এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কোলকাতা এখন ব্যাঙ্গালোরের থেকে ভাল শহর

    bip
    অন্যান্য | ২০ ডিসেম্বর ২০১৫ | ১৩৪৫৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্রাচীন অরণ্য প্রবাদ | 132.177.139.44 | ২৩ ডিসেম্বর ২০১৫ ০৯:৫৩690338
  • বিপ রেগে গেলে ইংরেজিতে ল্যাখে।
  • Bip | 81.244.130.85 | ২৩ ডিসেম্বর ২০১৫ ০৯:৫৫690339
  • IaaS can be both information and infrastructure as service. Please check out Google and don't air ignorance. These are business terms that different companies can use differently. But more common use is infrastructure.
  • sm | 53.251.88.78 | ২৩ ডিসেম্বর ২০১৫ ০৯:৫৬690341
  • এটা কি খালি ইন্ডিয়ার পব্লেম না সারা বিশ্বের?পয়সা দিয়ে তো বিশ্বের প্রায়, সব জায়গাতেই পড়া যায়।
  • তবে খচ্চা আছে | 132.177.139.44 | ২৩ ডিসেম্বর ২০১৫ ০৯:৫৬690340
  • ব্যাঙ্গালোরের প্রাইভেট ইঞ্জিনীয়ারিং কলেজের বাঙালি ছাত্রদের যোগ্যতার সাথে টেট পরীক্ষায় কোয়ালিফাই করার যোগ্যতার কমপ্যারিজনটা - যাকে বলে, হেব্বি ছুইট হয়েছে।
  • pi | 24.139.209.3 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১০:০০690342
  • আচ্ছা sm কে ওটা অন্য টইতে জিগাবো ভেবেছিলাম, হয়নি। কথা উঠলো বলে এখানেই জিগাই। টই বেলাইন হচ্ছে ভাবলে উত্তর দিতে হবেনা। এস সি , এস টি দের উচ্চশিক্ষায় সংরক্ষণ নিয়ে আপনার এত আপত্তি, তো ক্যাপিটেশন ফি দিয়ে পড়া নিয়েও আপত্তি আছে ?
  • Khali | 11.39.137.8 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১০:০২690344
  • খালি লুরু র বাঙালী দের সমস্যা ঃ))
  • Bip | 81.244.130.85 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১০:০২690343
  • My write up pays enough respect for graduate of Kolkata university. I even said in FB I found MSC grads from Presidency university have better foundation for Math compared to IITians.

    No I never boosted IIT particularly when I am not satisfied with their level of Mathematical depth. They are intelligent and smart.

    Even I found graduates from Shibpur are quite good.

    What I said specifically negative ..private engineering institutions in India. They are pure and simple scam. I have seen them. I doubt whether they are good for class 8 Math.
  • প্রাচীন অরণ্য প্রবাদ | 132.177.139.44 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১০:০৫690345
  • বিপ ছড়াতে পারে, কিন্তু গোটাতে জানে না - ওটা বিপের ইশকুলের সাবজেক্ট নয়।

    IaaS দিয়ে শুধু ইনফর্মেশন অ্যাজ আ সার্ভিস কেন, ইনটেলিজেন্স অ্যাজ আ সার্ভিসও পাওয়া গেল। কিন্তু দুঃখের বিষয়, IaaS-SaaS-PaaS কম্বিনেশনে ইনফর্মেশন বা ইনটেলিজেন্স - কারুরই কোনও জায়গা নেই। ওটা এক এবং একমাত্র ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ আ সার্ভিস, ক্লাউড কম্পিউটিং বিজনেসের যা একটা অন্যতম মূল স্তম্ভ। এমনকি গুগল কাকুও তাই বলছেন। খামোকা ইংরেজি লিখলে হব্যা?
  • potke | 126.202.95.229 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১০:০৬690346
  • ছাড়ুন না।
  • Keno | 11.39.137.8 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১০:০৭690350
  • ছাড়তে পারি কিন্তু কেন ছাড়বো?
  • শ্রী সদা | 113.16.71.15 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১০:০৭690349
  • তাই নাকি বিপ ? IaaS দিয়ে সার্চালে গুগুলে প্রথম পেজ, উইকি সর্বত্র ইনফ্রাস্ট্রাকচারই পাচ্ছি যে !!!

    IaaS টার্মটা খুব স্পেশিফিকভাবেই গত এক দশক ব্যবহার হচ্ছে এবং গোটা ইন্ডাস্ট্রি IaaS বলতে একটা জিনিস ই বোঝে। কালকে বিপ ইগনোরেন্স অ্যাজ এ সার্ভিস বলে কিছু নামাতেই পারে, কিন্তু কোনো ডাব্লুবিউটির ইঞ্জিনিয়ারও সেটা IaaS এর সাথে গুলোবে না,

    http://www.guruchandali.com//guruchandali.Controller?portletId=8&porletPage=2&contentType=content&uri=content1434770038346&contentPageNum=5

    এই পেজে বিপ লিখেছিল - "আর হ্যা আস মানে ইনফ্রাস্টাকচার এজ সার্ভিস। থাঙ্ক ইউ ভুলটা ধরার জন্য।"
  • ইয়ে | 132.177.139.44 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১০:০৭690348
  • পরের টেট পরীক্ষা কবে? প্রিপারেশন শুরু করতে হবে।
  • Kintu | 11.39.137.8 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১০:০৯690351
  • তার আগে এইট টা পাশ করে নিলে হত না? ঃ))
  • bip | 81.244.130.85 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১০:১৬690353
  • শ্রী সদা- এই আই বি এমের লিংক দিলাম

    যেখানে ইনফর্মেশন এস এ সার্সিস পাবে। আরো অজস্ত্র লিংক আছে।
    ftp://ftp.software.ibm.com/software/os/systemz/pdf/6411_Smarter_SOA_-_US_White_Paper_-_Final_-_Apr_09-09.pdf

    ইনফ্যাক্ট আইডেন্টিটি এস সার্ভিস বলেও আরেকটা সার্ভিস চালু আছে।

    তবে আমি যেটা স্বীকার করেছি, আই এ এ আস এর ওয়াইড স্প্রেড ব্যবহার ইনফ্রাস্ট্রাকচার এস এ সার্ভিস হিসাবে-কিন্ত ইনফর্মেশন এস সার্ভিস ভুল
    টার্ম না। যেটা সত্য সেটা হচ্ছে ওয়াইড স্প্রেড টার্ম না।
  • OshKosh B'gosh | 117.167.108.184 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১০:১৬690352
  • উইকেন্ডটা পোশশু থেকে না?
  • T | 165.69.173.155 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১০:২০690354
  • :), চমৎকার ব্যাপার স্যাপার। সদা, আই আই টি ইত্যাদি সে তো বটেই...প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে কদলীর ন্যায় সরলীকরণ..আমাদের বিপবাবু...যাকগে।

    IaaS কেস এইবারে বুঝলুম। অবশ্য বিপ অ্যামন ছড়িয়েছে আগেও। মনে নেই সেই বিবুদার টইয়ে। সেই মারাত্মক টই যেখান থেকে প্রথম 'নির্মোহ ব' এর জয়যাত্রা শুরু। বিবুদার চিঠির বাংলা ও ইঞ্জিরি অনুবাদ ইত্যাদি প্রভৃতি...শেষে রেগেমেগে বিপ, চা ওলা ইত্যাদি বলে দিল...হ্যা হ্যা হ্যা...
  • শ্রী সদা | 113.16.71.15 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১০:২৩690355
  • উফ দাদাগো।
    আইডেন্টিটি অ্যাজ আ সার্ভিস হচ্ছে IDaaS। এটাও ইন্ডাস্ট্রিতে বহুপ্রচলিত টার্ম।
    (দেওয়ালে মাথা ঠোকার ইমো)
  • bip | 81.244.130.85 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১০:২৪690356
  • এবার টই এর স্পেসিফিক টার্মে আসি।

    লুরুতে বসা বাঙালীদের ৯০% হচ্ছে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের পাশ আউট। যাদের অনেকে আবার পশ্চিম বঙ্গে
    প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ শুরু হওয়ার আগেই লুরুতে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে চলে গেছিল।
    ব্যাঙ্গালোরের উন্নতির সাথে সাথে তারাও উন্নতি করেছে। আমি বরং একজন ক্যাপিটালিস্ট হিসাবে, তাতে পুলকিত।
    কারন ইহা ক্যাপিটালিজম ওয়ার্ক্সের বড় উদাহরন।

    কিন্ত তাতে ফান্ডামেন্টাল সত্য হয় না। কি আমেরিকা কি ভারত -সর্বত্রই প্রাইভেট এডুকেশন মানেই স্ক্যাম। এইটার জন্য ওবামা
    কমিউনিটি কলেজ গুলোতে হুরিয়ে প্রফেশনাল কোর্স দিচ্ছে। ভারতেও সেটা হতে পারত। কিন্ত ভারতে সরকার এডুকেশন সিস্টেমকে
    ইচ্ছা করে পঙ্গু করে যাতে প্রাইভেট এডুকেশনের ব্যবসা ভাল হয়। একই কেস নার্সিং হোমের ক্ষেত্রে। সরকারি হাসপাতাল
    খারাপ করে রাখলে, লাভ নার্সিং হোমগুলোর।

    কিন্ত এটা কি সত্যি না, এই সব প্রাইভেট হাসপাতাল্গুলো এখন জমরাজ ?

    আমরা কবে স্বীকার করতে শিখব, প্রাইভেট শিক্ষা এবং স্বাস্থ্য একটা ফেইলড এক্সপেরিমেন্ট ? এটা
    আমাদের সবার ক্ষতি করছে ?
  • bip | 81.244.130.85 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১০:৩০690357
  • ব্যাঙ্গালোরের লাইফ স্টাইল বলতে লোকে বলে পাব আর ডিস্কো। যদিও সেখানে গিয়ে আমার অভিজ্ঞতা এই যে
    তাহা এক ধরনের আমেরিকান এবারেশন।

    সব থেকে বড় কথা, লোকজন চিরকাল ত সিঙ্গল থাকবে না। গুরুত্বপূর্ন হচ্ছে ছেলেমেয়েদের শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা।

    ব্যাঙ্গালোরে ভর্তি ইন্টারন্যাশানাল স্কুল। হুরিয়ে টাকা নেয়। বাম মা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের সেমিশিক্ষিত পাবলিক, ভাবছে
    টাকা ঢাললেই ছেলে মেয়েগুলো শিক্ষিত হবে। বেসিক্যালি, ব্যাঙ্গালোরে এখনো ভাল স্কুল হচ্ছে সেগুলি যেগুলি সিবি এস সি পরিচালিত
    সেন্ট্রাল গর্ভমেন্টের স্কুল।

    কোলকাতার থেকে ডাক্তারদের গুনগত মান ব্যাঙ্গালোরে ভাল। কিন্ত কিছু পকেটে-চেনাশোনা সার্কলে।
  • n | 15.2.65.224 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১০:৩১690359
  • বিপ কিন্তু কয়েকটা পয়েন্ট ঠিকই লিখেছেন। যেমন বেশীর ভাগ প্রাইভেট কলেজগুলো স্ক্যাম, এগুলোর থেকে কেউ রিক্রুটও করে না। এগুলো বেশীর ভাগ অরিন্দম চৌধুরি মার্কা। আর আমেরিকায় ইন্ডাস্ট্রি যেভাবে ইউনিগুলোর রিসার্চে অংশ নেয় আমাদের দেশের ইন্ডাস্ট্রি সেভাবে নেয় না, এটাও ভুল কিছু না। ব্যঙ্গালোরের ট্রাফিকএর হাল খুব খারাপ, আর দিনে দিনে আরো খারাপ হচ্ছে, একথাও সবাই জানে। এদিকে কলকাতায় পলিটিক্স কালচার যতো আছে ওয়ার্ক কালচার ততো নেই এটাও তো ভুল কিছু বলেননি।
  • krishanu | 11.39.39.162 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১০:৩২690360
  • ও বিপ, আমার চাকরিটা তো এখনো গেলো না, খাবে বলেছিলে যে?
  • বিপ | 81.244.130.85 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১০:৩৩690361
  • ইনফ্যাক্ট ব্যাঙ্গালোরের ইন্টারন্যাশানাল স্কুলগুলো আরেকটা বড় স্ক্যামের জায়গা। বাবা মায়েদের ছেলে মেয়েদের জন্য সময় নেই। সবাই বিজি
    আই টি প্রফেশনাল। স্কুলগুলোতে সব কম মাইনের শিক্ষক শিক্ষিকা। ফলে যা হচ্ছে , প্রচুর টাকা ঢেলেও সাবস্টান্ডার্ড এডুকেশন পাচ্ছে তারা।
  • aranya | 83.197.98.233 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১০:৩৪690362
  • দেখো বিপ্লব, প্রাইভেট এডুকেশন সিস্টেম কাজ করছে কিনা, এ নিয়ে তর্ক হতেই পারে।

    কিন্তু প্রাইভেট ইঞ্জি কলেজের ছাত্ররা ক্লাস এইট লেভেলের ম্যাথ জানে না -এ তো মানে কদলী-র চেয়েও ভয়াবহ, অবিশ্বাস্য রকম সরলীকরণ হয়ে যাচ্ছে।

    এই সব অপার্থিব জেনারাইলেজেশন গুলো না করলে হয় না? তুমি হয়ত ১০০ জনকে ইন্টারভিউ করেছ, কিন্তু তার বাইরেও তো বহু প্রাইভেট ইঞ্জি গ্র্যাজুয়েট আছে।

    কেস বাই কেস মেরিট বিচার করা দরকার তো, প্রত্যেক মানুষের ক্ষেত্রেই, সে যেখান থেকেই পাশ করুক না কেন
  • n | 15.2.65.224 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১০:৩৫690363
  • তবে এটাও বলব কলকাতা আর ব্যাঙ্গালোরের তুলনা করার মানে হয়না। কেরিয়ার অপরচুনিটির দিক থেকে দেখলে কলকাতা ফেইলড সিটি, আর পুনে ব্যাঙ্গালোর হায়্দ্রাবাদ ইত্যাদিরা গ্রোথ সিটি।
  • সত্যি! | 132.177.139.44 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১০:৩৬690364
  • বিপ এত জানে, এ-ত জানে, কিন্তু একটুও গব্বো নেই। সদা, পোটকে, অপ্পন - তোরা/তোমরা কি লুরু সম্বন্ধে এত ইনফর্মেশন রাখতিস / রাখতে? নাকি দিনরাত পাব আর ডিস্কো করেই দিন কাটে?
  • bip | 81.244.130.85 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১০:৩৭690365
  • এককালে কোলকাতা ভারতের সেরা শিল্প শহর ছিল। রাজনৈতিক কারনে, কোলকাতার হাল আজ এই। ব্যাঙ্গালোরের ও সেই হাল ই হবে।
    কোন কিছুই চিরন্তন না। সব কিছুই বদলায়।
  • bip | 81.244.130.85 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১০:৩৮690367
  • ব্যাঙ্গালোর এখনো সিটি অব ওপার্চুনিটি সেটা একবার ও অস্বীকার করি নি। কিন্ত এটাও লিখছি, আর দু চার বছরেই ড্র্যামাটিক্যালি
    সেটা বদলাবে। তার আর্লি সাইনগুলো দেখা যাচ্ছে।
  • জিও বেবি | 132.177.139.44 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১০:৩৮690366
  • কোথায় লাগে নস্ত্রাডামুস।
  • T | 165.69.173.155 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১০:৩৯690370
  • গোটানোটা ঠিক হচ্ছে না। উঁহু, কেমন এক্সপোনেনশিয়ালি...
  • n | 15.2.65.224 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১০:৩৯690368
  • হ্যাঁ সেই এককালের ঘিয়ের গন্ধ শুঁকে এখনো দিন যাচ্ছে। ব্যাঙ্গালোরের হাল কলকাতার মতো হবে কিনা সেটা অবশ্য সময়ই বলবে। নাও হতে পারে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন