এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মাওবাদী হামলা ও মহেন্দ্র কর্মা

    Ishan
    অন্যান্য | ২৬ মে ২০১৩ | ১৭১৩৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 60.82.180.165 | ২৬ মে ২০১৩ ০৮:২২611266
  • রাজনৈতিক গুরুত্বের প্রশ্ন দিয়েই যদি আঘাতের গুরুত্ব মাপতে হয়, তাহলে ভারতবর্ষের সর্বাধিক গুরুত্বপূর্ণ মাওবাদী হামলাটি হয়ে গেল গতকাল রাতে। মাওবাদী প্রভাব "প্রশমন"এর বিষয়ে যে দুটি নাম সর্বভারতীয় স্তরে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে, তার একটি হল প্রাক্তন ডিজিপি বিশ্বরঞ্জন এবং আরেকটি মহেন্দ্র কর্মা। মহেন্দ্র কর্মাই এই দুটি স্তম্ভের মধ্যে বেশি জোরালো ছিলেন। ছত্তিশগড়ে কংগ্রেস ক্ষমতায় থাক বা বিজেপি, মাওবাদী দমনের স্ট্র্যাটেজির প্রশ্নের মহেন্দ্র কর্মার কথাই ছিল শেষ। এই স্তম্ভের পতনের পর, অতঃপর কী ঘটতে চলেছে?

    আমি এখনও কিছুই পড়ে দেখিনি। যে যা খবর টবর বিশ্লেষণ ইত্যাদি পাচ্ছেন লিখতে থাকুন।
  • PM | 181.6.207.108 | ২৬ মে ২০১৩ ০৯:৪৭611488
  • এটা অ্যাকটা যুদ্ধ। এই যুদ্ধে রষ্ট্রের পক্ষে কাউকে অসতর্ক অবস্থায় পেয়ে মাওবাদীরা নিকেশ করে সেটার দোষ রাষ্টের সুরক্ষা ব্যবস্থার-ও।
    কিন্তু এরপরে রাষ্ট্রের প্রত্যাঘাতে বেশ কিছু মাউবাদীর মৃত্যু হলেও আশা করি অরুন্ধাতীরা চেঁচাবেন না। সেটাও কিন্তু যুদ্ধের-ই অংশ।

    শেষ মাওবাদী বা শেষ রাষ্ট্রীয় প্রতিনীধী নিকেশ হওয়া পর্যন্ত এই ভাবেই চলবে আশা করি
  • কল্লোল | 125.242.155.97 | ২৬ মে ২০১৩ ১০:০৭611665
  • মহেন্দ্র কর্মা গেছেন, সুধেন্দ্র বর্মা আসবেন। তাতে আদিবাসীদের সমস্যার কোন সমাধান হবে না। পুলিশ হেফজতে মারা গেছেন চারু মজুমদার, তাতে মাওবাদীদের উঠে আসা আটকায় নি।
    এই হিংসা ও প্রতিহিংসা কোন সমস্যারই সমাধান দিতে পারে না।
    সালওয়া জুডুম তৈরী করে আদিবাসীদের বিরুদ্ধে আদিবাসীদের লেলিয়ে দেওয়া যতটা জঘন্য, এই হামলাও ততোটাই নিন্দনীয়।
  • PM | 181.6.207.108 | ২৬ মে ২০১৩ ১০:২৫611676
  • একটা কথা ভুলবেন না। অজিত যোগী কিন্তু এখন ছত্তিস্গড়ে অপ্রতিদ্বন্ধী হয়ে গেলেন। ইদানিং হুইল চেয়ার ছেড়ে বসলেও মুখ্যমন্ত্রী পদে নিশ্চিত ছিলেন না। এখন নিশ্চিত ( কং জিতলে)।

    ঘটনার আগেই উনি সপরিবারের বিমান যোগে অন্যত্র চলে যান।
  • সেন স্যর | 125.241.51.178 | ২৬ মে ২০১৩ ১০:৫৪611687
  • মাওবাদীরা যুদ্ধে নেমেছেন, যুদ্ধে তাদের মৃত্যু স্বাভাবিক ঘটনা!!

    আর আদিবাসীদের খবর আর কে রাখে? তারা মরলেই বা কী আর বাঁচলেই বা কী?

    মহেন্দ্র কর্মা দের মতো জননেতা,দেশসেবকরা শহীদ হলেই একটা 'খবরের মতো খবর' হয়!!
  • Anirban maity | 126.193.131.71 | ২৬ মে ২০১৩ ১১:০০611698
  • মহেন্দ্র কর্মার মৃত্যু নাকি গণতন্ত্রের ওপর আক্রমন , বললেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ......

    এটাই তো শুনতে চাইছিলাম , সালোয়া জুদুম ভারত রাষ্ট্রের পক্ষ থেকে একটি গণতান্ত্রিক পদক্ষেপ

    তবে মাওবাদী দের মহান ভারতীয় গণতন্ত্রে স্বাগত .............
  • সেন স্যর | 125.241.51.178 | ২৬ মে ২০১৩ ১১:১২611709
  • দিকে দিকে কংগ্রেসিরা লিখছে

    We lost Indira Gandhi. We lost Rajiv Gandhi. We lost Lalit Maken. We lost Beant Singh. Now we lost Mahendra Karma.

    But we are not backing down. We are now more determined than ever. All these Mahashweta Devi, Binayak Sen, Kabir Suman, Varavara Rao must take a note. The intellectual-Mao nexus is over. We have allocated graves for the Maoists who have carried out today's attack.

    আমি এই বিয়ন্ত সিং কে ইন্দিরা গান্ধীর হত্যাকারী বিয়ন্ত সিং ভেবে চমকে উঠেছিলাম , পরে বুঝলাম পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা বলছে
  • a x | 118.195.222.89 | ২৬ মে ২০১৩ ১১:১৫611267
  • পিএম - শুধু গত এক সপ্তাহে কজন "মাওবাদী" মারা গেছে জানেন?

    অরুন্ধতী চেঁচাবেন না কেন? অরুন্ধতী যা যা চ্যাঁচানোর তা ভারতীয় সংবিধান ফলো করেই চেঁচান। এক্স্ট্রাজুডিশিয়াল কিলিং হলে চেঁচানোটা রাষ্ট্রের দ্বারা কার কিলিং হল তার ওপর নির্ভর করেনা। আপনার কাছে করতে পারে, সংবিধানে করেনা।
  • PM | 181.6.207.108 | ২৬ মে ২০১৩ ১১:৫৬611278
  • যুদ্ধ যুদ্ধের নিয়মেই হবে। তার জন্য জেনেভা কন্ভেন্সন আছে। সিভিল আইন সিভিল কাজ কর্মের জন্য তোলা থাক।

    কিষনজী না মরলে এতোদিনে অন্তত আরো হাজার খানেক জঙ্গল মহল বাসী ছবি হয়ে ঝুলে থাকতেন।

    ভারতীয় সংবিধান চেচানোর অধিকার যেমন দিয়েছে, চেঁচানি না শোনার অধিকার-ও তো দিয়েছে।
  • NILABHRA | 122.79.36.66 | ২৬ মে ২০১৩ ১১:৫৯611289
  • মাওবাদ সেইসব এলাকা তেই বর্তমান, যেখানে যেখানে সামন্ততন্ত্র সামাজিকভাবে প্রতিষ্ঠিত । মাওবাদ ঠিক communist extremist movement noy. এটা সামন্ততন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ । দুঃখ জনক ভাবে রাষ্ট্রযন্ত্র সামন্ততন্ত্রের পৃষ্ঠপোষক এখানে । কারন সামন্তপ্রভুই হর্তাকর্তা বিধাতা । একেই সিপিয়েম ম্যানিফেস্টো তে দোঁ-আশলা সামাজিক পরিস্থিতি হিসেবে বর্ণিত । মুস্কিল টা এটাই যে, মাওবাদ কে সঠিক মর্যাদা দিয়ে একে socio-political movement -এ রুপান্তরিত করার ইচ্ছে কোন political party-র ই নেই । কারণ এইসব political party গুলো সকলেই সব জেনেও সামন্তপ্রভুদের সঙ্গে আঁতাত করতেই বেশি ইচ্ছুক, কারণ তাতেই তাদের লাভ বেশি । সালোয়া জুদাম খাতায় কলমে যাই হোক, মহেন্দ্র কার্মার মতো সামন্তপ্রভুদের হাতে সালোয়া জুদাম যে ফ্যাসিস্ট এবং ফিউডাল আর্মি হবেই সেটা বুঝতে সময় লাগার কথা নয় ।
  • PM | 181.6.207.108 | ২৬ মে ২০১৩ ১২:১০611300
  • "এটা সামন্ততন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ "-- পশ্চিম বঙ্গে সেই অর্থে সামন্তা প্রভু আর নেই বলেই জানি, সলওয়া জুডুম-ও নেই। এখানে মাওদের প্রতিবাদ-টা কিসের জন্যে? জঙ্গল মহলের দারিদ্র আর অনুন্যয়নের জন্য? নির্বিচারে মানুষ মারা ছাড়া আর কোনো উপায় ছিলো না দারিদ্র ঘোচানোর?
  • সেন স্যর | 125.241.51.178 | ২৬ মে ২০১৩ ১২:৪০611311
  • ভারতের 'প্রধান' বামপন্থী ( ? ) দল কী বলছে দেখা যাক

    Barbaric Maoist Attack Condemned
    Sunday, May 26, 2013

    May 26, 2013

    Press Statement

    The Polit Bureau of the Communist Party of India (Marxist) has issued the following statement:

    The Polit Bureau of the CPI(M) strongly condemns the barbaric attack by the Maoists on a convoy carrying Congress leaders participating in the ‘parivartan yatra’ of the party in Bastar district of Chattisgarh. The attack has led to the death of 18 people including senior Congress leaders like the state Congress President and injuries to several others. This is the latest and most shocking example of the politics of violence and terror practiced by the Maoists against all their political opponents.

    The Chattisgarh government is answerable for the reported lack of security arrangements for the yatra. On the one hand the BJP government allows the killing of innocent tribals as happened last week in the name of fighting the Maoists and on the other hand it utterly fails to protect legitimate democratic activities in the state.

    The CPI(M) extends its condolences to the families of all those killed. It demands a high level enquiry into the incident. It also demands firm action to be taken to stop these Maoists depredations. It calls upon all democratic forces to fight the politics of violence by the Maoists.
  • সেন স্যর | 125.241.51.178 | ২৬ মে ২০১৩ ১২:৪৪611322
  • @ পম ( IP Address : 181.6.207.108 (*) Date:26 May 2013 -- 12:10 পম )

    দুষ্টু মাওবাদীরা না থাকলে জঙ্গল মহল আর জঙ্গল মহলের ততোধিক দুষ্টু মানুষগুলোর কথা কেউ একবার'ও ভেবে দেখত?
    বাম হোক বা ডান জঙ্গল মহলে মাওদের দুষ্টুমির পরেই কিন্তু সবাই একযোগে মড়া কান্না আরম্ভ করল।

    তার আগে?
  • b | 135.20.82.166 | ২৬ মে ২০১৩ ১৩:০০611333
  • আমার পক্ষ মারলে সেটাঅ অন্যায় নয়।
    আপনার পক্ষ মারলে সেটা অন্যায়।

    কারণ আমি সবসময় ভালো আর আপনি সবসময় খারাপ।
  • pinaki | 56.17.190.22 | ২৬ মে ২০১৩ ১৪:৫৫611344
  • সত্যি কথা বলতে একটা মিশ্র অনুভূতি হচ্ছে। এক তো মহেন্দ্র কর্মার ক্ষেত্রে মনে হচ্ছে যা হয়েছে বেশ হয়েছে। আবার একই সাথে মনে হচ্ছে রাজনীতির এই ধরণটা তো কোনো দিকে নিয়ে যাচ্ছে না। সশস্ত্র সিআরপিএফকে এনকাউন্টারে মারা তাও একরকম ছিল, পক্ষে পাঁচটা যুক্তি দেওয়া যায়, কিন্তু অন্য রাজনৈতিক দলের র‌্যালিকে ঘিরে ধরে নির্বিচারে গুলি চালানো - ঠিক লাগে নি। সশস্ত্র নিরাপত্তারক্ষী থাকলেও এটা একটা রাজনৈতিক প্রচার অভিযান ছাড়া অন্য কিছু ছিল না। মানে এই কনভয় নিয়ে আদিবাসীদের পেটানো বা উচ্ছেদ করতে যাওয়া হচ্ছিল, এমনও নয়। এবং মহেন্দ্র কর্মাকে সিঙ্গল আউট করে মারা হয়েছে এমনও নয়। র‌্যান্ডম গুলি চালানো হয়েছে। খানিকটা যেন মেসেজ দেওয়ার জন্য, যে নির্বিচারে সাধারণ আদিবাসীদের মারলে আমরাও নির্বিচারে কংগ্রেস নেতাকর্মীদের মেরে দেখাবো। হতে পারে বিগত কয়েকটা আদিবাসী হত্যার ঘটনায় আদিবাসীদের ভ্যানগার্ড হিসেবে মাওবাদীদের অস্তিত্ব হয়তো চ্যালেঞ্জের মুখে পড়ছিল। তাই কোনো না কোনো অ্যাকশন হয়তো নিতেই হত, আদিবাসীদের কনফিডেন্স দেওয়ার জন্য। কিন্তু যে উদ্দেশ্যে এই মেসেজ দেওয়া, সেটা কি সফল হবে? আমার তো ধারণা এতে করে স্টেট আরো তীব্র অ্যাটাক নামানোর পক্ষে জাস্টিফিকেশন পাবে, মানে ড্রোন অ্যাটাক, বা এয়ারফোর্স দিয়ে অ্যাটাক - এইসব। নৈতিকতার প্রশ্নটা বাদ দিলেও, শুধুমাত্র কৌশলের দিক দিয়ে দেখলেও, এই ঘটনা কী দেবে তা নিয়ে আমি খুব সিওর নই। মহেন্দ্র কর্মা এবং এতগুলো নেতা কর্মীর মৃত্যুতে স্টেট ভয় পেয়ে সালওয়া জুডুম বন্ধ করে দেবে, বা মাওবাদী খোঁজার নামে নিরীহ আদিবাসীদের আর মারা হবে না - এমনটা হবে কী? আমি নিশ্চিত নই। কারণ নিজের লোককে কনফিডেন্স দেওয়ার তাগিদটা স্টেটেরও ইকুয়ালি আছে, এবং সেজন্য প্রয়োজনীয় রিসোর্সও তাদের এই মুহুর্তে অনেক বেশী।
  • কৃশানু | 213.147.88.10 | ২৬ মে ২০১৩ ১৪:৫৮611355
  • পিনাকীদাকে প্রতিটা লাইনে ক।
  • PM | 181.6.207.108 | ২৬ মে ২০১৩ ১৫:২৮611366
  • সেন স্যার, তাহলে বলছেন রাশ্ট্রকে কোনো কিছু বোঝাতে গেলে হাজার খানেক র‌্যান্ডম লাশ ফেলা আবশ্যিক? অন্য আর কোনো উপায় নেয় আমাদের সংবিধানের চৌহদ্দিতে?

    তাই জন্যই বল্লাম শেষ মাওবাদী আর শেষ রাষ্ট্রিয় রাষ্ট্র/রাজ্নৈতিক দলের প্রতিনিধি না মরা পর্য্যন্ত চলুক এই যুদ্ধ।

    আর ভাববেন না যে এটা শুধু রাষ্ট্র বনাম মাওবাদী সন্ত্রাস-ই থাকবে। আর আমরা বসে আগুনে হাত সেঁকবো। পাকিস্থানে যেমন হয়েছে, এই সন্ত্রাস আমাদের ঘরের দোরগোরায় উপস্থিত হওয়াটা শুধু সময়ের অপেক্ষা।
  • a x | 118.195.222.89 | ২৬ মে ২০১৩ ১৭:৪১611378
  • এই হিসেবটা কি কেউ কখনো করেছে, বিভিন্ন প্রতিষ্ঠিত মূলধারার রাজনৈতিক দল কতগুলো খুন করে? সিপিএম তৃণ ইত্যাদিরা পরষ্পরের বিরুদ্ধে যে সংখ্যাগুলো ক্লেইম করে, সেগুলোতো সারা ভারতে মাওইস্টদের দ্বারা খুনের চেয়ে বেশি!
  • a x | 118.195.222.89 | ২৬ মে ২০১৩ ১৭:৪৩611389
  • জেনেভা কনভেনশন? ওয়াট আ জোক! ঐ বাঁশের মধ্যে শুয়োর ঝুলিয়ে নিয়ে যাবার মত লাশ ঝুলিয়ে বের করছে, এসবই জেনেভা কনভেনশনের মধ্যে নিশ্চয়ই?
  • pi | 34.164.19.36 | ২৬ মে ২০১৩ ১৮:২১611400
  • অক্ষদার এই ৫ঃ৪১ এর প্রশ্নটাই তো হীরক রাণীর টইতে করেছিলাম।
    ডিঃ দিয়ে যাই, এর মানে মাওবাদীদের হত্যার রাজনীতি সমর্থন করি, এমন নয়।
  • PM | 181.6.207.108 | ২৬ মে ২০১৩ ১৮:২৫611411
  • ব্যস, সবাই যখন খুন করে তাইলে আর কি, খুনকে আইন সঙ্গত করে দেওয়া হউক। কেঃ সঃ থেকে রাঃ সঃ সবাই চুরি করছে। চুরি টাও আইন্সঙ্গত হতে বাধা কি।

    আপনার যদি কাল মনে হয় আপনি বন্চিত, নিপীড়িত আর তার কারন আমি--তাইলে আমাকে খুন করার ন্যায্য অধিকার আপনারো হয়ে যাবে আর কি।
  • Tapas | 126.202.200.242 | ২৬ মে ২০১৩ ১৮:৪৬611422
  • পিনাকী ঠিকই বলেছে। হয়ত নিজেদের, আদিবাসীদের, মধ্যে একটা পরিমান বিশ্বাসযোগ্যতা তৈরী করাটা এই attack এর একটা উদ্দেশ্য ছিল। হয়ত আলাদা করে মহেন্দ্র কর্মার জন্যে একটা অপারেশন করা সম্ভব হয়নি। কিংবা একজন মানুষকে আলাদা করে সালওয়া জুডুম এর জন্যে দায়ী না করে রাষ্ট্র র যতজনকে পারা গিয়েছে টার্গেট করা হয়েছে। হিমাংশু কুমার যেমন লিখেছেন মহেন্দ্র কর্মার অবস্থান হয়ত ততটা trap এ পরার মত ছিলনা। সালওয়া জুডুম এর জন্যে পুরোটা দায়ী রমন সিং বা তিনি নিজে না হলেও, রাষ্ট্র তথা কেন্দ্র সরকারের পাশাপাশি তাদেরও কিছু উত্তর দিতেই হত। আর উত্তরটা দিতে হত মাওবাদীদের নয়, মানবতাবাদীদের। কিন্তু এখানেতো কিছু জায়গায় মানবতাবাদী বলে কারুর অস্তিত্ব স্বীকার করা হচ্ছেনা, বলা হচ্ছে অরুন্ধুতিরাও আসলে মাওবাদিদেরই সমর্থক। এর ফলে রাজনীতির যে জায়গায় রাষ্ট্রকে কিছু উত্তর দিতে হয় সে জায়গাটাকে অস্বীকার করা হচ্ছে। রাষ্ট্রের কাছে উত্তর না পাওয়ার, বা রাষ্ট্রের উত্তর দিতে না চাওয়াটার ফাঁক দিয়ে এসে পরেছে এই ধরনের অপারেশনগুলো।
  • PM | 181.6.207.108 | ২৬ মে ২০১৩ ১৯:০৮611433
  • "বলা হচ্ছে অরুন্ধুতিরাও আসলে মাওবাদিদেরই সমর্থক। "---- কালকের এই অক্রমনের বিরোধীতা করে অরুন্ধতীর কনো বিবৃতি চোখে পড়লে জানাবেন প্লিজ।

    ঠিক এর পরেই স্টেট নিশ্চিত ভাবে একটা বড় অপারেশন করবে। আমি নিশ্চিত যে তখন তার বিরুদ্ধে ওনার বক্তব্য জানার জন্যে আমাকে গোরু খোজা করতে হবে না।

    তথকথিত "মানবতাবাদী" দের যদি নিজেদের প্রাসংগিক আর গ্রহনযোগ্য রাখতে হয় তো নিজেদের দিক থেকেও কিছু প্রচেষ্ঠা নিতে হবে। নতুবা লোকে বলবে " অ , অরুন্ধতী বলেছে?" , তার্পর যে যার যার কাজ করতে থাকবে।
  • সুমিত রায় | 69.93.254.246 | ২৬ মে ২০১৩ ২১:০৮611444
  • "ঠিক এর পরেই স্টেট নিশ্চিতভাবে একটা অপারেশন করবে। আমি নিশ্চিত যে তখন তার বিরুদ্ধে ওনার বক্তব্য জানার জন্য আমাকে গরু খোজা করতে হবে না।"

    ঠিক একই কথা আদিবাসী ও মাওবাদী নিধনকারী বা পরোক্ষভাবে সালোয়া জুডুম-এর সমর্থকদের মধ্যে নিহতদের নিধনে বেদনাহত লোকেদের ক্ষেত্রে খাটে তো? স্টেট যখন মারে, তখন "প্রকৃত নিরপেক্ষ মানবতাবাদী"-দের নিজেদের গ্রহণযোগ্য বা প্রাসঙ্গিক রাখার দায় থাকে কি বা তা নিয়ে প্রশ্ন তোলা যায় কি?
  • PM | 181.6.207.108 | ২৬ মে ২০১৩ ২১:৫৫611455
  • খাটে তো, মাওবাদীরা অ্যাম্বুলেন্স/হাস্পাতাল উড়িয়ে দিলে যে নিরীহ মানুষগুলো মরেন তাদের জন্যেও খাটে
  • aranya | 78.38.243.161 | ২৭ মে ২০১৩ ০১:২৯611466
  • 'Most incidents were about the police murdering tribals, or kidnapping and raping tribal women. - হিমাংশু কুমারের লেখা থেকে।

    মাওবাদী আন্দোলন আদিবাসীদের যতটা উপকার করছে (আদিবাসী এলাকায় উন্নয়্ন, আদিবাসীদের দাবি-দাওয়া আগের চেয়ে সিরিয়াসলি কনসিডার করা ইঃ) , তার চেয়ে বোধহয় অপকার করছে বেশী। মাওবাদীরা অস্ত্র নামিয়ে রাখলে পুলিশ, সিআরপিএফ বা সালওয়া জুড়ুমের অত্যাচার অনেক কম হবে,আদিবাসীদের ওপর। মাওবাদী থিংক ট্যাঙ্ক তাদের এত বছরের সশস্ত্র অন্দোলনে ভারতের আদিবাসীদের কতটা লাভ-ক্ষতি হল, সেটা অ্যাসেস করেন কিনা জানতে ইচ্ছে হয়।
  • aranya | 78.38.243.161 | ২৭ মে ২০১৩ ০১:৪১611477
  • মহেন্দ্র কর্মা, অন্য কংগ্রেস কর্মী বা নিরাপত্তা রক্ষীদের মৃত্যু মাওবাদীরা নিশচয়ই সাফল্য হিসাবে দেখবে, কিন্তু এই একটা হামলার জন্য যতজন নিরপরাধ আদিবাসী যুবক খুন হবে, মার খাবে, জেলে পচবে, যত আদিবাসী যুবতী ধর্ষিত হবে রাষ্ট্রের বাহিনীর হাতে - সে হিসাব করলে ২৫-শে মে-র এই আক্রমণ-কে আদ্যন্ত ব্যর্থ বলেই মনে হয়।
    কতজন মাওবাদীকে এজন্য মরতে হবে সে হিসেব নাহয় বাদ-ই দিলাম, তারা মরবে জেনেই যুদ্ধে নেমেছে।
  • ranjan roy | 24.96.27.103 | ২৭ মে ২০১৩ ০১:৫২611489
  • কিছু ফ্যাক্টঃ
    ১) কতজন মাওবাদী হামলা করেছিল? চ্যানেলগুলো প্রথমে বলল ৫০০, পরে ৮০০, তারপরে ১০০০, কেউ প্রত্যক্ষদর্শীর কথা শুনে ১৫০০, যেন প্রত্যক্ষদর্শী ওই অবস্থায় ফল ইন করিয়ে গুনেছে!
    ----নির্ভরযোগ্য সংখ্যাঃ ১৫০ থেকে ২০০।
    সোর্সঃ ছত্তিশগড়ের বর্তমান ডিজি রামনিবাসের দেয়া স্টেটমেন্ট। বিশ্বরঞ্জন যখন ডিজি ছিলেন, মানে অপারেশন গ্রীন হান্ট যখন শুরু হয়, তখন থেকেই উনি অ্যান্টি-নক্সাল অপারেশনের চিফ। বস্তারের টেরেইন, অপারেশনের লজিস্টিক প্রবলেমগুলো ওঁর চেয়ে বেশি কেউ জানে না। কাজেই অ্যামেচারদের ইম্প্রেশনিস্টিক অনুমানের চেয়ে ওঁর বক্তব্যের বুনিয়াদ বেশি নির্ভরযোগ্য।
    ২) ওরা মহেন্দ্র কর্মাকে আলাদা করে টার্গেট করেনি। নির্বিচারে গুলি চালিয়েছে।
    ---- ভুল।
    সোর্সঃ বিলাসপুরের পুরনো কংগ্রেসি নেতা বিবেক বাজপেয়ির সঙ্গী ডাক্তারের বয়ান। ওরা নন্দকুমার প্যাটেলের দুটো গাড়ির পরের গাড়িতেই ছিল। ওদের কথানুযায়ীঃ সুকমা হয়ে জগদলপুর ফেরার পথে দরবা ঘাটির( ঘাটি বা ঘাট মানে পাহাড়, টিলা বা পাহাড়ি টেরেন) কাছে তিনদিকে পাহাড়ের সামনে একটি ছোট নালার ওপর পুল দিয়ে গোটা কুড়ি গাড়ির কনভয় যাওয়ার সময় দুটো গাড়ি পুল পেরোতেই ওরা পুলে ব্লাস্ট করায়। পুল ভেঙে যাওয়ায় গোটা কনভয় যেন ইঁদুর কলে আটকা পড়ে। তিনদিকের উঁচু পাহাড় থেকে ঘন্টা দুই অজস্র গুলি চলে। এদের সঙ্গের সিকিউরিটি কিছু পাল্টা গুলি চালায়। কিন্তু পাহাড়ের ওপর জঙ্গলের আড়াল থেকে ছুটে আসা গুলি ও গ্রেনেডের মোকাবিলায় এসব অপর্যাপ্ত ছিল। প্রায় প্রতিটি গাড়িতে গুলি লাগে । প্রচুর লোক আহত হয় । এরা সব গাড়ি থেকে নেমে মাটিতে শুয়ে পড়ে ।
    (মহেন্দ্র কর্মা জেড ক্যাটেগরির সুরক্ষা প্রাপ্ত।)
    এরপর গোলাগুলি বন্ধ হলে ওরা বন্দুক উঁচিয়ে পাহাড় থেকে নেমে আসে এবং কনভয়কে ঘিরে ফেলে। যারা গাড়ির ভেতরে ছিল সবাইকে মাথার ওপরে হাত তুলে বেরিয়ে আসতে বলে। তারপর জিগ্যেস করে -- তোমাদের মধ্যে মহেন্দ্র কর্মা কে? অনেকে বলে জানিনা। ওরা বলে সবার আইডেনটিটি কার্ড দেখা হবে, মিথ্যে বললে গুলি করা হবে। এভাবে ওরা মহেন্দ্র কর্মাকে পেয়ে যায়। উনি প্রাণভিক্ষা চান। ওরা পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জে গুলি চালিয়ে ঝাঁঝরা করে দেয়, তারপরও মাথায় বাড়ি মারে।
    তারপর বলে লখমা কায়াসী কে? নন্দকুমার প্যাটেল কোনজন?
    লখামা ক্যায়াসী গুরুতর আহত হন। আর একটু পরে নন্দকুমার প্যাটেল ও তাঁর ছেলেকে ওরা পিছমোড়া করে বেঁধে নিয়ে যায়। (সকালে ঘটনাস্থল থেকে ৫০ মিটার দূরে পিতাপুত্রের গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া যায়।)
    এরপর ওরা ইন্স্পেক্টরকে সবার মোবাইল জব্দ করে , আইডি কার্ড দেখে একজন স্থানীয় পুলিশ সাব ইন্স্পেক্টরকে মেরে ফেলে। ডাক্তার ও অন্যান্য সিভিলিয়ানদের জল খেতে দেয় ও ইনজেকশন লাগাতে দেয়। তারপর সবাইকে রাস্তার ওপর শুয়ে থাকতে বলে ওরা চলে যায়।

    তারপর গতকাল রাত থেকে বস্তারে প্রচন্ড বৃষ্টি শুরু হয়। ফলে রাতের উদ্ধারকার্য স্থগিত রাখতে হয়।
    তাই জগদলপুরের মহারাণী হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ইন্দিরা গান্ধীর সময়ের ( ইমার্জেন্সির সময়ের) দাপুটে নেতা ৮৪বছর বয়সের বিদ্যাচরন শুক্লাকে তিনটে গুলি শরীরে ঢোকার পরও গুরগাঁও নিয়ে যেতে প্রায় ১৫ ঘন্টা দেরি হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন