এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ক্রোনি কমিউনিজম -শিলিগুড়ি মডেল !

    Debabrata Chakrabarty লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৮ মার্চ ২০১৬ | ৫১০৭২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দেবব্রত | 212.142.91.41 | ২০ মার্চ ২০১৬ ১৬:৪৮705098
  • কি মুশকিল কো অপারেটিভ চালাতে আমাকে লাগবে কেন ? ২০০৭ সালে তো জয়রামন দিয়েছিলেন সমস্ত উপায় এমনকি বাম শাসিত অন্য রাজ্যের সফল সমবায় দুর্গাবাড়ির মডেল - শ্বেত শুভ্র নেতা গন গুচ্ছের সেমিনার করে স্যান্ডউইচ খেতে খেতে দাঁতে কাঠি দিয়ে হ্যাঁ তে হ্যাঁ মিলিয়েছিলেন । কিন্তু ঐযে বিষয়টির হেডিং "ক্রোনি কমিউনিজম " কোথায় যাবে ? ততদিনে রক্তে চারিত । তাই জয়রামন দিল্লীর প্লেন ধরতেই নেওটিয়ার গলা ধরে ঝুলে পড়া । " Interestingly, even after appreciating the cooperative concept in front of state and Central Ministers, afterward CITU leaders did not hesitate to label the concept as 'Impossible in north Bengal.' তাও ভালো আমাকে কো অপারেটিভ চালাতে পরামর্শ দেওয়া হচ্ছে - এর পরে মোদী সম্বন্ধে লিখলে দেশ চালাতে না পরামর্শ দেওয়া হয় । পারবোনা এখনি বলে দিলাম ।

    একটি সরকারের ন্যূনতম দায়িত্ব তার রাজ্যের শ্রমিকদের পাওনাগণ্ডা নিশ্চিত করা তাই সেটুকু আগে করুন তার মধ্যে পিএফ মেরে দেওয়া ক্রিমিনাল অফেন্স কিনা, তাই জেলে ভরা সেই কাজের মধ্যে পরে । এখন তা যদি না করেন আমার মত দুর্মুখ তো বলবেই অর্গানাসড ক্রাইমের পার্টনার ।

    ' কিন্তু ২০১৬-তে বসে আমরা আর কতদিন ৭-৮-১০-২০ বছর আগের ঘটনা (বা অপদার্থতা ইত্যাদি) নিয়ে ঘেঁটেই চলব?' সত্যিই তো । তাহলে ( অপদার্থতা ) একটা ছিল বলছেন ? যাক আমি তো এতক্ষণ ভাবছিলাম শ্রমিকদের মস্তিষ্ক বিকৃতি অথবা নিয়তি । অথবা চায়ের বদলে দেশসুদ্ধ মানুষ হটাথ করে বিয়ার খেতে শুরু করল কিনা । তাহলে কালকে যারা অপদার্থ ছিল হটাৎ কি মন্ত্রবলে আজকে উৎকর্ষ হয়ে যাবে । আর যারা গত পাঁচ বছর ধরে একটা রিপোর্ট চেয়ার চেপে বসে আছে , বিন্দুমাত্র হেলদোল নেই তাঁরাই বা কোন গুনে হটাৎ উদ্যমী হয়ে যাবে ? উভয়েই কিছু করবেন না । ক্যামেরা নিয়ে চাল বিলির এক আধটা অনুষ্ঠান ছাড়া ।
  • pi | 24.139.209.3 | ২০ মার্চ ২০১৬ ১৬:৫২705099
  • দুর্গাবাড়ির সমবায়ের মূল হোতা তাঁর পার্টির লোকজনকেই উত্তরবঙ্গে সমবায় চালানোর পরামর্শ দিয়েছিলেন। তা তাঁরা করে উঠতে পারেন নি বা উদ্যোগই নেন নি। দুর্গাবাড়ির সুধাময়বাবু হতাশ।

    আর একটা উত্তর পেলে বুঝতে সুবিধা হত। তৃণমূল তো প্রচুর ভুলভাল করেছে, কিন্তু ক্ষমতায় থেকে চা বাগানের সাথে আগে যা করা হয়েছে, আপনারা সেগুলোতে ভুল হয়েছে বলে মানছেন কিনা। নাকি সাত-আট বছর আগে কিছু হলে আর প্রশ্ন করা যাবে না ?
  • সেন্টার-লেফট | 90.254.154.105 | ২০ মার্চ ২০১৬ ১৮:১৪705100
  • আর বিপ্লব ফিব্লব তো গাধার ইয়েতে, সেসবের দরকার নেই। একটা ভদ্র-সভ্য সেন্টার-লেফট পার্টি হয়ে দেখালেই চলবে। যারা আইন-টাইন মানে, সাধারন খেটে খাওয়া লোকেদের হয়ে মালিকপক্ষের সাথে একটা দূর অব্দি দরাদরি করে, কিছু বেসিক হিউম্যান রাইট মানে, এরকম হলেই যথেষ্ট। এর বেশী দরকার নেই। কেউ আশাও করে না। এখানকার দুকানকাটাদের দেখলে সেই আশাটুকুই দুরাশা বলে মনে হয়।
  • PT | 213.110.242.22 | ২০ মার্চ ২০১৬ ১৮:৩৮705101
  • "আগে যা করা হয়েছে"
    ঠিক কি করা হয়েছে? প্রাপ্ত লিং-এর সংখ্যা তুলনা করে দেখা গেল যে বাম আমলে PF, gratuity, construction ইত্যাদি বাবদে বর্তমান সরকারের চাইতে বেশী খরচা করা হয়েছিল।
    বাম আমলে "অন্যায়" ভাবে যদি মজুরী কম দেওয়া হয়ে থাকে সেটা এই তথাকাথিত গোপন রিপোর্টে উল্লেখ করা উচিৎ ছিল। কিন্তু যে মজুরী নিয়ে এত কান্নাকাটি হল বাইটের পরে বাইট বাগ-বিতণ্ডা হল তা নিয়ে রিপোর্টে কি আছে?

    Wages, Ration, Firewood, Umbrella etc.

    • O8 Tea Estates have wages due to be paid to the workmen.
    • 35 Tea Estates have ration due to be disbursed to the workmen
    • 22 Tea estates are under AAY Scheme
    • In 29 Tea Estates blankets are due to be provided to the workmen.
    • In 31 Tea Estates firewood is due to be provided to the workmen.
    • In 24 Tea Estates Umbrella is due to be provided to the workmen.
    • In 25 Tea Estates Chappal is due to be provided to the workmen.
    • The workmen of 35 Tea Estates are yet to be paid arrear wages as per last wage settlement.
    • Workmen of two Tea Estates are not paid their wages as per existing agreement.

    অর্থাৎ কিনা ২৭৩-টা টি-এস্টেটের মধ্যে ৮ টিতে মজুরী দেওয়া হয়নি আর ২-টিতে কম মজুরী দেওয়া হয়েছে। এটুকুনিও ঘোরতর অন্যায় কিন্তু সেটা কোন আমলে হয়েছে জানা নেই (কার তপ্ত আলু?)। আর এই সরকারের শ্রম দপ্তরের কাছে মজুরীর মত গুরুত্বপূর্ণ ব্যাপারটি রেশন, জ্বালানী কাঠ, ছাতা, চপ্পল ইত্যাদির সমতুল্য!!

    "তাহলে ( অপদার্থতা ) একটা ছিল বলছেন "
    অপদার্থতা শব্দটি আপনি ব্যবহার করেছেন। সেজন্যে আপনাকে বিশেষণ এক্ষপার্ট বলেছি। কিন্তু দয়া করে এই সব হাফ ডাইজেস্টেড ডেটার ওপরে ভিত্তি করে নিবন্ধ লিখে শ্রমিকদের জন্য কুম্ভিরাশ্রু বওয়ানো বন্ধ করুন।
  • cm | 127.247.96.46 | ২০ মার্চ ২০১৬ ১৮:৪০705102
  • যা বুঝছি এ সমস্যা গোটা উত্তরপূর্ব ভারত জুড়ে, এর কোন ম্যাজিক সমাধান নেই বলেই মনে হয় ।(http://www.mapsofindia.com/my-india/society/problems-plaguing-tea-gardens-in-north-east-india ) এখানে যেমন বলছে, • Decline in tea price: Due to various causes, the auction price of the tea has seen a steady decline over the years. According to World Bank, the tea prices declined by almost 44% in real terms. দেবব্রতবাবু অবশ্য অন্যরকম বলেছিলেন বলে স্মরণে আসছে। সমস্ত মুনাফাই মালিকপক্ষ শুষে নিয়েছে ( In India, all the profits from the tea gardens were siphoned off and there was no real or proper reinvestment in improving quality of tea. There has been a major crisis in the Indian tea industry, which resulted in closing down of the tea gardens. ) এখন দেশের আইন মনে হয়না এজিনিস আটকাতে পারে। খুলে লিখি মোট মুনাফার শতকরা হিসেবে শ্রমিকদের উন্নতিকল্পে ব্যায় করাবার মত আইন নেই। এমতাবস্থায় কোন রাজ্যসরকারই বিশেষ কিছু করতে পারবেন বলে মনে হয়না। তবে তার মাঝেও লক্ষ্যণীয় পরিবর্তনের পরে উল্লেখযোগ্য অবনতিই ঘটেছে। প্রত্যাশিতভাবেই সেপ্রসঙ্গে আরামকেদারাবাসী সেন্টারলেফ্টগণ সব নিশ্চুপ। ভোট দিয়ে প্রত্যাশা রাখুন।
  • PM | 233.223.159.253 | ২০ মার্চ ২০১৬ ২৩:৩৩705103
  • পাই, সিপিয়েম বহু কাজ ঠিক ঠাক করে নি , তা আমার বলার অপেক্ষা রাখে নাকি?

    কিন্তু ব্যাগরাপন্থী আর অতিবামারা দু চাট্টে উদাহরনমুলক কন্স্ট্রাকটিভ কাজ করে দেখাতে পারে তো? যেমন সমবায় ভিত্তিক চা বাগান চালানো, বন্ধ কারখানার জামি ছাড়ানো, সমবায় করে বন্ধ কারখানা খুলে শ্রমিকদের রুজি রোজকার ফিরিয়ে দেওয়া , দু চারটে জনস্বার্থ মামলা করে অসৎ মালিকদের জেলে ভরা ইত্যাদি। সবসময় উচ্ছন্নে যাওয়া সরকারী বামেদের দিকে তাকিয়ে থাকার দরকার কি? (শ্রমজীবী হাসপাতালের মতো দু একটা কাজ করা হয় নি তাও তো নয়)

    সেন্টার-লেফট এর 06:14 PM এর পোস্টটা তে উল্লিখিত রোলটা যদি সরকারী বামেরা পালন করতে পরে তাতেই আমি খুশী।

    অতি বামেদের কাছে দু চারটি খুনখারাপি ছাড়া কোনো প্রত্যাশা নেই
  • PM | 233.223.159.253 | ২০ মার্চ ২০১৬ ২৩:৩৬705104
  • চাদমনি চা বাগান লাভজনক ছিলো এরকম দাবী করা হচ্ছে---- এর সপক্ষে কোনো প্রামান্য নথী আছে? নাকি সেটাও ২২৫ টাকা রোজের মতো হাওয়ায় দাবী।
  • pi | 24.139.209.3 | ২০ মার্চ ২০১৬ ২৩:৫০705105
  • তাই না ? দু একটা কাজই বটে।
    একটু বাস্তারে গিয়ে দেখুন না।
    চা বাগানেও কী কাজ করছে, নিজেই গিয়ে একটু দেখে আসুন না। পরের মুখের ঝাল খেতে হবেনা। এই বেস্পতিবারই একটা টিম চা বাগান যাচ্ছে, স্বাস্থ্য ইঃ বিষয়ে যাবেন তো বলুন।
    আর কী কী কাজ করলে কন্স্ট্রাকটিভ কাজ করা যায় বলুন তো ? এর আগে তো শুনেছিলাম ডায়রিয়া আর ম্যালনিউট্রিশন নিয়ে কাজ করলে তবেই একমাত্র কন্স্ট্রাক্টিভ হয়। তো সেরকম কাজ কোথায় কে কী করে, সঙ্গে যাবেন তো বলুন, নিজেই দেখে আসতে পারবেন। দেখে আসা ছাড়া কিচ্ছু না করলেও চলবে ঃ)
    ডাঃ শৈবাল জানারা বাস্তারে কী করেছেন, কাগজে পড়ে যদি বিশ্বাস না হয়, গিয়েও দেখতে পারেন, ওখানেও অনেক ব্যাগড়াবাদীরা গিয়ে ওঁকে, সোনো সোরিদের মত আরো অনেক লোকজনের জন্য কাজের চেষ্টা চালাচ্ছেন।
    এমনকি এই কানহাইয়া, উমরদের মত কেসগুলোতে কারা লিগ্যাল ও অন্যান্য সাপোর্ট টাপোর্ট দিচ্ছেন, একটু খোঁজ নিলে সেটাও জানতে পারবেন।
    এইসব তুমুল আন-কন্স্ট্রাক্টিভ কাজগুলো কারা করেন।

    আর শ্রমজীবী হাসপাতাল নাকি সরকারি বামেরা করেছিল !!! একটু বিস্তারিত বলবেন ?
  • lcm | 83.162.22.190 | ২০ মার্চ ২০১৬ ২৩:৫৭705106
  • - Labour intensive, tea gardens are the second largest employer in India, next only to the Indian Railways.

    - The Bengal tea gardens employ 6,03,724 people. While there is no collective figure, an estimated 25,000 are unemployed just across 13 of the gardens run by Duncans.

    - Between 2002 and 2007, when 17 tea gardens shut down, at least 1,200 deaths were reported in the area.

    http://indianexpress.com/article/india/india-news-india/13-years-too-late-for-many-in-north-bengals-tea-gardens/
  • pi | 24.139.209.3 | ২০ মার্চ ২০১৬ ২৩:৫৮704672
  • আর হ্যাঁ, দুর্গাবাড়ির উনি পবর সরকারি বামদলকে পরামর্শ দিয়েছিলেন দলীয় বিভেদ ভুলে নানা দলের শ্রমিকেরা একজোট হয়ে সমবায় করতে, তবেই সমবায় হবে, এও বলেছিলেন।
    কী অদ্ভুত ব্যাপার, আপনাদের মত ব্যাগড়াবাদীফাদীদের গাল পেড়ে অচ্ছুৎ করতে বলেননি।
  • PM | 233.223.155.90 | ২১ মার্চ ২০১৬ ০০:০২704673
  • যাহ কলা--- শ্রমজীবী হাসপাতাল তো বেসরকারী বামেদের ভালো কাজের উদাহরন হিসেবে বল্লাম।

    কন্স্ট্রাকটিভ কাজ বলতে কি বোঝাচ্ছি তাতো আমি উদাহরন সহযোগে বলেছি ( শ্রমজীবী হাসপাতাল-ও তার মধ্যে পরে) । উদহরন গুলো দেখলে বুঝবেন প্রতিটার জন্য-ই অনেক লং টার্ম কমিট্মেন্ট লাগে--- দু মাস ব্যাগরা দিয়ে এলাম ---এই অ্যাটিচিউডে হয় না। সেরকম হাতে গরম কোনো উদাহরন থাকে তো বলবেন । কানোরিয়ার গন রান্না ঘরের কথাও বলতে পারেন।

    আপাতত বাস্তার নয় , পঃবঃ এর কথা হচ্ছে যার খবর আমি কিছু রাখি
  • দেবব্রত | 212.142.91.239 | ২১ মার্চ ২০১৬ ০০:০৮704674
  • ধৈর্য রাখুন এর পরে উত্তর দিনাজপুরের আদিবাসী জমি , খাস জমি এবং কৃষি জমি হাতিয়ে এবং এক লহমায় ভূমী সংস্কার আইন পাল্টে দিয়ে , কন্ট্রাক্ট লেবারের মাধ্যমে নূতন চা বাগান প্রতিষ্ঠার ' ক্রোনি কমিউনিজম' এর দ্বিতীয় পার্ট আসছে ।
  • ranjan roy | 24.96.181.174 | ২১ মার্চ ২০১৬ ০০:০৯704675
  • ডঃ শৈবাল জানারা এইমসের কিছু ডাক্তারের সঙ্গে মিলে বিলাসপুরের থেকে ১৮ কিমি দূরে যে জনস্বাস্থ্য হাসপাতাল চালাচ্ছেন তাতে যে কেউ কাগজ বানিয়ে ( মাত্র ৫ টাকায়) চিকিৎসা পেতে পারেন।
    সেখানে আমার সিপিএম সমর্থক বন্ধু ডঃ চন্দ্রশেখর রহালকর (প্রতিষ্ঠিত ক্যান্সার সার্জন) সপ্তাহে দুদিন বসছেন। উনি গর্বের সঙ্গে জানিয়েছেন যে মাত্র ৮০০০/- টাকায় ওঁরা রেডিওথেরাপি ও কেমোথেরাপি করছেন গরীবদের জন্যে।
    আমি নাক কুঁচকে বললাম--সাকসেস রেট?
    -- ৩৪%।
    এছাড়া ওরা অচানকমারের আদিবাসী অঞ্চলে স্বাস্থ্যের সমীক্ষা চালিয়ে ওদের জন্যে প্রিভেন্টিভ মেডিসিনের প্রচার বেয়ারফুট প্রশিক্ষিত স্থানীয় লোকদের নিয়ে করে যাচ্ছেন। এতে যুক্ত অনেক অরাজনৈতিক নাগরিকও। যেমন আমার গ্রামীণ ব্যাংকের কলিগ (রিটয়ার্ড) ভাস্কর পরমানন্দ ওদের হাসপাতালের অফিস ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট ইত্যাদি দেখেন।
    হ্যাঁ, এরা অবশ্যই যে বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন সেসব ছেড়ে এসেছেন। আপাতত ২০ বছর আগের একটি শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার অপরাধে জেলে গেছেন।
    আর বাংলার শ্রমজীবি হাসপাতালগুলো এবম স্বাস্থ্য আন্দোলন যাঁরা চালাচ্ছেন -- যেমন ডঃ পুর্ণেন্দু গুণ -এঁরা যদি সরকারি বাম হন তো আমার বলার কিছু নেই।
  • pi | 233.176.44.227 | ২১ মার্চ ২০১৬ ০০:২২704676
  • খোঁজখবর রাখলে অম্নি অনেক গণরান্নাঘরের সন্ধান পাবেন ঃ)

    আর কে দু 'মাস করছে, কে বছরের পর বছর, নিজেই গিয়ে দেখে আসলেই তো পারেন। জানার ইচ্ছে যখন আপনার, এটুকু কষ্ট তো করতে হবে।

    জানেন না, ঠিক আছে। কিন্তু না জেনে লোকজনকে এত গাল পারা, ছোট করাও কি আর ভাল ?
  • দেবব্রত | 212.142.91.239 | ২১ মার্চ ২০১৬ ০০:২৭704677
  • চা বাগান খুউউউউব লোসকানের ব্যাবসা তাই চাঁদমনি তো কালের নিয়মের নিয়তি অথচ একই সময়ে ১৯৯৫ সাল থেকে ২০০৫ সালের মধ্যে কেবলমাত্র উত্তর দিনাজপুর জেলায় ৩৬৭ টি ছোট বড় বাগান গড়ে উঠেছে । এই বাগান গুলির একটারও টি বোর্ডের অনুমতি নেই সুতরাং ন্যূনতম মজুরী , পিএফ এবং অন্যান্য সিকিউরিটির বালাই ও নেই । কোন শ্রম আইনের আওতাতেই আসেনা ।

    জমি কোথা থেকে এলো ? ইন্টারেস্টিং ঃ- ২১১৬ একর সরকারী খাস জমি ৭১৬ একর পাট্টা জমি এবং ৫৬৮ একর আদিবাসী জমি । সরকারী আইন বলে ( indigenous peoples Act ) আদিবাসী জমি কোন ভাবেই কেনাবেচা করা যায়না । তাহলে ৫৬৮ একর আদিবাসী জমি এবং ২১১৬ একর সরকারী খাস জমি কি ভাবে চা বাগান মালিকের হাতে চলে গেলো ?

    একই সময় ১৭টি সংগঠিত চা বাগান বন্ধ , ১২০০'র ওপর শ্রমিক অনাহারে মরছে আর অন্যদিকে ৩৬৭ টি ছোট বড় বাগান গড়ে উঠেছে সরকারী খাস জমি এবং আদিবাসী জমি হাতিয়ে । এনারা একদিকে চোখ বুজে থেকে সংগঠিত চা বাগান থেকে মালিকের পিএফ মেরে পালাবার রাস্তা প্রশস্ত করছেন , চালু চা বাগান নেওটিয়া কে বেচে দিচ্ছেন , অন্যদিকে , পুরো চুক্তি শ্রমিক ভিত্তিতে উত্তর দিনাজপুর জেলায় চা বাগান গজাচ্ছে । এর থেকে লালুর সরকার রামরাজত্ব ।
  • PT | 213.110.242.23 | ২১ মার্চ ২০১৬ ০৮:১৫704678
  • কিন্তু এত কথার পরেও এটা জানা গেল না সেটা হচ্ছে যে "মহাশয়" মন্ত্রীর গোপন রিপোটে চা-শ্রমিকের মজুরীর ব্যাপারে এই হিরণ্ময় নীরবতা কেন?
  • PM | 233.223.159.98 | ২১ মার্চ ২০১৬ ১০:২৫704679
  • পাই , মে তে ওদিকে যাবো। আপনি কোনো জায়গা বললে দেখেও আসবো লুকিয়ে লুকিয়ে ব্যাগরাপন্থীরা কি সব মহান কাজ করছে---নিচের কাজগুলো নিশ্চই আছে লিস্টিতে-

    -সমবায় ভিত্তিক চা বাগান চালানো,
    - বন্ধ কারখানার জামি ছাড়ানো,
    - সমবায় করে বন্ধ কারখানা খুলে শ্রমিকদের রুজি রোজকার ফিরিয়ে দেওয়া
    - দু চারটে জনস্বার্থ মামলা করে অসৎ মালিকদের জেলে ভরা

    এইগুলো আর এইরকম আরো কিছু। কানোরিয়ার মতো ২ মসের গনরান্নাঘর দেখার ইচ্ছা নেই ঃ(
  • PM | 233.223.159.98 | ২১ মার্চ ২০১৬ ১০:৩৬704680
  • চাঁদমনি যে লাভজনক ভাবে চলছিলো তার কোনো রেফারেন্স-ও পাওয়া গেলো না ঃ( ----- কোনো শিল্পপতিকে লোকসানে চলা শিল্পকে পকেটের কড়ি গুনে চালাতে বাধ্য করার আইন উঃকোরিয়াতেই পাবেন , এদেশে তো নেই এখোনো। আপনাদের বিপ্লবের পরে যখন ভারত যখন উঃকোরিয়ার মতো স্বর্গ রাজ্য হবে তখন হয়তো আপনারা ভারতেও ওরকম আইন বানাতে পারবেন।

    যদ্দিন না বিপ্লব হচ্ছে তদ্দিন কি PF খেলাপিদের বিরুদ্ধে জনস্বার্থ মামলা আনা জেতে পরে? কিম্বা সমবায় ভিত্তিক বাগান চালানো? মনে কনস্ট্রাকটিভ কিছু আর কি
  • pi | 233.176.35.149 | ২১ মার্চ ২০১৬ ১০:৩৯704683
  • * আপনার বা আপনাদের
  • pi | 233.176.35.149 | ২১ মার্চ ২০১৬ ১০:৩৯704681
  • আপনাদের কন্স্ট্রাক্টিভ কাজের ( বা ব্যাগড়া হলেও হবে) লিস্টিও একটু দিয়ে দেবেন। কখনো দেখার ইচ্ছা রইলো। ঃ)
  • pi | 233.176.35.149 | ২১ মার্চ ২০১৬ ১০:৪০704684
  • মানে অন্যদের যখন বাতেলাবাজ বলেন, নিজেরা সেরকম একদম নন ধরে নিয়েই জানতে চাইলাম আর কি।
  • PT | 213.110.242.23 | ২১ মার্চ ২০১৬ ১০:৪৪704685
  • আমার একটা ইচ্ছে আছেঃ
    ব্যাগড়াপন্থীরা নেউটিয়া, ডনকান ইত্যাদিদের বিরুদ্ধে PF তছরূপের মামলা করে "দালাল" সরকারকে দেখিয়ে দিন যে সেই মামলায় জিতে কর্মচারীদের PF ফেরৎ দেওয়া যায়।
    অবিশ্যি সেটা চটকল মালিক্দের বিরুদ্ধে করে দেখালেও হবে।
    আর কিছু নাহোক এতে অন্ততঃ একটা ব্যাপার প্রমাণিত হবে যে দেশের বাস্তব আইন ব্যবস্থার সঙ্গে তাঁদের পরিচিতি আছে।
    তার পরে আশা করি ইউটোপিয়ান নিবন্ধ লেখাও বন্ধ হবে।
  • aranya | 154.160.130.93 | ২১ মার্চ ২০১৬ ১০:৫৫704686
  • 'আপনাদের কন্স্ট্রাক্টিভ কাজের ( বা ব্যাগড়া হলেও হবে) লিস্টিও একটু দিয়ে দেবেন। কখনো দেখার ইচ্ছা রইলো'

    - কন্স্ট্রাক্টিভ কাজ আছে তো। পঃ বঙ্গে থাকাটাই তো একটা কন্স্ট্রাক্টিভ কাজ :-)
  • aranya | 154.160.130.93 | ২১ মার্চ ২০১৬ ১০:৫৬704687
  • অন্যকে এটা করুন, ওটা করে দেখান ইঃ সদুপদেশ দিয়ে চলাও খুবই কন্স্ট্রাক্টিভ :-)
  • PM | 233.223.154.4 | ২১ মার্চ ২০১৬ ১১:৪৯704688
  • ক্রোনী বাম সরকারের ৩৪ বছরের কাজের মধ্যে কন্সট্রাকটিভ কাজ কি কম পড়িয়াছে? চইলে লিস্টি করে দেওয়া যাবে।

    ব্যাগরাপন্থীদের কন্স্ট্রাকটিভ কাজের লিস্টি চাই

    ( ব্যক্তিগতভাবে পাই, বা দেবব্রতর কাজের লিস্টি চাচ্ছি না)

    ব্যাক্তিগত ভাবে আমার কাজ সবই মিশনের সাথে। ব্যক্তিগত আলাপচারীতায় আলোচনা করা যাবে ঃ)
  • aranya | 154.160.130.93 | ২১ মার্চ ২০১৬ ১২:২৮704689
  • 'ব্যক্তিগতভাবে পাই, বা দেবব্রতর কাজের লিস্টি চাচ্ছি না'

    কিন্তু ব্যক্তিগতভাবে দেবব্রত-কে উপদেশ দিতে ছাড়ব না :-)

    উপদেশাবলীঃ

    'এখানে ফ্যাচ ফ্যাচ না করে বিপ্লব করুন দাদা'

    'সরকারের থেকে একটা বন্ধ চা বাগান লিজে নিন (নামমাত্র পয়সায় পেয়ে যাবেন)--- তারপরে কি ভাবে চালনো উচিত হাতে কলমে দেখিয়ে দিন (গাঁটের পয়সা খরচ করে অবশ্যই) --- এটা বিনি পয়সায় বাতেলা মারার চেয়ে একটু শক্ত কিন্তু বিপ্লব করার চেয়ে অনেক সহজ---- একটু জলে নেবেই দেখুন না'

    'দেবব্রত-বাবুদের মতো বুদ্ধিমান লোকেরা ঐ কোয়াপরেটিভ-কে গাইড করুন'

    'অদালত অবমাননার আভিজোগে বেটাদের জেলে পাঠানোর জন্যে সুপ্রীম কোর্টে একটা মামলা-ও তো করতে পারেন'
  • দেবব্রত | 212.142.124.246 | ২১ মার্চ ২০১৬ ১৩:০৬704690
  • এক্সেলেন্ট সিপিএম যে ক্রোনী সে উধাহরন ইতিমধ্যে দিয়েছি কিন্তু তার ধামাধরাদের হাল দেখে সত্যি লজ্জা হচ্ছে

    ১। আমি এতাবৎ একটি ২০০৪ সালের সরকারী রিপোর্টের কথা উল্লেখ করেছি দিন দুয়েক পূর্বে তাও সেই রিপোর্ট কেউ পড়েছেন বলে মনে হচ্ছেনা কারন পিডিএফ লিঙ্ক খোলা যাচ্ছেনা তার পরে আমি একটি পত্রিকার লিঙ্ক দিয়েছি ,সেই লিঙ্কের মধ্যে সেই রিপোর্টের কিছু অংশ আছে এইবার সেই লিঙ্ক পড়ে এক হাস্যকর প্রয়াস হচ্ছে যে কই পূর্বের সরকার তো তেমন কিছু করেন নি ?মজুরি নিয়ে চুপচাপ কেন ?

    ২। প্রথমে প্রশ্ন ছিল চা শিল্পই লসে চলছে , তার পর যখন গুডরিক ইত্যাদির ব্যালেন্সসিট দিয়ে উদাহরণ এলো তখন প্রশ্ন হোল চাঁদমনি যে লসে চলছিলনা তার প্রমাণ কই , আর যদি লসে চলে তাহলে চালু চা বাগান বেচে দিয়ে রিয়েল এস্টেট বানানোতে কি আপত্তি ?

    ৩। সবথেকে নির্লজ্জ আবদার - তা যান না সুপ্রিম কোর্ট । সরকার আপনার চা বাগান অধিগ্রহণ করার অর্ডার ভায়োলেট করেছে , সেখানে গিয়ে লড়ুন । পিএফ মেরে দিয়ে পালিয়েছে তা যান না সুপ্রিম কোর্ট গিয়ে আদায় করুন । হ্যা সুপ্রিম কোর্ট যে অর্ডার টি দিয়েছে সেটি PUCLএর মামলার ভিত্তিতে ,কোন শ্রমিক দরদী ইউনিয়ন সেখানে জাননি ঃ- পালন করার দায়িত্ব ছিল শ্রমিক দরদী সরকারের । এইবার সুপ্রিম কোর্ট নিজের থেকে কন্টেমট অফ কোর্ট এর অর্ডার দিতে পারে , কিন্তু দেয়নি এখনো ।

    ১। রিপোর্ট বলতে যেটি আমি ইতিমধ্যে লিঙ্ক দিয়েছি সেই রিপোর্ট টি উত্তরবঙ্গের তিনটি জেলার লেবার ডিপার্টমেন্ট এর তৈরি তার থেকে ঃ-

    * 1,000 lives have been lost to starvation since 2002. (দুর্ভিক্ষ পরিস্থিতি হোল কেন দেশে শ্রমিক দরদী সরকার থাকতে ? )

    * পশ্চিম বঙ্গে চা বাগানে মজুরী নির্ধারিত হয় ত্রিপাক্ষিক বৈঠকের বারগেনিং পাওয়ার এর ভিত্তিতে অথচ কেরালা /তামিলনাড়ু তে মিনিমাম ওয়েজেসের ভিত্তিতে “the daily money wage of a tea plantation worker in West Bengal is Rs 90 for 2012-13, whereas the minimum wage for tea workers in Tamil Nadu is Rs 128.25 with effect from 1 April 2012 and in Kerala is Rs. 185 with retrospective effect from 15 November 2011” এইবার বঙ্গে শ্রমিক দরদী সরকার ,সমস্ত ইউনিয়ের দখল থাকা স্বত্বেও পশ্চিমবঙ্গে চা শ্রমিকদের এত কম মজুরী কেন ? বামফ্রন্ট সরকার যখন বিদায় নেয় তখন এই মজুরী বেড়ে হয়েছিল ৯৫/- এবং বর্তমানে মাত্র ১৩০/- ( এপ্রিল থেকে হবে ) তাহলে বারগেনিং পাওয়ার কার স্বপক্ষে কাজ করেছে ? কেরালা এবং তামিলনাড়ু প্রায় দ্বিগুণ মাইনে দিয়েও টি গার্ডেন তাহলে চালায় কি করে ? )

    * There is no labour welfare officer in 175  tea estates.( ছিলোনা বা নেই কেন ? কে লেবার ওয়েলফেয়ার দেখবে ? )

    * In 46  tea estates, total dues of Provident Fund on the part of workers’ contribution is Rs 17,14,02,978. ( পিএফ বাকি রাখা ক্রিমিনাল অফেন্স ,সরকার কেন চোখ বুজে ছিলেন ?)

    * In 55  tea estates total due of Provdent Fund on the part of managements’ contribution is Rs 33,79,11,088. 22 ( পিএফ বাকি রাখা ক্রিমিনাল অফেন্স ,সরকার কেন চোখ বুজে ছিলেন ?)

    * tea estates did not pay gratuity to any workmen in last four years (2009-10 to 2012-13) ( এই সময় কে সরকারে ছিল ? )

    * The workmen of 35  tea estates are yet to be paid arrear wages as per last wage settlement. ( গত চুক্তি অনুসার শ্রমমূল্য বেড়ে হয়েছিল ৯০/থেকে ৯৫/- সেই বর্ধিত শ্রমমূল্য এরিয়ার যে দেওয়া হয়নি দেখার দায়িত্ব কার ? শালা ৫ টাকা মজুরী বাড়ল তাও এরিয়ার পেন্ডিং আর ডু ইট নাউ ? )

    * 1,66,591 workmen out of 2,62,426 have been provided houses. It means 95,835 workmen are yet to be provided houses.( এত বছর ধরে চা শ্রমিকদের ঘর দেওয়া হলনা দেখার দায়িত্ব কার ? )

    * 6 tea estates (3 in hills & 3 in Dooars) have not provided even a single house to their workers.(দেখার দায়িত্ব কার ? )

    * 107  tea estates (hills -64, Terai- 20 and Dooars-23) do not have any hospital. Out of 273 tea estates, 85 do not have any dispensary. Ten tea estates have neither hospital nor dispensary. ( অথচ নিয়ম অনুযায়ী সেট টি গার্ডেনে হসপিটাল থাকা বাধ্যতা মূলক - ছিলোনা কেন ? দেখার দায়িত্ব কার ? )

    * The governments of West Bengal and Assam, though, refused to include the tea industry in the minimum wages schedule of the states, even though Indian law required that every state include tea workers. Both these state governments have used the tripartite mechanism for wage bargain in industries as the ploy to keep wages below minimum wages.( একটা শ্রমিক দরদী সরকার মিনিমাম ওয়েজেসের নিয়ম কে বিপুল চা শ্রমিকের পাওনার অধিকার থেকে দুরে রাখবে কেন ? )

    এ গেলো সামান্য কিছু প্রশ্ন । এখনো আমি বিঘা বা ঠিকা শ্রমিকের কথায় আসিনি । শিশু শ্রমিকের কথায় আসিনি । মহিলা শ্রমিক এবং পুরুষ শ্রমিকের মজুরীর তারতম্যে আসিনি । চা বাগান মালিক স্থায়ী শ্রমিকের ঝামেলা এড়াতে সেই ১৯৯০ সালের সময় থেকে ঠিকা শ্রমিক /শিশু শ্রমিক নিয়োগ করে আসছে । ইউনিয়ন এবং বামফ্রন্ট সরকার দীর্ঘ সময় ধরে এই অনিয়মের বিরুদ্ধে চোখ বুজে ছিল কেন ?

    এর পর আসছে চাঁদমনি লসে ছিল না প্রফিটে ? চাঁদমনি লিমিটেড কোম্পানি নয় যে তার ব্যালেন্সসিট গুডরিক অথবা টাটা টির মত ওয়েবসাইট এ পাওয়া যাবে । গত দশ বছরের শিলিগুড়ি অকসনের প্রতি বছরের চায়ের গড় বাজার মূল্য আমি ইতিমধ্যে দিয়েছি সাথে চাঁদমনির বাৎসরিক উৎপাদন এবং বাৎসরিক খরচের হিসাব সেই হিসাব থেকে যে কেউ সহজ পাটিগণিতে দেখে নিতে পারেন চা বাগান লসে না প্রফিটে । দ্বিতীয়ত , চা বাগান সরকারি লিজের জমিতে হয় , বর্তমান ম্যানএজমেন্ট চা বাগান চালাতে অক্ষম হলে সরকার আইনবলে এবং সুপ্রিম কোর্টের আদেশে নিয়ে নিতে পারে , সমবায় অথবা অন্য কোন কোম্পানি কে লিজ দিতে পারে , এত আইন টপকিয়ে নেওটিয়াকে বেচে দিতে হবে কেন ?

    যাই হউক ইতিমধ্যে আশা করি পাঠক বুজেছেন যে চা বাগান নিয়ে এবং পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ শ্রমিক রোজগারের ক্ষেত্র নিয়ে পূর্বতন সরকার ঠিক কি করেছেন । আইন অমান্য করেছেন , মালিককে পিএফ মেরে দিয়ে পালাতে সাহায্য করেছেন , সেট চা বাগান ধ্বংস করে ,দুর্বল করে অন্যদিকে উত্তর দিনাজপুরে বিপুল পরিমান বে আইনি চা বাগান সরকারী এবং আদিবাসী জমিতে গড়ে উঠতে দিয়েছেন । দুর্ভিক্ষে পতিত শ্রমিকের প্রতি উদাসীন থেকেছেন । চালু চা বাগান নেওটিয়া কে বেঁচে দিয়েছেন , শ্রমিক প্রতিরোধে গুলি চালিয়েছেন । আপনার আমার পয়সায় চা বাগান মালিকদের দীর্ঘ সময় ধরে সাবসিডি দিয়েছেন । কি কি করেন নি অ্যাকচুইয়ালি ? পৃথিবীর যে কোন পুঁজিবাদী সরকারও হয়ত এতটা উদাসীন এবং নির্মম নয় । তার পরেও নির্লজ্জ দের বক্তব্য দেখে নিজেরই লজ্জা হয় ।

    এই পোস্ট ইতিমধ্যে পৃথুল তাই এই বিষয়ে আমার এইটাই শেষ পোস্ট । যাদের ধামা ধরার উৎসাহ এখনো বর্তমান । আমার দ্বিতীয় পোস্ট “ক্রোনি কমিউনিজম - উত্তরদিনাজপুর মডেল “ এর জন্য শক্তি সঞ্চয় করুন । সেখানে সব নেতার নাম ধরে ধরে আসবে যে কোন চা বাগানের মালিক কে এবং কিভাবে আদিবাসী জমি হাতিয়ে বেআইনি চা বাগান হয়েছে ইত্যাদি । শক্তি সঞ্চয় করুন আপাতত
  • PT | 213.110.242.6 | ২১ মার্চ ২০১৬ ১৩:৩১704691
  • "আইন অমান্য করেছেন , মালিককে পিএফ মেরে দিয়ে পালাতে সাহায্য করেছেন , সেট চা বাগান ধ্বংস করে ,দুর্বল করে অন্যদিকে উত্তর দিনাজপুরে বিপুল পরিমান বে আইনি চা বাগান সরকারী এবং আদিবাসী জমিতে গড়ে উঠতে দিয়েছেন । দুর্ভিক্ষে পতিত শ্রমিকের প্রতি উদাসীন থেকেছেন । চালু চা বাগান নেওটিয়া কে বেঁচে দিয়েছেন , শ্রমিক প্রতিরোধে গুলি চালিয়েছেন। আপনার আমার পয়সায় চা বাগান মালিকদের দীর্ঘ সময় ধরে সাবসিডি দিয়েছেন ।"

    সবই তো বোঝা গেল। এটা আরো বেশী করে বোঝা গেল যে আগের সরকার নেউটিয়ার নেওটা ছিল। কিন্তু সেই সরকার যাওয়ার পরে আরো ৫ বছর কেটে গিয়েছে।
    এরপর কি?
  • PM | 233.223.154.4 | ২১ মার্চ ২০১৬ ১৩:৩৩704692
  • দুটো মুল প্রেমাইস যা দিয়ে গোরুর রচনা শুরু হয়েছিলো তার সপক্ষে তথ্য/নথী পাওয়া গেলো না--

    ১। আসামে ২২৫ টাকা রোজ, পঃ বঃ এ ৯৪ টাকা

    ২। চাঁদমনী চা বাগান লাভ জনক ভাবে চলছিলো--তবু বন্ধ করা হয়েছে

    বকিটা পুরটাই রেটোরিক

    সেই রেটোরিকের মধ্যেও আবার ক্রোনি বামেরা বিদায় হবার পরের ২ বছরে PF খেলাপিরা হঠাত সাংঘাতিক বেড়ে গেলো কেনো তরো কোনো ব্যাখ্যা পাওয়া গেলো না।

    তাহলে আমরা এখানেই শেষ করছি আমরা ঃ)
  • PT | 213.110.242.6 | ২১ মার্চ ২০১৬ ১৪:০৪704694
  • একমাত্র ব্রহ্মা জানেন গোপন কম্মটিঃ

    Luxmi Tea Company (LTC), which bought the ailing Chandmoni Tea Co along with its 700-acre tea gardens for Rs 2.5 crore in 1992 with the idea of bringing the company back on the track, has now decided to turn a major portion of the tea garden into a township on ownership basis.

    It would be the first developed township project in Siliguri town, the gateway rail and road hub to north-eastern India.
    T
    he tea estate had a capacity of around 80 lakh tonnes of tea production per year.

    "The Chandmoni tea estate was a loss making company with huge liabilities. We could not turn the company into a profit making one and have decided to convert 400 acres of tea garden into real estate," explained Dipankar Chatterjee, managing director, Luxmi Tea.

    The area has been handed over to Harshavardhan Neotia's Bengal Ambuja Housing Development Ltd for developing the area into a township under a management contract.

    "The company's liability was around Rs 3 crore which included provident fund of Rs 1 crore and salaries another Rs 1 crore, was subsequently settled," he explained.

    Of the total 700 acres tea estate, 400 will be used for township development while another 150 acres will continue to be a tea garden employing around 150 workers.

    "As many as 60 employees from the tea estate has been declared surplus as a result of the conversion and transferred to Phulbani tea estate also owned by the group," explained Chatterjee.

    He said the company would invest around Rs 500 crore in the township. No investments have been lined up for the tea garden. "We will retain the 150-odd acres under the tea garden," the managing director explained.
    However, since apartments and houses will be sold at a profit to homeowners, investments will be required in the township only to fund start-up costs, which would be recovered from sale proceeds once properties were sold.
    The township will also include a sports stadium which will be built at a latter stage on the adjoining low lying areas.

    Luxmi Tea Company has paid Rs 1.75 crore as stamp duty for the project, Rs 2 crore to pay off workers and another Rs 2 crore on other settlement costs relating to the tea estate. Tea plants have already been uprooted.

    Luxmi Township Ltd currently had paid-up equity of of only Rs 1 crore but this would be increased to Rs 20 crore, said Chatterjee.

    http://www.business-standard.com/article/companies/chandmoni-tea-uprooted-for-siliguri-s-first-township-104010501098_1.html
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন