এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সদ্যগঠিত বিজেপি সরকারের অর্থনৈতিক নীতি এবং সেই সংক্রান্ত পদক্ষেপের সুফল কুফল

    pinaki
    অন্যান্য | ০৮ জুন ২০১৪ | ২৮১৬৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pinaki | 93.180.243.109 | ০৮ জুন ২০১৪ ০৩:০৩642772
  • রামসীতা, গোমাংস, এসব নিয়ে আলোচনা যেমন চলছে চলুক। আমার কাছে ব্যক্তিগতভাবে এই এজেন্ডাগুলো খুব গুরুত্বপূর্ন নয়। আমার মনেও হয় না এখুনি প্রচুর বড় দাঙ্গা ইত্যাদি বাধানো বিজেপির এজেন্ডায় রয়েছে। কিন্তু এই যে বড় বড় কর্পোরেটরা আনুমানিক ৫০০০ কোটি টাকা বিজেপির ক্যাম্পেনে ঢাললো, তার রিটার্নের কী হবে? এর মধ্যেই প্রতিরক্ষায় ১০০% এফ ডি আই, ব্যাংকের কাজের রিলায়েন্সের মাধ্যমে আউটসোর্সিং, কয়লার বেসরকারিকরণ - এরকম সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। সামনে হয়তো গ্যাসের দাম দ্বিগুণ হতে চলেছে। এজেন্ডায় রয়েছে রিটেলে এফডিআই, রেলের বেসরকারীকরণ, আস্তিনের নীচ থেকে উঁকি মারছে মাওবাদীদের ঝাড়ে বংশে নির্মূল করে ছত্তিশগড়ের খনিজ সম্পদ কর্পোরেটদের হাতে তুলে দেওয়া, ইত্যাদি। এগুলো নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা হোক। বিজেপিকে যাঁরা ভোট দিয়েছেন তাঁরা এগুলো নিয়ে কী আশা রাখেন তাঁদের সরকারের থেকে - সেটাও শুনতে চাই। কালো টাকা, দুর্নীতি, সামাজিক সুরক্ষা, শ্রম আইন, চিকিৎসা, শিক্ষা - এসব নিয়েই নীতির প্রশ্নে, পদক্ষেপের প্রশ্নে আলোচনা হোক।
  • কমা | 125.187.37.165 | ০৮ জুন ২০১৪ ০৭:২৫642883
  • প্র্ধানমন্ত্রী মোদি এখনো অবধি যাযা বলেছে আর করেছে আমার খারাপ কিছু লাগেনি। মন্ত্রীদের বলেছে কাজে জোর দিতে, পর্লামেন্টে ঠিকমতো হাজিরা দিতে আর কথা বলতে আর আমলাদের বলেছে নির্ভয়ে ঠিকঠাক কাজ করতে। কালো টাকার কমিটিটা কাজ শুরু করেছে দেখি কি করে। আগে দেখা জাক কি হয়।
  • কল্লোল | 125.242.240.217 | ০৮ জুন ২০১৪ ১১:৪৪642994
  • প্রতিরক্ষায় ১০০% এফ ডি আই, ব্যাংকের কাজের রিলায়েন্সের মাধ্যমে আউটসোর্সিং, কয়লার বেসরকারিকরণ - এরকম সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। সামনে হয়তো গ্যাসের দাম দ্বিগুণ হতে চলেছে। এজেন্ডায় রয়েছে রিটেলে এফডিআই, রেলের বেসরকারীকরণ, আস্তিনের নীচ থেকে উঁকি মারছে মাওবাদীদের ঝাড়ে বংশে নির্মূল করে ছত্তিশগড়ের খনিজ সম্পদ কর্পোরেটদের হাতে তুলে দেওয়া, ইত্যাদি।
    এগুলো নিয়ে কমার কি বক্তব্য?
  • dd | 132.167.171.118 | ০৮ জুন ২০১৪ ১১:৪৮643105
  • রিটেলে এপ ডি আই নিয়ে আমার নিটোল বক্তব্য আছে। কিন্তু আপনেরা রেগে যাবেন। কেউ কইবেন "এই ট্রিভিয়ালাইজ কচ্ছে" কেউ ধমকাবেন "ব্যাটা ভলান্টিয়ার"। অন্য জনে কইবেন "ঝ্যাও ঝ্যাও, আগে অমুক আর তুসুকের বই পড়ে এসো, তার পরে মুখ খুলো।"

    সে জন্য চুপ করে আছি।
  • Arpan | 125.118.156.184 | ০৮ জুন ২০১৪ ১২:০২643216
  • রিটেলে এফডিআই নিয়ে কী পদক্ষেপ নেয় সেটা দেখতে আমি আগ্রহী। বিশেষ করে যখন ছোট ও মাঝারি ব্যবসায়ীরা বিজেপির একটা বড় ভোটব্যাঙ্ক।

    ডিডিদা কন।
  • কল্লোল | 125.242.240.217 | ০৮ জুন ২০১৪ ১২:২১643294
  • রিটেলে এফডিআই নিয়ে আমি ডিডির সাথে একমত। ভারতের বড় খেলোয়াড়েরা বহুদিনই মাঠে নেমেছেন। তাতে লুরুর ছোট ও মাঝারী ব্যবসায়ীদের খুব যে একটা উনিশ-বিশ হয়েছে তা নয়।
    আমি যেথায় থাকি (আলসুর) সেটি লুরুর প্রায় মধ্যিখানে। একদিকে কেম্ব্রিজ লে আউট, আলসুর লেক সংলগ্ন উচ্চমধ্যবিত্ত/উচ্চবিত্তদের এলাকা। বাকিটা নিম্নমধ্যবিত্ত/নিম্নবিত্তদের এলাকা। গোটা আলসুর জুড়ে প্রচুর রিলায়েন্স, মোরের মতো বড় থেকে টপ ইন টাউন গোছের মাঝারী ডিপ-স্টোর প্রচুর। তার সাথে পাল্লা দিয়ে পাড়ার ছোট দোকানদার দিব্যি চালাচ্ছে। আমি তো সাত বছর ধরেই দেখছি। বরং মজার ব্যাপার উঠে গেছে দুটো দোকান, দুটোই মদের অন-শপ।

    এর পর ওয়ালমার্ট এসে কি করবে জানিনা।
    যতদূর মনে পরে কর্নাটক তো রিটেলে এফডিআই নিয়ে হ্যাঁ করেছে প্রায় একবছরের উপর হয়ে গেলো। ওয়ালমার্ট ডায়মন্ড সিটিতে একটা অপিস ছাড়া আর কিছু খোলে নি।
  • কমা | 125.187.38.228 | ০৮ জুন ২০১৪ ১২:২২643305
  • কল্লোলকাকু আপনি যে পয়েন্টগুলো তুললেন সেগুলো নিয়ে আমি তেমন কিছু জানিইনা তো বলবো কি। রিটেলে এফ্ডিআই হতে দেবেনা এটা বলেছে দেখেছি, কিন্তু কেন দেবেনা হলে কিহবে সেসব কিছুই বুঝিনি। কদিন আগে সবাই মিলে এই নিয়ে খুব তক্কো করল কাগজে আর টিভিতে কিন্তু প্রায় কিছুই বুঝিনি। আর প্রতিরক্ষা মতিরক্ষা তো আরৈ বুঝিনা ঃ( মোদি বলেছিল সরকার বানালে উন্নয়ন করবে আর অনেক লোকের চাকরি দেবে, সেটা হলেই হলো।
  • কল্লোল | 125.242.240.217 | ০৮ জুন ২০১৪ ১২:২৪643316
  • কমার মন্তব্যগুলি খুবই নিষ্পাপ গোছের।
  • কমা | 125.187.38.228 | ০৮ জুন ২০১৪ ১২:২৭643327
  • আমি যে পাড়ায় থাকি সেখানে দুএকজন দোকানদার বলে রিটেলে এফডিআই এলে ওদের কিস্যু হবে না কারন বাধা খদ্দের আছে। মানে যখোন খুব তক্কো হতো তখোন বলতো। আর আমার কলেজের দাদা বলে রিটেলে এফ্ডিআই খুব খারাপ সে দাদাও বিজেপি। তো বুঝতেই পারছো আমি টোটাল কনফিউজ।
  • Arpan | 125.118.156.184 | ০৮ জুন ২০১৪ ১২:২৮642784
  • খুব সুইট আর নিষ্পাপ।

    ওনারে পিংক চাড্ডি কইলে উনি কি খচে যাবেন?
  • কমা | 125.187.38.228 | ০৮ জুন ২০১৪ ১২:২৮642773
  • এইরে ঃ)
  • lcm | 118.91.116.131 | ০৮ জুন ২০১৪ ১২:৩২642817
  • যে ধারা এদ্দিন ধরে চলে এসেছে, তাই তো হবে। বিজেপি এসে কিসের পলিসি কি হাতিঘোড়া বদলাবে। নিষ্পাপ চিন্তাভাবনা।
    বিজেপির সংস্কৃতি, বিজেপির অর্থনীতি ... যেন বিজেপি মঙ্গল গ্রহ থেকে এসেছে ! ধুর, ধুর।
  • তাপস দাশ | ০৮ জুন ২০১৪ ১২:৩২642806
  • চাদ্দি এবার থেকে বোধহয় নেম কলিংএর আওতায় পড়ে যাবে ।
  • কমা | 125.187.38.228 | ০৮ জুন ২০১৪ ১২:৩২642795
  • নানা খচবো না। কিন্তু পিংক চাড্ডি কেন? পিংক মানে কি শুওর চাড্ডি? হিহি ঃ)))
  • কমা | 125.187.38.228 | ০৮ জুন ২০১৪ ১২:৩৭642828
  • তাপসদা আমাকে যাইচ্ছা নেম কল করতে পারো এটুকু নেম কলে আমার কিছু যায় অসবে না। বুঝতেই পারছো আমি বন্ধুদের সাথে যে ভাশায় কথা বলি সে ভাষা বার করবো না তোমরা আমার থেকে সবাই অনেক বড়ো আর আমাকে আগেই বলে দেওয়া হয়েছে খুব ভদ্রভাবে পোস্ট করতে এক্টাও বাজে শব্দ ইউজ না করে।
  • তাপস দাশ | ০৮ জুন ২০১৪ ১২:৪০642839
  • আমি অপরিচিতদের নেম কলিং করি না । যার -তার সঙ্গে তুমি-তুইতে চলেও যাই না, ন্যূনতম মিল না- দেখলে । যতই আচ্ছে দিন আসুক । দুগ্গা দুগ্গা ।
  • কমা | 125.187.38.228 | ০৮ জুন ২০১৪ ১২:৪২642850
  • ঠিক আছে আপনাকে আপনি বলবো তুমি বলার জন্য দুঃখিত ঃ)
  • কমা | 125.187.38.228 | ০৮ জুন ২০১৪ ১২:৪৩642861
  • ঠিক আছে তাপসবাবু আপনাকে আপনি বলবো তুমি বলার জন্য দুঃখিত ঃ)

    আগের পোস্টে একটু ভুল ছিল।
  • pi | 192.66.51.186 | ০৮ জুন ২০১৪ ১২:৫৩642872
  • কমার পোস্টগুলো পড়ে মাঝে মাঝে মনে হয় মজা করে লিখছেন।বিজেপি সমর্থকের ফেকঃ)
  • কমা | 125.187.38.228 | ০৮ জুন ২০১৪ ১৩:০২642884
  • যাব্বাবা! যাই হোক আমি আমার মতো লিখি আপনাদের যা মনে হয় হবে।
  • lcm | 118.91.116.131 | ০৮ জুন ২০১৪ ১৩:০৯642895
  • কেন মজা করে কেনো। অনেক ব্যবসায়ীই মনে করে ওয়ালমার্ট এলে তাদের বিজনেসে কোনো ইম্‌প্যাক্ট হবে না। আবার অনেকে মনে করে হবে।
    এটা বুঝতে এত অসুবিধার কি আছে।
  • lcm | 118.91.116.131 | ০৮ জুন ২০১৪ ১৩:১২642906
  • ইন ফ্যাক্ট, এই থ্রেডে কমার পোস্টে তো আমি অস্বাভাবিক কিছু দেখতে পাচ্ছি না।
    কমাকে বিজেপি সাপোর্টার বা ঐ যে তোমরা কি বলো না , চাড্ডি না কি - তেমন কিছুও তো মনে হচ্ছে না।

    এই জে লেবেলিং - এটা আমরা সিঙ্গুর/নন্দীগ্রামের সময় ও দেখেছি। আমার সঙ্গে মতের মিল না হলেই - ব্যস, চাড্ডি ফাড্ডি কিছু একটা লেবেল সেঁটে দাও।

    এ মোটে ভালো কথা নয়।
  • pi | 116.212.105.158 | ০৮ জুন ২০১৪ ১৩:২৭642917
  • ঐ পোস্টের জন্য বলিনি লসাগুদা
  • lcm | 118.91.116.131 | ০৮ জুন ২০১৪ ১৩:৪৯642928
  • ও আচ্ছা।
  • কমা | 125.187.38.228 | ০৮ জুন ২০১৪ ১৩:৫৮642939
  • ইয়ে আমি বিজেপি সাপোটার তো বটেই মানে আমার নিজের এই নিয়ে কোন সন্দেহ নেই। তবে এটাও ঠিক বিজেপির সব কিছু নীতি যে আমি বুঝি তাও না, সবকিছু নিয়ে আমার মতামতও নেই। এই টইতে বিজেপির পলিসি নিয়ে কল্লোল বাবু (ওনাকেও কি কাকু বললে রেগে জাবেন?) আমার নাম করে আমার মত জানতে চাইলেন তাই বল্লাম এই নিয়ে তেমন কিছু জানিনা। নাহলে বোধায় এই তইতে আমি পোস্টই করতাম না কারন মাইরি বলছি এসব আমি ভালো বুঝিনা। আমার আপত্তি ছিল রামসিতা কে খিল্লি করা নিয়ে সে আপত্তির কথা বলেছি। এবার দেখছি অনেকেই আমায় জিগ্যেস করছেন অমুক ব্যাপারে আপনার মত কি আমি আমার যা মনের কথা তাই বলছি তাই নিয়ে আবার আরো অনেকে কমেন্ট করছেন। যেমন কাল গোহ্ত্যা নিয়ে হলো। আমায় জিগ্যেস না করলে এই নিয়ে কিছু বলতামনা তবে জিগ্যেস যখন করা হলো বল্লাম। এবার আপনাদের যদি মনে হয় আমি চাড্ডি তো আমি চাড্ডি, যদি মনে হয় ফেক বিজেপি তো আমি ফেক বিজেপি। আপানাদের মনে হওয়া আমি কি করে আটকাবো। তবে বিজেপিকে আমি সমর্থন করি আর করেও যাবো এটাতে কারুর ডাউট রাখা ঠিক হবেনা।
  • lcm | 118.91.116.131 | ০৮ জুন ২০১৪ ১৪:২০642950
  • রামসিতা! ও, রাম-সীতা - পৌরানিক চরিত্রদের নিয়ে বাজে ইয়ার্কি মারলে আপত্তি করেছ - বেশ করেছ। তাতে অসুবিধে কোথায়। ইয়ার্কিতেও অসুবিধে নেই, ইয়ার্কির পোতিবাদ করলেও অসুবিধে নেই। কথার পৃষ্ঠে কথা তো চাই, নইলে আর কিসের ফোরাম। মারপিট, খুনখারাবি না করলেই হল।

    আর, বিজেপি সাপোর্টার ওয়েলকাম। খুব ভালো লাগল যে তুমি নিজেই বললে বিজেপি সাপোর্টার।

    আমিও বিজেপি সাপোর্টার - তবে বিকেলের দিকে। আমি সুবিধাবাদী মতবাদের সমর্থক। সকালে কংরেস, বেলা বাড়লে তিনোমুল, দুপুরে সিপিএম, বিকেলে বিজেপি, সন্ধে থেকে আন্তর্জাতিক - ওবামা, পুতিন এই সব।
  • কমা | 125.187.38.228 | ০৮ জুন ২০১৪ ১৪:৩১642961
  • ঠিক আছে ঃ)
  • Ranjan Roy | ০৮ জুন ২০১৪ ১৬:৫৭642972
  • অ্যাই কমা,
    আমাকে কাকু কেন দাদু বললেও কিছু মনে করব না,( বরং না বিইয়েই কানাইয়ের মা) গোছের খুশি হতে পারি।ঃ))))

    আমি এই সুতোয় বলতে চাইছি যে কমা যে ভাবে বা যে কারণে বিজেপি সমর্থক, সেই ভাবে ও সেই কারণেই প্রচুর অধ্যবিত্ত শহুরে বাঙালী ( গাঁয়ের কথা জানিনে) , বাম পরিবারের ছেলে ( আমার এক ভাইপোর সঙ্গে কথা বললাম) এবার বিজেপি-সমর্থক, আসলে মোদি-সমর্থক হয়েছে। তাই এদের বিজেপির ক্ল্যাসিকাল ইস্যুগুলো নিয়ে প্রশ্ন করে লাভ নেই।
    এদের এজেন্ডা ও আশা-- মোদি দেবেন করাপশন ফ্রি, স্মার্ট গভর্ন্যান্স ও চাগ্রি।--ব্যস্‌।
    মনে হয় ঈশানের ডকু অনেকাংশে সঠিক।
  • sm | 122.79.38.80 | ০৮ জুন ২০১৪ ১৭:৩৭642983
  • কল্লোলবাবু, কিছু আগে একটা পোস্টে বললেন, বহু সি পি এম সমর্থক, ইনক্লুডিং মুসলমান সমর্থকেরা বি জে পি তে যোগ দিচ্ছে। এটার সংখ্যা কেমন?
    আমার তো মনে হয় কংগ্রেসের অবস্থা তা আরো বেশি কৌতুহলোদ্দীপক। প্রদীপ ঘোষ যোগ দিলেন ,আরো বহু নেতা ও কর্মী জুটবে।
    মনে হয় কিছু বাম শরিক দল, তিনমূলে ভিড়বে। কারণ লজ্জায় বি জে পি তে যোগ দিতে পারবে না।
    সি পি এম কি করবে কোটি টাকার প্রশ্ন। বি জে পির সঙ্গে ভিড়লেই ভালো। কিন্তু আইদিওলজির সঙ্গে, বাস্তব পরিস্থিতির এমন সংঘাত আগে দেখি নি।
  • haripada guchhaait | 122.79.37.115 | ০৮ জুন ২০১৪ ১৭:৪২642995
  • কমাবাবুর পোস্ট পড়ে কষ্ট হচ্ছে। প্রতারিত হবেন জানলে আর কি হতে পারে। অবশ্য একটা ব্যাখ্যা দিয়ে রাখা ভাল আর্থসামাজিক পিরামিডের যিনি যত নীচে তিনি তত প্রতারিত হবেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন