এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কোলকাতা এখন ব্যাঙ্গালোরের থেকে ভাল শহর

    bip
    অন্যান্য | ২০ ডিসেম্বর ২০১৫ | ১৩৬০৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বিপ | 81.244.130.85 | ২০ ডিসেম্বর ২০১৫ ২৩:১৬690280
  • মমতাকে সারা জীবন খিস্তি মেরেছি। কিন্ত ব্যাঙ্গালোরে শিল্পায়নের ফলে শহরের যা হাল হয়েছে দেখলাম, এখন মনে হচ্ছে ইন্ড্রাস্ট্রিকে লাথ মেরে ভাগিয়ে দিদি ভালোই করেছেন। আসলে শহরের কোন ইনফ্রাস্টকচারই নেই। এই অবস্থায় লোক আরো বাড়তে থাকলে, কোলকাতা সম্পূর্ন ধ্বংস হত। যেমন ব্যঙ্গালোর হয়েছে।

    ফ্রাঙ্কলি এবার কোলকাতায় সেক্টর ফাইভ দেখলাম, প্রায় ফাঁকা, দারুন জায়গা। আমাদের অফিসটাও লেকের ধারে। রাত্রি এগারোটা বারোটা অব্দি রেস্টুরেন্টগুলো জমজমাট। কোলকাতাকে ব্যাঙ্গালোরের তুলনায় স্বর্গ বলে মনে হল। এমন কি সকাল নটার সময় ও সাউথ ক্যাল থেকে সেক্টর ফাইভে এলাম কোন বড় জ্যাম ছাড়া। কোলকাতার কোয়ালিটি অব লাইফ অনেক বেড়েছে বলে মনে হল।

    গত সপ্তাহে পাঁচদিন ব্যাঙ্গালোরে ছিলাম। শহরের সাংঘাতিক বাজে অবস্থা। হোয়াইফিল্ডের দিকে রাস্তা মানে খাদ, তেমনই ট্রাফিক সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত ঠাঁই দাঁড়িয়ে। পাঁচ -সাত কিলোমিটার যেতে দুঘন্টা লাগে অনেক যায়গায়।

    ২০০১ সাল থেকে প্রায় রেগুলার দুবছরে একবার ব্যাঙ্গালোর যাচ্ছি। এত বাজে অবস্থা কোনদিন দেখি নি। জলের লেভেল নেমে গেছে। এতগুলো ফরচুন ৫০০ কোম্পানী ওই শহরে দোকান নামিয়েছে। না আছে থাকার জায়গা, না আছে গাড়ী চলার রাস্তা।

    ব্যাঙ্গালোর শহরটা টিকবে বলে মনে হয় না। এত বাজে কোয়ালিটি অফ লাইফ নিয়ে লোকে কেন ব্যাঙ্গালোরে থাকতে চাইছে ? শহরের শিক্ষা এবং চিকিৎসা ব্যবস্থার হাল ও যে খুব ভাল তা না।
  • সে | 198.155.168.109 | ২০ ডিসেম্বর ২০১৫ ২৩:২১690391
  • শীতে সব অ্যামেরিকান এনারাইরা ইন্ডিয়ায় আসেন অনাবাসী আমানত নাড়াচাড়া করতে। তাই শীতে কোলকাতা লন্ডন হয়ে যাচ্ছে।
  • বিপ | 81.244.130.85 | ২০ ডিসেম্বর ২০১৫ ২৩:৪৪690502
  • ইনফ্যাক্ট আই টি শিল্প গড়ার জন্যেও ব্যাঙ্গালোর ভালো চয়েস না এখন

    (১) টপ স্কিলের মাইনে আমেরিকার সমান
    (২) মিডিয়াম, লো স্কিলে কোলকাতার দ্বিগুন-

    সুতরাং হায়ার করার খুব বেশী যুক্তি নেই যদি না পুরোপুরি ভারতীয় স্টার্টাপ না খোলার প্ল্যান থাকে। তখন
    ব্যাঙ্গালোরেই বেস্ট স্কিল পাওয়া যায়। এটাও ঠিক।

    আবার স্কিল রিটেনশন ও চাপের। ওয়েব সার্ভিস আর্কিটেক্টে ব্যাঙ্গালোরে বছরে ৩০-৫০ লাখ না দিলে, ভালো লোক পাওয়া যায় না
    -যেখানে টিয়ার টু সিটিতে অনেক ভাল ছেলে পাওয়া যাচ্ছে শ্রেফ ২০-২৫ লাখ রেঞ্জে।

    মোদ্দা কথা ব্যঙ্গালোরে এতগুলো ফর্চুন ৫০০ কোম্পানীর সাথে টালেন্ট এক্যুইজিশনে ফাইট করে টিকে থাকতে হবে। তার তুলনায়
    কোলকাতা অনেক ভাল। টপ স্কিলের জন্য ৫০ লাখ দিতে হলে, আমেরিকাতে আরেকটু বেশী দিয়ে হায়ার করার অনেক বুদ্ধিমানের।

    ট্রাফিকের অবস্থা বাদ দিলাম। ১০ কিমির দূরে হলেই অফিসে আসা চাপের।

    তবে ব্যাঙ্গালোরে অফিস স্পেস কোলকাতার থেকে সস্তা। এবং অফিস গুলোর গুনগত মান ও ভাল।
  • Arpan | 125.117.160.104 | ২১ ডিসেম্বর ২০১৫ ০০:১৫690570
  • ব্যাঙ্গালোর না হয় টিঁকবে না। তাই বলে কলকাতার জাত মারা কি ঠিক লুরুর সাথে কম্পেয়ার করে?
  • সে | 198.155.168.109 | ২১ ডিসেম্বর ২০১৫ ০১:০৩690581
  • গুয়াহাটিতে ট্রাই করে দেখতে পারেন। ওয়েব আরখিটেক্ট ১৫-১৮ লাখ। অফিস স্পেস ফ্রী। ট্রান্সপোর্টের সময় জিরো। অপিসের বাড়িতেই থাকার ব্যবস্থা পেট্রল ডিজেল বাঁচবে। খাবারদাবার বিনামূল্যে।
  • রিক | 74.62.219.151 | ২১ ডিসেম্বর ২০১৫ ০৭:০৮690592
  • মাইরি ব্যাঙ্গালোরের অবস্থা দিনকেদিন যাচ্ছেতাই হয়ে উঠছে। কলকাতা কোন অপশানই না কারন বাঙ্গালির পলিটিক্সবাজির ভয়ে ওখানে কেউ যাবেনা, তবে অনেকে এখন ব্যাঙ্গালোরের বাইরে যাবার চেষ্টা করছে।
  • শ্রী সদা | 113.16.71.15 | ২১ ডিসেম্বর ২০১৫ ০৯:২১690603
  • যথারীতি, ভুলভাল তুলনা।
    কোলকাতার গোটা সেক্টর ফাইভে যত লোক কাজ করে, ব্যাঙ্গালোরে মান্যতা বা আইটিপিএয়েলের মতো একটা বড় টেক পার্কে বোধয় তার সমান সংখ্যক লোক কাজ করে। এই পরিমানে ইন্ডাস্ট্রি গ্রোথ হলে কোলকাতার ট্রাফিকেরও লালসুতো নীলসুতো বেরিয়ে যেত।

    ব্যাঙ্গালোরে যারা পঞ্চাশ লাখ পাচ্ছে তাদের মিনিমাম বারো-পনেরো বছর এক্সপিরিয়েন্স। ডলারে কনভার্ট করলে ঐ টাকায় আমেরিকাতে ঐ এক্সপিরিয়েন্সের হাইফান্ডা ইঞ্জিনিয়ার পাওয়া যায় ? গুগল, ফেসবুক তো আম্রিকাতে ফ্রেশার লেভেলেই ওর থেকে বেশী স্যালারী দেয়।

    কোলকাতার রিসোর্স পুল নিয়ে যত কম বলা যায় তত ভালো। ৩-৪ বছরের সি সিপ্লাস প্লাস লিনাক্স কার্ণেল ডেভেলপার এক্সপিরিয়েন্সের পোস্ট মাসের পর মাস ওপেন পড়ে থাকে। কটা সার্ভিস কোম্পানী ছাড়া আর আছে কী যে লোক তুলবে। কোর টেকনিক্যাল এক্সপার্টাইজ ওয়ালা লোকজন খুব দায়ে না পড়লে কোলকাতায় বসে থাকেনা।
  • ranjan roy | 24.96.184.95 | ২১ ডিসেম্বর ২০১৫ ০৯:২৭690614
  • প্রাক্তন সেকটর ফাইভ শ্রীসদার নবীন লুরু প্রীতি মোহিত করিলঃ))।

    কিন্তু ওর কথাগুলো উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
  • ranjan roy | 24.96.184.95 | ২১ ডিসেম্বর ২০১৫ ০৯:৩০690625
  • কিন্তু হিউম্যানিটিজ এ?
    সেদিন লুরুর একবন্ধুর দরকারে আইআইএম এর অধ্যাপকেরাও হিমশিম খেয়ে গেলেন। অথচ কোলকাতার ডঃ শৈবাল কর একঘন্টায় প্রায় অবহেলায় ইকনমিক্সের প্রবলেম নামক ঘুঘুটির ফাঁদ দেখিয়ে দিলেন।
  • sm | 233.223.159.179 | ২১ ডিসেম্বর ২০১৫ ০৯:৪৮690281
  • কিন্তু লুরু র রিসোর্স পুলের একটা বড় অংশতো কলকাতা থেকেই।ভুল বললাম কি? আর আই টি ইন্ডাস্ট্রির জন্য কি বিরাট ট্যালেন্ট আদৌ লাগে? বিভিন্ন স্ট্রিম থেকে, এই ইন্ডাস্ট্রী তে লোকে কাজ পেতে বা করতে পারে। এনিওয়েস; কলকাতা বড় শহর ; লুরুর চেয়ে এমনিতেই ২-৩ গুন ট্র্যাফিক যাতায়াত করে। কিছু আই টি ইন্ডাস্ট্রী গজালে এমন কিছু যায়, আসবে না।
    আর না গজালেও চাপ নেই। পবর জনতা বাইরের রাজ্য বা দেশে গিয়ে কাজ করে আসবে।
    কল্যানী তে আই টি হাবের জন্য কোনো একটি বাদে, কোনো কোম্পানি আবেদন করে নি।
    এই কোম্পানি ওয়ালারা গাছের খাবো তলারও কুড়োবোর দল।
  • cb | 208.147.160.75 | ২১ ডিসেম্বর ২০১৫ ১০:২৪690303
  • কোলকাতার ট্রাফিকের কি অবস্থা এখন? সেক ৫ থেকে বাঁদিক ঘুরে চিংড়িহাটা হয়ে সাইন্স সিটি যেতে এখন কতক্ষণ লাগছে?
  • শ্রী সদা | 113.16.71.15 | ২১ ডিসেম্বর ২০১৫ ১১:৫৬690314
  • "মোদ্দা কথা ব্যঙ্গালোরে এতগুলো ফর্চুন ৫০০ কোম্পানীর সাথে টালেন্ট এক্যুইজিশনে ফাইট করে টিকে থাকতে হবে। তার তুলনায়
    কোলকাতা অনেক ভাল।"
    ~ এইটে হল আসল কথা। সস্তা চাই। একদম টপ-নচ রিসোর্স চাই কিন্তু কোনো এমেন্সির সাথে কম্পিটিশনে যাব না।

    বিপ আবার বামপন্থীদের আইডিওলজি স্বপ্ন ইঃ নিয়ে খিল্লি করে না ?
  • Arpan | 125.118.148.8 | ২১ ডিসেম্বর ২০১৫ ১২:১০690325
  • বুইলাম।

    দ্রাক্ষাফল তুমি কেন অন্যের বাগান শোভিত কর?
  • PM | 116.78.91.198 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৩:১৫690336
  • আর্পন বাবুর লিন্কটা খুব ইন্টারেস্টিং-

    ১। কলকাতার জনসংখ্যা কমছে। আইটি না হলে কিছু যায় আসে না, ইন্ডাস্ট্রি না এলে কিছু যায় আসে না---এইসব আনইনফর্ম্ড বালখিল্য কাথাবার্তা বলা লোকেদের দুদু খেতে দেওয়া উচিত।
    ২। কলকাতার জনসংখ্যা সুরাটের সমতুল্য , A1 সিটির খেতাব শিগ্গির যেতে বসেছে
    ৩। কোন বিজ্ঞ যেনো বলল কলকাতার থেকে লুরুর ট্রাফিক ২-৩ গুন!!!

    ২০১২ র অউটোমোবাইলের হিসেব -

    Delhi 7.35 million
    Bangalore (4.1 million),
    Chennai (3.7 million),
    Hyderabad (3.3 million)
    Pune (2.2 million)." খবর হলো কোলকাতা টপ টেনে নেই। না জানার অহংকার দেখে আমি মুগ্ধ

    ৪। জনসংখ্যা কমেছে, ইন্ফ্রা বছর বছর কিছু হলেও বেড়েছে--- তার ফলেই বিপবাবুর বেটার ফিলিং হয়েছে।
  • PM | 116.78.91.198 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৩:২২690347
  • গাড়ি বিক্রির হিসেব। কলকাতার কনসিউমার বিহেভিয়ার আর অর্থনীতির হাল হকিকতের পরোক্ষ খবর--অনেকে ইন্টারেস্টিং মনে করতে পারেন-

    http://www.team-bhp.com/forum/indian-car-scene/165801-battle-cities-city-wise-car-sales-data.html
  • lcm | 83.162.22.190 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৩:৩৩690358
  • অপ্পোনের লিংকে জনবসতির ঘনত্ব নেই, সেটা একটু উল্লেখ করা উচিত, নইলে ঠিক বোঝা যাবে না।

    কলকাতা - ২৪,৪২৯ /বর্গ কিমি
    ব্যাঙ্গালোর - ৪,৩৭৮ / বর্গ কিমি

    পশ্চিমবঙ্গ - ১০২৯ / বর্গ কিমি
    কর্নাটক - ৩২০ / বর্গ কিমি
  • lcm | 83.162.22.190 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৩:৩৭690369
  • আর একটা ব্যাপার দেখলাম ঐ উইকি লিংকে, মট্রোপলিটান এরিয়া পপুলেশন দেয় নি ।

    ব্যাঙ্গালোর মেট্রোপলিটান এরিয়া - ৮,৭২৮,৯০৬
    কলকাতা মেট্রোপলিটান এরিয়া - ১৪,১১২,৫৩৬
  • Arpan | 125.118.23.143 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৩:৪২690380
  • সেই হিসেবটা আবার এইখানে দেই।

  • lcm | 83.162.22.190 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৩:৪৬690392
  • এগজ্যাক্টলি, এই হিসেবটায়, প্রথমত, পপুলেশন ডেনসিটি নেই।
    কলকাতার পপুলেশন ডেনসিটি ব্যাঙ্গালোরের প্রায় ৬ গুণ। আর, মেট্রোপলিটান এরিয়ার পপুলেশনের হিসেব নয় এটা।
  • Arpan | 125.118.23.143 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৩:৫১690403
  • মোদ্দা কথা, একটা শহর অ্যাস্ট্রোনমিকাল রেটে বাড়ছে, ইনফ্রা তার সাথে তাল মেলাতে পারছে না।

    অন্য শহরে ব্যপারটা পুরো ১৮০ ডিগ্রি উল্টো।

    কিন্তু তাই বলে কি কলকাতার জনসংখ্যা খুব দ্রুতহারে কমছে? বাড়িঘর বিক্রি হচ্ছে না? ব্যপারটা অত সমানুপাতিক নয়। পঃবঙ্গের মফস্বল শহরের লোকজন এসে কলকাতায় ঘাঁটি গাড়ছেন, বাড়িও কিনছেন।

    লুরুতে ফেইলড ইন্ফ্রা নিয়েও লাখ পাঁচেক লোক প্রতি বছর অ্যাড হচ্ছে। সেটা হচ্ছে দেশের সব ডেমোগ্রাফিক এরিয়া থেকেই।

    (যিনি বললেন রিসোর্স পুলের বড় অংশ কলকাতা থেকেই, তিনি ঠিক বললেন না মোটেও।)
  • lcm | 83.162.22.190 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৩:৫৩690414
  • আর, প্রপার কলকাতার জনসংখ্যা অনেক্দিন ধরে কমছে। এই এত গিজগিজে, পৃথিবীর মধ্যে সেকেন্ড মোস্টলি পপুলেটেড সিটি। প্রথম মুম্বই।
    এবং, মুম্বই-তেও একই অবস্থা, ২০০১ এ জনসংখ্যা ছিল ১১.৯৮ কোটি, দশ বছর বাদে ২০১১-তে জনসংখ্যা ১২.৪ কোটি। কিন্তু বৃহত্তর মুম্বই তে বলছে ১৮ কোটি এখন -- এবং ২০ কোটির দিকে এগিয়ে চলছে।
  • lcm | 83.162.22.190 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৩:৫৪690425
  • অপ্পোন যে কলকাতার কথা বলছে, যেখানে মফঃস্বলের লোকজন মাইগ্রেট করছে, সেটা বৃহত্তর কলকাতা।
  • Arpan | 125.118.23.143 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৩:৫৯690436
  • ধুর, টোকিও সবচেয়ে বেশি। মোট পপুলেশনের রেস্পেক্টে।

    কিন্তু সেটা তো কথা হল না। পপুলেশন কত দ্রুত হারে গত দুই দশকে বেড়েছে সেইটা দেখতে হবে।

    সেই হিসেবে সাংহাই, দিল্লি আর ব্যাঙ্গালোর এই তিনটি শহর একেবারে প্রথম সারিতে।
  • Arpan | 125.118.23.143 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৪:০০690447
  • বৃহত্তর কলকাতা কেন হবে? দুর্গাপুর বা হলদিয়ার লোক এসে বাইপাস বা গড়িয়াতে ফ্ল্যাট কিনছে না?

    (এরকম দুটো ফ্যামিলি আমার পরিচিত বলে উদাহরণ দিলাম)
  • lcm | 83.162.22.190 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৪:০১690458
  • এগজ্যাক্টলি, এইটাই বলছি, বাইপাস বা গড়িয়া-র পপুলেশন ঐ ৪ কোটির মধ্যে নেই। বৃহত্তর কলকাতার ১৪ কোটির মধ্যে আছে গড়িয়া/বাইপাস এইসব।
  • Arpan | 125.118.23.143 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৪:০৬690469
  • এনিওয়েজ, তর্কটা ডাইগ্রেস করে যাচ্ছে।

    সদা যেটা বলল সেটা ঘটনা। ওই এসডিএফের মত টেক পার্ক এখানে রাস্তার মোড়ে মোড়ে আছে।

    আর দ্বিতীয়ত ভালো ইনফ্রা নিয়েও সেটা দিয়ে কী করবে কেউ যদি বুঝতে না পারে, সেটার চরম উদাহরণ হল কলকাতা।
  • Ekak | 113.6.157.186 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৪:০৮690480
  • পপুলেশনের হিসেবে একটা বেসিক গোলমাল আছে । মানে যেভাবে করা হয় । টোকিও তে প্রচুর লোক থাকে ঠিকই কিন্তু ওদের ভার্টিকাল প্ল্যানিং ও বেশি । শুধুমাত্র হরায়জোন্তাল প্ল্যানিং কে হিসেবে ধরে প্রতি বর্গ কিমি তে কত জনসংখ্যা এই স্ত্যাতিস্তিক্স টা আগামী দিনে খুবই অকাজ-এর । ভার্টিকাল প্ল্যান হিসেবে নেওয়া উচিত ।
  • lcm | 83.162.22.190 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৪:০৯690491
  • ধুস্‌, টোকিও-তে ৬০০০ জন প্রতি বর্গ কিমি। পৃথিবীর প্রথম ৫০-এ নেই টোকিও।

    আমি একটু ভুল বলেছি, ভারতে জনবস্তির ঘনত্বে প্রথম মুম্বই, তরপরে কলকাতা - পৃথিবীর মধ্যে নয়।

    কলকাতায় প্রতি বর্গ কিমিতে ২৪,০০০ মানুষের মধ্যে আরো লোক ঢুসে গাঁতিয়ে ঢুকল না কেন - কলকাতা ব্যর্থ - এটা বেশ ইয়ে মানে ... হে হে ...
  • Arpan | 125.118.23.143 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৪:১৩690503
  • কিন্তু "পৃথিবীর মধ্যে সেকেন্ড মোস্টলি পপুলেটেড সিটি" এর মধ্যে জনঘনত্ব কোদ্দিয়ে এল!

    আর দ্বিতীয়ত, ভার্টিকাল ইউটিলাইজেশন দিয়ে জনঘনত্ব মাপে না? না মাপলে তো সবই ঐ আপেল আর কমলালেবু কেস হবা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন