এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ক্রোনি কমিউনিজম -শিলিগুড়ি মডেল !

    Debabrata Chakrabarty লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৮ মার্চ ২০১৬ | ৫০৪৩১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 24.139.209.3 | ২৫ মার্চ ২০১৬ ০৮:৫২704861
  • স্বাস্থ্য একেবারে বেসিক জায়গা বলেই জানতাম। এমনকি অপুষ্টি ইত্যাদিও স্বাস্থ্যের মধ্যেই পড়ে।
    আর স্বাস্থ্যকে ফ্রি বা লো কস্ট করানোর সুফলটা ভারতের জনগণের জন্য প্রযোজ্য হওয়ার কথা।

    তবে আপনি সত্যিই মনে হয় ওঁদের মডেলটা কী ,কেন জানেন না। নইলে এই কথাগুলো লিখতেন না।
  • PT | 213.110.242.23 | ২৫ মার্চ ২০১৬ ০৯:১৪704862
  • তো তাঁদেরকেই দেশটা চালাতে বলুন না। চাকরী বাকরী নাই কিন্তু খাদ্য স্বাস্থ্য সবই পাওয়া যাচ্ছে ফ্রি-তে এমন সব-পেয়েছির-দেশ থাকলে আমি কেন আপত্তি করতে যাব?
  • dc | 132.174.181.239 | ২৫ মার্চ ২০১৬ ০৯:২০704863
  • অন্তত ফ্রি বেসিক স্বাস্থ্য আর ফ্রি বেসিক শিক্ষাব্যবস্থা আছে এরকম দুয়েকটা দেশের নাম কিন্তু জানি। কোন কোন দেশে ফ্রি না হলেও নামমাত্র মূল্যে এডুকেশান আর হেল্থকেয়ার পাওয়া যায়। শিক্ষা আর স্বাস্থ্য তো মৌলিক অধিকারের মধ্যেই পড়ে জানি, এমনকি আমাদের মতো ক্যাপিটালিস্টরাও তাই মনে করে। এটা নিয়ে PT এতো আপত্তি করছেন কেন? আর আমাদের দেশে যদি এগুলো না হয়ে থাকে তো এই নিয়ে আন্দোলন তো করাই যায়!
  • pi | 24.139.209.3 | ২৫ মার্চ ২০১৬ ০৯:২১704865
  • কথাটা ডিসিকে বলিনি।
  • pi | 24.139.209.3 | ২৫ মার্চ ২০১৬ ০৯:২১704864
  • আবারো এই কথাটা বললেন মডেলটা কিস্স্যু জানেন না বলে।

    সত্যি না জেনেও যে কত্ত ভাট বকা যায় আর অন্যদের জ্ঞান দেওয়া যায় !
  • aranya | 83.197.98.233 | ২৫ মার্চ ২০১৬ ০৯:২৬704866
  • কাজের সুযোগ তৈরী করা আর স্বাস্থ্য পরিষেবা দেওয়া - দুটো তো আলাদা বিষয়।
    দুটো ই দরকার
  • dc | 132.174.181.239 | ২৫ মার্চ ২০১৬ ০৯:২৭704867
  • শিক্ষা আর স্বাস্থ্যর অধিকার নিয়ে বামপন্থীরাও যথেষ্ট সরব বলেই জানি। এমনকি অফিসিয়াল বামপন্থীরাও। আবাপর অব্স্থান অবশ্য জানা নেই।
  • S | 108.127.180.11 | ২৫ মার্চ ২০১৬ ০৯:৩২704868
  • শুনুন এখানে অনেকেই ফ্রি শিক্ষা স্বাস্স্থ্য আর বাকি সবকিছুর মধ্যে পার্থক্য করতে পারেননা। কেন বুঝিনা।

    ডিসি যেটা বললেনঃ আমাদের মতন ক্যাপিটালিস্টরাও (আমি যে কী সেটা অবশ্যি আমি নিজেও জানিনা - হাঁসজারু টাইপের কিছু হবো) ফ্রি শিক্ষা আর স্বাস্থ্যের পক্ষে। তার কারণও আছে। অন্যদিকে এইসব সাইকেল, কণ্যাশ্রীর টাকা দেওয়া, এমনকি দুটাকার চাল এগুলো আলাদা - এগুলো একটা সরকারের রাজনৈতীক ভেট ভোটের আশায়। এইসব স্কিম বেশিদিন চলে না - এবছর চললো, পরের বছর বন্ধ হয়ে গেলো, বা কম লোক পেলো ইত্যাদি। প্রায়সই ওয়ান টাইম অফার হয়।

    কিন্তু শিক্ষা আর স্বাস্থ্যে টাকা ঢালার স্বার্থ আছে। একটা দেশের জিডিপি (মানে ইনকাম) বাড়ে দুটো কারণে। ১) জনসংখ্যা, ২) প্রোডাক্টিভিটি। এই দুনম্বরকে বাড়াতে গেলে স্কিল ও স্বাস্থ্যের উন্নতি দরকার। তাই শিক্ষা আর স্বাস্থ্যে (সেজন্যে দুটাকার চাল নিয়েও আমার তেমন কিছুই বলার নেই) সরকারী অনুদান বেসিকালি ইনভেস্টমেন্ট। একবার লোকেদের ইনকাম লেভেল বেড়ে গেলে তখন ট্যাক্স বসিয়ে তুলে নিতে পারবে।
  • aranya | 83.197.98.233 | ২৫ মার্চ ২০১৬ ০৯:৩৪704869
  • দূর্গাবাড়ি চা বাগানের মত শ্রমিক সমবায় ব্যবস্থা পঃ বঙ্গের চা বাগানে কেন কার্যকরী হবে না, সেটাও বুঝি নি।
  • dc | 132.174.181.239 | ২৫ মার্চ ২০১৬ ০৯:৪০704871
  • S এক্কেবারে হক কথাটা বলেছেন। আমরা দেশের হিউম্যান রিসোর্সে আরো বেশী ইনভেস্টমেন্ট চাই, পরে সেই ইনভেস্টমেন্টের থেকে আরো বেশী রিটার্ন তো পাবোই :p শিক্ষার প্রসার করতে পারলে ব্যাবসা বাণিজ্যেরও প্রসার ঘটে। তাছাড়া লোকের ইনকাম বাড়লে মার্কেটও বাড়বে, তাহলে আমরা আরো বেশী সেলও করতে পারবো। এছাড়া HDI ইত্যাদি তো আছেই।
  • Debabrata Chakrabarty | ২৫ মার্চ ২০১৬ ০৯:৪৬704872
  • কাজের সুযোগ তো আছে ঃ-
    ১ চালু চা বাগান চ্যাটারজি নেওটিয়া জুড়ি কে বেচে দেওয়া - রিয়েল এস্টেট । ( হিরানন্দানি বেটার না শোভা প্রজেক্ট সে বিষয়ে বিতর্ক থাক ।)
    ২ প্লাম্বার ,রাজমিস্তিরি ,জোগাড়ে , মলের ঝাড়ুদারের বিকল্প কাজ - কেরালায় জন মজুর ,মুম্বাইয়ে মাটি কাটা কত কাজ। সেই কবে থেকে পুনেতে দুগগো পূজার লাফিয়ে লাফিয়ে বেড়ে চলা রেফারেন্স হিসাবে থাক ।
    ৩ বিনা ট্রেনিং শ্রমিক পরিবারের কিশোরী দের বেশ্যাবৃত্তির লাইনে নামিয়ে দেওয়া - সরকার মধ্যসত্ব ভোগীদের ভাগিয়ে জেলায় জেলায় রিক্রুটমেন্ট সেন্টার খুলুন ।
    ৪ এতদিনের বিনা বেতনে শুকিয়ে যাওয়া BMI ১৭এ নেমে আসছে যাদের , অক্ষম এই কালকে চিতায় উঠবে ,ভোটের বাজারে প্রভাব পড়তে পারে তাঁদের জন্য ২ টাকায় চাল দেওয়া আর সেই চাল বণ্টনের লাইন থেকেই দালালরা কিনে মুদির দোকান ,মুদির দোকান থেকে মুড়ি ফ্যাক্টারি মুড়ির সাথে তেলেভাজা শিল্প কে বলল কাজের সুযোগ নেই ?
  • S | 108.127.180.11 | ২৫ মার্চ ২০১৬ ০৯:৫৩704873
  • ৪ নং পয়েন্টটা বোধয় আমায় ছুঁড়ে বললেন। যাক বলটা ছেড়ে দিলাম।

    শুধু একটাই কথা বলিঃ ক্লাবে ক্লাবে টাকা না ঢেলে সেই টাকায় তো আরো কমে চাল দেওয়া যায়। সেই নিয়ে কবি এতো নীরব কেন?
  • PM | 116.78.103.192 | ২৫ মার্চ ২০১৬ ০৯:৫৯704874
  • সিঙ্গুরে কারখানা করতে না দিয়ে ২ টাকা KG চাল দিয়ে ( নিঃসন্দেহে সাময়িক) হাত ধুয়ে ফেলা পঃবঃ ব্যাপী ব্যাগরা-শিল্পের একটা রূপ। এখন কেউ যদি বলে ২ টাকা করে চাল দিয়ে সরকার কি খারপ কাজ করাছে? প্রশ্নটা খুব ট্রিকি। এই প্রশ্নের আড়ালে চাপা পড়ে যায় মুল প্রশ্ন "সিঙ্গুরের মানুষের পরিশ্রম করে রোজগার করার উপায় বন্ধ হলো কেনো ? "

    চা-বাগান কর্মীদের রিস্কিল করে কর্মক্ষম কারার প্রচেষ্টা না করে খিচুরী নির্ভর করে রাখা টা পঃবঃ এর সফল ব্যাগরাশীল্পের আরেকটা রূপ। কোনো ব্যাগরা শীল্পি "কাজ চাই"এর মতো সহজ কথাটা সহাজ ভাবে বলেন না বা বলতে পারেন না। অথচ পঃ বঃ এ কাজের অভাব-ই মুল সমস্যা। কিন্তু এটা স্বীকার করলে ইন্ভেস্টমেন্ট এর প্রয়োজনীয়তাও স্বীকার করতে হবে যে !!! ঃ(

    ( কাল রাজরহাটের একজন মুসলিম ওলা ড্রাইভারের সাথে কথা হচ্ছিলো ৭০/ট্রিপ হিসেবে মাসে ২০০০০ টাকা রোজগার করে, আর খোজ নিলেই জানবেন ওলার ড্রাইভার কলকাতায় এখন অপ্রতুল। তবু চা বাগানের কর্মচ্যুতদের চা বাগানেই রোজ ১০০ থেকে ১২৫ টাকা করার জন্য মাথা খুঁড়তে হবে)
  • sm | 53.251.91.253 | ২৫ মার্চ ২০১৬ ১০:০৪704875
  • পিটি, ওলার ড্রাইভার হতে গেলে কি কি যোগ্যতা লাগে? কেন লোকে ৯-১০ হাজার তাকে, প্রাইভেট গাড়ি বা ভাড়ার গাড়ি চালাচ্ছে? কলকাতায় কি ড্রাইভারের অকাল পড়েছে? জানলে, বিশদে লিখুন।
  • PT | 213.110.242.23 | ২৫ মার্চ ২০১৬ ১০:০৬704877
  • "শিক্ষা আর স্বাস্থ্য তো মৌলিক অধিকারের মধ্যেই পড়ে জানি, ...... এটা নিয়ে PT এতো আপত্তি করছেন কেন?

    মৌলিক অধিকার হলে তার ব্যবস্থা তো সরকার করবে। সেখানে NGO আসে কোথা থেকে?

    PT "ক্রেডেল টু গ্রেভ" সরকারী দায়িত্বের একটি দেশে দীর্ঘ সময় কাটিয়ে এসেছে-কাজেই মৌলিক অধিকারের প্র্যাকটিকাল প্রয়োগ সম্পর্কে সে বিশেষ অবগত। কিন্তু সেখানে একটি PhD ছাত্রকেও ৩০% ট্যাক্স দিতে হত, জগদ্বিখ্যাত সিনেমা পরিচালকের বাড়িতে ট্যাক্স পুলিশ হানা দিয়ে, দেওয়াল খুঁড়ে টাকা বের করে আনত আর টেনিস তারকা বেশী ট্যাক্স দেবেনা বলে দেশ পরিত্যাগ করেছিল। এটা PT-র চোখে দেখা একটা মডেল। এটি এদেশে যথাযথভাবে প্রয়োগ করলে রক্তগঙ্গা বইবে।

    সেদেশে চল্লিশের দশকে খনির কাজ বন্ধ হলে শ্রমিকদের ট্রেনিং দিয়ে জাহাজ বানানোর কারখানায় কাজ পাইয়ে দেওয়া হয়েছিল। সেগুলো বন্ধ হলে (সম্ভব্তঃ ষাটের দশকে) আবার শ্রমিকদের ট্রেনিং দিয়ে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল। কোন ব্যাগড়াবাদীরা সরকারের সেই পদ্ধতিকে আটকানোর চেষ্টা করেছিল কিনা তার উত্তর আমি দিতে পারব না। তবে উত্তরের মানুষ কাজের খোঁজে দক্ষিণে যাবে না এমনতর কোন কথা আমি কোন আলোচনাচক্রে শুনেছি বলে মনে করতে পারি না। উল্টে বরং মানুষ নিজের থেকেই বাড়িঘর ছেড়ে কাজের সন্ধানে অন্যত্র পাড়ি জমাত।

    ২০-র দশকে ১.২ মিলিয়ন মানুষ সেদেশ ছেড়ে আমেরিকায় সুখের সন্ধানে যাত্রা করেছিল। যারা ইউরোপের গপ্প শোনাচ্ছে তারা যেন গোটা ইউরোপ জুড়ে মানুষের চলমানতার কথাটাও মাথায় রাখে। সুখের সন্ধানে লক্ষ লক্ষ মানুষ ইউরোপ ছেড়েছিল বলেই আমেরিকা তৈরি হয়েছে।
  • anirban | 172.238.29.100 | ২৫ মার্চ ২০১৬ ১০:০৬704876
  • dc | 132.174.181.239 | ২৫ মার্চ ২০১৬ ১০:১৪704878
  • কিন্তু PT সবেতে ব্যাগড়াবাদী খোঁজে কেন? সিঙ্গুরে ব্যাগড়া দিয়ে কাজ বন্ধ করা হয়েছিল আর মমতা নিজের স্বার্থে আন্দোলনে ঘি ঢেলেছিল, আর তার ফসলও তুলেছে দুহাত ভরে। এটা তো আমিও মানি। কিন্তু তার জন্য মৌলিক অধিকার নিয়ে কাজ করা, সে বিষয়ে সচেতনতা গড়ে তোলা, তাতে কি দোষ হলো? PT যে ক্র্যাডল টু গ্রেভ মডেল দেখালো সেটা আমাদের দেশেও ইমপ্লিমেন্ট করার চেষ্টা হোক না! পুরো না হোক, অন্তত কিছু তো হোক! তাতে এতো আপত্তি কেন? মানে সব কিছু একসাথে মিশিয়ে দেওয়া কেন?

    (ওপরের পোস্টটা PT কেই করলাম, কিন্তু PT নিজেই থার্ড পার্সনে লিখেছেন তাই আমিও সেভাবেই লিখেছি)
  • dc | 132.174.181.239 | ২৫ মার্চ ২০১৬ ১০:১৭704879
  • "মৌলিক অধিকার হলে তার ব্যবস্থা তো সরকার করবে। সেখানে ণ আসে কোথা থেকে?"

    অবশ্যই। কিন্তু আপাতত তো সরকার কিছু করছেনা। তাহলে সরকারকেও চাপ দেওয়া উচিত, আবার কোন NGO নিজের উদ্যোগে কিছু করতে চাইলে তাকেও স্বাগত জানানো উচিত। এর মধ্যে কনফ্লিক্ট কোথায় বুঝছি না, আর এই সবের সাথে সিঙ্গুর-নন্দীগ্রাম কেন টেনে আনা হচ্ছে তাও বুঝছি না। ওগুলো তো আলাদা কেস!
  • sm | 53.251.91.253 | ২৫ মার্চ ২০১৬ ১০:১৮704880
  • আরে পিটি, কিউবায় চাল পাঠিয়ে; তখন কি কার্য্য সিদ্ধি হতো?তখন কি বামেরা সাময়িক ভাবে ব্যাগড়া পন্থীর ভুমিকা নিতো?কিউবান রা কি খিচুড়ি খায়?
  • S | 108.127.180.11 | ২৫ মার্চ ২০১৬ ১০:১৯704882
  • ওগুলো সব প্রোলেতেরিয়েত চাল। ওগুলো বাংলার মানুষের জন্য নয়।
  • pi | 24.139.209.3 | ২৫ মার্চ ২০১৬ ১০:২১704883
  • কারণ পিটিকে কিছু লোকের কাজ নিয়ে ব্যাগড়া দিতেই হবে। গাল দিতেই হবে।
  • S | 108.127.180.11 | ২৫ মার্চ ২০১৬ ১০:২৩704885
  • কিন্তু পাইদেবী আপনারা তো একটা সমবায় তৈরী করতে পারেন। বা এলেলসি। একজন লোক সাহায্য কত করতে পারে? কিন্তু ইনভেস্টমেন্ট চাইলে করাই যায় অনেকটা।
  • sm | 53.251.91.253 | ২৫ মার্চ ২০১৬ ১০:২৩704884
  • S , আপনি কি বোঝাতে চাইছেন সত্যিই বুঝছিনা। আমি সাবসিডি আর স্টিমুলাস এর পার্থক্য বুঝতে চাই না। আর টেকনিক্যাল ব্যাপার? ওটা আপনার ওপর ছেড়ে দিলাম।
    বিদেশের কথা বললেন; তার প্রেক্ষিতে লিখছি। ইউ কে তে, গরিব লোকেরা একদম বিনামূল্যে স্বাস্থ্য,বাসস্থান, শিক্ষা পায়।হাতে মাসিক কয়েকশ পাউন্ড ভাতা পায়।৬৫ (এখন ৬৭) বছরের পর পেনশন পায়। পুরো টাকাটা সরকার অপেক্ষা কৃত স্বচ্ছল দের কাছে ট্যাক্স ও , ন্যাশনাল ইন্সুরানস এর নাম করে সংগ্রহ করে।

    আমাদের দেশে সরকার,২০ টাকার লিটার প্রতি ডিজেল তৈরী করে; ৫০ টাকায় বিক্রি করে। লাভের এই বিপুল টাকা নিয়ে সরকার কি করবে? কর্পোরেট ট্যাক্স মুকুব করবে?
    আপনি যে অতল পেনশন স্কিম উল্লেখ করলেন; হিসেব করলে দেখবেন ইনফ্লেশন স্বাপেক্ষে কাস্টমার এর লোকসান হচ্ছে লং টার্ম এ। আর বিমা যোজনার ও হাল তথৈবচ।কেনা জানে ভারতে গরিব মানুষের ক্লেম পেতে গেলে;পায়ের সুতো ছিঁড়ে যাবে, ।
  • PT | 213.110.242.23 | ২৫ মার্চ ২০১৬ ১০:২৮704886
  • PT ব্যাগড়াবাদীদের খোঁজে না। তারা অন্ততঃ গত ৬/৭ বছর ধরে সর্বত্র বিরাজমান-অন্ততঃ পব-তে।

    কনফ্লিক্ট তখনই আসে যখন NGO কোন রাজনৈতিক দলের সাথে মাখামাখি করে। নন্দীগ্রামের আহত-নিহত ইত্যাদির প্রথম দিকের হিসেব পত্তরের সঙ্গে কারা জড়িয়ে ছিল খোঁজ নিয়ে দেখবেন। তার ওপরে অনেক NGO রাষ্ট্রের অস্ত্বিত্ব, তার বিপন্নতা ইত্যাদি নিয়ে বেশ মাতামাতি করে-যাতে আস্ল কাজের চাইতে কন্ফ্লিক্ট বেশী তৈরি হয়।

    এটা কি আগে এখানে আলোচিত হয়েছিল যে অন্ততঃ পব-তে সংখ্যাগরিষ্ঠ NGO প্রাক্তন নকশাল বা অতিবামেদের দখলে?
  • S | 108.127.180.11 | ২৫ মার্চ ২০১৬ ১০:৩২704887
  • sm
    ইন্ডিয়াতে স্টিমুলাস কবে দেওয়া হলো? দেওয়া হলে সেইটা সত্যিই জানিনা। পশ্চিমে যেটা দেওয়া হয়েছিলো সেটা লোনের আকারে - তা সেতো ফেরত পাওয়া হয়ে গেছে।

    করছাড় দেওয়া হয় বাজেটে। ফলে সেটা আনার্ন্ড ইনকাম। অলরেডি বাজেটের ঘাটতির মধ্যেই থাকে। কিন্তু কেউ ঋণ না মেটালে (সরকারী ব্যান্কে) সেটা লস - ঘাটতি বাড়ায়। ইনফ্লেশন এক্সপেক্টেশনের বাইরে চলে যায়। এটা আমার ধারণা।

    আর আমি ঐ পেনশান স্কিম আর বিমা যোজনা - দুটই বা একটার হিসেব করেছিলাম। এইখানেই কোথাও লিখেছিলাম। মোটামুটি ৮%-৮।৫% রিটার্ণ। পিএফের সমান? ২০-৩০ বছরের হিসেবে সেটা খুবেকটা মন্দ নয়।

    আর ইউরোপ নিয়ে বাকি প্রশ্নের উত্তর দিলেন নাতো। ইউকে নিয়েই দিন।
    সেখানে পিএফ আছে?
    ব্যান্কে কত সুদ দেয়?
    ট্যাক্সের পরিমাণ কত?
    চাষিরা কর মুক্ত?
    এইসব দেশের জনসংখ্যাই বা কত?
    এদের কোন কোন দেশ কলোনি থেকে সুবিধে পেয়েছে?
  • sm | 53.251.91.253 | ২৫ মার্চ ২০১৬ ১০:৩৭704888
  • বাকি রইলো, অনাদায়ী ঋণ এর কথা। এখানেও রয়েছে করাপ্ট ব্যান্ক অফিসার ও শিল্পপতিদের নেক্সাস। ওনারা ঋণ দেবেন , শিল্পপতিরা মারবে আর কয়েক বছর পর এন পি এ ঘোষিত হবে। সরকার স্টিমুলাস প্যাকেজ এর নাম, মুকুব করে দেবে।
    ধরুন, কন্যাশ্রি প্রকল্পের নাম করে সরকার অনুদান দিল। বিলো ১৮ বছর এর মেয়েদের মাতৃত্ব সংখ্যা কমে গেল । কি ক্ষতি হলো, লং তার সল্যুশনের।
    ২ টাকা দরে চাল দিয়ে, কিছুলোকের ক্ষুধা নিবৃত্ত করা গেল;কি ক্ষতি হলো?
  • cm | 127.247.96.42 | ২৫ মার্চ ২০১৬ ১০:৫১704889
  • অধিকার আর খয়রাতিতে পাওয়ার মাঝে যে ফারাক তা যারা বোঝেননা, পিটিদাকি তাদের শিখিয়ে পড়িয়ে মানুষ করতে পারবেন!
  • সুসমাচার ২ | 99.234.157.254 | ২৫ মার্চ ২০১৬ ১০:৫৪704890
  • হে পিতঃ উহাদের ক্ষমা করো। উহারা জানে না উহারা কী করেতেছে।
  • dc | 132.174.181.239 | ২৫ মার্চ ২০১৬ ১০:৫৭704891
  • PT বোধায় ডেফিনিশনে গুলিয়ে ফেলছেন।

    প্রথমত, নন্দীগ্রামে বাগড়া দিয়েছিল মাওবাদিরা, সিঙ্গুরে আরো অনেক NGOরা। সাথে অবশ্যই তিনোরাও ছিল। এদেরকে যদি ব্যাগড়াবাদি বলেন, সেটা ঠিক আছে। কিন্তু এখানে আলোচনা হচ্ছে শিক্ষা-স্বাস্থ্য নিয়ে যাঁরা কাজ করছেন, বা জনচেতনা গড়ছেন তাদের নিয়ে। একটা কাজ ডেস্ট্রাকটিভ ছিল, আরেকটা কনস্ট্রাকটিভ হচ্ছে। এদের সবাইকেই ব্যাগড়াবাদি ছাতার তলায় কেন নিয়ে আসছেন?

    দ্বিতীয়, NGO রা সর্বত্র বিরাজমান এটা ঠিকই বলেছেন। শুধু পব না, সর্বত্র। অনেক কিছু নিয়েই কাজ করে, পরিষেবার উন্নতি করতে প্রোজেক্ট চালায়, রাইট টু এডুকেশান নিয়ে কাজ করে। চেন্নাইতে একটা অমানবিক ব্যাপার আছে, সুয়ারেজ পরিষ্কারে এতোদিন ধরে কর্পোরেশন মানুষ ব্যবহার করে এসেছে, কিছু কর্মী মারাও গেছেন। কয়েকটা ngo চেষ্টা করছে যাতে অটোমেটেড সুয়ারেজ মেশিন আরো বেশী ব্যাবহার করা যায়। কাজেই নানান এরিয়াতে সারা দেশেই ngo রা কাজ করছে, তাদের সবাইকেই ব্যাগড়াবাদী বলবেন নাকি?
  • S | 108.127.180.11 | ২৫ মার্চ ২০১৬ ১১:০৩704894
  • পস্চীমে গত রিসেশনে কিন্তু স্টিমুলাস প্যাকেজ দেওয়া হয়েছে একেবারেই অন্য কারণে।

    ২ টাকা দরে চালের বিরুদ্ধে তেমন কিছুই বলার নেই। সকলেই কি পাচ্ছেন? যারা পাচ্ছেন তাদের সকলেরই কি দরকার আছে? এই পোশ্নো গুলোর ঠিকঠাক উত্তর থাকলে কিছুই বলার নেই। কিন্তু কন্যাশ্রী প্রকল্পের টাকা তো দহেজে যাচ্ছে। তার থেকে মেয়েদের নিরাপত্তা বাড়ালে মনে হয় বেশি কাজে দেয়। যাতে মেয়েরা দুরে গিয়ে নিস্চিন্তে পড়াশুনা বা কাজকর্ম করতে পারে। আমার মনে হয় ঐটুকু দিলে মেয়েরা নিজেরাই নিজেদের বন্দোবস্ত করে নেবে।

    আমার বক্তব্য হলো ভোটে জিতে সাইকেল দেওয়া অনেকটা স্বাস্থ্য পরিষেবার নামে হাতে এক প্যাকেট প্যারাসিটামল ধর্নিয়ে দেওয়ার মতন।

    আর ইউকে নিয়ে বাঅকি কোস্নোগুলো?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন