এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কোলকাতা এখন ব্যাঙ্গালোরের থেকে ভাল শহর

    bip
    অন্যান্য | ২০ ডিসেম্বর ২০১৫ | ১৩৪৬০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • OshKosh B'gosh | 117.167.108.184 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১০:৪১690371
  • tabe luru Je khaajaa bori`m jaayagaa taai niye aamaarao sand naai kintu :-p
  • bip | 81.244.130.85 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১০:৪৩690372
  • ইনফ্যাক্ট ভারত থেকে এই প্রাইভেট স্কুল কলেজ হাসপাতাল গুলো না সরাতে পারলে, ভারতের অবস্থাও খুব ভাল হবে বলে মনে হয় না।
    সরকারি স্কুলগুলোকে ইচ্ছা করে পঙ্গু করে দেওয়া হল। অথচ সরকারি স্কুলে শিক্ষকদের গুনগত মান, প্রাইভেট স্কুলগুলোর থেকে অনেক ভাল।

    যেভাবে শিক্ষার প্রাইভেটাইজেশন হয়েছে, তাতে গোটা ভারতের হালই খারাপ হবে। সরি আমেরিকাতে শিক্ষার এই লেভেলে প্রাইভেটাইজেশন হয় নি।
    আমেরিকাতে স্কুল লেভেল প্রাইভেট স্কুলে যায় খুব বড়লোক হলে। এখানে সরকারি স্কুলেই এখনো সব হয়।

    শিক্ষার প্রাইভেটাইজেশন মানে একটা জাতিকে স্ট্রাটেজিক্যালি পঙ্গু করে দেওয়া। এটা এই ফোরামের বাঙলীরা এখনো বোঝে নি দেখে অবাক লাগছে।
  • n | 15.2.65.224 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১০:৪৪690373
  • ব্যাঙ্গালোরের সমস্যা যেগুলো আপনি বল্লেন সেগুলোর বেশ কয়েকটা ঠিক বলেই মনে হলো। এডুকেশন আর হেল্থ সেক্টরে সত্যিই যথেষ্ট প্রব্লেম দেখা দিচ্ছে। এখানকার লাইফস্টাইলও বেশ আর্টিফিশিয়াল মনে হয়, এদের অনেকের কাছে সবথেকে ভালো বিনোদন হল মলে যাওয়া। ছোট ছেলেমেয়েদের মানুষ করা চাপ। তাও বলব ব্যাঙ্গালোর কোল্যাপস করবে কিনা সেটা এভাবে বলা যায়্না। সমস্যা কাটিয়েও উঠতে পারে।
  • bip | 81.244.130.85 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১০:৪৭690374
  • আমার অভিজ্ঞতা এই যে মেধাবী ছাত্রদের একটা বড় অংশ সমাজের নিম্ন মধ্যবিত্ত গরীব শ্রেনীদের থেকে উঠে আসে।
    কারন তাদের মধ্যে একটা সেলফ ড্রাইভ থাকে, লড়াই করার প্রবণতা থাকে।

    ট্যালেন্ট বুদ্ধি, অনেকেরই থাকে। কিন্ত লড়াই করার ক্ষমতা আর সেলফ ড্রাইভেই পার্থক্য হয় আসলে।

    ভারতে সেই আপওউয়ার্ড মোবিলিটি সম্পূর্ন বন্ধ হওয়ার পথে। এটা হবে ভারতের সব থেকে বড় ক্ষতি।
  • শ্রী সদা | 113.16.71.15 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১০:৪৮690375
  • ধুর এসব কোনো সমস্যাই না। সমস্যা একটাই - ভালো রিসোর্স সব ব্যাঙ্গালোরে লাখবেলাখের চাগ্রি নিয়ে চলে যাচ্ছে আর বিপ কোলকাতায় সস্তায় পুষ্টিকর ক্লাউড আর্কিটেক্ট পাচ্ছে না। ইহা সহি ক্যাপিটালিজম নহে।
    দ্রাক্ষাফল অতি খাট্টা।
  • bip | 81.244.130.85 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১০:৪৯690376
  • আমি মনে করি ব্যাঙ্গালোর কোলাপস করবে। কারন ব্যাঙ্গালোরে যে কারনে কোম্পানীগুলি যায়, সেই সব টপ ট্যালেন্টদের অনেকেই এখন
    বাধ্য হয়ে ব্যাঙ্গালোর ছাড়তে চাইছে। বিশেষত যাদের ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে। তাদের এক্সোডাস হলে-কোম্পানীগুলো ব্যাঙ্গালোরে
    আসবে কেন?

    তবে আমি ভুল ও হতে পারি।
  • OshKosh B'gosh | 125.112.74.130 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১০:৫০690379
  • বিপ মাইনে কত দেবে? :-p
  • bip | 81.244.130.85 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১০:৫০690378
  • শ্রী সদা
    আমার ক্লাউড আর্কিটেক্টরা সবাই জয়পুরে বসে -সেখানে ভালোই পাওয়া যাচ্ছে। এবং ব্যাঙ্গালোরের থেকে ৪০% সস্তা।
  • pi | 24.139.209.3 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১০:৫০690377
  • এদিকে সরকারি শিক্ষা নিয়ে একটা পিটিশন এখুনি পেলাম। এটা সারা দেশে আইন বানালে ভালই হয় বোধহয়। যদিও জোরজবরদস্তি, আর সেটা সরকারি চাকরি করলেই, সেটা কতটা ভাল জানিনা। RTE র সুফল কত এসেছে , এখনো কনফিউসিং রিপোর্ট পড়ি। যাহোক, ভাল দিক হল, উচ্চপদস্থ লোকজনের ছেলেপুলে পড়লে সেই চাপে যদি সরকারি শিক্ষাব্যবস্থার সারাই হয় !

    To
    The Prime Minister,
    Republic of India

    Subject: - Legislate the verdict of Allahabad High Court

    Honourable High Court of Allahabad has delivered a historic verdict (WRIT - A No. - 57476 of 2013, State of UP and 3 others vs. Shiv Kumar Pathak and others). According to this ruling, it would be mandatory for all Government officers, Government employees, people's representatives at all levels, lawyers and judges to ensure that the primary education of their wards is carried out solely in the schools, run by the Government. Moreover, if this order is not executed within two months, the violators may face a bar in their promotional ladder. This verdict has been chalanged in Supreme Court by UP Government and the case is presently under discretion of the Hon'ble Surpreme court.

    The assurance of free and compulsory education to children, as enshrined in the constitution, was kept confined within the ambit of the 'directive principles' and could hardly be realised in practice. Later due to the pressure from a number of peoples’ movements, Government had to implement include the 'right to education' as a fundamental right only in the year 2010. However, while doing so, it has shredded its responsibility in spreading education. The demand for a guarantee of job after completing the education has been totally ignored, though the connectivity between education and job was emphasized, as early as in 1966, by the Kothari Commission. The commission report also presented the importance of governmental efforts in spreading education, the importance of the teaching community, the importance of freedom in scientific research and the importance of building up socialist and secular mindset for future citizens through educational curriculum of the Government. The Commission emphasised that the Government must spend adequately to bring up socialist, secular and productive citizens ensuring that every student goes through the curriculum, as decided by the Government. Commission further proposed that at least 6% of the total budget should be allocated for education. All these proposals have long been sent to the cold storage.

    On the contrary, throughout the country, there is a conspiracy to destroy the control of the Government on education. Schools, run by corporations or municipalities, are being systematically discontinued. In order to deprive the Government Schools of good and qualified teachers, enforcement of recruitment through School Service Commission has not been enacted in any state other than West Bengal. Even in that state, today the rules are being slackened continuously, so that the good teachers are forced to join only in non-government private schools. In this backdrop, the verdict of the Honourable Allahabad High Court can be termed as historic. Being armed with this directive, people may now fight against the slogan “the more you spend, the more you get education”. The verdict has come in an appropriate time, because in the coming December, WTO and Indian Central Government is contemplating to convert higher education into a commodity in our country.

    In this backdrop, we demand:-

    The verdict of Honourable High Court of Allahabad should be made a legislation by extending its jurisdiction from primary to higher education

    Higher education cannot be converted as a commodity of WTO in the ensuing conference at Nairobi

    Guarantee for jobs after completion of a course should be accepted as a fundamental right.

    Reservation rights should be maintained in both the fields of education and jobs.

    https://www.change.org/p/prime-minister-of-india-legislate-the-verdict-of-allahabad-high-court
  • pi | 24.139.209.3 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১০:৫১690381
  • তবে অরণ্যদার ১০ঃ৩৪ এর সাথে একমত।
  • n | 15.2.65.224 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১০:৫৩690382
  • ব্যাঙ্গালোরের থেকে বেটার ইনফ্রা প্রোভাইড করলে অনেকেই মাইগ্রেট করতে রাজি এটা ঠিক। আজকাল অনেকের মুখেই শুনি ব্যাঙ্গালোরের ক্রমবর্ধমান সমস্যা আর পোষাচ্ছে না, বিশেষ করে যারা সংসার করছে তাদের কাছে, অথচ বছর দুয়েক আগেও এতোটা শুনতে পেতাম না। দেখা যাক চন্দ্রবাবু লোক টানতে পারে কিনা।
  • kc | 47.38.255.144 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১১:০০690383
  • ধুস, দুনিয়াতে থাকার জায়গা হল সাড়ে তিনখান। আম্রিকা, লুরু, হাইদ্রাবাদ আর আদ্ধেক কলকাতা। এর বাইরে সব জায়গায় বনমানুষেরা থাকে। আর পড়ার বিষয় হল সফটওয়্যার আর কম্প্যু। এছাড়া আর কিছু নাই।
  • cb | 208.147.160.75 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১১:০১690384
  • "ভারতে সেই আপওউয়ার্ড মোবিলিটি সম্পূর্ন বন্ধ হওয়ার পথে। এটা হবে ভারতের সব থেকে বড় ক্ষতি।"

    - মে বি অ্যানাদার জেনারেলাইজেশন। কিন্তু লাস্ট ৩-৪ মাসে যেসব ইয়ং ফ্রেশারদের সাথে কাজ করলাম, প্রত্যেকে রীতিমত পয়সাওয়ালা ঘরের ছেলেমেয়ে। আগে আমাদের সময়ে সমস্ত স্ট্রাটা থেকেই লোকজন দেখতাম। অ্যানেকডোট , বাট শেয়ার না করে পারলাম না
  • সে | 198.155.168.109 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১১:১০690385
  • প্রাইভেট কলেজের এডুকেশনের স্ট্যান্ডার্ড সম্পর্কে একমত।
    ঐ একই ইনটারন্যাশানাল স্কুল বিষয়ে এবং পয়সাওয়ালা ঘরের ছেলেমেয়ে ব্যাপারে।
  • sosen | 184.64.4.97 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১১:১২690386
  • কেসিদার ১১টায় হাত্তালি
    বিপ বায়োলজি সেক্টরে একটা দোকান খুল্লে আমরা চাগ্রি পেতুম, কলকাতা ইউনির ফাসক্লাস।
  • শ্রী সদা | 113.16.71.15 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১১:১৩690387
  • প্রাইভেট হাসপাতাল আর প্রাইভেট কলেজের তুলনাটা ঠিক নয়।
    প্রাইভেট কলেজ যতই থাকুক, জে ই ই টপাররা সরকারী কলেজেই যাবে। ইনফ্রাস্ট্রাকচার, ক্যাম্পাসিং ইত্যাদির দিক দিয়েও সরকারী কলেজগুলোই বেস্ট।
    প্রাইভেট কলেজগুলো এসে যেটা হয়েছে, প্রচুর লোকজন বিটেক ডিগ্রী পাচ্ছে, কিন্তু তাতে অন্যায় কী হল বুঝলাম না। চাকরী খুঁজতে গিয়ে তো তখন নিজের যোগ্যতাতেই পেতে হচ্ছে, ওটা তো ক্যাপিটেশন ফি দিয়ে হয়না। আর জে ই ই তে হাজারের মধ্যে আসেনি মানে নিম্নমেধা এটা আমি মনে করিনা।
  • আপনারা মনে রাখবেন | 132.177.139.44 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১১:২২690389
  • জলপাইগুড়ি ইঞ্জিনীয়ারিং কলেজ একটা সরকারি কলেজ। আদ্যোপন্ত সরকারি।
  • aranya | 83.197.98.233 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১১:২২690388
  • 'আর জে ই ই তে হাজারের মধ্যে আসেনি মানে নিম্নমেধা এটা আমি মনে করিনা' -এগ্রিড।

    একটা অঙ্ক ভুল করলে র‌্যাঙ্ক-এর পার্থক্য হত কয়েক শ, এক সময়। এখনও নিশ্চয়ই তেমনই হবে।
  • cb | 208.147.160.75 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১১:২৬690390
  • আর জে ই ই তে হাজারের মধ্যে আসেনি মানে নিম্নমেধা এটা আমি মনে করিনা।

    --- ১০০ বার, একদিনের একটা পরীক্ষা দিয়ে সব ডিটারমাইন করা সম্ভব নয়
  • aranya | 83.197.98.233 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১১:৩২690393
  • সেটাই। একটা বিশেষ দিনে কয়েক ঘন্টার পরীক্ষায় দুটো প্রশ্নের ঠিক বা ভুল উত্তর দেওয়ার ওপর র‌্যাঙ্কের বিরাট তফাত..
  • sm | 233.223.159.253 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১১:৩৩690394
  • এস সি , এস টি দের উচ্চশিক্ষায় সংরক্ষণ নিয়ে আপনার এত আপত্তি, তো ক্যাপিটেশন ফি দিয়ে পড়া নিয়েও আপত্তি আছে ?
    ---
    প্রচুর আপত্তি আছে।ক্যাপিতেশন ফি দিয়ে পড়া সমর্থন যোগ্য নয়। আমার কাছে মেধাই শেষ কথা।হ্যান্ডিক্যাপ কোটায় অবিশ্যি আপত্তি নেই।
  • হরি দাস | 11.39.39.185 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১১:৩৪690396
  • পেটে ফান্ডা না থাকলে লোকে জাত দেখায়।
  • SC | 117.206.249.8 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১১:৪০690398
  • যে ২০০০ এর মধ্যে নেই, সে অঙ্ক জানেনা, এটা ঠিক নয়। কিন্তু যে ২০০০ এর মধ্যে আছে, সে অঙ্ক বুঝেছে কিছুটা (রামানুজাম নয়, কিন্তু একটা ছোট লেভেলেও বুঝেছে) সেটা বলা যায় (অন্য এক্সেপশন ইন্সের্ট করে দিন, যেমন টুকে rank পায়নি ইত্যাদি)।
    সুতরাং বিপ যদি ১০০ জন কে ইন্টারভিউ করে, যারা ২০০০ এর মধ্যে, আর ১০০ জনকে করে যারা ২০০০ এর বাইরে, তাহলে ওই সেকেন্ড গ্রুপে অনেকেই খারাপ করবে। সেটার থেকে বিপের এরকম ধারণা হবে।

    তবে বাঙালির সমস্যা হচ্ছে, ভুল specialization এর লোকের কাছে ভুল বিষয় বোঝার চেষ্টা করা। :(
    যে জাতি বিপের কাছে সমাজতত্ব আর শাওলি মিত্রের কাছে গাড়ির কারখানার এডভাইস চায়, তাদের গোড়াতেই গলদ।
  • aranya | 83.197.98.233 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১১:৪০690397
  • সেশ কথা যে মেধা, তাও আবার অনেকটাই জন্মগত (সোসেন, ভুল বললে ঠিক করে দিও)।

    জন্মের ওপর কারও হাত নাই, চান্স ইভেন্ট। হায়, এ দুনিয়ায় কোথায় ফেয়ারনেস..
  • OshKosh B'gosh | 195.26.182.40 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১১:৫০690399
  • কিন্তু আমি যে বিপকে একটা কোশ্চেন করলুম!
  • bip | 81.244.130.85 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১১:৫৯690400
  • জেইই ই র‍্যাঙ্কে কিছুই প্রমানিত হয় না-সেটা আমি আগেই লিখেছি।

    ইনফ্যাক্ট যেছেলেগুলো প্রেসিডেন্সিতে পড়েছে, তাদের র‍্যাঙ্ক খারাপ কিন্ত ভালো কলেজে , ভালো অধ্যাপকদের কাছে পড়ার জন্য,
    তারা অনেকেই আই আই টিয়ানদের থেকে কিছু কিছু বিষয়ে এগিয়েই থাকবে।

    আমার বক্তব্য প্রাইভেট ইঞ্জিনিয়িয়ারিং এর কলেজ গুলো নিয়ে। ওই প্রেসির ছেলেগুলোই যদি বাপ মায়ের চাপে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে
    ঢুকতো -ক্লাস এইট পাস ফেইল করা বিদ্যে নিয়ে বেড়োত।
  • হরি দাস | 11.39.38.81 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১২:০৭690401
  • বিপের জন্য নববর্ষের উপহার"∀" , "∃" । প্রয়োজন মত ব্যবহার করুন।
  • bip | 81.244.130.85 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১২:১১690402
  • শেষ কথা মোটেও মেধা না-মার্কেট।

    মেধা মার্কেটের একটা প্রোডাক্ট মাত্র। মেধার চাহিদা না থাকলে, সেই মেধাকে কেউ পাত্তা দেবে না।

    ২০০০ সালে আমি যখন টেলিকমে পি এই চ ডি শেষ করছি-টেলিকম তখন মধ্য গগনে। পি এই চ ডি শেষ করার অনেক আগেই
    আমেরিকা থেকে চারটে সিক্স ডিজিটের চাকরি পাই।

    অথচ ২০০৩ সালে যখন টেলিকম বাবল বাস্ট করল -আমাদের কোম্পানিতেও লালবাতি জ্বলল, আমিও বেকার ছিলাম কিছুদিন। শুধু আমি কেন
    -আমার বস, যিনি এম আই টির প্রাত্তন অধ্যাপক তিনিও চাকরি খুজছেন তখন। কারন টেলিকম বার্স্টের দিনে টেলিকমের সেরা ট্যালেন্টদের ও কোন
    দাম ছিল না। এসব নিজের চোখে দেখা। তখনই আমি বাধ্য হয়ে ফিল্ড চেঞ্জ করে সেন্সর ইন্ড্রাস্টিতে আসি-যেটা আমার জীবনে বিরাট পজিটিভ গেম
    চেঞ্জার হয়।

    সুতরাং আমরা সবাই একটা ম্যাক্রো ইকোনমির বোরে মাত্র। ব্যাঙ্গালোর উঠেছে, ফলে ব্যাঙ্গালোরের আই টির লোকেরা প্রচুর স্যালারি পেয়েছে।
    কাল যখন ব্যাঙ্গালোর ডুববে তখন কেউ যদি ব্যাঙ্গালোরে বসে থাকে-সে ছিঁড়বে। তখন যদি সে পুণের মতন উঠতি সিটিতে চেঞ্জ করে-ফাইন।

    ক্যাপিটালিজম ডিমান্ড সাপ্লাই এর খেলা। সাপ্লাই লাইনে কোথায় বসে আছ-সেটাই আসল।
  • lcm | 83.162.22.190 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১২:১২690404
  • আহা, হেইসব নিয়া এত মাথা ঘামাও ক্যান।

    ঠিকঠাক কাজের পরিবেশ প্রোভাইড করো, উঠতে-বসতে নাইতে-খাইতে সদ্যস্নাতকদের স্কুল-কলেজ, ঠিকুচি, পেডিগ্রি হেইসব নিয়া আওয়াজ না দিয়া, তাদের সঙ্গে বইস্যা চা খাইতে খাইতে কাজ নিয়া আলোচনা করো, মুই বেশি না তুই বেশি না কইর‌্যা - তাদেরকে কও যে আমরা হগ্গলেই এখানে শিখত্যাসি - তোমরা সদ্যস্নাতাক আমরাও সদ্যোজাত সংস্থা - চলো একসাথে কিছু পড়শোনা করা যাক, শেখা যাক, কাজ করা যাক - ঠাকুর কইচেন কাজের মধ্যে আনন্দ আছে। হেই আপিস আমাদের আনন্দনিকেতন। চিন্তার প্রোমোশন হয় হেইখানে। মিটিং-এর মাঝে মধ্যে সমবেত স্বরে গান গাও - চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারি....
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন