এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কোলকাতা এখন ব্যাঙ্গালোরের থেকে ভাল শহর

    bip
    অন্যান্য | ২০ ডিসেম্বর ২০১৫ | ১৩৪৬৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • potke | 126.202.68.32 | ২৩ ডিসেম্বর ২০১৫ ২১:৪৯690437
  • অপ্পন ফাটায়ে দিতাসে ঃ)
  • potke | 126.202.68.32 | ২৩ ডিসেম্বর ২০১৫ ২১:৫১690439
  • বেশী পাব-ডিস্কো-মলে গেলে এই অবস্থাই হয়, এটাও জানি না, স্যা স্যা।
  • ঈশান | ২৩ ডিসেম্বর ২০১৫ ২২:০১690440
  • কয়েক পাতা পড়লাম। কিন্তু ভালো-খারাপের ক্রাইটেরিয়াটাই বুঝিনি। বেঙ্গালুরুর আবহাওয়া শুনেছি বেশ ভালো, কলকাতার চেয়ে ভালো -- এ হল আরামের ক্রাইটরিয়ায় ভালো। বাকি ক্রাইটেরিয়া কী?
  • Arpan | 125.118.158.87 | ২৩ ডিসেম্বর ২০১৫ ২২:০২690441
  • কং + জেডিএস

    (টুকে রাখো, টেটে আসবে)
  • Ekak | 113.6.157.186 | ২৩ ডিসেম্বর ২০১৫ ২২:০৫690442
  • ব্যাঙ্গালোর এ বরং সেইভাবে পাব -নাইট লাইফ নেই :( মুম্বাই বা কলকাতা বা দিল্লির মত মাঝরাত্তিরে বার হপিং করার কালচার নেই এখানে । নাচানাচি করতে হলে হয় আইস (ছোট এরিয়া ) আর নইলে ফাইভ ষ্টার-এ হেলৈন জাতীয় পার্টি । টিপিকাল সংসারী টাইপ লোকজন এখানে । কানক্পুরা বা ওই জঙ্গল সাইডএ ফার্ম বা নিজের একটু বড় ফ্ল্যাট সেখানেই সবাই বন্ধু দের ডেকে সারারাত মদ খাবে , সকাল এ উঠে দৌড়ে আপিস । টিপিকাল রাতের বাওয়াল নিয়ে প্রতিযোগিতা হলে ব্যাঙ্গালোর সমস্ত মেট্রো র পেছনে থাকবে , বাজি রেখে বলছি :) আর ফ্যাশন -স্টাইল এসবের তো বালাই নেই । মেয়েরা ভালো জানবেন , একটা কোনো রিসেন্ট পোশাকের ফ্যাশন যা মুম্বাই বা দিল্লি তে ঢুকে গেছে সেটা ব্যাঙ্গালোর এ পাবেন না । এরা ফ্যাশন করবে কি খালি তো আপিস যায় আর বাড়ি আসে :)) জীনস -টপ -হাফু ব্যাস । একদম টোটাল আধুনিক অফিস্যর্বস্স্ব লাইফ বলতে যা বোঝায় তাই । জেবনে খুব খুব পুর্কি জাগলে বড়জোর ষোলোস টাকা তোলা ইদুক্কি গোল্ড এর রিফার মেরে দেয় নারী -পুং নির্বিশেষে ।

    এখানে লাইফ স্টাইল একটু অন্যভাবে এনজয় করে লোকে । সেটা হলো দুদিনের বেশি ছুটি পেলে শহরের বাইরে বেরোনো । ঘন্টা চার গাড়ি চালালেই পাহাড় -সমুদ্র সবই পাওয়া যায় । ঝকঝকে সব হোম স্টে , শান্ত জীবন । দ্যাটস রিআলি নাইস । টিপিকাল অপ্স্তার্ট মেট্রো সিটির টেমপ্লেটে ফেলে পবন্ধ লিখে দিলে ব্যাঙ্গালোর বোঝা যাবেনা :) এতই যখন লেখার ইচ্ছে সময় নিয়ে আসতে হয় তো ।
  • Ekak | 113.6.157.186 | ২৩ ডিসেম্বর ২০১৫ ২২:০৮690443
  • আর অরাজনৈতিক তো কোনভাবেই না । কান্নাদিগা -তামিল দের রাজনৈতিক তর্কে ফোড়ন কাটার সৌভাগ্য হয়েছে । সে একেবারে ওবামা থেকে কাবেরীর জল সব নিয়ে কেত্তন । অন্য জায়গা থেকে কিছুমাত্র আলাদা নয় ।
  • ঈশান | ২৩ ডিসেম্বর ২০১৫ ২২:০৯690444
  • "দুদিনের বেশি ছুটি পেলে শহরের বাইরে বেরোনো । ঘন্টা চার গাড়ি চালালেই পাহাড় -সমুদ্র সবই পাওয়া যায় । ঝকঝকে সব হোম স্টে , শান্ত জীবন । দ্যাটস রিআলি নাইস ।" -- এইটাই লুরুর উন্নততর হবার একমাত্র জায়গা? :-) তাহলে ঠিকই আছে। :-)
  • Arpan | 125.118.158.87 | ২৩ ডিসেম্বর ২০১৫ ২২:১১690445
  • ভোক্কালিগা-লিঙ্গায়েত রাজনীতি আরো জটিল।
  • Ekak | 113.6.157.186 | ২৩ ডিসেম্বর ২০১৫ ২২:১৪690446
  • আরে লুরু তো মেট্রো নয় । এখানে কি মুম্বাই বা ধরো পার্ক স্ট্রিট এর নাইট লাইফ পাবে নাকি । এখানকার কেমিস্ট্রি অন্যরকম । আমার ধারণা সেটার অন্যতম কারণ বোধ হয় এখানে উচ্চমধ্যবিত্ত দের রোজগার এ বেশিটা চাকরিজীবি সম্প্রদায় বলে । সাদা টাকা হিসেবের খরচ । কলকাতা-মুম্বাই তে কালো টাকা বাদ্দিলে চাকরিজীবি শ্রেনীর হাতে ওড়াবার মত টাকা কজনের ? দুটো ওড়াবার ধরন তো আলাদা হবেই ।
  • pi | 24.139.209.3 | ২৩ ডিসেম্বর ২০১৫ ২৩:১৪690448
  • বেশ মজা লাগছে পড়তে ঃ)
    এদ্দিন ধরে কোলকাতা, পব তেড়ে গাল খেয়ে এল, রাজনীতি নিয়ে বেশি মাথায় ঘামায় বলে, ইন্টেলেকচুয়াল জিনিসপত্র নিয়েও অকাজের জিনিস বলে এখন দেখি যেই রাজনীতি নিয়ে সচেতনতা একটা ভাল ব্যাপার বলে লোকজন ভাবছে বললো, অমনি লুরুও প্রাণপণে ডিঙি মেরে হাত তুলে না না এই তো আমিও সচেতন আমিও সচেতন বলে দেখানোর সে কী চেষ্টাটাই না করছে :P
    বিপদার আল্ট্রাজেনেরাইলেজশনগুলোর মতই এই স্বর্গাদপি গরীয়সী প্রমাণের চেষ্টাগুলোও বেশ মজাদার ঃ)
    ছোটবেলায় দাদা আমার ইস্কুল পচা টচা বলে খেপালে এরকম করতুম, মনে পড়ে গেল ঃ)
  • dd | ২৪ ডিসেম্বর ২০১৫ ০০:৪১690449
  • আমি সব জানি। বলে দিচ্ছি।

    যেরম পলিটিক্স আছে পচ্চিম বংগে ,তার এক অ্যাটমও লুরুতে নেই। কী কী নেই বলছি।

    ইস্কুল কলেজ ইউনিভার্সিটি কোথাও স্টুডেন্ট ইউনিয়ন নেই। ট্রেড ইউনিয়ন নিশ্চয়ই আছে, কিন্তু কখনো মিছিল দেখি নি। আর আমি চিরকালই ইন্ডাস্ট্রিয়াল হাবে কারখানায় চাকরী করেছি।দেয়ালে দেয়ালে কোনো স্লোগান নেই। এমন কি ভোটের সময়েও নয়।

    এই গতো কুরি বছর ধরে থেকে পোলিটিকাল কারনে বন্ধ একবারই দেখেছি - এই বছরে।

    দুই দলে মিলে দাংগা নেই।

    এক্ষন পোলিটিক্স বলতে যদি অন্য কোনো ডেফিনিশন আনেন তো সে অন্য কথা।
  • aranya | 83.197.98.233 | ২৪ ডিসেম্বর ২০১৫ ০১:২৭690450
  • বিপ কি হৃদয় গ্রসারিত করে কেলাস এইট থেকে এট্টুস উঠেচে?

    বারো কেলাস পাশ করা ছাত্তর ৪ বছর পেরাইভেট কলেজে পড়ে, টাইম মেশিনে ৪ বছর পিছিয়ে কেলাস এইটে চলে গেল - এই জটিল ইকুয়েশন সলভ করা কঠিন
  • 8 | 183.17.193.253 | ২৪ ডিসেম্বর ২০১৫ ০১:৪৪690451
  • চার কৈ? আট তো!
  • aranya | 83.197.98.233 | ২৪ ডিসেম্বর ২০১৫ ০১:৫০690452
  • ঃ-)

    ৪ বছর পেছানো মানে শিক্ষার দিক থেকে।

    প্রাইভেট কলেজে ধরলাম কিছু শেখায় নি, ইমপ্যাক্ট শূন্য। কিন্তু ক্লাস ৮ থেকে ১২ অব্দি যা অঙ্ক শিখে এসেছে একজন, সেটা ভুলিয়ে আবার ক্লাস এইটের লেভেলে নিয়ে যেতে হবে -এত চাপ কি প্রাইভেট কলেজে-র শিক্ষকরা নিতে পারবেন?
  • aranya | 83.197.98.233 | ২৪ ডিসেম্বর ২০১৫ ০১:৫৭690453
  • অন লাইন লেখালেখিতে একটা জিনিস চোখে পড়ে - সেনসেশনালিজম। শকিং কিছু বলা, লোক-কে আঘাত দেওয়া, অপমান করা - উদ্দেশ্য একটাই, পাঠকের দৃষ্টি আকর্ষণ
  • Ekak | 113.6.157.186 | ২৪ ডিসেম্বর ২০১৫ ১১:২৫690454
  • ডিডি দা কে ক । বাঙ্গালোর যথেষ্ট রাজনীতি সচেতন । এখানে যেটা নেই তা হলো রাজনীতি নিয়ে ফালতু হুজুগ এবং যে কোনো অজুহাত এ সময় নষ্ট করে মিটিং মিছিল করার প্রবণতা । সারা বছরে বন্ধ এর ঘটনা ম্যাক্সিমাম দুটো এবং সেখানেও রাস্তায় লোকজন কে আটকানো , হেনস্তা করা এসব সীন নেই । যারা এগুলোকে রাজনৈতিক দায়বদ্ধতার অঙ্গ মনে করে বা এরকম দেখে অভ্যস্ত তাদের মনে হবেই যে রাজনীতিসচেতন নয় ।

    কিন্তু একটা খারাপ দিক আছে । সেটা হলো পুরো মেট্রো শহর না হবার কারণে এখানকার পলিটিক্স এর ওপর বর্ণ এন্ড ব্রট আপ অর্বনাইত দের প্রেসার কম । তার ফলে ব্যাঙ্গালোর শহর যে রেভেনিউ জেনেরেট করে সরকার সেই রেভেনিউ পরিষেবার মাধ্যমে শহরের জনগণ কে ফিরিয়ে দেয় না । প্রচুর প্রাইভেট উদ্যোগ থাকার কারণে প্রথম প্রথম এটা চোখে পরেনি কিন্তু এখন ভালমত পরছে । রাস্তাঘাট -ফ্লাইওবর এসব আরও অনেক দরকার । আমি যখন রাত এগারটায় বাড়ি ফিরি তখন পাবলিক বাসেই হুহু করে পৌছে যাই । এত ভালো পাবলিক ট্রান্সপোর্ট খুব কম শহরে আছে । এদিকে সেই রাস্তাতেই সকাল এ ট্রাফিক জাম এ দম বেরিয়ে যায় । প্রচুর রাস্তা দরকার , বেটার ট্রাফিক সিস্টেম দরকার। ওয়েদার কারেকশন দরকার ট্রাফিক সিগন্যালিং সিস্টেমের । এটা সত্যি লজ্জাত কথা যে ব্যাঙ্গালোর এ আইটি ছেড়ে দিলুম , রিসার্চ ইন্স্তিতিউত এতগুলো , সেখানে সামান্য ওয়েদার কারেকশন নেই ট্রাফিক এ। বাট ইভেন আফটার অল দিস , আই মাস্ট সে , হিয়ার গভট পিপল , ব্যুরক্রাত্স আর মাচ মোর এপ্রচেবল।
  • শ্রী সদা | 113.19.212.22 | ২৪ ডিসেম্বর ২০১৫ ১১:৩৫690455
  • পাবলিক ট্রান্সপোর্ট কোথায় ভালো দেখলে। একমাত্র রিং রোড গুলোর কাছেপিঠে থাকলে সরকারী বাস এ চড়া যায়। নইলে বাসের থেকে অটোতে বেশী ভাড়া দিতে হবে। আর অফিস টাইমে নন-এসি বাসগুলোতে কোলকাতার থেকেও বেশী ভিড় হয়।
  • | 213.132.214.83 | ২৪ ডিসেম্বর ২০১৫ ১১:৪৪690456
  • পোটকে, দু বেলা ২০ টা করে অঙ্ক অভ্যেস করবে। পারবো না বলে কিছু হয় না। কাম অন ঃ)
  • Ekak | 113.6.157.186 | ২৪ ডিসেম্বর ২০১৫ ১১:৪৫690457
  • ভাই আমি রোজ জেপিনাগর কর্মন্গলা করছি । প্রচুর বাস আছে । লাল বাস -নরমাল বাস মিলিয়ে । বাস পাস আছে । একবার পাস করিয়ে তুই সারা বাঙ্গালোর যে কোনো দিস্ত্যানস যেতে পারিস যত খুশি । রেড বাস গুলো বাদে সব কন্নোর লেখা থাকে বলে আগে বুঝতুম না এখন সংখ্যা পড়তে পারি :P
  • Ekak | 113.6.157.186 | ২৪ ডিসেম্বর ২০১৫ ১১:৪৭690459
  • আর সরকারী বাস ধরার জন্যে একটু তো এগুতেই হবে । আমাদের কলকাতায় নীয়গিপারা থেকে সরকারী বাস পাই নাকি । ভেতর দিয়ে শুধু ৩২-২০৩ -৩৪বি এসব বেসরকারী যায় । সেই রিক্সা নিয়ে ঠেঙিয়ে বিটি রোড এসে ৩৪ ।
  • শ্রী সদা | 113.19.212.22 | ২৪ ডিসেম্বর ২০১৫ ১২:৪০690460
  • আমি জেপি নগর ফিফথ এ থাকি। ভেতর দিয়ে সরকারী/বেসরকারী কিসুই যায়না। আউটার রিং রোড তিন কিলোমিটার দূরে, অটো পঞ্চাশ এর কমে যায়না। রাত নটার পরে দেড়গুণ।

    কদিন আগে এক বন্ধুর সাথে বেলান্দুরের দিকে গেছিলাম। সন্ধ্যেবেলা, ভেতরের রাস্তা দিয়ে হাঁটছি, দুদিকে বড় বড় ফ্ল্যাটবাড়ি এদিকে রাস্তা ভাঙ্গা, পটহোলস, আলো নেই। বন্ধুটি সদ্য লুরুতে এসেছে, এইসব নিয়ে খুব ঘ্যানঘ্যান করছিল। আমি বললাম, তুই আর আমি বাদে কেউ হাঁটছে দেখছিস ? সবাই গাড়ি বা বাইকে যাচ্ছে। কদিন পরে তুই যখন গাড়ি কিনবি এসব প্রবলেম তখন আর প্রবলেমই মনে হবে না।

    এই জিনিসটা লুরুর একটা ঝাম। আমাদের মতো লোকজন সরকারের থেকে কিছু এক্সপেক্টই করে না। দিনে চারঘন্টা লোডশেডিং ? ইনভার্টার কিনে ফেললেই তো হয়। রাস্তা ভাঙাচোরা ধূলোভর্তি হাঁটার মতো নয় ? হাঁটবেন কেন, আইটিতে চাগ্রী করেন আর গাড়ি কিনতে পারেননা ?
    এখন ট্রাফিক নিয়ে বাওয়াল হচ্ছে কারণ দুম করে হেলিকপ্টার কিনে ফেলার মতো পয়সা আইটি গাইজ দের নেই, আর পারমিট পাওয়া বোধয় সহজ নয় ঃ)
  • উফ্‌! | 132.177.139.44 | ২৪ ডিসেম্বর ২০১৫ ১২:৫০690461
  • উফ সেই কলকাতা মধুপুর। ছাত্রজীবনের সবচেয়ে বড় বিভীষিকা ছিল ঐ একটি অঙ্ক। এবং ঐটি একবারে করে ফেলতে পারা দিয়েই ভালো ছাত্র খারাপ ছাত্র ডিফাইনড হত।

    হ্যাঁ, এ কনফি আজও আছে যে আজ সেই অঙ্ক পেলে আজও কষতে পারব না।
  • | 213.99.211.18 | ২৪ ডিসেম্বর ২০১৫ ১২:৫৫690462
  • ও ই অঙ্ক টা ৯ বা ১০ এ ছিল করাণ মাধ্যমিকে আসার একটা চান্স ছিল।

    ওটার উত্তর বোধ্হয় ৩ঃ৪ বা ৪ঃ৩ এইরকম কিছু ছিল।ঃ))
  • শ্রী সদা | 113.19.212.22 | ২৪ ডিসেম্বর ২০১৫ ১২:৫৭690463
  • দুটো টাইমের স্কোয়ার রুটের রেশিও নিতে হত ?
  • | 213.99.211.18 | ২৪ ডিসেম্বর ২০১৫ ১৩:০০690464
  • তা আর মনে নেই। কিন্তু যতদূর মনে আছে ২/৩ রেশিও নিয়ে টোটাল ঘাঁটা কেস ছিল ঃ((
  • Ekak | 113.6.157.186 | ২৪ ডিসেম্বর ২০১৫ ১৩:৪৯690465
  • "এখন ট্রাফিক নিয়ে বাওয়াল হচ্ছে কারণ দুম করে হেলিকপ্টার কিনে ফেলার মতো পয়সা আইটি গাইজ দের নেই, আর পারমিট পাওয়া বোধয় সহজ নয় ঃ)"

    হ্যা এটা ঘটনা । মানে এখানে সরকারী সুবিধে যারা নিতে বাধ্য তারা জানে প্রবলেম কোথায় । ব্যাঙ্গালোর শহরের পট হোলস নিয়ে একটা টিম কাজ করছিল। তারা সমস্ত ছবি তুলে কমিশনার কে দেখিয়েছে । এখন কথা হচ্ছে দিনের একটা নির্দিষ্ট সময়ে শহরের কিছু জায়গায় গাড়ি এবং লোকজনের প্রেসার এত বেশি যে সেটা খুব আধুনিক কোনো অল্টারনেটিভ সিস্টেম ছাড়া ঠিক করা সম্ভব নয় । হেলিকপ্টার হলেও এয়ার ট্রাফিক এ জট লেগে যাবে। একটা শহর পুরোপুরি প্রাইভেট ডিপেন্ডেন্ট হওয়ার এইটা একটা অসুবিধে । আমার বিছানায় আগুন লাগলে যদি ডেকে দেবার লোক থাকে তাহলে আমি প্রথমেই বেঁচে যেতে পারি । সরকার হলো ডেকে দেওয়ার লোক। যদি সেটা না থাকে তখন প্রথমে চাদরে আগুন লাগবে । তারপর পিঠে । তারপর কিছুদিন পিপুফিশু স্টেজ চলবে। তার ও পর চমকে উঠে জল ঢালা -ফায়ার এলার্ম ইনস্টলেশন এইসব । প্রাইভেট উদ্যোগ এভাবেই এগোয় । এখন পিপুফিশু স্টেজ চলছে । ফাটা বাঁশে আটকালে অল্টারনেটিভ আসবে। ।
  • Ekak | 113.6.157.186 | ২৪ ডিসেম্বর ২০১৫ ১৪:১০690466
  • সদা , দরকার এ এভেইল করে দেখতে পারিস ।

    https://www.blablacar.in/search?fn=JP+Nagar+7th+Phase%2C+Bengaluru%2C+Karnataka&fc=12.887318|77.578075&fcc=IN&tn=Kaval+Bairasandra%2C+Bengaluru%2C+Karnataka&tc=13.023043|77.610298&tcc=IN

    জেপি নগর সেভেন্থ থেকে মান্যতা টেক পার্ক যাচ্ছে মাত্র পঞ্চাশ টাকায় । ট্রাভেল শেয়ার সিস্টেম । উইকেন্ডে মিসর-চেন্নাই ও যেতে পারিস অনেক সস্তায় ভালো গাড়ি তে । দিস ইস হোয়াই আই সাপোর্ট বেঙ্গালুরু । এরা নিজেদের প্রবলেম নিজেরা সলভ করার চেষ্টা করে ।
  • Ekak | 113.6.157.186 | ২৪ ডিসেম্বর ২০১৫ ১৪:১২690467
  • আরে ধুর মাইসোর লিখে মিসর করে দিচ্ছে :|
  • potke | 126.202.173.180 | ২৪ ডিসেম্বর ২০১৫ ১৪:৪১690468
  • rapido.bike
  • bip | 81.244.130.85 | ২৪ ডিসেম্বর ২০১৫ ১৯:১৯690470
  • মাইরী কাদের সাথে তর্ক করছি!

    খানা খন্দের রাস্তায় গাড়ী থাকলেই কেল্লা ফতে!! কোন আইডিয়া আছে খানাখন্দের রাস্তায় গাড়ী চালাতে কেমন লাগে?

    আমি পুরো নির্বাক -বাক্যরহিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন