এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হাতে কুদর্শন জ্যোতিষ আংটি - পার্ট টু

    siki
    অন্যান্য | ০৮ ডিসেম্বর ২০১১ | ২৯৩৬৫ বার পঠিত | রেটিং ৩ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dukhe | 14.99.246.161 | ১৮ ডিসেম্বর ২০১১ ২০:৩৮512144
  • আকা আবার কোন জ্যোতিষীকে কান্নাকাটি করতে দেখলে ? হারবার্ট নাকি ?
    বিশ্বাসের কথা কি আর বলা যায় রে ভাই ? এককালে আম্মো অমন একবগ্গা ছিলাম, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না । বহুকাল ধরে সিদ্ধান্ত করেছিলাম আম্রিগা বলে কিছু নেই, লোকজন আম্রিগা যাচ্ছি বলে হাতিবাগানের একটা গোপন মেসে গিয়ে থাকে, চুটিয়ে দারু আর গোরু খায়, দুবছর পর ফুলেফেঁপে টিশার্ট পরে হাজির হয়ে বলে আম্রিগা থেকে আসছি । এসব যে ডাহা ঢপ কে না বোঝে ?
    কিন্তু পথের দেবতা হাসলেন । কপালের ফেরে একবার নিজে গেলাম, সেই থেকে আম্রিগায় বিশ্বাস তো এলই, আজকাল কেউ হনলুলু কি আলফা সেনেটরির কথা বললেও উড়িয়ে দিতে বাধো-বাধো লাগে ।
  • aka | 75.76.118.96 | ১৮ ডিসেম্বর ২০১১ ২০:৪৪512145
  • এই যে দুইখান টই হল তাতে বেশ কিছু অ্যানেকডোট এবং বিশ্বাস ও হ্যাঁ খানিক পুরনো ভারতের ইতিহাস ছাড়া বিজ্ঞান বা বর্তমান গবেষণার কথা তো পড়ি নাই। ও হ্যাঁ বাকিটা হল অমুকে ওটা মেলে না জ্যোতিষেও মেলে না অতএব জ্যোতিষ ঠিক। দ্দুদ্দুর এখন আর নিজে না দেখলেও চলে ইউটিউব, গুগুল আছে কি করতে?
  • GHANADA | 223.223.134.238 | ১৮ ডিসেম্বর ২০১১ ২০:৫৯512146
  • ভাই রূপঙ্কর
    পণ্ডিত শব্দটায় আমার আপত্তি আছে। কারণ, চাণক্য লিখেছিলেন:-
    পণ্ডিতে চ গুণা: সর্বে, মূর্খে দোষা হি কেবলম
    বিদ্যাসাগর এর অর্থ করেছিলেন:-
    পণ্ডিতদের সবই গুণ, দোষের মধ্যে ব্যাটারা বড় মূর্খ।
    আরও একটা শ্লোক আছে:-
    পণ্ডয়িতি ইতি পণ্ডিতম
    অস্যার্থ:- যে সব কিছু পণ্ড করে দ্যায়, সেই- ই পণ্ডিত।
    তাই বলছি, আমি মূর্খ, এটা মানি, তবে পণ্ডিত নয়।
    আর বরাহমিহির ভুল বুঝলেও পরে ঠিক করে নেন। আর খনা সব ফেলে দিয়েছিলেন তবে, ঘটকর্পর এবং শঙ্কু নাকি ঐ গুলো তুলে আনেন। হাতে লেখা পুথিঁগুলো জলে ভিজে যাওয়ার জন্য লেখা, বেশীর ভাগই উদ্ধার করা যায় নি।
    এই তথ্য আমার বাবাকে বলেছিলেন:- পূজনীয় গোপীনাথ কবিরাজ। এরও কোনো প্রমাণ আমি দিতে পারব না।
  • kd | 59.93.206.226 | ১৮ ডিসেম্বর ২০১১ ২১:৩৩512147
  • আকা, তুমি তো অলরেডি কনক্লুশনে এসেই গ্যাছো যে জ্যোতিষ পুরো ঢপ (মানে আগেই জানতে, এখন কনফার্মড হ'লে)। তাহ'লে মিছিমিছি এই টই পড়ে তোমার সময় নষ্ট করছো কেন বুঝতে পারছি না। এই দ্যাখো, এই যে এতো ইকনমিক্সের টই চলছে, অনেকেই তো সেটা পড়ছে, তাতে বড় বড় পোস্ট করছে, আমি কিন্তু এ'গুলোর ধারে কাছে যাই না - সাবজেক্টটাই আমার কাছে পুরো ঢপ। জ্যোতিষের থেকে বড় ঢপ তো বটেই। জ্যোতিষে তাও তো কিছু মেলে অ্যাক্সিডেন্টালি। :)

    জ্যোতিষে আমি এখনও বিশ্বাস করি না। মানে আমার দেখা সব জ্যোতিষীই ঢপ মেরেছে। তবুও এই ব্যাপারে মনের দরজা বন্ধ করি নি কেননা আমি খুব ভালো ভাবেই জানি আমার জ্ঞান খুবই অল্প - যদি নতুন কিছু শিখি সেই আশায় আছি। আর হ্যাঁ, যদি শেষে সত্যি মনে করি জ্যোতিষ বিশ্বাসযোগ্য, তবুও ভবিষ্যৎ জানার চেষ্টা করবো না - আমার ভবিষ্যতের জানার আছেই বা কি!

    আর একটা কথা, যে হোমিওপ্যাথিতে বিশ্বাস করে, তার জ্যোতিষেও বিশ্বাস করা উচিত। কেননা এই দু'টো বিষয়ই আনাড়ি আর পয়সাখোরদের হাতে একই রকম ঢপ হয়ে দাঁড়িয়েছে।

    আর ডাক্তার আর জ্যোতিষেরা তো একই গোত্রের (আমি বিষয় নিয়ে বলছি না, বিষয়ীদের নিয়ে বলছি)। একজন ফার্মা কোম্পানির দালাল আর অন্যজন জুয়েলারদের।
  • dukhe | 14.99.246.161 | ১৮ ডিসেম্বর ২০১১ ২১:৩৭512148
  • আর 'জ্যোতিষ একটি ঢপ' অ্যাজাম্পশন দিয়ে 'জ্যোতিষ একটি ঢপ' প্রমাণ করা এমন কিছু কঠিনও না । আম্মো পারি । টই ফই কিস্যু লাগে না ।
  • nyara | 122.172.167.28 | ১৮ ডিসেম্বর ২০১১ ২২:১২512149
  • কাবলিদার লাস্ট পোস্টে বড় করে ক। couldn't have written it better
  • aka | 75.76.118.96 | ১৮ ডিসেম্বর ২০১১ ২২:২১512150
  • কাব্লিদা, ভুল করছেন মনের দরজা খুলেই পড়ছি তো, খান দুই টই হল তাতে অ্যানেকডোট, আর বিশ্বাস। শুধু এইটুকুই বলেছি। এই টইতেই অকাট্য প্রমাণ পেলেই মত বদলে নেব। ভবিষ্যত জানলে কারই না সুবিধা হয়। কিন্তু এতে কি করে প্রমাণ হল জ্যোতিষ ঢপ বলে মেনে নিয়েছি?
  • aka | 75.76.118.96 | ১৮ ডিসেম্বর ২০১১ ২২:২৩512151
  • এটা অবশ্যই প্রমাণিত হয় যে এখনও অবধি এখানে যাঁরা লিখছেন তাঁরা জ্যোতিষ সত্য এটা প্রমাণিত করতে পারেন নি। ঠিক বললাম কাব্লিদা?
  • nyara | 122.172.167.28 | ১৮ ডিসেম্বর ২০১১ ২২:২৫512152
  • ইকনমিক্স পরম সত্য বলে ঠিক কে কে প্রমাণ করেছেন এখনও অব্দি?
  • dukhe | 14.99.246.161 | ১৮ ডিসেম্বর ২০১১ ২২:২৭512154
  • আকাকে ক । জ্যোতিষ স্ট্যাট ডাক্তারি হাওয়া আপিস - কোনটাই এই টইতে সত্য বলে প্রমাণিত হয়নি । এবং তার মানে এই নয় যে ঢপ বলে প্রমাণিত হয়েছে ।
  • nyara | 122.172.167.28 | ১৮ ডিসেম্বর ২০১১ ২২:৩১512156
  • এবং ম্যানেজমেন্ট সায়েন্স।
  • aka | 75.76.118.96 | ১৮ ডিসেম্বর ২০১১ ২২:৩১512155
  • ইকনমিক্স নিয়ে মনে হয় প্রচূর মতামত আছে। আমার নিজের মনে হয় ইকনমিক্স সোশ্যাল সায়েন্স। তবে বিভিন্ন শাখা যেমন ইকনমেট্রিক্স এটসেট্রা এগুলো সায়ন্স। কিন্তু তাতে কি?
  • nyara | 122.172.167.28 | ১৮ ডিসেম্বর ২০১১ ২২:৩৩512157
  • ইকনমিক্স পরম সত্য না ঢপ - এর একটু সহজ সরল জবাব আকার থেকে পেলেই পরের প্রশ্নে মনোনিবেশ করতে পারি।
  • aka | 75.76.118.96 | ১৮ ডিসেম্বর ২০১১ ২২:৩৪512159
  • কে বলেছে ইকনমিক্স সত্য? সেইটা জানলেই ন্যাড়াদার প্রশ্নের উত্তর দিতে পারি।
  • aka | 75.76.118.96 | ১৮ ডিসেম্বর ২০১১ ২২:৩৪512158
  • দুখেকে ক, কিন্তু স্ট্যাট, ডাক্তারি, হাওয়া আপিস এগিয়ে চলেছে, কিন্তু জ্যোতিষ নয়, তাই জ্যোতিষ সিউডোসায়েন্স।
  • aka | 75.76.118.96 | ১৮ ডিসেম্বর ২০১১ ২২:৩৬512160
  • না: ন্যাড়াদা আজকাল এত গুরুপাক খাচ্ছে। ম্যানেজমেন্ট সায়েন্স কে বলল?
  • dukhe | 14.99.246.161 | ১৮ ডিসেম্বর ২০১১ ২২:৩৭512161
  • ঢপবাজি যদি প্রবাহিত হতে থাকে তাকে সায়েন্স বলে ? আর থেমে গেলে সিউডোসায়েন্স?
  • dukhe | 14.99.246.161 | ১৮ ডিসেম্বর ২০১১ ২২:৩৯512162
  • ডি: - জ্যোতিষ এগিয়ে চলেছে না দাঁড়িয়ে আছে এ বিষয়ে আমার কোন জ্ঞান নাই ।
  • GHANADA | 223.223.134.238 | ১৮ ডিসেম্বর ২০১১ ২২:৪০512163
  • লজিকে বলে:-
    রবীন্দ্রনাথের দাড়ি আছে, ছাগলেরও দাড়ি আছে
    সুতরাং, রবীন্দ্রনাথ ছাগল।

  • aka | 75.76.118.96 | ১৮ ডিসেম্বর ২০১১ ২২:৪১512167
  • ঢপবাজি যখন একটি একটি করে ঢপবাজি সত্য বলে প্রমাণ করে তখন ঢপবাজি সায়েন্স হয়। সহজ উদাহরণ হল অ্যালকেমি থেকে কেমিস্ট্রি।

    যেমন ডাক্তারিতে ডায়গনসিস এককালে ছিল নাড়ি টিপে এখন এমারাই এটসেট্রা আছে।

    (তবে গুরুতে এত গুপ্ত পোমো আছে মাইরি কোন ধারণাই ছিল না, কোথায় খুলেছ খাপ, বাপ।)
  • nyara | 122.172.167.28 | ১৮ ডিসেম্বর ২০১১ ২২:৪১512166
  • তালে আকা বলছে ইকনমিক্স ঢপ। ওকে।

    ম্যানেজমেন্ট সায়েন্স অপারেশন রিসার্চের অন্য নাম। কী আস্পদ্দা আমার। অ্যামেরিকান সিস্টেমে থাকা কারুকে আমাকে ফান্ডা দিতে হচ্ছে!
  • aka | 75.76.118.96 | ১৮ ডিসেম্বর ২০১১ ২২:৪৪512168
  • না:, ন্যাড়াদার প্রচণ্ড গুরুপাক চলছে সেটা আবার কখন বললাম? অপারেশন রিসার্চ ম্যানেজমেন্ট সায়েন্স? হায় ন্যাড়াদা এবারে দুখেও কাঁদবে যে।

    দুখে, আমারও নেই, সেইজন্যই তো এই টইতে চোখ রাখছি। বলেছি যতক্ষণ না সেটা কেউ দেখাতে পারছে, ততক্ষণ ঢপ বলব, দেখালেই মেনে নেব। তবে প্র্যাকটিসিং জ্যোতিষরা জানেন না, এটা মনে হয় না।
  • dukhe | 14.99.246.161 | ১৮ ডিসেম্বর ২০১১ ২২:৪৬512169
  • আকা, মন:স্থির করো । একবার বলছ থেমে গেলে সিউডোসায়েন্স । একবার বলছ সত্য প্রমাণিত হলে সায়েন্স । আবার দুখেকে ক দিয়েছ যে এই টইতে কিছুই সত্য বলে প্রমাণ হয়নি । সেমসাইডের চোটে এবার টিম থেকে বাদ পড়বে ।
    আর কবে থেকে জিজ্ঞেস করি -পোমো গালাগালটার মানে কী (মানে যদি কিছু থাকে) - কেউ বুঝিয়ে দেয় না গা ।
  • nyara | 122.172.167.28 | ১৮ ডিসেম্বর ২০১১ ২২:৪৮512170
  • হায়, হায় অ্যামেরিকান সিস্টেমে থেকেও এই - বদনাম হয়ে যাচ্ছে স্যার।

    http://en.wikipedia.org/wiki/Operation_research
  • T | 14.139.128.11 | ১৮ ডিসেম্বর ২০১১ ২২:৫২512171
  • ঘনাদা, আবার দেখুন দাদুকে সাদা কাগজ দিলে উনি পদ্য লিখে দেবেন আর ছাগলকে দিলে সেটা খেয়ে নেবে। সুতরাং এখানে দাদুর সাথে ছাগলের মিল নেই। এবিষয়ে বিশদে জানতে হলে 'চলচিত্তচঞ্চরী' দেখুন।
  • aka | 75.76.118.96 | ১৮ ডিসেম্বর ২০১১ ২২:৫৮512172
  • দুখে, মনস্থির করাই আছে এই টইতে প্রমাণিত হলেই মেনে নেব জ্যোতিষ বিজ্ঞান।

    ন্যাড়াদা, অপারেশন রিসার্চ একটা ডিফারেন্ট সাবজেক্ট যা ম্যানেজমেন্টে পড়ানো হয়। মানে ম্যানেজমেন্ট নামক ডিগ্রিটি পেতে গেলে অপারেশন রিসার্চের কয়েকটি পেপারে পাশ করতে হয়। আর ম্যানেজমেন্ট হল একটা মাল্টি ডিসিপ্লিনারি স্টাডি যাতে কিনা অর্গানাইজেশনাল বিহেভিয়ার থেকে, স্ট্যাট, ইকনমিক্স সবই পড়ানো হয়। আর আম্রিগান সিস্টেমে নয় সারা পৃথিবীতেই। আর ন্যাড়াদা আম্রিগান সিস্টেমে আমার থেকে বেশিদিন থেকেছে এমনকি ন্যাড়াদার পাসপোর্টটাও আম্রিগান তাই ন্যাড়াদাই এই সিস্টেম সম্বন্ধে বেশি জানবে।

    আমরা ক্ষীর খাওয়া লোক, আজ আম্রিগায় রুটি খাচ্ছি, কাল বিহারে রুটি দিলে সেখানে যাব।
  • aka | 75.76.118.96 | ১৮ ডিসেম্বর ২০১১ ২৩:০১512174
  • ব্রেকের আগে একটা রিক্যাপ।

    দেখে নিই আমরা এই অবধি কি দেখলাম, শুনলাম।

    কিছু ডাক্তার কোন কোন রুগীর ডায়গনসিস ভুল করেছে

    ইকনমিক্স সোশাল সায়েন্স

    অপারেশন রিসার্চ ম্যানেজমেন্টে পড়ানো হয়

    অতএব জ্যোতিষ সত্য
  • nyara | 122.172.167.28 | ১৮ ডিসেম্বর ২০১১ ২৩:০১512173
  • তবে না জেনেই ম্যানেজমেন্ট সায়েন্স শুনে খিল্লি করছিলে - যেমন জ্যোতিষ নিয়ে করছ?

    ম্যানেজমেন্টে তালে শুধু ঢপ পড়ান হয় - স্ট্যাট, ইকনমিক্স ইত্যাদি?
  • nyara | 122.172.167.28 | ১৮ ডিসেম্বর ২০১১ ২৩:০৩512177
  • রিক্যাপটা একদম যুতসই হয়েছে - ম্যানেজমেন্ট সায়েন্সের যোগ্য।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন