এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কোলকাতা এখন ব্যাঙ্গালোরের থেকে ভাল শহর

    bip
    অন্যান্য | ২০ ডিসেম্বর ২০১৫ | ১৩৪৬৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • হরি দাস | 11.39.37.214 | ২৪ ডিসেম্বর ২০১৫ ১৯:৩০690471
  • তাহলে কি আর তক্কো হবেনা! আজ সবে ২৪।
  • sosen | 184.64.4.97 | ২৪ ডিসেম্বর ২০১৫ ১৯:৫৩690472
  • তক্কোটা কি নিয়ে হচ্ছে সেইডাই বুইতে নারলাম
  • OshKosh B'gosh | 117.167.108.185 | ২৪ ডিসেম্বর ২০১৫ ১৯:৫৭690473
  • ও দাদা, দাদা গো, আর হবে নে? ও দাদা...
  • Arpan | 59.248.241.37 | ২৪ ডিসেম্বর ২০১৫ ২০:০৭690474
  • খুব বাজে লাগে। শুধু খানাখন্দ কেন, গরম, ধুলো, পলিউশন, পেটি করাপশন, পদে পদে অপমান সবই বাজে লাগে।

    এই তৃতীয় বিশ্ব ছেড়ে পাকাপাকি হলধর হয়ে গেলেই হয়। আপিসও খুশি হয়।

    অথবা খানাখন্দের মধ্যে বাস করে এসবও কিছু করা যায়।

    http://whitefieldrising.org/blog/savewhitefield/
  • শ্রী সদা | 113.16.71.15 | ২৪ ডিসেম্বর ২০১৫ ২০:১৩690476
  • কদিন আগে দেখলাম বেলান্দুরেও ক্যাম্পেন চলছে রাস্তা সারানো নিয়ে। ঐ অঞ্চলের অনেক আপিসেও নাকি লোকজন পিটিশনে সাইন করেছে।
    হোয়াইটফিল্ডের রাস্তা ঠিক হয়ে কুন্দনাহাল্লি গেটের সেই নারকীয় জ্যামের কিছু সুরাহা হয়েছে ?
  • potke | 126.203.17.156 | ২৪ ডিসেম্বর ২০১৫ ২০:১৬690477
  • আমার এক কলীগ অ্যাক্টিভলি ইনভল্ভ্ড এই ক্যাম্পেনে।
  • potke | 126.203.17.156 | ২৪ ডিসেম্বর ২০১৫ ২০:১৭690478
  • ' মাইরী কাদের সাথে তর্ক করছি!'

    না করলেই হয়!
  • Arpan | 59.248.241.37 | ২৪ ডিসেম্বর ২০১৫ ২০:১৮690479
  • আপিস টাইমে ওই জাংশন ভুলেও মাড়াই না। তবে এটা সেটা করে ট্রাফিক কন্ট্রোল করার চেষ্টা করে তো। আমি হোপ ফার্ম আইটিপিএল হয়ে যাই। আগে একটা সময় সাড়ে সাত কিমি যেতে এক ঘন্টার ওপরে লাগত। আজকাল পঁচিশ মিনিটে সারছি।

    কুন্দনাহাল্লি জাংশন অনেকদিন ধরেই সিগন্যাল ফ্রি বানানোর প্ল্যান আছে। কিন্তু আন্ডারপাস বানানো আপাতত বিশ বাঁও জলের তলায়। জমি অধিগ্রহণ সমস্যায়।
  • শ্রী সদা | 113.16.71.15 | ২৪ ডিসেম্বর ২০১৫ ২০:২৩690481
  • আচ্ছা, বুইলাম। অনেকদিন যাইনা ওদিকে।
    লুরুর এই লাল এসি বাসগুলো কি পিপিপি, না প্রাইভেটে লিজ দেওয়া ? টিকিট নিয়ে খুব কড়াকড়ি, ভিড় বাসে উঠে কোনোরকমে নিজেকে একটা খাঁজে সেট করার ট্রাই করছি, পেছন থেকে কন্ডাক্টার খোঁচাচ্ছে - টিকিট।
    আবার দেখেছি লোক না হলে কোনো একটা স্টপেজে দশমিনিট ও দাঁড় করিয়ে রেখে দেয়। কোয়াইট আনইউজুয়াল ফর সরকারী বাস।
  • sosen | 184.64.4.97 | ২৪ ডিসেম্বর ২০১৫ ২০:২৩690482
  • ট্রাফিক জ্যাম নিয়ে অনলাইন তর্ক করেই বা লাভ কি? কোন শহরে কতো জ্যাম তাই দিয়ে শহরের ভালো মন্দ বিচার হলে তো নিউ ইয়র্ক, বস্টন শেষের দিক থেকে শুরু করে।
    বিপ কিসের স্কেলে শহর মাপছেন কে জানে আর লুরুবাসীরাই বা খেপে উঠছেন কেন কে জানে।
  • potke | 126.203.17.156 | ২৪ ডিসেম্বর ২০১৫ ২০:২৪690483
  • সদা, এরা প্রফিট-মেকিং।
  • Arpan | 59.248.241.37 | ২৪ ডিসেম্বর ২০১৫ ২০:৩৪690484
  • বিপের বাকি টইতে পাব্লিক কেন "খ্যাপে"?
  • SC | 117.206.249.8 | ২৫ ডিসেম্বর ২০১৫ ০৪:৪৭690485
  • আম্রিগার বাঙালিরা মনে হয় বেঙ্গালুরুর বাড় বাড়ন্ত দেখে ক্ষেপে গেছে। আগে যে সব ব্র্যান্ড এর নাম ধাম, লাখ বেলাখের গল্প বলে দেশের আত্মীয় স্বজন দের পুরো চমকে দেওয়া যেত, এখন সকলে ঠোঁট বেঁকিয়ে "এ আর এমন কি, আমাগো লুরু তেও তো ওরাম অনেক আছে" বলে। যা! :(
  • | 183.17.193.253 | ২৫ ডিসেম্বর ২০১৫ ০৫:১৫690486
  • SC ,'আম্রিগার বাঙালিরা' কাউকে এই থ্রেডে তাদের প্রতিনিধি করে পাঠিয়েছে বলে তো জানি না!- আপনি কী করে এত কিছু জেনে ফেল্লেন?
  • lcm | 83.162.22.190 | ২৫ ডিসেম্বর ২০১৫ ০৬:৪২690487
  • কিন্তু ব্যাঙ্গালোর তো শস্তার জায়গা, কলকাতার মতন। তবে আমার ধারনা কলকাতা আর একটু শস্তা।

    - Consumer Prices in San Francisco are 299.55% higher than in Bangalore
    - Consumer Prices Including Rent in San Francisco are 539.26% higher than in Bangalore
    - Rent Prices in San Francisco are 1,326.93% higher than in Bangalore
    - Restaurant Prices in San Francisco are 501.78% higher than in Bangalore
    - Groceries Prices in San Francisco are 352.46% higher than in Bangalore
    ...
    ...
    *The calculation uses Consumer Prices Including Rent Index to compare cost of living.
  • Atoz | 161.141.84.176 | ২৫ ডিসেম্বর ২০১৫ ০৭:৪৯690488
  • এলসিএম, ঃ-) ঃ-) ঃ-)
    রবীন্দ্রনাথের "মুক্তধারা" নাটকে একজায়্গায় ছিল, একজন ভালো করে একটা জায়গা মেপেজুপে দেখে এসেছে।
    সেই শুনে অন্যরা বলছে, "হ্যাঁ ওর সেই গুণ আছে, মাথাটি ঠান্ডা। সবাই যখন বাহবা দিতে থাকে, ও তখন কোত্থেকে মাপকাঠি বের করে বসে।"

    ঃ-) ঃ-) ঃ-)
  • lcm | 117.77.109.84 | ২৫ ডিসেম্বর ২০১৫ ০৮:২২690489
  • আহা, নইলে তো আলোচনার রথের চাকা বসে যাবে, টই কে এগিয়ে নিয়ে যেতে হবে, বিপ একা কত টানবে !
  • কল্লোল | 125.185.155.81 | ২৫ ডিসেম্বর ২০১৫ ০৮:৫৪690490
  • ব্যাঙ্গালোর একটা জায়গায় অনন্য।
    অনেক রাতবিরেতে, শুনসান রাস্তায় মেয়েদের স্বচ্ছন্দে একলা হেঁটে যেতে দেখি। স্বচ্ছন্দে কথাটা গুরুত্বপূর্ণ। তাদের হাঁটার ভঙ্গীতে কোন দুশ্চিন্তা বা ভয় দেখি নি।
    গতকালই সিনেমা দেখে রাত সাড়ে বারোটায় হেঁটে বাসায় ফিরছিলাম। হঠাৎ দেখি চারটি ছেলে মেয়ে, নেহাৎ কিশোর কিশোরী, সাইকেল নিয়ে চড়াবড়া করছে। ভালো লাগলো।
  • robu | 233.29.204.178 | ২৫ ডিসেম্বর ২০১৫ ০৮:৫৬690492
  • বিপ তো নির্বাক। ছুটির দিনগুলো ভালয় ভালয় কেটে যাক ভগমান।
  • ঈশান | ২৫ ডিসেম্বর ২০১৫ ০৯:২০690493
  • মুম্বইতেও মেয়েরা নাকি খুবই স্বচ্ছন্দ, রাতবিরেতে? কলকেতাও তো মন্দ কিছু না। তবে সিঙ্গুরে গেলে আরবান মহিলারা পাগল হয়ে যাবেন। এটা বছর কুড়ি আগের কথা। আগেও একবার লিখেছি মনে হয়। রাত বারোটার ট্রেনে সিঙ্গুর ফিরছি। কামরায় দুজন নাগরিক (মানে সাজপোশাক দেখে বা কথাবর্তায় যা মনে হয়), মহিলা। শ্রীরামপুরে ট্রেন ফাঁকা হয়ে গেল, তার আগে পর্যন্ত কোনো সমস্যা ছিলনা, কিন্তু তারপরেই সবাই একটু বিস্মিত। ভেন্ডারের কটি লোক, কিছু কাটের কাজ করা ছেলে হাত-পা ছড়িয়ে ফেরে ওই ট্রেনে। শেওড়াফুলি আসতেই তাদের একজন কিন্তু কিন্তু করে গিয়ে মহিলাদের মলল, আপনারা ভুল ট্রেনে উঠে পড়েছেন, ব্যান্ডেল যেতে হলে ওদিকে যান। মহিলারা খুবই বিস্মিত হয়ে বললেন, ব্যান্ডেল কেন যাব? আমরা তো সিঙ্গুর যাচ্ছি।

    আরও কিছুক্ষণ পরে একটি সিঙ্গুরের ছেলে গিয়ে বলল, সিঙ্গুরে কোথায় যাবেন? মহিলারা ভুরু কুঁচকে তাকাতে, ব্যাখ্যা দিল, না, আসলে অনেক রাত হয়ে গেছে তো। তা, মহিলারা বললেন হেল্থ সেন্টার। -- ও কোনো ব্যাপার না, রিক্সা ডেকে দেব ইত্যাদি। মহিলারা, স্পষ্টতই কেসটা বুঝতে পারছেন না। একটু সন্দিগ্ধ।

    এই করতে করতে সিঙ্গুর এসে গেল। আর কী হল জানিনা। পরদিন, নাকি তার পরেরদিন জানা গেল, ছেলেটি শুধু রিক্সা ডেকেই ক্ষান্ত দেয়নি, পিছনে পিছনে সাইকেল চালিয়ে গিয়েছিল অবধি। মহিলাদের কী রিঅ্যাকশন হয়েছিল জানা নেই। :-)
  • Ekak | 212.62.91.66 | ২৫ ডিসেম্বর ২০১৫ ১৮:৩৯690494
  • কন্ডাক্টর দু মিনিট ও অপেক্ষা করেনা । উঠলেই টিকিট । ঐজন্যেই বাস পাস করে রেখেছি । বেশি রাত হলে প্রাইভেট এ আসি ,তাও ।
  • bip | 81.244.130.85 | ২৬ ডিসেম্বর ২০১৫ ২২:৫৩690495
  • ২০০৭ সালেই পরিস্কার হয়, ভারতে উচ্চমধ্যবিত্তরা আমেরিকার থেকে আসলেই বেশি ইনকাম করে। ২০০৭-৮ টা এই জন্যে বলছি
    ওই ক্রাশের আগে ভারতের শেয়ার মার্কেট এবং রিয়াল এস্টেটে ধাঁই ধাই করে এগোচ্ছিল। ইক্যুইটি গেইন এ অনেক ভারতীয়ই,
    আমেরিকানদের থেকে অনেক বেশী ধনী হয়ে ওঠে। যেমন ধরুন-আমার এক ভাই এর ৩০ বিঘা জমি আছে। ওদের এক বিঘা চাষি জমির দাম
    এখন প্রায় বিশ লাখের ওপরে। কিন্ত তার লাইফ স্টাইল সেই মাঝারি মানের চাষীর। সেই সূত্রে তার ইক্যুইটি প্রায় ছকোটির বেশী।
    মানে প্রায় এক মিলিয়ান ডলার। সিলিকন ভ্যালিতে স্টার্টাপ খেলা
    বা আমেরিকাতে এসে ব্যবসা না করলে, আমেরিকাতে প্রবাসী সাধারন চাকরিজীবি বাঙালীদের ওই ইক্যুইটি নেই। সুতরাং বাঙ্গালোরের প্রতি
    এন আর আই রা ঈর্ষাণ্বিত এই ধরনের বালখিল্য মন্তব্য না করলেই কি না?

    মোদ্দা কথা অর্থ যদি মাপকাঠি হয়-তাহলে ভারতে ব্যবসা করলে খুব সাধারন ব্যবসায়ীরাও এন আর এই দের থেকে বেশী ইক্যুইটি রাখে।

    এন আর আই এদের মধ্যে যারা চাকরি করছে-তাদের অর্থনৈতিক অবস্থা খুব ভাল কিছু না-শুধু যারা সিকিলন ভ্যালিতে টপ ফার্মে বা
    স্টার্টাপে আছে বা ব্যবসা করছে-তাদের কিছু অর্থ আছে-তাও সেটা ভারতের দ্বিতীয় সারির ব্যবসায়িদের সমগোত্রের ও না।

    অধিকাংশ এন আর আই বাঙালী হচ্ছে বাল- করে একটা হয়ত ভদ্রস্থ চাকরি- ভালো একটা বাড়িতে থাকে-ছেলে মেয়েকে
    একটা মাঝারি মানের ভাল বিশ্ববিদ্যালয়ে পড়ানোর ক্ষমতা রাখে । তাও ডাক্তারি বা টপ ইউনিভার্সিটির দুশো হাজার ডলার
    ডলার টিউশন ভরার ক্ষমতা অধিকাংশ প্রবাসী বাঙালীর নেই।

    তবু আমেরিকান লাইফ ভাল, এখানে আইনের শাসন আছে, দূষন অনেক কম-সিস্টেমে চলে। লাইফে শান্তি আছে।
    অর্থ এখন ভারতেই বেশী।

    প্রবাসী বাঙালীরা কোলকাতায় ফিরে এমন সব খরচ করে-যাতে প্রতিবেশী আত্মীয়রা বোঝে, তাদের টাকা আছে।
    আদতে নেই। সব লোক দেখানো।
  • Abhyu | 126.203.176.17 | ২৬ ডিসেম্বর ২০১৫ ২৩:১৫690496
  • ন্যাড়াবু অনেকদিন আগে ক'টা লেখা লিখেছিলেন...
  • lcm | 83.162.22.190 | ২৭ ডিসেম্বর ২০১৫ ০০:২৯690497
  • Countries with Highest Standard of Living

    8. United States of America

    US have 0.91 HDI; with more than 313 million populations where 77.1% are white, 12.9% black and 4.2% Asian. The rest are ethnic groups from Hawaii, Alaska and the Pacific islanders. Its total population have 97% literacy. It has a leading industrial power in the world; extremely diversified and technologically advanced. Indeed, it’s one of the countries with highest standard of living in the world!
  • সে | 198.155.168.109 | ২৮ ডিসেম্বর ২০১৫ ১৬:৫১690499
  • সর্বনাশ! অ্যাতো টাকা টিউশন ফি ভরতে হয়!!! তাও লাইফস্টাইলে দশের ভেতরেই র‌্যাঙ্ক করেছেন? আগের লেখাটায় দেখলাম ৮। পয়সা না থাকলে উচ্চশিক্ষা হবে না? এ ম্যা।
  • শ্রী সদা | 113.19.212.22 | ২৮ ডিসেম্বর ২০১৫ ১৯:১০690500
  • হুম জল এখানে বড় সমস্যা। ফ্ল্যাটের মেন্টেন্যান্সের বেশীরভাগটাই ট্যাংকারের জলের দাম। কলের জল RO ফিল্টার ছাড়া খাওয়া যায়না। ফিল্টার না থাকলে আশি টাকা করে বিসলেরির ২০ লিটারের ডাব্বা কিনতে হয়।
  • Ekak | 113.6.157.186 | ২৮ ডিসেম্বর ২০১৫ ১৯:১৭690501
  • আমি গত দুবছর যাবত কাবেরী ওয়াটার খাচ্ছি। ফিল্টার জল তো একয়ারিয়াম এ দি ।
  • Ekak | 113.6.157.186 | ২৮ ডিসেম্বর ২০১৫ ১৯:১৯690504
  • আগে আমিও ওই বিসলেরী গুলো নিতুম হপ্তায় দুটো করে । তাপ্পর কাবেরীর জল খেয়ে দেখলুম দিব্য জল কুনো চাপ নাই। কলকাতার লোকজন এলে অবস্য ওদের ওই বিসলেরী দি ।নইলে হেগে মরবে ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন