এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ক্রোনি কমিউনিজম -শিলিগুড়ি মডেল !

    Debabrata Chakrabarty লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৮ মার্চ ২০১৬ | ৫১১১১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Debabrata Chakrabarty | ১৮ মার্চ ২০১৬ ০০:৫৯704670
  • আপনারা যারা বাস রাস্তায় শিলিগুড়ি গেছেন এই বছর দশেক আগে ,তারা নিশ্চয়ই 'চাঁদমনি’ চা বাগানের মধ্যে দিয়ে সবুজ পেরিয়ে শিলিগুড়ির ইট কাঠের এবং রিক্সার জঙ্গলে পৌঁছেছেন । আমি তখন শিলিগুড়ি থাকতাম ,সেলসের কাজে প্রায়ই ঘুরে বেড়াতাম এদিক ওদিক , কোলকাতা থেকে রকেট বাসে শিলিগুড়ি যাওয়ার পথে বাগডোগরা ছাড়ালেই মাঝে মাঝে খাপছাড়া সবুজ , বাড়ি ঘর , বিশাল এলাকা জুড়ে উত্তরবঙ্গ ইউনিভার্সিটি ,নূতন গড়ে ওঠা মারুতি গাড়ির ওয়ার্কশপ -পার করলেই বাঁদিক ডান দিক জুড়ে চাঁদমনি চা বাগান । ডুয়ার্স বা আসামের মত খুব একটা বড়ো বাগান না , তাও একেবারে হাইওয়ের ধারে ৭০০ একরের সরেস বাগান । শিলিগুড়ির মানুষের বিশুদ্ধ শ্বাস নেওয়ার ফুসফুস । ১৯৯২ সালে বছরে ১.৫ লাখ কেজি মেড টি এবং প্রায় ৬ লাখ কেজি গ্রিন টি তৈরি হোত শিলিগুড়ি শহর ঘেঁষা এই বাগান টি'তে । তখনকার বাজারে ১.৩২ কোটি টাকার ব্যবসা এবং বাৎসরিক ৪০ লাখের মত খরচ । কর্মচারি এবং তাদের পরিবার মিলিয়ে প্রায় ১০০০০ লোকের উপার্জনের সূত্র ।

    শিলিগুড়ি তখন ধকধক করে বাড়ছে । বুদ্ধবাবু সবে মুখ্যমন্ত্রীর ইনিংস শুরু করেছেন । শিলিগুড়ির একছত্র সম্রাট অশোক ভট্টাচাজ্জি মহাশয় । বাংলায় শিল্পের জোয়ার আনতে হবে । ‘ডু ইট নাউ ‘ । 'চাঁদমনি’ ‘র চারিদিকে শহর বাড়ছে দ্রুত ,জমির দাম আকাশ ছোঁয়া । মালিক চ্যাটার্জি বাবু সপ্তাহে একবার রাইটার্স পৌঁছচ্ছেন । চালু চা বাগান তুলে দিয়ে হাউসিং বানানো’র প্রচুর নিয়ম কানুন । ঝক্কির একশেষ । রাজ্য এবং কেন্দ্রের অনুমতি লাল ফিতে ইত্যাদি । শিলিগুড়ি -আলিমুদ্দিন -রাইটার্স -দিল্লী ঘন ঘন মিটিং ,আইনি পরামর্শ । মাপ জোক ,আর্কিটেক্ট সব ঘুরে ঘুরে যাচ্ছেন । তুমুল ব্যস্ততা ।

    কেবল হেলদোল নেই শুধু আদিবাসী শ্রমিকদের । সরল আদিবাসী শ্রমিক এতদিন ধরে লাল পতাকা , কাস্তে হাতুড়ী , কমরেডদের বিশ্বাস করে এসেছেন । পিএফ ,রেশন ,শ্রমিক লাইনে জলের বা ইলেকট্রিকের ব্যবস্থা , বোনাস দু চার বছরে দু চার টাকা মজুরী বৃদ্ধি কমরেডরাই তো করেছেন -তারা নিশ্চিন্ত ছিলেন -মালিক যতই চেষ্টা করুন কমরেডরা হতেই দেবেন না । শ্রমিক বিরোধী কোন কাজ লাল পতাকা বুকের রক্ত থাকতে হতে দেবেনা ।

    ১৯৯২ সালে চ্যাটার্জি বাবু মাত্র ২.৫ কোটি টাকা দিয়ে ৭০০ একরের চাঁদমনি’ কিনেছিলেন । ২০০০ সাল থেকে নিয়ম করে কর্মচারী ছাঁটাই , শ্রমিক সুবিধা ছাঁটাই , পিএফ বাকি রাখা , ইলেকট্রিক বিল না দেওয়া দিয়ে শুরু হোল লস মেকিং এর গল্প -কমরেডদের চোখের সামনে দিয়ে । ২০০৪ সালের মধ্যে নেওটিয়া সাহেবের সাথে ৪০০ একরে হাউসিং বানানোর চুক্তি সম্পাদিত হয়ে গেল । প্রকাশ্যে ২৫ কোটি ,অপ্রকাশ্যে কত জানা নেই ।

    শিলিগুড়ি লাগোয়া , ন্যাশনাল হাইওয়ের ধারে এই জমির বাজার মূল্য তখন ছিল ১কোটি টাকা /একর। এক লপ্তে অনেক জমি, সেই হিসাবে মূল্য অর্ধেক ধরলেও ২০০ কোটির কম নয় । চ্যাটার্জি বাবু প্রাপ্ত টাকায় বকেয়া মাইনে , পিএফ ইত্যাদি মেটাতে ৪ কোটি টাকা ব্যয় করলেন । শ্রমিক রাতারাতি বাটী নিয়ে মাটিগাড়া বাজারে । নেওটিয়া সাহেব ততদিনে বাইপাসে অম্বুজা হাউসিং করেছেন -সল্টলেকে সিটি সেন্টার ওয়ান বোধ হয় সমাপ্ত , রায়চক গঙ্গা নিবাস হবে হচ্ছে করছে -রাইটার্সের ব্লু আইড শিল্পপতি । পরিবেশ দূষণ সার্টিফিকেট , নকশা পাস এক লহমায় হয়ে গেল। অশোক ভট্টাচার্জ তখন পুর্ত মন্ত্রী । কোন স্টিং আছে এমন প্রমাণ নেই । কমরেড 'রা তখনো শ্রমিক বস্তিতে স্তোক দিচ্ছেন । এক বিন্দু রক্ত থাকতে চা বাগান দখল হতে দেবনা ।

    ২০০৪ সালে পুলিশ পাহারায় ট্রাক্টর চলে এলো চা গাছ , রেন ট্রি ওপড়াতে । অসহায় আদিবাসী শ্রমিক ,লাল পতাকায় ভরশা রাখা শ্রমিক হাঁ করে দেখতে থাকলো । সেই কবে বাবা কাকা কে ব্রিটিশ রাঁচি থেকে ধরে এনে জঙ্গল সাফ করে , সাপ খোপ ম্যালেরিয়া মাথায় নিয়ে চা বাগান বানিয়ে ছিল সেই বাগানের একটা একটা গাছের গোড়ায় শক্ত দড়ি লাগিয়ে ট্রাক্টর - হিঁচড়ে মাটি থেকে শিকড় সমেত তুলে আনছে । সাত দিন মাত্র লেগেছিল পুরো চারশ একরের বাগান গাছ শূন্য করতে ।

    চাঁদমনি বাগান উচ্ছেদ বিরোধী যৌথ সংগ্রাম কমিটি ইত্যাদি ইত্যাদি তৈরি হোল । পথ অবরোধ , মিছিল, মিটিং , আবেদন , নিবেদন , পুনর্বাসন প্রতিশ্রুতি , মালিক পক্ষ , সরকার , শ্রমিক পক্ষ চুক্তি হোল একটা বটে । গুলি চলল । শ্রমিক কৃষকের সরকার শ্রমিক প্রতিরোধ ভেঙ্গে দিতে গুলি চালালেন - দু জন মারা গেলেন । এই প্রথম গুলি চলল তা নয় অবশ্য সেই ৬৭ -৬৮ থেকে চলছে । অশোক বাবু নকশাল গন্ধ পেলেন । গলা কাঁপিয়ে গুলি চালানো সমর্থন করলেন । কোলকাতায় তখন মোমবাতির আকাল তাই মিছিল সেরকম একটা হয়নি । শিল্পের খাতিরে একটা দুটো ছোটলোক মরে গেলে বিশেষ কিছু সমস্যা নয় । কালের নিয়ম । আমরা হিন্দমোটর নিয়ে রীতিমত অঙ্ক দেখেছি এ বিষয়ে ।

    আজকে দশ বছর পরে চাঁদমনি নামটাই আর নেই তার বদলে চলে এলো ‘উত্তরায়ণ’ । অবশেষে সেই উত্তরায়ণ ও ফিকে হতে শুরু করেছে -এখন মাল্টিপ্লেক্স ,স্পেন্সার ,কে এফ সি , সাবওয়ে ,নেওটিকা গেটওয়েল , সিমপ্লেক্স -ভালোই আছি আমরা । ইতিমধ্যে সাহসী নেত্রী সুজাতা ওঁরাও এখন ঠিকাদারের অধীনে অম্বুজার ফুলের বাগানে’র ঠিকা শ্রমিক । ভিনসেন্ট এর স্ট্রোক হয়ে পিএফের ২ লাখ টাকা সমাপ্ত । পরবর্তী প্রজন্ম কেউ মলে ঝাড়ু দেন । চালাকরা সিন্ডিকেট এ ঢুকে পরেছেন ,বালি ,পাথর সাপ্লাই দেন । কমরেড'রা সাব কনট্রাক্টর হয়ে গেছেন। দু পয়সা কামানোর দিন কমরেড । শ্রমিকবস্তির আদি বাসিন্দারা এখনো পাট্টা পাননি , চুক্তি তে ছিল অবিশ্যি । বিধবা ভাতা , বার্ধক্য ভাতা , বিপিএল কার্ড এমনকি কেউ কেউ ১০০ দিনের কাজ পর্যন্ত পান । সম্ভবত ২ টাকার চাল পাবেন আগামী মাস থেকে । ধন্যবাদ অশোক বাবু শিলিগুড়ির মত একটা হাফ মফস্বল কে কোথায় তুলে আনলেন !

    কিন্তু তাও কেউ কেউ ট্র্যাক্টরে দড়ি লাগিয়ে বিশ্বাসের লাল পতাকার শিকড় শুদ্ধ -হিঁচড়ে মাটি থেকে তুলে আনার দৃশ্য দেখতে দেখতে বোবা হয়ে যান ! বিশ্বাস ভঙ্গ বড় পাপ হে বাবু । একবার হারালে ফেরাতে দশক ঘুরে যেতে পারে ।

    অশোক বাবুরা ত্রিপাক্ষিক বৈঠকে সেই সময় থেকেই বিশেষজ্ঞ । ওনার সেই মডেলকে এখন 'শিলিগুড়ি’ মডেল বলে । দালালের আবার কাস্টমার বিচার কি ? জাত দেখলেতো আর পেট ভরেনা ! ভোট এসে গেল ব্যস্ততা তুঙ্গে ! জয় হউক !
  • aranya | 154.160.226.91 | ১৮ মার্চ ২০১৬ ০১:১০704781
  • ভাল লিখেছেন, দেবব্রত।
    তবে মনে হয়, হিন্দমোটর টই-এর প্রশ্ন এখানেও অচিরেই আসবে - এই সরল আদিবাসী শ্রমিক -রা ফালতু লাল পতাকায় বিশ্বাস না রেখে কেন অন্য স্কিল অ্যাকোয়ার করে নি?

    আর করেই নি যখন, মলে ঝাড়ু দিক না হলে মরুক। কম্পিটিশনের দুনিয়া, আফটার অল
  • avi | 113.24.86.249 | ১৮ মার্চ ২০১৬ ০২:০৬704892
  • ভালো লাগলো। ফর্ম ও কন্টেন্ট।
  • pi | 24.139.209.3 | ১৯ মার্চ ২০১৬ ০৮:২১705003
  • এটা নিয়ে একটু কথা হোক ? বা তর্কও ?
  • PT | 213.110.242.5 | ১৯ মার্চ ২০১৬ ০৯:১৪705052
  • প্রায় একই ধরণের একটি লেখা ছেপেছে সংহতিঃ http://sanhati.com/excerpted/377/

    কিন্তু এটা কি সত্যি?
    The auction price of tea came down from Rs 76 per kg in 1998 to about Rs 56 per kg in 2003. As a result about 54 gardens were closed during this period, out of which 20 are in West Bengal, 17 in Kerala, 11 in Assam and 6 in Tripura and about 28000 workers were affected due to closure (Business line, 22nd July 2004).
    http://www.ijtef.org/papers/118-F536.pdf

    আর এই আর্টিকেলটিতে বিশ্ববাজারে ভারতীয় চায়ের শোচনীয় অবস্থাটি দেখুন ১৮-২০ পাতার গ্রাফগুলোতেঃ http://www.iimahd.ernet.in/publications/data/2007-07-02Asopa.pdf

    এই প্রেক্ষিতে, "Office to Ashok Bhattacharya… Ashok Bhattacharya to Buddhadev Bhattacharya… Buddhadev Bhattacharya to Harsh Neotia", " শিলিগুড়ির একছত্র সম্রাট অশোক ভট্টাচাজ্জি মহাশয়", "দালালের আবার কাস্টমার বিচার কি ?" ইত্যাদি বাক্যবন্ধ ব্যবহারের বদলে কেউ জানাবেন কি যে চা বাগান বাঁচানোর অন্য মডেল কি?
  • দেবব্রত | 212.142.76.232 | ১৯ মার্চ ২০১৬ ০৯:৫৫705063
  • এই অস্বস্তিকর বিষয় নিয়ে আলোচনা করতে অসুবিধা আছে । এসার অথবা আদানি কে অন্য রাজ্যে সরকারী সুবিধা পাইয়ে দেওয়ার বিষয়ে আলোচনা করা যতটা সহজ এই শিলিগুড়ি মডেল ততোটা সহজ নয় । সেগুলি কে ক্রোনি ক্যাপিটালিজম বলে দাগীয়ে দেওয়া সহজ কিন্তু এ তো ক্রোনি কমিউনিজম । আলোচনা গভীরে গেলে বাইপাসের হসপিটাল ,কেপিসি থেকে শুরু করে অনেক কিছু আসতে পারে ফলত মেনে নিতে হতে পারে যে আদপে কংগ্রেস , বিজেপি এবং অন্যান্য সংসদীয় দলগুলির সাথে বামপন্থী দল গুলির বিন্দুমাত্র পার্থক্য নেই । পার্থক্য থাকা সম্ভব নয় । কিন্তু কে আর নিজের ব্রণ ভর্তি মুখ আয়নায় দেখতে চায় ?

    ১৯৯৫ Rs.47.12
    ১৯৯৬ Rs.47.73
    199৭ Rs.65.47
    ১৯৯৮ Rs.74.72
    ১৯৯৯ Rs.72.17
    ২০০০ Rs.60.16
    ২০০১ Rs.63.41
    ২০০২ Rs.56.10
    ২০০৩ Rs.54.58
    ২০০৪ Rs.64.১৩
    ( বর্তমানে ১০০/- ওপর )

    1Jan 2004 সালে শিলিগুড়ি অকশন প্রাইস ছিল ঃ- CTC leaf @ 64.13 ( Tea Auction Data খুঁজলেই পাওয়া যাবে ) ওপরের টেবিল টা দেখলে যে কেউ বুঝে যাবে দাম কমেছে না বেড়েছে । ২০০৪ সালে যখন চাঁদমনি বেঁচে দেওয়া হয় তখন দাম ছিল 64.13

    আমি পূর্বেই চাঁদমনি বাগানের বাৎসরিক চা উৎপাদনের ক্ষমতা এবং বাৎসরিক খরচের একটা হিসাব দিয়েছি , এইবার সামান্য পাটিগণিতে পাঠক দেখে নিতে পারেন -নেওটিয়া না বেচে দিলেও বাগান বাঁচত কিনা ।
  • cm | 127.247.97.67 | ১৯ মার্চ ২০১৬ ১০:৫০705074
  • হ্যাঁ সমাধান সূত্র পেলে ভাল লাগত। আমার মনে হয় আমরা একই সাথে নিজের জন্য বাড়তি সুখ সুবিধে অর্থাৎ অসাম্য ও শ্রমিকের জীবিকার সুনিশ্চয়তা অর্থাৎ সাম্য (সকলেরই কাজ আছে ইত্যাদি চাই) ডায়নামিক মডেলে সাম্য থাকতে পারে কিনা তা ভেবে দেখার অবকাশ আছে। সে ক্ষেত্রে অন্তত ন্যূনতম ও ঊর্দ্ধতম আয়ের অনুপাত বেঁধে দেওয়া দরকার। তা নাহলে এসমস্যার সমাধান নেই।
  • PT | 213.110.242.5 | ১৯ মার্চ ২০১৬ ১০:৫৯705085
  • আমার যেহেতু চা বাগান প্রসঙ্গে কোনই এক্ষপার্টিস নেই তাই ওপরের কোন সংখ্যা নিয়েই সন্দেহ প্রকাশ করব না। একটি চা বাগান দারুণ ভাল ছিল ১৯৯২ সালে কিন্তু তার পরেও ২০১৫-তে প্রায় ২০০ চা-শ্রমিক সেরেফ না খেতে পেয়ে মরে গেল এসব মেলাতে গেলে চা-শিল্পের ক্রমাবনতিই চোখে পড়ে।

    আর চা বাগনের সমস্যার কারণ হিসেবে পব-তে সিপিএম-নেউটিয়া সম্পর্ক জোর্দার করে দেখানোর চেষ্টা হলে প্রশ্ন জাগে যে তাহলে "17 in Kerala, 11 in Assam and 6 in Tripura" ইত্যাদি চা-বাগান বন্ধ হল কেন? কেরালা বা ত্রিপুরাতে তো শুনি যে শুদ্ধ বামেরা রাজত্ব চালায়।

    অবিশ্যি এই জাতীয় নিবন্ধ লেখার পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত যদি এমন হয় যে "আদপে কংগ্রেস , বিজেপি এবং অন্যান্য সংসদীয় দলগুলির সাথে বামপন্থী দল গুলির বিন্দুমাত্র পার্থক্য নেই" তাহলে এনিয়ে আলোচনায় আর না এগোনো-ই ভাল।
  • দেবব্রত | 212.142.124.76 | ১৯ মার্চ ২০১৬ ১২:০০704671
  • অঙ্কে যদি না মেলে তাহলে অন্য কি হিসাব সম্ভব ? বর্তমানে পশ্চিম বঙ্গে চা শ্রমিক দের মজুরী ১২২/- ,এমনকি মাঠে কাজ করা একদম নিচের স্তরের কৃষি শ্রমিকদের তুলনায় কম , অবশ্য চা শ্রমিকদের ক্ষেত্রে কিছু নন ক্যাশ বেনিফিট আছে আনুমানিক ২২/- পিএফ সমেত তা স্বত্বেও পশ্চিম বঙ্গে একজন চা বাগানের শ্রমিক দৈনিক মাত্র ১৪৪/- মজুরী পান ( ক্যাশ এবং নন ক্যাশ মিলিয়ে) যথেষ্ট ?

    চাঁদমনি চা বাগানের ৭০০ একরের মধ্যে প্রাথমিক চুক্তি অনুযায়ী ৪০০ একর নেওটিয়া কে দেওয়া হলেও , শ্রমিক বস্তির পাট্টা এবং পুনর্বাসন মূল চুক্তির মধ্যে ছিল - গত দশ বছরে বিন্দুমাত্র হয়নি । বাকি ১৫০ একরে নার্সারি তৈরি করার কথা ছিল - হয়নি । কর্মহীন শ্রমিক দের সমবায় তৈরি করে তাদের মধ্যে থেকে অম্বুজার প্রোজেক্টে নিয়োগ করার চুক্তি ছিল -হয়নি ।

    কেরালা এবং ত্রিপুরা' তে এবং বর্তমানে পশ্চিমবঙ্গে ডানকানের ১৮ টি বাগান বন্ধ হওয়ার পেছনে চায়ের দামের বিন্দুমাত্র সম্পর্ক নেই , ভারতের আভ্যন্তরীণ চায়ের বাজারের ডিমান্ডে বর্তমানে চায়ের অকশন মূল্য ১২০/- প্রতি কেজি অথচ শ্রমিকের বেতন দৈনিক মাত্র ১৪৪/- ( ক্যাশ এবং নন ক্যাশ মিলিয়ে) ।

    চায়ের অর্থনীতি বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই কেবল শ্রমিক মজুরী এবং বর্তমান চায়ের অকশন মূল্য মাথায় রাখলেই চা বাগান বন্ধ হওয়ার স্বাভাবিক অঙ্ক মেলানো সম্ভব নয় ।
  • দেবব্রত | 212.142.103.126 | ১৯ মার্চ ২০১৬ ১৩:০৮704693
  • পশ্চিম বঙ্গের চা শ্রমিকের মাইনে কত ? কারা ছিল এত কাল পশ্চিম বঙ্গে তখন নেওটিয়া কে না বেচে দিয়ে মাইনে বাড়ানোর আন্দোলন করে নি কেন ? ' n February 2015. In West Bengal, too, the cash component of the plantation worker's wage at Rs 122.40 is considerably less than the statutory minimum wage for agricultural workers.
' আসামে এর থেকে প্রায় ৫০% বেশী - ৩৪ বছর রাজ্য শাসনের পরে 122/- মজুরীর জন্য ত্রিপাক্ষিক বৈঠক ? এতদিন নাসিকায় সর্ষের তেল ?
  • PT | 213.110.242.24 | ১৯ মার্চ ২০১৬ ১৩:২২704704
  • নিবন্ধটি লেখার উদ্দেশ্যতা তাহলে কি দাঁড়াল মোটানুটি?
  • PT | 213.110.242.24 | ১৯ মার্চ ২০১৬ ১৩:২৩704715
  • নিবন্ধটি লেখার উদ্দেশ্যটা তাহলে কি দাঁড়াল মোটামুটি?
  • dc | 132.164.198.145 | ১৯ মার্চ ২০১৬ ১৩:৩০704726
  • সিপিএমের কুচ্ছো করা।
  • cm | 127.247.98.153 | ১৯ মার্চ ২০১৬ ১৩:৩৬704737
  • তা কেন হবে? তবে কনসিস্টেন্সির মাথার দিব্যি কেউ দেয়নি। আমি শহরেই থাকি, আর বাকিরা মাঠে থাক।
  • cm | 127.247.98.153 | ১৯ মার্চ ২০১৬ ১৩:৩৯704748
  • উন্নয়নের এই মডেলকে প্রশ্ন করা যেতেই পারে তবে কনসিস্টেন্সি থাক। ভয়ানক গরম, এসি চলছে, এই মডেল নিয়ে বেশি বলতে বাধে। ঐ কনসিস্টেন্সির বালাই।
  • Arpan | 24.195.232.36 | ১৯ মার্চ ২০১৬ ১৩:৪১704759
  • তিনোদের যাবতীয় কুকীর্তির জাস্টিফাই করা।

    হায়, এ জিনিসও পিটিদাকে জিগ্যেস করতে হচ্ছে!
  • দেবব্রত | 212.142.103.126 | ১৯ মার্চ ২০১৬ ১৩:৪৬704770
  • PT ঃ- সত্যই সির্ফ করুণা হয় ঃ- ২৭৩ টি চা বাগানের ওপর একটা সার্ভে হয়েছে ঃ- সারাংশ শুনুন ঃ- 1.1 মিলিয়নের অধিক মানুষ চা বাগান এলাকায় বাস করেন , ২০০২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ১০০০ এর ওপর অনাহারে , অপুষ্টিতে মারা গেছে । গড় BMI 17.5। ২০১৪ সাল পর্যন্ত শ্রমিকের মাইনে ছিল ৯৫/- প্রতি দিন । ৮৭ টি চা বাগান প্লান্টেসান লেবার অ্যাক্টের রেজিস্ট্রেসান সার্টিফিকেট প্রডিউস করতে পারেনি । ৫ টা চা বাগান অবশ্য পালনীয় সার্টিফিকেট টি বোর্ডের রেজিস্ট্রেসান সার্টিফিকেট দেখাতে পারেনি । ১৮৫ টি চা বাগান ইন্ডাস্ট্রিয়াল এমপ্লয়মেন্ট অ্যাক্ট এর রেজিস্ট্রেসান সার্টিফিকেট প্রডিউস করতে পারেনি। ১৭৫ টি চা বাগানে লেবার ওয়েলফেয়ার অফিসার নেই ( ম্যান্ডেটারি ) । ২৪ টি চা বাগান ৬ বছর ধরে এক পয়সা পিএফ জমা করেনি । ৪১ টি চা বাগান ২০১০ থেকে পিএফ দেয়না । ৪৬ টি চা বাগানের Provident Fund on the part of workers’ contribution is Rs 17,14,02,978 বাকি । ৫৫ টি চা বাগানের Provdent Fund on the part of managements’ contribution is Rs 33,79,11,088. 22  বাকি । ৩৫ টি চা বাগান ৯৫/- টাকা মজুরী বৃদ্ধির সময়ের এরিয়ার আজ পর্যন্ত দেয়নি ।

    আপাতত এই টুকুর উত্তর দিন শ্রমিক দরদি সরকার এতো দিন কি করছিল ? আমি শুধু হিমশৈলর চুড়া’র কথা বললাম । পুরোটা বললে বোরখায় মুখ ঢাকতে হবে ।
  • PT | 213.110.242.24 | ১৯ মার্চ ২০১৬ ১৩:৪৯704782
  • আমি সেভাবে দেখিনি। তক্কে নাক গলিয়ে সকাল থেকে অনেক কিছু শিখলাম যা কস্মিনকালেও জানতাম না। এবং বাম আমলেও যে সমস্যার সমাধান হয়নি তা মানতেও কোন অসুবিধে নেই। কিন্তু সেই সমাধান না হওয়ার একমাত্র কারণ সিপিএম-নেউটিয়া মাখামাখি সেটাই সন্দেহের জন্ম দেয়।

    কিন্তু এইজাতীয় আলোচনাতে সংহতি নামক পত্রিকাটি যে সুরে তানপুরাটি বেঁধে দেয় সেখানেই কোন গভীর আলোচনার সম্ভাবনা অঙ্কুরে বিনষ্ট হয়ে যায়।
  • দেবব্রত | 212.142.103.126 | ১৯ মার্চ ২০১৬ ১৩:৫১704793
  • এই গুলি খুব একটা বিপ্লবী কর্মকাণ্ড নয় ঠিক করে আইন পালনের সদিচ্ছা থাকলেই এই সামান্য সুবিধা গুলো শ্রমিকরা পেতে পারতেন । যে সরকার এই ন্যূনতম প্রশাসনিক দায়িত্ব পালনে অক্ষম সে কি করে শ্রমিকের মজুরী ৯৫/- বিষয়ে ধ্যান দেবে ? ৯৫/- টাকা মজুরী এই বাজারে জাস্ট ভাবা যায় ?
  • dc | 132.164.198.145 | ১৯ মার্চ ২০১৬ ১৩:৫২704804
  • হুঁ এই সহজ প্রশ্নটাও করতে হলো, সেই দুঃখে আমি তাড়াতাড়ি জবাবটা দিয়ে দিলাম।
  • PT | 213.110.242.24 | ১৯ মার্চ ২০১৬ ১৪:০২704815
  • "এই গুলি খুব একটা বিপ্লবী কর্মকাণ্ড নয় ঠিক করে আইন পালনের সদিচ্ছা থাকলেই এই সামান্য সুবিধা গুলো শ্রমিকরা পেতে পারতেন । "

    সত্যি?
    চটকলের মালিকেরা PF-এর টাকা মেরে পালিয়েছে এসব কাহানি তো বাচ্চা বয়েস থেকে শুনছি!! আর বিজয় মাল্যের নাম শুনেছেন? কানে হীরের দুল ঝুলিয়ে ৫০৫,২৫০ পাউন্ড দিয়ে টিপু সুলতানের তরোয়াল কিনেছিল। গোটা দেশের টাকা মেরে সে এখন লন্ডনের কাছে ৩০ একর জমির বাংলোতে বসে মৌতাত করছে।

    পরিবর্তন আসবে শুধু পব-তে আর চা-শ্রমিক্দের মাইনে বেড়ে ৫০০ টাকা রোজ হবে শুধু পব-তেঃ এইসব বাচ্চাপনা দাবী তো গত ৬/৭ বছর ধরেই শুনছি।
  • দেবব্রত | 212.142.103.126 | ১৯ মার্চ ২০১৬ ১৪:১০704826
  • PT ঃ- আপনি সংহতির লিঙ্ক দেওয়ার পূর্বে আমি লেখাটি দেখিনি । লেখাটি অনেকটা আমার লেখার অনুরূপ কিন্তু বাস্তব পরিস্থিতি ওই দিকেই দৃষ্টি ফেরাতে বাধ্য করায় । তবুও আপনি যে বললেন ' বাম আমলেও যে সমস্যার সমাধান হয়নি তা মানতেও কোন অসুবিধে নেই' এইটাই যথেষ্ট - সীমাবদ্ধ ক্ষমতায় দেশে সমাজতন্ত্র আনা হয়ত সম্ভব নয় , ঠিক আছে। কিন্তু একটি শ্রমিক দরদি সরকারের প্রশাসনিক চরম গাফিলতির কারনে হাজারো শ্রমিকের পিএফ থেকে শুরু করে সমস্ত লড়াই করে পাওয়া অর্জিত সুবিধা কতিপয় অসৎ ব্যবসায়ী মেরে দেয় কি করে ? এই খানেই প্রশ্ন আসে ক্রোনি -বামপন্থার । ওপরের মহলের সহযোগিতা এবং গা ছাড়া ভাব বিনা এই অবস্থায় পৌঁছানো অসম্ভব ।
  • দেবব্রত | 212.142.103.126 | ১৯ মার্চ ২০১৬ ১৪:২০704837
  • আপনি মাল্যের উদাহরণ দিলেন ' গোটা দেশের টাকা মেরে ' সে এখন লন্ডনে , ঠিকই তো আমি তো এই কথাই বলছি "আদপে কংগ্রেস , বিজেপি এবং অন্যান্য সংসদীয় দলগুলির সাথে বামপন্থী দল গুলির বিন্দুমাত্র পার্থক্য নেই" ---- মাল্য মেরে দিলে দোষ নেই আর আমাদের বঙ্গে পিএফ মেরে দিলে দোষ ? কোন দোষ ই নেই তো কারন সকলেই তো একই সারীতে ।

    কি অন্যায় দাবী আসামে ২২৫/- টাকা মজুরী , পশ্চিম বঙ্গে ৯৫/- তার পরেও আরও ? ' বাচ্চা পনা ' গেলনা ?
  • PT | 213.110.242.24 | ১৯ মার্চ ২০১৬ ১৪:৩৯704848
  • দেবব্রতঃ
    আপনাকে সরাসরি কিছু লিখিনি। কিন্তু এবারে বলি যে আপনি যখনই, "শিলিগুড়ির একছত্র সম্রাট অশোক ভট্টাচাজ্জি মহাশয় " বা "দালালের আবার কাস্টমার বিচার কি" জাতীয় বাক্য ব্যবহার করেন তখনই নিবন্ধটির রাজনৈতিক চরিত্রটি পরিষ্কার হয়ে যায়। সেদিক থেকে আপনার নিবন্ধের সঙ্গে সংহতির লেখাটির মিল চোখে পড়ার মত। অবিশ্যি আমি এমন দাবী করছি না যে আপনি ঐ লেখাটি পড়ে লিখেছেন।

    কিন্তু যখনই নিব্ন্ধের একটি রাজনৈতিক চরিত্র পরিষ্কার হয় তখন অন্যপক্ষের (অর্থাৎ তখনকার সরকার পক্ষের) মতামত জানতে ইচ্ছে করে। আপনার লেখা থেকে তা জানার কোন সম্ভাবনাই নেই কেননা আপনি "দালাল" শব্দটি ব্যবহার করে ফেলেছেন।

    কিন্তু "একটি শ্রমিক দরদি সরকারের প্রশাসনিক চরম গাফিলতির কারনে হাজারো শ্রমিকের পিএফ থেকে শুরু করে সমস্ত লড়াই করে পাওয়া অর্জিত সুবিধা কতিপয় অসৎ ব্যবসায়ী মেরে দেয় কি করে ?" এই প্রশ্নের উত্তর শুধুমাত্র "ক্রোনি -বামপন্থা" জাতীয় দুটি শব্দের মধ্যে দেওয়া যায় কিনা তা নিয়ে আমার বিলক্ষণ সন্দেহ আছে। ।
  • রৌহিন | ১৯ মার্চ ২০১৬ ১৪:৪৯704859
  • অর্পণের এত কিছু পড়ে মনে হল "তিনো"দের যাবতীয় কুকীর্তী জাস্টিফাই করতেই এই লেখার অনতারণা। সে মনে হতেই পারে, মনে হওয়ায় কারো কোন হাত নেই। যেমন আমার মনে হল আর কোন যুক্তি পাওয়া যাচ্ছে না বলেই এই অসার গর্জন - অনেকটা সেই "৩৪ বছরে ---"র মতই। সংসদীয় গণতন্ত্রে বিপ্লবও শেষ অবধি পুঁজির কাছে বিকিয়ে যায় - এটাই আমার এই লেখার অন্যতম প্রতিপাদ্য মনে হল - মূল বিষয়টি অবশ্যই চাঁদমণির হাওয়া হয়ে যাওয়া। প্রসঙ্গতঃ, একটা সময়ে নিয়মিত রকেট বাসে আমিও শিলিগুড়ি কলকাতা যাতায়াত করতাম - যাবার সময়ে ভোরে ঘুম ভেঙে চাঁদমণি বাগান চোখে পড়লে বুঝতাম প্রায় এসে গেছি। আজ্ঞে হ্যাঁ, ওই জায়গাটা (উত্তরায়ণ না কি) তখন ভোর নাগাদই আসত - এখনকার মত দুপুর নাগাদ নয়। রাস্তাটা একটু প্লেন টেন ছিল আর কি - এখনকার মত ডার্ট রেসের ট্র্যাক নয়।
  • রৌহিন | ১৯ মার্চ ২০১৬ ১৪:৫০704870
  • কুকীর্তি
  • দেবব্রত | 212.142.103.126 | ১৯ মার্চ ২০১৬ ১৪:৫৪704881
  • আমার লেখার শিরোনামের মধ্যেই রাজনৈতিক চরিত্র পরিষ্কার ,বিন্দু মাত্র গোপনের প্রয়াস নেই তো -তার সাথে তথ্যাবলি যা আমি এতাবৎ দিয়েছি তা শিরোনাম কে মান্যতা দেয় মাত্র । এইবার যতক্ষণ না অন্যমত এবং তথ্যাবলি আসছে ততক্ষণ এই মতে মত দেওয়া ছাড়া উপায় নেই । "ক্রোনি -বামপন্থা" জাতীয় শব্দে আপত্তি থাকলে 'অলস বামপন্থা ' জমিদারি বামপন্থা ইত্যাদি শব্দও ব্যবহার করা যায় তবে তা "একটি শ্রমিক দরদি সরকারের প্রশাসনিক চরম গাফিলতির কারনে হাজারো শ্রমিকের পিএফ থেকে শুরু করে সমস্ত লড়াই করে পাওয়া অর্জিত সুবিধা কতিপয় অসৎ ব্যবসায়ী মেরে দেয় কি করে ?" এই প্রশ্নের উত্তরের আসে পাস দিয়ে যায়না ।
  • PT | 213.110.242.24 | ১৯ মার্চ ২০১৬ ১৫:০৬704893
  • আমার কাছে যেটা আরো হাস্যকর লেগেছে সেটা হচ্ছে যে পব-র চা-শ্রমিকেরা যখন "ক্রোনি-বামপন্থা"-র শিকার হচ্ছে তখন আসামের চা-বাগানে "ক্রোনি-ক্যাপিটালিজিম"-এর চর্চা হচ্ছে না!!

    যাক আপনি যে নিজের লেখাটি বিশেষ একটি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে লেখা বলে মেনেই নিচ্ছেন তখন আর কোন তক্ক নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন