এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  আলোচনা  বিবিধ

  • ইসলাম ও ইসলামফোবিয়া

    3-dots
    আলোচনা | বিবিধ | ১৫ নভেম্বর ২০১৫ | ১৫২৭৬ বার পঠিত
  • প্যারিস থেকে চিত্রশিল্পী সাহাবুদ্দিনঃ
    "এত ভয় আগে কখনও পাইনি। এত অসহায় আগে কখনও মনে হয়নি নিজেকে। মুম্বইতে যে রকম হামলা হয়েছিল, প্যারিসে হুবহু সে রকমই দেখলাম। মুম্বইয়ের ঘটনা টিভিতে দেখেছিলাম। ভয়ঙ্কর! এ বার প্যারিসে নিজেই সেই পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম। এমন জঘন্য কাজ কারা ঘটাতে পারে! কোন ধরনের মানুষ তারা? অথবা আদৌ মানুষ কি? আমার সত্যিই আতঙ্কের ঘোর কাটছে না। গোটা রাত ঘুমতে পারিনি। এখন কথা বলতেও কষ্ট হচ্ছে। কিন্তু ঘুমিয়ে পড়ব, তেমন মানসিক স্থিতিতে পৌঁছতে পারছি না।"
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ... | 193.90.36.124 | ১৫ নভেম্বর ২০১৫ ১৪:১৯687361
  • সকলকে কষ্ট করে এই এক ঘন্টার ভিডিওটি দেখতে অনুরোধ করছি

    Forget about ISIS, this is what Islam has been doing in Europe
  • PT | 213.110.246.22 | ১৫ নভেম্বর ২০১৫ ১৫:০৮687472
  • আফগানিস্তানকে তালিবানদের হাতে তুলে দেওয়ার কালে আর "ওয়েপন্স ওব মাস ডেস্ট্রাকশন"-এর কাল্পনিক গপ্প ফেঁদে সাদ্দামকে কোতল করার সময়ে এইসব তথ্য ও তত্ব জানা ছিলনা?
  • ranjan roy | 132.162.198.81 | ১৫ নভেম্বর ২০১৫ ১৬:৪৯687583
  • কাঠ খেলে আঙরা হাগবে!

    যদিও যে কোন আদর্শের নামে (ইসলামিক/হিন্দুত্ব/মার্ক্সিস্ট /মাওবাদ) নিরীহ নাগরিকদের হত্যার নিন্দা /ঘৃণা/প্রতিরোধই প্রাপ্য এবম জাস্টিফায়েড। এর উল্টোটা নয়।
  • ranjan roy | 132.162.198.81 | ১৫ নভেম্বর ২০১৫ ১৭:০০687694
  • @।।।,
    আপনার কথামত "কষ্ট করে" ভিডিওটি দেখলাম। তার প্রতিক্রিয়াগুলো পড়লাম।
    দুটি নমুনাঃ
    ১) টেম্প্লারঃ MakerInMotion Death to all muslims! Deus Vult!

    ২)hans guenter 1 month ago
    Islam = the cancer of the world; !!
    Reply · 83

    View all 32 replies

    Abdulahi Mohamed 3 days ago
    +Templar Order

    1) I don't support Isis in anyway I don't even consider them Muslim.

    2) Well I think you can be nicer than that to us considering the keys to your church was given to a Muslim family by Umar bin khattab 1400 years ago and that same family still opens the church for you guys every single day

    3) And a the end I don't understand what you wrote mind translating it?

    4) You're a really funny crusader my friend ;)

    আপনি কী চান?
  • ranjan roy | 132.162.198.81 | ১৫ নভেম্বর ২০১৫ ১৭:১২687805
  • প্যারিস থেকে চিত্রশিল্পী সাহাবুদ্দিনঃ
    "এত ভয় আগে কখনও পাইনি। এত অসহায় আগে কখনও মনে হয়নি নিজেকে। মুম্বইতে যে রকম হামলা হয়েছিল, প্যারিসে হুবহু সে রকমই দেখলাম। মুম্বইয়ের ঘটনা টিভিতে দেখেছিলাম। ভয়ঙ্কর! এ বার প্যারিসে নিজেই সেই পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম। এমন জঘন্য কাজ কারা ঘটাতে পারে! কোন ধরনের মানুষ তারা? অথবা আদৌ মানুষ কি? আমার সত্যিই আতঙ্কের ঘোর কাটছে না। গোটা রাত ঘুমতে পারিনি। এখন কথা বলতেও কষ্ট হচ্ছে। কিন্তু ঘুমিয়ে পড়ব, তেমন মানসিক স্থিতিতে পৌঁছতে পারছি না।"

    -- একটি জঙ্গিগোষ্ঠীর কার্যকলাপকে সমগ্র মুসলিম জনগোষ্ঠীর প্রতিনিধি ভেবে নেওয়া কতটা যুক্তিযুক্ত? তাতে কি জঙ্গিদের রণনীতিই সফল হবে না?
    আগামী ২০২০ সমগ্র বিশ্ব ইসলামিক দেশ হবে এটা কপোলকল্পনা শুধু নয়, পাগলের প্রলাপ। এসবে ধুনো না দিয়ে শান্ত এবং দৃঢ় থাকা প্রয়োজন। না ভারত ও নেপাল হিন্দুরাষ্ট্র হবে, না গোটা বিশ্ব ইসলামিক হবে।ধর্মীয় উন্মাদনা কে কোন প্রশ্রয় দেওয়া নয়।
  • Bratin | 11.39.36.36 | ১৫ নভেম্বর ২০১৫ ১৭:২৫687916
  • হমনম এখানে আমরা যারা বুদ্ধিজীবি বা অরেক টু ভালো ভাষায় বলতে গেলে নিজেদের আঁতেল ভাবি তারা এক্ষেত্রে মুসলিম দের কোন দোষ দেখতে পাবো না। বরং কায়দা করে স্টেটমেন্ট দেবো " সন্ত্রাস বাদী দের কোন ধর্ম হয় না"

    তাতে ঘটনা টার যথেষ্ট নিন্দাও করা হল আবার মুঅস্লিম নিন্দা না করে নিজের সযত্নে রক্ষিত ভাব মূর্তি ও কলুষিত গল না। ঃ)))
  • robu | 11.39.37.231 | ১৫ নভেম্বর ২০১৫ ১৭:২৯688015
  • মুসলিমদের কোথায় দোষ একটু বোঝালে ভালো হয়।
  • sinfaut | 127.195.60.239 | ১৫ নভেম্বর ২০১৫ ১৮:১৩688026
  • মুসলিম বলতে অন্ধবিশ্বাসে মগজধোলিত হওয়ার প্রবণতা সম্পন্ন মূর্খ ব্যক্তি বললে ব্রতীনদার বক্তব্য সঠিক। মুসলিম বলতে মুসলিম নামধারী যেকোনো ব্যক্তি যাকে চেপেচুপে একটা হোমোজিনিয়াস সেট ( যার নাম ধর্মান্ধ) এর মধ্যে ঢোকাতে চাইলে, রোবুর মতন প্রশ্ন করতে চাইব।
  • ranjan roy | 132.162.198.81 | ১৫ নভেম্বর ২০১৫ ১৮:২৪688037
  • সিঁফোঁ কে বড় হাতের ক।
  • Bratin | 11.39.36.36 | ১৫ নভেম্বর ২০১৫ ১৮:২৭687362
  • ইয়েস। সিঁফো কে ক। ওটাই বলতে চেয়েছিলাম।
  • রোবু | 233.29.204.2 | ১৫ নভেম্বর ২০১৫ ১৮:৩৩687373
  • না, আমি ক দিলাম না। সিফোদার ডেফিনিশন অনুযায়ী আমার বেশিরভাগ আত্মীয় এবং বন্ধুরাই মুসলিম। অন্ততঃ গত দু-তিন বছর ধরে।
  • Bratin | 11.39.36.36 | ১৫ নভেম্বর ২০১৫ ১৮:৩৯687384
  • আমার কোদাল কে কোদাল বলতে কোন অসুবিধে নেই।

    একটা দেশ যাদের মুখোনুখি লড়াই করার দম নেই। ঠান্ডা মাথায় নিরীহ লোকজন খুন করে। সেটাই নকি তাদের "জেহাদ"।

    ইলরিটারেট কাওয়ার্ডস !!
  • শ্রী সদা | 113.225.177.62 | ১৫ নভেম্বর ২০১৫ ১৮:৪৯687395
  • কোন দেশ ?
  • রোবু | 233.29.204.2 | ১৫ নভেম্বর ২০১৫ ১৮:৫০687406
  • কোন দেশ এমন করল?
  • sch | 113.240.99.101 | ১৫ নভেম্বর ২০১৫ ১৮:৫৬687417
  • ইসলাম বলতে কোন দেশকে বোঝায় ? একটু জানতে চাই

    /সমস্যা অন্যখানে
    যত লোক হিন্দুত্বের দোহাই দিয়ে অন্য কিছু লোককে মারে বা ক্রিশ্চিয়ানিটির দোহাই দিয়ে মারে, তার থেকে বেশী লোক ইসলামের দোহাই দিয়ে মারে। আমেরিকা সিরিয়াতেও সাধারণ লোক মারে, আফগানিস্তান বা ইরাকেও লক্ষ্য ভুল করে হাসপাতালে গুলি চালায় - দ্রোণ থেকে বোমা ফেলে - তাতে মৃতের সংখ্যা ১০০০ ছাড়ায় কিন্তু গুলি চালানোর সময় কেউ "আল্লাহো আকবর" ধ্বনী দেয় না। এর ফলেই ওই ইসলাম বিরোধিতার জন্ম নেয়। আমেরিকা নিঃশব্দে তালিবান তৈরী করে কিন্তু মেয়েদের বোরখা পড়তে বলে না, মেয়েদের ফুটবল খেলা বন্ধ করে না - ইসলামের বিরুদ্ধে বলে ঐতিহাসিক মূর্তি ভাঙ্গে না, শারিয়াতের দোহাই দিয়ে sms এ তালাকের বৈধতা দেওয়ার চেষ্টা করে না।

    আসলে একদল মানুষ নিজেদের সুবিধা মতো ইসলামের ব্যাখ্যা করে তাকে যে রূপ দিয়েছে মানুষ সেটাকে ভয় পায়। আর সেটার প্রকাশ ঘটে মুসলমান বিদ্বেষের মধ্যে দিয়ে
  • ... | 184.114.219.178 | ১৫ নভেম্বর ২০১৫ ১৮:৫৭687428
  • কেন মুসলিম দের মধ্যেই মগজ ধলিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি? এত লোকজন immigrate করে।কেন মুসলিম দের-ই radicalized হওয়ার দরকার পরে? কোথাও একটা ধর্ম টার মধ্যে গন্ডগোল আছে এটা স্বীকার করতে দোষ কোথায়? যে মুসলিম রা মেন স্ট্রিম এর সাথে মিশে যেতে আগ্রহী তাঁদের নিয়ে কিছু বলার নেই। কিন্তু এখন কার দিনেও দাড়ি রেখে পাঁচবার নামাজ পড়তে চাইলে কোথাও একটা একটা গন্ডগোল আছে মেনে নেয়াই ভালো।
  • ক্রূর সিং | 117.167.108.170 | ১৫ নভেম্বর ২০১৫ ১৯:০১687439
  • শুধু নামাজ পড়তে চাইলে গন্ডগোল মনে হয়? এই ধরণের গন্ডগোল আর কোথাও নেই সিওর?
  • | ১৫ নভেম্বর ২০১৫ ১৯:০৭687450
  • অ্যাজ এক্সপেক্টেড।

    ধলিত মানে কী?

    এতসব 'সত্যিকথা' অলতে পুটকিতে মুখ ঢেকে আসতে হয় কেন কে জানে।
  • রোবু | 233.29.204.2 | ১৫ নভেম্বর ২০১৫ ১৯:১০687473
  • কিন্তু এখন কার দিনেও পৈতে রেখে গায়ত্রী মন্ত্র পড়তে চাইলে কোথাও একটা একটা গন্ডগোল আছে মেনে নেয়াই ভালো। - সবাই একমত নিশ্চয়ই।
  • sch | 113.240.99.101 | ১৫ নভেম্বর ২০১৫ ১৯:১০687461
  • এখনকার দিনে কেউ ত্রিসন্ধ্যা আহ্নিক করতে চাইলে তাকে নিয়েও কি সমস্যা হবে? সমস্যা মনে হয় "পাঁচবার" নামাজ পড়া নিয়ে নয় - সমস্যা ধর্মের ইন্টারপ্রীটেশানে। ।
  • . | 208.7.62.204 | ১৫ নভেম্বর ২০১৫ ১৯:১২687484
  • একটা ফ্যাক্ট নজরে আনতে চাই। ২০০১ এর পর অ্যামেরিকায় কোন বড়ো টেররিজমের ঘটনা ঘটেনি। বোস্টন বম্বিং ছাড়া, আর সেটা ইসলামিক টেরোরিজম ছিলনা, আর সেই ঘটনাটাও আরো ভালোভাবে ইলাস্ট্রেট করে যে অ্যামেরিকায় বড়ো ইসলামিক টেরোরিজম ঘটেনি। কেন বলুন তো? কারন অ্যামেরিকা ২০০১ এর পর আতলামো মারায়নি। সিকিউরিটি চেক ভয়ানক কড়া করেছে, রেশিয়াল প্রোফাইলিং করেছে, রিলিজিয়াস প্রোফাইলিং করেছে। যে ওষুধের যে দাওয়াই ঠিক সেটা প্রয়োগ করেছে। তাতে লিবারাল জনতা খুব চেচিয়েছে আর প্রোফাইলিং কেন করা উচিত না সে নিয়ে লাইব্রেরি ভর্তি বই লিখে ফেলেছে বটে, কিন্তু লোকগুলো বেঘোরে মারা পড়ছে না। লাস্ট দশ বছরে অ্যামেরিকায় শয়ে শয়ে ডিপ্লেনিংএর ঘটনা ঘটেছে, তার মধ্যে বেশ কিছু একটা বিশেষ রিলিজিয়নকে টার্গেট করে। এতে বোঝা যায় হোমল্যান্ড সিকিউরিটি নিঃশব্দে নিজের কাজ করছে। লিবার্টি নিয়ে চেচাতে বেশ ভাল্লাগে, কিন্তু তার চেও বেশী ভাল্লাগে বেঁচে থাকতে। য়ুরোপ কি করে দেখি।
  • sch | 113.240.99.101 | ১৫ নভেম্বর ২০১৫ ১৯:১৪687495
  • গুরুতে বেদ গীতা থেকে রামায়ণ মহাভারত মাড়ানো অনেক পাব্লিক তো আছেন - কোরাণের সঠিক ব্যাখ্যা দিতে পারেন এমন কেউ নেই? সত্যিই কি কোরানে এই অসহিষ্ণুতার কথা আছে? যে ব্যাখ্যা করে পৌত্তলিকতা ধ্বংস করে আই সিস বা তালিবানরা সে কথা কি সত্যিই কোথাও আছেন

    আর ব্রতীন, ফরাসী আর ডাচরা কি ভাবে আফ্রিকার উপনিবেশে অত্যাচার চালাতো সেটা একটু পড়ে নেবেন। তখন আর ইলিটারেট কাওয়ার্ডস শব্দটা মনে হবে না।
  • Bratin | 11.39.36.36 | ১৫ নভেম্বর ২০১৫ ১৯:১৫687506
  • কোন দেশ একেবারেই বোঝা যাচ্ছে না?

    পাকিস্তান !!
  • রোবু | 233.29.204.2 | ১৫ নভেম্বর ২০১৫ ১৯:১৭687517
  • পাকিস্তান !!??? না, বোঝা যায়নি একেবারেই!
  • ক্রূর সিং | 117.167.104.141 | ১৫ নভেম্বর ২০১৫ ১৯:১৮687528
  • কেলো করেচে!
  • sch | 113.240.99.101 | ১৫ নভেম্বর ২০১৫ ১৯:১৯687561
  • কালকের প্যারিসের ঘটনায় পাকিস্তান কি করছিল? আর আইসিস তো যদ্দুর জানি পাকিস্তানেও হামলা চালাচ্ছে। গ্লোবাল তেররিজমে পাকিস্তানের চেয়ে অনেক বেশী ভূমিকা মনে হয় ইজিপ্ট, সিরিয়া, আর কিছু আফ্রিকান দেশের।
  • sch | 113.240.99.101 | ১৫ নভেম্বর ২০১৫ ১৯:১৯687550
  • কালকের প্যারিসের ঘটনায় পাকিস্তান কি করছিল? আর আইসিস তো যদ্দুর জানি পাকিস্তানেও হামলা চালাচ্ছে। গ্লোবাল তেররিজমে পাকিস্তানের চেয়ে অনেক বেশী ভূমিকা মনে হয় ইজিপ্ট, সিরিয়া, আর কিছু আফ্রিকান দেশের।
  • . | 208.7.62.204 | ১৫ নভেম্বর ২০১৫ ১৯:১৯687539
  • তাছাড়া ঝোলা থেকে বেড়াল বেরিয়ে পড়েছে - বম্বার রিফিউজি হিসেবে য়ুরোপে ঢুকেছে, গ্রীস থেকে সিরিয়ান পাসপোর্ট নিয়েছে। রিফিউজিদের সাথে যে আইসিস নিজেদের টেরোরিস্ট ঢোকাবে সেটা সবাই জানত। দেখি এবার আতেল আর লিবারাল য়ুরোপিয়ান দেশগুলো কি করে।
  • sch | 113.240.99.101 | ১৫ নভেম্বর ২০১৫ ১৯:২২687572
  • আচ্ছা "..." আপনি নিশ্চয়ই আমেরিকা যান রেগুলার। ধরুন সিকিউরিটি চেকের সময় আপনাকে ন্যাংটো করে আপনার নুন্টিতে মুন্টি করে দেখে যে ওখানে এক্সপ্লোসিভ লুকিয়ে দেখেছেন কি না তখন খারাপ লাগবে না তো? তখন সিউডো আঁতেল হয়ে এর প্রতিবাদ জানাবেন না তো
  • . | 208.7.62.204 | ১৫ নভেম্বর ২০১৫ ১৯:২৪687584
  • গ্লোবাল টেররিজমের ইনকুবেটর হিসেবে আছে আইসিস, বোকো হারাম, তালিবান, আল কায়দা। পাকিস্তানে টেররিজমকে স্ট্র্যাটেজিক ওয়েপন হিসেবে মেনলি ব্যবহার করছে আই এস আই, তবে ওদের মূল লক্ষ্য ভারতকে আফগানিস্তানে ঢুকতে না দেওয়া আর ভারতকে যতটুকু পারা যায় ডিস্টেবিলাইজ করা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন