এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  আলোচনা  বিবিধ

  • ইসলাম ও ইসলামফোবিয়া

    3-dots
    আলোচনা | বিবিধ | ১৫ নভেম্বর ২০১৫ | ১৫২২৫ বার পঠিত
  • প্যারিস থেকে চিত্রশিল্পী সাহাবুদ্দিনঃ
    "এত ভয় আগে কখনও পাইনি। এত অসহায় আগে কখনও মনে হয়নি নিজেকে। মুম্বইতে যে রকম হামলা হয়েছিল, প্যারিসে হুবহু সে রকমই দেখলাম। মুম্বইয়ের ঘটনা টিভিতে দেখেছিলাম। ভয়ঙ্কর! এ বার প্যারিসে নিজেই সেই পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম। এমন জঘন্য কাজ কারা ঘটাতে পারে! কোন ধরনের মানুষ তারা? অথবা আদৌ মানুষ কি? আমার সত্যিই আতঙ্কের ঘোর কাটছে না। গোটা রাত ঘুমতে পারিনি। এখন কথা বলতেও কষ্ট হচ্ছে। কিন্তু ঘুমিয়ে পড়ব, তেমন মানসিক স্থিতিতে পৌঁছতে পারছি না।"
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin | 11.39.36.36 | ১৫ নভেম্বর ২০১৫ ১৯:২৫687595
  • সচ, তারা এই রকম লুকিয়ে চুরিয়ে ঠান্ডা মাথায় নিরীহ মানুষ খুন করতো?
  • sinfaut | 127.195.60.239 | ১৫ নভেম্বর ২০১৫ ১৯:২৭687628
  • পাকিস্তান?!!! ল্লে হালুয়া!!! এত করে ব্রতীনকে রক্ষা করলাম তার এই পরিণতি করলে শেষ পর্যন্ত? তুমি বরং পনীরের সাথে কী খাওয়াবে তার যোগাড় কর।
  • রোবু | 233.29.204.2 | ১৫ নভেম্বর ২০১৫ ১৯:২৭687617
  • সচদা ভুল করছেন। সিরিয়া ইজিপ্ট এবং বেশিরভাগ আফ্রিকান দেশই নিজেদের ইন্টারনাল সমস্যায় দীর্ণ।
    সিরিয়ার প্রেসিডেন্ট বাশার এল আসাদ তো আইসিসের বিরুদ্ধে লড়ছেন, আর তাঁর বিরুদ্ধে লড়ছে আমেরিকা (এবং ফ্রান্স)। এইভাবে পরোক্ষ হলেও আমেরিকা আইসিসাকেই শক্তিশালী করছে। এটা কোনও কন্সপিরেসি থিওরি নয়।
    আইসিসকে কোনো দেশের গভর্নমেন্টই সরাসরি সপোর্ট কোরে না, তবে সৌদি সিম্প্যাথাইজার।
    সিচুয়েশন খুবই কমপ্লেক্স, কিন্তু কার কী ভূমিকা, ওয়েল ডকুমেন্টেড।
  • . | 208.7.62.204 | ১৫ নভেম্বর ২০১৫ ১৯:২৭687606
  • দাদা আমাকে সিকিউরিটি চেকের সময়ে ন্যাংটো করে কাউন্টারের সামনে নাচ করালেও আপত্তি নেই, পেছনে ফোর্সেপ ঢোকালেও আপত্তি নেই। যতক্ষন জানি যে এতে করে আমার প্লেনটা উড়ে যাওয়ার চান্স মিনিমাইজ হচ্ছে ততক্ষন সানন্দে পেছনে আরেকটা ফোর্সেপ ঢোকাতে বলব। মাইরি বলছি দাদা, রাশিয়ান যাত্রীরা যারা ইজিপ্টের এয়ারপোর্ট থেকে প্লেনে উঠেছিল ওরা আকাশে বোম ফেটে মরার জন্য ওঠেনি।
  • ক্রূর সিং | 117.167.116.246 | ১৫ নভেম্বর ২০১৫ ১৯:২৮687639
  • না, লুকিয়ে করার দরকার পড়তো না। ওপেনলি নির্বিচারে মারতো। আফ্রিকায় বেলজিয়াম, ফ্রান্স ইত্যাদি দেশের কীর্তির বর্ণনা ওয়েল ডকুমেন্টেড।
  • ক্রূর সিং | 117.167.116.246 | ১৫ নভেম্বর ২০১৫ ১৯:৩০687650
  • মাইরি, সিরিয়াস টপিকে এরকম করে হাসালে খেলবো না।
  • ... | 184.114.219.178 | ১৫ নভেম্বর ২০১৫ ১৯:৩১687661
  • ফুটকিকে ক। তিনবেলা যে অন্হিক (বানান ঠিক করতে পারছি না। ণ কি করে লেখে?) করে তার problem আছেই তো। একদম একমত। তবে তাদের অন্হিক করতে করতে কারো হিন্দু রাষ্ট্র বানানো বা লোকজন গলা কেটে মারার ইচ্ছে জেগেছে বলে জানা যায় না। mass স্কেল-এ এরকম জানা গেলে তাদের নিয়েও লেখালিখি হবে।
  • রোবু | 233.29.204.2 | ১৫ নভেম্বর ২০১৫ ১৯:৩২687672
  • "গ্লোবাল তেররিজমে পাকিস্তানের চেয়ে অনেক বেশী ভূমিকা মনে হয় ইজিপ্ট, সিরিয়া, আর কিছু আফ্রিকান দেশের।" - কিন্তু মোস্টলি তাঁদের গভরন্মেন্টের না, এটা বলতে চেয়েছিলাম।
    গভর্নমেন্টের দোষ দেখতে হলে, সবচেয়ে বেশী দায়ী সৌদি, সারা পৃথিবী জুড়েই। তেলের টাকায় ডিস্টেবিলাইজ করা হচ্ছে আর ব্রেনওয়াশ করা হচ্ছে সব দেশেই যেখানেই স্ট্রং প্রশাসন নেই।
    আমেরিকা ফিরেও দ্যাখে না।
    যাকগে, আর লিখব না, সবই জানা কথা।
  • রোবু | 233.29.204.2 | ১৫ নভেম্বর ২০১৫ ১৯:৩৫687695
  • সিফোদা, রক্ষা ব্যাপারটা পোস্টটায় বড্ড এপারেন্ট ছিল, যার জন্যই তখন রিপ্লাই দিলাম। শুধু রঞ্জনদা কেন ক দিয়ে গেলেন বুঝিনি, ভালো করে পড়েননি বোধ হয়।
    পৃথিবীতে তিনটে দেশ।
    হিন্দু দেশ - ভারত।।
    মুসলিম দেশ - পাকিস্তান।
    ক্রিশ্চান দেশ - আমেরিকা।
  • Arpan | 74.233.173.203 | ১৫ নভেম্বর ২০১৫ ১৯:৩৫687683
  • মাইরি, সেশে পাকিস্তান!!
  • Arpan | 76.249.82.182 | ১৫ নভেম্বর ২০১৫ ১৯:৩৯687717
  • কার ফেবু স্টেটাসে যেন পড়লাম গোরু খেলে চাড্ডিরা কেন পাকিস্তানেই চলে যেতে বলে, বেশ তো মোদিবাউ ভিসা টিসা বানিয়ে আম্রিকায় পাঠিয়ে দিলেই পারে!
  • sinfaut | 127.195.60.239 | ১৫ নভেম্বর ২০১৫ ১৯:৩৯687706
  • এমনিতেই এখন যা বাজার, তাতে কোন ঘটনার সমালোচনা করা মারাত্মক কঠিন। এক লাইন লিখে একসাথে, চাড্ডি, ছাগু, অ্যাপোলজিস্ট, ছুপা জামাত, ব্যাথা খাওয়া বাম সব হয়ে যেতে পারি। প্যারিসের পর বাজারে এসেছে সিনেপলিটিক্স ( এটা কী ভাবে হওয়া যায় তার কোর্স করছি, তবে দেখেশুনে মনে হচ্ছে এটা হওয়া একটু কঠিন, কমসেকম পাঁচ বছর প্রথম বিশ্বে থাকতে হবে, আর সীন নদীর দুপাড়েরই তরঙ্গ নিয়ে জ্ঞান থাকতে হবে)। তো, এসব থেকে দুরে থাকাই ভালো। তাও এক বন্ধু পশ্চিম্বঙ্গ কী একটা মঞ্চ শেয়ার করেছে দেখে মালের ঘোরে খুব সে লিখে এলাম, সেটাই এখানে তুলে দিইঃ

    "এই তো খ‍াঁটি অ্যাপোলজিয়া এসে গেছে। অথচ প্রতিটি প্রশ্ন যুক্তিপূর্ণ। কেন বললাম? কারণঃ
    ১। সত্যিই মানুষের রক্তের মূল্য দেশভেদে বদলে যায়। সত্যিই বেইরুট বা লেবানন আর প্যারিস প্রায় কারও কাছে নয় সমান। যদিও তাই হওয়া উচিত ছিল।
    ২। সত্যিই ফরাসী পতাকা প্যালেস্তাইন বা সিরিয়ার থেকে সহজলভ্য।
    কিন্তুঃ
    ৩। যারা লিখছেন তাদের কতজন বেইরুট নিয়ে সিরিয়া নিয়ে তাদের রিফিউজি সমস্যা নিয়ে লিখেছেন এর আগে?
    ৪্। কতজন বোকো হারাম নিয়ে, আইসিস নিয়ে প্রশ্ন করেছেন?
    ৫। নাকি যেহেতু অস্ত্রসাহায্য করেছে ইউএস আর ব্রিটেন, আর গলায় যখন কোরাণ আর আল্লাহ আকবর তখন ভেবেছেন, ও তো নিজেদেরই দামাল ছেলে, একটু বেড়েছে, কিন্তু পরে হয়ত আমাদেরই (মানে মুসলমানদের) উপকারে লাগবে। আমাদের আর দায় কী? আর বেশি বাড়াবাড়ি করলে তো আছেই রিলিজিয়াস টেকস্ট এর অ্যাম্বিগুউটির পিছনে দাঁড়িয়ে এই ঘোষনাঃ "উহা ছহি ইছলাম নাহে"। সেই টেকস্ট যা সুযোগমত 'এ'ও হয় আবার 'অ্যা'ও হয়?
    ৬। পশ্চিমদেশ মদত দিয়ে অস্ত্র দিয়ে এই আবহ তৈরী করে রেখেছে। ঠিক কথা। বারবার মনে করিয়ে দিচ্ছেন, সেও খুব ঠিক কাজ। কিন্তু সেই আবহে যা তৈরী হয়েছে তা পৈশাচিক, অবমানবিক (আমি ইসলামি টেররিজম এর কথা বলছি), এবং তা তৈরী হতে পেরেছে কারণ মধ্যপ্রাচ্যের বহুদেশ শুধুমাত্র এক আউটডেটেড ধর্মগ্রন্থকে সব জ্ঞানের আধার বলে মেনে চলে লজিক রীজন সব জলাঞ্জলি দিয়েছে বলে, এই কথাটা কাউকে বলতে শুনলাম এই লিঙ্কে? নাহ্।
    ৭। বরং উল্টে শুরু হয়ে গেছে কনস্পিরেসী থিওরির চর্চা। সুপ্পোসেদ্ল্য ইসিস, সুপ্পোসেদ্ল্য ইস্লমিস্ত তের্রোরিস্ত এইসব কথা। তাই যখন এই সিরিয়া ইরাক দেখিয়ে বিশ্বভ্রাতৃত্ব বোধ চাগাড় দিয়ে ওঠে তখন একটা কথাই মনে হয়। ভাই, আসলে বলো তো আইসিস এর কাজকে ধিক্কার জানাচ্ছো না নেক কাজ বলে মনে করছো? কারন তোমার জঙ ধরা বইয়ের এক ছত্রে এমন কাজ খারাপ বলা হলেও অন্য এক ছত্রে পবিত্র বলে আখ্যা দেওয়া হয়েছে? কোন পথে যাবে বাছা, একটু ঝেড়ে কাশো।
    আরও একটা কথা লিখতে ইচ্ছে হলোঃ
    ৮। যা সবাই বুঝছে, এই আইসিস, বোকো হারাম, তালিবান, জামাত এদের থেকে বেশি ইসলাম ধর্মের নাম তো আর কেউ খারাপ করছে না। পশ্চিমি দেশ অর্থনৈতিক বা রাজনৈতিক বা সামাজিক ভাবে ধ্বংস করছে কিন্তু ধর্মের বেইজ্জতি নিশ্চয় এমন করছে না যতো না করছে এই টেররিস্ট গ্রুপ? তাহলে ভাই গলা ফাটিয়ে যখন পশ্চিমা পশ্চিমা বলে চেঁচাও তখন একটু কোদাল কাটারি বঁটি নিয়ে এই জামাত, তালিবান আইসিস এদের দিকেও তেড়ে গেলে তো ধর্মের বদ রক্ত সাফ হবে, কেউ আর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করবেনা। তাইনা?"
  • | ১৫ নভেম্বর ২০১৫ ১৯:৪১687750
  • ল্কদিন আগে যখন আইসিসের ঘাঁটিতে বোমা মারছিল পুটিন তথা রাশিয়া তখন আমেরিকা আইসিসকে অস্ত্র দিয়ে সাহায্য করার কথা বলেছিল সেটা চ্প্খ এড়িয়ে গেল কী লরে নন আঁতেলদের।

    আর পাকিস্তান!!!!
  • রোবু | 233.29.204.2 | ১৫ নভেম্বর ২০১৫ ১৯:৪১687739
  • সচদাকে আরেকটু - ডাচরা আফ্রিকায় খুব সুবিধে করতে পারেনি।
    ওদের জায়গা ছিল পূর্ব এশিয়া আর সুরিনাম।
    আফ্রিকা মুলতঃ ফ্রান্স আর ইংরেজ, কিছুটা বেলজিয়াম, কঙ্গো ইত্যাদিতে। যাকগে, সে প্রসঙ্গ এখন থাক।
    আর কোরাণে কী আছে তাতেও কিছু যায় আসে না। এত পুরনো স্ক্রিপচার, তাঁর হাজার মানে হবে। তার থেকেই একটা ধর্ম ওয়ান ডাইমেনশ্নাল হয়ে যায় না।
    সৌদিকে যতক্ষণ না আটকানো যাবে, কিস্যু হবেনা, ব্রেনোয়াশ হওয়ার মত লকের অভাব নেই, কোন দিকেই। সৌদির টাকা বাকিটা করে।
  • sinfaut | 127.195.60.239 | ১৫ নভেম্বর ২০১৫ ১৯:৪১687728
  • সুপ্পোসেদ্ল্য ইসিস, সুপ্পোসেদ্ল্য ইস্লমিস্ত তের্রোরিস্ত মানে supposedly isis, supposedly islamist terrorist।

    জানি তো আপনারা বুঝতে পারবেননা।
  • . | 208.7.62.204 | ১৫ নভেম্বর ২০১৫ ১৯:৪৪687761
  • য়ুরোপ বর্ডার ক্লোজ না করা পর্য্যন্ত এরকম টেরোরিস্ট ইনসিডেন্ট হতেই থাকবে। তবে ইয়ুর আবার লিবারাল ছোঁকছোঁকানি আছে তো, তাই ইমিডিয়েট ক্ল্যাম্পডাউন নাও করতে পারে, আরো কয়েকশো কাটা পড়বে তখন ক্লোজ করবে। অ্যামেরিকায় অতোটা সিরিয়াস সিচুয়েশন না কারন রিপাবলিকানরা ইমিগ্রেশন নিয়ে এমনিতেই এতো হৈচৈ করে যে ডেমরা বেশী ট্যাঁফোঁ করার চান্স পায়না। আর হোমল্যান্ড আর ইমিগ্রেশনও সতর্ক থাকে, দে রিমেইন অন দেয়ার টোজ। দ্য GOPs আর এক্স্যাটলি হোয়াট অ্যামেরিকা নিডস।
  • রোবু | 233.29.204.2 | ১৫ নভেম্বর ২০১৫ ১৯:৪৬687772
  • ৩ টি অব্জারভেশন।
    ১। দমুদি চম্মা নাও।
    ২। সিফোদা ভাল লিখেছ।
    ৩। তবে মাল-এর ঘোরে ছিলে। "জঙ ধরা বই"!!
  • sinfaut | 127.195.60.239 | ১৫ নভেম্বর ২০১৫ ১৯:৪৭687783
  • কেন রে ভাই জং ধরা বই হতে দোষ কোথায়? ইভ্ন মেটাফরিকালি?
  • . | 208.7.62.204 | ১৫ নভেম্বর ২০১৫ ১৯:৪৮687794
  • ইয়ু মানে EU
  • রোবু | 233.29.204.2 | ১৫ নভেম্বর ২০১৫ ১৯:৫১687806
  • এই দ্যাখো, এরপর পাকিস্তানকে মেটাফর বললে তখন সাম্লাবে কী করে?!
  • sinfaut | 127.195.60.239 | ১৫ নভেম্বর ২০১৫ ১৯:৫৫687817
  • আচ্ছা, তাহলে ক্যাসল করে নিই, জঙ ধরা বই মানে কোরাণ।
  • | ১৫ নভেম্বর ২০১৫ ২০:০২687828
  • সিঁফোকে অনেক ভাল লিখেছ।
  • শ্রী সদা | 113.225.177.62 | ১৫ নভেম্বর ২০১৫ ২০:১৭687839
  • সৌদির মতো ক্যাশ কাউ চাড্ডিদের পেছনে থাকলে হিন্দু ভার্সান অফ আইসিস যে হোত না সেটা খুব জোর দিয়ে বলা যায়না। টাকাপয়সা ছেড়ে দিন, জাস্ট কেন্দ্রে বিজেপি সরকার আসার পর থেকেই যে গতিতে গেরুয়াকরন এবং চাড্ডিগিরি বাড়ছে তাতে মনে হয় ভালো ফিনান্সিয়াল ব্যাকিং পেলে এরাও দুনিয়া কাঁপিয়ে দিত।
  • sch | 113.240.99.101 | ১৫ নভেম্বর ২০১৫ ২০:২৮687850
  • রোবু প্যাট্রিস লুমুম্বার কেসটা বেলজিয়ান ছিল মনে হয়। আমি একটু ঘেটে ডাচ করেছি। বার্ট প্রিনিল একটা ক্রিপ্ট আনালিসিস করার পর আফ্রিকায় অনেক কীর্তি ফাঁস হয়ে গিয়েছিল
    আমি বলতে চেয়েছি যে পাকিস্তানে যত বেশী আঁতুরঘর তার চেয়ে ইজিপ্ট সিরিয়া ইত্যাদিতে বেশী। সরকারী মদত কেউ ই দেয় না। তবে ফ্রান্সের মতো ঘটনা আমেরিকাতে হোয়া দরকার - অনেক বেশী করে দরকার। আমেরিকা যতক্ষণ না ভয় পেয়ে গ্লোবাল পুলিশের ভূমিকা না কমাবে ইসলামিক টেররিজম কমবে না - বেড়েই যাবে
  • রোবু | 233.29.204.2 | ১৫ নভেম্বর ২০১৫ ২০:৩২687861
  • না, সাধারণ মানুষের মৃত্যু আমি চাই না।
    আর আমেরিকা কিস্যু পুলিশগিরি করছে না, বেওসা করছে। পুলিশগিরি করলে এতটা আপত্তিও করতাম না।
  • sch | 113.240.99.101 | ১৫ নভেম্বর ২০১৫ ২০:৩৬687872
  • রোবু সাধারণ মানুষেরা হলাম গিয়ে উলুখাগড়া, রাবণে মারলেও মারা রামে মারলেও মারা। তো রাবণ মেরে আর চাট্টী লোকের মরা আটকাক।
    "গ্লোবাল পুলিস" তো ব্যবসাই - নিজের লোক পুলিশ না হইয়ে অন্যে হলে তার স্বার্থ কি ? কিছু তো স্বার্থ থাকবে - সেটাই বেওসা
  • bip | 81.244.130.85 | ১৫ নভেম্বর ২০১৫ ২০:৫২687894
  • সন্ত্রাসবাদের সাথে ইসলাম বা মুসলমানদের সম্পর্ক কি ?

    ইসলামিক সন্ত্রাসবাদের ঘটনা ঘটলেই সোশ্যাল মিডিয়া এই ডিবেটে মজে । কিছু মুসলিম, বামেরা মিলে প্রাণপনে প্রমানের চেষ্টা করে-এর সাথে ইসলামের বা মুসলমানদের সম্পর্ক নেই। অন্যদিকে ইসলাম বিরোধিরা জল খেয়ে ঘাটে নামে কোরানের আয়াত ধরে-ইসলাম আর মুসলমান মাত্রই পচা ডিম। আর এই ডিবেটের ধোঁয়াশায় হারিয়ে যায় সন্ত্রাসবাদের আসল কারনগুলো।

    প্রথমত কারুর কি কোন সন্দেহ আছে যে আল্লাহু আকবর বলে যারা প্রেক্ষাগৃহে ১৫০ জনকে মারল, নিজেরাও আত্মঘাতি হল, তারা ইসলামিক আইডিওলজিতে উদবুদ্ধ না?

    এখন প্রশ্ন উঠবে কোরান হিংসা স্যাংশন করে কি না! কোরানের সঠিক ব্যাখ্যা কি!!

    এগুলো বোকা বোকা প্রশ্ন। কারন প্রথমত ধর্মের বই গুলো-যাকে আমরা ধর্মগ্রন্থ বলি-সেগুলো বহুদিন আগে খুব দুর্বল দুর্বোধ্য বাক্যে লেখা-যার একাধিক মানে হয়। কোরান যখন লেখা হয়- আরব ভাষাটা তখন ও ঠিক ঠাক ভাবে তৈরী হয় নি। আরবের লিপিও ছিল না। সিরামিক লিপিতে আরবের লোকেরা ব্যবসা করত।

    লিঙ্গুইস্টিকে একে বলে উইক টেক্সট। যেমন বিজ্ঞানের পেপার লেখার সময় ল্যাঙ্গুয়েজ এমন হওয়া দরকার, যাতে একটাই মানে হয়। তাই বিজ্ঞানের টেকনিক্যাল টেক্সট হচ্ছে স্ট্রং টেক্সট। কিন্ত ধর্মের ক্ষেত্রে তা হয় না। বাইবেল বা গীতা কোরানের থেকে আরো কঠিন ভাষাতে হিংসাকে অনুপ্রেনিত করে। এবং যার জন্য মধ্যযুগে আমরা ক্রুসেডের দেখা পায়। সুতরাং কোরান সুন্নতে হিংসা আছে, তাই মুসলমানরা হিংস্র এগুলো অতিসরলিকরন।

    এই জন্যেই সঠিক ধর্ম, বেঠিক ধর্ম বলে কিছু নেই। ১৮০ কোটি মুসলমানের প্রত্যেকের নিজস্ব ইসলাম ধর্ম আছে। কোন ধর্মই মনোলিথিক না। ওসামা বিন লাদেন ও মুসলমান, আগাখানের মতন দানবীর ও মুসলমান। কে ঠিক মুসলমান, কে ভুল-এই বিতর্কগুলো অর্থহীন। কারন সব ধর্মেই ভাল খারাপ, উগ্রপন্থী আছে। এবং সেই উগ্রপন্থীগুলো খুব পরিস্কার ভাবেই সেই ধর্মেরই সদস্য। সুতরাং খুব পরিস্কার ভাবেই আগা খানের ইসলাম ও ইসলাম, ওসামার বিধর্মী মারার ইসলাম ও ইসলাম।

    সমস্যা এই যে ইসলামিক উগ্রপন্থীদের পলিটিকাল স্পনসর আছে, যারা টাকা বন্দুক দেয়। খালিস্তান ত এই ভাবেই তৈরী হয়েছিল। ইসলামিক উগ্রপন্থীরা আরব, আমেরিকা সহ অনেকের কাছ থেকেই টাকা পেয়েছে। যেকোন ধর্মের উগ্রপন্থীদের পেছনে টাকা আর অস্ত্র দিলেই সন্ত্রাসবাদি তৈরী হবে-এই ইতিহাস পৃথিবী বহুবার দেখেছে।

    মুশকিল হচ্ছে তাতে মুসলমানদের দোষ কি? তারা ত এসব পছন্দ করে না। সমস্যাটা এখানেই । আমিও ত আমেরিকার বিদেশ নীতি পছন্দ করি না। কিন্ত সেই নীতির পাপের কোন হিস্যাই কি আমার নেই? অবশ্যই আছে। আমি এখানে টাকা কামাতে এসেছি-ফলে আমেরিকান রাজনীতিতে শান্তিবাদিদের আন্দোলনে খুব কমই গেছি। অধিকাংশ মুসলমানদের ও এক অবস্থা। তারাও দিন আনে দিন খাই পাবলিক । তারপরে একঘরে হবার ভয়ে নিজের ধর্মকে দোষ দেওয়া থেকে দূরে থাকে। আবার ধর্মভীরুও বটে। ফলে ইসলাম উগ্রপন্থীদের হাতে ছিনতাই হয়েই গেছে।

    এখন সঠিক আর বেঠিক ইসলামে গল্প শোনালে কেউ শুনবে?

    আরো পরিস্কার ভাবে বললে-ইসলাম হচ্ছে এবং ছিল আরব সম্রাজ্যবাদের সাংস্কৃতিক রূপ। খ্রীষ্ঠান ধর্ম যেমন রোমান সাম্রাজ্যবাদের প্রয়োজনে বড় হয়েছে। সাম্রাজ্যবাদের সৈনিক পাওয়ার জন্য, ওমন মরাল সুপিরিয়ার মিথের দরকার হয়। যেমন এখন আমেরিকান সাম্রাজ্যবাদের মরাল মিথ- গনতন্ত্র এবং স্বাধীনতা। আসলে কিন্ত ব্যপারটা তলায় তলায় সব-এক। জমি আর সম্পতি দখলের খেলা। সেটাকে সিদ্ধ করার জন্য বড় বড় মরাল জাস্টিফিকেশন দিতে ইসলাম, খ্রীষ্টান ধর্ম এবং বর্তমানে " গণতন্ত্র এবং স্বাধীনতার" মরাল সার্কাস। এবং এই সব মরাল সার্কাসে বিশ্বাসী অনেক সৈনিক এবং তাদের স্পনসর ও আছে। যারা এইসব সন্ত্রাসবাদের ঘটনা থেকে প্রচুর লাভ করে।

    মোদ্দা কথা এখানে কতগুলি সাম্রাজ্যবাদি শক্তি খেলছে। সাধারন মানুষ মুর্গী হচ্ছে। এটাই মরাল স্টোরী। বা সামারী।
  • ... | 74.233.173.193 | ১৫ নভেম্বর ২০১৫ ২০:৫২687883
  • ইসলাম যদি শুধু ধর্ম থাকত কিছু সমস্যা ছিল না। কিন্তু ইসলাম হলো রাজনীতি যে সারা বিশ্বে কায়েম করতে চায় আর যার নেতা হলো এক রক্তখেকো উন্মাদ রাজা। সমস্যা সেখানেই।

    একটু অন্য ভাবে দেখি। ধরুন হিটলার। সে যে নীতি নিয়ে চলত, সেই একই নীতি নিয়ে তার সেনাবাহিনী যদি এখনো রাজত্ব করত গোটা পৃথিবীতে তাহলে কিরকম হত?
  • ... | 184.114.219.178 | ১৫ নভেম্বর ২০১৫ ২০:৫৩687917
  • "ফ্রান্স এর মত ঘটনা আমেরিকা তে হওয়া দরকার"!!!!! এরকম কথাও কেউ বলতে পারে !!! যে লোক গুলো মরবে তারা পুলিশ গিরি বা বেওসা কোনটাই করছে না।
    ৯/১১ এর পরে পব র অনেকে খুশি হয়েছে শুনেছিলাম বটে।
  • ... | 74.233.173.198 | ১৫ নভেম্বর ২০১৫ ২০:৫৩687905
  • যুদ্ধ উন্মাদদের মেশিহা ভেবে নিলেই সমস্যার শেষ নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন