এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাগাড়পাড়া স্কুল থেকে বলছি


    অন্যান্য | ২৫ নভেম্বর ২০১২ | ৭৯৫৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • তাতিন | 132.252.251.244 | ২৬ আগস্ট ২০১৩ ১৩:৪৩576182
  • আমি 'সাইরেন'এর কথা বললাম। অ্যালকালির ভোঁ প্রসঙ্গে।
    দমদমে বাজত জেসপের ভোঁ, নটা আর পোনে দশটায়। নচিকেতার নীলাঞ্জনায় আছে সেই সাইরেনের কথা।
  • pragati | 126.68.78.62 | ২৬ আগস্ট ২০১৩ ১৬:১২576183
  • এই লেখা বই করে বার কর যায় না?
    দময়ন্তী, তোমার লেখায় প্রাণের মধ্যে বাজে স্টীলের চামচের ঠিনিনিন, ঠিনিনিন।
    লেখো।
  • pragati | 126.68.78.62 | ২৬ আগস্ট ২০১৩ ১৭:৫৮576184
  • ** ঠিঠিনিন, ঠিঠিনিন ঃ)
  • dd | 132.167.32.64 | ২৬ আগস্ট ২০১৩ ২০:৪১576185
  • হেমন্তের ধুলোমাখা পোস্টম্যান আসে
    ঝরা পাতা শব্দ তোলে ঠিঠিনিন ঠিঠিনিন
    সর সরে হাওয়া দেয় এলোমেলো
    শুকনো দিন হাঁটু ভাঁজ করে,বলে
    "চিঠি দিন, কোনো চিঠি দিন"
  • | 24.97.176.39 | ২৬ আগস্ট ২০১৩ ২২:২৩576186
  • তাতিন, এহে আমিই ভুল দেখেছিলাম।

    প্রগতি, :-)
    থেঙ্কু

    ডিডি, :-)
    কিন্তু শুকনো পাতা কিছুতেই ঠিঠিনিন করতে পারে না।
  • kk | 81.236.62.176 | ২৬ আগস্ট ২০১৩ ২৩:০৬576187
  • হ্যাঁ, আমিও চাই এই লেখাটা বই হয়ে বেরোক। অনেককে পড়াতে চাই যাঁরা নেট থেকে পড়তে পারেন না।
  • a x | 138.249.1.198 | ২৭ আগস্ট ২০১৩ ০০:০৭576188
  • আম্মো সেকেন্ড করে গেলাম।
  • rabaahuta | 172.136.192.1 | ২৭ আগস্ট ২০১৩ ০০:১৯576189
  • এই লেখাটা বই হয়ে বেরোক সেটা তো চাই ই। কিন্তু দমদির কাছে আমার প্রত্যাশা, একটা উপন্যাসের। একই প্রত্যাশা সোসেনের কাছেও। যাদিও জানি এঁদের সময় নেই, ব্যস্ত মানুষ।

    আমার সময় আছে অনেক, যদি এঁদের মত ক্ষমতাটাও থাকতো সঙ্গে, নিজেই তো লিখে ফেলতাম।

    খুব কিন্তু কিন্তু করে বলেই ফেলি... আমাদের পরের প্রজন্মের তো আর কোন পথের পাঁচালী নেই, ঠাকুরঝি পুকুর বা চিকা মসজিদ বা নির্জন নদীর ধারে দা কাটা তামাকের দোকান এই সময়ের শহুরে কিশোর কিশোরী কতটা দেখে নিতে পারবে জানি না। তো, তাদেরও তো একটা নিজস্ব সময়ের পথের পাঁচালী পাওনা হয়। যেখানে দুর্গা প্রোটাগনিস্ট।

    নিজের জীবনের কথার মাঝখানে ফিকশন লেখার দাবী অসঙ্গত হলো কিনা জানি না, কিন্তু তোমাদের তো ক্ষমতাটা আছে। লিখেই ফেলো না।
  • ranjan roy | 24.96.92.48 | ২৭ আগস্ট ২০১৩ ০০:৫৫576190
  • আমার ছোটবেলায় চামচ দিয়ে চিনিজাতীয় কিছু গুলতে হলে ওই ঠিঠিনিন-ঠিঠিনিন'' শব্দই শুনতে পেতাম।
    গেলাসের তলায় পড়ে থাকা চিনি-মিছরি জাতীয় শক্ত জিনিসগুলোকে চামচ দিয়ে দ্রুতহাতে জোরে মারলেই 'ঠিঠি" তারপর গুলতে গিয়ে চামচ গ্লাসের দেয়ালে বা কানায় লেগে 'নিন'!
  • nina | 78.34.163.242 | ২৭ আগস্ট ২০১৩ ০২:৫৫576192
  • হুতোর সঙ্গে গল মেলালাম----উপন্যাস প্লিজ!
  • | 24.97.112.15 | ২৭ আগস্ট ২০১৩ ০৯:৫২576193
  • সব পাঠককে অনেক ধন্যবাদ। আসলে কিছুতেই শেষ করে উঠতে পারছি না। যতবার ভাবি এইবারে টেনে শেষ করে দেব, ততবারই কেউ না কেউ ঠিক উঁকি দিয়ে বলে 'আমি বাদ রইলাম কেন?' :-(
    শেষ হলে আমি ই-বুক বানিয়ে দেব।

    তবে ইয়ে, মাথাটাথা চুলকে একটা কথা বলি, বই ছাপানোর ব্যপারে আমার কিছু রিজার্ভেশান আছে। একে তো সত্যিই ছাপানোর মত কিছু হচ্ছে কিনা সে নিয়ে আমি সন্দিহান। দ্বিতীয়তঃ নিজে ফান্ড করে বই ছাপানোটা কেমন যেন লাগে। ঐটে পারব না। আমি মনে করি সত্যিকারের প্রকাশযোগ্য হলে কোনও না কোনও প্রকাশক নিজেই ছাপাবেন। আবার আনকোরা, রেফারেন্সবিহীন কেউ হলে প্রকাশকরাও দ্বিধা করেন, তার সঙ্গত কারণও আছে। তো, এইসব মিলে ব্যপারটা একটু ভজঘট আর কি।

    তবুও যাঁরা যাঁরা বইরূপে দেখতে চেয়েছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা।
  • ranjan roy | 24.99.252.181 | ২৭ আগস্ট ২০১৩ ১১:৩৭576194
  • দমুর বিনয় ও বাস্তববুদ্ধি দুটোর সামনেই নতমস্তক।
  • Lama | 126.193.142.126 | ২৭ আগস্ট ২০১৩ ২০:৫৯576195
  • হুমম...আমাদের পরের প্রজন্মের কোন পথের পাঁচালী নেই। এককালে উচ্চাশা ছিল সেটা আমিই একদিন লিখে বাংলা সাহিত্যের 'হুজ হু' তে নিজের জায়গা করে নেব। দমদির দ্বারা সেই ব্যাপারটা হেলায় সম্ভব হবে- আমার বিশ্বাস।

    তবে, নিজের ফান্ড করে বই ছাপানোটা আমারও কেমন যেন লাগে।

    প্রসঙ্গত বলি, ডিডিদার পাঞ্চলাইনটা, মানে পাঁচ লাইনের পদ্যটা পড়ে অনেকদিন আগের শাপলাফোটা দীঘির পাড়ের হুহু হাওয়াটার গন্ধ পেলাম- এই একটু আবছামতো।
  • Blank | 180.153.65.102 | ২৭ আগস্ট ২০১৩ ২২:০৪576196
  • কিন্তু এটা একটা বই চাই। লেখাটার নিজে নিজে বই হয়ে ওঠার ক্ষমতা আছে।
  • a x | 138.249.1.198 | ২৭ আগস্ট ২০১৩ ২৩:১৩576197
  • আমার এই লেখাটা এত ভালো লাগে কারণ, এটা শুধু কোনো ব্যক্তিগত স্মৃতিচারণ, পাওয়া, না-পাওয়ার গল্প না। এটা একটা সময়ের গল্পও। একটা বিশেষ আর্থ-সামাজিক অবস্থানের গল্প। এই জিনিসগুলো এত মায়ায় ফুটে উঠছে বলে আমারও মনে হয় বই হয়ে ওঠার প্রচুর সম্ভাবনা আছে এখানে।
  • কৃশানু | 213.147.88.10 | ২৭ আগস্ট ২০১৩ ২৩:১৯576198
  • দমুদির বড়মামা হচ্ছেন আমার বাবা। সব এক। একই।
  • rabaahuta | 172.136.192.1 | ২৭ আগস্ট ২০১৩ ২৩:৫১576199
  • হ্যাঁ, সময়ের গল্প। এই জন্যেই আমি আরো উপন্যাস উপন্যাস বলে লাফ ঝাঁপ করছি। এই লেখাটা অসাধারন, কিন্তু এই দেখা, এই অভিজ্ঞতা, এই কলমের কাছে আমার উপন্যাসের প্রত্যাশা, অধিকন্তু। কেন উপন্যাস, মানে কেন ফিকশন তারও অনেক কার্যকারন ভেবে রেখেছি আমি, সেসব না হয় পরে বলা যাবে।

    এই লেখাটা এগোক এখন, নিজের সময়মত।
  • hu | 188.91.253.11 | ২৮ আগস্ট ২০১৩ ০৮:২৪576200
  • ঠিক তাই। এই লেখাটা ব্যক্তিগত স্মৃতিচারন হিসেবে শুরু হয়েও ব্যক্তিকে ছাপিয়ে উঠেছে। গল্পটা জানা হয়ে গেলেই বন্ধ করে রাখার মত বই নয় এটা। বহুবার ঘুরেফিরে পড়ার মত, ফিরে আসার মত একটা জায়গা তৈরী হচ্ছে ধীরে ধীরে।
  • Tim | 188.91.253.11 | ২৮ আগস্ট ২০১৩ ০৮:৩৫576201
  • আসলে সার্থক উপন্যাসের মনে হয় দুটো চরিত্র থাকে। এক, সেখানে নিজেকে পাঠক খুঁজে পাবে। দুই, লেখাটায় নিজেকে হারিয়েও ফেলবে। এইযে কোথাও গিয়ে সময়্টা ছুঁতে পারছি, কোথাও গিয়ে আলাদা হয়ে যাচ্ছে চরিত্রে---এসব আমি পাঠক হিসেবে খুবই পছন্দ করি।
  • i er haye | 24.97.125.142 | ২৮ আগস্ট ২০১৩ ১০:২৭576203
  • name: i mail: country:

    IP Address : 147.157.8.253 (*) Date:28 Aug 2013 -- 10:20 AM

    দ কে বলছি। আমি নিন্দুক মানুষ, লেখার সমালোচনা করে অনেককে কষ্ট দিয়েছি।
    দ কিছু মনে করবেন না বলেই জানি। সে ভরসাতেই দুটি কথা বলি।
    লেখা খুবই ভালো হচ্ছে একথা তো আগেও বলেছি। দ এর আত্মজৈবনিক লেখাগুলির মধ্যে সবচেয়ে পরিণত। এমন নিরাসক্ক্ত কথন আমি আগে পাই নি এভাবে দএর লেখায়। কলমকে কুর্ণিশ।
    এ লেখায় অজস্র মানুষ।।তাদের ডিটেইল্স। কিন্তু পিঁপড়ে নেই মাছি নেই মশা নেই ফরিং নেই গোরু ছাগল কুকুর বিড়াল কাক নেই। স্কুলের মেঝের কথা একবার আছে কিন্তু বাড়ির মেঝে র কথা নেই-মসৃণ মেঝে? ফাটা ফাটা? গরম? ঠান্ডা? পা ফেলতে কেমন লাগত, বসে থাকতে কেমন লাগত, কাউকে পা ছুঁয়ে প্রণাম করতে গিয়ে কেমন মেঝে দেখত মেয়েটি? দেওয়ালের দিকে মুখ করে শুয়ে থাকলে সেখানে কি দেখত সে? চূণবালি পলেস্তারায় কারো মুখ? আকাশ দেখত? মেঘ?
    গান শুনত না? রেডিওয়? পুজো প্যান্ডেলের মাইকে? এগুলো মিস করছি লেখায়। ছোটোবেলার কথা বলেই মিস করছি। কোথাও একটা ফাঁক তৈরি হচ্ছে না আমি কোথাও ভুল করছি?
  • Tim | 188.91.253.11 | ২৮ আগস্ট ২০১৩ ১২:০০576204
  • ছোটাইদির পয়েনটা ভালো কিন্তু ১৩টা পোস্টে লেখার যে চরিত্রটা তৈরী হয়েছে সেটার সাথে এখন এগুলো যোগ করলে কি বেমানান হবেনা? বরং পরে আলাদা করে আরেকটা গল্পে এগুলো লিখে দিলেই তো সব ধরা থাকে।
  • সে | 203.108.233.65 | ২৮ আগস্ট ২০১৩ ১৩:১০576205
  • দুটো কথা।
    এক- লেখার ফ্লো চমৎকার ও এটি কোনো ফরমায়েসি লেখা নয় বরং লেখকের আত্মকথন। তাই এতে খুঁত বলে কিছু হয় না।
    দুই- এলেখা ছাপানোর ব্যাপারে গুরুচন্ডালীর ছাতার তলায় চটি হয়ে বেরোনো কি একেবারেই অসম্ভব? সেখানেও কি সেল্ফ ফিনান্সিং এর গল্প আছে?
  • i | 134.170.197.163 | ২৮ আগস্ট ২০১৩ ১৩:৫৫576206
  • এ বাবা কে যেন আবার ভাটের কমেন্টটা পোস্টিয়ে দিয়েছেন।
    যোগ করতে বলি নি, খুঁত ধরা টরা নয় -সে ধৃষ্টতা যেন না হয় আমার -ব্যক্তিগত মনে হওয়া, সেটাই বললাম। মানে আমি যা মিস করছি তাই বললাম। একটা বাচ্চা তার সমস্ত শরীর দিয়ে জগৎ চেনে, বড় হয়ে লিখতে গেলে সেই অনুভূতি স্মৃতি হাতড়ে ফিরিয়ে আনা কঠিন। তবে চেষ্টা তো করাই যায়। এ লেখায়, অন্য কোনো লেখায়।
    দয়াময়ীর কথায় এক জায়্গায় বালিকাটি মৃত্যু দেখছে প্রথম । সে দেখছে ভট্চায্যিমশাই খাটে সুন্দরভাবে শুয়ে আছেন আর তাঁকে ঘিরে কাঁদছে সবাই। আর গাছের পাতা ঝরে ঝরে উঠোনটা পুরো ঢেকে গেছে।
    এই রকম আর কি..

    সবই ব্যক্তিগত মত।
  • sosen | 111.63.185.22 | ২৮ আগস্ট ২০১৩ ১৫:২৯576207
  • দমুদির এই লেখায় মূল সুর কখনই ভাগাড়পাড়া ইস্কুল থেকে সরেনি , সেইটা বিরাট ব্যাপার। চরিত্রগুলো একদম জীবন্ত। দমুদির লেখায় একটু তাড়ার আভাস আছে, মনে হয় আরো সময় নাও, আরো,কিন্তু এ তো কেবল ফার্স্ট ড্রাফট । এখন সে আসুক যেমন আসে, বসে থাকি পথপাশে--
  • a x | 86.31.217.192 | ২৮ আগস্ট ২০১৩ ১৭:৩২576208
  • কিন্তু আমার না এইরকমই ভালো লাগছে। পুরো লেখার মধ্যে বারম্বার সমস্ত অনুভূতি দিয়ে সেই জগৎকে উপস্থিত করলে আমার একটু ক্লান্তিকর লাগে। অনেকটা ওভার সেন্সিটাইজেশনের মত। এগুলো ছোট ছোট, ফ্লিটিং, পাশ দিয়ে হঠাৎ চলে গেল যেন, এইভাবে এই অনুভূতিগুলো এলে আরো তীক্ষ্ণ ভাবে বুঝতে পারি। তবে হ্যাঁ, প্রথম দিকের লেখা আর এখনের লেখার মধ্যে তফাৎ বুঝতে পারছি, তাড়াটাও টের পাচ্ছি, কিন্তু সেটা মানুষগুলোকে ছোঁয়ার মধ্যে তফাৎ বলে বোধ করছি।
  • ranjan roy | 24.99.231.247 | ২৯ আগস্ট ২০১৩ ০২:৩৯576209
  • হয়তো ছোটাই এর কথাগুলো এক পরিণত উপন্যাসের জন্যে উপযোগী, অবশ্যি উনি খুব স্পষ্ট করে বলেছেন যে উনি নিজে কী মিস করছেন।
    কিন্তু আমার অনুভূতি খানিকটা অক্ষদার মত, মানে মানুষগুলোকে চিনে এক্কেবারে বুঁদ হয়ে আছি। ওই অনেকক্ষণ না খেয়ে হেঁটে চলা বড়মামার মুখের গন্ধ সমেত।
  • dd | 132.167.12.211 | ২৯ আগস্ট ২০১৩ ০৮:৪১576210
  • বোঝো।

    এ তো সেই সিকির পরকীয় কহানীর মতম হয়ে গ্যালো। পাঠকেরা সবাই মিলে এম্নি ক্যালোর ব্যালোর শুরু করলো যে সে ব্যাচারা আই আইটির নিভৃত প্রান্তরে যাবার আগে অসুদের দোকানে যাবার কথা বেমালুম ভুলে গ্যালো। কেউ বলে ওটাকে স্লাইট টুইস্ট দিয়ে শকুন্তলার পতিগৃহে যাত্রা করে দাও তো আরেকদলে বলে না রে, বরম জন্মেজয়ের সর্প যজ্ঞ বানাও। কেউ বল্লে একটু পাখী দিও তো অন্যরা বলে দু একটা আরশুলা না আনলে ,বুঝলে, অ্যাংস্ট টা ঠিক ফুটছে না।

    তাও ভালো, সুচিন্তিত মতামতের খেরো খাতা বগোলে আমি হাজির হই নি।

    দমু,তুমি লিখ্যা যাও। কেউ তোমার লগে নাই।
  • sosen | 111.63.137.247 | ২৯ আগস্ট ২০১৩ ০৮:৪৫576211
  • ডিডিদার মতামতগুলিন জবর।
  • siki | 131.243.33.212 | ২৯ আগস্ট ২০১৩ ০৯:৪৭576212
  • ক।

    দমুর লেখা শেষ না হলে কিছু বলা ঠিক নয়।
  • | 24.97.206.137 | ২৯ আগস্ট ২০১৩ ১০:০০576215
  • ডিডি, :-)))
    না না আপনিও স্বচ্ছন্দে মতামতের খেরোর খাতা চলে আসুন। আমার যতটুকু মনে হবে ততটুকু নেব বা নেব না।
    যে লেখে সে একাই লেখে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন