এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • স্বামী বিবেকানন্দ ই::নির্মোহ (দুই)

    nk
    অন্যান্য | ২৪ জানুয়ারি ২০১২ | ৮৩৪৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Biplab Pal | 69.250.67.136 | ২৮ জানুয়ারি ২০১২ ২০:৫৬514157
  • আরেকটা ব্যাপার। বিবেকানন্দ একজন মার্কেটিং গুরু-সফল গুরু। উনার ফোকাস ছিল যেকোন মূল্যে বেদান্তকে মার্কেট করতে হবে-কারন জিনিসটা জনগনের জন্যে স্বাথ্যকর এবং উপাদেয়। তার সাথে ভারতকে প্রতিষ্ঠা করার চাপ ছিলই। ফলে আমরা দেখব আমেরিকাতে গিয়ে উনি জাতিভেদ প্রথা পর্যন্ত ডিফেন্ড করে বসেছিলেন। যেটা যেকোন মার্কেটিং গুরুই করত। মার্কেটিং এর রুলই হল, নেমে, দুখে এদের পাকরাও কর-কারন এদের দেওয়াল পাতলা এবং এরাই সংখ্যাগুরু সমাজে। কিন্ত এই পাকরাও এর আর্টই হচ্ছে মার্কেটিং। জলে চিনি ভরে কোকোকলা বলে বেচ। ব্রান্ড নেম-যেমন কোকোকোলা, ম্যাক এবং "প্রাক্টিক্যাল বেদান্ত"-এই ব্রান্ড নেমের পেছনে দৌড়ানোর জন্যে সবাই আছেন। কে আর খামোকা খুঁটিয়ে দেখতে যায়।

    বিবেকানন্দের পরে অন্য রামকৃষ্ণ মিশনের মহারাজরা সফল হলেন না কেন? কারন আমার ধারনা তারা বিবেকানন্দর থেকে বেশী স্‌ৎ ছিলেন। ঐ ভাবে আজ এখাণে এক-ওখানে আরেক ( মার্কেটিং এর খাতিরে) বলার ক্ষেমতা ছিল না। আর স্‌ৎ সাধন মার্কেটিং সেখায় না।

    আমি এই জন্যেই মিশনকে উপদেশ দেব ব্রহ্মচারীদের যে ৪২ টা কোর্স [ সন্নাসী গ্রাজুয়েশন] হয়, তাতে যেন মার্কেটিং এবং মার্কেটিং সাইকোলজির একটা কোর্স থাকে।-সেটা করলে মিশন আরো সফল হবে। আধ্যাত্মিক প্রচার ও একধরনের মার্কেটিং-সত্যদা ( সূপর্নানন্দ) এবং স্বামী অশত্থা নন্দ মহারাজ আমাদের এই কথা বলেছিলেন।

    মিশনের মহারাজরা দারুন বাস্তববাদি। কিন্ত শিষ্যকূল অন্ধ-নেমে, দু:খে এর উদাহরন।
  • Biplab Pal | 69.250.67.136 | ২৮ জানুয়ারি ২০১২ ২১:০০514158
  • মি বিপ্লব পাল : ধর্মের ডেফিনেশ্যান নাই বা দিলেন। বিশ্বাস করুন বা না করুন কেউ আপনার থেকে ওটা জানতে চায় না।

    &&&&&&&&&&&&&
    &&&&&&&&&&&&&&&&&
    বুঝতেই পারছেন গুরুদের আড্ডা
    কাঁঠাল পাতা না ছড়ালে উনারা করবেন কি?
    এখানে বই এর পাতা ছড়ালেও লোকে কাঁঠাল পাতা ভেবে চিবিয়ে ফেলে। তার থেকে কাঁঠাল পাতা ছড়ানৈ ত ভাল!
  • Biplab Pal | 69.250.67.136 | ২৮ জানুয়ারি ২০১২ ২১:০৬514159
  • এই সব ভাট না বকে আমার যদি তাঁর কাজের ১ শতাংশ নিজেদের জীবনে অর্জন করতে পারি তাহলেই নিজেদের ধন্য মনে করবো।

    ক্রক্রক্রক্রক্রক্রক্রক্রক্রক্রক্রক্রক্রক্রক্রক্রক্রক্র

    বিবেকানন্দের মূল কথা ছিল এত তঙ্কÄ, ধর্ম সাধনে চেয়ে যদি একজনের জীবনের দু:খ ও দূর করা যায়। তা, মি: ব্রতীন- আপনি কি করেছেন অন্য লোকের দু:খ দূর করতে?

    সেটা করার তিনটে উপায় আছে। সেটা হচ্ছে হয় ব্যবসা করে লোককে চাকরি দাও বা তাদের ট্রেনিং দিয়ে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য কর, এন জি ও খুলে সরকারি গ্রান্টে উন্নয়ন কর, বা সন্নাসী হয়ে, তাদের স্‌ৎ পথে থাকতে সাহায্য কর। এর কোনটা করেছেন মশাই?

    অন্যকে জ্ঞান দেওয়ার আগে নিজের প্যান্টটা আগে খুলুন। বাঙালীর আরেকটা দোষ অন্যকে প্যান্ট খুলতে বলবে, নিজে প্যান্ট খুলবে না।
  • PM | 2.50.43.93 | ২৮ জানুয়ারি ২০১২ ২১:২৫514160
  • অন্তত ব্রতীন এখন কোনো ভেজাল/মিথ্যা/হাফ কোট করে নি ..... যেটা আপনি অভ্যেসবসত: অজস্র করেছেন .. ভবিষ্যতেও করবেন আশা আছে। :)

    শুধু তিনটে কাজ কেনো , যে কাজটা করছেন সেটাই সৎ ভাবে করুন.... তাহলেই সমাজে্‌সবা হবে। প্যান্ট না খুলেই :)

    নিজের প্রিয় খাদ্য-টা লোকে এখনে নাই বা বিলোলেন... রেখে দিলে দুর্দিনে কাজে আসবে। :):):)

  • Biplab Pal | 69.250.67.136 | ২৮ জানুয়ারি ২০১২ ২১:৫৫514161
  • শুধু তিনটে কাজ কেনো , যে কাজটা করছেন সেটাই সত ভাবে করুন

    &&&&&&&&&&&&&&
    বিবেকানন্দ কি নিজের কাজটা স্‌ৎ ভাবে করেছিলেন?

    উনি যেখানে বাল্যবিবাহের বিরুদ্ধে বললে কাজে দেবে সেখানে বিরুদ্ধে বলেছেন, যেখানে পক্ষে বললে কাজে দেবে সেখানে তাই করেছেন। খেতরির মহারাজের কাছে ক্ষত্রিয়দের গুনগান গেয়েছেন-আর অন্যত্র শুদ্রদের ওপর অত্যাচারের। এর থেকে কি শিক্ষা পেলুম মশাই?

    মত এবং ভাবাদর্শ প্রচারের ক্ষেত্রে অডিয়েন্স বুঝে প্যাকেজিং। আমি হাফ কোট কি করেছি-সেটা বলেন নি এখনো। ওগুলো হাফ কোট না-আমি ডিমের খোলস ছাড়িয়ে কুসুমটা বার করেছি মাত্র,
  • Bratin | 14.99.65.249 | ২৮ জানুয়ারি ২০১২ ২৩:২৫514162
  • আমি যেটা করেছি সেটা সামান্য ই। বিদ্যামন্দির আর মিশনের মহারাজ রা জানেন। আপনি না জানলে ও চলবে?

    আর কাঁঠাল পাতা মশাই আপনি খান। বদহজম হবে না। হলে হজমোল খেয়ে এক গ্লাশ জল :-))
  • Bratin | 14.99.65.249 | ২৮ জানুয়ারি ২০১২ ২৩:২৭514163
  • আপনি তো যথেষ্ট জ্ঞান দেন? তবে কি আপনি বাঙালী নন? :-))
  • Bratin | 14.99.65.249 | ২৮ জানুয়ারি ২০১২ ২৩:৩২514164
  • PM দা আজকে ২:১৫ মিনিট মিটিং করে এলুম রি -ইউনিয়নের। ৫ তারিখে আসছেন তো?
  • name | 69.211.7.8 | ২৯ জানুয়ারি ২০১২ ০৩:৫৬514165
  • কিন্তু মিশন কি আপনার উপদেশ শুনতে চেয়েছে, বিপ্লববাবু? আম্নার কথা আমাদের এই ব্রতীন পজ্জন্ত শুনতে চায় না, তা মহারাজরা! হুঁ! বরং, আমি আপনাকে একটা উপদেশ দিই। আপনার মার্কেটিং-এর পোচ্চুর জ্ঞান। আর বইএর দোকান-টোকান গুলো-ও কাছাকাছি আছে। স্বামী বিবেকানন্দের সম্পর্কে পড়াশোনাও আছে। তো, ঝট করে "ভেদান্ত"এর (বানানের কপিরাইট অবশ্যই আপনার!) সঙ্গে অন্য গুরুদের (এই সব দলাইলামাটামাদের) যে ভেদ আছে সেটার অন্ত করে একটু সাম্য প্রতিষ্ঠা করে দিন না! পিলিজ!
    আর যদি তেমন কিছু করতে না পারেন তবে কাঁঠাল পাতা চিবান গে। ওটা-তো সব গুরুদের জন্যই রাখা আছে। এমং কি মার্কেটিং গুরুদের জন্যও!

    আর, মশাই, লেখাটা পোস্ট করার আগে একবার চোখ বুলিয়ে নেবেন। একবার বলছেন স্বামী বিবেকানন্দ পরবর্তী সন্ন্যাসীরা খুবই বাস্তববাদী, সঙ্গে সঙ্গে বলছেন ওঁরা সফল নন। একবার বলছেন স্বামীজী দক্ষিণ ক্যালিফোর্নিয়াতে চারটি সেন্টার করেছেন, সঙ্গে সঙ্গে বলছেন শুধু হলিউড সেন্টারটা উনাকে উপহার দেওয়া হয়েছিল। তাই যদি হয় তবে বাকি তিনটি অবশ্যই স্বামী প্রভবানন্দ আদি পরবর্তী মহারাজদের প্রভাবে। নয় কি? ওহ, বাই দ্য ওয়ে, আপনি রিজলি বা ঘরের কাছে ডিসির সেন্টার সম্পর্কে খবর নেবার সুযোগ পেয়েছিলেন?
    আবার ফিরে আসি যে লিস্ট করছিলাম সেখানে : একবার বলছেন মহারাজরা জানেন ধর্ম মার্কেটিং-এর ব্যাপার, কিন্তু, নেমে-দুখের মত অন্ধ ভক্তরা জানে না। অথচ, মার্কেটিং-এর কোর্স করার উপদেশ দিচ্ছেন ওনাদের, নেমে বা দুখেকে নয়।
    স্বামী বিবেকানন্দ এক এক জায়গায় এক এক কথা বলছেন, এই নিয়ে আপনি চটে উঠেছেন অথচ নিজেই কোথাও কাঁঠালপাতা কোথাও পড়ার পাতা ছড়াচ্ছেন। যদি একই পথে হাঁটবেন, তবে আর আরাধ্যদেবের সমালোচনা করছেন কেন?
    এমন আছে, অজস্র, আপনার লেখায়। আমি তো এখনও বুঝি-ই নাই, কোনটা সমস্যা আপনার -- বেদান্ত সাবজেক্ট হিসেবে না কি স্বামী বিবেকানন্দ প্রেসেন্টার হিসেবে? কিন্তু প্রেসেন্টার নিয়ে তো সমস্যা নেই, কারণ এইমাত্র বলছিলেন উনিই না কি মিশনের সবচেয়ে সফল মার্কেটিং গুরু...
    হে ভগবান, সব গুইলে গেলো গো! কি করি? কেডি যেমন ঐ আত্মহত্যার টইতে লিখেছিলেন আমার যে তেমনই মনের অবস্থা! না কি একবার কাঁঠালপাতাই ট্রাই করব? নিশ্চয়ই আপনার লেখা বুঝতে হলে কাঁঠাল পাতা খেয়েই বুঝতে হবে। ঐ খেয়েই এমন লেখা বেড়িয়েছে। কে যেন কোথায় কখন বলেছিল, "কয়লা খেলে আংরাই ***।
  • Biplab Pal | 69.250.67.136 | ২৯ জানুয়ারি ২০১২ ০৮:৩৫514167
  • মি: নেমে

    আপনার সাথে রামকৃষ্ণ মিশন নিয়ে আরো কিছু অভিজ্ঞতা ভাগ করে নিই। আপনি আপনার প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন।

    তার আগে বলি বাংলার বাইরে ব টা ভ হয়- তাই ওটা হয়ে যায় ভেডান্ট সোসাইটি এবং ভিভেকানন্দ-বাইরে ঐ নামেই তিনি পরিচিত।

    একটি খুব ভাল প্রশ্ন আপনি না জেনেই করে ফেলেছেন।

    সেটা হচ্ছে মিশনে এত ভাল উচ্চ শিক্ষিত পন্ডিত এবং বাস্তববাদি মহারাজরা আছেন। তবুও আমেরিকা বা পাশ্চাত্যে বিবেকানন্দ বা " প্রাক্টিক্যাল বেদান্তের" ব্রান্ড বৌদ্ধ ধর্মের থেকে এত পিছিয়ে কেন? বৌদ্ধ ধর্ম আমেরিকাতে ভীষন জনপ্রিয় হয়েছে গত ২-৩ দশকে।

    আমি একটা অভিজ্ঞতা এবার ভাগ করি। আমি তখন হলিউডের একটা মিডিয়া কোম্পানীতে কাজ করতাম। অবশ্যই প্রযুক্তিবিদ হিসাবে। আমাদের কনটেন্ট ম্যানেজার তখন অনেক ধরনের মিডিয়া কনটেন্ট খুঁজছিল -তার মধ্যে আধ্যাত্মিকতার ও অনেক কনটেন্ট ছিল। বৌদ্ধ ধর্মের ছিল। আমি তাকে বল্লাম " হিন্দু ধর্মের কিছু নেবে? " ও বললো নিশ্চয়। আমি ট্রাবুকো ক্যানিয়নের রামকৃষ্ণ মিশনে ছুটলাম-কি আছে মালকরি দেখতে। দেখলাম যা আছে, তার সবটাই রামকৃষ্ণ, বিবেকানন্দ বা সারদার জীবনী নিয়ে সেই এক ঘেঁয়ে মাল। এগুলো ত চলবে না- আমেরিকান মানসে ঢুকতে হলে প্রথমেই তাদের অতিরিক্ত বস্তুবাদি জীবনের দিকটায় কি ক্ষতি হচ্ছে নিজেদের এবং পরিবেশের -সেই দিক দিয়েই ঢুকতে হবে। বৌদ্ধরা ঠিক সেই ভাবেই শিক্ষাটা দেয়- বুদ্ধের জীবন না-আগে যে ধর্মের শরনে এসেছে, তার জীবনের দু:খটাকে বিশ্লেষণ করেই-আস্তে আস্তে বৌদ্ধ ধর্মের মূলে ঢোকে তারা। সেই ভাবেই বৌদ্ধ ধর্মের ওপর অসংখ্যা ভাল ভিডিও আছে। প্রাক্টিক্যাল বেদান্তের ওপর একটাও নেই।

    আমি মহারাজকে বল্লাম -এই ভাবে না বানালে ত চলবে না। আপনারা যতই বাজনা বাজান না কেন আমেরিকার বর্তমান প্রজন্মের ১% এর ১% ও বিবেকানন্দকে চেনে না। আপনারা আমেরিকার বস্তুবাদের সমস্যা থেকে একটা ভাল প্রেসেন্টেশন দিন। মহারাজ বললেন -তুমি ঠিকই বলেছ-কিন্ত এসব করতে গেলে, বেলুড়ের পারমিশন ইত্যাদি লাগবে।

    অর্থাৎ অধিকাংশ মহারাজ কর্মক্ষম হয়েও তাদের অবস্থা বুদ্ধদেব ভট্টার্জির মতন-পলিট বুড়োদের চাপে কিছু করার উপায় নেই। অনেকেই এই ব্যপারে হতাশ- অধিকাংশই কিছু শিষয়কূল নিয়েই খুশী। বিবেকানন্দের মতন "ডেয়ার ডেভিল" এটিচুড এদের নেই-কারন মিশন লেজ ধরে বসে আছে।

    ১৯৯৬ সালের কথা -সবে ইন্টারনেট প্রজন্ম শুরু হয়েছে। তখন সবার প্রথমে যে ধর্মটার ডিটেলস ইন্টারনেটে পাওয়া যেত-সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। আজকে ফেসবুকের যুগে ধর্মের যে পেজটা সব থেকে জনপ্রিয় সেটা হচ্ছে দলাই লামার পেজ। আড়াই মিলিয়ান মেম্বার। দলাই লামা ওখান থেকে উনার নিত্য নতুন বানীদেন-সেগুলোর ওপর, ১০-২০ হাজার কমেন্ট পড়ে। এই পেজের অধিকাংশ মেম্বার পাশ্চাত্যের লোক। সেখানে বিবেকানন্দের ওপর সব থেকে বড় ফেসবুক পেজে ৫০,০০০ মেম্বার ও নেই-অর্কুটের বিবেকানন্দের গ্রুপটাতে ১৫০,০০০ মেম্বার আছে। এতে প্রায় সবাই ভারতীয়-হাজার খানেক মতন বিদেশী আছে বোধ হয়-খুব বেশী তাদের দেখি না। সব থেকে বড় কথা এগুলো মিশন করে নি-ভক্তরা নিজেদের মতন করে করছে। তার সাথে দলাই মামা কো: এর অর্গানাইজেশন এবং মার্কেটিং এর তুলনা চলে না। দলাই লামা যদি কোক ব্রান্ড হয়, রামকৃষ্ণ মিশনের ব্রান্ডিং বড়জোর দেশী চবনপ্রাশের লেভেলে।

    দেখুন সত্যকে ঢেকে লাভ নেই। "প্রাক্টিক্যাল বেদান্ত" একটি প্রোডাক্ট। এর ভাল মার্কেটিং না হলে ব্রান্ডিং হবে না। আপনি না মানতে পারেন, মহারাজরা মানেন। আধ্যাত্মিকতার একটা বাজার চাহিদা আছে সুতরাং বৌদ্ধ ধর্ম, ইস্কন, প্রাক্টিকাল ভেডান্ট -এসব প্রোডাক্টের মার্কেট আছে-এবার যে ভাল মার্কেটিং প্যাকেজিং করবে-সেই জিতবে। মহারাজরা জানেন এটা করতে হবে। কিন্ত উনারা সেই বেলুড় থেকে প্রিন্টিং প্রেসের যুগে পড়ে আছেন। আর দলাই লামা ফেসবুকে পৌছে গেছেন। মিশনের বইগুলো বেড় হয় মিশনের প্রেস থেকে-আর দলাই লামার বই বের হয় আমেরিকার সব থেকে বিখ্যাত প্রেস গুলো থেকে। অসংখ্য স্টাডি সার্কল তৈরী করেছে বৌদ্ধরা-কারন ওদের ধর্ম চর্চা খুব ফ্লেক্সিবল- কোন কেন্দ্রীয় কিছু পারমিশন লাগে না। স্বামীজি এগুলো দেখলে খুশিই হতেন-দু:খ পেতেন এই জন্যে যে মিশন এসব ব্যাপারে উদাসীন-ফলে আমেরিকাতে উনি এখন ইতিহাস। দলাই লামাই আমেরিকার সব থেকে বড় গুরু হিসাবে উদিত।

    সবটাই মার্কেটং মশাই-মার্কেটিং। বিবেকানন্দ বুঝতেন-তার চ্যালারা বুঝল না।
  • lcm | 69.236.174.50 | ২৯ জানুয়ারি ২০১২ ০৯:২৩514168
  • ধুস্‌। বৌদ্ধ ধম্মো কোথায় আমেরিকায় - ওটা শুধু কিছু এলিট/সেলিব্রিটিদের একটা পালক, দীপক চোপরার কাস্টমার যারা।
    এই তো ডেমোগ্র্যাফি - http://en.wikipedia.org/wiki/Religion_in_the_United_States

    পাতার নীচের দিকে একটি চার্ট আছে Religious Self-Identification of the U.S. Adult Population: 1990, 2001, 2008

    এই চার্টে দেখা যাবে ২০০৮ সালে ইউএস-এ বৌদ্ধ ছিল 0.5%

    এটাতে একটা ইন্টারেস্টিং ব্যাপার হল নাস্তিক (Agnostic+Atheist) এর পারেসেন্টেজ বেড়েই চলেছে , ২০০৮ এ ছিল প্রায় 1.8%
  • Biplab Pal | 69.250.67.136 | ২৯ জানুয়ারি ২০১২ ১০:২৬514169
  • Demographicsdistributionaccordingtoreligionisnotactualreflection.SteveJobwouldhaveneversaidhewasHindubuthewasindeedadeepeasternphilosopher.

    TounderstandBuddhistpopularitylookatthisfacebookpage-world'smostpopularandactivepageonspiritualismbeyondanydoubt

    http://www.facebook.com/DalaiLama

    Atheismwillbegrowingandgrowingatmuchfasterrate.By2100therewillbenoreligionIhopeasatheismisthenaturalchoicebothbyspiritualquestandbyscience.RememberBuddhistsareatheistsaswellandevenHindusimhas3formsofatheism.EvenVedantaisatheism.Theismisconsideredasmanifestationofinfiniteunder "Maya" inAdyaityaVedanta.Adwittameans-YouarepartoftheBrahman-thereisnoseparateGod.
  • lcm | 69.236.174.50 | ২৯ জানুয়ারি ২০১২ ১০:৪২514170
  • বুঝলাম, সেনশাস ডেটা নয় ফেসবুক হিট হল আসল পরিমাপ।

    আরও বুঝলাম, বৌদ্ধ/হিন্দু/বেদান্ত... - এ সব হল নাস্তিকতা।

    বেশ। বেশ।
  • Biplab Pal | 69.250.67.136 | ২৯ জানুয়ারি ২০১২ ১১:২২514171
  • আমেরিকাতে ধর্ম ভিত্তিক সেনসাস হয় না। আপনি যেটা দিয়েছেন সেটা আনুমানিক হিসাব।

    PublicLaw94-521prohibitsusfromaskingaquestiononreligiousaffiliationonamandatorybasis;therefore, theBureauoftheCensusisnotthesourceforinformationonreligion.

    http://www.census.gov/prod/www/religion.htm

    আর আমেরিকান বৌদ্ধ ধর্মে আমি নিজেই কিছুদিন ছিলাম। নিউ জার্সিতে এলারবর্ন বুদ্ধিস্ট সার্কলে। তখন এদের বিশাল নেটীওয়ার্ক চোখে আসে। তার সাথে রামকৃষ্ণ মিশন খুবই ছোট।

    প্রাচীন ভারতে ৬ ধরনের নাস্তিকতা ছিল।

    যারা হিন্দু ধর্ম না মেনে নাস্তিক তাদের বলত হেটারোডক্স- এরা হচ্ছে বৌদ্ধ, জৈন এবং চার্বাক।

    যারা হিন্দু ধর্ম মেনে নাস্তিক-তারা অর্থডক্স:
    http://en.wikipedia.org/wiki/Atheism_in_Hinduism

    সাংখ্য, মিমাংসা এবং অদ্বৈত-এই তিন হিন্দু দর্শন ঈশ্বর মানে না।

    বিবেকানন্দ এবং রামকৃষ্ণ মিশন- দশনামী অদ্বৈত বেদান্ত শাখার। এটা অদ্ভুত মনে হতে পারে যে রামকৃষ্ণ মিশনের দর্শন নাস্তিক কিন্ত তারা ঠাকুর পূজো করে। এর একটা ব্যাখ্যা কথামৃতে পাওয়া যায়। দূর থেকে দেখলে ঈশ্বরকে "ঠাকুর" বলে মনে হয়-এটা হচ্ছে দ্বৈত ভাব-কিন্ত তাকে কাছে পেলে-অদ্বৈত উপলদ্ধ হয়-অর্থাৎ সাধক নিজেকে ব্রহ্মনের অংশ হিসাবে আবিস্কার করে ( আমিই ব্রহ্ম আর কি!)

    তবে বাস্তব হল-অদ্দুর মিশন এগোয় না-মিশনে শিষয়রাও না। সবাই বেশ পূজো অর্চনা করে ভালৈ আছে। মিশন ও সেটাকেই গুরুত্ব দেয়-কারন নইলে ডোনেশনে টান পড়বে। বাস্তব কঠোর।
  • name | 69.211.7.8 | ২৯ জানুয়ারি ২০১২ ১১:৩৬514172
  • আহা আহা, বিপ্লব, আপনি যে অন্তর্যামী! কি করে জানলেন এমন কথা কোন শিষ্য কোথায় কতদূর অগ্রসর হয়? আপনাকে বলবে না কি? আশ্চর্য! ধর্ম জীবন তো গুরু শিষ্যের ব্যক্তিগত। কে কি পায় সে তো বাইরের কেউ জানতে পারে না। মন্ত্রগুপ্তি কথাটা শোনেন নাই? নাই বা শোনলেন, ঋদ্ধির কথা তো শুনেছেন... আপনাকে সেদিন বল্ল না কে কোথায় কি মাগিয়ে আসছে আপনি জানেনও না আর মুর্গি হতে থাকেন! না কি মোরোগ? যাগ্গে!
    আমি মশায়, জেনে বা না জেনে আপনাকে কিছুই জিগাই নি। আপনার নিজের অ্যানালিসিস বলার ইচ্ছে চিল বলেছেন। বেশ করেছেন। আমার ঘাড়ে বন্দুক রাখা কেন? আমি তো বুঝিই নি আপনি কেমন করে দাদু-দিদিমার সম্পত্তি নাতি নাতনীরা ফেরত চাইলে সেটাকে দ্বিতীয় প্রজন্ম বলেন। আমার অঙ্কে তো বলে তৃতীয়! তার পরেও আবার মামলার ব্যপারটা বিতর্কিত বলে এড়িয়ে যান। সত্যি নয় বলেই তো! তাই না? আর আপনার কাছে "আমেরিকায়" মার্কেটিংটা ইসু। মিশনের কাছে তো নয়! ওদের তো জার্মানী, রাশিয়া, অস্ট্রেলিয়া সব মিলিয়েই ভাবনা। এনি ওয়ে, আপনার কথা বা ভাবনার মাথামুন্ডু আমি বুঝতে পারছি না তাই অনুগ্রহ করে আমার মুখে প্রশ্ন বসিয়ে উত্তর না দিলে খুশী হব। কারেজ থাকলে নিজেই নিজের প্রশ্নোত্তর পর্ব চালান!
  • Biplab Pal | 69.250.67.136 | ২৯ জানুয়ারি ২০১২ ১১:৪৬514173
  • মি: নেমে
    আমার জ্ঞান সীমিত এবং মাটি থেকে সংগ্রীহিত।

    তাই এটা জানি, ছাগলকে কাঁঠাল পাতাই দিন, আর বাইবেলই দিন, আওয়াজ একটাই বেড়োবে! আর এটাও জানি সেই আওয়াজ শুনে আরো দশটা ছাগল চ্যাঁচাবে। মানুষ এখনো বিবর্তন পক্রিয়ার দাশ-এটুকু বুদ্ধি সুদ্ধি অনেকদিন হলো হয়েছে।
  • name | 69.211.7.8 | ২৯ জানুয়ারি ২০১২ ১২:২৪514174
  • খুব ভালো বিপ্লববাবু! ছাগল বিষয়ে তো আপনার জ্ঞান -- খুব ভালো। তারা কি খায়, কেমন আওয়াজ করে, তাদের সঙ্গীরা কেমন রেসপন্স করে... যাস্ট ভাবা যায় না। জাত ভাই না হলে এমন জ্ঞান হয়? কি যেন বলে, রতনে রতন ইত্যাদি।

    যাগ্গে, আকার প্রবন্ধের আর সৈকতের লেখার আশায় উইকএন্ডটা বেকার ছাগলামি দেখেই গেল।
  • dukhe | 14.99.6.150 | ২৯ জানুয়ারি ২০১২ ১৪:৫৪514175
  • যাক, আমি তাইলে ৯৫। হাঁফ ছেড়ে বাঁচলাম মাইরি। যদিও আমি কোকাকোলা খাই না । মানে কোল্ড ড্রিঙ্কই খাই না। সে বিপ বোতলে চিনি গুড় যাই ভরুন। তবে বিপ ধরেছেন ঠিক - মার্কেটিং এর কোর্স করি নাই। বিপকে জ্যোতিষের লাইনে যাবার সুপরামর্শ দিয়ে রাখি - যার যাতে স্বাভাবিক প্রতিভা - অপচয় করবেন কেন? দুখের কাছে মার্কেটিঙের মার্কেটিং করে মূল্যবান সময় জলে দিয়ে কী লাভ?
  • PM | 86.96.228.84 | ২৯ জানুয়ারি ২০১২ ১৫:০৩514176
  • সেই মুল্যবান সময়ে চাট্টি কাঁঠাল পাতা চিবুতে চিবুতে থেমে যাওয়া বিবর্তনের জন্য ২ ফোটা চোখের জল ফেল্লে কাজে দেয়
  • Biplab Pal | 69.250.67.136 | ২৯ জানুয়ারি ২০১২ ২০:৫৭514178
  • হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ
    প্রভুর জয় হৌক
    জয় গুরু।
    রাধা মাধব। রাধা মাধব!!!!
  • dukhe | 14.99.83.136 | ২৯ জানুয়ারি ২০১২ ২১:২০514179
  • আবার, আবার !

    "হলিউড সেন্টার-যেটা প্রথম-সেটা বিবেকানন্দকে উপহার দিয়েছিলেন মিস মিড উইকফ।

    http://www.vedanta.org/vssc/centers/hwd.html"

    পাতায় কী আছে?

    ThehistoricalrootsoftheVedantaSocietyofSouthernCaliforniacanbetracedbacktoSwamiVivekananda'svisittoLosAngelesinthelate1890swhenhestayedwiththeMeadsistersintheirSouthPasadenahome.Thirtyyearslater, oneofthesisters, Mrs.CarrieMeadWyckoff, becameacquaintedwithSwamiPrabhavananda, ayoungmonksenttoAmericabytheRamakrishnaOrderofIndia.Atthattime, Mrs.WyckoffhadahousetuckedawayintheHollywoodhillswhichsheofferedtotheswamiasagift.

    Soonafterwards, in1929, SwamiPrabhavanandamovedtoHollywoodfromPortland, OregontoestablishtheVedantaSocietyofSouthernCalifornia.In1934, theVedantaSocietyofSouthernCaliforniawasofficiallyestablishedasanon-profitorganization "topromoteharmonybetweenEasternandWesternthought, andrecognitionofthetruthinallthegreatreligionsoftheworld."

    অন্যত্র -

    Thisrealtionshipplantedtheseedthatcameintofruitionin1934, whenMrs.CarrieMeadWyckoffdonatedlandtotheorderandSwamiPrabhavanandamovedtoLosAngelestofoundtheVedantaSocietyofSouthernCalifornia.

    http://www.nileguide.com/destination/blog/los-angeles/2010/10/08/eastern-religion-la/

    এবং -

    TheVedantaphilosophywasintroducedtotheUnitedStatesinthelate1890sbyIndianmysticSwamiVivekananda.OneofhisfollowerswasSouthPasadenaresidentCarrieMeadWyckoff.

    Herfather, WilliamMead, ownedanoak-studded, four-acreHollywoodhillsideretreatwherehehadbuiltacottage.Bythemid-1920sthearea'sproximitytomoviestudioshadturneditintooneofLosAngeles' firstfilmcolonies.

    Afterherfather'sdeath, WyckoffdonatedtheHollywoodpropertytoaprotegeofVivekanandanamedSwamiPrabhavananda, whowasintheprocessofestablishingthesociety'slocalchapter.

    http://articles.latimes.com/2003/oct/02/local/me-surround2

    :)
  • Biplab Pal | 69.250.67.136 | ২৯ জানুয়ারি ২০১২ ২২:১৭514180
  • মি: দুখে,
    অত্যন্ত দু:খের সাথে জানাচ্ছি, তাতে আমার মূল বক্তব্যের কিছুই পরিবর্তন হয় না।

    আমার মূল বক্তব্য স্বামীজির পরে, মিশn মার্কেটিং এ ফেইলড।

    মিস উইকাফ , স্বামীজির স্বাক্ষাত শিষ --

    এর বিপরীতে বক্তব্য প্রমান করতে গেলে, আপনাদের দেখাতে হবে, মিশনের মহারাজরা নিজেদের যে শিষয়কূল করেছেন, তাদের কেও জমি দান করেছেন মিশনের জন্যে। কারন স্বামীজির সংস্পর্ষে এসে যারা মিশনের জন্যে জমি দান করেছেন, সেই কৃতিত্বটা স্বামীজির। সেটা স্বামিজীর মৃত্যুর আগেই দিন বা পরেই দিন, কৃতিত্বটা প্রভানন্দের চেয়ে বিবেকানন্দেরই।

    আমি যদ্দুর জানি সান দিয়েগোর সেন্টারটা এই কেসের মধ্যে পড়বে।

    তবে তথ্যটা ঠিক করে দেওয়ার জন্যে ধন্যবাদ। আমি জানতাম যে ওটা মিস ওয়াইকফ নিজে স্বামীজিকে দান করেছেন।
  • pinaki | 85.231.136.225 | ২৯ জানুয়ারি ২০১২ ২২:২০514181
  • উফ। :-D

    গুগলই বিপদার শক্তি, গুগলই বিপদার দুর্বলতা। (কালো চশমার স্মাইলি)
  • dukhe | 14.96.151.93 | ২৯ জানুয়ারি ২০১২ ২২:৪০514182
  • ভাই বিপ, বিবুদা আর শিষ্যদের কৃতিত্ব নিয়ে আমি কিছু বলিই নি। আমার আর্জি এটুকুই - আপনি পেন্টুলে সেপটিপিন দিন । অভাবে নারকেল দড়ি দিয়ে বাঁধুন। নইলে খুব ইয়ে দেখাচ্ছে। ব্যস।
  • nk | 151.141.84.194 | ২৯ জানুয়ারি ২০১২ ২৩:৪০514183
  • ছেড়ে দিন, এতো বেঁধে কী হবে? আলো বাতাস ঢুকুক।
    :-)
  • kd | 59.93.192.33 | ২৯ জানুয়ারি ২০১২ ২৩:৫৯514184
  • ঠিক ঠিক। দুখেকে ধিক্‌। ব্যক্তিস্বাধীনতায় হাত? মানে ইয়ে আর ইয়ে বলে কি তাদের ব্যক্তি বলা যাবে না?
  • nk | 151.141.84.194 | ৩০ জানুয়ারি ২০১২ ০০:১৭514185
  • আমি একেবারে বাইরের লোক হয়েও(মিশনে পড়ি নি, শিষ্যত্বও নেই, এমনকি আত্মীয়স্বজনদের মধ্যেও কেউ নেই শিষ্য) দিব্যি দেখতে পাই একটা আদর্শে উদ্বুদ্ধ হয়ে শয়ে শয়ে সাধারণ ঘরের ছেলে ঘরগেরস্থি চাকরিবাকরি নিজকেন্দ্রিক আর নিজের আত্মীয়স্বজন কেন্দ্রিক জীবন ছেড়ে বৃহৎ স্বার্থে মানুষের সেবা করার জন্য আশ্রমে যোগ দেয়, কাজ করে, নানা দীর্ঘকালীন ধর্মীয় কোর্স ইত্যাদি করে সন্ন্যাসী হয়, ভালো ভালো কিছু শিক্ষা প্রতিষ্ঠান চালায়(হয়তো বেছে বেছে ভালো ছাত্রই নেয়, কিন্তু তার পরেও তাদের কিছুটা হলেও তো তৈরী করে, নাহলে এই আগের থেকেই ভালো ভালো ছাত্রেরা সেখানে যায় ই বা কেন, ওদের বাবা মা ওখানে ওদের পাঠায়ই বা কেন???)---এই পুরো ব্যাপারটা একটা ফাটকা খেলা তো হতে পারে না! এই আদর্শের জোর আছে বলেই তো এই লোকগুলো যায়? এইসব লোক সবাই তো অন্ধ গুরুবাদী বা ভন্ড হতে পারে না!

    তাহলে? এইরকম একটা বড় আদর্শ যখন কাজ করতে থাকে, তখন শুধুমাত্র কোট কেনা পাইপ কেনা দামী খাওয়া কার নাকি কি অসুখে ফোর্সড ব্রহ্মচর্য এইসব অভিযোগ দিয়ে সেটাকে হেয় করার চেষ্টা করে কোনো লাভ আছে কি? তার উপরে শোনা যাচ্ছে নানারকম মিথ্যা অভিযোগ!

    যুক্তিপূর্ণ সমালোচনা হলে তবু একটা কথা থাকে। যেমন রিমি বলছিলেন ইকুইভ্যালেন্ট মেয়েদের স্কুল নেই কেন? আমার আরো বেশ ক'জ্‌ন বন্ধুর এই প্রশ্ন ছিলো, ভালো ছাত্রেরা পরীক্ষা টরীক্ষা দিয়ে চান্স পেলে মিশনে পড়তে পারে, ভালো কেরিয়ার হয়, এদিকে প্রায় একই মেধার একটি ছাত্রী সেই সুযোগ পায় না, কারণ মিশনের সেই ধরনের উচ্চমানের মেয়েদের স্কুল নেই।

    সেরকম আলোচনা হলে তবু একটা পজিটিভ কিছু পাওয়া যায়, কিন্তু তাতো দেখি আর হয় না!
  • Biplab Pal | 69.250.67.136 | ৩০ জানুয়ারি ২০১২ ০২:৫৩514186
  • ভালো ছাত্রেরা পরীক্ষা টরীক্ষা দিয়ে চান্স পেলে মিশনে পড়তে পারে, ভালো কেরিয়ার হয়, এদিকে প্রায় একই মেধার একটি ছাত্রী সেই সুযোগ পায় না, কারণ মিশনের সেই ধরনের উচ্চমানের মেয়েদের স্কুল নেই।

    &&&&&&&&&&&&&&&&
    প্রশ্নটা আরো বেসিকে গিয়ে- ছেলে মেয়েদের জন্যে আলাদা স্কুল -এটা কি একবিংশ শতাব্দিতে চলে?? না এই ভাবে ছেলে মেয়েদের বড় করা উচিত? রামকৃষ্ণ মিশন যেমন ভাল স্কুল চালাচ্ছে, অনেক ক্যাথোলিক সংস্থাও চালাচ্ছে। সেটা বড় কথা না। প্রশ্ন হচ্ছে একবিংশ শতাব্দিতে এসে কি করে ছেলে আর মেয়েদের আলাদা স্কুলের কথা আমরা ভাবতে পারি? জর্জ বুশ আমেরিকাতে শিক্ষার সংশোধন হিসাবে এমন চাইছিলেন-কোএড তুলে দাও। তাহলে কি এখানে বুশের বংশধররাই সংখ্যা গরিষ্ট?
  • nk | 151.141.84.221 | ৩০ জানুয়ারি ২০১২ ০৩:২৬514187
  • শুধু মিশনে কেন, সরকারী বেসরকারী আধা-সরকারী সরকার অ্যাফিলিয়েটেড সব স্কুলই কো-এড হওয়া উচিত, সেই নিয়ে খুবই যৌক্তিক তর্ক হওয়া উচিত। কলেজগুলো যেমন, বা ইউনিগুলো কো-এড, সেরকম স্কুলগুলো ও তাই হওয়া উচিত, কারণ সেটাই সবচেয়ে যৌক্তিক ব্যবস্থা। বিদ্যাশিক্ষার জায়গায় কেন পুরুষ নারী ভেদ থাকবে?
    কিন্তু তারপরে আছে কালচারাল বৈচিত্র, জনজাতির নিজের নিয়ম, ধর্মবিশ্বাস ইত্যাদি, সমাজ ইত্যাদি---সেই অনুসারে বহু চয়েসের ব্যবস্থাও থাকতে হবে। কোনো সমাজে হয়তো বাপমায়েরা ছেলেপিলেদের আলাদা আলাদা করেই বড় করতে চান, কোনো সমাজে হয়তো আবার অন্যরকম কোনো কেস।
    টোটালিটারিয়ান ধরণের সমাজ তো মুক্তচিন্তকেরা চান না, নাকি চান?
  • aka | 75.76.118.96 | ৩০ জানুয়ারি ২০১২ ০৩:৩১514189
  • এইসবের জন্যই জেনেরিক জ্ঞান বিতরণ করতাছিলাম - ধর্ম, সমাজ ও তার সুফল, কুফল - তো কেউ কিসু বোঝেই না। এখন ছত্রে ছত্রে রেফারেন্স না দিলে আবার বেঙ্গলি সমাজে কিসু লেখাই যায় না। অগত্যা নতুন একটা টই খুলতে হবে, একগাদা টাইপ করতে হবে। আর পারি নে বাপু।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন