এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ক্রোনি কমিউনিজম -শিলিগুড়ি মডেল !

    Debabrata Chakrabarty লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৮ মার্চ ২০১৬ | ৫০৪৩৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | ২২ মার্চ ২০১৬ ১৭:১২704761
  • খবর হিসাবে থাক।
    বন্ধ চা বাগানগুলির শ্রমিকদের পাশে দাঁড়াতে সুন্দরবন শ্রমজীবী হাসপাতাল ও শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ-এর যৌথ ত্রাণ দল রওয়ানা হচ্ছে আগামী পরশু, ২৪শে মার্চ রাতে।
    চা বাগান সংগ্রামী সমিতি এবং এনএপিএম-র সহযোগিতায় আগামী ২৫, ২৬ ও ২৭শে মার্চ ত্রাণদলটি আলিপুরদুয়ারের বন্ধ তিনটি চা বাগানে ত্রাণবিতরণ করবে ও স্বাস্থ্য শিবির চালাবে।
    অর্থসংগ্রহের আবেদনে ৯৪টি লাইক পড়েছে ও আবেদনটি শেয়ার করেছেন ৩৯ জন।
    কিন্তু ফেসবুক বন্ধুদের কাছ থেকে অর্থ এসেছে যতসামান্য।
    আরও অর্থের প্রয়োজন। হাত বাড়িয়ে দিন। প্রমাণ করুন ভার্চুয়াল জগত থেকে নেমে ফেসবুকের বন্ধুরা বাস্তব সংগ্রামের পাশে দাঁড়াতে পারেন।

    Savings Account of Shramajibi Swasthya Udyog: Punjab National Bank Savings Account No. 0100000128050492. IFSC Code: PUNB0010000.
  • Debabrata Chakrabarty | ২২ মার্চ ২০১৬ ১৭:১৫704762
  • বিপ আমি ইতিমধ্যে এই পোস্টে বালেন্সসিট দিয়েছি আপনি প্রথম থেকে প্লিস একটু পড়ে আসুন ।
    তাও নিচে টাটা টি :-
    Revenue From Operations [Gross]2,797.95(মার্চ ২০১৫ )
    Total Operating Revenues2,884.52
    Other Income155.16
    Total Revenue 3,039.68(কোটিতে )

    Employee Benefit Expenses161.৯১ ( 5 ,৩২% সমস্ত পর্যায়ের কর্মচারী সমেত )

    Total Expenses2,621.71

    Profit/Loss Before Exceptional, ExtraOrdinary Items And Tax417.৯৭

    লসে ব্যাবসা ?
  • bip | 81.244.130.85 | ২২ মার্চ ২০১৬ ১৭:২১704763
  • আপনি কি পড়ে রিপ্লাই দিচ্ছেন? আমি লিখেছি টাটা টির ব্যালান্সড শিট ভাল। অন্য ছোট ফার্মের দিন। টাটার নিজস্ব ডিস্ত্রিবিউশন আছে বিদেশে-বাকী অনেকের নেই। আপেলের সাথে অরেঞ্জ তুলনা করলে হয়?? আপনি সমস্যার গভীরেই ঢোকেন নি
  • Debabrata Chakrabarty | ২২ মার্চ ২০১৬ ১৭:২৮704764
  • একজন চা শ্রমিক ১২২/- মজুরী পান পশ্চিম বঙ্গে তার থেকে মাটি কাটায় বেশী মজুরী , দিনে ২৪ কেজি চা পাতা তুলতে বাধ্য , রবিবার মাইনে পান না । এক কেজি চা পাতা থেকে ৩৫-৪০% মেড টি হয় । অর্থাৎ 11কেজি চা । বর্তমান গড় অকশন মূল্য ১০০/- অর্থাৎ ১১০০/-- টাকার সমপরিমাণ চা । বাকি খরচ -নগণ্য । কারন কাঁচামাল -চা পাতা একটি গাছ নুন্যতম ৫০বছর ধরে প্রায় ফ্রি তে সরবরাহ করে । কিন্তু অধিকাংশ বাগানে ফড়ে মালিকদের কারনে নূতন চা গাছ লাগানো বা গাছের রক্ষণাবেক্ষণ হয়না ।

    পুনঃ এই পোস্ট টি চা বিষয়ে জ্ঞান বিতরণের নয় - কিভাবে একটা চালু চা বাগান রিয়েল এস্টেট মালিক কে হস্তান্তরিত হোল এবং কিভাবে শ্রমিক দরদি সরকার ইয়ে মেরে দিল সে বিষয়ে তবুও বিপের যদি এ বিষয়ে জ্ঞান লাভের ইচ্ছা থাকে আমাকে জানতে পারেন আমি ঝুরি ভর্তি বই পাঠিয়ে দেব । আপাতত বিষয়ে থাকুন

    ও পিটি দা ঃ- যেখানে চ্যাটার্জী সেইখানেই নেওটিয়া , এমনকি মকাইবারি ? কেশ টা কি মনে হয় ? জন্ডিস ?
  • PT | 213.110.242.6 | ২২ মার্চ ২০১৬ ১৭:৫৫704765
  • "যেখানে চ্যাটার্জী সেইখানেই নেওটিয়া , এমনকি মকাইবারি ?"
    ভাল, যে সেখানে আপাততঃ ভট্টাচার্যি নেই। অর্থাৎ কিনা ভট্টাচার্যির সাহায্য ছাড়াই চ্যাটার্জী-নেউটিয়া চা-বাগান বেচা-কেনা করতে পারে। অন্ততঃ এতে একটা প্যারামিটার কমল।

    কিন্তু এতে আপনার কি অসুবিধে বোঝা যাচ্ছে না। আমি যা বুঝছি তা হল যে তারা দুজনে মিলে জয়েন্ট ভেন্চার জাতীয় কিছু করছে। যেটা সম্ভব্তঃ ভারতের আইন ভেঙ্গে কিছু হয়নি। এবারে কথা হচ্ছে যে সিঙ্গুরে টাটাদের আটকে দেওয়া গিয়েছিল কিন্তু চাঁদমণি-মকাইবাড়িতে চ্যাটার্জী-নেউটিয়া কে আটকানো যাচ্ছেনা-এ বড় বিস্ময়ের ব্যাপার। নাকি আটকানোর কোনই কারণ নেই?

    তো বিপ্লবীরা কি করছে? সেখানে নাকি গুচ্ছের NGO কাজ করে তারাই বা কি করছে? মেধাকে ডেকে এনে ধর্ণায় বসাতে পারছে না? কিংবা কাউকে ধরে সাতাশ দিনের অনশন? নাকি এই বিপ্লবের ডিভিডেন্ড খুবই নগণ্য-তাই কোন উৎসাহ নেই?

    sch
    আমি আপনার মত তীক্ষ্ণমেধাসম্পন্ন নই। আমার সীমাবদ্ধ মেধা নিয়েই যুক্তি খাড়া করি।
  • dc | 132.178.19.147 | ২২ মার্চ ২০১৬ ১৮:১৩704766
  • ""যেখানে চ্যাটার্জী সেইখানেই নেওটিয়া , এমনকি মকাইবারি ?"
    ভাল, যে সেখানে আপাততঃ ভট্টাচার্যি নেই। অর্থাৎ কিনা ভট্টাচার্যির সাহায্য ছাড়াই চ্যাটার্জী-নেউটিয়া চা-বাগান বেচা-কেনা করতে পারে। অন্ততঃ এতে একটা প্যারামিটার কমল।"

    উফ বাপরে বাপরে বাপরে বাপ :d কেউ বলছিলেন অক্সিজেন কমে যাচ্ছে বলে গুরুতে আসতে চাইছেন না। আমি তো বলবো এরকম বিকট খোরাকের জন্যই গুরুতে আসা যায়! পুরো লিমিটলেস :d
  • PT | 213.110.242.6 | ২২ মার্চ ২০১৬ ১৮:৪৯704767
  • ভট্টাচার্যকে ছাড়াই চা-বাগান কেনা বেচা হস্তান্তর ইত্যাদি করা যায় এটা প্রমাণিত হওয়াতে খুব দুঃখ পেলেন বুঝি? সেটা প্রমাণিত হলে যে নিবন্ধটি নিয়ে এত চর্বন হল সেটার আদ্দেক আমড়াগাছী বাক্যই তো বাতিল হয়ে যায়!!
  • dc | 132.178.19.147 | ২২ মার্চ ২০১৬ ১৯:০৩704768
  • "ভট্টাচার্যকে ছাড়াই চা-বাগান কেনা বেচা হস্তান্তর ইত্যাদি করা যায়"

    ঠিক বলেছেন। কারন এই চ্যাটার্জি-নেওটিয়াদের মতো ক্রোনি ব্যবসায়ীদের কাছে ভটাচার্য ব্যাক্তির কোন ইম্পর্ট্যান্স নেই। এরা ইম্পর্ট্যান্স দেয় ভটাচার্য নামক ব্যাক্তির সরকারি ক্ষমতাকে, যেটা কাজে লাগিয়ে এরা বেআইনি কেনাবেচা করে। আগের বার ভটাচার্য সরকারে ছিলেন, তাই তাঁর সরকারি ক্ষমতা কাজে লাগিয়েছিল। এই সরকারে যে নাট্যাচার্য আছে তার সরকারি ক্ষমতা কাজে লাগাচ্ছে। পরের সরকারে যদি বদল হয়ে আবার ভাটাচার্য ক্ষমতায় আসেন তখন আবার ভটাচার্যর সরকারি ক্ষমতাকে কাজে লাগাবে। ক্রোনিইজম আমাদের দিকেও, ওদের দিকেও।
  • PT | 213.110.242.6 | ২২ মার্চ ২০১৬ ১৯:৫০704769
  • নাঃ এটা তার চাইতেও অন্য কিছু। ঐজন্যেই বলে আসছি গত ৬/৭ বছর ধরে যে যারা পরিবর্তনের গাওনা গেয়েছিল পব-তে তারা রাজনীতির কিস্যু বোঝেনা। আর এই দু-চারটে কাঁদুনী মার্কা নিবন্ধ লিখে ঐ অব্স্থার বিন্দুমাত্রও এদিক-ওদিক করা যাবেনা।
  • Debabrata Chakrabarty | ২২ মার্চ ২০১৬ ২০:৫৫704771
  • ' রাজনীতির কিস্যু বোঝেনা ' একমত শিশু ,শিশু -অশোক বাবুর কাছে গুনে গুনে বারো গোল খাবে ।

    কিন্তু ঐযে যেখানে চ্যাটার্জি সেখানেই নেওটিয়া- কেস টা কি ? কুম্ভ মে বিছরে হুয়ে যমজ ভাই আমার । এসো বুকে এসো !
  • PT | 213.110.242.21 | ২২ মার্চ ২০১৬ ২২:০৫704772
  • চ্যাটার্জী আর নেউটিয়ার কি সম্পর্ক তা নিয়ে আমার বিন্দুমাত্র কোন উৎসাহ নেই। এত বছর ভারতে কাটিয়ে সেই সম্পর্কের কারণ যারা এখনো বুঝে উঠতে পারেনা তারা শিলিগুড়িতে হামাগুড়ি দিয়ে আবার নতুন করে এদেশের আর্থ-সামাজিক রীতিনীতির পাঠ শুরু করুক।
  • :-D | 186.126.237.214 | ২২ মার্চ ২০১৬ ২২:২৫704773
  • চ্যাটার্জীকে দিয়ে এখনো কে বাগান কেনাচ্ছে সেটা জানলে বাধিত হতাম!

    চ্যাটার্জী আর নেউটিয়ার কি সম্পর্ক তা নিয়ে আমার বিন্দুমাত্র কোন উৎসাহ নেই।
  • PT | 213.110.242.21 | ২২ মার্চ ২০১৬ ২৩:০৩704774
  • ওটা "কেস টা কি ?"-র উত্তর ছিল। কতবার বলেছি লেখার আগে পড়া করতে.......
  • PM | 113.41.34.242 | ২২ মার্চ ২০১৬ ২৩:৪৯704775
  • একটাই ব্যালেন্স শীট দিতে পারলেন--টাটা টি। ঃ) এবার ঐ কম্পানীর বাগন শ্রমীকদের বেতনের রেফারেন্স দিন ঃ) তখন কিন্তু অনামা বাগানের গড় দিলে হবে না।

    ২০০৫-৬ এ টাটা টির SAP ইম্প্লিমেনটেসন করেছি। খুব ভালো করে জানি পঃবঃ, আসাম, কেরলের চা বাগানের ওদের রেট তখন কি ছিলো। সেটা আপনার কথিত ৯৪ টাকার থেকে অনেক অনেক বেশী। NDA জনিত কারনে ফিগারটা আমি ডিসক্লোস করতে পারবো না এখানে। আপনি যখন প্রফিট-টা বলছেন সেই কম্পানির শ্রমিকদের মইনেটার রেফারেন্স আপনারি দেওয়া উচিত ঃ)
  • meghnad | 202.42.116.16 | ২২ মার্চ ২০১৬ ২৩:৫৭704776
  • মাটি কাটলে যদি চা বাগানের চেয়ে বেশী রোজগার তাহলে চা-শ্রমিকেরা মাটি কাটে না কেন?

    চা বাগান চালানোর চেয়ে রিয়েল এস্টেট ডেভেলপমেন্টে লাভ বেশী হলে বাগান মালিকেরা তাই করবে না কেন?
  • রৌহিন | ২৩ মার্চ ২০১৬ ০০:২১704777
  • এই রে আবার মেঘনাদবাবু এসে গেছেন - রিয়াল এস্টেটে লাভ বেশী হলে তাই করবে না কেন? ঠিকই তো। রিয়েল এস্টেটের চেয়েও বেশী লাভ একটা যে কোন ফিনান্স কোম্পানি খুলে টাকা মেরে পালিয়ে যাওয়ায় - আর তার চেয়েও বেশী লাভ সেই টাকার সিঙ্ঘভাগ হজম করে সেই কোম্পানিকে বৈধ ঘোষণা করায় - তাহলে তা-ই বা করবে না কেন? অকাট্য যুক্তি।
    পিটি কে নিয়ে আর কিছু বলার নেই - প্যাথেটিক।
    বিপ অবশ্য চিরদিনই আরো প্যাথেটিক - পাটিগণিত করে বীজগণিতের নিয়মে। "একজন শ্রমিকের লোডেট কস্ট ২০০ টাকা প্রতিদিন-যদ্দুর জানি একজন দক্ষ শ্রমিক যা পাতা তোলে সারা দিনে তা ৩-৮ কিলো চা দিতে পারে" - এই সব ফিগারগুলো তো x y বা z এর চেয়েও বেশী সাররিয়াল।
    পড়ছি আর দেবব্রতদার কথাটাই মাঝে মাঝে আওড়াচ্ছি মনে মনে - "কাকে দিয়েছে রাজার পার্ট"। তবে বিপ আর সিপিএম কে এক ঘাটে জল খাওয়ানোর কৃতিত্বের জন্য আপনাকে বড় হাতের ক।
  • ranjan roy | 24.99.226.1 | ২৩ মার্চ ২০১৬ ০০:২৯704778
  • ১)মাটি কাটলে যদি চা বাগানের চেয়ে বেশী রোজগার তাহলে চা-শ্রমিকেরা মাটি কাটে না কেন?

    --সহজ উত্তর; ছাগল বলে। কোথায় দক্ষিণবঙ্গে এসে মাটি কাটবে তা না সেই চাবাগানে অনশনে অর্ধাহারে ধুঁকবে , নয় তো আত্মহত্যা করেব। ছাগল কি আর গাছে ফলে?

    ২)চা বাগান চালানোর চেয়ে রিয়েল এস্টেট ডেভেলপমেন্টে লাভ বেশী হলে বাগান মালিকেরা তাই করবে না কেন?
    --- সহজ উত্তর; করবে এবং করছে। খালি প্রশ্ন জমিটা কার? সরকারের খাস নাকি চা-বাগানের মালিকদের পৈতৃক?

    ৩) একই যুক্তিতে হিন্দ মোটরের জমি রিয়েল এস্টেট এ বেচে বিড়লারা ঠিক করেছে, যদিও ওটা ফ্যাক্টরি করার জন্যে নামমাত্র মূল্যে বহু আগে রাজ্যসরকারের দেওয়া।

    ৪) চা-বাগানে ও হিন্দ মোটরের শ্রমিকরা বকেয়া পেনসন পিএফ গ্র্যাচুইটি পায় নি কেন?-- ছাগল বলে।
    মালিকেরা দেয় নি কেন? মানুষ বলে। সরকার (বাম ও ডান) দেওয়াতে পারে নি কেন? মানুষ বলে।
    ৫) আর কমিউনিস্ট পার্টি মজদূরদের মাটি কাটতে বা চাবাগানের কাজ ছেড়ে মালিকদের রিয়েল এস্টেট ব্যবসায়ে মজুর হতে বলে না কেন?
    বামেরা ট্রেড ইউনিয়ন করা ছেড়ে চা বাগান বা রিয়েল এস্টেট বিজনেস শুরু করে না কেন?
    -- করে, করে। Zআনতি পারো না।
  • Debabrata Chakrabarty | ২৩ মার্চ ২০১৬ ০০:৩৩704779
  • ' মাটি কাটলে যদি চা বাগানের চেয়ে বেশী রোজগার তাহলে চা-শ্রমিকেরা মাটি কাটে না কেন? "

    এ সেই রুটি নেই তো কেক খায়না কেনর মত প্রশ্ন যার উত্তর দেওয়ার আগে মানুষের অজ্ঞতা বিষয়ে হ্যাঁ করে তিনবার ভাবতে হয় । চা বাগানের আদিবাসী শ্রমিক বন্দেড লেবারের মত তার ইনফোসিস ছেড়ে উইপ্রো এবং প্লেন ধরে আমেরিকা যাওয়ার স্বাধীনতা নেই । চাইলেই মাটি কাটার সুযোগ নেই এবং সহায়তা নেই । তার সম্বল চা বাগানের টালির চালের খুপরি এবং বিভিন্ন স্তরে বাঁধা শ্রমিক । তাঁকে ১০০-১৫০ বছর পূর্বে ব্রিটিশ বেঁধেই এনেছে এখনো বাধাই আছে ( এর পরের প্রশ্ন কই বাঁধা তো দেখিনি ) শিক্ষিত লোক আজকাল আমাদের দেশে ' রুটি নেই তো কেক খায়না কেনর' মত প্রশ্ন করে ।

    চা বাগান চালানোর চেয়ে রিয়েল এস্টেট ডেভেলপমেন্টে লাভ বেশী হলে বাগান মালিকেরা তাই করবে না কেন? এ আবার সেই ' রুটি নেই তো কেক খায়না কেনর' মত প্রশ্ন । করগেনা রিয়েল এস্টেট ডেভেলপমেন্টে কে মানা করেছে - কিন্তু চা বাগানের জমি ব্যাক্তিগত সম্পত্তি না তা কেবল মাত্র চা বাগান চালানোর জন্য দীর্ঘমেয়াদি লিজে প্রাপ্ত। মানে পরিষ্কার হল ? সরকারী জমি । আমার এবং আপনার এবং দেশের জমি । সেখানে লিজ হোল্ডার নিজের ইচ্ছা মত যা খুশী করতে পারেনা যদিনা মধ্যে অশোক বাবুরা থাকে । এরাতো কালকে বলে দেবে ভিক্টোরিয়া মেমোরিয়াল নেওটিয়া কে বেচে দাও । প্রশ্ন আসবে ঠিকই তো শহরের বুকে অতটা ফালতু জমি । মা কোথায় যাই ?
  • meghnad | 209.87.154.251 | ২৩ মার্চ ২০১৬ ০০:৪৩704780
  • বাঁধা থাকার ব্যাপারটা বুঝলাম না। নিজেদের অশিক্ষার বা দারিদ্র্যের জন্য বাঁধা, না মালিকের গুন্ডাবাহিনী বেঁধে রেখেছে, বা কোন আইনী বাধা আছে?

    সরকারের পক্ষে কোন তুলনায় কম লাভের ব্যবসায় কাউকে ধরে রাখা সম্ভব না। বরং মালিকের ইনভেস্টমেন্টের যেটা বাগানে লাগানো হয়েছে সেটা মিটিয়ে জমি অধিগ্রহণ করে নিলে সেটা হতে পারে।
  • Debabrata Chakrabarty | ২৩ মার্চ ২০১৬ ০০:৫৭704783
  • ' একটাই ব্যালেন্স শীট দিতে পারলেন--টাটা টি। ঃ) এবার ঐ কম্পানীর বাগন শ্রমীকদের বেতনের রেফারেন্স দিন ঃ) তখন কিন্তু অনামা বাগানের গড় দিলে হবে না।'
    গুরু দেখছি একেবারে চণ্ডালে ভরে গেছে ঐ ব্যালেন্স সিট এর সামারি তে Employee Benefit Expenses 161.91 এই হেডিং এ সমস্ত Employee হেডে খরচার হিসাব দেওয়া আছে যার মধ্যে শ্রমিক , জুনিয়র ম্যানেজার থেকে শুরু করে সিনিয়র ম্যানেজার এবং সমস্ত Employee কভার করা আছে কত % অফ টোটাল রেভেনিউ ? লেস দ্যান ৫% । এইবার নিন পড়ুন টাটা'র কাহিনী

    “The living conditions of plantation workers are pathetic. There are no provisions for sanitation or drinking water supply at their homes. Women workers don’t have access to toilet when they go for plucking in the gardens,” said Wilfred Topno, secretary of the non-profit People’s Action for Development. “Workers are regularly abused by their supervisors. The management are not allowing new unions which can address their demand,” Topno added.

    The violations, especially those relating to lack of housing, come under the purview of the Plantations Labour Act, 1951. Under this Act, tea estates are responsible for housing, medical, rations and other welfare benefits of estate workers. To account for these benefits, cash wages are kept low. “The management cheats the workers of welfare benefits. We also want a revision in the Rs 95 per day wage rate that is abysmally low,” Topno said.

    “The investigation team should see that nothing has changed since the World Bank got involved. The supposedly ethical and sustainable company continues to make large profits from the mistreatment and exploitation of plantation workers,” said Stephen Ekka, director of PAJHRA, another co-complainant.

    ‘Enduring abuses’

    A damning report was released in January this year by the Columbia Law School in New York, titled, The more things change: the World Bank, Tata and enduring abuses on India’s tea plantations. The report, based on three years of research and visits to 17 out of 24 plantations, describes pervasive violations of workers' rights on the plantations owned by Amalgamated Plantations Private Ltd (APPL) in the states of Assam and West Bengal. "

    ২০০৫-৬ এ টাটা টির SAP ইম্প্লিমেনটেসন করেছি। খুব ভালো করে জানি ' কি রকম জানে দেখতেই পারছি । ধুর ধুর কার সাথে বিতর্ক । নিন লিংক আগেই দিয়ে রাখি :- tata tea under scanner for poor living condition and coercion of workers http://www.downtoearth.org.in/news/tata-tea-under-scanner-for-poor-living-condition-and-coercion-of-workers-43489
  • pi | 24.139.209.3 | ২৩ মার্চ ২০১৬ ০১:২৫704784
  • মাটি কাটা কিন্তু ১০০ দিনের কাজের মধ্যে আসে। মানে সর্বাধিক ১০০ দিন কাজ পাবেন।
    আর বিপিএল বা অন্ত্যোদয় হলে পরিবার পিছু একজনের এই রেগা কার্ড থাকার কথা। পরিবারের কেউ চা বাগান শ্রমিক হলেও মাটি পরিবারের কেউ মাটি কাটার কাজ করতে পারেন। ত্রিপুরায় আমরা বেশিরভাগ চা বাগানের পরিবারেই ( যতগুলোয় এখনো গেছি) এরকম দেখি। বিপিএল কার্ড না পাওয়া বা তৈরি না হওয়া ব্যতিক্রমগুলো বাদ দিয়ে। পব তে কী সিচুয়েশন ?
  • pi | 24.139.209.3 | ২৩ মার্চ ২০১৬ ০১:২৭704785
  • বছরে সর্বাধিক ১০০ দিন ও দিনে ১২০-৬০ টাকা মত হিসেবে ( কে কত মাটি কাটতে পারলেন বা অন্য কাজ করতে পারলেন , সেই হিসেবে টাকা পান) বছরে ঐ ১৫০০০ টাকার বেশি এর থেকে হয়ই না বা হতেও পারে না। গড়ে ৭-১০০০০ মত হয়।
  • pi | 24.139.209.3 | ২৩ মার্চ ২০১৬ ০১:৪৮704787
  • হ্যাঁ, এটা রেট। খাতায় কলমে। বাস্তবে যা বললাম, সেটাই হয়। আজ অব্দি বছরে ১৫০০০ এর বেশি কাউকেই এর থেকে রোজগার করতে দেখিনি। দেখিনি মানে এটাও আমাদের কাছে রেকর্ডেডই, কত রোজগার হচ্ছে।
  • S | 202.156.215.1 | ২৩ মার্চ ২০১৬ ০১:৫০704788
  • আচ্ছা এই টাকাও কি টিডিএস (মানেটা আশা করি বুঝতেই পারছেন) কেটে দেওয়া হয়?
  • PT | 213.110.242.7 | ২৩ মার্চ ২০১৬ ০৮:৫২704789
  • "কোথায় দক্ষিণবঙ্গে এসে মাটি কাটবে তা না সেই চাবাগানে অনশনে অর্ধাহারে ধুঁকবে , নয় তো আত্মহত্যা করেব। ছাগল কি আর গাছে ফলে?"

    "সোমাই শবরের ছেলে বুধু শবরের দেখা মিলল না গ্রামে৷ তিনি এখন বেশিরভাগ সময়টাই থাকেন তামিলনাড়ুতে৷ সেখানে ঠিকাশ্রমিকের কাজ করে যেটুকু আয় হয় , তাতেই সংসার চলে বুধুদের৷ তাঁর স্ত্রী লক্ষ্মী বলছিলেন , ‘কাজ না -করলে খাব কী ?’ একশো দিনের কাজ নেই? জবাব আসে , ‘সে কাজ করলে চলবে গো আমাদের ? একে কাজ নেই৷ আর কাজ পেলেও ছ’মাসের টাকা মিলবে সাত মাসে৷ তাতে সংসার চলবে ?’ সুমিত্রা শবর বলেন , ‘আমাদের এখনও কাজ বলতে বাবুই ঘাসের দড়ি পাকানো৷ আর একটু শক্তসমর্থ হলে পাথর ভাঙা৷ তাতে কী হয় , বলুন তো ?’ ক্ষয়াটে চেহারার পুতুল মুড়া দড়ি পাকাতে পাকাতে বলছিলেন , ‘সারাদিন খাটলে তবে দু’কেজি দড়ি বোনা যায়৷ তা বিক্রি করলে প্রতি কেজিতে ২০ টাকার বেশি মিলবে না৷ দিনে ৪০ টাকায় কি সংসার চলে ?’ মুখ্যমন্ত্রীর আশ্বাসমতো সে গ্রামে ঘরে ঘরে বিদ্যুত্ এসেছে৷ কিন্ত্ত হলে হবে কী ? বিদ্যুতের আকাশছোঁয়া দামে তো নাভিশ্বাস পুতুল মুড়া , সারথি মানকিদের৷ পুতুলের কথায় , ‘ঘরে একটা বাল্ব জ্বেলে তিন মাসে বিদ্যুতের বিল এসেছে সাতশো টাকা৷ যা আয় হয় , তাতে খাব , না সংসার চালাব , নাকি বিদ্যুতের বিল দেব ?’ সারথির আবার তিন মাসে ১২০০ টাকার মতো বিদ্যুতের বিল এসেছে৷ তাঁদের সঙ্গে দশরথ মাহাত , সুকু শবররা বলেন , ‘বিদ্যুত্ কোম্পানির লোক এসেছিল৷ আমরা বলে দিয়েছি , টাকা দিতে পারব না৷ তোমরা বিদ্যুত্ ফিরিয়ে নাও৷ আমাদের কেরোসিনের লম্ফই ভালো৷ সরকার কেরোসিন দেয় রেশনে৷ তা নিয়েই আমাদের চলে যায়৷ ’একধাপ এগিয়ে সুকু শবর বলেন , ‘সরকার সস্তায় চাল দেয়৷ কিন্ত্ত তা দিয়ে কি শুধু সংসার চলে ? বউ -বাচ্চা -সংসারের সবাইকে ধরলে তা আর কতটুকু? আমাদের কাজের বন্দোবস্ত না -হলে কীভাবে চলবে প্রতিদিন ?’ "

    আমলাশোল নিয়ে কাঁদুনি মনে আছে? এখন তার হাল এইরকম। মোম্বাত্তিওয়ালারা অবিশ্যি আমলাশোল নিয়ে এখন আর কাঁদুনি গায়্না। এখন চাঁদমণি বেশী ডিভিডেন্ট দেয় বোধহয়। কিন্তু সেখানকার "ছাগল" দেখছি কাজের সন্ধানে তামিলনাড়ুতে যাচ্ছে। মুর্শিবাদের মানুষ যদি কেরালায় গিয়ে বা মেদিনীপুরে এসে রাজমিস্ত্রীর কাজ করতে পারে, তাহলে চা-বাগানের মানুষের শিলিগুড়ি ছাড়তে অসুবিধে কিসের?
  • PM | 233.223.155.50 | ২৩ মার্চ ২০১৬ ১০:৩৩704790
  • টাটা সম্কর্কে WB এর যে তদন্তের কথা বলছেন তার শুরু এই ভাবে "The complaints were filed by three non-profits in January 2013. "

    সে তারা করতে পরে। কিন্তু সেই তদন্তের ফল কি হোলো? সেত বলুন। নাহলে তো এটা মহান বাতেলা সিরিজের অংশ হয়েই থাকবে দাদা ঃ)। ফেব ২০১৪ সালের তদন্ত হতে এদ্দিনে রেসাল্ট বেড়িয়ে যাবার কথা।

    যে রিপোর্টের ওপোর কথা বলছেন এটা বানিয়েছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ( NY) । আমি কোথাও এই দাবী করি নি টাটারা প্রথম বিশ্বের এক্সপেকটেসনের সাথে তুলনীয় সুযোগ সুবিধা দেয়। আমি শুধু এটুকুই দাবী করেছি যে আপনার কথিত ৯৪ টাকার অনেক বেশী-ই দেয়। গোলপোস্ট সরালে হবে? আপনি-ই টাটার প্রসঙ্গ এনেছেন--- আপনি রেফারেন্স দিন যে টাটা রা ৯৪ টাকা রোজ দেয় পঃ বঃ এ

    "কি রকম জানে দেখতেই পারছি । ধুর ধুর কার সাথে বিতর্ক "--- ঠিক ঠিক কার সাথে বিতর্ক !!! যে টাটা টীর পে-রোল প্রসেস করলো--আকাউন্ট্স-এ পোস্ট করলো ৬ মাস ধরে, সে তর্ক করছে খবরের কাগজ পড়ে বিপ্লব করা জনতার সাথে---- পারেও মাইরি !!!

    চাঁদ মনী লাভজনক ভাবে চলছিলো, এই দাবীর সপক্ষে কোনো রেফারেন্স পাওয়া গেলো? এটাই তো মুল প্রতিপাদ্য ছিলো ঃ)
  • Debabrata Chakrabarty | ২৩ মার্চ ২০১৬ ১২:৪৬704791
  • Kaushik Biswas, APPL's company secretary, said in an emailed statement.

    "Wages are paid as per industry agreements. Cash wage plus benefits total up to 189 rupees per man day. Working hours are as specified in the Plantations Labour Act, 1951," he said.

    টাটার কোম্পানি সেক্রেটারি বলছে আমরা ক্যাশ এবং নন ক্যাশ মিলিয়ে as per industry agreements. ১৮৯/- টাকা পর্যন্ত দিয়ে থাকে ( ক্যাশ এবং নন ক্যাশ কি ছিল ২০১৪ সালে নিশ্চয়ই জানেন ডাটা এন্ট্রি করেছেন যখন ) আর কে একজন টপকে এসে বলছেন ন্যাহ মানতেই পারলামনা ওনারা অনেক বেশি দেন । অথচ এই দাবীর সপক্ষে কোনো রেফারেন্স ?

    আমি কার কথা ধরব ?টাটার কোম্পানি সেক্রেটারির ইমেইল ডকুমেন্ট না ডাটা এন্ট্রি অপারেটরের যিনি NDA তে আটকে আছেন । টাটার কোম্পানি সেক্রেটারি নিজেই ঝেড়ে কেশে দিয়েছেন যখন ।
  • ... | 52.106.175.146 | ২৩ মার্চ ২০১৬ ১৩:০৩704792
  • Tahole ki kharailo? 189 taka? 94 taka ki cash? Aar 95 taka non-cash?
  • কল্লোল | ২৩ মার্চ ২০১৬ ১৩:১৭704794
  • " মুর্শিবাদের মানুষ যদি কেরালায় গিয়ে বা মেদিনীপুরে এসে রাজমিস্ত্রীর কাজ করতে পারে, তাহলে চা-বাগানের মানুষের শিলিগুড়ি ছাড়তে অসুবিধে কিসের?" একি কথা শুনি আজ পিটিবাউ মুখে???
    নাকি ওসব বাইরে গিয়ে কাজটাজ ছোটলোকেরা করুক। আমাদের ঘরের ছেলেমেয়েরা কিন্তু ঘরের খেয়ে কাজ করবে।

    যাগ্গে। আজকাল তক্কে অরুচি হয়ে গেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন