি, এটা যে এদ্দিন ধরে চলতে পারে তাই আশ্চর্য), আপনার মত অবস্থায় পড়লে কতদিন তাদের ধৈর্য থাকত, কতদিন তারা স্ত্রী/স্বামী/প্রিয়জনের সেবা করে যেতে পারতেন, আমার জানতে ইচ্ছে করে।
    মানুষ হিসেবে আপনি এই ফোরামের অনেকের থেকেই (আমাকে ইনক্লুড করে) বেশী নম্বর পাবেন, এ নিয়ে কোন সন্দেহ নেই।
    ভদ্রতা, রুচিবোধ - এই ব্যাপারগুলোতেও দেখছি, কোন ইউনিভার্শাল রুল নেই। এখানে উপস্থিত নেই এমন কারুর সমালোচনার থেকে আমার অনেক বেশী খারাপ লাগে, যখন দেখি এখানে উপস্থিত অছেন এবং হয়ত যন্ত্রণার সাথে এখানকার সব পোস্ট পড়ছেন, তার সামনেই তিনি কতটা ভণ্ড, চেম্বারে লোক ঠকান কিনা - এই সব নিয়ে কাঁটাছেড়া চলতে থাকে।
    জ্যোতিষ সমাজের পক্ষে কতটা অপকারী - এর চেয়ে অনেক বেশী important, অন্তত আমার কাছে, অন্য মানুষের যন্ত্রণার কারণ না হওয়া। প্রতিদিন এই ফোরামে যাদের সাথে interact করছি, তাদের প্রতি কোন ভালবাসা, সহমর্মিতার চিহ্ন নেই, এদিকে পশ্চিমবঙ্গ/ভারতবর্ষের মানুষের ভাল চাই - এ দাবী করা যায় না।
    আর একটা কথা, রু বাবুকে। আপনার বা জ্যোতিষের বিরোধীতা যারা করছেন, তারা সবাই NRI নন, পিনাকি যেমন চেন্নাইতে থাকেন।কে কোথায় থাকেন, তার সাথে এর কোন সম্পর্ক আছে বলে আমার মনে হয় না।
  • ranjan roy | 14.96.138.163 | ২৬ ডিসেম্বর ২০১১ ০১:৪৬507098
  • আকা ও টিমের শেষ দুটো পোস্টের পর মনে হয় না আর কিছু বলার দরকার আছে।
  • aranya | 69.126.116.183 | ২৬ ডিসেম্বর ২০১১ ০২:১৮507099
  • আকা আর টিমের শেষ পোস্ট দুটো এক্ষুণি পড়লাম। খুব ভাল লাগছে। দ্যাটস্‌ দ্য স্পিরিট।
  • nk | 151.141.84.221 | ২৬ ডিসেম্বর ২০১১ ০২:৪০507100
  • উপরে ওঠা আসলে নিচে নামার থেকে অনেক বেশী ভালো। :-)
  • aka | 75.76.118.96 | ২৬ ডিসেম্বর ২০১১ ০৮:৩৬507101
  • কেন বিজ্ঞান বিজ্ঞান এবং জ্যোতিষ ইয়ে মানে সেই পলিটিকালি আনকেরেক্ট কথা।

    মাল্টিভার্স থিওরি কি এবং কেন? মিচিও কাকু। শেষ কথাটি লক্ষ্য করুন।


  • aka | 75.76.118.96 | ২৬ ডিসেম্বর ২০১১ ০৯:৩২507102
  • অরণ্যদা ওনলি মেন ক্যান অ্যাপোলোজাইজ অ্যাণ্ড মুভ ফরোয়ার্ড ফর এ বেটার টুমরো। ;)

    (এটা প:আ: টই মনে করে পড়ুন)
  • pinaki | 14.96.27.137 | ২৬ ডিসেম্বর ২০১১ ১০:২৮507103
  • পাই, 8:50 PM - এগুলো তো জানি। এগুলো জানি বলেই তো আরো বেশি করে প্ল্যাসিবো = জলপড়া - এই সমীকরণ কেন আসছে বুঝতে পারছি না। সবকিছুর একটা নিজস্বতা আছে। সেইটা মাথায় রেখেই তার বিচার হোক। 'বুজরুকি'র একটা বড় এলিমেন্ট হল 'ট্রিক', 'হাতুড়েপনা' - এই ব্যাপারগুলো। অজ্ঞানতা, কুসংস্কার, অন্ধবিশ্বাস এবং লোক ঠকানো চালাকি - এগুলো ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে 'বুজরুকি' শব্দের সাথে। জ্যোতিষ যদি শুধু লোকের কুষ্ঠি বানানোয় থেমে থাকতো তাহলে 'বুজরুকি' শব্দটা মোটেও অ্যাপ্রোপ্রিয়েট হত না। কিন্তু যখনই ভবিষ্যত বলে দেওয়া, সেই ভবিষ্যত পাল্টানোর জন্য রত্নধারণ, মাদুলি তাবিজ কবচ ধারণ - এসব চলে আসছে (যা আজকের দিনে জ্যোতিষের ইন্টিগ্রেটেড পার্ট) - তখন 'বুজরুকি' শব্দটা অবশ্যম্ভাবী ভাবেই চলে আসছে। কবে কোন কালে জ্যোতিষ আর জ্যোতির্বিজ্ঞান সমার্থক ছিল - সেটা আর বিচার্য থাকছে না।

    এটা আমার মত।
  • pi | 129.2.167.96 | ২৬ ডিসেম্বর ২০১১ ১০:৩০507104
  • না:,আজ নো তক্কাতাক্কি।

    খালি ভাবছি, এটা কেমন হইলো ? রিমিদি যে আত্মীয়ার হাতটানের স্বভাবের কথা লিখলো, তিনি তো এখানে আসেন না, কিন্তু আকাদা তাই নিয়ে কিচ্ছুটি কইলো না ! :(
  • PM | 86.96.228.84 | ২৬ ডিসেম্বর ২০১১ ১১:২০507105
  • আমি এই টই-এর কোষ্ঠিবিচার করে যা সিদ্ধান্তে এসেছিলাম তা হলো এ খানে দু রকম সমাপ্তি/সমধান যোগ আছে
    ১। হয় রিমি জিতবেন বাকিরা সারেন্ডার করবেন
    ২। নয় বাকিরা সারেন্ডার করবেন, রিমি জিতবেন

    কিন্তু শেষ কটা পোস্ট পড়ে মনে হচ্ছে আমার জীবনের প্রথম জ্যোতিষ প্রেডিকসন-কে ভুল প্রমান করার চক্রান্ত করছে সবাই , খেলবো না।

  • T | 14.139.128.11 | ২৬ ডিসেম্বর ২০১১ ১১:৩২507107
  • পাই, আবার খোঁচানো কেন রে বাবা?
  • PM | 86.96.228.84 | ২৬ ডিসেম্বর ২০১১ ১১:৪১507108
  • পাই আবার আমার প্রেডিকসন-কে ঠিক প্রমান করার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। ধন্যবাদ :)
  • bb | 122.248.161.59 | ২৬ ডিসেম্বর ২০১১ ১৫:২৬507109
  • লক্ষনীয় "আমরা সবাই জানি তার একটু হাত টানের স্বভাব আছে ...... সন্দেহ করেছিল" যদি একটি সাধারণ বাক্য হয় আর তিনি (আত্মীয়া) এখানে না আসেন তাহলে এই উদাহরণটি রূ বাবুর উদাহরণের থেকে আলাদা হল কিভাবে।
    আমার মনে হয় প্রতিবাদ করব বলেই প্রতিবাদ করা উচিত নয়!!!
  • PM | 86.96.228.84 | ২৬ ডিসেম্বর ২০১১ ১৬:২৪507110
  • ম্লেচ্ছ দেশে ভোর হলেই এই টই-এ আবার আগুন জ্বলবে। তার আগে ফায়ার ব্রিগেড-এর দুতো গাড়ী আনিয়ে রাখা যায়?
  • kallol | 119.226.79.139 | ২৬ ডিসেম্বর ২০১১ ১৬:৫১507111
  • ইয়ে.... মানে...... দমকল কি আজকাল নিউকিলিয়ার বিস্ফোরনেও কাজ দেয়?
  • aka | 75.76.118.96 | ২৬ ডিসেম্বর ২০১১ ১৭:৩০507112
  • Name:akaMail:Country:

    IPAddress:75.76.118.96Date:25Dec2011 -- 11:03PM

    যে এখানে আসে না তাকে নিয়ে যেকোন কথাবার্তাই বিশেষত এই ধরণের ইঙ্গিত নীতিগত ভাবে অসমর্থনযোগ্য, অন্তত আমার কাছে।
  • aka | 75.76.118.96 | ২৬ ডিসেম্বর ২০১১ ১৭:৩৮507113
  • এই বিরক্তিকর তক্কে জেতার ইগোটি ফাজলামো ছাড়া আর কিছুই নয়। ফাজলামো বললাম কারণ বাদবাকি অন্যান্য যে দিকগুলো আছে তা এক্সপ্লোর করলে ব্যপারটি খুব সুখপ্রদ হবে না বলেই মনে হয়। লোকে পড়ে না, পড়লেও বোঝে না, বুঝলেও সেটি মাথায় ঢোকে না, কারণ বেসিকালি 'ফাজিল' (আমি কি মহান)। কিন্তু আজ আমি কাউকে খিস্তি দেব না। কেডি কোথায়? দেখে যান ক্রমান্বয়ে বিরক্তিকর ইঙ্গিত গুলোতেও কেমন স্টেডি আছি। দেখলেন? পরে যখন গুরুর রীতি নিয়ে লিখবেন এইটা একটা এক্সাম্পল দিতে ভুলবেন না কিন্তু।
  • aka | 75.76.118.96 | ২৬ ডিসেম্বর ২০১১ ১৭:৫২507114
  • এনাদের জীবনে কϾট্রবিউট করার মতন উপাদান এতই কম যে কাঠি করা ছাড়া আর কোন কাজ বিশেষ বাকি নেই। এনাদের দেখলে আমার ডিফেন্সের সেই প্লেয়ারদের কথা মনে পড়ে যারা বলের থেকে পায়ের দিকে নজর বেশি দিত। অন্য ঘরানা, এনারা একা একা খেলতে পারেন না, কেন বলুন দিকি? সেখানে বল ছাড়া আর যা থাকে নিজের পা, বলা যায় না, কবে দেখব কাঠি করার পায়ের অভাবে নিজের পায়েই কাঠি করে চলেছেন। কমপালসিভ সাকসেসিভ ডিসর্ডার। বুঝতে পারি। :)

    এই কাঠি করা চলুক, চলতেই থাকুক, আপাতত চললাম

  • PM | 86.96.228.84 | ২৬ ডিসেম্বর ২০১১ ১৭:৫৬507115
  • আকাবাবু, আমি আর কল্লোলদা শুধু মজাই করছিলাম। আপনি কি আমাদের ওপোর রেগে গেলেন?
  • aka | 75.76.118.96 | ২৬ ডিসেম্বর ২০১১ ১৮:০৩507116
  • না না, রাগ কোথায়? রুগীদের ওপর রাগ তো করতে নেই, বিশেষত মানসিক রুগীদের ওপর। :))

    আপনাদের কিছুই বলি নাই। আর কারুর ওপরই রাগী নাই। আপাতত পানামা সিটি যাবার প্ল্যান। চললুম।
  • PM | 86.96.228.84 | ২৬ ডিসেম্বর ২০১১ ১৮:১৬507118
  • enjoy..... আমার কথা-তে আঘাত পেলে দু:খিত
  • Bratin | 117.194.100.242 | ২৬ ডিসেম্বর ২০১১ ১৮:২৮507119
  • ওফ তোমরা থামবে। আকা, রূপঙ্কর দা,রিমি,পাই, PM দা, কল্লোল দা, ,অরন্য দা,bb দা। প্লিজ। প্লিজ। প্লিজ

    নো ঝগড়া। সব্বার সাথে সবার ভাব । ঠিক আছে। এ বিষয়ে আর কোন কথা নয়।
  • PM | 86.96.228.84 | ২৬ ডিসেম্বর ২০১১ ১৮:৪৬507120
  • আমি আর কল্লোলদা তো ঐ বিষয় নিয়ে কথাই বলিনি...... শুধু আবহাওয়া হালকা করার চেষ্টা করছিলাম ঠাট্‌ঠা করে :(
  • bb | 117.213.208.10 | ২৬ ডিসেম্বর ২০১১ ১৮:৫০507121
  • ব্রতীন -এখানে মনে হয় ঝগড়া হচ্ছে না :)। বাদানুবাদ চলছে।
  • Ishan | 117.194.32.198 | ২৬ ডিসেম্বর ২০১১ ১৯:০৮507122
  • অ্যাই আকা। কী হচ্ছে টা কী? (সব দীর্ঘ ঈ দিয়েছি, হুঁ হুঁ)।
  • nk | 151.141.84.194 | ২৬ ডিসেম্বর ২০১১ ২৩:০৫507123
  • আকার লেখা পড়ে কেন জানি আকাকে আমার এক হাল্কাফুল্কা ফূর্তিবাজ যুবক টাইপ মনে হতো, হাফ হাতা শার্ট পরা, উস্কোখুশকো চুল, চঞ্চলচিত্ত।
    অমা, ফেবু আমায় বানাইলো বৈরাগী! ফেবুতে গিয়া আকরে দেইখা এক্কেরে ইন্দ্রপ্রস্থ সভায় পুকুরে পড়ে যাওয়ার কেস হইলো। :-)
  • kallol | 115.184.22.178 | ২৭ ডিসেম্বর ২০১১ ১০:৩৫507125
  • ভাবলাম একটু রিমির পা টানি। না:, তাতেও লোকের ক্ষীঈঈ আপত্তি।
  • kd | 59.93.197.167 | ২৭ ডিসেম্বর ২০১১ ১২:২৮507126
  • আকা@5:38, আরে পরে কেন আগেই তো বলেছি। স্টেডি থাকতে থাকতে হঠাৎ একবার এট্টু মুখ খুলেই দ্যাকো না, আমরা বাকিরা মিলে কেমন তোমায় ""শিক্‌খা'' দিই। :)
  • Sibu | 108.23.41.126 | ২৭ ডিসেম্বর ২০১১ ২৩:৪৭507127
  • সার্ভিস ইন্ডাস্ট্রিতে (মানে ডাক্তার, জ্যোতিষী, শিক্ষক এদের) ডিসক্লোজার একটা খুব ইন্টারেস্টিং বিষয়। আমি হলুম ফুল ডিসক্লোজারের পক্ষে। এদের সকলেরই একটি স্ট্যান্ডার্ড সরকারী ডাটাবেসে রেজিস্টার করা উচিৎ। সেখেনে তারা জীবনে কে কটি কেস হ্যান্ডল করেছেন, তার জন্যে তারা কি ব্যবস্থা দিয়েছিলেন (প্রেসক্রিপশন, পাথর ইত্যাদি), কেন দিয়েছিলেন (কিরোর বইতে এরকম বলেছে, ইন্ডিয়ান মেটিরিয়া মেডিকা এইরকম বলেছে, আমি ভাল বুঝেছি ইত্যাদি), তাতে কি ফল হয়েছে এই সব তথ্য থাকবে। এর সাথে কিছু স্ট্যাটিসটিকাল অ্যানালিসিসও থাকা উচিৎ। এরকম ডিসক্লোজারের ব্যবস্থা থাকলে ব্‌য়্‌বসা চালাতে দিতে কোন বাধা নাই।
  • rimi | 24.214.233.218 | ২৮ ডিসেম্বর ২০১১ ২১:১০507129
  • ওরে বাপ!! ফুল (এবং অনেস্ট) ডিসক্লোজার দিলে জ্যোতিষীদের ব্যবসা চালানো যাবেই না। যে ব্যবসার মূলধনই মিথ্যা কথা, আর লোকের অশিক্ষা, অজ্ঞানতার সুযোগ নেওয়া সেই ব্যবসায় ফুল ডিসক্লোজার? বার্কলির শন কার্লসনের ডাবল ব্লাইন্ড টেস্ট অন অ্যাস্ট্রোলজিতেই বোঝা গেছে ডিসক্লোজার দিলে ফলটা কি হয়??? :-))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন