এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ক্রোনি কমিউনিজম -শিলিগুড়ি মডেল !

    Debabrata Chakrabarty লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৮ মার্চ ২০১৬ | ৫০৪৪৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দেবব্রত | 212.142.124.246 | ২১ মার্চ ২০১৬ ১৪:১৬704695
  • নূতন কি এলো সব তো বলা হয়ে গেছে সেই পোস্টের একদম প্রথমে যে উনি 700-acre tea gardens for Rs 2.5 crore in 1992 কিনেছেন । এইবার অঙ্ক চা বাগান এর উৎপাদন ক্যাপাসিটি 80 lakh tonnes ( যদিও অবাস্তব এত বড় চা বাগান ডুয়ার্সে নেই ) তাও চায়ের বাজার দর ছিল ৬৪/- কত হোল ? ৫১২০০০০০০ /- কত কোটি ? আর এই টার্ন ওভার থাকা সত্ত্বেও চা বাগান নেওটিয়া কে ?
  • দেবব্রত | 212.142.124.246 | ২১ মার্চ ২০১৬ ১৪:৩৫704696
  • প্রিন্টিং মিস্টেক ' tea estate had a capacity of around 80 lakh tonnes of tea production per year.' এতো উৎপাদন চাঁদমনি কেন দশটা বড় চা বাগান মিলিয়েও ছিলোনা , যা ছিল বছরে ১.৫ লাখ কেজি মেড টি এবং ৬ লাখ কেজি গ্রিন টি বাৎসরিক টার্ন ওভার ১,৩৫ কোটি এবং খরচ ৪০ লাখ । কিন্তু এতে কি হয় ? ৪০০ একর বেচে দেওয়া হোল অফিসিয়ালি ২৫ কোটি তে , আন অফিসিয়ালি ২০০ ও হতে পারে ৪০০কোটিও হতে পারে , ৪০০ একর হাইওয়ের ধারের জমি মিনিমাম বাজার মূল্য ১কোটী/একর , দেনা মেটানো হোল ৪ কোটি টাকার । সব গল্প অনেক আগে তিন দিন পূর্বে লেখা হয়ে গেছে। অন্য গল্প খুঁজুন ।
  • PT | 213.110.242.6 | ২১ মার্চ ২০১৬ ১৫:২৭704697
  • "The Chandmoni tea estate was a loss making company with huge liabilities. "
    এতদিন ধরে তো সম্পুর্ণ উল্টো কথা শুনছিলাম। আমার আর কিছু জানার নেই যদিনা অন্য কোন নিরপেক্ষ সূত্র থেকে আরো কোন বক্তব্য পাওয়া যায়।
  • গোরুর রচনা | 113.246.37.51 | ২১ মার্চ ২০১৬ ১৫:৪৩704699
  • "যদ্দিন না বিপ্লব হচ্ছে তদ্দিন কি PF খেলাপিদের বিরুদ্ধে জনস্বার্থ মামলা আনা জেতে পরে? কিম্বা সমবায় ভিত্তিক বাগান চালানো? "
    এহে PM বুলস আই মেরেছেন ! ব্যাগরাপন্থীদের বড্ড লেগেছে
  • দেবব্রত | 212.142.124.246 | ২১ মার্চ ২০১৬ ১৬:০৭704700
  • ধুর ধুর মালিকের বক্তব্য তাও কাগজে ছাপা যারা এটুকুও জানেননা ৮০লাখ মেট্রিক টনে কত গুলো শূন্য হয় তাঁদের ভিত্তিতে প্রফিট লসের হিসাব হচ্ছে । যে মালিক বাগান নেওটিয়া কে বেচে দেবে সে বলবে আমি এতো প্রফিট করছি ? আরে বাবা সিধা পাটিগণিতে সমস্যা ? যে বার্ষিক কত চা উৎপন্ন হয় , বাজার দর কত এবং বাগান চালাতে খরচ কত ? আর বাগান কি ওনার বাপের ? সরকারের লিজের জমি , সরকারী উৎসাহ এবং সমর্থন ছাড়া হাউসিং বানানো যায় ? এখানেই অশোক বাবুদের দরকার ।

    বাকি প্রশ্ন গুলোর কি হোল ? ঐ রিপোর্ট নিয়ে ? দম ফুস ?

    সমবায় ভিত্তিক বাগান চালানো - সেই নিয়ে কম করে ১৫ টা পোস্ট হয়ে গেছে। যে কেন্দ্রীয় মন্ত্রীর সমস্ত রকমের উৎসাহ এবং ত্রিপুরার দুর্গাবাড়ির উদাহরণ থাকলেও নাকে তেল দিয়ে ঘুমিয়েছে - নেওটিয়ার গলা যে ধরতে হবে ।
  • d | 144.159.168.72 | ২১ মার্চ ২০১৬ ১৬:০৮704701
  • এঃ দেবব্রত একেবারে ক্ষ্যাপা ষাঁড়ের চোখে গোঁত্তা মেরেছেন গোওও। খেউ খেউ খেউ খেউড় খেউড়ের ঢল নেমে গেছে একেবারে।
    এই টইটা থেকেও প্রিন্টাউট নিয়ে রাখি .... কাজে লাগবে কদিনের মধ্যেই।
  • দেবব্রত | 212.142.124.246 | ২১ মার্চ ২০১৬ ১৬:১৭704702
  • “the daily money wage of a tea plantation worker in West Bengal is Rs 90 for 2012-13, whereas the minimum wage for tea workers in Tamil Nadu is Rs 128.25 with effect from 1 April 2012 and in Kerala is Rs. 185 with retrospective effect from 15 November 2011” কেন ? শ্রমিক দরদী সরকারের রাজত্বে চা বাগানের শ্রমিকের মাইনে তামিলনাড়ুর থেকে 30% এবং কেরলের থেকে ৫০% কম হবে কেন ?
  • dc | 132.174.185.194 | ২১ মার্চ ২০১৬ ১৬:৪৫704703
  • নিউজ আর ভিউজের তফাত না করতে পারলে এ তক্কো চালানো যাবেনা।
  • sm | 53.251.88.52 | ২১ মার্চ ২০১৬ ১৬:৫৩704705
  • এমন নির্লজ্জ প্রমোটার দের, ওকালতি বহুদিন দেখিনি।
  • PT | 213.110.242.6 | ২১ মার্চ ২০১৬ ১৭:৫১704706
  • "মালিকের বক্তব্য তাও কাগজে ছাপা"
    আজ থেকে একমাত্র সংহতি ছাড়া অন্য কোন কাগজ পড়া বা তার থেকে কোট করা বাতিল হল?
  • রৌহিন | ২১ মার্চ ২০১৬ ১৯:৪৪704707
  • দেবব্রতদা যে সংহতি থেকে উদ্ধৃত করেন নি সেটাও অন্ততঃ পাঁচবার বলা হয়েছে বোধ হয়। যাই হোক পিটি দের সমস্যা হল তারা মনে করেন তারা সর্বশক্তিমান, কারণ তারা সত্য - ইত্যাদি ইত্যাদি। তার জন্য নেওটিয়াদেরও ডিফেন্ড করতে হচ্ছে। "বিপ্লব না আসা অবধি" কি কি ভালো কাজ করা যায় তার লিস্টি বানাতে হচ্ছে।
  • cm | 127.247.96.78 | ২১ মার্চ ২০১৬ ২০:০৪704708
  • এখানে রাখি http://www.teaboard.gov.in/pdf/notice/Parliamentary%20Standing%20Committee%20Report.pdf

    মনে প্রশ্ন জাগে দক্ষিণ ভারতের চাবাগানের শ্রমিকেরা তুলনামূলক বেশি পয়সা কেন পায়? ওখানকার মালিক সরকার সব দেবতুল্য এগোত্রের ছেলেভুলোনো ব্যাখ্যা কারু কারু ভালো লাগতে পারে তবে তা গল্পই। উত্তর খুব সোজা, চা এর মতন আরেকটি শ্রমনিবিড় উৎপাদন সেখানে হয়, কফি। চাহিদা ও যোগানের নিয়মেই মাইনে বাড়ে।
  • PT | 213.110.242.24 | ২১ মার্চ ২০১৬ ২০:১৪704709
  • এখানে কেউ নেউটিয়াকে ডিফেন্ড করেনি। কিন্তু চাঁদমণি চা বাগান যে "ailing" ছিল এই অতি সাধারণ কথাটা সাধারণ খবরের কাগজেই পাওয়া যাচ্ছে। সেটাকে শুধু মাত্র "মালিকের বক্তব্য তাও কাগজে ছাপা" জাতীয় মন্তব্য করে উড়িয়ে দেওয়ার চেষ্টা অতীব হাস্যকর। আর অশোক ভট্টাচার্য নেউটিয়ার হয়ে দালালী করেছিল জাতীয় হাওয়ায় ভাসানো মন্তব্য নিয়ে একটি নিবন্ধ লিখে ফেলা আরো হাস্যকর।

    সংহতির কথাটা এইজন্যেই আসছে যে দুটি নিবন্ধই প্রায় এক সুরে বাঁধা।

    আলোচনাটা যে জায়গাতে গিয়েছে তাতে কিকরে কলকাতায় মাত্র ৫ টাকা দিয়ে অটো চড়া যায় (পুনাতে ১২ টাকা লাগে) অথবা এখনো কি করে ২০ টাকায় মাছ ভাত পাওয়া যায় (যেখানে পুনাতে ৫০ টাকায় নিরামিষ খেতে লাগে) জাতীয় নিবন্ধ লেখা শুরু হওয়া উচিৎ।

    সস্তার মাছ-ভাত মানে সস্তার শ্রমিক। এবার থেকে কোন বিয়ে বাড়িতে বা হোটেলে খেতে গেলে রান্নাঘরে ঢুকে কতজন শিশু বা কম পয়সার মহিলা শ্রমিক বাসন মাজছে বা আলু ছাড়াচ্ছে একবার দেখে নেবেন।
  • dc | 132.174.185.194 | ২১ মার্চ ২০১৬ ২০:২৫704710
  • নেওটিয়াকে ডিফেন্ড করা নিয়ে তো কেউ কিছু প্রশ্ন করেনি! প্রশ্ন উঠেছে এই ক্ষেত্রে তদানীন্তন বাম সরকারকে ডিফেন্ড করা যায় কিনা।
  • PT | 213.110.242.24 | ২১ মার্চ ২০১৬ ২০:২৭704711
  • সেটা তো তুলনামূলক বিচারে ভালো-ই দেখাচ্ছে-ডেটা দিয়ে দেখালাম যে আগে!!
  • dc | 132.174.185.194 | ২১ মার্চ ২০১৬ ২০:৩৭704713
  • PF
    2009-10: 24 Tea Estates did not deposit any amount towards Provident Fund contribution.

    Gratuity
    2009-2010: 46 Tea Estates did not pay gratuity to any workmen.

    কেন?

    (দয়া করে ২০১১র সাথে তুলনা করবেন না)
  • PT | 213.110.242.24 | ২১ মার্চ ২০১৬ ২০:৩৯704714
  • কেন? এসব আলোচনা এবসোলুটে হবে না কম্পারেটিভে হবে সেটা কে ঠিক করবে?
  • dc | 132.174.185.194 | ২১ মার্চ ২০১৬ ২০:৪২704716
  • বুঝেছি।
  • PT | 213.110.242.24 | ২১ মার্চ ২০১৬ ২০:৪৭704717
  • উঁহু সবটা বোঝেননি। তুলন না করতে চাইলেও বাক্য়্দুটো এইভাবে পড়তে হবেঃ
    PF
    2009-10: 24 (OUT OF 273) Tea Estates did not deposit any amount towards Provident Fund contribution.
    Gratuity
    2009-2010: 46 (OUT OF 273) Tea Estates did not pay gratuity to any workmen.

    এবার সাকসেস বা ফেলিউর রেট কষে নিন।
  • dc | 132.174.185.194 | ২১ মার্চ ২০১৬ ২১:০৪704718
  • কিন্তু ২৭৩ এর মধ্যে ২৪ আর ৪৬ও তো বেশ বেশী। যদি ধরেও নি যে এদুটোর মধ্যে বেশীর ভাগ ওভারল্যাপ, মানে যে ৪৬ টা চা-বাগান গ্র্যাচুইটি দেয়নি তাদের মধ্যেই PF ডিফল্টার তাহলেও বেশ বেশী।

    যাই হোক খুঁটিনাটির মধ্যে ঢুকতে চাইনি কারন চা বাগান সম্বন্ধে ধারনা নেই। তবুও পুরো আলোচনা পরে আর এখানে যা ডেটা আছে সেসব পড়ে (সব ডেটা ফেস ভ্যালুতেই নিচ্ছি) মনে হলোনা ক্রোনিইজমে কোন পক্ষের কিছু তফাত আছে। এটা একটা বড়ো সমস্যা, আমাদের মতো ক্যাপিটালিস্ট ইকনমির সমর্থকদের মধ্যেও।
  • PT | 213.110.242.5 | ২১ মার্চ ২০১৬ ২২:২৪704719
  • ডিফল্টারের সংখ্যা আরো কম হলে আমিও আনন্দ পেতাম। চা বাগান সম্পর্কে আমারও ধারণা নেই। তবে কিনা দালালী ইত্যাদি সম্পর্কে পুর্বেই-সিদ্ধান্ত নিয়ে তার পরে প্রবন্ধ লিখতে বসাটা আমার কাছে খুব সমস্যার বিষয়। তার ওপরে সংহতির প্রবন্ধটির রাজনৈতিক দৃষ্টিকোণের সঙ্গে অত্যাশ্চর্য মিল .....!!

    তবে আপনার "মনে হলোনা ক্রোনিইজমে কোন পক্ষের কিছু তফাত আছে"? সে তো মনে হতেই পারে। পসন্দ আপনা আপনা!!
  • PM | 113.41.34.242 | ২২ মার্চ ২০১৬ ০০:০৭704721
  • "কেন ? শ্রমিক দরদী সরকারের রাজত্বে চা বাগানের শ্রমিকের মাইনে তামিলনাড়ুর থেকে ৩০% এবং কেরলের থেকে ৫০% কম হবে কেন ?"------ আমারো প্রশ্ন কেনো? শুধু শ্রমিক নয় , ম্যানেজার দের মাইনেও ৩০-৪০% কম ---কেনো বলুন তো ?

    গুরুতে এতো জ্ঞানি গুণী লোক পঃবঃ এর বাইরে চাকরি করে কেনো ? --- এই প্রশ্নের উত্তোরটা বার করার চেষ্টা করলেও চলবে।

    হরিয়ানায় আমাদের টেক্স্টাইল প্ল্যান্টে কাজ করার জন্য শ্রমীক পাওয়া যাচ্ছে না। মারুতিতে একজন শ্রমীক ৬০K মাসে উপার্জন করে, ঐ পারিশ্রমীক দিয়ে টেক্সাটাইল প্ল্যান্ট চালানো সম্ভব নয়।যে দামে শ্রমীক পাওয়া যাবে তাতে মাল বাজারে বিক্রি হবে না। হরিয়ানার শেষ টেক্স্টাইল প্ল্যান্টটাও বন্ধের মুখে। তা সত্ত্বেও হরিয়ানা সরকারের কিছু করার নেই। কেনো বলুন তো?

    প্রশ্নগুলো সহজ আর উত্তোরো তো জানা ঃ)

    ইকনমিক্স এর চাহিদা আর জোগান চ্যাপ্টারটা রিভিসন দিলে উত্তরটা আরো ক্লিয়ার হবে বলে মনে হয়।

    ( সিঙ্গুর ইত্যাদিতে আরো ব্যাগরা দিন----শ্রমিকদের মাইনে চড় চড় করে বাড়বে)
  • pi | 24.139.209.3 | ২২ মার্চ ২০১৬ ১০:০৯704722
  • পুণ্যদার পোস্টটা এখানে রইলো।

    'বন্ধ চা বাগানগুলির শ্রমিকদের পাশে দাঁড়াতে সুন্দরবন শ্রমজীবী হাসপাতাল ও শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ-এর যৌথ ত্রাণ দল রওয়ানা হচ্ছে আগামী পরশু, ২৪শে মার্চ রাতে।
    চা বাগান সংগ্রামী সমিতি এবং এনএপিএম-র সহযোগিতায় আগামী ২৫, ২৬ ও ২৭শে মার্চ ত্রাণদলটি আলিপুরদুয়ারের বন্ধ তিনটি চা বাগানে ত্রাণবিতরণ করবে ও স্বাস্থ্য শিবির চালাবে।
    অর্থসংগ্রহের আবেদনে ৯৪টি লাইক পড়েছে ও আবেদনটি শেয়ার করেছেন ৩৯ জন।
    কিন্তু ফেসবুক বন্ধুদের কাছ থেকে অর্থ এসেছে যতসামান্য।
    আরও অর্থের প্রয়োজন। হাত বাড়িয়ে দিন। প্রমাণ করুন ভার্চুয়াল জগত থেকে নেমে ফেসবুকের বন্ধুরা বাস্তব সংগ্রামের পাশে দাঁড়াতে পারেন।
    Savings Account of Shramajibi Swasthya Udyog: Punjab National Bank Savings Account No. 0100000128050492. IFSC Code: PUNB0010000.'
  • pi | 24.139.209.3 | ২২ মার্চ ২০১৬ ১০:১৮704723
  • আশা করবো, এরকম কন্স্ট্রাক্টিভ কাজে এখানে অনেকের থেকে অনেক সাড়া পাবেন।
  • PM | 116.76.143.28 | ২২ মার্চ ২০১৬ ১০:৫৬704724
  • ত্রান বিতরনের মতো এক-দু মাসের সর্টকাটের উদাহরন দেবেন জানতাম। আমি বলছিলাম কঠিন পথের কথা---- লং টার্ম সলুসনের কি হবে। শ্রমীক দের রোজগারের কি হবে? রাজনৈতিক বিকল্পের কি হবে? শিল্পপতিদের ওপোর ভরসা করা ছাড়া উপায় নেই?
  • S | 108.127.180.11 | ২২ মার্চ ২০১৬ ১০:৫৮704725
  • কি যে বলেন পিএম। ঐসব ডিমান্ড সাপ্লাই হলো পুঁজিবাদি ষড়যন্ত্র। দেখতে পাচ্ছেন না সব সফল দেশেই সরকারের মুল কাজ হলো ব্যবসা চালানো আর এনজিওদের মুল কাজ হলো সরকার চালানো।
  • pi | 24.139.209.3 | ২২ মার্চ ২০১৬ ১১:০৮704727
  • আপনাকে উদাহরণ দেওয়া ছাড়াও অনেক কাজ আছে আমার। জানার এত আগ্রহ আপনার, খুঁটে খান। ইচ্ছা থাকলেই জানতে পারবেন। আপনাকে স্পুনফিড করানোর দায়িত্ব তো আমার নয়।
    আমি তো এখান থেকে এনিয়ে সাড়া পাওয়া যাবে ভেবে দিলাম ঃ)

    আর এই শর্টকাটগুলোও একটু করে দেখাতে পারেন কিন্তু। খুব সহজ যখন। নিজেদের কাজ সামলে ( আপনাদের কথা অনুযায়ী কাজ করতে গেলে অন্য সব কাজ ফেলে দিতে হয়), প্রচুর ব্যস্ততার মধ্যে সময় বের করে, নিজেদের টাকা খচ্চা করে সময় পরিশ্রম দিয়ে এগুলো করা যখন অতই সহজ বলে মনে হয়। একটা দুটো দিন ফিল্ডে কাটান না, ঘরে ঘরে ঘুরুন না, একটু এধরণের শিবির ক'রে দেখুন না। খুব সহজ। খালি এই সহজ কাজগুলো এত কম লোক কেন যে করেন ! এমনকি সামান্য টাকা দেবার মত সহজ কাজগুলোও যে কেন এত কম লোক করেন, সেও এক রহস্য।

    এভাবে বলতাম না। কিন্তু দিনের পর দিনে যে ভাবে আক্রমণ করে চলেন, এক সময় তো বিরক্তি লাগেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন