এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কোলকাতা এখন ব্যাঙ্গালোরের থেকে ভাল শহর

    bip
    অন্যান্য | ২০ ডিসেম্বর ২০১৫ | ১৩৪৪৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 74.233.173.198 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৫:০৬690595
  • আর দিল্লিতে প্ল্যানিং অনেক ভালো হয়েছে, স্বাভাবিকভাবেই, যেটা এখানে হয়নি। পুরোটাই আনপ্ল্যানড গ্রোথ, অ্যাড হক বেসিসে।
  • Ekak | 113.6.157.186 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৫:০৬690594
  • কেসি

    হরায়জন্তাল জায়গা নিয়ে যা বললেন মেনে নিচ্ছি । সেইজন্যেই রাতারাতি এখস তোলা না তুলে অপটিমাম সলিউশন ধরে এগোনোর কথা বোল্লুম।

    এবার একটু নরম মাটি সাপেক্ষে বলুন তো : আর্বানা সিটি ,ইউনিনোর সিটি এরা কিভাবে পঞ্চাশ তলা তোলার এপ্রুভাল পেল ? আর্বানা আরেকটা নতুন স্ট্রাকচার তুলছে কলকাতায় ৭৫ তলা । এটা কি নরম মাটি তে বসে যাবে ? এপ্রুভাল পেয়ে গ্যাছে কিন্তু সমস্ত আইন মেনেই ।
  • lcm | 83.162.22.190 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৫:০৭690596
  • হে হে, এই ত্তো।

    দেখো ব্যাঙ্গালোরের পপুলেশন বলছে ৮.৪ কোটি, আর বৃহত্তর ব্যাঙ্গালোরের পপুলেশন হল ৮.৭ কোটি। মানে, ব্যাঙ্গালোর ~ বৃহত্তর-ব্যাঙ্গালোর , প্রায় কাছাকাছি।

    কলকাতার - পপুলেশন ৪ কোটি, বৃহত্তর কলকাতা ১৪ কোটি।

    মুম্বই - পপুলেশন ১১ কোটি, বৃহত্তর মুম্বই ১৮ কোটি

    এবার ভাবো?
  • Arpan | 74.233.173.198 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৫:০৮690598
  • কী ভাবব?

    সামান্য কটা সংখ্যা দিয়ে কিছু না ভাবাই ভালো।
  • Ekak | 113.6.157.186 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৫:০৮690597
  • এল্সিয়েম মনে হয় বহুবছর কলকাতার খপর রাখেন না । কলকাতায় গত দশ বছরে খান দশেক তিরিশ -চল্লিশ তলা উঠেছে । ওই নরম মাটি ইত্যাদি প্যারামিটার ধরেই । দাম অবস্যই বেশি কিন্তু লোকে কিনছে ।
  • kc | 204.126.37.78 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৫:১০690599
  • হল র‌্যাপিড সো কলড আর্বানাইজেশন। তাতে কী হল? ভারাতের অন্য জায়গাগুলো মরে গেছে নাকি? দিব্যি বেঁচেবর্তে আছে। এই দুই জায়গার এচ ডিআই ইন্ডেক্সে কেমন এগিয়েছে?
  • Arpan | 74.233.173.193 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৫:১২690600
  • আমি শুরুতে যে লিংটা দিয়েছিলাম সেটা কলকাতা লুরুর ২-৩ গুণ বড় এই আজব তথ্যকে খণ্ডন করতে।

    এমনিতেও পার্সোনাল ভেহিকল লুরুতে অনেক বেশি, সেই প্রসঙ্গে আর ঢুকলামই না। তার ওপরে রয়েছে গাদা গাদা আপিস বাস আর ক্যাব।
  • Arpan | 74.233.173.198 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৫:১৩690601
  • বাকিটা এসে লিখব। এখন বেরোচ্ছি।
  • lcm | 83.162.22.190 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৫:১৪690604
  • একক,
    তাই? শ্যামবাজার, পার্কস্ট্রিট, ভবানীপুরে - ৪০ তলা বাড়ি?

    আমি উইকি তে যা দেখছি সবই তো শহরের বাইরে, যেখানে জনসংখ্যা বাড়ছে - https://en.wikipedia.org/wiki/List_of_tallest_buildings_in_Kolkata
  • Arpan | 74.233.173.198 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৫:১৪690602
  • তভে হেইচডিআই ইন্দেক্ষে সাউথ ইন্ডিয়ার রাজ্যগুলি এমনিতেই অনেকদিন ধরে এগিয়ে। আইটি অর নো আইটি।
  • ?? | 188.254.31.209 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৫:১৫690606
  • মিলিয়ন মানে কোটি?
  • kc | 204.126.37.78 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৫:১৫690605
  • একক ঐ চল্লিশ তলা তুলতে মাটির নীচে প্রায় চল্লিশ তলা লেন্থের পাইল ঠুকতে হয়। তাতে বাড়ির দাম যা হবে তাতে তরমুজ ফেটে যাবে। এটা কোনওমতেই সাস্টেইনেবল উপায় নয়। স্চ পড়ছে, আর চুপিচুপি হাসছে।
  • Ekak | 113.6.157.186 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৫:১৮690607
  • "শ্যামবাজার, পার্কস্ট্রিট, ভবানীপুরে"

    আরে এই জায়গাগুলো , তারপর আমাদের ওই গন্গাপারে বরানগর সেখানে চল্লিশ তলা না হোক বিশ তো উঠতে পারে । চৌরঙ্গী তে টাটা সেন্টার কি হাওয়াও দাঁড়িয়ে আছে ? apnar লিংক এই দেখুন সেন্ট্রাল এ তিরিশ তোলা বিল্ডিং আছে । এগুলো আরও বেশি দরকার এটাই বক্তব্য । মধ্যবিত্তের একাংশ দু-তিনতলা বাড়ি আর সেই ঘিরে হাজার তা মামলা এই চক্করে আটকে আছে বিশেষ করে উত্তর ও মধ্য কলকাতায় । তাই বাড়ি উঠছেনা ।
  • Ekak | 113.6.157.186 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৫:২২690608
  • কেসি

    তাহলে বলতে হয় তরমুজ ফাটানোর মত টাকা কলকাতায় ঢুকছে :) কারণ বাড়িগুলো ফাঁকা পরে নেই । কলকাতার একটা ছোট শ্রেনীর হাতে প্রচুর টাকা আছে । কনসিউমার গুডস এর মার্কেট ধরলে সেই শ্রেনীটা খুবই ছোট কিন্তু রিয়েল এস্টেট এর মার্কেট ধরলে ছোট নয় ।
  • T | 165.69.178.146 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৫:৩২690609
  • সেকি কেসিদা, তুমিই না দ্য ফর্টিটুর লিঙ্ক দিয়েছিলে। সেতো চুয়ান্নতলা। রেসিডেন্সিয়াল টাওয়ার।
  • lcm | 83.162.22.190 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৫:৩৩690610
  • বোঝো !
    বৃহত্তর কলকাতার ১০ কোটি মানুষকে, বা, বৃহত্তর মুম্বই-এর ৭ কোটি মানুষকে অপ্পোন "সামান্য কটা সংখ্যা" বলল ।

    তাহলে আরো সংখ্যা নাও

    শহর --- ২০০১ --- ২০১১ -- %
    ======================
    ১) মাল্লাপুরম (কেরালা) -- ১.৭ লাখ -- ১৭ লাখ -- ৯০০%
    ২) ত্রিশূর (কেরালা) -- ৩.৩ লাখ -- ১৮ লাখ -- ৪৬০%
    ৩) ভাসাই (মহারাষ্ট্র, মুম্বই সাবার্ব) -- ২.৯ লাখ -- ১২ লাখ -- ৩১৫%
    ৪) কন্নুর (কেরালা) -- ৫ লাখ -- ১৬ লাখ -- ২৩০%
    ৫) কোল্লম (কেরালা) -- ৩.৮ লাখ -- ১১ লাখ -- ১৯২%
    ৬) কাজিকোড় (কেরালা) -- ৮.৮ লাখ -- ২০ লাখ -- ১৩০%
    ৭) থিরুভানন্তপূরম (কেরালা) -- ৮.৯ লাখ -- ১৬ লাখ -- ৯০%
    ৮) সুরাট (গুজরাট) -- ২৮ লাখ -- ৪৫ লাখ -- ৬৩%
    ৯) রায়পুর (ছত্রিশগড়) -- ৭ লাখ -- ১১ লাখ -- ৬১%
    ১০) কোয়েম্বাটুর (তামিলনাড়ু) -- ১৪ লাখ -- ২১ লাখ -- ৪৯%
  • lcm | 83.162.22.190 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৫:৩৬690611
  • একক,
    হচ্ছে তো, শহ্রের বাইরে। হোক না। শহরে রাস্তাঘাট কম। সোজা ওপরে তুলে দিলে তো হবে না, প্রস্রাব/পায়খানা এসবের ব্যবস্থাও তো করতে হবে নাকি।
  • Ekak | 113.6.157.186 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৫:৪৪690612
  • ওপরের লোকগুলো কি নীচে এসে প্রস্রাব করে যায় নাকি ? এগুলো কি এলোমেলো বলছেন :( সিভিল ইঞ্জিনিয়ার নই বলে যাখুশি বোঝালে হলো । খোদ চৌরঙ্গী তে একটা তিরিশ তলা দাঁড়িয়ে আছে আর সেইখানেই এরকম বিল্ডিং আছে যা মোটে পাঁচতলা , তো সেটাকে বিশতলা করতে আপত্তি কি ? সরকারী আবাসন -আইএসএস দের বাড়ি গুলো বিশাল বিশাল হরায়জন্তাল স্পেস নিয়ে ওই অফিস চত্ত্বরেই। ক্যানো ?
    বিশতলার লোক তো উনিশ তলায় এসে হিসি করবেনা, যখন বাড়ি হবে বাত্থুম শুধ্ধুই হবে :)) দীর্ঘদিন ধরে এটা কলকাতার লোকদের বোঝানো হয়েছে যে উঁচু বাড়ি তোলা সম্ভব না । এই "সম্ভব না " টা এখন সম্ভব কারণ পয়সা ওয়ালা শ্রেনীর টাকা খাটাবার দ্বিতীয় জায়গা নেই রিয়েল এস্টেট বাদ্দিলে । ব্যান্ক লোন ও সুলভ । দাম বাড়লেও লোকে বেশি দামেই কিনছে । টেকনিকাল ফীসিবিলিটি কে ওভারকাম করা সম্ভব হচ্ছে ইকনমিক ফীসিবিলিটি দিয়ে । এখনো নরম মাটি আঁকড়ে পরে থেকে কি প্রমান হবে ।
  • OshKosh B'gosh | 117.167.108.61 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৫:৪৬690613
  • কর্পোরেশন এলাকায় কত চওড়া রাস্তার ওপর কত উঁচু বাড়ি হতে পারে তার একটা নিয়ম আছে। দুমদাম করে বিশতলা বাড়ি তোলা যায় নাকি? তাপ্পর দমকলই ঢুকবে না।
  • OshKosh B'gosh | 117.167.108.61 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৫:৪৯690615
  • উরি বাবা, তাইলে তো সব ভেঙে নতুন করে করতে হয়। একি লেগো নাকি রে ভাই!
  • Ekak | 113.6.157.186 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৫:৫২690616
  • আধুনিক দমকল ব্যবস্থা পাল্টেছে । জাপান আর অস্ট্রিয়া থেকে ফল্দেদ ল্যাডার কিনেছে কলকাতা ফায়ার সার্ভিস তা প্রায় বছর চার আগের খবর । এগুলো বিশ-তিরিশ তলা উঠে যায় । এছাড়া এখন জাপানি ডিসাইন এ একরকম ঝুলন্ত প্রোব (মুম্বাই তে ইম্প্লিমেন্তেদ , কলকাতা তেও আসবে ) আছে বাজার এ যেটা উঁচু বিল্ডিং এর ওপরে আটকানো থাকে । নীচ দিয়ে কোনো গাড়ি নিয়ে যাওয়ার সীন নেই । তাতেই ক্যামেরা -সেন্সর -ফোম এর পাইপ সব লাগানো । ভার্টিকাল সিটি প্ল্যানিং এ নীচ দিয়ে গাড়ি পৌছনো এমনিতেও ফীসিব্ল প্ল্যান নয় । অবস্য কলকাতার ল্যাডার গুলো শুনেছি অপারেট করতে না জানায় অনেকদিন বেকার পরে ছিল । বাট থিংস আর চেঞ্জিং ।
  • kc | 204.126.37.78 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৫:৫৩690617
  • টি, দ্য ফর্টি টুর সামনে ফাঁকা জায়গার সাইজটা দেখেছ? ওটা চুয়ান্ন নয় বাষট্টি তলা।

    একক,খুব লেগো খেলছ ইদানিঙ্গ বুঝি? ;-)
  • Ekak | 113.6.157.186 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৬:০৭690618
  • আরে আমাদের উত্তর আর মধ্য কলকাতায় ছড়িয়ে থাকা মান্ধাতার আমলের দু-তিনতলা গুলোকে লেগো র মত ট্রিট না করলে কোনভাবেই স্পেস সমস্যা কমবে না । লোকে ভাবে দুতলার ছাদে শাড়ি শুকিয়ে আর পাশের ছাদের সঙ্গে গপ্প দিয়ে সেই বাবু আমলের মত লাইফ কাটানো যাবে । স্পেস সমস্যা নিয়ে কথা উঠলে ফুটপাথবাসী দের দিকে আঙ্গুল তুলে দাও মিটে গ্যালো । সমস্যা এদিকে মধ্যপ্রদেশে ।
  • সে | 198.155.168.109 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৬:১০690619
  • মমতার কানে এসব তুললে লন্ডন নয় নিউইয়র্ক বানিয়ে ছেড়ে দেবে।
  • রিক | 72.210.238.151 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৬:১১690620
  • পশ্চিমবঙ্গে ইনভেস্টমেন্ট তো কোন ইন্ডাস্ট্রিই করবেনা, ও নিয়ে ভেবে লাভ নেই। তবে কলকাতা ফুড টুরিজমের দিক থেকে দুর্দান্ত ডেস্টিনেশন। খাবারের এরকম বিপুল সম্ভার আর সবরকম বাজেটের সহাবস্থান আর কোথাও পাওয়া যায়্না।
  • সে | 198.155.168.109 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৬:২২690621
  • ফুড এবং নাটক
  • Ekak | 113.6.157.186 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৬:২৩690622
  • গুছিয়ে কলকাতা স্ট্রিট ফুড নিয়ে কলাম নাবাতে পারে এরকম লোকজন দরকার । সাউথ ইন্ডিয়া থেকে নর্থ এদের রান্না যেমনি হোক না ক্যানো ইন্টারনেট ভর্তি ইংলিশ এ লেখা কলাম । সেখানে কলকাতা স্ট্রিট ফুড নিয়ে সেরকম জাতের রিপোর্টিং খুবই কম । প্রচার করলে , একটু বেটার হাইজিন মেন্টেন করলে ফুড ট্যুরিসম না হওয়ার কিছু নেই ।
  • Ekak | 113.6.157.186 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৬:২৬690623
  • কল্চরল টুরিসম করা সমস্যা । মুম্বাই-ব্যাঙ্গালোর বলে বলে গোল দিয়ে দেবে কলকাতা কে । কলকাতায় কটা ইংলিশ নাটক হয় ? সবকিছু বাঙালি রেখে জাস্ট ভাষা টা ইংলিশ করতে পারলেই ট্যুরিস্ট এর ঢল নাববে ।
  • -_- | 47.187.129.166 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৬:২৭690624
  • গাঁড় মারি তোর চল্লিশতলার
    গাঁড় মারি তোর মেট্রোরেলের
    বুঝবি যখন আসবে তেড়ে
    ন্যাংটো মজুর লেগো কলের!
  • রিক | 72.210.238.151 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৬:২৯690626
  • হেহে গুছিয়ে কিছু করার কথা মাথাতেও আনবেন না। গুছিয়ে কিছু করতে গেলেই নানান পলিটিক্স আসবে, সাম্রাজ্যবাদ আসবে, সিয়ার ষড়যন্ত্র আসবে, লালনীল রং আসবে, লাস্টে ব্যাপারটা আধখ্যাঁচড়া হয়ে ঝুলে যাবে। তার থেকে এখন যেমন ওয়ার্ড অফ মাউথ গোছের আছে তাই ভাল। আমি যেমন কয়েক বছরে একবার যাই, আগে থেকেই বন্ধুবান্ধব আর আত্মীয়দের বলে রাখি, ওদের সাথে কয়েকটা দিন নানান স্ট্রিট ফুড আর রেস্টুরেন্টে খেয়ে হৈচৈ করে চলে আসি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন