এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কোলকাতা এখন ব্যাঙ্গালোরের থেকে ভাল শহর

    bip
    অন্যান্য | ২০ ডিসেম্বর ২০১৫ | ১৩৪৬৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 83.162.22.190 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৪:১৪690514
  • অ্যাকচুয়ালি, সিটি এলাকার হিসেব ধরলে মুম্বই, এবং, কলকাতা পৃথিবীর মধ্যে প্রথম, দ্বিতীয়।
    http://www.citymayors.com/statistics/largest-cities-density-125.html
  • lcm | 83.162.22.190 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৪:১৫690525
  • এই যে অপ্পোন, লিংক দিয়েছি ওপরে - এই ডেটা খুব সম্ভবত - উইনাইটেড নেশন্‌স-এর কোনো পাবলিকেশনে বেরিয়েছিল, ন্যাটজিও বা টাইম্‌স এ বোধহয় দেখেছিলাম।
  • Arpan | 125.118.23.143 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৪:১৬690558
  • আরে ব্যর্থ কেন হবে? রাম রাম!

    শীতে এনারাই সম্মেলন, গ্রীষ্মে রসুন সন্ধ্যা (যদিও সুন প্রায় বাদই পড়ে গেছে) আর মাঝখানে শারদোৎসব এইসবের কি ভাঁটা পড়েছে এখনো?
  • DKG | 135.16.17.145 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৪:১৬690547
  • @বিপ

    একদম ঠিক বলেছেন - কলকাতা এককথায় দারুন । তা আপনি থাকুন না কলকাতাতেই, কেউ মানা করেছে ? অন্য কোনো শহরের দিকে তাকানোর আর তুলনা'র জন্য একেবারে টই খুলে ফেলার দরকার টা বুঝলাম না - হীনমন্যতায় ভুগছেন না নিশ্চয়ই কলকাতাতে আছেন বলে, তাহলে কি আপনার দুরদর্শিতার ও বুদ্ধিমত্তার জন্য বাহবা চাইছেন ?

    নিন - তাও দিয়ে দিলাম সবাই - আপনি দারুন বুদ্ধিমান ও দূরদর্শী

    হলো ?

    আর, একলাফে বেঙ্গালুরু কেন - আগে আমাদের এই হায়দ্রাবাদ এর কাছাকাছি আসুন, বিশেষত IT তে, লুরুর সাথে তুলনা তো তার পরে

    :):)
  • lcm | 83.162.22.190 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৪:১৬690536
  • *ইউনাইটেড
  • Ekak | 113.6.157.186 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৪:১৭690567
  • কলকাতায় আর্বানা টাওয়ার বাদ্দিলে চলিস তলার ওপরে বাড়ি কোথায় ? কলকাতার জনবসতির সমস্যা শুধু লোক বেশি বলে নয়। প্রচুর লোক সিটি র মধ্যে বিশাল পরিমান পটেনশিয়াল ভার্টিকাল স্পেস বাজে ভাবে অকুপাই করে আছে বলে । সেন্ট্রাল বা নর্থে এখনো অনেক বাড়ি আছে মাত্র দোতলা বড়জোর তিনতলা । সেই কবে থেকে রেন্ট কন্ট্রোল -মামলা হাবিজাবি করে আটকে । কলকাতার মত শহরে এত নীচু বাড়ি তো থাকায় উচিত না। একটা লোক দোতলা বাড়ি বানিয়ে চুপচাপ বসে আছে মানে সে মিনিমাম আরও আটত্রিশ চল্লিশ তলার ভার্টিকাল স্পেস অনৈতিকভাবে অকুপাই করে রেখেছে । ঘিঞ্জি তো হবেই । গরীব মানুষের জন্যে ঘিঞ্জি হয়েছে এমন না । কলকাতায় যারা একেবারে গরিব তাদের মাথায় কোনো ছাদ ই নেই। দোকানের দাওয়া -ফুটপাথ এসবে দিন কাটে । স্পেস নষ্ট করছে কলকাতার মধ্যবিত্ত দের একাংশ ।
  • lcm | 83.162.22.190 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৪:১৭690566
  • *সেকেন্ড মোস্ট ডেন্সলি পপুলেটেড -- বলতে চেয়েছি।
  • সে | 198.155.168.109 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৪:১৮690568
  • বিপ আপনার কোম্পানীতে সফ্টস্কীল ম্যানেজমেন্ট শেখানোর চাকরি থাকলে একটু হেল্প করবেন? একজন চাকরি খুঁজছে। পেলে সে খুবই উপকৃত হবে।
  • lcm | 83.162.22.190 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৪:১৯690569
  • না মানে যে কথা বলতে চাইছি যে, কলকাতা/মুম্বই (সিটি) এর জনসংখ্যা আর বাড়া সম্ভব নয় - যা বাড়বে মেট্রোপলিটান এলাকায়।
    হ্যাঁ, ব্যাঙ্গালোরে পপুলেশন এক্সপ্লোশন হয়েছে সে নিয়ে তো কোনো তক্কোই নেই - কারণ এক্সপান্ড করবার মতন অবস্থায় দশ বছর আগে ব্যাঙ্গালোর ছিল।
  • lcm | 83.162.22.190 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৪:২১690572
  • *আফটার অল
  • lcm | 83.162.22.190 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৪:২১690571
  • একক,
    কলকাতায় বোধহয় একটু প্রবলেম আছে প্রচুর হাইঅরাইজ বানানোর। প্লাম্বিং, সুয়েজ - এগুলোর একটা ইস্যু আছে। আর, আফটার পলিমাটি তো, খুব বেশি উঁচু বাড়ির পার্মিটে বোধহয় জিওলজিক্যাল কিছু আছে। বম্বে তো রক, সলিড বেস জমিতে ।
  • kc | 204.126.37.78 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৪:২৪690573
  • কী বলতে চাইছ খোলসা করে বলনা কেন?
  • lcm | 83.162.22.190 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৪:২৬690575
  • বললাম তো, ঐ আগের পোস্ট দেখো
  • Ekak | 113.6.157.186 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৪:২৬690574
  • এল্সিয়েম ,

    এই যুক্তি গুলো ঠিক না। এগুলো আমাদের ও বলা হত ছতব্যালায় যে পলিমাটি হ্যান ত্যান । আর্বানা টাওয়ার একাধিক চল্লিশ তোলা বানিয়ে দেখিয়ে দিয়েছে । একচুয়াল ঘটনা হচ্ছে কলকাতার সিটি প্ল্যানিং -হাউসিং এগুলো একটা বড় সময় ধরে পার্টি মদত পুষ্ট নিষ্কর্মা প্রমোটর এর এর অধীনে ছিল । অনেক পরে বড় কোম্পানি ঢুকেছে প্রপার প্ল্যানিং নিয়ে । বড় কোম্পানি সরাসরি বড় ফান্ড এ ঘুষ দেয় । লোকাল নেতা কর্পোরেশন কিস্যু পায় না । এলসি দের পকেট ভরেনা বালি-চিপস ফেলার টাকায় । তাই যত পার আটকাও ।
  • Arpan | 125.118.165.144 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৪:২৯690576
  • খোলসা করে বললে বলতে হয় ঐ যে শারদোৎসব তারও প্রপার আর বৃহত্তর আছে।

    বৃহত্তরের মধ্যে সদ্য এন্ট্রি নিয়েছে ধনতেরাস আর ছটপুজো।
  • kc | 204.126.37.78 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৪:৩১690578
  • তাতে অসুবিধের কী আছে? কী বলতে চাইছ খোলসা করে বল।
  • lcm | 83.162.22.190 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৪:৩১690577
  • একক, ঐ ভাবে গিজগিজে উঁচু বাড়ি বানানো যায় না। রাস্তা চাই তো। যার জন্যে এই উঁচু রেসিডেন্সিয়াল কম্‌প্লেক্স গুলো হচ্ছে শহরের বাইরে - নিউটাউন, গড়িয়া, ইএম বাইপাস - এইসব এলাকায় - আগে রাস্তা তৈরী হচ্ছে।

    আর্বান প্লানিং-এ একটা রুল অফ্‌ থাম্ব হচ্ছে - শহরের সারফেস এরিয়ার এন্তত ২২-২৫% হতে হবে রাস্তা (পার্ক ইত্যাদি বাদই দাও)। এখন কলকাতায় (মানে, প্রপার কলকাতায়) রাস্তা হল সাফেস এরিয়ার ৪-৫%। এবার বলো, ওখানে কী করবে। এমন অবস্থা যে এলিভেটেড ট্রেন পাথ বানাবে (শিকাগো বা টোকিওর মতন), তার জন্যে মিনিমাম লিড্‌ স্পেসটাও নেই, খুব কম।
  • lcm | 83.162.22.190 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৪:৩৩690579
  • এই সুবিধে, ভারতের অপেক্ষাকৃত নতুন শহরগুলোতে বেশি ছিল, অন্তত ১০-২০ বছর আগে - ব্যাঙ্গালোর, পুনে, চন্ডীগড় ....। যার জন্যে ওখানে এক্সপানশান হয়েছে, কিন্তু তাও প্রপারলি প্ল্যান্‌ড হয় নি সব জায়গায় ।
  • lcm | 83.162.22.190 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৪:৩৫690580
  • অসুবিধে কোথায়। কলকাতার সঙ্গে ভারতের অন্য শহরের স্ট্যান্ডার্ড অফ্‌ লিভিং-এ কোনো আকাশ পাতাল তফাৎ নাই। কলকাতা ইজ ফাইন।
  • kc | 204.126.37.78 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৪:৩৬690583
  • ন্যাদোশদা তোমারে কই নাই, আমি অপ্পনকে বলছিলাম
  • Arpan | 125.118.208.6 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৪:৩৬690582
  • আরও খোলসা করে বলতে হবে? ওই যে বিপবাউ যেখানে এসে উঠেছিলেন সেটা হল বৃহত্তর ব্যাঙ্গালোর। প্রপার কদাপি নয়।

    ইএম বাইপাসের মত এখানে ওআরার আছে। নতুন টেক পার্ক তার ধার ঘেঁষেই হয়।

    প্রপার আর বৃহত্তর নিয়ে এত হ্যাজের কী আছে তাই এখনো বুঝিনি।

    (এসব তো তুমি জানোই, তোমাকে আর কী বোঝাবো)

    @কেশী
  • Ekak | 113.6.157.186 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৪:৩৭690584
  • এল্সিয়েম

    এটা তো প্যারাডক্স তৈরী হচ্ছে :) ভার্টিকাল স্পেস অকুপাই না করলে রাস্তা চাওরা হবেনা । রাস্তা চওরা না হলে ভার্টিকাল স্পেস অকুপাই করে লাভ হবেনা :)) এই দ্যালেমা র মধ্যে দিয়ে সমস্ত মেট্রো সিটি ই গ্যাছে । এত নিপলীয়নের সিটি প্ল্যানিং করে যাওয়া প্যারিস নয় যে আগে পেল্লাই পেল্লাই রাস্তা বানাবে । নরমাল আন্প্ল্যান্দ আরবান সেটাপ এভাবেই বাড়ে । ওই রাস্তার চ্যালেঞ্জ তা থাকবেই। আমি তো একদিনে একশ তলা তুলে দেওয়া কথা বলছিনা । চল্লিশ-পঞ্চাশ তলা বারুক । নাহয় অপটিমাম ক্যালকুলেশন করে বিশ তলা দিয়েই শুরু করুক । হাইট বাড়ানো জরুরি ।
  • kc | 204.126.37.78 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৪:৩৮690585
  • আরে বিপের লেখা নিয়ে আমার ম্যাথাব্যাথা নাই। তোমার কিছু যুক্তিতে তে ছিল। এখন বুইতে পেরেছি। ঠিক আছে।
  • lcm | 83.162.22.190 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৪:৩৯690586
  • ওহো!

    না না, কনফিউশনটা হয়েছে ডেটা, নাম্বার, ফিগার - তথ্য - এগুলোর সঠিক ইন্টারপ্রিটেশন নিয়ে।
    আজ, রেডিও-তে প্রোগ্রাম শুনলাম যে এই যে ট্রাম্প পোলে এগিয়ে আছে - সেই পোল নাম্বারের মিসর্প্রেসেন্টেশন নিয়ে।
    কথায় বলে, ফিগার্স ডোন্ট লাই বাট লায়ার্স ফিগার। কিন্তু সে তো কথার কথা।
  • lcm | 83.162.22.190 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৪:৪১690587
  • না একক, ওভাবে হয় না। হঠাত বুলডোজার চালিয়ে একটা শহরের ৪% রাস্তা বাড়িয়ে ২৪% করে দেওয়া যায় না। খুব মুশকিল।
    যেটা হবে, লোকজন স্পেস পাবর জন্যে অন্যত্র যাবে। যেমন লোকজন এখন যাচ্ছে, শহর ছেড়ে - নিউটাউন, রাজারহাট, বাইপাস, গড়িয়া ... যাচ্ছে।
  • kc | 204.126.37.78 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৪:৪২690588
  • ভাই একক, কলকাতায় ওরকম কোরে উঁচুতে ওঠা যায়্না। একে মাটি নরম। উঁচু বাড়ির দাম বেড়ে যায়। আর বাড়ি উঁচু করলেও আনুসঙ্গিক অনেক কিছু লাগে যার জন্য মাটিতে হরইজেন্টালি জায়গা লাগে।
  • lcm | 83.162.22.190 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৪:৪৩690589
  • এইত্তো কেসি - একটু ইঞ্জিনিয়ারিং দিক থেকে বুঝিয়ে বলো তো।
  • lcm | 83.162.22.190 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৪:৪৭690590
  • অপ্পোন,
    অফ কোর্স বৃহত্তর এলাকা এই তথ্যে খুবই গুরুত্বপূর্ণ। গড়িয়া, নিউটাউন, রাজারহাট, বাইপাস-কে কলকাতার ধরলে তার জনসংখ্যা ৪ কোটি নয়, ১৪ কোটি - আর সেটা কমে নি, বেড়েছে। ব্যাঙ্গালোরের মতন মোটেই বাড়ে নি, কিন্তু বেড়েছে। মুম্বই-এর মতন বলতে পারো।
  • Arpan | 74.233.173.203 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৪:৫৬690591
  • আরে কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে সেটা বুঝলে তো খোলসা করব। ঃ(

    তবে ব্যাংগালোর নতুন এলাকা যুক্ত না করেই জনসংখ্যার বর্ধিত চাপ সামলে গেছে এই তথ্যে আমি অভিভূত হয়ে পড়েছিলাম স্বীকার করছি।
  • Arpan | 74.233.173.198 | ২১ ডিসেম্বর ২০১৫ ১৫:০৫690593
  • যেকোন সহর বাড়বেই। থার্ড ওয়ার্ল্ডে। কিন্তু বিপবাবু বলতে চেয়েছিলেন ম্যাসিভ আর্বানাইজেশনের ফলাফল। যেটা দিল্লি আর লুরু বাদে ইদানীংকালে ভারতের অন্য কোন শহরে হয়নি। এইটুকুই বলার ছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন