এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ক্রোনি কমিউনিজম -শিলিগুড়ি মডেল !

    Debabrata Chakrabarty লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৮ মার্চ ২০১৬ | ৫১১১৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 132.164.198.145 | ১৯ মার্চ ২০১৬ ১৫:১৬704904
  • যাক বাবা তক্কো শেষ, কাউকে কোন সমালোচনা করারও দরকার নেই।
  • :( | 222.68.41.83 | ১৯ মার্চ ২০১৬ ১৫:১৯704915
  • তাহলে কুকীর্তির কী হবে?
  • Arpan | 24.195.232.101 | ১৯ মার্চ ২০১৬ ১৫:২২704937
  • * ফেস
  • Arpan | 24.195.232.101 | ১৯ মার্চ ২০১৬ ১৫:২২704926
  • রৌহিণ, আমার পোস্ট পেস ভ্যালুতে নেবার কোন দরকার নেই।

    এই যেমন, ডিসি বুঝে গেছেন ওটা কোন প্রেক্ষিতে বলা।
  • dc | 132.164.198.145 | ১৯ মার্চ ২০১৬ ১৫:২৭704948
  • রৌহিন সত্যিই Arpan এর পোস্টের প্রেক্ষিত বা আয়রনি ধরতে পারেননি? একটু অবাক হলাম।
  • dc | 132.164.198.145 | ১৯ মার্চ ২০১৬ ১৫:২৮704959
  • আঃ কুকীর্তি আবার কি? আমাদের কীর্তি, ওদের কুকীর্তি। ওরা আর আমরা, আলাদা করলে চলবেনিকো।
  • দেবব্রত | 212.142.103.126 | ১৯ মার্চ ২০১৬ ১৫:৩৭704970
  • আসামের চা-বাগানে "ক্রোনি-ক্যাপিটালিজিম"-এর চর্চা হচ্ছে না!! যুক্তি সঙ্গত দাবী । আপনি আমারটা বললেন ওর টা বললেন নাতো ? কি মুশকিল বলেছি তো "আদপে কংগ্রেস , বিজেপি এবং অন্যান্য সংসদীয় দলগুলির সাথে বামপন্থী দল গুলির বিন্দুমাত্র পার্থক্য নেই" কংগ্রেস /বিজেপি টা তো সবাই জানি এইবার বামপন্থীদের টাও না হয় জানলাম - ৯৫/- মজুরী ?
  • ক বাবু | 116.51.131.69 | ১৯ মার্চ ২০১৬ ১৫:৫২704981
  • কোন ব্যবসায়ী তার লাভজনক ব্যবসাকে ডোবাবে না। চায়ের বিশ্ব বাজারে বহুদিনই ভারত অন্যদেশ, বিশেষ করে শ্রীলঙ্কার কাছে মার খাচ্ছে। অ্যাম্বাসেডার গাড়ীর মত মালিকেরা বাগানের রক্ষণাবেক্ষণে মন দেয় নি। কিছু প্রাইম বাগানের চা ছাড়া ওদেরকে চড়া কম্পিটিশান ফেস করতে হয়েছে দিনের পর দিন। ওরা নিজেদের তৈরী করেনি এই কম্পিটিশানের সঙ্গে পাল্লা দেওয়ার। আমরা শিক্ষিত চাকুরেরা যখন দেখি কোম্পানি ডুবছে, আমরা কি অন্যত্র চাকরীর ধান্দা করিনা? যে মালিকের নিজের ব্যবসা ডুবছে, সে কি অন্যের কথা ভাববে? কেনই বা ভাববে? কাল আপনি যদি জানতে পারেন আপনার ব্যাঙ্ক ফেল মারতে পারে, আপনি কি চাচা আপন প্রাণ বাঁচা বলে নিজের টাকা তুলে অন্য জায়গায় রাখবেননা? এই মালিকেরও একই ভাবনা।
    ডুবন্ত শিল্পকে অক্সিজেন দিয়ে লাভ নেই। আগামী বছরগুলোতে অটোমেশানের ফলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের চাকরি কমে যাবে, যাবেই। পারবেন মালিকদের বাধ্য করতে অটোমেশান না করতে দেওয়ার? পাল্কীবাহকদের রুজি, হাতে টানা রিকশাওয়ালাদের রুজি কি বাঁচান গেছে? পাট শিল্পের কর্মীদের? নোকিয়া ফোনের কর্মীদের? ব্যবসা ডুবলে, কর্মীরাও ডুববে। দিন আসছে, স্থায়ী চাকরি বলে কিছুই থাকবেনা, হয়তো পব সরকারের চাকরি ছাড়া। নিজেদের ঘরে বসে কুম্ভীরাশ্রু বিসর্জন করতে করতে হুইস্কির গ্লাসে আর কত চুমুক মারবেন?
  • দেবব্রত | 212.142.103.126 | ১৯ মার্চ ২০১৬ ১৭:০৭704992
  • ব্রিগেড না ভরিয়ে তথ্য দিন ঃ-

    চা বাগান হাতে টানা রিকশা নয় যে প্রযুক্তি এসে কর্মহীন , অথবা অ্যাপেল এসে নোকিয়া’র মৃত্যু । চা বাগান অতি উচ্চ প্রফিটের লেবার ইন্টেন্সিভ ব্যবসা ঃ- ২০১১ সালে McLeod ব্যবসা করেছে ঃ- ৯৪৬.7 কোটি প্রফিট আফটার ট্যাক্স ঃ- ৩৭৮কোটি , Goodricks ব্যবসা করেছে ঃ- ৩৯৩ কোটি আর প্রফিট আফটার ট্যাক্স ঃ- 63.4 কোটি দুটিই ভারতের অন্যতম বৃহৎ চা কোম্পানি । লসের ব্যবসা মনে হচ্ছে ? ব্যালেন্স সিট ওদের ওয়েব সাইট এ পেয়ে যাবেন দেখে নিন সাথে টাটা টি ।

    কোথায় আগরতলা আর কোথায় চৌকির তোলা । দিনে হুইস্কি খেলে এইরকম হয় শুনেছি মুড়ি আর মুড়কি এক করে দিয়ে এক স্টেটমেন্ট দিলে কি করে হবে ?
  • দেবব্রত | 212.142.103.126 | ১৯ মার্চ ২০১৬ ১৭:১৬705004
  • চা বাগান এর জমি অধিকাংশ ক্ষেত্রে সরকারী জমি , মালিকের বাপের সম্পত্তি নয় , লিজ ল্যান্ড - আপনার ভাড়াটে (ওই ব্যাঙ্গালোরের ফ্ল্যাটে ) যদি জলের বিল বাকি রাখে , ইলেকট্রিক বিল , মাসে মাসে ভাড়া না দেয় , বাড়ির দরজা জানলা খুলে নিয়ে বেচে দেয় , সোসাইটির মেইন্টান্যান্স না দিয়ে ,পাশের বাড়ির লোকের থেকে ধার করে পালায় এবং এই কীর্তি কলাপ দীর্ঘ দিন থেকে চলে তাহলে বলতে হবে আপনি একটি অক্কমা বাড়িওয়ালা অথবা ভাড়াটের সাথে অবৈধ সম্পর্ক আছে - সেইটাই হচ্ছে আর সেই জন্যেই " ক্রোনী কমিউনিজম ' বলা হচ্ছে । কি অক্কমা বাড়ি ওয়ালা মাইরি !
  • ক বাবু | 116.51.131.69 | ১৯ মার্চ ২০১৬ ১৭:৫৮705015
  • যে গরু দুধ দেওয়া বন্ধ করেছে আর যে বাগান আর লাভ দেয়না, তারা মরবেই। যারা ব্যালান্সশিটে কন্ট্রিবিউট করছে তাদের কোন মালিক ঘাঁটাবেনা। ব্যবসা বাংগালির আবেগে চলেনা।
    আমার খালি ফ্ল্যাটে ভাড়াটে ব্যবসার জন্যে যা ঢুকিয়েছিল ব্যবসা মন্দা গেলে সব বেচে দিতেই পারে। আমার ফ্ল্যাটও বেচতে সাহায্য করতে পারে যদি আমি লাভ দেখি। ওর কর্মচারীর কোন দায় আমার নয়।
  • cm | 127.247.98.153 | ১৯ মার্চ ২০১৬ ১৮:০০705026
  • দেবব্রতবাবুর 1:46p.m এর তথ্যসূত্র পাওয়া যাবে?
  • cm | 127.247.98.153 | ১৯ মার্চ ২০১৬ ১৮:১৩705037
  • আরো একটা তথ্য নেহাতই দরকার, শ্রমিক ঘনত্ব অর্থাৎ চাবাগানের মাপ, উৎপাদন ও কর্মী সংখ্যা। এক একর জমিতে x সংখ্যক কর্মীকে যে মাইনে দেওয়া হয় 2x সংখ্যক কর্মী হলে তার অর্ধেক হতে পারে।

    দেবব্রতবাবু কি কোন সমাধানসূত্রের দিকেও ইঙ্গিত করছেন? ভোট এসে গেল আপনার কি মনে হয়, কারা এলে এই চা শ্রমিকেরা লাভবান হবেন।
  • PT | 213.110.242.22 | ১৯ মার্চ ২০১৬ ১৮:৩৯705046
  • দেবব্রত আমার 03:06 PM-এর মানে বুঝতে পারেননি। "আসামে ২২৫/- টাকা মজুরী, পশ্চিম বঙ্গে ৯৫/-" অর্থাৎ কিনা শুধু সংখ্যার বিচারে ক্রনি-ক্যাপিটালিসম ক্রনি-বামপন্থার চাইতে বেশী ভাল আর অধিকতর গ্রহণযোগ্য। এবং আমি চাইব যে এখুনি কংগ্রেস পব-তে ক্ষমতায় আসুক যাতে পব-র চা-শ্রমিকদের মজুরী ২২৫ টাকা হয়ে যায়।

    তাহলেও অবিশ্যি "আদপে কংগ্রেস , বিজেপি এবং অন্যান্য সংসদীয় দলগুলির সাথে বামপন্থী দল গুলির বিন্দুমাত্র পার্থক্য নেই" - এই বাক্যটাও ভুলভাল।
  • দেবব্রত | 212.142.91.225 | ১৯ মার্চ ২০১৬ ১৯:৪২705048
  • CM তথ্য সূত্র ঃ- অদ্ভুত বিষয় এই সার্ভেটি করেছেন পূর্ণেন্দু বসু মহাশয়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের শ্রম বিভাগ , হয়ত সত্যিই কিছু কাজ করার ইচ্ছা ছিল প্রথম দিকে । কিন্তু এই রিপোর্ট টি পূর্ণ মাত্রায় প্রকাশ করা হয়নি ।

    আপনার মনে আছে নিশ্চয়ই মমতা দেবী প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটে জিতে এলে টাটার সাথে গোপন চুক্তি প্রকাশ করা হবে -হয়নি । ঠিক এই কারনেই এই সার্ভে রিপোর্টে ভর করে যখন তৃনমূল বামফ্রন্ট কে ফালা ফালা করতে পারে -কিন্তু রিপোর্টই প্রকাশ করছেনা - গতকালের শাসক অনুগত নেওটিয়া যিনি অশোক ভট্টাচার্যের সহযোগিতায় শিলিগুড়ি সংলগ্ন চাঁদমনি চা বাগান কে উচ্ছেদ করে রিয়াল এস্টেট বানিয়েছেন তিনিই আবার বর্তমান সরকারের ব্লু আইড বয় শিল্পপতি । ঠিক এই কারনেই টাটার সাথে চুক্তি প্রকাশ পায়না এবং চা বাগানের রিপোর্ট কেবল আংশিক প্রকাশিত হয় । এই বিষয়ে সংক্ষিপ্ত একটি রিপোর্ট আপনি পাবেন ঃ- Synopsis of Tea Garden Survey এই নামে পশ্চিমবঙ্গ সরকারের আমার উল্লেখিত তথ্য গুলি এই সংক্ষিপ্ত রিপোর্ট নির্ভর । CM আপনার অধিকাংশ প্রশ্নের জবাব এই সার্ভে রিপোর্টটায় আছে সিনপসিস হলেও প্রাথমিক তথ্য হিসাবে যথেষ্ট । যদি আসামে ৯৪/- মজুরী থেকে থাকে তা কি আমাদের 'শ্রমিক দরদী ' সরকারের ৩৪ বছরের কৃতকর্ম সমর্থন করে ?

    ' ভোট এসে গেল আপনার কি মনে হয়, কারা এলে এই চা শ্রমিকেরা লাভবান হবেন' আমার এই বিষয়ে এই গুরুর ব্লগেই একটি সাম্প্রতিক লেখা আছে গণতন্ত্র = ভোটতন্ত্র পুতুলনাচ । যদি কষ্ট করে পড়েন উত্তর আশা করি পেয়ে যাবেন ( বলতে পারেন লেখা টি পড়ার জন্য প্রমো করছি )
  • PT | 213.110.242.4 | ১৯ মার্চ ২০১৬ ২০:০৭705049
  • ".... তিনিই আবার বর্তমান সরকারের ব্লু আইড বয় শিল্পপতি। ঠিক এই কারনেই টাটার সাথে চুক্তি প্রকাশ পায়না....."
    এটি ভুল তথ্য। টাটার চুক্তি আইনগত কারণে প্রকাশ করা যায় না। তার সঙ্গে সরকার ও ব্যবসায়ীর মাখামাখির কোন সম্পর্ক নেই। ২০১১-র ভোটের আগে তিনো অ-তিনো সকলেই জানত যে এ ব্যাপারে তিনোরা মিথ্যে কথা বলছে।

    তবে আমার ধারণা, তাপসী মালিক মামলা, কংকাল মামলা, নন্দীগ্রাম মামলা, সাঁইবাড়ি মামলা, কলকতায় গুলী চালানো মামলা, রাজারহাট জমি অধিগ্রহণ মামলা এবং নেতাজী ফাইল ইত্যাদির কোনটা দিয়েই যেমন বামেদের "ফালাফালা" করা যায়নি বা করতে চাইলেও পারা যায়নি, ঐ চাঁদমণি চা বাগান উচ্ছেদ রিপোর্ট-ও সেইরকম অশ্বডিম্ব প্রসব করত।
  • cm | 127.247.98.153 | ১৯ মার্চ ২০১৬ ২০:১৬705050
  • অন্য টই পড়া হয়নি, পড়ছি। আসামে ৯৪ টাকা মজুরী হলে আপনার দেওয়া তথ্যের বিশ্বাসযোগ্যতা কমে যায় এই যা।

    পূর্নেন্দু বাবুর সাথে পরিচয় নেই ঐ সার্ভে প্রকাশ হোক তারপর তা নিয়ে আলোচনা করা যাবে।

    তবে একটা কথা আপনি ঠিক বলেছেন, শ্রমিক দরদী সরকার নন্দনকানন বানাতে পারেনি। এক্কেবারে হককথা।
  • cm | 127.247.98.153 | ১৯ মার্চ ২০১৬ ২০:১৮705051
  • ফালাফালা করতে কে চায়, ঐ হাওয়া গরম করা আর কি। তবে এসবে বিশেষ কাজ নাও হতে পারে।
  • দেবব্রত | 212.142.91.225 | ১৯ মার্চ ২০১৬ ২০:৩৩705053
  • সার্ভে রিপোর্ট প্রকাশ হয়েছে ঃ- Synopsis of Tea Garden Survey এই নামে পশ্চিমবঙ্গ সরকারের এ পাবেন ,সরকারের ওয়েব সাইট এ জ্বলজ্বল করছে -তবে পুরোটা নয় । কিন্তু এই সিনপসিস ও ৮০-৮২ পাতার , খুব একটা কম নয় এবং এটা বর্তমানে জনতার সম্পত্তি - সাইটে ঢুকে যে কেউ দেখতে পারেন ।

    " আসামে ৯৪ টাকা মজুরী হলে আপনার দেওয়া তথ্যের বিশ্বাসযোগ্যতা কমে যায় " হটাৎ কমে যাবে কেন ? আমাদের রাজ্যে তো কমিউনিস্ট সরকার ছিল ,তাঁদের কাছে তো শ্রমিকের স্বার্থ দেখা প্রাথমিক স্বার্থ । আসাম বা অন্য রাজ্য তো ' ক্রোনি ক্যাপিটালইস্ট "

    PT ঃ- আপনি রিপোর্ট টা পড়েছেন ? লিঙ্ক দিয়েছি তো - নিজে কিরকম খাবি খাচ্ছেন সেই থেকে দেখেছেন ? তো ইচ্ছা থাকলে শুধু এই সরকারি তথ্য ধরে বামফ্রন্ট কে ফালা ফালা করা যে কোন আতি পাতি রাজনৈতিক নেতার বাঁ হাতের খেল । শুধু বকেয়া পিএফ এর কথা শ্রমিক বস্তিতে ওদের ভাষায় বলতে পারলে আগামী ৩০ বছরে বামফ্রন্ট চা বাগানে পদার্পণ করতে পারবে না । কিন্তু বলেনা কেন ? কারন নিজেরাও ওই কাজ করে চলবে । একদম মাসতুতো ভাই ।
  • PT | 213.110.242.4 | ১৯ মার্চ ২০১৬ ২০:৪৯705054
  • সত্যি?

    অপেক্ষায় থাকলাম সেই "পাতি রাজনৈতিক নেতার বাঁ হাতের খেল" দেখার জন্য। আপনি তো দেখছি এখন নিবন্ধের মূল বিষয় ছেড়ে নিজের রাজনৈতিক অবস্থানকে ক্রমশঃই প্রকাশ ও প্রকট করে চলেছেন। যা লিখে চলেছেন সবই এখন তিনোব্যথী, মাওব্যথী ও ব্যাগড়াবাদীদের মত শোনাচ্ছে।

    আর শেষপর্যন্ত কিনা আশ্রয় করলেন পূর্ণেন্দু বসুকে? পব-র রাজনীতিতে যে মানুষটির বিশ্বাসযোগ্যতা বোধহয় সবচাইতে নীচের দিকে?
  • dc | 132.164.198.145 | ১৯ মার্চ ২০১৬ ২০:৫৮705055
  • চেনা রাস্তা চলে এসেছে, গাড়ি এবার বোঁ বোঁ করে ছুটবে।
  • cm | 127.247.98.153 | ১৯ মার্চ ২০১৬ ২১:০৯705056
  • এ একটা ফাইল আছে বটে তবে সেটা খুলতে পারছিনা। জানিনা অন্যকারু সমস্যাহচ্ছে কিনা।

    তবে, Name: দেবব্রত Date:19 Mar 2016 -- 02:20 PM
    "কি অন্যায় দাবী আসামে ২২৫/- টাকা মজুরী"

    এর পরে "" আসামে ৯৪ টাকা মজুরী হলে আপনার দেওয়া তথ্যের বিশ্বাসযোগ্যতা কমে যায় " হটাৎ কমে যাবে কেন ? " নিঃসন্দেহে ভালো প্রশ্ন।

    নানা আপনি একদম ঠিক বলেছেন বাম সরকার মোটেই শ্রমিকদের জন্য নন্দনকানন বানাতে পারেনি। এতে আপনাকে কেউ চ্যালেঞ্জ করবেনা।
  • রৌহিন | ১৯ মার্চ ২০১৬ ২১:১৭705057
  • "যা লিখে চলেছেন সবই এখন তিনোব্যথী, মাওব্যথী ও ব্যাগড়াবাদীদের মত শোনাচ্ছে।" - এবারেও কি আমি আয়রনি টা বুঝতে ভুল করছি?
  • ব্য | 45.0.127.52 | ১৯ মার্চ ২০১৬ ২১:২২705058
  • শিপিয়েম জমানার কোনো ছ্যাঁদা বের করলে সেটা 'তিনোব্যথী মাওবাদী ও ব্যাগড়াবাদী' মতো শোনায়। পিটি পুরনো শিপিয়েমব্যথী কীনা।
  • dc | 132.164.198.145 | ১৯ মার্চ ২০১৬ ২১:২৯705059
  • বানান সামলে কমরেড। মাওবাদি না, মাওব্যাথী। আকাশ পাতাল তফাত।
  • PM | 233.223.153.249 | ১৯ মার্চ ২০১৬ ২২:০৬705060
  • কোন পুর্নেন্দু, এককালের নকসাল নেতা আর এখনকার সিন্ডিকেট নেতা ?
  • cm | 127.247.98.153 | ১৯ মার্চ ২০১৬ ২২:২৩705062
  • এটা খুলছে। ধন্যবাদ। কোন এক অজানা কারণে ঐ পিডিএফটাতে কি সব হিজিবিজি দেখাচ্ছে।
  • দেবব্রত | 212.142.91.225 | ১৯ মার্চ ২০১৬ ২২:২৭705064
  • CM -পিডিএফ টায় ডিটেল এ আছে , এখানে কি পিডিএফ পেস্ট করা যায় ? না হলে আমাকে মেইল অ্যাড্রেস দিতে পারেন আমি মেইল করে দেব ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন