এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ক্রোনি কমিউনিজম -শিলিগুড়ি মডেল !

    Debabrata Chakrabarty লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৮ মার্চ ২০১৬ | ৫০৪৪১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | 127.247.96.78 | ২২ মার্চ ২০১৬ ১১:১৬704728
  • আমার মনে হয় গণ আন্দোলন সংগ্রাম এসব ধরে করার জিনিস। যেই কারণে বলেছিলাম কানহাইয়া কুমারের এখন লাফিয়ে লাফিয়ে বেড়াবার মানে হয়না। কাল জানলাম, ওনার দল থেকেও একই রকম ভাবছে। এক জায়গায় গিয়ে সংগঠন গড়ুক। অর্থবহ কিছু করতে গেলে বোধহয় কাউকে ঐ চাবাগানেই অন্তত কয়েক বছর দিতে হবে।
  • dc | 132.178.19.147 | ২২ মার্চ ২০১৬ ১১:২০704729
  • PM, ডিম্যান্ড সাপ্লাই মেনে তো শিল্প চলবেই, চলা উচিতও। কিন্তু আমাদের দেশের সবথেকে বড়ো সমস্যা সরকার তার রেগুলেটরি রোলটাও ঠিকমতো প্লে করতে পারেনা, ফলে এতো এতো ইন্ডাস্ট্রি তে পিএফ-গ্র্যাচুইটি বকেয়া রেখেও কারখানার মালিক দিব্যি থাকে। এছাড়া নানান ফর্মের করাপশান, পলিটিকিং তো আছেই। শুধু চা নয়, প্রায় সব ইন্ডাস্ট্রিতেই কোনরকম নর্মস মানা হয়না। ফ্রি কমপিটিশন মানে কিন্তু নিয়ম ভাঙ্গা না, ফ্রি কমপিটিশন মানে নিয়ম মেনে প্রতিযোগিতা। তবে আমার এক্সপেরিয়েন্সে দেখেছি নিয়ম মানার ব্যাপারে রাজ্যভিত্তিক কিছু কিছু তারতম্য আছে। যেমন তামিল নাড়ুতে কিন্তু লেবার ইনস্পেকশান হয়, সেখানে ঘুষটুষের ব্যাপার আছে ঠিকই, কিন্তু অন্য কিছু রাজ্যে যেমন আদৌ হয়ইনা সেরকম নয়।
  • pi | 24.139.209.3 | ২২ মার্চ ২০১৬ ১১:২১704730
  • কে কী দিয়েছে না দিয়েছে না জেনে এত বকবক করেন কেন বলুন তো ? কিম্বা হয়তো জেনেই করেন। হীরকের রাণীর টইতেই এই নিয়ে দীর্ঘ কথাবার্তা হয়েছে। তারপরেও এই খতিয়ান চাওয়া ইঃ পোস্টগুলোকে , নাঃ কী মনে হয় আর বললাম না।
  • S | 108.127.180.11 | ২২ মার্চ ২০১৬ ১১:২২704731
  • ডিসি, ফ্রি কম্পিটিশান কোথায় আছে?
  • dc | 132.178.19.147 | ২২ মার্চ ২০১৬ ১১:২৩704732
  • কোথাও নেই, ওটা একটা অ্যাসিম্পটোটিক ধারনা মাত্র। যতটুকু কাছে পৌঁচনো যায় আর কি, রেগুলেশান মেনে।
  • S | 108.127.180.11 | ২২ মার্চ ২০১৬ ১১:২৫704733
  • ঠিকঠাক রেগুলেশনটাই বা কোথায় আছে?
  • dc | 132.178.19.147 | ২২ মার্চ ২০১৬ ১১:২৬704734
  • কোথাও নেই, ওটা একটা অ্যাসিম্পটোটিক ধারনা মাত্র। যতটুকু কাছে পৌঁচনো যায় আর কি, করাপশন কমিয়ে।
  • lcm | 83.162.22.190 | ২২ মার্চ ২০১৬ ১১:২৭704735
  • ডিমান্ড তো আছে। ভারতের অন্য দুটি রাজ্যে চা-ব্যবসা রমরমিয়ে চলছে।
  • S | 108.127.180.11 | ২২ মার্চ ২০১৬ ১১:৩০704736
  • পুঁজিবাদের দুটো খুব ইম্পর্ট্যান্ট ফিচার আছে। আমার মনে হয় ক্যাপিটালিজমকে এইদুটো দিয়েই মোটামুটি বোঝা যায়।
    ১) মার্কেট ড্রিভেন ইকনমি।
    ২) প্রোটেকশান অব প্রাইভেট প্রপার্টি।

    সোকল্ড পুঁজিবাদিরা ২ নং নিয়ে যতটা সরব, প্রথমটা নিয়ে ততটা নয়। কারণ প্রথমটার ক্ষেত্রে তাঁদের সমর্থন ততক্ষনই পাওয়া যায় যতক্ষন সেটা তাদের ফরে, যেই উল্টোদিকে ফ্লো করে তখনই তাদের মুখ বেঁকে যায়। এই কারণেই পুঁজিবাদ সাফল্য পেলোনা।
  • dc | 132.178.19.147 | ২২ মার্চ ২০১৬ ১১:৪০704738
  • নানা আমি মার্কেট ড্রিভেন ইকনমি নিয়েও একইরকম সরব। স্টেট প্রোটেকশান, স্টেট বেল আউট দুটোরই বিরুদ্ধে। সিটিব্যাংকের বেল আউট একটা জঘন্য সিদ্ধান্ত মনে হয়েছিল। কিন্তু কিছু কিছু সেক্টরে সরকারের ইনটারভেনশান দরকার মনে করি। আর লেবার মোবিলিটি বাড়ানোর উদ্যোগ নেওয়া দরকার মনে করি।
  • S | 108.127.180.11 | ২২ মার্চ ২০১৬ ১১:৪৮704739
  • সরকারের ইনটারভেনশান অবশ্যই দরকার। পলিসি লেভেলে, রেগুলেটার হিসেবে, মার্কেট যাতে স্মুদলি রান করে সবার জন্যে সেইটা দেখার জন্যে। প্রব্লেম হোলো লোকে যেটাকে ক্রোনি ক্যাপিটালিজম বলে সেইটা আসলে হলো ক্যাপিটালিজমের বিকৃতি। গ্রীড ইজ নট ক্যাপিটালিজম।
  • dc | 132.178.19.147 | ২২ মার্চ ২০১৬ ১১:৫১704740
  • নিশ্চয়ই।
  • ranjan roy | 24.99.142.250 | ২২ মার্চ ২০১৬ ১১:৫৯704741
  • এইখানে সিএম, ডিসি, এস--তিনজনের সঙ্গেই ১০০% সহমত হলাম।

    "১)পুঁজিবাদের দুটো খুব ইম্পর্ট্যান্ট ফিচার আছে। আমার মনে হয় ক্যাপিটালিজমকে এইদুটো দিয়েই মোটামুটি বোঝা যায়।
    ১) মার্কেট ড্রিভেন ইকনমি।
    ২) প্রোটেকশান অব প্রাইভেট প্রপার্টি।

    সোকল্ড পুঁজিবাদিরা ২ নং নিয়ে যতটা সরব, প্রথমটা নিয়ে ততটা নয়। কারণ প্রথমটার ক্ষেত্রে তাঁদের সমর্থন ততক্ষনই পাওয়া যায় যতক্ষন সেটা তাদের ফরে, যেই উল্টোদিকে ফ্লো করে তখনই তাদের মুখ বেঁকে যায়। এই কারণেই পুঁজিবাদ সাফল্য পেলোনা।"

    আর "ক্রোনি ক্যাপিটালিজম বলে সেইটা আসলে হলো ক্যাপিটালিজমের বিকৃতি"।

    আমি শুধু এর সঙ্গে যুক্ত করতে চাইঃ
    সাপ্লাই-ডিমান্ড শুধু ক্যাপিটালিজমের স্ট্যাটিক মডেলে একটা সারফেস লেভেলের চালক মাত্র। এটা আদৌ মূল সমস্যার ব্যাখ্যা নয়। তাই অন্য রাজ্যে কেন চা-বাগান বা শিল্প ভালভাবে চলছে (এলসিএম বলছেন) তা শুধু সাপ্লাই-ডিমান্ডের সরল সমীকরণে ব্যাখ্যা করা যায় না।
  • dc | 132.178.19.147 | ২২ মার্চ ২০১৬ ১২:১১704742
  • "অন্য রাজ্যে কেন চা-বাগান বা শিল্প ভালভাবে চলছে (এলসিএম বলছেন) তা শুধু সাপ্লাই-ডিমান্ডের সরল সমীকরণে ব্যাখ্যা করা যায় না।"

    একদম একমত। যেকোন ইন্ডাস্ট্রি বা ব্যবসা শুধু ডিমান্ড-সাপ্লাইতে চলে না। এনিয়ে আরো বড়ো করে লেখা যায় বলেই আর কিছু পোস্ট করিনি।
  • গুরুঠাকুর | 90.254.154.105 | ২২ মার্চ ২০১৬ ১৩:১২704743
  • গুরুঠাকুর গুরুচন্ডালিতে বসে নিদান দিয়েছেন গণ আন্দোলন, সংগ্রাম - এসব ধরে করার জিনিস। গুরুঠাকুর বলেননি একটিও পিএফ খেলাপি মালিকের বিরুদ্ধে সরকার কোনো পদক্ষেপই নেয় নি কেন। সেখানে গুরুঠাকুর থিওরি অফ রিলেটিভিটিতে ঢুকে গেছেন। টাইম, স্পেস সবই আপেক্ষিক। :-)

    সেন্টার লেফট হতে গেলেও একটা মিনিমাম লেভেলের ইন্টিগ্রিটি লাগে বলে মনে হয়।
  • cm | 127.247.96.78 | ২২ মার্চ ২০১৬ ১৩:১৮704744
  • সে তথ্য কেউ দেয়নি। ইন ফ্যাক্ট পিএফ কার দেখার কথা তাই জানিনা। দরকার হলে খুঁজে দেখব। বুঝতে পারছি, কেরালা তামিলনাড়ুর মাইনের তারতম্যের যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা খারাপ লেগেছে।

    পার্লামেন্টের রিপোর্ট পড়লে পিএফ সম্পর্কে খানিক ধারণা হবে। ১০০% জীবনের কোন ক্ষেত্রেই হয়না। পিএফও ব্যতিক্রম হবেনা।
  • Debabrata Chakrabarty | ২২ মার্চ ২০১৬ ১৩:৪০704745
  • শান্তি বজায় রাখুন । যা বলার এবং যা বোঝার এই পোস্টে ইতিমধ্যে হয়ে গেছে , ডেটা সেটা ইত্যাদি । এই পোস্ট টা বিভিন্ন যায়গায় ঘুরে বেড়াচ্ছে ভোটের বাজারে তার মধ্যে কেউ এক জনা এটি হোয়াটস অ্যাপ এ পেয়ে কোথাও শেয়ার করেছেন এবং সেই পোস্টে একজনা মন্তব্য করেছেন যিনি ঐ আন্দোলনে ছিলেন ঃ- অনেকেই এখানে শান্তি পাবেন যাক অশোক বাবু একা ছিলেন না ঃ-

    Soumitra Ghosh
    Soumitra Ghosh চাঁদমণির কথা কেউ কেউ মনে রাখে তাহলে! কি আশ্চর্য! বাগানটা যে ছিলো, সেটাকে বাঁচানোর
    চেষ্টায় আমার(আমি ওই যৌথ কমিটিটার অন্যতম আহ্বায়ক ছিলাম, লোকাস স্ট্যান্ডাই বোঝানীর জন্য বলে রাখি) ও আরো কিছু গবেটের নয় নয় করে বছর ছয়েক গিয়েছে, মনে পড়েই না। বাগানটার মত, রক্তের দাগের মত, বাগানের স্মৃতিটাও উচ্ছেদ হয়ে গ্যাছে। কথাটা উঠলো যখন, দু চারটি তথ্য ঠিক করে বলি।

    চাঁদমণি উচ্ছেদ হয় ২০০৩ এর গোড়ায়। গুলি চলে ২০০২ এর জুনে, প্রথম উচ্ছেদ প্রচেষ্টার সময়। অশোক ভট্টাচাজ্জি মশাই সেকালে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। বাগান নিকেশ করায় তামাম সিপিএম পার্টির ঐতিহাসিক ভূমিকা ছিলো, শুধু ভট্টাচাজ্জি মশাই নন, তাবড় ট্রেড ইউনিয়ান নেতারা সরাসরি যুক্ত ছিলেন। অন্তত জনা দুয়েক যে টাকাকড়ি খেয়েছিলেন, এমন প্রচার আছে, প্রমাণ নেই। এ ভিন্ন, আই এন টি ইউ সি-র এক নেতা, তিনি অধুনা তৃণমূল, প্রচুর উদ্যোগ নিয়ে শ্রমিকদের একটা বড়
    অংশকে বাগান থেকে ভুজুং ভাজাং দিয়ে অন্যত্র চালান করেন ১৯৯৮ এ, চাঁদমণি আন্দোলন তখনসবে শুরু হয়েছে। এই নেতা মালটি সুব্রত মুখুজ্জের স্নেহধন্য।

    বাগান নিকেশের ব্লু প্রিন্টটি বড় উচ্চকোটির ছিলো। আড়াল থেকে যে উদিয়োগপতি পয়সা ঢালছিলেন ও কলকাঠি নাড়ছিলেন, তাঁর নামটা সামনেই আসেনি। দীপঙ্কর চ্যাটার্জি বলে এক বাঙালি চা-কর এই মহান মারওয়াড় নন্দনের হয়ে ফ্রন্ট করছিলেন, তাঁকে দিয়ে মিছিমিছি বাগানটা কেনানো হয়। যথাসময়ে তিনি হাত তুলে ন্যান, বাগান অর্থনৈতিকভাবে লাভবান নয় এই কুযুক্তিতে সেটি সরকার রিজিউম করে, বাগানের জমিতে শহর করতে হবে বলে রাতারাতি টাউন ও কান্ট্রিজ প্ল্যানিং য়্যাক্ট বদলানো হয়। সরকার
    জমি নিয়ে চা-গাছ উপড়ে টুপড়ে, শ্রমিক ও নাগরিক প্রতিরোধকে ভেঙে দুরমুশ করে লক্ষ্মী টাউনশিপ কোং বলে একটি আপাদমস্তক ঢপের কোম্পানিকে ব্যাচেন, যে কোম্পানিতে নাকি পঃ বঙ্গ সরকারের ১৬ শতাংশ শরিকি। ঢপের বলছি তার কারণ সে কোম্পানিটি আজ কোথ্বাও নেই। উত্তরায়ণ টাউনশিপটিশ্রীল শ্রীযুক্ত মহামহিম হর্ষ নেওটিয়া সায়েবের সম্পত্তি। সরকার ও চ্যাটার্জি হাওয়া। বিলকুল।

    গত ভোটের পুণ্যকালে, পরিবর্তনকামী তৃণমূলীরা চাঁদমণি কিস্যাকে ইস্যু করে। ভোটে জিতলে তদন্ত হবে, কথা ছিলো। ভোট গ্যালো, ভট্টাচাজ্জি মশাই হারলেন, হেরে বল্লেন, পরিবর্তনের কাছে উন্নয়ন হেরে গ্যালো।কোথায় তদন্ত, কোথায় কি! দ্যাখা গ্যালো, নেওটিয়া সায়েব পরিবর্তনওয়ালাদেরো পরম সুহৃদ, কে তদন্ত করে? যৌথ সংগ্রাম কমিটিকে আবার জ্যান্ত করার ক্ষীণ চেষ্টা একটা হয়েছিলো, দাঁড়ালো না। চূড়ান্ত ঘাপলাবাজি(পড়ুন উন্নয়ন) ও গদ্দারির জ্যান্ত স্মারক হিসেবে হাই-টেক উত্তরায়ণে নেওটিয়া লাল সবুজ তারা দেদীপ্যমান, তার আলোয় আলোকিত ভট্টাচাজ্জি কমরেড আবার ময়দানে, এবার জোটযুক্ত জয়
    পাবেন, এমন শোনা যাচ্ছে। এসময় চাঁদমণি মনে করা নিছক হিংসুটে কুচুটেপনা। সে কুচুটেপনাটা করা দরকার। সবাই মিলে।
    Like · Reply · 9 · Yesterday at 00:৩০ বানান এবং নাম অপরিবর্তিত !
  • PT | 213.110.242.6 | ২২ মার্চ ২০১৬ ১৪:০১704746
  • "দীপঙ্কর চ্যাটার্জি ........তাঁকে দিয়ে মিছিমিছি বাগানটা কেনানো হয়।"
    এই কথাটা চ্যাটার্জী সাহেব কাকে কানে কানে জানিয়েছিলেন? এইসব আমড়াগাছী বাদ দিয়েও তো নিবন্ধ লেখা যায়-এমনকি বামেদের প্রাণ ভরে গাল-ও দেওয়া যায়।
  • PT | 213.110.242.6 | ২২ মার্চ ২০১৬ ১৪:১২704747
  • "সরকার ও চ্যাটার্জি হাওয়া। বিলকুল।"
    সরকার হাওয়া হয়েছে কিন্তু চ্যাটার্জী? ২০১৪ সালেও তিনি দিব্য বেঁচে-বর্তে আছেন ও নতুন করে চা-বাগান কিনছেন!! কোন বিপ্লবীর ক্ষমতা নেই যে তাঁকে আটকায়!!
    "The Luxmi Group — that has acquired the majority stake in Makaibari produces tea in copious quantities at estates spread over Assam, Tripura, Dooars and Terai — also has a story to tell, having being founded in 1912 by Paresh Chandra Chatterjee in Tripura to fuel the movement of Satyagraha by replacing 'British' tea by 'Indian' tea. His son Dipankar is now the chairman. The group's other businesses are carpets and real estate. The turnover from tea is Rs 300 crore."
    http://timesofindia.indiatimes.com/business/india-business/Iconic-Makaibari-tea-changes-hands/articleshow/36368345.cms
  • ১০০% | 90.254.154.105 | ২২ মার্চ ২০১৬ ১৪:১৬704749
  • যাক, বোঝা গেল। ১০০% কোথাও হয় না। তা কত পারসেন্ট হয়? স্ট্যাটিস্টিক্স কী বলে? একটিও পিএফ খেলাপি মালিককে এমনকি মৌখিক ধমকানোটুকুও করা হয়েছে জানতে না পারা অব্দি ওটা ০% দেখাচ্ছে স্ট্যাটিস্টিক্স না-বোঝা লোকেদের চোখে। আর খুব খারাপ দেখাচ্ছে। সে নিয়ে কোনো বাণী পেলে আজকের মত বিদায় নিতাম।
  • Debabrata Chakrabarty | ২২ মার্চ ২০১৬ ১৪:১৭704750
  • শান্তি হওয়ার কথা তো - ঐযে " আই এন টি ইউ সি-র এক নেতা, তিনি অধুনা তৃণমূল, প্রচুর উদ্যোগ নিয়ে শ্রমিকদের একটা বড়
    অংশকে বাগান থেকে ভুজুং ভাজাং দিয়ে অন্যত্র চালান করেন ১৯৯৮ এ, চাঁদমণি আন্দোলন তখনসবে শুরু হয়েছে। এই নেতা মালটি সুব্রত মুখুজ্জের স্নেহধন্য।" কথাটি বললেন , সুতরাং অশোক বাবুকে একা গাল পাড়া কেন ?

    মুল - নিবন্ধটি তে "দীপঙ্কর চ্যাটার্জি ........তাঁকে দিয়ে মিছিমিছি বাগানটা কেনানো হয়।" এই প্রসঙ্গ নেই নিশ্চয়ই দেখেছেন , কারন সেই বিষয়ে প্রামাণ্য তথ্য নেই - যা আছে এবং তার পরের তথ্যাবলি এবং কিছু প্রশ্ন সেগুলিই সামলান আগে । তা না সামলাতে ঢাল বিজনেস স্ট্যান্ডার্ড -যেনারা ৮০লক্ষ টন চা কত বাগানের সন্মিলিত উৎপাদন সেই প্রাথমিক সূত্র সম্বন্ধে অজ্ঞাত । ধুর ধুর !
  • bip | 81.244.130.85 | ২২ মার্চ ২০১৬ ১৫:১৬704751
  • চায়ের সমস্যা নিয়ে একটা বই পড়ছিলাম। লেবার কস্ট বনাম নিলাম প্রাইস দিয়ে হিসাব কষে দেখলাম-লাভ করা অসম্ভব। এই শিল্পের ভবিষ্যত নেই-শুধু হাইএন্ড চা ছাড়া। একমাত্র সম্ভাবনা -আরো বেশী মেকানাইজেশন-চা বাগানের। যাতে লেবার কস্ট ৯০% কমিয়ে আনা যায়। আমেরিকান কৃষিজ ক্ষেত্রে এটাই হয়েছে-ফলে আমেরিকাতে গত ত্রিশ বছরে কৃষিজাত পন্যের দাম বেড়েছে মোটে আড়াই গুন, ভারতে সম্ভবত তার দশগুন-কিন্ত আমেরিকাতে কৃষি শ্রমিক কমাতে পেরেছে প্রায় ৮০% এর মতন।

    শ্রম নির্ভর অর্থনীতির কোন ভবিষ্যত নেই। এটা না মানলে আরো বেশী আত্মহত্যা দেখতে হবে। আরো বেশী বিজনেস লাটে উঠবে।

    আকাশ কুসুম কল্পনার রং ছড়িয়ে কোন লাভ নেই-তাতে বাজার গরম হবে মাত্র। সমস্যার সমাধান করতে গেলে রুটে যেতে হবে।
  • cm | 127.247.99.246 | ২২ মার্চ ২০১৬ ১৫:২৬704752
  • মৌখিক ধমক! না না অত হাসাতে হবেনা।
  • PT | 213.110.242.6 | ২২ মার্চ ২০১৬ ১৫:৪১704753
  • চ্যাটার্জীকে দিয়ে এখনো কে বাগান কেনাচ্ছে সেটা জানলে বাধিত হতাম!
  • Debabrata Chakrabarty | ২২ মার্চ ২০১৬ ১৬:০৪704754
  • বিপ -চা মেকানাইজেশনে হয়না । তার সাথে জল বায়ু বৃষ্টিপাত আরও অনেক কিছু জড়িত । আপনি যে কোন দশটা বড় লিমিটেড চা কোম্পানির গত দশ বছরের ব্যালান্সসিট দেখে নিন প্রত্যকে প্রফিট করছে । চা বাগানে যা লেবার কষ্ট সেই পয়সায় মেকানাইজেশনের তেলের খরচাও উঠবেনা। বর্তমানে প্রত্যেক সেট চা বাগানে স্থায়ী শ্রমিক এবং অস্থায়ী /শিশু শ্রমিকের অনুপাত ঃ- ৪৫ ঃ-৩৫ঃ ২০ - ১৯৮০ সাল থেকে একটার পড় একটা সেট টি গার্ডেন বন্ধ হয়েছে ওদিকে উত্তরদিনাজপুর ,কুচবিহার এবং জলপাইগুড়ি জুড়ে চাষের জমিতে ,সরকারিজমিতে এবং আদিবাসী জমিতে এমন কি তিস্তা ব্যারেজের জমিতে বেআইনি ক্ষুদ্র চা বাগান গড়ে উঠেছে । এই চা বাগান সেট বাগানে অথবা চা ফ্যাক্তারিতে কাঁচা চা পাতা সাপ্লাই করে । শ্রম আইনের বালাই নেই , পিএফ ,গ্রাচিউটির ন্যূনতম নিরাপত্তা নেই । ল্যান্ড রিফর্ম অ্যাক্ট -রেজ্জাক মোল্লা সংশোধিত করে এই ফড়েদের চা বেআইনি চা বাগান কে স্বীকৃতি দিয়েছেন । সেই সব কাহিনী লিখতে গেলে মহাভারত হয়ে যাবে - তবে চা সম্বন্ধে এবং তার ভেতরকার খবরের বিষয়ে যে আপনি বিশেষ অবগত নন সেটা বুঝলুম । মাইলের পড় মাইল জুড়ে কর্ন চাষ আর পাহাড়ি উঁচু নিচু জমিতে চা চাষ এক জিনিস নয় ।
  • Debabrata Chakrabarty | ২২ মার্চ ২০১৬ ১৬:১৪704755
  • বিপ আপনার উক্তি ' লেবার কস্ট বনাম নিলাম প্রাইস দিয়ে হিসাব কষে দেখলাম-লাভ করা অসম্ভব।' পড়ে মনে হোল কাকে দিয়েছি রাজার পার্ট - আপনার কোন ধারনা আছে চা বাগান কিভাবে লেবার কষ্ট ম্যানিপুলেট করে ? বাদ দিন আপনি কেবল টাটা টির ব্যালেন্সসিট ঠিক করে খুঁটিয়ে পড়ুন । লেবার কষ্ট ডিটেল এ পাবেন -তার পড় না হয় মন্তব্য করবেন ।।
  • Debabrata Chakrabarty | ২২ মার্চ ২০১৬ ১৬:২৫704756
  • ' চ্যাটার্জীকে দিয়ে এখনো কে বাগান কেনাচ্ছে সেটা জানলে বাধিত হতাম!'

    নিন বাধিত হউন ঃ- " Hospitality major Ambuja Realty has joined hands with Makaibari, the oldest tea estate in the world, to set up a luxury resort in Darjeeling.

    “We have finally decided on our partner for tea tourism. We could not have found a better partner than Makaibari, which is globally renowned for its tea. Now we will decide on the scale of the project and the investments involved along with the nature of the partnership,” said Harsh Neotia, chairman of Ambuja Realty.

    The resort could get the Radisson tag depending on the outcome of the agreement between Carlson Hotels Worldwide, which owns the brand, and Ambuja Realty. The pact will be reviewed next month."

    Ambuja Neotia group to invest Rs 350 crore to set up 7 luxury resorts in Bengal | ET RealEstate http://realty.economictimes.indiatimes.com/news/hospitality/ambuja-neotia-group-to-invest-rs-350-crore-to-set-up-7-luxury-resorts-in-bengal/48187236

    যেখানে চ্যাটার্জী সেইখানেই নেওটিয়া , এমনকি মকাইবারি ? শালা কুম্ভ মে বিছরে হুয়ে যমজ ভাই আমার । এসো বুকে এসো !
  • bip | 81.244.130.85 | ২২ মার্চ ২০১৬ ১৬:৩৮704757
  • আপনি ব্যালান্সড শীট দেখান ত দুই একটার। আমি খুব সোজা পাটিগণিত করছি। একজন শ্রমিকের লোডেট কস্ট ২০০ টাকা প্রতিদিন-যদ্দুর জানি একজন দক্ষ শ্রমিক যা পাতা তোলে সারা দিনে তা ৩-৮ কিলো চা দিতে পারে। যেকোন ম্যানুফ্যাকচারিং ইউনিটের রুল হচ্ছে শ্রমিকের মাইনে ফিনিসড গুডের ১০% এর নিচে থাকতে হয়। অর্থাৎ চা শ্রমিকের একদিনের পরিশ্রম থেকে দৈনিক ২০০০ টাকার ফিনিসড গুড না বেরোলে, এটা সাসটেনেবল ব্যবসা না। আমি দেখেছিলাম শুধু দামী চায়ের ক্ষেত্রে অঙ্ক মিলছে-বাকী অদামী চায়ের জন্য ধারে কাছেও অঙ্ক মিলছে না।
  • bip | 81.244.130.85 | ২২ মার্চ ২০১৬ ১৬:৪৬704758
  • আমার কাছে যে ব্যালান্সড শিট গুলো আছে-তাতে লসই দেখেছি বেশী। টাটা ব্রুকবন্ডের মতন কিছু নামী ব্রান্ড লাভ করেছে। বাকীরা কিস্যুই নেই
  • sch | 132.160.114.140 | ২২ মার্চ ২০১৬ ১৬:৫৮704760
  • PT-r যুক্তিগুলো এইরকম লাইনে থাকে
    - ওরা পারে নি তো হতেই পারে - কিন্তু এখন কি বেটার কিছু হচ্ছে। খুব stupid argument এটা
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন