এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ক্রোনি কমিউনিজম -শিলিগুড়ি মডেল !

    Debabrata Chakrabarty লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৮ মার্চ ২০১৬ | ৫০৪৩৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.110.242.6 | ২৬ মার্চ ২০১৬ ২৩:২৬704994
  • "এর পরেও তিনি শুধুই স্বেচ্ছাসেবী, মাস গেলে সাম্মানিক হিসেবে পান ৪৪০০ টাকা। আর তাঁর সহায়িকা ২৮০০ টাকা।..... এ রাজ্যে দেড় লক্ষ কর্মী ও সহায়িকা আছেন যাঁদের বেঁচে থাকা নির্ভর করে এই ক’টা টাকার ওপর। আজ পঁচিশ বছর শ্রম দিয়েও সেই ভদ্রমহিলা জানেন অবসরের সময় নেই কোনও সরকারি বা সামাজিক সুরক্ষার আশ্বাস।"

    এই নিন, দিনে ৯৫ থেকে ১৪৫ টাকা রোজের দেশের জন্যে বেগাড় খাটা "সরকারী" মহিলা শ্রমিক। কোন নেউটিয়াকে কিংবা সরাসরি কোন রাজনৈতিক নেতাকে এদের দুর্দশার সঙ্গে জড়াতে পারবেন না। "চল মিনি আসাম যাব" গেয়ে নালে-ঝোলে মাখামাখিও করতে পারবেন না........>

    <http://www.anandabazar.com/editorial/compensation-1.336803#
  • Debabrata Chakrabarty | ২৬ মার্চ ২০১৬ ২৩:৩০704995
  • না না অনেকগুলি ভুল ভাঙ্গার আছে

    1। আমি আদৌ অতিবাম নই ( যদিও সেইটা ঠিক কি আমি জানিনা , তবে গালি হবে বলেই মনে হচ্ছে এত বার যখন কথাটা আসছে ) কাগজ পড়ে নিবন্ধ নামাই ব্যাস ।
    2। ডাটা অপারেটার বিষয়ে আমার বিন্দুমাত্র অচ্ছেদ্দা নেই - বরং অনেক মায়া , বেচারারা রাত জেগে কাজ করেন তো মাঝে মাঝে কোথাও একটা শূন্য বেশী দিয়ে ফেলেন এই আর কি । কিন্তু NDA বলে একটা ক্লস আছে শুনেছি ।
    3। আমি এখনো বুঝতে পারলাম না চ্যাটারজি আর নেওটিয়া কি যমজ -সেই কবে কুম্ভ মেলা কেস ?
    4। চা বাগান শ্রমিকরাই চালাতে পারবে তাঁর জন্য আমার মত ধূর্ত বামুনের দরকার নেই -যেমন ঊষা চলছে ।

    টই ভোগে গ্যাছে যখন তখন অন্য বিষয়ে প্রবেশ করলে হয়না ? ততক্ষণ কাগজ পড়ে আসি ?
  • π | ২৬ মার্চ ২০১৬ ২৩:৩৪704996
  • ঘটনাচক্রে যে লিখেছে, সে আরেক ব্যাগড়াবাদী আর পুণ্যব্রত গুণেদের মত ব্যাগড়াবাদীদের সাথেই একসাথে কাজ করেঃ)

    আরো ঘটনাচক্রে, পুণ্যব্রত গুণ এটাল যে স্বাস্থ্যখাতে সরকারি বরাদ্দ বাড়াতে বলে নানাপ্রকার ব্যাগড়া সৃষ্টি করেন, তার একটা কারণ এই স্বাস্থ্যকর্মীদের অবস্থার উন্নতিসাধন।

    ওদিকে আরেক ব্যাগড়াবাদী বিনায়ক সেন আজ বাস্তারে নানাবিধ ব্যাগড়া চালিয়ে যেতে পারার জন্য কোলকাতায় সওয়াল করলেন, আরেক ব্যাগড়াবাদী ডঃ জানা বেইল পেলেন।
  • PM | 233.223.159.215 | ২৬ মার্চ ২০১৬ ২৩:৩৮704997
  • দাদা মন দিয়ে কাগজ পড়েন বোঝা যায়---- পুরোনো খবরের কাগজও পড়ছেন নিশ্চই নিয়মিত ? রোজকার খুল্লমখুল্লা চুরী ,ডাকাতি, ঘুষ থেকে নজর হটাতে ১৫-২০ বছর আগের "হলেও হতে পারে" অনাচার খুজতে হবে তো ? ঃ) ভোট এসে গেছে না ? এই তো "গু-এর এপিঠ" তত্ত্বের প্রকৃত সময় ঃ) লগে রহো দাদা
  • PM | 233.223.159.215 | ২৬ মার্চ ২০১৬ ২৩:৪৬704998
  • ব্যাগরাবাদী বাজে শব্দ। বাঙ্লার সংস্কৃতির সাথে ঠিক খাপ খায় না । পঃবঃ এর "তাদের" আমি "ব্যাগরাশিল্পী" বলি। পঃবঃ বাসী যে হতেই হবে তা নয়। মেধা ইত্যাদিরা এই খেতাব দাবী করতে পারেন। সিঙ্গুরের মহান কাজের পারিশ্রমীক পেয়ে যাবার পরে আর তাদের এ চত্তরে দেখা যায় না অবশ্য ঃ)

    কিন্তু ব্যাগরা শিল্পের কথা উঠলে পাই এতো দিল পে নেন কেনো? ঃ)
  • ranjan roy | 24.99.150.83 | ২৬ মার্চ ২০১৬ ২৩:৫৪704999
  • টই যখন ভোগেই ( বা গা-- গাঁ--তে গেছে) তখনঃ

    দাদা, ভোটটি দেবেন জোটকে,
    বলে রঞ্জন -পোটকে।
    কল্লোল জ্যারা হটকে,
    থাকবে নোটায় লটকে?

    বঙ্গে বামের সিএম,
    দু'বছর পরে পিএম?
    না হলে ওরা তো ছাগোল,
    আমরা সবাই পাগোল!

    ব্রতীন মুচকি হাসে,
    এস এম যে তার পাশে।
    ভিডিও-ভুডুর জাদু,
    খাটবে ভেবেছ চাঁদু?

    আমার কথাটা ধরুন,
    একটু বাঁ-পাশে সরুন।
    ছেলেকে বিটেক পড়িয়েছি
    তবু অবস্থা বেশ করুন।

    সেবারে চেয়েছি মোদী,
    এবারে দাদা বা দিদি,
    পাবে ভোট শুধু আমার ছেলের
    চাকরিটা হয় যদি।

    চা-বাগানে লোক মরছে?
    এটা বাড়াবাড়ি করছে।
    লোকেরা বুঝুক, মীডিয়া হুজুগ,
    এখানেও কিছু ঝরছে।

    আমি মরবো না জানি,
    ঘরে আছে দানাপানি।
    শুধু ছেলেটার চাকরি না হলে
    আছে কিছু হয়রানি।

    তাই ভ্যালা মোর বাপ!
    করতে হবে যে মাপ।
    গরীবকে নিয়ে মাথা না ঘামিয়ে,
    দাও ইয়েতেই ছাপ!!
  • PT | 213.110.242.6 | ২৭ মার্চ ২০১৬ ০০:২১705000
  • আমার উদ্দেশ্য ছিল এটা জনসমক্ষে আনা যে ৯৫ টাকা রোজ দিয়ে এক্ষপ্লয়েট করার জন্যে চাবাগান-চ্যাটার্জী-নেউটিয়া-ভট্টাচাজ্জি ইত্যাদি নাটকীয় কুশীলবদের প্রয়োজন নেই। ঐ লেখাতেই পড়লাম যে তাদের ভার ২০১৩-তে "এনজিও আর কর্পোরেটের ‘চ্যারিটি’র হাতে তুলে" দেওয়াতে কর্মীদের বিশেষ উবগার হয়নি। আরো জানলাম যে "প্রায় প্রতিটি রাজ্য থেকে সব মিলিয়ে লক্ষাধিক অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকারা দিল্লির রাজপথে নেমেছেন, সংসদ অভিযান করেছেন। রাজ্য এবং কেন্দ্রীয় স্তরে বিভিন্ন ট্রেড ইউনিয়ন সম্মিলিত ভাবে পাশে দাঁড়িয়েছে। মূলত সেই চাপেই" নাকি বরাদ্দ কিছু বেড়েছে।

    এর মধ্যে NGO-রা এদের কোন উবগারে এসেছিল এমনতো পড়লাম না!! সারা দেশ জুড়েই এক্ষ চলছে-সেটা সামলানোর ক্ষমতা NGO-দের নেই। ঐ ট্রেড ইউনিয়নরা যদি সততার সঙ্গে পথে নামে তো তবে কিছু হবে। নাহলে কাঁদুনি গাওয়াই সার।
  • lcm | 83.162.22.190 | ২৭ মার্চ ২০১৬ ০১:০০705001
  • ঠিক, সারা দের জুড়ে GO এর যা কাজ সেটা চালানোর ক্ষমতা, সাপোর্ট, নেটওয়ার্ক NGO-দের নাই। আর সেটা থাকবেই বা কেন, সেই জন্যেই তো NGO। যেখানে গভর্নমেন্ট সাপোর্টের গ্যাপ আছে সেখানে ন্যাচারেলি NGO আসে।
  • PT | 213.110.242.4 | ২৭ মার্চ ২০১৬ ১১:০৩705002
  • মাসে ৬০ টাকার কন্যাশ্রী কিন্তু ১৮-র পর মেয়েরা কি করবে?
    "কন্যাশ্রীতে এত দিন বছরে ৫০০ টাকা মিলত। সম্প্রতি তা ৭৫০ হয়েছে। ১২ মাসের নিরিখে এই টাকা অত্যন্ত কম বলে মনে করছেন অশোকেন্দুবাবু, বৈতালিদেবীরা। তাঁদের ব্যাখ্যা, কন্যাশ্রী প্রকল্প অনুযায়ী, আঠারো বছর বয়স পর্যন্ত বিয়ে না করে যদি মেয়েরা পড়াশোনা করে তা হলে ২৫ হাজার টাকা মেলে। কিন্তু গাঁ-গঞ্জের গরিব মেয়েগুলো আঠারো পৌঁছনোর আগেই জীবনযুদ্ধে হাঁপিয়ে উঠছে। আত্মসমর্পণ করছে। ভেসে যাচ্ছে প্রতিবাদ।"
    http://www.anandabazar.com/state/girls-who-protested-against-early-marriage-are-married-now-1.342850#

    প্রশ্ন উঠেছে সংখ্যালঘু সমাজ থেকেওঃ
    "সাইকেল নয়, কন্যাশ্রী নয়, যোগ্য মুসলিমদের কাজ চাই।"
    http://www.anandabazar.com/elections/west-bengal/state-election-news/taha-siddiqui-big-gun-saying-government-is-telling-lie-1.342853#
  • sm | 53.251.91.107 | ২৭ মার্চ ২০১৬ ১১:১০705005
  • আপনি ওই অ ব প র লিংক নিয়ে হবু ডুবু খান। কন্যাশ্রী প্রকল্পে তো কিছু মেয়ের উপকার হচ্ছে।টাকা পাচ্ছে; পড়াশোনা চালাতে পারছে,উল্টে অল্পবয়সে মাতৃত্বের সংখ্যা কমছে। মগজে মরুভূমি হলে এমন প্ল্যান মাথা দিয়ে বেরুবে না।
    বাম আমলে এরকম কিছু প্রকল্প হয়েছে বলে তো শুনি নি।
    আর মুসলমান দের কাজের/ চাকরির বন্যা বয়ে গেছিল তো; আপনার প্রিয় সরকারের আমলে?
  • PT | 213.110.242.23 | ২৭ মার্চ ২০১৬ ১২:৩০705006
  • sm
    আপনার মগজে মরুদ্যান আছে সেটা সকলেই জেনে গিয়েছে। কিন্তু সেটাকে বিকশিত হতে দিয়ে অকারণে আমড়াগাছী করে আলোচনার পরিবেশটাকে নষ্ট করবেন না।

    আগের সরকারের আমলে বেকার ভাতা, বিধবা ভাতা ইত্যাদি অনেক কিছুই চালু হয়েছিল। সেগুলো নিয়ে অন্যেরা যেমন হাসিঠাট্টা করত সেইরকম সেগুলো নিয়ে সরকার অনন্তকাল ধরে ঢপ দিয়ে যেত না। সেই সময়ে মুসলমানদের প্রার্থনাসভায় গিয়ে মাথায় কান-খোলা-ঘোমটা দিয়ে সেরেফ ভোট আদায়ের জন্য কেউ সংখ্যালঘু মৌলবাদকেও প্রশ্রয় দেয়নি। কেউ কখনো ৯৯% কাজ হয়ে গিয়েছে বলে দাবীও করেনি কখনো। তবে কাজ সৃষ্টির একটা প্রবল চেষ্টা হয়েছিল বাম আমলে-সেগুলো ওপরে দেওয়া লিং থেকে জেনে নেবেন।
  • sm | 53.251.89.17 | ২৭ মার্চ ২০১৬ ১৪:৩৪705007
  • এই সাইটের সবচেয়ে বড় খোরাক হলেন আপনি; সেটা কতক গুলো টোই এর গত কয়েক মাসের পোস্ট পড়লেই বুইতে পারবেন। কবে এই অ ব প এর লিংক তুলে তুলে, উদ্বাহু নেত্য বন্ধ করবেন?
    নিজে কি জানেন, আপনার দলের নেতারা লুকিয়ে বোরখা পরে ফুরফুরা যান?
    অন্যের কাঁচের ঘরে ঢিল ছুড়তে অনেক কে দেখেছি; আফনে তো মশাই নিজের মুখে পাটকেল ছুঁড়ে থাকেন দেখছি ।
  • PT | 213.110.242.23 | ২৭ মার্চ ২০১৬ ১৪:৪৪705008
  • ষাট টাকা মাসিক খরচে পব-র কোথায় পড়াশুনো করা যায়? বই-পত্তর খাতা, জ্যামিতির বাক্স ইত্যাদির কেনার হিসেব সহ জানাবেন......
    তারপরে কে কত খোরাক হয়েছে তার হিসেব করা যাবে।
  • PT | 213.110.242.23 | ২৮ মার্চ ২০১৬ ১৭:০৪705009
  • আমার অতি পরিচিত রিক্সাচালকের দুটি মেয়ে স্কুলে পড়ে। তাকে জিগালাম কন্যাশ্রী প্রক্ল্পের কথা। সে যা জানাল তা এই রকমঃ

    ১) বছর দু-তিন আগে একবার ৫০০ টাকা করে পেয়েছিল। তার পরে ফর্ম ভরার পরেও আজ পর্যন্ত আর কিছু পায়নি।
    ২) এই বারে সাইকেল পেয়েছে।
    ৩) তাকে জানানো হয়েছে যে মেয়ের ১৮ বছর বয়সের পরে "বিয়ের জন্য" ২০/২৫ হাজার টাকা দেওয়া হবে!!
  • sm | 53.251.91.253 | ২৮ মার্চ ২০১৬ ১৮:৪৩705010
  • অ ব প মার্কা ঢপ দিলে চলবে?
    এখানে টাকা তো একাউন্টে দেওয়া হয়। টাকা না পেলে অনলাইন এ কমপ্লেন করতে বলুন।
  • PT | 213.110.242.23 | ২৮ মার্চ ২০১৬ ১৯:১৩705011
  • বেশ, বেশ, আবাপ এখন ঢপ দিচ্ছে বুঝি? তা কতদিন হল এটা শুরু হয়েছে?

    রিক্সাচালকের কথা অনুযায়ী তাদের পাড়ার কোন মেয়ে পায়নি। ("তারা পেইলে আমার মাইয়াও পাইত"!!)

    আমার অফিসের আরো এক্জন কর্মচারী কন্যাশ্রীর নামও শোনেনি। তার মেয়ে কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়ে। এক কানাকড়িও পায়নি। আরো একটা খবর পেলামঃ কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়ে এমন কেউ সম্ভব্তঃ সাইকেল পাচ্ছেনা।

    আর এই না হলে অবাস্তব আমড়াগাছী প্রস্তাব? একটা আধা গ্রাম আধা শহরের রিক্সাচালক অনলাইনে কমপ্লেন দেবে? আর সেটা সে পারেও যদি, তাকে পাড়ায় থাকতে হবে না দাদাদের চোখের সামনে?
  • sm | 53.251.91.253 | ২৮ মার্চ ২০১৬ ২০:২৯705012
  • বেশ বেশ, অ ব প ঢপ দেয় আপনি জানেন না? আর যে রিক্সায় ঘোরা ঘুরি করেছেন (অতি পরিচিত যখন); তার হয়ে এট্টা কমপ্লেন করে দিতে পারছেন না, কমরেড! এতো জনগণ তান্ত্রিক বিপ্লবের অঙ্গ! নাকি দাদাদের ভয় মনে চাগিয়ে বসেছে?
  • PT | 213.110.242.23 | ২৮ মার্চ ২০১৬ ২০:৩৬705013
  • আপনি ঘুষ-ঘুষে জ্বরে আক্রান্ত দলটির সেবাদাস হয়ে থাকুন। আমি কি করি না করি তা নিয়ে আপনার জ্ঞানদানের প্রয়োজন নেই।

    আর খোঁচালেন যখন তখন জানিয়েই রাখি যে আমি রিক্সাতেই ঘোরাফেরা করে থাকি। এ চত্বরের রিক্সচালকদের সঙ্গে আমার খুব ভাল পরিচিতি আছে।
  • sm | 53.251.91.253 | ২৮ মার্চ ২০১৬ ২০:৩৯705014
  • রিক্সায় ঘোরা ভালো তো। পল্যুশন একদম হয় না। আফনে কার দলদাস?
    অন্যের কাঁচের ঘরে ঢিল ছুড়তে অনেক কে দেখেছি; আফনে তো মশাই নিজের মুখে পাটকেল ছুঁড়ে থাকেন দেখছি ।
  • PT | 213.110.242.23 | ২৮ মার্চ ২০১৬ ২০:৪৬705016
  • ধুস-স-স-স....
  • MR | 154.162.97.33 | ২৯ মার্চ ২০১৬ ০০:৫৪705017
  • এখানে অনেকেই নিজের দোষ ঢাকার জন্য বা নিজের দুর্বলতা ঢাকার জন্য অপরকে খিল্লি করে! তো?
  • S | 202.156.215.1 | ২৯ মার্চ ২০১৬ ০৪:০১705018
  • রিক্সাওয়ালা অনলাইনে কমপ্লেন করবেন?

    হাঁসবো না কাঁদবো?
  • sm | 53.251.91.253 | ২৯ মার্চ ২০১৬ ০৮:৪১705019
  • S , হাসতেও হবেনা, কাঁদতেও হবে না।আমাদের দেশে প্রায় ৩০ শতাংশ লোক নিরক্ষর।তাদের ও তো, রেশন কার্ড, ভোটার আই ডি ,ছেলেমেয়েদের স্কুলে ভর্তি, কোর্টের কাজ ইত্যাদি করার জন্য ফর্ম ফিল আপ করতে হয়। এখন আবার অনেক কিছু অনলাইন এও করতে হয়। ভবিষ্যতে আরো বেশি করে অনলাইন ইউজ করতে হবে। কি ভাবে এরা এগুলো ডিল করে বলে মনে হয়?
  • S | 108.127.180.11 | ২৯ মার্চ ২০১৬ ০৮:৪৮705020
  • দেখুন ছড়িয়েছেন সেইটা স্বীকার করলেই তো হয়। ঃ))
    এখন এইসব অদ্ভুত যুক্তি দিয়ে গোটানোর চেস্টা করে কোনো লাভ নেই।
  • sm | 53.251.91.253 | ২৯ মার্চ ২০১৬ ০৯:১৬705021
  • S , আপনি কি নিজের মুখে পাটকেল ;ইত্যাদি-((
    কয়েক পোস্ট আগে দেখুন লিখেছিলাম, যে রিক্সাওয়ালা কোনো ব্যক্তির অতি পরিচিত; তিনি কি তার হয়ে অনলাইন কমপ্লেন করে দিতে পারেন না?এমনি ভাবেই সমাজ টা চলে। ট্রেনের টিকিট বুক করতে গেলেও অনলাইন আবশ্যিক । জানেন না?
    আপনি বোধ হয় ভালো করে পড়া করেন না। খালি তর্ক করার জন্য তর্ক করবেন না।
    আর ইকনমি সংক্রান্ত ও কিছু ভুলভাল পোস্ট করে, পাইল্যে গেলেন। কি আর বলবো।
  • PT | 213.110.242.4 | ২৯ মার্চ ২০১৬ ০৯:৩৬705022
  • গোটা পাড়ার জন্যে অনলাইনে কমপ্লেন দিতে হবে যে!!
  • S | 108.127.180.11 | ২৯ মার্চ ২০১৬ ০৯:৩৯705023
  • সেকি ইকনমি সম্বন্ধে তো সবকটি কোস্নের উত্তরই দিলাম। আপনিই তো প্রতিবার গোলপোস্ট সরালেন। প্রথমে ইউকে নিয়ে বললেন - ইন্ডিয়ার সাথে কেন তুলনা হয়্না সেটাও বোঝাতে হলো (সময়ের মারাত্মক অপচয়)। তারপরে ইনফ্লেশন আর ইন্টারেস্ট রেট নিয়ে ঘেঁটে গেলেন। ইনফ্লেশন যদি ইন্টারেস্ট রেটের বেশি হয় তাহলে নিয়ম অনুযায়ি লোকের উচিত সেভ না করা - কিন্তু সেইটা ইন্ডিভিজুয়াল লেভেলে অলমোস্ট কখনই হয়না। তার ৮-৮।৫% ইনফ্লেশনের থেকে কম হলেও ওর থেকে বেশি রেট তো কেউ দিচ্ছেনা। এইটা আপ্নি যদি এখনো না বোঝেন তাহলে আর বুঝবেন না। আইএসের ইন্টারেস্ট রেটটাও ঠিকঠাক দেখাতে পারলেন না - বললেন ৩%, তারপরে দেখলাম একটা ব্যন্ক একটা স্কিমে আগে দিচ্ছিলো - এখন আর দিচ্ছেনা - তাছাড়া এগুলো প্রাইভেট ব্যান্ক তাই রিস্ক বেশি ইত্যাদি। পাইলে না গিয়ে উপায় আছে। If you choose to remain blisssfully ignorant, then I can't help you.

    আপনি ঐ অন্যলোকের সাহায্য ইত্যাদি বলেছেন পিটি বাবুর পোস্টের পরে। আর আপনি হাওড়া থেকে বর্ধমান যেতে অনলাইনে টিকিট বুক করেন জেনে ভালো লাগলো।

    পড়াশুনাতে চিরকালই কাঁচা, কি ক্রবো বলুন। তক্কে জিতে ভালো লাগছে তো?
  • sm | 53.251.91.253 | ২৯ মার্চ ২০১৬ ০৯:৪৩705024
  • যা বাব্বা! গোটা মহল্লায় কেউ পায় নি। লিশ্চয়, তিনোদের ও অনেকে পায় নি। এটা কি করে সম্ভব! যদ্দুর জানি, ওরা খুব পক্ষপাত দুষ্ট পার্টি।
  • করঞ্জাক্ষ চাকলাদার | 203.55.36.42 | ২৯ মার্চ ২০১৬ ০৯:৪৪705025
  • আহা, একটা দিক উনি ধরে না রাখলে ম্যাচ শেষ হয়ে যাবে যে!
  • sm | 53.251.91.253 | ২৯ মার্চ ২০১৬ ০৯:৫৪705027
  • দূর মশাই! বালখিল্য তর্কের কোনো মানে হয়? আমি ৩ পার্সেন্ট এর কাছা কাছি বলেছিলাম; দেখিয়ে দিয়েছি।প্রাইভেট, সরকারী বলে তো কুনো তর্ক করি নাই! মাধুরী মিশালে চলবে?
    কথা হলো, ইন্ডিয়া তে সেভিংস এ এদ্ভান্তেজ বেশি এমন একটা ধারণা দিতে চলেছিলেন। তা, আমি বললাম, সেভিংস এ তো দেয় ৪ পার্সেন্ট মতন আর দিপোজিতে যা দেয়, ইনফ্লেশন এডজাস্ট করে হাতে থাকে পেন্সিল।
    তা, আফনে বলতে শুরু করলেন আগামী দশ বছর ইনফ্লেশন কম থাকবে এমন কিছু। ভালো। অনেক টা গনত্কারের মতন লাগলো. কি আর করা !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন