এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হাতে কুদর্শন জ্যোতিষ আংটি - পার্ট টু

    siki
    অন্যান্য | ০৮ ডিসেম্বর ২০১১ | ২৯৩৬৮ বার পঠিত | রেটিং ৩ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | 124.247.203.12 | ১৬ ডিসেম্বর ২০১১ ১২:০৬512044
  • এতো ভালো সু উচ্চারনযোগ্য,প্রায় ১০০% টাইপো প্রুফ এবং বেজায় ঐতিহ্যশালী অমন "ঘনাদা" নাম থাকতে খামোখাই রামকৃষ্ণ ভট্টাচার্য্য নামে লিখছেন ক্যানো ? ঘনাদা নামটাই তো বেটার চয়েস ফর এভরিবডি।
  • siki | 123.242.248.130 | ১৬ ডিসেম্বর ২০১১ ১২:২৬512045
  • হ্যাঁ, টইয়ের পাতা ভরে গেছে রামকৃষ্ণ ভট্টাচার্য ঘনাদা নামে।

    আপনি শুধু ঘনাদা নামেই লিখুন বরং। পুরো নাম নিয়ে এখানে কারুরই কোনও মাথাব্যথা নেই।
  • GHANADA | 223.223.143.5 | ১৬ ডিসেম্বর ২০১১ ১৩:১৮512046
  • হে! হে! আমার রামকৃষ্ণ ভট্টাচার্য্য নামটা নিজেই মনে রাখার চেষ্টা করি। “ঘনাদা” নামটা আমার বড় ছেলে প্রথমে দ্যায়। কারণ, অকারণে- আমার গুল মারা স্বভাব। তাই ঘনাদা নামটা আমি অরকুটে, ফেসবুকে ব্যবহার করি।
    ঠিক আছে, আমি এবার ঘনাদা নামেই পরিচিত হলাম। তবে যাদের “দা” বলতে আপত্তি থাকবে তারা আমায় ঘনা বলেই ডাকতে পারেন।
    নো পবলেম।

  • siki | 123.242.248.130 | ১৬ ডিসেম্বর ২০১১ ১৫:১২512047
  • Gana Sama Doss বলেও ডাকা যেতে পারে।
  • Shibanshu | 59.90.221.5 | ১৬ ডিসেম্বর ২০১১ ১৬:৩৫512048
  • সিকি,
    যতোদূর মনে পড়ছে 'ঐতিহ্যশালী' ঘনাদা এই নামটা বাংলা অক্ষরে 'গানোসা মাডোস' এই রকম কিচু লিকেচিলেন। মনে হয় যে গপ্পোটাতে ছিলো ঘনাদা মাছি তাড়াবার ভঙ্গি করতেই বিশাল দেহী হিস্পানিটি মাটিতে পড়ে বলে উঠলো, 'তোমাদের তাগোরের সঙ্গে আমার বেশ আলাপ ছিলো'।

    যাকগে, ঘনাদার মতো জ্যোতিষ শেখার একই উদ্দেশ্য নিয়ে পরবর্তীকালে আমরাও ও বিদ্যায় কিচু মগজঝড়ing করেছিলুম, তাই বেশ একটা কামারোদরি বোধ কর্চি। লেখাটি প্রায়ই নানা শাখাপ্রশাখায় পল্লবিত হয়ে যাচ্ছে হয়তো, কিন্তু বেশ ইন্টারেস্টিং। ঘনাদাকে অনেক সাধুবাদ।
  • aishik | 122.181.132.130 | ১৬ ডিসেম্বর ২০১১ ১৬:৪৪512049
  • ঘনাদা, আমি একজন নীরব পাঠক, খুব উৎসাহ নিয়ে Wait করছি পরের কিস্তির জন্য।
  • Bratin | 122.248.183.1 | ১৬ ডিসেম্বর ২০১১ ১৭:১৩512050
  • খুব ভালো লাগছে। লিখে যান।
  • siki | 122.177.158.47 | ১৬ ডিসেম্বর ২০১১ ২২:০৭512051
  • খুব সম্ভবত কেউ একজন কিপু বা ইনকাদের সেই গিঁট বাঁধা সুতো বাই পোস্ট ঘনাদাকে পাঠিয়েছিল গানা সামা ডস নামে অ্যাড্রেস করে।
  • dukhe | 117.194.240.177 | ১৬ ডিসেম্বর ২০১১ ২২:৪১512052
  • আহা - কিপুর আসল খেলা ছিল 'সূর্য কাঁদলে সোনা' তে ।
  • GHANADA | 223.223.143.56 | ১৬ ডিসেম্বর ২০১১ ২৩:১২512055
  • বাঙালি যাকে চিরকাল ভেবেছে গুল, আসলে তা আধুনিকতম পরিবেশবিজ্ঞানে নির্ভুল!

    প্রেমেন্দ্র মিত্রের এই অসাধারণ সৃষ্টি “ঘনাদা” ভোলার নয়। “তস্য তস্য” ক্ষুদ্রাতিক্ষুদ্র আমি, ঘনাদা ভক্ত!
  • ridhhiman | 64.134.148.182 | ১৭ ডিসেম্বর ২০১১ ০২:০১512056
  • 'সংকলিত' মানে? কপি-পেস্ট নাকি??
    যাই হোক, এই ব্রেকের ফাঁকে কিছু খুচরো সওয়াল। আপনার ফিস কত? পাবলিক ফোরামে না হলেও কিন্তু প্রাইভেট মেলে আপনি আপনার চেম্বারের ঠিকানা ফোন ন: দিতে পারবেন ? আপনার ক্লায়েন্ট রা কি বেশীরভাগ বুড়ো না জোয়ান?

    ক্লায়েন্ট পরে খচে গিয়ে বাওয়াল দিয়েছে, এরকম কোন কেস আছে? আপনি নিজেই বললেন গুল দেয়ার হ্যাবিট আছে, তা কেস দেখতে এরকম দু একটা খেলে দেখেছেন নাকি, মানে বড়সড় কিছু না, মঙ্গল আর চাঁদের এলান্মেন্ট এঙ্গেলের কোসাইন ভ্যালু এল তিন , চার দিয়ে ভাগ দিয়ে বলে দিলেন, এই ধরনের, ঐ তাতিন যেমন বলল, ইনজিনিয়ারিঙ্গে যেমন হয় ।
  • riddhi | 64.134.148.182 | ১৭ ডিসেম্বর ২০১১ ০২:১৭512057
  • আর আমি আপনার এখনকার সততা নিয়ে কোন প্রশ্নই তুলি নি। আপনি বলেছিলেন আপনি পার্টি করতেন কিছুটা মেয়েদের জন্য। সে তো ঐ মেয়েদের ঠকানো হয়ে গেল না? সেই সময়্‌টুকু আপনি রিগ্রেট করেন কি না, সেটাই প্রশ্ন ।
  • PM | 86.98.43.63 | ১৭ ডিসেম্বর ২০১১ ০৩:০৬512058
  • রিদ্ধি এক্কেবারে-ই পোলাপান :)
  • aka | 168.26.215.13 | ১৭ ডিসেম্বর ২০১১ ০৩:০৯512059
  • সাগ্রহে অপেক্ষা করছি কবে অ্যাস্ট্রোলজি এবং অ্যাস্ট্রোনমি মিলবে।
  • GHANADA | 223.223.133.137 | ১৭ ডিসেম্বর ২০১১ ০৯:৫৮512060
  • @ ঋদ্ধিমানবাবু,
    আমার সততা আমার কাছে। মেয়েরা কিন্তু ছেলেদের থেকে অনেক বেশী সিরিয়াস । ওঁদের পার্টির প্রতি অবদান এখনও অনুল্লিখিত। মার্কসবাদের ভারতীয় করণ এখনও হয় নি বলেই আমি বিশ্বাস করি।
    গ্রামে কিছুটা ঘুরেছি। সেখানকার মহিলারা মার্কস, লেলিন প্রভৃতির নামই শোনেন নি। শহুরে ইন্টলেকচুয়ালদের মত তাঁদের তথাকথিত অত বুদ্ধি নেই। একবার ভাবুন তো!
    আডবাণীর প্রথম রথযাত্রার সময় আমরা কিছু গ্রামে ঘুরেছিলাম। হিন্দু- মুসলমানের কথায় বেশ কয়েকজন মহিলা মিটিংঅএ বলে ওঠেন:- আমরা ভালই আছি। আপনারাই বরং আমাদের মধ্যে বিষ ঢোকাতে চাইছেন। খালেদার আম্মি যখন আমার কাছ থেকে চাল ন্যায় বা আমি যখন ওদের কাছ থেকে মুর্গি নেই, তখন এইসব কথা মনেই থাকে না। বিজিপির থেকে আপনারাই বা কম কিসে?
    এই সব মহিলারা পার্টির প্রত্যেকটা মিছিল মিটিংঅএ থাকতেন, পাশাপাশি, ভারতীয় সংস্কার অনুযায়ী, সন্ধ্যাপ্রদীপ দিতেন বা রোজা রাখতেন।
    মালদহে এক কিশোরী বিড়ি শ্রমিককে ধর্ষণ করে খুন করে রেল লাইনে ফেলে দিলে, যে সমবেত গর্জন ওঠে, তা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। পার্টি থেকে আমাকে ভার দেওয়া হয়েছিল। তবে, আমাকে কিস্‌সু করতে হয় নি। মালদহের ব্যস্ততম চৌরাস্তা রথবাড়ী অবরোধ করলে, পুলিশ লাঠি টিয়ার গ্যাস নিয়ে রেডী থাকেন। তা দেখেও কেউ ভয় পান নি। অনেক আন্দোলনের পর সেই ধর্ষণকারী এবং খুনী ধরা পড়ে এবং শাস্তি হয়। সেই ধর্ষণকারীর নামটা বলছি না। বললে, মালদহের অনেক প্রগতিশীর লোকেদের মুখোস খুলে যাবে!
    আর একটা কথা, আমার কোনো অনুশোচনা নেই। আমার প্রতি কেউই আকর্ষিত হয় নি। আমার চেহারাটি ছিল পিনখাড়ুর মত ( এখনও)।
    আমার ক্লায়েন্ট ৮ থেকে ৮০। বড় মজার মজার কেস। তবে রেগে তাড়িয়ে দেই সেই সব ছেলে মেয়েদের যারা ইস্কুলে পড়তেই পড়তেই প্রেম করছে। পরে যারা এসেছে,কাউন্সিলিং করেছি অনেককে। তাতে ঐ সব ছেলেমেয়েদের অনেকেই পড়াশোনা করে দারুণ রেজাল্ট করেছে। সেখানে আমার ভূমিকা জ্যোতিষীর চেয়েও বেশি- মনোবিদের।
    গত ৫ বছরে, এখনও একটা কেস ছাড়া ( সেটা ছিল ইচ্ছাকৃত, একজন জ্যোতিষীর মুখোস খুলেছিলাম) বাওয়াল হয় নি। জানি না, পরে কি হবে।
    আমার ফিস এবং চেম্বারের ঠিকানা এখানে দেওয়াটা অনুচিত হবে। এই টই তে আমি লিখছি শুধু মাত্র তথ্য দেবার জন্য। বিজ্ঞাপনের জন্য নয়। তা হলে তো, এই লেখার মাধ্যমে আমি আপনাদের প্রকারান্তরে এই শাস্ত্রকে বিশ্বাসই করতে বললাম, তাই না?
    আর হ্যাঁ! কপি+ পেষ্ট কিছু আছে, তবে বেশীর ভাগই বই দেখে এখানে টাইপ করছি।
    অনেক তথ্য তো খালি মন থেকে বলে দেওয়া যায় না!
    আমি লিখবো ভাই। একটু ব্যস্ত আছি। সিরিয়াস লেখা আমার মত অক্ষম লোকেদের অনেক ভেবে চিন্তে লিখতে হয়। এর ব্যাপ্তিটা একটু বেশীই হবে। কারণ, অনেক বিষয়, এর সঙ্গে জড়িত। তবে, শেষ করবই!
    সত্যমেব জয়তে।
  • aranya | 68.38.243.161 | ১৭ ডিসেম্বর ২০১১ ১০:১৩512061
  • ঘনাদা, খুব ভাল লিখছেন। কাঁচুমাচু মুখে একটা আবদার - অ্যাস্ট্রোলজি আর অ্যাস্ট্রোনমির সম্পর্কটা কি ছোট করে দু লাইনে বা এক প্যারায় বলে দেওয়া যায় ? মানে যদি কোন সম্পর্ক থেকে থাকে।
    জাস্ট অনুরোধ। খুব কৌতূহল হচ্ছে, তাই। আপনার ফ্লো নষ্ট করতে চাই না। সুতরাং এখন না বললেও ধৈর্য ধরে অপেক্ষা করব।
  • ridhhiman | 97.77.242.138 | ১৭ ডিসেম্বর ২০১১ ১০:২০512062
  • আরে রা: দা, আপনি মাল্‌দা র লোক?? জ্জিয়ো
    আমিও মাল্‌দার, মানে দাদউ ফাদু রা । চালিয়ে যান বস।

    আলতাফ জানেন? হেবি। কোথায় লাগে মিরাক্কেল?
    ঐ জামাই ঠকানোর জন্য সরবতে পেচ্ছাপ করে দেয়ার ট্র্যাডিশন ? তিনবারের বার মাল জামাই জানতে পারল ' উ সালা পিসাব' ঐ খোট্টা বাংলা ব্যপক সুইট লাগে, যাই বলুন। আপনি চালিয়ে যাঅন, তবে জ্যোতিষ নিয়ে আমি আপনার মারব। আগে থেকে বলে দিলাঅম। আপনি আগে শেষ করুন। আমি আসছি। আপনি তো ডায়ালেকটিস্‌ক্‌স মারিয়ে এসে্‌ছন। । মানে আমি না থাকলে আপনার এই লেখা বেকার । আমি আসছি, আপনি লিখতে থাকুন।
  • ridhddhi | 97.77.242.138 | ১৭ ডিসেম্বর ২০১১ ১০:২৫512063
  • বেসিকালি আমরা বর্দারের লোক। তাই প্রচুর ওপারের মোল্লারা আমাদের জিগরি। তবে জালি কেস গুলো চেপে যাবেন না।
    মহিলাদের ব্যাপারে পরে বলছি। মালদার মহিলাদের ব্যাপারে আমার ব্যাপ্‌ক এক্সপেরিএন্স আছে,
  • GHANADA | 223.223.133.137 | ১৭ ডিসেম্বর ২০১১ ১১:০৯512064
  • ওটা আলকাপ হবে বলে মনে হয়। তবে মূলত ওটা মুর্শিদাবাদের।
    মালদার হলো- গম্ভীরা।
    ব্যাপক!
    আপনি আপনার কি মারবেন জানি না!

  • GHANADA | 223.223.133.137 | ১৭ ডিসেম্বর ২০১১ ১১:১১512066
  • অরণ্যবাবু
    খুব শিগ্গিরি বলব।

  • aranya | 68.38.243.161 | ১৭ ডিসেম্বর ২০১১ ১১:২৪512067
  • পাই সপ্তাখানেক আগে দুএকটা প্রশ্ন করেছিল। উত্তর দেওয়া হয় নি। ঠিক পালাই নি :-) , ব্যস্ত ছিলাম, আর আমরি ইত্যাদির পরে লেখার মুড ছিল না। হাঁটুর বয়সী হলেও পাইকে আমি বেশ শ্রদ্ধার চোখে দেখি, নিজের কেরিয়ার ইত্যাদি স্যাক্রিফাইস করে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোতে যে পরিমাণ সময় দেয়, অতএব পাইয়ের প্রশ্নের উত্তর দিতেই হয়।
    বিভিন্ন সাইন্স ক্লাব, প্রবীর ঘোষের 'অলৌকিক নয় লৌকিক' - তিন খন্ড, 'উৎস মানুষ' পত্রিকা - এ সবই প্রচুর ভাল কাজ করেছে কুসংস্কার দূর করার জন্য, এ তো ঠিকই। না হলে তুমি যে লিঙ্কগুলো দিয়েছ - ইভিল স্পিরিট ই:, ঐ সব ঘটনা ঘটতে থাকবে। জ্যোতিষীরাও, ঘনাদা নিজেও তো বললেন, বহুলাংশে ভণ্ড, লোক ঠকায়। তাদের বিরুদ্ধে প্রচারের দরকার নিশ্চয়ই আছে। এ অব্দি তোমার সাথে একমত।
    সমস্যাটা হচ্ছে যে বহু জ্যোতিষী লোক ঠকায় বলে কি সবাই ঠকায় ? এই টইতে PM উল্লিখিত ঘটনাগুলো দেখা যাক। আশা করি PM কিছু মনে করবেন না। এক জ্যোতিষী ওর বাবার শৈশবে তিনটি ভবিষ্যতবাণী কাগজে লিখে দিয়েছিলেন -দুর্ঘটনা , বিদেশ যাত্রা ইত্যাদি, বছর চল্লিশ পর হলুদ হয়ে যাওয়া সেই কাগজ হাতে পেয়ে PM অবাক হয়ে দেখলেন যে তিনটেই মিলে গেছে। এবার একটু তলিয়ে দেখি -
    ১। কেসটা যেহেতু ভবিষ্যতবাণী-র, সুতরাং হয় মিলেছে, নয় মেলেনি - বাইনারী, হলেও হতে পারে এমন কোন ব্যাপার লেই।
    ২। জ্যোতিষী অতীত বলে দিলে ভাবা যেত স্পাই লাগিয়ে ক্লায়েন্টের অতীত সম্পর্কে জেনেছেন - সেটাও বলা যাচ্ছে না
    ৩। PM বাংলা ঢপ মারছেন - এটাও কাটিয়ে দিলাম। ঢপ মেরে ওর কোন লাভ নেই। তাছাড়া গুরুতে বহুদিন ধরে লিখছেন, বিশ্বাসযোগ্য।
    ৪। তাহলে বাকী রইল একটাই সম্ভাবনা - ঘটনাটা কাকতালীয়। জ্যোতিষী জাস্ট বাই ফ্লুক তিনটে ভবিষ্যতবাণী মিলিয়ে দিয়েছেন। তুমি যেসব স্টাডি-র লিঙ্ক দিয়েছ - তাদের রেজাল্টও সে দিকেই নির্দেশ করছে। এই পয়েন্টে যারা ফান্ডামেন্টালিস্ট তারা ভাববেন যে এটা কাকতালীয় হতেই হবে, কারণ প্রচলিত বিজ্ঞানে আর কোন ব্যাখা নেই। fundamentalism মানে হচ্ছে strict adherence to any set of basic ideas or principles। আজকের বিজ্ঞানের principles/laws-এর বাইরে আর কিছু থাকতে পারেনা, এটাই তারা ভাববেন। আর আমি ভাবব ব্যাপারটা কাকতালীয় না হয়ে অন্য কিছুও তো হতে পারে, এখনও অব্দি বিজ্ঞান যার ব্যাখা দিতে অপারগ।
    তোমার আর আমার দৃষ্টিভঙ্গীর এইটুকুই তফাৎ।
  • aranya | 68.38.243.161 | ১৭ ডিসেম্বর ২০১১ ১১:২৮512068
  • এ এমনই মারাত্মক টই, দুখে-কে অব্দি ওয়ান লাইনার ত্যাগ করে মাল্টি লাইনার লিখতে হয়েছে । কবিতা থেকে গদ্যে চলে আসার মত। আশা করি দুখে তার টাচ হারিয়ে ফেলবেন না, ওয়ান লাইনার জেম-এর সাপ্লাই যেন অব্যাহত থাকে :-)
  • pi | 72.83.83.28 | ১৭ ডিসেম্বর ২০১১ ১১:৪২512069
  • অরণ্যদা, আপনি সময় করে উত্তর দিয়েছেন দেখে ভাল লাগলো কিন্তু এর সাথে আমার স্যাক্রিফাইস টাইস কেন !! :o ওসব কিছু আমি করি নাই !
    যাই হোক, আপনার উত্তর নিয়ে এখনো প্রশ্ন রয়ে গেছে :), তবে আমি ঘনাদার কাছ থেকে ওঁর বক্তব্য জানতে চাই। আশা করি ওঁর লেখাতেই পাবো। তবে জানার জন্য আমার খুব তাড়া নেই। ঘনাদা নিজের মত করে যেভাবে লিখতে চান রয়ে সয়েই লিখুন :)

  • GHANADA | 223.223.135.180 | ১৭ ডিসেম্বর ২০১১ ১১:৪৩512070
  • ঋদ্ধিমানবাবু
    মালদহইয়া ভাষার একটি নমুনা:-
    আগ্গে মাগে।
    হামার ব্যাটার কাল রাতমান নাম্ভা পাইখানা হছে। হাতের তালু আর শুখাছে না।
    অরণ্যবাবু
    এরকম অভিজ্ঞতা আমারও আছে। কুসংস্কারে আম্মো বিশ্বাস করি না।
    তবে এমন সব ঘটনা দেখেছি, যার বিজ্ঞানে কোনো ব্যাখ্যা নেই।
    সবই লিখবো।
  • pi | 72.83.83.28 | ১৭ ডিসেম্বর ২০১১ ১১:৪৪512071
  • ঋদ্ধিমান কি মুসলমানদের মোল্লা বলেই ডাকেন নাকি ? আর জালি কেস বোলে তো ?
  • aranya | 68.38.243.161 | ১৭ ডিসেম্বর ২০১১ ১২:০৪512072
  • ঘনাদা, সাগ্রহে অপেক্ষা করছি, আপনার অভিজ্ঞতা শোনার জন্য।

    রুপঙ্কর-বাবু, আপনিও শেয়ার করুন না, (বর্তমান) বিজ্ঞানে যার ব্যাখা মেলে না, এমন সব ঘটনা। অনেক আগ্রহী লোক এই ফোরামে আছে, দেখছেন নিশ্চয়ই।
  • PM | 86.98.43.63 | ১৭ ডিসেম্বর ২০১১ ১২:১৬512073
  • হ্যাঁ, রুপনংকর বাবু চুপ করে গেলেন কেনো। এখন তো আপনি একা নন? :)
  • rupankar sarkar | 113.193.30.150 | ১৭ ডিসেম্বর ২০১১ ১৩:০৫512074
  • আমি এখন পাঠক। সবাই লিখলে পড়বে কে ? রামকৃষ্ণদা উর্ফ ঘনাদার লেখা শেষ হলে আমিও কয়েকটা প্রশ্ন করব। মানে যখন উনি বলবেন 'শেষ' হয়ে গেছে, তখন। একটা কথা শুধু বলি, আমার যে কারণে জোতিষে বিশ্বাস জেগেছে, তার কিছুই এখানে বলিনি, যেটা বলেছি, সেটা এক ধাপ্পাবাজের কাহিনী। শুধু এই প্রশ্নটা করার জন্য, মিলিয়ে দিতে পারাই যদি 'বিজ্ঞান ' এর লক্ষণ হয়, তবে এই লোকটার কার্যকলাপ কি বিজ্ঞানসম্মত ?

    's' নামে লিখে যিনি একটা লিঙ্ক শেয়ার করলেন, তাঁকে ধন্যবাদ। সত্যি মিথ্যে যাই হোক না কেন। ডেভিড ব্লেন এর ম্যাজিক দেখেছেন কেউ ? উনি যদি না বলতেন যে এটা ম্যাজিক, তবে কী মনে হত ? পৃথিবীতে 'অলৌকিক' কিছুই নেই ( বলে আমার ধারণা)। শুধু ইনটারপ্রীট করার মত ইচ্ছে ( অথবা যোগ্যতা ) অনেকেরই নেই বলে আমার মনে হয়।
  • nyara | 122.172.37.233 | ১৭ ডিসেম্বর ২০১১ ১৩:০৯512075
  • আচ্ছা গুরুতে একটা এজ ভেরিফিকেশন রাখলে হয়না, এই রিদ্ধির মতন জনতাকে ঠেকিয়ে রাখার জন্যে?
  • kc | 178.61.96.29 | ১৭ ডিসেম্বর ২০১১ ১৩:৪৬512077
  • মাইরি, 10:20 AM এর পোস্টটা দেখে আমি একটা কাঁচা সেক্সিস্ট খিস্তি টাইপ করেছিলাম। কিন্তু ওই এজ ভেরিফিকেশনে আটকে গেলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন