এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কোলকাতা এখন ব্যাঙ্গালোরের থেকে ভাল শহর

    bip
    অন্যান্য | ২০ ডিসেম্বর ২০১৫ | ১৩৪৬১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sinfaut | 74.233.173.203 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১২:১৬690405
  • হৃদয় গ্রসারি পড়লাম।
  • bip | 81.244.130.85 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১২:২০690406
  • LCM কে ক
  • সে | 198.155.168.109 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১২:২৬690407
  • বহুত ভালো হয়েছে
  • শ্রী সদা | 113.19.212.21 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১২:২৭690408
  • "যে জাতি বিপের কাছে সমাজতত্ব আর শাওলি মিত্রের কাছে গাড়ির কারখানার এডভাইস চায়, তাদের গোড়াতেই গলদ।"

    এস সি কে এক বোতল গ্লেন দিলাম।
  • aranya | 83.197.98.233 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১২:৩৪690409
  • গুড। আশা করি ঠাকুরের আশীর্বাদে আর lcm-এর নির্বন্ন্ধে বিপ-এরও হৃদয় প্রসারিত হবে :-)
  • pi | 74.233.173.193 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১২:৪৯690410
  • লসাগুদা, ঃ)
  • শ্রী সদা | 113.19.212.21 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১২:৫১690412
  • "কাল যখন ব্যাঙ্গালোর ডুববে তখন কেউ যদি ব্যাঙ্গালোরে বসে থাকে-সে ছিঁড়বে। তখন যদি সে পুণের মতন উঠতি সিটিতে চেঞ্জ করে-ফাইন।"

    ~ একটা সিটি ডুববে কী করে ? টেলিকম ইন্ডাস্ট্রি ডুবেছে সে না হয় বুঝলাম। ব্যাঙ্গালোরে যে ধরণের কোং এর আপিস আছে সেই ধরণের কোং ই তো কোলকাতা বা পুনেতে আছে, অবশ্যই অনেক কম সংখ্যায়, ব্যাঙ্গালোর মানে যে একটা আলাদা ইন্ডাস্ট্রি এরকম তো নয়।

    আর শুরু থেকেই একটা মিসকনসেপশন দেখছি বিপের লেখায়। ব্যাঙ্গালোরে পুরো সফো ইন্ডাস্ট্রিটাতেই যে বেশী মাইনে এরকম নয়। ইন্ডিয়ান আইটি ইন্ডাস্ট্রির বড় অংশ সার্ভিস বেসড এমেনসি গুলো, ওরা অন্ততঃ শুরুর কয়েক বছর সব শহরেই একই মাইনে দেয়। সার্ভিস কোং এ জব হলে প্রথম কয়েক বছর বরং লুরু খুব চাপের জায়গা, সবকিছু এক্সপেনসিভ বলে খুব কষ্ট করে থাকতে হয়।

    লুরু এবং কিছুটা হাইড বা পুনে কোলকাতাকে দশ গোল দিয়েছে একটা জায়গাতেই - প্রোডাক্ট বেসড কোম্পানী আর স্টার্টাপ। ব্যাঙ্গালোরে প্রোডাক্ট কোং গুলো ফ্রেশারদের সার্ভিস কোং এর তুলনায় ডাবল বা তার ও বেশী মাইনে দেয়। কিন্তু প্রোডাক্টে সার্ভিস এর মতো মাস রিক্রুটিং হয়না, আর হায়ারিং বার অনেক হাই হয়।

    আমারই ব্যাচের প্রচুর বন্ধুবান্ধব দেখেছি, বড় বড় সার্ভিস এমেনসি তে লুরুতে বসে যা পায়, আমি দেড়বছর আগে কোলকাতায় বসে তার বেশী পেতাম। ওরা প্রায় সবাই রুম শেয়ার করে থাকে, একদম পাইপয়সা হিসেব করে খরচা করে, আর অনসাইটের শিকে কবে ছিঁড়বে সেই আশায় দিন গোনে। আইটি র সেই সোনালী দিন আর নেই।
  • T | 165.69.173.155 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১২:৫১690411
  • যাঃ, ভালো হচ্ছিল, এদিকে লসাগুদা এসে একঘটি জল ঢেলে দিল।
  • lcm | 83.162.22.190 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১২:৫৯690413
  • সিঁফো খারাপ আইডিয়া দেয় নাই - হৃদয় গ্রসারি, মানে হৃদয়ে যা চায় তাই কেনাকাটা, যেমন ধরো হাই-ফ্যাট-কনটেন্ট আইসক্রিম। কিন্তু কুলোকে কয় হেইসব খাবার নাকি হৃদয় আক্রমণ করে।

    তবে সদা ঠিক কইসে। ব্যাঙ্গালোর ডোবার চান্স কম। সমুদ্দর নাই, সুনামি নাই। তাছাড়া ব্যাঙ্গালোর সমুদ্রতল হইতে প্রায় ৩০০০ ফুট উঁচুতে। সাধে কি আর কয় - স্বগ্গের আগের ইস্টেশন - টেকনিক্যাল কারণ আছে বই কি।
  • সে | 198.155.168.109 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১৩:০৩690415
  • সী লেভেল থেকে ৩০০০ ফুট ওপরে?
  • lcm | 83.162.22.190 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১৩:০৫690416
  • খাইসে! ফুট-ই তো -- আবার গুলাইয়া ফ্যাললাম নাকি।
  • যেভাবে | 213.132.214.81 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১৩:০৬690417
  • বৃষ্টি হলে কলকাতা ডোবে.. ঃ)
  • সে | 198.155.168.109 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১৩:০৭690419
  • না। গোলান নি। এমনি বললাম।
  • OshKosh B'gosh | 151.0.12.138 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১৩:০৭690418
  • আইটি তে আপাতত "আসছে, সে আসছে"

    স্টার ট্রেকের মত ফুস করে যাওয়ার যন্ত্র বানিয়ে দিলে কলকাতা-লুরু ডেলি পেসেঞ্জারির কথা ভাবা যায়।
  • সে | 198.155.168.109 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১৩:১৯690420
  • আসলে অ্যাতো হাই অল্টিচুড সত্ত্বেও (৩০০০ ফিটের বেশি) ডুবে যেতে পারে কি না। সিল্ক ইন্ডাস্ট্রি ডুবেছে। এই ডুবে যাওয়া ভেসে ওঠা সব শিল্পের ক্ষেত্রেই খাটে, সব দেশে প্রায় সমস্ত প্রোডাক্ট/সার্ভিসের ক্ষেত্রে। কারো আয়ু বেশি কারো কম।
    বিপ সস্তায় খাটিয়ে নেবার জন্য মেধাবী কর্মঠ লোক খুঁজছেন মনে হচ্ছে। নইলে অ্যামেরিকায় না খুঁজে ইন্ডিয়ায় কেন? বেংগালুরুতেই বা নয় কেন? মুনাফা কমে যাবে তাহলে। বিপের ইন্ডাস্ট্রিও ডুবতে পারে। সব ডুবে যায়, কেউ আগে ডোবে কেউ পরে ডোবে। ভাল মাইনেকড়ি না দিলে ভালো কাজের লোক বেশিদিন টেঁকে না। পালিয়ে যায়।
  • lcm | 83.162.22.190 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১৩:২৯690421
  • অফ কোর্স, কম কস্ট।
    ধরো, কাইজার পার্মানান্তে - হেলথকেয়ার কোম্পানি - ভারতে তাদের কোনো হাসপাতাল কিস্‌সু নাই (যদ্দুর জানি আর কি) - কিন্তু একখান আইটি আপিস আছে।
    বা, ওয়েল্‌স ফার্গো - বৃহৎ ব্যাংক - ভারতে বোধহয় কোনো ব্রাঞ্চ/অপারেশন নাই - কিন্তু তাদের আইটি আপিস আছে ভারতে। ব্যাংক-অফ-আমেরিকাও তাই। এমন অনেক কোম্পানি আছে - ইন্সিওরেন্স, ফাইন্যান্স। এখনও ব্যাঙ্গালোরে ব্রাঞ্চ খুলছে তো অনেক কোম্পানি।

    আর খরচ অনেক কম তো। স্যান হোসে-তে টু-বেডরুম অ্যাপার্টমেন্ট এখন হল - মাসে দেড় লাখ (উইথ আরশোলা), পৌনে দুলাখ (উইদাউট আরশোলা)।
  • Ekak | 113.6.157.186 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১৩:৪৪690422
  • "ঠিকঠাক কাজের পরিবেশ প্রোভাইড করো, উঠতে-বসতে নাইতে-খাইতে সদ্যস্নাতকদের স্কুল-কলেজ, ঠিকুচি, পেডিগ্রি হেইসব নিয়া আওয়াজ না দিয়া, তাদের সঙ্গে বইস্যা চা খাইতে খাইতে কাজ নিয়া আলোচনা করো, মুই বেশি না তুই বেশি না কইর‌্যা - তাদেরকে কও যে আমরা হগ্গলেই এখানে শিখত্যাসি - তোমরা সদ্যস্নাতাক আমরাও সদ্যোজাত সংস্থা - চলো একসাথে কিছু পড়শোনা করা যাক, শেখা যাক, কাজ করা যাক - ঠাকুর কইচেন কাজের মধ্যে আনন্দ আছে। হেই আপিস আমাদের আনন্দনিকেতন। চিন্তার প্রোমোশন হয় হেইখানে। মিটিং-এর মাঝে মধ্যে সমবেত স্বরে গান গাও - চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারি"

    এল্সিয়েম এর হবে । এপ্রোচ টা ভালো লাগলো :) মুশকিল হচ্ছে হাইফাই জায়গায় কাজ করে আসা লোকজন স্টার্ট আপ খুললে এটা কমপ্লিটলি ভুলে যায় যে মালিক এর ব্যাক গ্রাউন্ড দেখে কেও আসবেনা , এটলিস্ট এমপ্লয়ী রা। স্টার্ট আপ এর ব্যাকগ্রাউন্দ দেখে আসবে । তাই , ইভেন প্রচুর টাকা অফার করলেও রেডিমেড ভালো ইঞ্জিনিয়ার পাওয়া মুশকিল । এই এক কমপ্লেক্স আমার দোকান এর মালিক এর ও আছে । নিজে চোদ্দ বছর মাইক্রোসফট এ ছিল , ডিভিশন হেড থেকে রিটায়ার করেছে । ইদিকে সরকারী ইঞ্জিনিয়ারিং কলেজে সাত রাউন্ড দাঁত ভাঙ্গা ইন্টারভিউ নেবার পরেও টোটাল সিলেকশনের মাত্র থার্টি পার্সেন্ট জয়েন করেছে । সে কি হতাশ অবস্থা তার !! কাকে গাল দেবে বুঝে পায়না । আরে তুমি কি তাতে কিস্যু ছেঁড়া যায়না ,তোমার স্টার্টাপ এর বাজারে নাম ফাটেনি কাজেই টপ গ্রেড ফ্রেশার রা তোমার ইন্টারভিউ তেই আসবেনা । যারা আসবেনা তারাও সবাই এক্সেপ্ট করবেনা সাত পাঁচ ভেবে । হতাশা ভুলে যাদের পাচ্ছ তাদের নিয়ে হাতেকলমে কাজ করলেই হয় ।
  • Ekak | 113.6.157.186 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১৩:৪৫690423
  • সাত না , আট রাউন্ড ছিল । উইথ এইচ আর ।
  • OshKosh B'gosh | 117.167.108.182 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১৩:৫৩690424
  • আমার আবার অন্য এক্ষপি। কলকেতায় যখন ফিরলুম - সেও স্টার্টাপ - বিলেতে থাকতে ফোনে ইন্টারভিউ নিয়েছিলো। এক ঘন্টার ইন্টারভিউ, আমি কথা বলেছিলুম হার্ডলি সাড়ে তিন মিনিট।
  • n | 205.154.91.202 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১৩:৫৫690426
  • ইন্ডাস্ট্রির ওঠানামা তো আছেই। আর বিজনেস সাইকেলের ওঠানামায় হয়তো শহরগুলোতেও একটু এফেক্ট হয়, তাই রিয়েল এস্টেটেরও দাম ওঠেনামে। তবে কলকাতা যেমন পলিটিক্সবাজি করতে গিয়ে প্রায় পার্মানেন্টলি ডুবে গেছে সেরকম পুনে ব্যাঙ্গালোর হাইডে হবে না বোধায়। এই শহরগুলোতে সবসময়েই কেরিয়ার প্রসপেক্ট প্রায় সব সময়েই কিছুটা বেটার থাকবে।
  • bip | 81.244.130.85 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১৪:৩২690427
  • ভারতে স্টার্টাপে খুব সহযে ভাল রিসোর্স জয়েন করতে চায় না। খুব ভাল টাকা দিলেও না। এসব সমস্যা আমার ছিল। কিন্ত আস্তে আস্তে সমাধান করে
    ফেলেছি। রিসোর্স এখন খুব সমস্যা আর না। খেলাটা বুঝতে আমার সময় লেগেছে-কিন্ত বুঝেছি। প্রচুর খাটতে হয়েছে।

    ব্যাঙ্গালোরে রাজনীতি নেই? হাস্যকর । লোকে বলে বলে খানা খন্দের রাস্তা সারাতে পারছে না। বহুদিন। এটা রাজনৈতিক ফেলিওর না?
    আমি বরং বলবো দিদি আসার পরে পশ্চিম বঙ্গের সিস্টমে কিছুটা একাউন্টিবিলিটি এসেছে। সেটা কিন্ত টের পাওয়া যাচ্ছে।

    আমি বরং বলবো একদম অরাজনৈতিক শহর হলে পলিটিশিয়ানরা লুটে পুটে খাবে। যেমন হয়েছে ব্যাঙ্গালোরে।

    আমি কোলকাতার পুনঃ উত্থানের ব্যপারে আশাবাদি । কোলকাতা শহরের সাথে কোন ইমোশনাল এটাচমেন্ট আমার নেই-ওই শহরে
    কোন দিন একমাসের বেশী থাকি ও নি। তবুও কোলকাতার ব্যপারে আমি আশাবাদি পিউর বিজনেস লজিকেই।

    কোলকাতার লোকেরা রাজনৈতিক সচেতন, অধিকার সচেতন এগুলো খারাপ না। এগুলো আমার মতে পজিটিভ এসেট।
    দিজেস এর সাইন অব ইন্টেলেকচুয়াল সিটি ।

    সমস্যা হচ্ছে বাঙালীর টাকার চাহিদা আছে কিন্ত সেটা ঠিক করে চাইতে পারে না-স্ট্রিম লাইন করতে পারে না ফোকাসটা।
    বাঙালীর স্ট্রিম লাইন ফোকাসটা যদি মানি মেকিং এ থাকে, অনেক সমস্যাই দূর হবে-আবার কিছু নতুন সমস্যা আসবেও।
  • OshKosh B'gosh | 117.167.108.182 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১৪:৩৫690428
  • অ্যাই দ্যাকো! বলে চাইতে পারে না! উদিকে চাইলে কোশ্চেনের উত্তর দেবে নাকো।
  • SC | 117.206.249.8 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১৪:৫৪690429
  • সস্তা ব্যাপারটা অত সহজ হলে বিপ একা মনে হয় কলকাতায় আসত না, অর আগে আরো অনেক লোক রিসার্চ করে লাইনে নেমে পড়ত।
    সস্তার একটা সমস্যা আছে। সস্তা দেখতে যেরাম ভালো, চাখতে ওরাম ভালো নয়কো। বিপের অনেক আগে এক বেশ হনু লোকও একইরকম ভেবেছিল। বেঙ্গলে সস্তায় কারখানা বানাবো। ভদ্রলোকের নাম শ্রীযুক্ত রতন টাটা। সেই বিসনেস প্ল্যান তা কেমন চলল, জিগাবেন তো?
    আসলে সস্তায় ব্যবসা করা গেলে অনেক লোক হুরমুর করে চলে আসত, কিন্তু বাস্তব মনেহয় অন্যরকম। তাই আসে না।
  • ইয়ে | 132.177.139.44 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১৫:১৩690430
  • এককের বসের নাম কি জ্যোতি পল? এক্স মাইক্রোসফট, স্টার্টাপ খুলেছে - এমন একজনকেই মনে পড়ছে ...
  • potke | 126.202.108.220 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১৯:১৮690432
  • আমাকে কেউ এক্জন কিছু জিগালেন মনে হল--আমায় দাদা ছাড়ান দেন, ক্লাস ৮ লেভেলের ম্যাথ ও জানি না।
  • Practice | 11.39.36.176 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১৯:৩৬690433
  • প্যাকটিস করো ঃ))
  • aka | 81.91.98.109 | ২৩ ডিসেম্বর ২০১৫ ২১:২৮690434
  • পোটকে তাও কেলাস এইট জানে। সেই যে মধুপুর কলকাতা কেলাস সেভেনে ছিল, কি কঠিন কি কঠিন। অংকটা মনে নেই, কিন্তু পারব না এই প্রত্যয় আছে।

    ছেলের কেলাস ফাইভের অংক পারি নাই। ঃ(
  • Arpan | 125.118.158.87 | ২৩ ডিসেম্বর ২০১৫ ২১:৩২690435
  • লুরু মোটেও অরাজনৈতিক শহর না। আমাদের মত মাইগ্রেন্টদের স্যাম্পল সেট বানালে অরাজনৈতিকই মনে হবে বৈকি।

    হোয়াইটফিল্ডের রাস্তা গত দুমাসে আবার ঝাঁ চকচকে হয়ে গেছে (সেই লালু কথিত হেমা মালিনীর গালের মত)। এতদিন কেন হয়নি? কেন না বিজেপি এতদিন পৌরসভা চালাচ্ছিল, হোয়াইটফিল্ডের উন্নতি তাদের অ্যাজেন্ডায় ছিল না, কারণ হোয়াইটফিল্ড বরাবর কংয়ের শক্ত ঘাঁটি।

    এটা লুরুর ইনসাফিশিয়েন্ট ইনফ্রাকে আড়াল করার চেষ্টা নয়। সমস্যা অনেক আছে, এতদিন এরা ট্রেনের গুরুত্ব বোঝেনি, যদিও সরকারি পরিবহণ সংখ্যায় পর্যাপ্ত ও সবথেকে বড় কথা লাভজনক, তাও প্রাইভেট গাড়ির সংখ্যা প্রচুর বেশি। সেসব বক্তব্য নয়। বক্তব্য হল, প্রচুর মাইক্রো লেভেলের ফ্যাক্টর আছে যেগুলো দু সপ্তাহের জন্য পরিযায়ী পাখি হয়ে উড়ে এলে বোঝা যায় না। বোঝা সম্ভবই না। লুরু-পুনে-সান হোসে-রিও ডি জেনিরো কোথাও না।

    কিন্তু ওই যে আইটি হল মন্দিরের ঘন্টা আর কারো কারো হস্তিদর্শন করে এই বিপুলা পৃথিবীর কতকিছু জানি এই অনুভূতি হয়।
  • potke | 126.202.68.32 | ২৩ ডিসেম্বর ২০১৫ ২১:৪৯690438
  • বিবিএমপি কে চালায় এখন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন