এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • স্বামী বিবেকানন্দ ই::নির্মোহ (দুই)

    nk
    অন্যান্য | ২৪ জানুয়ারি ২০১২ | ৮৩৪৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • maximin | 59.93.203.208 | ২৮ জানুয়ারি ২০১২ ০৩:০৯514124
  • ম্যায়নে ক্যা লিকখা থা একবার তো সুনো তো। তারপর যতখুশি হাসো গা।

    প্রথমেই বলি,
    বলো ভাই বলো
    দরিদ্র ভারতবাসী আমার ভাই
    মূর্খ ভারতবাসী আমার ভাই
    চন্ডাল ভারতবাসী আমার ভাই
    এই কথাগুলির মধ্যে অনেকখানি আবেগ আছে। মন্ত্রের মত উচ্চারণ করলেও এই আবেগের কিছুটা আমাদের মধ্যে সঞ্চারিত হয়। কাম ক্রোধ জাতীয় নিতান্ত স্বারথপর আবেগ বাদ দিলে আজকের দিনে আবেগ জিনিসটার বড় অভাব দেখি। দরিদ্র ভারতবাসীর অভাব পড়েনি। মূর্খ hobharotbasirobhabporeni.chondalkothataghrinabhoreuchcharonkorarlokeroobhabporeni.

    arektakotha. 'duniyarmojdurekhou' etaektaslogan.slogandiyesara-duniyarsokolosamyokedurkorajayna.samyo-osamyoeconomicforcedwaranirdharitohoyethake.kintudoridrobharotbasi, murkhobharotbasi, amaderbarirpasheiache.taderbhaibolaamadersadhyermodhye.

    sadhyermodhyeki? perechiki? protidinpariki? jodinaparitaholeoikotha-kotiajkerdineamaderprotyekerjonyeprasongiksudhunoy, bisheshjoruri.

  • maximin | 59.93.203.208 | ২৮ জানুয়ারি ২০১২ ০৩:৩০514125
  • আবেগের অভাব পড়েছে। দরিদ্র ভারতবাসীর অভাব পড়েনি। মুর্খ ভারতবাসীর অভাব পড়েনি। চন্ডাল কথাটা ঘৃণাভরে উচ্চারণ করার মত লোকেরও অভাব পড়েনি।

    আরেকটা কথা, দুনিয়ার মজদুর এক হও, এটা একটা স্লোগান। স্লোগান দিয়ে সারা-দুনিয়ার সকল অসাম্যকে দূর করা যায়না। সাম্য-অসাম্য ইকনমিক ফোর্স দ্বারা নির্ধারিত হয়ে থাকে। কিন্তু দরিদ্র ভারতবাসী মূর্খ ভারতবাসী আমাদের বাড়ির পাশেই আছে। তাদের ভাই বলা আমাদের সাধ্যের মধ্যে।

    সাধ্যের মধ্যে কি? পেরেছি কি? প্রতিদিন পারি কি? যদি না পারি তাহলে ঐ কথা কটি আজকের দিনে আমাদের প্রত্যেকের জন্যে প্রাসঙ্গিক শুধু নয়, বিশেষ জরুরি।

    এটা আমি লিখেছিলাম। অন্যরা কী কী লিখেছিলেন পড়ে এলাম। বেশ শান্তিপূর্ন গপ্পো আড্ডা হয়েছিল। আজ এতো ঝড় উঠেছে কেন? কী হল এই দুবছরে, যাতে করে আমরা এত মারমুখী হয়ে উঠলাম?
  • kd | 59.93.209.58 | ২৮ জানুয়ারি ২০১২ ০৩:৩৬514126
  • ম্যাক্সিদিদি, একটু কনফিউশনে ফেল্লে যে। এই যে আমাদের পাড়ার বিবেকমেলা শুরু হ'লো ১২ই জানুয়ারি ও'দিন ওনার জন্মদিন বলে, সেটা কি ভুল? আর ১৯১০ সালটাই বা কী? উনি তো দেহই রেখেছেন ১৯০২ সালে, আর জন্ম তো ১৮৬০এর কাছাকাছি কোন সালে।
  • Sibu | 74.125.59.177 | ২৮ জানুয়ারি ২০১২ ০৩:৩৯514127
  • আইন থাকলেই যে সেটা সবসময় খাটানো যায় না তা আমার মত আপনিও জানেন। যদি যেত তো ভারতে দুর্নীতি বলে কিছু থাকত না। একই কথা প্রতারনা সম্পর্কেও। আপনি ঐ যে ভুল ব্যবহারের কথাটা বললেন, সেটা প্রতারকেরা বহুদিন ধরে বলে আসছে। ক্যাভিয়েট এম্পটর কথাটা শুনেছেন বোধহয়।
  • maximin | 59.93.203.208 | ২৮ জানুয়ারি ২০১২ ০৩:৪০514128
  • ১৯ টা obviously ভুল করে লিখেছি। তারিখ অর্কুটে যা দেখলাম, ১-১২-১০। তার মানে ২০১০ পয়লা জানুয়ারি।
  • maximin | 59.93.203.208 | ২৮ জানুয়ারি ২০১২ ০৩:৪৪514129
  • তখন আমরা রোমান হরফে লিখতাম। এখন সে কমিউনিটিতেও সবাই বাংলা হরফে লেখে।
  • maximin | 59.93.203.208 | ২৮ জানুয়ারি ২০১২ ০৩:৫৩514130
  • এটা তো ঠিক যে সেকিউলারিজমের একটা উদ্দেশ্য অন্যের সেন্টিমেন্ট কে আঘাত না করা!
  • maximin | 59.93.203.208 | ২৮ জানুয়ারি ২০১২ ০৪:০৯514131
  • খৃষ্ট ধর্মেও কাথলিক ও প্রোটেস্টান্ট আছে। শুধু তাই নয়, গ্রীক অর্থোডক্স চার্চও আছে। রাশিয়ান অর্থোডক্স চার্চ আসলে গ্রীক চার্চ, এবং তাতে পেগানিজম ভালোভাবেই আছে -- শেলফে কুলুঙ্গিতে পুতুল রাখে, সন্ধ্যেবেলা প্রদীপ জ্বালে। কোনওটাকেই হটানো যায়না।
  • nk | 151.141.84.221 | ২৮ জানুয়ারি ২০১২ ০৫:১৬514132
  • ব্যাপটিস্ট আছে, মেথোডিস্ট আছে, প্রেসবিটেরিয়ান আছে, আরো বহু ডিনমিনেশন আছে খ্রিষ্টধর্মে, চার্চগুলো ও আলাদা যা দেখেছি সামান্য অভিজ্ঞতায়। ব্যাপটিস্টরা ভালো খাওয়ায় দাওয়ায়। :-)
  • ridhhi | 129.116.155.244 | ২৮ জানুয়ারি ২০১২ ০৫:৩৫514134
  • ম্যাক্সিমিন, আমার সেন্টিমেন্ট এন্টি-সেকুলারিস্ম হলে? মানে, আপনি কি বলছেন বুঝতে পারছি, কিন্তু কিছু কনস্ট্রেন্ট আছে।
  • Biplab Pal | 69.250.67.136 | ২৮ জানুয়ারি ২০১২ ০৭:৩৭514135
  • আমি নিজের দিক থেকে একটা সামারী দিই

    [] অনেকে জানতে চেয়েছেন ধর্ম কি?

    এর উত্তর মানুষের বিবর্তনে। কারন পশুদের বা হোমিনিডদের ধর্ম ছিল না। সুতরাং ধর্ম বিবর্তনের পথে নির্বাচিত একটি মিম। অর্থাৎ ধার্মিক আচরন অতীতে মানব সমাজের রিপ্রডাক্টিভ ফিটনেস বাড়িয়েছিল। কারন ধার্মিক আচরন সমাজের সেলফ অর্গানাইজেশনের জন্ম দেয়-যার থেকে জনপদ, রাজ্য, সাম্রাজ্যের উৎপত্তি হয়।

    [] তাহলে ঈশ্বর কি?
    এটি সব থেকে উৎকৃষ্ট মেমেটিক ভাইরাস। বিশ্বাসের ভাইরাস, যা ছোঁয়াছে রোগের মতন ছড়ায় এবং এটিও বিবর্তনের পদ্ধতিতেই নির্বাচিত। কেন? বিশ্বাসের অনেক ভাইরাস আছে যেমন-কমিনিউজম, ফাসিজম, সাম্যবাদ-কিন্ত ঈশ্বর সব থেকে বেশী বেশী ছোঁয়াচে কেন? প্রশ্নটা উলটো দিক থেকে আরো ভাল বোঝা যাবে। আসলে অতীতে ত ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া এসব ছিল না,।
    তাহলে সামাজিক আইন গুলোর উৎপত্তি হত কি করে? সুতরাং একটা সুপার মাফিয়ার নামে সেই আইন গুলো চালানো সহজ ছিল। হোমো ইরেক্টাস বা নিয়ান্ডেথাল মানুষদের মধ্যেও রিচুয়াল ছিল- ঈশ্বর ছিল কিনা বলা যাচ্ছে না। অর্থাৎ বিশ্বাস ছিল। কিন্ত সেই বিশ্বাসের মিমগুলোর মধ্যে ঈশ্বর ছিল কি না জানার উপায় নেই। কিন্ত দেখা যাচ্ছে ফার্টাইল ক্রিসেন্টে [মধ্যপ্রাচ্যে] ৯০০০ বছর আগে বিশ্বাসের ঝুড়িতে ঈশ্বর এসে গেছে-কারন সমাজের সংগঠন এবং আইন জটিল হচ্ছে। একজন সর্বমান্য সুপার মাফিয়ার দরকার এসেগেছে।

    [] অনেকের ধারনা রামকৃষ্ণ খুব সফল-কারন তারা ভাল ছাত্র তৈরী করে। এই ধারনাটা ঠিক না। তারা ভাল ছাত্র ছেঁকে তোলে-এবং তাদের ভাল পরিবেশ দেয়। ধার্মিক আন্দোলন হিসাবে রামকৃষ্ণ মিশন দেশে বিদেশে সম্পূর্ন ব্যার্থ। বিদেশের যেকোন বুক স্টলে হাজার হাজার বৌদ্ধ ধর্মের বই, জিডু কৃষ্ণমূর্তি, ইস্কন এর বই দেখি। আধ্যাত্মিক সেকশনে সব থেকে জনপ্রিয় বেশী দলাই লামা। প্রাক্টিক্যাল বেদান্ত বা বিবেকানন্দের দেখা নেই। দক্ষিন ক্যালিফোর্নিয়াতে রামকৃষ্ণ মিশনের সংখ্যা ৪ টে-সেই বিবেকানন্দ যেকটা করে গেছিলেন। সেখানে বৌদ্ধ সার্কেলের সংখ্যা ৪০০ এর ওপরে। এবং বেদান্ত সোসাইটিতে লোক ও কম। যারা আসে, খুব উচ্চ ইন্টেকেলচুয়াল তাও না। তুলনামূলক ভাবে বৌদ্ধ সোসাইটিগুলিতে তরুন আমেরিকানদের আনাগোনা বেশী। ইস্কন সম্মন্ধেও একই কথা বলবো। বিদেশে সব থেকে সফল হিন্দু সংগঠন ইস্কন।

    ধার্মিক আন্দোলন হিসাবে যে রামকৃষ্ণ মিশন আমেরিকাতে সম্পূর্ন ব্যর্থ তা আমি মহারাজদের মুখের ওপরেই বলেছি। উনারা স্বীকার করেন বৌদ্ধরা সফল/ আমাকে একবার এর কারন জিজ্ঞেস করেছিলেন। আমি বলেছিলাম আপনাদের মার্কেটিং নেই। মার্কেটিং টা বিবেকানন্দ যা করে দিয়েছিলেন তাই দিয়ে আর কদ্দিন টানবেন?

    [] ভবিষ্যতে ধর্ম থাকবে না-কিন্ত দর্শন থাকবে। বিজ্ঞান আত্মিক চিন্তাকে প্রতিস্থাপন করতে পারবে না। কারন "জীবনের উদ্দেশ্য কি" এই প্রশ্ন বিজ্ঞান দিয়ে কেও খুঁজে পাবে না-তাহলে উত্তর আসবে, নেই-জীবনের কোন উদ্দেশ্য নেই। আর আমাদের প্রতিটা কর্মর পেছনে জীবনের উদ্দেশ্যের যোগ আছে-ফলে বিজ্ঞান দিয়ে আধ্যাত্মিকতার ভূত কাটবে না। কারন জীবনের উদ্দেশ্য একটি "পাই" ইরাশানাল নাম্বার-ফলে রামকৃষ্ণের পাগলামি থেকে গুরু রজনীশের কামিনীভোগ-সব কিছুই জীবনের উদ্দেশ্য হতে পারে। সবই যখন শুন্যে শেষ হবে, কোনটা ভাল সে নিয়ে বিতর্ক অর্থহীন। তবে আমরা ত সাধারন মানুষ-তাই নারীকে দেখে তার বুকের তরমুজের দিকে না তাকিয়ে পায়ের দিকে তাকানোর উপদেশটা, বা কামনাহীন জীবন কাটানো আর লাশকাটা ঘরে শুয়ে থাকা একই ব্যাপার। আবার রজনীশের মতন অসংখ্য নারীর রতি সম্ভোগে নির্বান লাভের চেষ্টা করার মতন অর্থনৈতিক এবং নৈতিক সাহস নেই। তাই বৌ ছেলে নিয়ে সংসারে সুখে আছি। কুয়োর ব্যাঙ কুয়োর জলে লাফিয়েই ভাল থাকে-খামকা সমুদ্রে গিয়ে হাঙরে পেটে পড়ে লাভ কি?

    এই বেশ ভাল আছি!
  • dukhe | 14.96.120.226 | ২৮ জানুয়ারি ২০১২ ১০:৩৫514136
  • nk লিখেছেন ভবিষ্যতের কাছে অতীত হেরে যায়। ঠিকই, কিন্তু পুরো ঠিক কি? মাঝেমধ্যে মনে হয় বৃত্তাকারে ঘোরা। সুদূর অতীতে সমাজ ছিল না, বিবাহটিবাহ কিসুই ছিল না। ধীরে ধীরে তৈরি হল, নানান রীতিনীতি এল। আবার এখন যেন সমাজকেই মনে হচ্ছে বোঝা, ব্যক্তিমানুষ সেসব রীতির ফাঁস ছিঁড়ে বেরোতে চাইছে। বিয়ের হার কমছে অনেক দেশে। লিভ টুগেদার ইত্যাদি। প্রেমেন মিত্রের 'মনু দ্বাদশ' রেকমেণ্ড করলাম। ভবিষ্যতের চেহারা কি অতীতে গিয়ে মিশবে কোথাও কোথাও?

  • dukhe | 14.96.120.226 | ২৮ জানুয়ারি ২০১২ ১০:৪২514137
  • আর রামকৃষ্ণ মিশন সম্পর্কে এটুকুই বলার - উহা বলতে যাঁরা কেবল রহড়া নরেন্দ্রপুর পুরুলিয়া বোঝেন, তাঁদের উহার কর্মকাণ্ড বিষয়ে যথেষ্ট ধারণা নাই।
  • name | 69.211.3.186 | ২৮ জানুয়ারি ২০১২ ১১:০১514138
  • শিবু, আমি জানি আপনার সঙ্গে তক্কো করে লাভ নেই কেন না আপনি নিজেও জানেন যে ভাবে প্রতারণা বলছেন ধর্মের সঙ্গে, মানুষের বিশ্বাসের সঙ্গে সেটা খাটে না। যেমন কিছু মাস্টার ছাত্রকে বিষয়টা কনভিন্স করতে না পারলেই তিনি প্রতারক হয়ে যান না। যেমন মা নিজের কাজ ঝটপট সেরে ফেলার জন্য ছেলেকে ভয় দেখিয়ে খাবার খাওয়ালেই প্রতারক হয়ে যান না। যেমন ডাক্তার রোগীকে সুস্থ করার জন্য ওষুধ দিয়ে ফেলিওর হলেই প্রতারক হয়ে যান না। তবুও ভাবলাম যদি আপনি প্রতারনার সঙ্গে বিশ্বাসের ফাইন লাইনটা নিয়ে সত্যি দ্বন্দ্বে থাকেন তাই!

    আর বিপ্লববাবুকে এইটুকুই বলার কুয়োর ব্যাঙের ভূমিকাতেই যখন স্বচ্ছন্দ বোধ করেন তখন সাদার্ন ক্যালির সাগরের খবর বানিয়ে নিজেকে বিচলিত কেন করছেন? অসত্য তথ্য দেবার অভ্যাসটা ছাড়ুন না মশায়! যদি সত্যিই সেই বিষয়ে আগ্রহ থাকে তবে ঐ সেন্টারের সঙ্গে রিজলি, ডিসি, টেক্সাস এবং আরও অনেকানেক সার্কেলের যে সম্বন্ধ সেটা জেনে তবে লিখুন। মহারাজদের আপনি মুখের উপর কি বলেছিলেন সেটা তো শুনলুম, তারপর উত্তরখানি কেমং ছিল সেই আনন্দের কি আর ভাগ হয় না?
  • name | 69.211.3.186 | ২৮ জানুয়ারি ২০১২ ১১:২৭514139
  • আরও একটা তথ্য দিয়ে যাই বিপ্লব আপনাকে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একটা সেন্টারও স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেন নি। ইতিহাস জানুন, তারপর লিখুন। ক্রমাগত মিথ্যে তথ্য দিতে থাকলে লোকে তো যাতা বলবে মশায়!
  • Bratin | 14.99.49.206 | ২৮ জানুয়ারি ২০১২ ১১:৩৩514140
  • মি বিপ্লব পাল : ধর্মের ডেফিনেশ্যান নাই বা দিলেন। বিশ্বাস করুন বা না করুন কেউ আপনার থেকে ওটা জানতে চায় না।
  • Bratin | 14.99.49.206 | ২৮ জানুয়ারি ২০১২ ১১:৩৬514141
  • প্রত্যেক মানুষের ই নিজের স্বাধীন ভাবে চিন্তা করার স্বাধীনতা আছে এবং সে টা প্রকাশের অধিকার আছে। কিন্তু সেই ট করতে গিয়ে কাউকে আঘাত করার অধিকার কারো নেই।
  • Bratin | 14.99.49.206 | ২৮ জানুয়ারি ২০১২ ১১:৪১514142
  • বিবেকানন্দ ৩০ ডলারের কোট কিনেছে, নারী স্বাধীনতা নিয়ে তেমন কিছু করে নি। দ্বিচারিতা করেছে কিনা, তেল দিয়ে খেতি্‌ড়র মহারাজার কাছ থেকে নিজের আরামএর জন্যে টাকা নিয়েছে এই সব ভাট না বকে আমার যদি তাঁর কাজের ১ শতাংশ নিজেদের জীবনে অর্জন করতে পারি তাহলেই নিজেদের ধন্য মনে করবো।
  • kd | 59.93.243.56 | ২৮ জানুয়ারি ২০১২ ১১:৪৫514143
  • নেমে, ওখানে ফিজিক্যালি না থাকলেও মহারাজের উত্তর যে কী, জানি। একটি ছোট্ট মুচকি হাসি। :)
  • kd | 59.93.243.56 | ২৮ জানুয়ারি ২০১২ ১২:১০514145
  • না না, বিপ্লবের প্রায় সব লেখা আমি পড়ি। মোস্ট অফ দ্য টাইম মাথা-ফাথা গরম হয়ে যায় স্পেশালি যখন ক্যারেড অ্যাওয়ে গিয়ে আল-ফাল বকে (কিন্তু সে তো আকাও বকে, ওর লেখাও পড়ি তো)। কারণ ওর প্রতিটা পোস্টের আদ্দেকের বেশী ঠিক-ঠাক, বাকিটা কেশ। প্রতিটি পোস্ট অ্যাকোয়াগার্ডের মধ্যে দিয়ে পাস করাতে হয়।
    লাভের মধ্যে নিজেকে রিকনফার্ম করার জন্যে একটু পড়াশুনো করতে হয় (এই বয়সে বড় ভুলে যাই - একেই তো খুব বেশী জানি না) - খুব ভালো লাগে (এমনিতে তো হয় না)।
  • dukhe | 14.96.71.95 | ২৮ জানুয়ারি ২০১২ ১২:২৫514146
  • তাছাড়া এই বাজারে এত নির্মল আনন্দ দিদি, বিপ আর বিমানদা ছাড়া কেই বা ফ্রিতে দেয়?
  • ppb | 122.252.231.10 | ২৮ জানুয়ারি ২০১২ ১২:৩১514147
  • আরেকটা নির্মল দিয়ে যাই।

    কার্টুন চ্যানেলে শিবের হাতে ত্রিশূল দেখে মেয়ের মন্তব্য - 'ওটা অ্যান্টেনা'!
  • maximin | 59.93.211.98 | ২৮ জানুয়ারি ২০১২ ১৫:২২514148
  • এমা ১-১২-১০ মানে ১২ই জানুয়ারিই তো হল।
  • maximin | 59.93.211.98 | ২৮ জানুয়ারি ২০১২ ১৫:২৬514149
  • মোট কথা আমি বিবেকানন্দের জন্মদিন কবে সেটাই জানিনা। তা সত্বেও কেউ আমাকে বকে নি।
  • maximin | 59.93.211.98 | ২৮ জানুয়ারি ২০১২ ১৬:৩৭514150
  • ঋদ্ধি ৫-৩৫, এন্টি-সেকুলারিস্ম কি কোনও সত্যিকারের সেন্টিমেন্ট হতে পারে? সেন্টিমেন্ট হল মনের জিনিস। এবং তা ব্যক্তিগত। মন থেকে কি কেউ অ্যান্টিসেকুলার হয়?
  • maximin | 59.93.211.98 | ২৮ জানুয়ারি ২০১২ ১৭:১৬514151
  • ধর্মীয় মৌলবাদীদের কথা বলছেন হয়তো। ধর্মীয় মৌলবাদ একপ্রকার আক্রমণ। কিছু লোক বিশ্বাস করল তারা কোনওভাবে জাতির মঙ্গল সাধন করবে। টা কোনও ফ্যানাটিসিজম দিয়ে জাতি জাগ্রত করতে পারলে এই কিছু লোক তখন চুপে চাপে পরিকল্পিতভাবে সাধারণ মানুষের মনে ফ্যানাটিসিজম তৈরি করল। ঙ্গল হবে। প্রতিরোধ করাই ভালো। এবারে যদি উল্টো মৌলবাদের কথায় আসি, কেউ যদি ইশ্বরবিশ্বাসী হয়, এমনকি কিছু লোক যদি পাড়ায় সরস্বতী পুজো করতে চায়, তাহলে অ্যান্টি
  • maximin | 59.93.211.98 | ২৮ জানুয়ারি ২০১২ ১৭:২৩514152
  • এডিট করতে গিয়ে পোস্ট হয়ে গেল। ইগনোর করুন। আবার লিখছি।

    রিদ্ধি, অ্যান্টি সেকুলারিজম বলতে ধর্মীয় মৌলবাদের কথা বলছেন হয়তো। কিছু লোক বিশ্বাস করল ধর্মীয় মৌলবাদ দিয়ে তারা জাতির মঙ্গল সাধন করবে। এই কিছু লোক তখন চুপে চাপে পরিকল্পিতভাবে সাধারণ মানুষের মনে ধর্মীয় ফ্যানাটিসিজম তৈরি করল। এটা হলে প্রতিরোধ করাই ভালো।
  • aka | 75.76.118.96 | ২৮ জানুয়ারি ২০১২ ১৮:০৪514153
  • শুরু হয়ে গেছে খেউড়। সইকত অক্ষয় দত্ত + বিবুদার উত্তর? কোথায় গেলে বাপ?
  • aka | 75.76.118.96 | ২৮ জানুয়ারি ২০১২ ১৮:১২514154
  • কিছু না হলে স্পিনোজাই ঝেড়ো, ব্র্যাকেটে বলে দিয়ো নইলে আমার মতন লোকজন বুঝতেই পারবে না কি নিয়ে লিখছ, কনফিউজড হয়ে যাবে। :)
  • Biplab Pal | 69.250.67.136 | ২৮ জানুয়ারি ২০১২ ২০:৩০514156
  • নেমের উদ্দেশ্যে:

    হলিউড সেন্টার-যেটা প্রথম-সেটা বিবেকানন্দকে উপহার দিয়েছিলেন মিস মিড উইকফ।

    http://www.vedanta.org/vssc/centers/hwd.html

    বাকী গুলোর পেছনেও য়েসব আমেরিকানরা করেছিলেন, তারা ছিল বিবেকানন্দের সাক্ষাৎ শিষয়।

    আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা এই-বিবেকানন্দের পরে, আর কেও সেই ভাবে আমেরিকানদের প্রভাবিত করতে পারেন নি-এবং আমেরিকাতে প্রাক্টিকাল বেদান্তের জনপ্রিয়তাও নেই। বার্ন্স এন্ড নোবেলে গেলে সেটা পরিস্কার হয়। ধরুন আমার পাশের বই এর দোকানটাতে প্রাচ্য দর্শনের অনেক বই আছে-তার অধিকাংশই বৌদ্ধ এবং দলাই লামার।

    ইস্কনের প্রভাব ও ভালৈ টের পায়। কৃষ্ণ ভজনা করে এমন সাধারন আমেরিকান আমি অনেক দেখেছি। কিন্ত প্রাক্টিক্যাল ভেদান্তের মার্কেট নেই মশাই। বা বিবেকানন্দের পরে আর কেও মার্কেটিংটা করতে পারেন নি বলে, ঐ ব্যবসা শ্যাষ। এমন কি দক্ষিন ক্যালিফোর্নিয়ার যে বাড়িগুলি ভক্তরা মিশনকে ১০০ বছর আগে দান করেছিল- দাতাদের নাতি পুতিরা মিশনের সাথে মাললা করেছিল সেগুলো ফিরে পেতে। আমি যদ্দুর জানি তাদের এপিলের একটা বড় দিক হচ্ছে-মিশন তাদের দাদু দিদির সাথে প্রতারনা করেছে এই জন্যে যে, যে মহ্‌ৎ কাজের জন্যে উনি এগুলো দিয়েছিলেন, মিশন তা করে নি। এগুলো বিতকির্ত। কিন্ত এই প্রশ্ন ত মনে জাগে, তাহলে কি ইনফ্লুয়েন্স মিশন ছড়াতে পেরেছে যে শিষ্যদের দ্বিতীয় প্রজন্ম থেকেই মিশন বিদ্বেসী লোকজন তৈরীহয়েছে?

    ধর্ম ব্যাবসা মশাই। কাস্টমারের ব্রান্ড ললিটি থেকে ব্রান্ড চেনা যায়। নেমের লইয়ালিটি নিয়ে প্রশ্ন নেই-কিন্ত এখানে উলটো দেখছি/
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন