এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • স্বামী বিবেকানন্দ ই::নির্মোহ (দুই)

    nk
    অন্যান্য | ২৪ জানুয়ারি ২০১২ | ৮৩৫০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | 110.234.159.216 | ২৫ জানুয়ারি ২০১২ ১৪:৫২514282
  • দাঁড়াও। দু দিন ধরে চেষ্টা করছি কিন্তু কিছুতেই রেফারেন্সটা মনে আনতে পারছি না। ভেগলি মনে পরছে যেনো এই অহৈতুকী আত্মাহুতি প্রাচীন ভারতে এক সময়ে খুব প্রচলিত ছিলো বিশেষত: বৌদ্ধ ধর্মে। যেমতি জৈন ধর্মে এখনো আছে, স্বেছায় সম্পুর্ন ধর্মের কারনে প্রায়পোবেসনে আত্মহত্যা। ওটা একটা কাল্ট অ্যাকটিভিটি।

    ডেথ কাল্ট তো খুব প্রচলিত ব্যাপার। গুগলালেই প্রচুর এগজাম্পল পাবেন। আরে নির্বিকারে আত্মহত্যা কতো জনে করেছেন ,তার চেয়েও ভয়ংকর নিজের প্রিয়জনকে,স্ত্রী সন্তান সবাইকে শুধু মহানিরবাণ লাভ করবে বলে খুন করে আত্মঘাতী হয়েছেন।

    মহৎ টহৎ কিছু নয়।
  • tatin | 122.252.251.244 | ২৫ জানুয়ারি ২০১২ ১৪:৫৪514283
  • পিওর ধর্মের জন্য জীবন দেওয়ার উদাহরণ ইতিহাসে বেশী পড়ি নি।

    চন্দ্রগুপ মৌর্য?
  • maximin | 59.93.215.107 | ২৫ জানুয়ারি ২০১২ ১৫:৪৫514284
  • ওরে বাবা ভয় করছে। মরার কনফিডেন্স যাও বা ছিল যত পড়ছি তত কমে যাচ্ছে।
  • kolaveri di | 121.241.218.132 | ২৫ জানুয়ারি ২০১২ ১৭:০৪514285
  • সিকি ও তো যেকোন ফান্ডামেন্টালিস্ট ধর্মভীরুর মত গোঁড়া হয়ে যাচ্ছে, নইলে ধর্মের কথা উঠলেই "আল বাল" ইত্যাদি বলে বার বার চিল্লানোর অসহিষ্ণুতা(বা চুলকানি) কেন? তেড়ে চিৎকার করলেই কি বিরুদ্ধমত কে সপক্ষে আনা যায়?
  • tatin | 115.249.41.221 | ২৫ জানুয়ারি ২০১২ ১৭:১১514286
  • *স্বপক্ষে
  • siki | 122.177.239.87 | ২৫ জানুয়ারি ২০১২ ১৭:১৬514287
  • কে সপক্ষে আনতে গেছে? ধর্ম এবং ভক্তি বিশ্বাস ইত্যাদি নিয়ে আমার বিন্দুমাত্রও মাথাব্যথা নেই।

    ও হ্যাঁ, বৌদ্ধধর্মে এই রকম মহাপরিনির্বাণ মনে হয় পড়েছিলাম, কোথায় যেন? টিনটিনে। নীলকমল।
  • S | 99.26.200.89 | ২৫ জানুয়ারি ২০১২ ১৭:৩২514288
  • সব কোম্পানিতে যোগ দিলেই একখান ওরিয়েন্টেশন নিতে হয় - তিন দিন ধরে। আর সকল ক্ষেত্রেই সেই এক রুটিন। তা সেরকম-ই এক ওরিয়েন্টেশনের শেষদিন ঘন্টাখানেকের জন্যে এক Art of Living এর কোর্স করানো হোলো। এই রবিবাবুর এক শিষ্য এলেন (ইনি এইচ আর ডিরেক্টরের গুরু বা গুরু-ভাই হবেন)। তিনি সকলেই জানে এমন বেশ কতকগুলো কথা, সরি বাণী শোনালেন (যেমন কোনো ডাক্তার যদি বলে "বাইরের খাবার খাবেন না, বেশী তেল ঝাল খাবেন না, তাহলে ভালো থাকবেন')। কিছুক্ষন রবি বাবুর ad হোলো। আমরা মুচকি মুচকি হাসছি দেখে ভাবলেন উঠতি বয়সের এক্ষেকুটিভ গুলো খুব এঁচোরে পাকা।তারপরে কতগুলো ব্যয়াম করালেন। তারপরে ব্যয়াম করার সময় আমরা বেশ খোরাক করতে লাগলাম। দেখে লোকটা বেশ রেগে গেলেন আর শেষের দিকে বোঝালেন যে তোমাদের দ্বারা কিস্‌সু হবেনা।
  • aka | 75.76.118.96 | ২৫ জানুয়ারি ২০১২ ১৭:৪০514289
  • ধর্ম তোমরা ডিফাইন করে দিলে অথচ ভগবানের কথা বললে না? পৃথিবীতে একটাও ধর্ম আছে কি যেখানে ভগবানের অস্তিত্ব স্বীকার করা হয় নি? ভগবানের ডেফিনিশন বদলে যেতে পারে কিন্তু সমস্ত ধর্মেই ভগবান আছে। ভগবান ছাড়া ধর্মের ডেফিনিশন সম্পূর্ণ হয় না, সে কোরে যাই থাক। আর রিচুয়াল, অর্থনীতি এবং রাজনীতি বাদ দিলে কোর বলেও কিছু হয় না। ধর্ম বিজ্ঞান নয়, তাই ইন্টারপ্রিটেশন ম্যাটারস, আমার কাছে যা কোর, দুখের ইন্টারপ্রিটেশনে তাই কোর নয়, গুজরাতে যারা দাঙ্গায় মরেছে তার ইন্টারপ্রিটেশনও ধর্মের কোর অন্য কিছু। তাই কোর বলতে দুখে যা বলেছে আসলে তা রীতিনিতি, রিচুয়াল, সমাজব্যবস্থা এবং অর্থনীতির এবং রাজনীতির ফাংশন। মোদ্দা কথা সমাজ ও সেখানে ধর্মের প্রভাব নিয়ে (আত্মত্যাগ) কথা বলতে গেলে কোন একজন ব্যক্তি ঘরে প্রতিদিন কিভাবে ধর্ম পালন করছে (ধর্মের কোর) সেটা ততটা ইম্পর্ট্যান্ট কি?
  • dukhe | 202.54.74.119 | ২৫ জানুয়ারি ২০১২ ১৭:৪৬514290
  • এইবার আকা ভগবানের ডেফিনিশনের দিকে যাচ্ছে। বৌদ্ধধর্ম থেকে উদাহরণসহ ব্যাখ্যার আশায় রইলাম।
    আর কোর বলতে দুখে যা বলেছে, সে বিষয়ে আকার সিদ্ধান্ত রিজেক্ট করে গেলম।
  • S | 99.26.200.89 | ২৫ জানুয়ারি ২০১২ ১৭:৪৭514001
  • কেন? হিন্দু ধর্মেই তো মনে হয় ভগবান না মানলেও চলে। মানে একজন মানুষ তো জন্মশুত্রে হিন্দু হয়, বিশ্বাসের উপোর নয়। মন্দিরে না গেলেও হিন্দু।
  • tatin | 122.252.251.244 | ২৫ জানুয়ারি ২০১২ ১৭:৪৮514002
  • সাংখ্য তো শুরুই করছে ঈশ্বর-অসিদ্ধ বলে!
    জৈন ধর্মও নাস্তিক
  • S | 99.26.200.89 | ২৫ জানুয়ারি ২০১২ ১৮:০০514003
  • wikipedia:

    Hinduism grants absolute and complete freedom of belief and worship. Hinduism conceives the whole world as a single family that deifies the one truth, and therefore it accepts all forms of beliefs and dismisses labels of distinct religions which would imply a division of identity. Hence, Hinduism is devoid of the concepts of apostasy, heresy and blasphemy.
  • ridhhi | 192.108.242.54 | ২৫ জানুয়ারি ২০১২ ২২:০০514006
  • টেস্ট
  • PM | 2.50.52.182 | ২৫ জানুয়ারি ২০১২ ২২:১২514007
  • রিদ্ধি কি তেস্ট কর্লো? বেঁচে আছে কিনা? :)
  • aranya | 144.160.226.53 | ২৫ জানুয়ারি ২০১২ ২২:৪৪514008
  • পিনাকি-কে ক। সিপিএম/কংগ্রেস-এর বাইরে তৃতীয় শিবিরের দল করার বিপন্নতার উদা-টা ভাল লেগেছে :-) ।
    তাতিনের লেখাগুলো পড়তে বেশ লাগছে। তবে সব জায়গায় একমত নই। আইন, বিজ্ঞান, চিকিৎসা - এসবই ধর্মের মাধ্যমে এসেছে - এটা মানা কঠিন। বহু বছর আগে এই সব ক্ষেত্রে ধর্মের কিছু প্রভাব থেকে থাকতে পারে, এখন সেই প্রভাব আর নেই বা থাকলেও মিনিমাল।
  • aranya | 144.160.226.53 | ২৫ জানুয়ারি ২০১২ ২২:৫৯514009
  • আপাতত, এই ২০১২-য় দাঁড়িয়ে, ধর্মকে যেভাবে হানাহানির অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেটা আমার কাছে খুবই ডিস্টার্বিং। ভারতে শেষ কয়েক বছরে কতগুলো টেররিস্ট অ্যাটাক হয়েছে, সেই টেররিস্ট-দের ব্রেন ওয়াশ করার জন্য ইসলামকে কিভাবে ব্যবহার করা হচ্ছে, তা সবাই জানে। অন্যদিকে হিন্দু ধর্মকে ব্যবহার করে সন্ত্রাসবাদ না হলেও দাঙ্গা বাধিয়ে মানুষ খুন হচ্ছে, যেমন গোধরা পরবর্তী গুজরাতে।
  • I | 14.96.196.91 | ২৫ জানুয়ারি ২০১২ ২৩:১৪514010
  • ভূপেন্দ্রনাথ দত্ত'র লেখা কোনো বইয়ের সন্ধান জানা আছে কারো? এবারের বইমেলায় পেতে পারি এমন কোনো বই?
  • tatin | 112.79.36.57 | ২৫ জানুয়ারি ২০১২ ২৩:১৫514012
  • তবে হ্যাঁ, বৈদিক ধর্ম, ইসলাম (সুফি ভার্সন নহে), জুডাইজম, -- এসবে ঐ নির্বাণ কামনা নেই বলে এগুলো একটু অন্যদিকে পড়বে।

    আর, আইন তো এসেছেই ধর্ম হিসেবে। আইনি অধিকার নিয়ে পান্ডব-কৌরব যুদ্ধই তো ধর্মযুদ্ধ। তখন তো সবাই প্রায়-বৈদিক। ভিন্ন ধর্মের চার্বাকরা তো ধর্মযুদ্ধে কাউন্টেডই হন নি।
    DDদা মহাভারতের যুদ্ধ ধর্মযুদ্ধ কেন আলোকিত করুন
  • tatin | 112.79.36.57 | ২৫ জানুয়ারি ২০১২ ২৩:২২514013
  • বাউলগান শুনতে ভালবাসেন? তাহলে ধর্মের থেকে সরাসরি ভালোলাগার কিছু অন্তত পাচ্ছেন
  • nk | 151.141.84.194 | ২৫ জানুয়ারি ২০১২ ২৩:২৮514014
  • আরে সে তো শ্যামাসঙ্গীত, বৈষ্ণব পদাবলি, কীর্তনাঙ্গের গান-সবই এসেছে কোনো না কোনো ধর্ম সম্প্রদায় থেকে।
    :-)
  • nk | 151.141.84.194 | ২৫ জানুয়ারি ২০১২ ২৩:৪৩514015
  • স্পিনোজার ঈশ্বরের কথাটা কেউ বলুন প্লীজ, একেবারে ভুলে টুলে গেছি। আইন্সটাইন নাকি স্পিনোজাকে মানতেন?????
  • I | 14.96.196.91 | ২৫ জানুয়ারি ২০১২ ২৩:৫৭514016
  • আহা, আবার স্পিনোজা কেন? আগে বিবেকানন্দের হেস্তনেস্ত করেন...
  • nk | 151.141.84.194 | ২৬ জানুয়ারি ২০১২ ০০:০১514017
  • একটু স্পিন খাইয়ে দেওয়া আরকি --- :-)
  • saikat | 116.203.188.191 | ২৬ জানুয়ারি ২০১২ ০০:০২514018
  • আহ: স্পিনোজা। দর্শনের রাজপুত্র যাকে বলে। পুরো র‌্যাশনালিজম আর এনলাইটেনমেন্ট যেন স্পিনোজার দর্শনের ওপর দাঁড়িয়ে আছে। আইনস্টাইনকে কে জানি জিজ্ঞেস করেছিল ভগমান মানেন কিনা, তখন বলেছিল স্পিনোজার "ঈশ্বর"--কে মানি।

  • nk | 151.141.84.194 | ২৬ জানুয়ারি ২০১২ ০০:০৯514019
  • অথচ দ্যাখেন লোকটারে কেউ যত্ন করলো না! এত অল্পবয়সে মরে গেলেন! খুবই দু:খের।
  • I | 14.96.196.91 | ২৬ জানুয়ারি ২০১২ ০০:১৭514020
  • জীবন্ত মমিদের কথা মনে এল। ত্রিদিব সেনগুপ্তের লেখায় প্রথম পড়েছিলাম, তারপর নবারুণ ভটচাজে। এই সেল্ফ ইমোলেশনের কথায় মনে পড়ল। গুগল কাকু কী ভালো, সব খুঁজে দিল।
    জাপানী প্র্যাকটিস, প্রথম করে দেখান শিনইয়োকাই শোনিন নামের এক ৯৬ বছর বয়স্ক বৌদ্ধ শ্রমণ। অন্যদের সাহায্য নিয়ে তিনি নিজেকে একটি কফিনে বন্দী করেন ও কফিনটিকে মাটির নিচে পুঁতে দেওয়া হয়। শ্বাস নেওয়ার জন্য একটি পাইপ শুধু মাটির ওপরে বেরিয়ে থাকে। তিন বছর পর তিনি মারা গেলে ( মারা গেলেন, কীভাবে যে বোঝা গেল !) কফিনটিকে তুলে এনে দেখা যায়, তাঁর দেহটি একটি মমিতে পরিণত হয়েছে। ১৭৮৪ সালের ঘটনা।

    তারপর আরো অনেকে করেছেন। প্রসেস আরো মডার্নাইজড হয়েছে। বিশ শতকেও নাকি হয়েছে। প্রথম ধাপে মমি হতে ইচ্ছুক সন্ন্যাসী ১০০০ দিন ধরে শুধু বাদাম ও বীজজাতীয় শুকনো খাবার খাবেন; কঠোর শারীরিক পরিশ্রম করবেন যাতে শরীরের সব বাড়তি মেদ ঝরিয়ে ফেলা যায়। তার পরের ১০০০ দিন গাছের ছাল ও শিকড় খেয়ে থাকবেন, খাবারের পরিমাণ দিন দিন কমবে। শেষের দিকে বিষাক্ত গাছের রস দিয়ে বানানো চা খাবেন-সেই চায়ের জল আবার আসবে একটি পবিত্র ঝর্না থেকে, তাতে আর্সেনিকের পরিমাণ খুব বেশী। এইভাবে শরীর শুকিয়ে চিমসে ও জীবাণুমুক্ত হলে সন্ন্যাসী কফিনের ভেতরে আশ্রয় নেবেন, শ্বাস নেওয়ার বাঁশের পাইপ বেরিয়ে থাকবে। বাকি সব মাটির নীচে। আরো ১০০০ দিন পরে সন্ন্যাসীর দেহ কফিন থেকে তুলে আনা হবে।

    একটু বীভৎস , না? ক্লস্ট্রোফোবিক হলে আর এইভাবে মোক্ষলাভ হবে না, কি কাণ্ড !

    এই যে লিং (ছবিটা হেব্বি)
    http://fleshybones.blogspot.com/2011/01/shinnyokai-shonin-living-mummy-at.html
  • aka | 168.26.215.13 | ২৬ জানুয়ারি ২০১২ ০০:২০514021
  • ওরে বাবারে এই নিয়ে একটা সাসপেন্স থ্রিলার আছে - দা ভ্যানিশিং। আমি ভয়ংকর লেভেলের ক্লাস্ট্রোফোবিক।
  • aka | 168.26.215.13 | ২৬ জানুয়ারি ২০১২ ০০:২১514023
  • এই নিয়ে মানে ঐভাবে জ্যান্ত কবর দিয়ে মেরে ফেলা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন